id
stringlengths
1
15
text
stringlengths
1
129k
__index_level_0__
int64
0
10k
40a9883a9d
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিন ও একাডেমিক কাউন্সিলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ভেঙে গেছে। জামায়াতপন্থী শিক্ষকদের বয়কটের আহ্বান জানিয়ে মূলধারার বিএনপিপন্থী শিক্ষকেরা নতুন একটি মঞ্চ গঠন করেছেন।গত বুধবার রাতে 'জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ' নামের ওই মঞ্চ গঠন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জামায়াতপ্রীতির অভিযোগ তুলে সাদা দল থেকে শতাধিক শিক্ষক বের হয়ে গিয়ে নতুন ওই পরিষদ গঠন করেন।বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম মিঞাকে আহ্বায়ক করে ৫১ সদস্যের ওই কমিটি গঠিত হয়। তাঁরা আসন্ন নির্বাচনে সোনালি প্যানেল থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মিঞাসহ বিএনপিপন্থী আরও কয়েকজন শিক্ষক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
null
7431b52ec2
হকির জন্য বড় সুখবরই এটি। কেনিয়াকে ৪-৩ গোলে হারিয়ে আর্জেন্টিনায় অনুষ্ঠানরত যুব অলিম্পিক হকির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত নয়টায় স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হবে যুব হকি দল। বুয়েনেস এইরেসে কেনিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেভেন-এ সাইড এই ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৪ ও ৬ মিনিটে দুই গোল দিয়ে এগিয়ে যায় কেনিয়া। বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন মোহাম্মদ মহসিন ও সারোয়ার শাওন। এই দুটি গোল আসে ৭ ও ৮ মিনিটে। ১১ মিনিটে আবারও এগিয়ে যায় কেনিয়া। ১৫ মিনিটে স্কোর লাইন ৩-৩ করেন বাংলাদেশের মোহাম্মদ হাসান। ১৮ মিনিটে জয়সূচক গোল করেন বাংলাদেশের অধিনায়ক আরশাদ হোসেন। বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ভারতের কাছে পরাজিত হয় ১০-০ গোলে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে বাংলাদেশ হারে ৪-৩ গোলে। কানাডার বিপক্ষে ৫-২ গোলে জয়ের পর এল কেনিয়ার বিপক্ষে এই জয়।
null
4e630cd4d9
বিষয়, 'পুঁজিবাজারের পতন সময়ের দাবি'। সবার বক্তব্যের মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এগিয়ে চলল 'জাতীয় সংসদে'র কার্যক্রম। কী? মনে প্রশ্ন জাগতে শুরু করেছে নাকি। এ আবার কোথাকার সংসদ? না! ঠিক এ রকম একটি ছায়া সংসদের দেখা মিলেছে 'প্রথম আলো এনডিডিসি পঞ্চম ডিবেটারস লিগ' প্রতিযোগিতার ফাইনাল বিতর্কে। যে ছায়া সংসদে সরকারি ও বিরোধী দল হিসেবে মুখোমুখি হয়েছিল নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক দল। দুদলের বিতার্কিকদের যুক্তি, পাল্টাযুক্তি আর তথ্য ও তত্ত্বের ফুলঝুরিতে দর্শকেরা যেন একটু বেশিই মুগ্ধ। তাই কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু করতালিতে আর উল্লাসে সেদিন বারবার প্রকম্পিত হচ্ছিল নটরডেম কলেজ মিলনায়তন। আর বিচারকের আসনে বসা মানুষদের অবস্থা তো একটু করুণই বটে। কারণ বিতর্কে বিগত তিন বছরের সাফল্য ও ধারাবাহিকতার ভিত্তিতে সারা দেশের প্রায় অর্ধশতাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সেরা ১২টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয় এ প্রতিযোগিতায়। আর এ ১২টি দলের সেরা দুটি দল যে তখন মঞ্চে। দুদলের বিতর্ক শুনে মনে হচ্ছিল যেন শিরোপা জিততে যাচ্ছে দুদলই। কেউ কারও থেকে কম নয়। তবে শেষ পর্যন্ত যুক্তির লড়াইয়ে সেরা নির্বাচিত হলো নটরডেম কলেজের তৌহিদুর রহমান, এহসানুর রহমান আর মিনহাজ-উস সালেকীনের সমন্বয়ে গড়া গোল্ড দলটি। তবে এ তিনজনের জন্য এটাই প্রথম চ্যাম্পিয়ন শিরোপা নয়। এর আগে তৌহিদুর রহমান, এহসানুর রহমান ও মিনহাজ-উস সালেকীন জিতে নিয়েছে 'আইসিটি ডিজিটাল ফেয়ার বিতর্ক', 'প্রথম আলো এমজিবিএস বিতর্ক', 'হারমেন মেইনার সাংস্কৃতিক সপ্তাহ', 'ডিআইইউ জাতীয় বিতর্ক উৎসব' শিরোপাসহ মোট ছয়টি শিরোপা। এর মধ্যে 'আইসিটি ডিজিটাল ফেয়ার বিতর্ক' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দুবার। এই তিন কৃতী বিতার্কিকের মধ্যে তৌহিদুর রহমান ও এহসানুর রহমান একসঙ্গে বিতর্ক করছে সেই ষষ্ঠ শ্রেণী থেকে। আর মিনহাজ-উস সালেকীন বিতর্কটা শুরু করেছে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায়। