input_text
stringlengths 9
148
| target_text
stringlengths 7
2.04k
|
---|---|
এ বিষয়ে আমার অ আ ক খ জ্ঞান নেই।
|
আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই
|
আজকের দিনে অকণ্টক অবস্থায় জীবনযাপন করা সম্ভব নয়।
|
আজকের সময়ে ঝামেলাহীন জীবন কাটানো সম্ভব নয়।
|
অকথ্য ভাষায় গালাগালি করছে
|
অকথ্য ভাষায় গালাগালি করছে
|
তুমি একটা অকর্মার ধাড়ি।
|
তোমাকে দিয়ে কিছুই সম্ভব না
|
বয়সতো হল এখনও অকলমন্দি হল না।
|
এতো বড় হয়েছো এখনো বুদ্ধিশুদ্ধি কিছু হয়নি তোমার
|
মনে যখন কোন প্রশ্ন জাগে না তখন তোমাকে অকলের দুশমন মনে হচ্ছে।
|
মনে যখন কোন প্রশ্ন জাগে না তখন বুঝতে হবে কিছুই বুঝোনি
|
বাবা মারা গেলেন যেন অকস্মাৎ বজ্রপাত হল।
|
বাবা মারা গেলেন মাথায় যেন আকাশ ভেঙে পড়লো
|
অকাজের গোঁসাই
|
অকর্মার ধাড়ি
|
সে একটা অকাজের গোঁসাই
|
সে একটা অকর্মার ধাড়ি।
|
তোমার মতো অকাট মূর্খ দেখিনি
|
তোমার মতো বোকা আর দেখিনি
|
অকারণে হৈচৈ আমি গত সপ্তাহে স্কুল থেকে অনুষ্ঠানে যাত্রা করতে পারিনি
|
অহেতুক চিন্তায় আমি গত সপ্তাহে স্কুল থেকে অনুষ্ঠানে যেতে পারিনি
|
সম্মুখ সমরে পড়ি বীরচূড়ামণি বীরবাহু চলি গেলে যমপুরে অকালে
|
অল্প বয়সে সম্মুখ সমরে বীরচূড়ামণি বীরবাহু মারা গেলেন
|
অকালকুস্মাণ্ড ছেলে; নাহি কি জ্ঞানকাণ্ড?
|
বোকা ছেলে, কাণ্ডজ্ঞান নেই?
|
অকালকুসুম দেশের উৎপাতসূচক
|
অসময়ের ফুল দেশের জন্য ঝামেলার
|
অকালপক্ক ছেলে
|
ডেঁপো ছেলে
|
অকালবর্ষণে চাষের সমূহ ক্ষতি হয়
|
অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়
|
আমাদের গ্রামে এই বছর অকালবসন্তে ফুলগুলি খুব সুন্দরভাবে ফুটেছে
|
আমাদের গ্রামে এ বছর বসন্তের শুরুতে খুব সুন্দর ফুল ফুটেছে
|
হে দেবী, রাবণবধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকালবোধন করেছিলেন, আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি
|
হে দেবী, রাবণ বধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা অকালে তোমার পূজা করেছিলেন, তাই আমি আশ্বিন মাসের ষষ্ঠ তিথিতে সন্ধ্যায় তোমার পূজা করছি।
|
রাশেদের অকাল মৃত্যুতে তার পরিবার অত্যন্ত দুঃখ পেয়েছে
|
রাশেদের অকাল মৃত্যুতে তার পরিবার গভীরভাবে শোকাহত
|
অযোধ্যায় নেমে এল অকালসন্ধ্যা
|
দুর্দশা অসময়ে অযোধ্যায় পৌঁছেছে
|
অকালের বাদল আসায় আমরা বেশ আশ্চর্য হয়েছি
