input_text
stringlengths
9
148
target_text
stringlengths
7
2.04k
এ বিষয়ে আমার অ আ ক খ জ্ঞান নেই।
আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই
আজকের দিনে অকণ্টক অবস্থায় জীবনযাপন করা সম্ভব নয়।
আজকের সময়ে ঝামেলাহীন জীবন কাটানো সম্ভব নয়।
অকথ্য ভাষায় গালাগালি করছে
অকথ্য ভাষায় গালাগালি করছে
তুমি একটা অকর্মার ধাড়ি।
তোমাকে দিয়ে কিছুই সম্ভব না
বয়সতো হল এখনও অকলমন্দি হল না।
এতো বড় হয়েছো এখনো বুদ্ধিশুদ্ধি কিছু হয়নি তোমার
মনে যখন কোন প্রশ্ন জাগে না তখন তোমাকে অকলের দুশমন মনে হচ্ছে।
মনে যখন কোন প্রশ্ন জাগে না তখন বুঝতে হবে কিছুই বুঝোনি
বাবা মারা গেলেন যেন অকস্মাৎ বজ্রপাত হল।
বাবা মারা গেলেন মাথায় যেন আকাশ ভেঙে পড়লো
অকাজের গোঁসাই
অকর্মার ধাড়ি
সে একটা অকাজের গোঁসাই
সে একটা অকর্মার ধাড়ি।
তোমার মতো অকাট মূর্খ দেখিনি
তোমার মতো বোকা আর দেখিনি
অকারণে হৈচৈ আমি গত সপ্তাহে স্কুল থেকে অনুষ্ঠানে যাত্রা করতে পারিনি
অহেতুক চিন্তায় আমি গত সপ্তাহে স্কুল থেকে অনুষ্ঠানে যেতে পারিনি
সম্মুখ সমরে পড়ি বীরচূড়ামণি বীরবাহু চলি গেলে যমপুরে অকালে
অল্প বয়সে সম্মুখ সমরে বীরচূড়ামণি বীরবাহু মারা গেলেন
অকালকুস্মাণ্ড ছেলে; নাহি কি জ্ঞানকাণ্ড?
বোকা ছেলে, কাণ্ডজ্ঞান নেই?
অকালকুসুম দেশের উৎপাতসূচক
অসময়ের ফুল দেশের জন্য ঝামেলার
অকালপক্ক ছেলে
ডেঁপো ছেলে
অকালবর্ষণে চাষের সমূহ ক্ষতি হয়
অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়
আমাদের গ্রামে এই বছর অকালবসন্তে ফুলগুলি খুব সুন্দরভাবে ফুটেছে
আমাদের গ্রামে এ বছর বসন্তের শুরুতে খুব সুন্দর ফুল ফুটেছে
হে দেবী, রাবণবধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকালবোধন করেছিলেন, আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি
হে দেবী, রাবণ বধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা অকালে তোমার পূজা করেছিলেন, তাই আমি আশ্বিন মাসের ষষ্ঠ তিথিতে সন্ধ্যায় তোমার পূজা করছি।
রাশেদের অকাল মৃত্যুতে তার পরিবার অত্যন্ত দুঃখ পেয়েছে
রাশেদের অকাল মৃত্যুতে তার পরিবার গভীরভাবে শোকাহত
অযোধ্যায় নেমে এল অকালসন্ধ্যা
দুর্দশা অসময়ে অযোধ্যায় পৌঁছেছে
অকালের বাদল আসায় আমরা বেশ আশ্চর্য হয়েছি
অপ্রত্যাশিত বিপত্তিতে আমরা বেশ অবাক হয়েছিলাম
পুলিশ দ্রুত অকুস্থলে পৌঁছেছে
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়
অকূলে পড়া
বিপদে পড়া
বাবা মারা যাওয়ায় আমি অকূলপাথারে পড়েছি
বাবা মারা যাওয়ার পর আমি এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি
তার দক্ষতা এবং সাহায্যবাদের মাধ্যমে সে একটি অকূলতারণ হয়ে উঠেছে
তিনি তার দক্ষতা এবং সহায়তার কারণে ত্রাণকর্তা হয়ে উঠেছেন।
তাকে পাওয়ায় আমার যেন অকূলে কূল পাওয়া হয়েছে
তাকে খুঁজে পেয়ে এই মহাবিপদে আমি কুল খুঁজে পেয়েছি
আমি অকূলে পড়েছি
বড় বিপদে আছি
অকূলের কূল
বিপদে ত্রাণকর্তা;
তুমি আমার অকূলের ভেলা হয়ে আবির্ভূত হয়েছ
তুমি আমার বিপদের সময়ে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছ
লোকটি হজ্জ করতে গিয়ে অক্কা পেয়েছে
লোকটি হজ্জ করতে গিয়ে মারা গিয়েছে
নানাসমস্যা চারিদিক থেকে আমাকে অক্টোপাসের মত জড়িয়ে ধরেছে।
চারিদিক থেকে নানা সমস্যা আমাকে ঘিরে রেখেছে
তার অক্ষরচুঞ্চু লেখা দেখে সবাই আশ্চর্য করে
তার সুন্দর হাতের লেখা দেখে সবাই অবাক
এই বিষয়ে আমার অক্ষরজ্ঞান নেই
আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই
তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি
আমি তোমার নির্দেশ সম্পূর্ণরূপে অনুসরণ করেছি
তুমি আমাকে টাকাটা দিয়ে অক্সিজেন জুগিয়েছ
এই বিপদে টাকাটা দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছো
এমন অখদ্যে-অবদ্যে জিনিস আমি কিনি না
এমন অযথা জিনিস আমি কিনি না
রোগীর অবস্থা অখন-তখন
রোগীর যায় যায় অবস্থা
অগড়মবগরম কথাবার্তা বলো না
আবোলতাবোল কথাবার্তা বলো না
অগতির গতি ঈশ্বর
যার কেউ নেই তার ঈশ্বর আছেন
কেউ যখন রাজী নয় তখন অগত্যা মধুসূদন আমিই এই কাজ করব
কেউ রাজী নয় তখন তাই আর কোনো উপায় না পেয়ে আমিই এ কাজ করব
ও তো অগভীর জলের পুঁটিমাছ
সে তার সামান্য সম্পদ নিয়ে অহংকার করে
চাকরকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে সে অগর-মগর করতে লাগল।
চাকরকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে সে নানা অজুহাত দেখাতে লাগল।
বিএনপি কী অগস্ত্যযাত্রা শুরু করল?