|
অপ্রত্যাশিত বিপত্তিতে আমরা বেশ অবাক হয়েছিলাম
|
পুলিশ দ্রুত অকুস্থলে পৌঁছেছে
|
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়
|
অকূলে পড়া
|
বিপদে পড়া
|
বাবা মারা যাওয়ায় আমি অকূলপাথারে পড়েছি
|
বাবা মারা যাওয়ার পর আমি এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি
|
তার দক্ষতা এবং সাহায্যবাদের মাধ্যমে সে একটি অকূলতারণ হয়ে উঠেছে
|
তিনি তার দক্ষতা এবং সহায়তার কারণে ত্রাণকর্তা হয়ে উঠেছেন।
|
তাকে পাওয়ায় আমার যেন অকূলে কূল পাওয়া হয়েছে
|
তাকে খুঁজে পেয়ে এই মহাবিপদে আমি কুল খুঁজে পেয়েছি
|
আমি অকূলে পড়েছি
|
বড় বিপদে আছি
|
অকূলের কূল
|
বিপদে ত্রাণকর্তা;
|
তুমি আমার অকূলের ভেলা হয়ে আবির্ভূত হয়েছ
|
তুমি আমার বিপদের সময়ে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছ
|
লোকটি হজ্জ করতে গিয়ে অক্কা পেয়েছে
|
লোকটি হজ্জ করতে গিয়ে মারা গিয়েছে
|
নানাসমস্যা চারিদিক থেকে আমাকে অক্টোপাসের মত জড়িয়ে ধরেছে।
|
চারিদিক থেকে নানা সমস্যা আমাকে ঘিরে রেখেছে
|
তার অক্ষরচুঞ্চু লেখা দেখে সবাই আশ্চর্য করে
|
তার সুন্দর হাতের লেখা দেখে সবাই অবাক
|
এই বিষয়ে আমার অক্ষরজ্ঞান নেই
|
আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই
|
তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি
|
আমি তোমার নির্দেশ সম্পূর্ণরূপে অনুসরণ করেছি
|
তুমি আমাকে টাকাটা দিয়ে অক্সিজেন জুগিয়েছ
|
এই বিপদে টাকাটা দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছো
|
এমন অখদ্যে-অবদ্যে জিনিস আমি কিনি না
|
এমন অযথা জিনিস আমি কিনি না
|
রোগীর অবস্থা অখন-তখন
|
রোগীর যায় যায় অবস্থা
|
অগড়মবগরম কথাবার্তা বলো না
|
আবোলতাবোল কথাবার্তা বলো না
|
অগতির গতি ঈশ্বর
|
যার কেউ নেই তার ঈশ্বর আছেন
|
কেউ যখন রাজী নয় তখন অগত্যা মধুসূদন আমিই এই কাজ করব
|
কেউ রাজী নয় তখন তাই আর কোনো উপায় না পেয়ে আমিই এ কাজ করব
|
ও তো অগভীর জলের পুঁটিমাছ
|
সে তার সামান্য সম্পদ নিয়ে অহংকার করে
|
চাকরকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে সে অগর-মগর করতে লাগল।
|
চাকরকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে সে নানা অজুহাত দেখাতে লাগল।
|
বিএনপি কী অগস্ত্যযাত্রা শুরু করল?
|
বিএনপি কী হারিয়ে যেতে শুরু করল?
|
চাকরিটা চলে যাওয়ায় অগাধ জলে পড়েছি।
|
চাকরিটা চলে যাওয়ায় মহাবিপদে পড়েছি।
|
লোকটি অগাধ জলের মাছ ওকে ছুঁতে পারবে না।
|
লোকটা ভীষণ চালাক তুমি ওর সাথে পেরে উঠবে না
|
ক্রোধে ব্ৰহ্মা আইলেন অগ্নি অবতার
|
ব্রহ্মা খুব রেগে গেলেন
|
প্রনাম জানাই সেই মহীয়সী প্রাণকে, বাংলামার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার কে।
|
বাংলামার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার কে সম্মান জানাই
|
সংসারে অগ্নিকাণ্ড ঘটেছে।
|
এ নিয়ে পরিবারে তুমুল ঝগড়া লেগেছে
|
অগ্নিগর্ভ পরিস্থিতির উদ্ভব হয়েছে
|
অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে
|
সীতার অগ্নিপরীক্ষা
|
সীতার কঠিন পরীক্ষা
|
গরীবের অন্নবল নেই, অগ্নিবল আছে।
|
গরীবের পেটে অন্ন নেই, ক্ষুধা আছে।
|
কলদৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল
|
সেলাই মেশিন, তাঁতকে প্রতিস্থাপন করেছে।
|
পরিশ্রম করলে অগ্নিবৃদ্ধি হয়।
|
পরিশ্রম করলে ক্ষুধাবৃদ্ধি হয়।
|
লোকে বৃদ্ধবয়সে অগ্নিমান্দ্য রোগে ভোগে।
|
মানুষ বৃদ্ধবয়সে অজীর্ণ রোগে ভোগে।
|
শিক্ষকমশাই অগ্নিমূর্তি ধারণ করেছেন।
|
শিক্ষক খুব রাগান্বিত হয়েছেন
|
জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ বিপর্যস্ত।
|
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ।
|
শাদাবের কাণ্ড দেখে মাঠে অগ্নিশর্মা বাবর, ক্ষোভ উগরে দিলেন শাহিনও
|
শাদাবের আচরণ দেখে বাবর ক্ষুব্ধ হন, শাহিনও তার হতাশা প্রকাশ করেন।
|
বেগম রোকেয়া নারীজাগরণের অগ্রদূত ছিলেন।
|
বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের পথিকৃৎ।
|
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করলে ফল ভাল হয় না।
|
পরিণাম চিন্তা না করে কাজ করলে ফল ভাল হয় না।
|
অঘাকান্তটা একাজটা কেন করলো বুঝলামনা
|
অকর্মাটা একাজ কেন করলো বুঝলামনা
|
তুমি আমার অঙ্কশায়িনী
|
তুমি আমার স্ত্রী
|
সাফল্যের আশা অঙ্কুরেই বিনষ্ট।
|
সাফল্যের আশা শুরুতেই শেষ
|
তোমার আমার সম্পর্কের অঙ্কুরোজ্ঞম হয়েছে কোন কুক্ষনে
|
তোমার আমার সম্পর্ক শুরু হয়েছে কোন কুক্ষনে
|
সব সময়ই বিবেকের অঙ্কুশ-তাড়না অনুভব করছি।
|
সব সময়ই বিবেকের তাড়না অনুভব করছি
|
রাতের অন্ধকারে পথ চলতে ভয়ে আমার অঙ্গ জল হয়।
|
রাতের অন্ধকারে পথ চলতে ভয়ে গা ঠান্ডা হয়।
|
তোমার মতো অজমূর্খ আমি আর দেখিনি
|
তোমার মত মূর্খ আমি আর দেখিনি
|
অজাতশত্রু যুধিষ্ঠির
|
যুধিষ্ঠিরের কোনো শত্রু নেই
|
অজাতশ্মশ্রু ছেলেটিকে ডাকো
|
অপ্রাপ্তবয়স্ক ছেলেটিকে ডাকো
|
অজ্ঞতকুলশীলকে ঘরে স্থান দিতে নেই।
|
অজানা কাউকে ঘরে স্থান দিতে নেই।
|
মায়ের অঞ্চলনিধি
|
মায়ের প্রিয় ছেলে
|
আজকাল অঞ্চলপ্রভাব অতীব প্রবল
|
আজকাল স্বামীর উপর স্ত্রীর প্রভাব খুব প্রবল
|
অতঃকিম? নড়েচড়ে বসল আমাদের হবু ইঞ্জিনীয়ার কার্তিকেয়।
|
এরপর কী
|
আমি অতশত জানি না।
|
আমি এত কিছু জানি না
|
অতি চালাকের গলায় দড়ি
|
ধূর্তের ফাঁদে ধরা পড়া।
|
মনুষ্য জাতি সম্ভবত ইহাকেই বলে, অতি চালাকের গলায় দড়ি
|
মানুষ বোধহয় একেই বলে, অতি চালাকের গলায় দড়ি
|
অতিদর্পে হত লঙ্কা
|
অহঙ্কারে পতন অনিবার্য
|
অতিবাড় বেড়োনা ঝড়ে উড়ে যাবে
|
অহঙ্কারে পতন অনিবার্য
|
অতিভক্তি চোরের লক্ষণ
|
অত্যধিক সৌজন্য, অত্যধিক নৈপুণ্য.