বিএনপি কী হারিয়ে যেতে শুরু করল?
চাকরিটা চলে যাওয়ায় অগাধ জলে পড়েছি।
চাকরিটা চলে যাওয়ায় মহাবিপদে পড়েছি।
লোকটি অগাধ জলের মাছ ওকে ছুঁতে পারবে না।
লোকটা ভীষণ চালাক তুমি ওর সাথে পেরে উঠবে না
ক্রোধে ব্ৰহ্মা আইলেন অগ্নি অবতার
ব্রহ্মা খুব রেগে গেলেন
প্রনাম জানাই সেই মহীয়সী প্রাণকে, বাংলামার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার কে।
বাংলামার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার কে সম্মান জানাই
সংসারে অগ্নিকাণ্ড ঘটেছে।
এ নিয়ে পরিবারে তুমুল ঝগড়া লেগেছে
অগ্নিগর্ভ পরিস্থিতির উদ্ভব হয়েছে
অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে
সীতার অগ্নিপরীক্ষা
সীতার কঠিন পরীক্ষা
গরীবের অন্নবল নেই, অগ্নিবল আছে।
গরীবের পেটে অন্ন নেই, ক্ষুধা আছে।
কলদৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল
সেলাই মেশিন, তাঁতকে প্রতিস্থাপন করেছে।
পরিশ্রম করলে অগ্নিবৃদ্ধি হয়।
পরিশ্রম করলে ক্ষুধাবৃদ্ধি হয়।
লোকে বৃদ্ধবয়সে অগ্নিমান্দ্য রোগে ভোগে।
মানুষ বৃদ্ধবয়সে অজীর্ণ রোগে ভোগে।
শিক্ষকমশাই অগ্নিমূর্তি ধারণ করেছেন।
শিক্ষক খুব রাগান্বিত হয়েছেন
জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ বিপর্যস্ত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ।
শাদাবের কাণ্ড দেখে মাঠে অগ্নিশর্মা বাবর, ক্ষোভ উগরে দিলেন শাহিনও
শাদাবের আচরণ দেখে বাবর ক্ষুব্ধ হন, শাহিনও তার হতাশা প্রকাশ করেন।
বেগম রোকেয়া নারীজাগরণের অগ্রদূত ছিলেন।
বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের পথিকৃৎ।
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করলে ফল ভাল হয় না।
পরিণাম চিন্তা না করে কাজ করলে ফল ভাল হয় না।
অঘাকান্তটা একাজটা কেন করলো বুঝলামনা
অকর্মাটা একাজ কেন করলো বুঝলামনা
তুমি আমার অঙ্কশায়িনী
তুমি আমার স্ত্রী
সাফল্যের আশা অঙ্কুরেই বিনষ্ট।
সাফল্যের আশা শুরুতেই শেষ
তোমার আমার সম্পর্কের অঙ্কুরোজ্ঞম হয়েছে কোন কুক্ষনে
তোমার আমার সম্পর্ক শুরু হয়েছে কোন কুক্ষনে
সব সময়ই বিবেকের অঙ্কুশ-তাড়না অনুভব করছি।
সব সময়ই বিবেকের তাড়না অনুভব করছি
রাতের অন্ধকারে পথ চলতে ভয়ে আমার অঙ্গ জল হয়।
রাতের অন্ধকারে পথ চলতে ভয়ে গা ঠান্ডা হয়।
তোমার মতো অজমূর্খ আমি আর দেখিনি
তোমার মত মূর্খ আমি আর দেখিনি
অজাতশত্রু যুধিষ্ঠির
যুধিষ্ঠিরের কোনো শত্রু নেই
অজাতশ্মশ্রু ছেলেটিকে ডাকো
অপ্রাপ্তবয়স্ক ছেলেটিকে ডাকো
অজ্ঞতকুলশীলকে ঘরে স্থান দিতে নেই।
অজানা কাউকে ঘরে স্থান দিতে নেই।
মায়ের অঞ্চলনিধি
মায়ের প্রিয় ছেলে
আজকাল অঞ্চলপ্রভাব অতীব প্রবল
আজকাল স্বামীর উপর স্ত্রীর প্রভাব খুব প্রবল
অতঃকিম? নড়েচড়ে বসল আমাদের হবু ইঞ্জিনীয়ার কার্তিকেয়।
এরপর কী
আমি অতশত জানি না।
আমি এত কিছু জানি না
অতি চালাকের গলায় দড়ি
ধূর্তের ফাঁদে ধরা পড়া।
মনুষ্য জাতি সম্ভবত ইহাকেই বলে, অতি চালাকের গলায় দড়ি
মানুষ বোধহয় একেই বলে, অতি চালাকের গলায় দড়ি
অতিদর্পে হত লঙ্কা
অহঙ্কারে পতন অনিবার্য
অতিবাড় বেড়োনা ঝড়ে উড়ে যাবে
অহঙ্কারে পতন অনিবার্য
অতিভক্তি চোরের লক্ষণ
অত্যধিক সৌজন্য, অত্যধিক নৈপুণ্য.
অতিলোভে তাঁতী নষ্ট হয়েছে
বেশি লোভ করা একদমই ভালো নয়
এতো বাড় বেড়োনা, অত্যুচ্ছ্রায়ো পতনহেতুঃ
অতিবাড় পতনের কারণ
হঠাৎ চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছি।
হঠাৎ চাকরি হারিয়ে ভীষণ বিপদে পড়েছি।
তার মতিগতিতে কিছু অদলবদল হবে না
সে তার মত পরিবর্তন করবে না
টাকা যে আছে জানি, কিন্তু অদানে অব্রাহ্মণে নষ্ট করবার জন্যে এই টাকা আমি রোজগার করিনি
টাকা আছে জানি , কিন্তু অযৌক্তিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তা কামাই করিনি।
অধঃপাতে যাওয়া সহজ বলিয়া কি আমরা অধঃপাতের সোপান মৰ্ম্মাণ করব?
উচ্ছন্নে যাওয়া সহজ বলেই কি আমরা তা করবো?
ওর মতো অধমাধম আমি আর দেখিনি
ওর মতো নিকৃষ্ট আমি আর দেখিনি
মাঝেমধ্যে অধিকন্তু ন দোষায়
সৎকার্য বেশিতে ক্ষতি নেই
সায়রা খানম রহমান সাহেবের অধিবিন্না
সায়রা খানম রহমান সাহেবের প্রথম স্ত্রী
চৌধুরী সাহেব অধিবেত্তা
জনাব চৌধুরী তার প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিয়ে করেন
চৌধুরী সাহেব অধিবেদন করেছেন
বন্ধ্যাদোষহেতু জনাব চৌধুরী তার প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিয়ে করেন
অনধিকার চর্চা করা আমার পছন্দ নয়।
আমি অযাচিত হস্তক্ষেপ পছন্দ করি না।
তোমার কথা বাবার রাগের অনলে জল ঢেলে দিয়েছে
তোমার কথায় বাবার রাগ প্রশমিত হয়েছে।
অনাগত বিধাতারা কখনো বিপদে পড়ে না।
ভবিষ্যতের জন্য আগাম উদ্যোগকারীরা কখনো বিপদে পড়ে না।
এক অনানিকার লাশ পাওয়া গেছে
অজ্ঞাত এক মেয়ের লাশ পাওয়া গেছে
তিনি তখনই রক্ষী পাঠিয়ে গোপালকে তলব করে বললেন, 'তোমার মতো অনামুখো বেঁচে থাকলে বহু লোকের সর্বনাশ ঘটবে
তিনি তখনই রক্ষী পাঠিয়ে গোপালকে তলব করে বললেন, 'তোমার মতো অপয়া লোক বেঁচে থাকলে বহু লোকের সর্বনাশ ঘটবে'
ভুবনজুড়ে চলছে অনাহার অনাবৃষ্টি একী অনাসৃষ্টি
দুর্ভিক্ষ ও খরার কারণে পৃথিবী আসন্ন ধ্বংসের সম্মুখীন।
আমি এক অনাহারী কর্মচারী
আমি এক বেতনহীন কর্মচারী
অনেকের অনিষ্টে ইষ্টলাভ হয়
অনেকের শাপে বর হয়
এখন দেখছি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবার উপক্রম।
বহুজনের কর্তৃত্ব থাকলে অনুষ্ঠানে কাজের থেকে অকাজ বেশি হয়
পুলিশ দেখে দুস্কৃতির অন্তরাত্মা শুকিয়ে গেছে।
পুলিশ দেখে দুস্কৃতরা ভয় পেয়ে গেছে।
সভ্যতার অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে।
সভ্যতার পতন শুরু হয়ে গেছে।

#idiom paraphrase

Downloads last month
52