|
অতিলোভে তাঁতী নষ্ট হয়েছে
|
বেশি লোভ করা একদমই ভালো নয়
|
এতো বাড় বেড়োনা, অত্যুচ্ছ্রায়ো পতনহেতুঃ
|
অতিবাড় পতনের কারণ
|
হঠাৎ চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছি।
|
হঠাৎ চাকরি হারিয়ে ভীষণ বিপদে পড়েছি।
|
তার মতিগতিতে কিছু অদলবদল হবে না
|
সে তার মত পরিবর্তন করবে না
|
টাকা যে আছে জানি, কিন্তু অদানে অব্রাহ্মণে নষ্ট করবার জন্যে এই টাকা আমি রোজগার করিনি
|
টাকা আছে জানি , কিন্তু অযৌক্তিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তা কামাই করিনি।
|
অধঃপাতে যাওয়া সহজ বলিয়া কি আমরা অধঃপাতের সোপান মৰ্ম্মাণ করব?
|
উচ্ছন্নে যাওয়া সহজ বলেই কি আমরা তা করবো?
|
ওর মতো অধমাধম আমি আর দেখিনি
|
ওর মতো নিকৃষ্ট আমি আর দেখিনি
|
মাঝেমধ্যে অধিকন্তু ন দোষায়
|
সৎকার্য বেশিতে ক্ষতি নেই
|
সায়রা খানম রহমান সাহেবের অধিবিন্না
|
সায়রা খানম রহমান সাহেবের প্রথম স্ত্রী
|
চৌধুরী সাহেব অধিবেত্তা
|
জনাব চৌধুরী তার প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিয়ে করেন
|
চৌধুরী সাহেব অধিবেদন করেছেন
|
বন্ধ্যাদোষহেতু জনাব চৌধুরী তার প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিয়ে করেন
|
অনধিকার চর্চা করা আমার পছন্দ নয়।
|
আমি অযাচিত হস্তক্ষেপ পছন্দ করি না।
|
তোমার কথা বাবার রাগের অনলে জল ঢেলে দিয়েছে
|
তোমার কথায় বাবার রাগ প্রশমিত হয়েছে।
|
অনাগত বিধাতারা কখনো বিপদে পড়ে না।
|
ভবিষ্যতের জন্য আগাম উদ্যোগকারীরা কখনো বিপদে পড়ে না।
|
এক অনানিকার লাশ পাওয়া গেছে
|
অজ্ঞাত এক মেয়ের লাশ পাওয়া গেছে
|
তিনি তখনই রক্ষী পাঠিয়ে গোপালকে তলব করে বললেন, 'তোমার মতো অনামুখো বেঁচে থাকলে বহু লোকের সর্বনাশ ঘটবে
|
তিনি তখনই রক্ষী পাঠিয়ে গোপালকে তলব করে বললেন, 'তোমার মতো অপয়া লোক বেঁচে থাকলে বহু লোকের সর্বনাশ ঘটবে'
|
ভুবনজুড়ে চলছে অনাহার অনাবৃষ্টি একী অনাসৃষ্টি
|
দুর্ভিক্ষ ও খরার কারণে পৃথিবী আসন্ন ধ্বংসের সম্মুখীন।
|
আমি এক অনাহারী কর্মচারী
|
আমি এক বেতনহীন কর্মচারী
|
অনেকের অনিষ্টে ইষ্টলাভ হয়
|
অনেকের শাপে বর হয়
|
এখন দেখছি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবার উপক্রম।
|
বহুজনের কর্তৃত্ব থাকলে অনুষ্ঠানে কাজের থেকে অকাজ বেশি হয়
|
পুলিশ দেখে দুস্কৃতির অন্তরাত্মা শুকিয়ে গেছে।
|
পুলিশ দেখে দুস্কৃতরা ভয় পেয়ে গেছে।
|
সভ্যতার অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে।
|
সভ্যতার পতন শুরু হয়ে গেছে।
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.