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা তিনজনই ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। মতিঝিল আইডিয়াল থেকে এসএসসি পাসের পর তিনজনই ভর্তি হয়েছে নটরডেম কলেজে। এখান থেকেই তিনজনের একসঙ্গে শুরু হয় বিতর্ক। তিনজন এক স্কুলের ছাত্র হওয়ায় সাফল্যটা কি বেশি? এমন প্রশ্নের জবাবে এহসানের উত্তর, 'আমরা তিনজনই একই স্কুলের হওয়ায় আমাদের মধ্যকার বোঝাপড়াটা বেশ ভালো। আর বিতর্ক কিন্তু কোনো একক কাজ নয়। বিতর্ক একটি টিম ওয়ার্ক। সেদিক থেকে দেখলে এ কারণটা আমাদের জন্য একটু বাড়তি সুবিধাই।' কী হওয়ার স্বপ্ন দেখে তারা? এ তিন বিতার্কিকের সঙ্গে আড্ডার শেষ দিকে এ প্রশ্নটা ছুড়ে দিতেই মিনহাজের উত্তর, 'একজন ভালো মানুষ হতে চাই। সত্যিকারের একজন ভালো মানুষ। আমরা বিতর্কের মঞ্চে যে সুন্দর সুন্দর কথা বলি, সে কথাগুলোকে মনেপ্রাণে বাস্তবে রূপ দিতে চাই।' মিনহাজের সঙ্গে গলা মেলালেন অন্যরা।
null
661f0a962d
বাংলা একাডেমীর 'একাডেমী' বানান পরিবর্তন হচ্ছে। একাডেমী বানানের 'মী'-এর পরিবর্তে 'মি' লিখতে হবে। অর্থাৎ 'বাংলা একাডেমী' লিখতে হবে 'বাংলা একাডেমি'।সরকার বাংলা একাডেমীর জন্য নতুন আইন প্রণয়ন করছে। ইতিমধ্যে এই আইনের খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদন পেয়েছে। সংসদে উত্থাপন হয়েছে। আগামী অধিবেশনের শুরুতেই আইনটি পাস হওয়ার সম্ভাবনা আছে। মধ্য সেপ্টেম্বরে আইনটি পাস হলে তখন থেকেই নতুন বানানে বাংলা একাডেমী লিখতে হবে। 'বাংলা একাডেমি আইন, ২০১৩' পাস হলে বাংলা একাডেমী পাবে বাংলায় আইন। এত দিন রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী বাংলা একাডেমী চলত, যা ছিল ইংরেজিতে।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বানানরীতি অনুযায়ী 'একাডেমী' শব্দটি এসেছে বিদেশি শব্দ থেকে। এটি কোনো তৎসম শব্দ নয়। তাই এর বানান পরিবর্তন করে 'একাডেমি' করা হচ্ছে। আইন পাস হলেই এই বানান কার্যকর হবে। মহাপরিচালক বলেন, অনেকেই 'একাডেমী'র ভুল বানানের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। বাংলা বানানরীতিতে এটা ভুল। তাই এটি পরিবর্তন করা হচ্ছে। বাংলা একাডেমীর কর্মকর্তারা বলেছেন, বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ব্যক্তিগত উদ্যোগ থেকেই বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়। এ জন্য ১৯৫৭ সালে প্রথম ও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার করা আইন দিয়ে একাডেমীর কার্যক্রম পরিচালিত হতে থাকে। সর্বশেষ ১৯৭৮ সালে জিয়াউর রহমানের 'বাংলা একাডেমী অর্ডিনেন্স ১৯৭৮' দিয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছিল।কর্মকর্তারা বলেন, ঐতিহ্যগত কারণে একাডেমী বানান পরিবর্তন করা হয়নি। বলা যায় ব্যতিক্রম হিসেবে একাডেমীতে 'ঈ'কার ব্যবহার হয়ে আসছে। বিদেশি বানান হিসেবে অন্যান্য ক্ষেত্রে 'ই' কার দিয়ে একাডেমি লেখা হচ্ছে। আইন হলে একাডেমি বানান একটি একক রূপ পাবে।
null
c7cf296f7c
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ মানেই লাল-সবুজ পতাকা হাতে গ্যালারিতে বেঙ্গল টাইগারের বেশে ফাহিমুল হক। জাতীয় ক্রিকেট দলের প্রতি এমন পাগলপারা ভালোবাসার জন্য বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হয়েছেন 'টাইগার মিলন'। টাইগার মিলনকে নিয়ে এই লেখা তাঁর খেলাভক্তির জন্য নয়। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ১৫ দিন ধরে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) চিকিৎসাধীন ফাহিমুল হক। মুঠোফোনে গতকাল রাতে জানালেন, ১৩ মার্চ রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় রাজধানীর মাদারটেক এলাকায় দুর্ঘটনার শিকার হন। তাঁদের বহনকারী মোটরসাইকেলটি গর্তে আটকে পড়লে দূরে ছিটকে পড়েন মিলন। তাঁর পায়ের মাংস থেঁতলে যায়। বাঁ পায়ের চেয়ে ডান পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাহিমুল বলেন, চিকিৎসকেরা আজ সোমবার ক্ষতস্থানের টিস্যু পরীক্ষা করে দেখবেন। পরীক্ষার ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। তিনি আরও বলেন, যদি গুরুতর তেমন কিছু না হয় এবং স্বাভাবিকভাবে ক্ষতস্থান সেরে ওঠে, তাহলে হয়তো দেহের অন্য কোনো অংশ থেকে টিস্যু নিয়ে সার্জারি করবেন চিকিৎসকেরা। বাংলাদেশের পতাকা হাতে আবার যেন দাঁড়াতে পারেন, সবার কাছে সে দোয়াই চেয়েছেন টাইগার মিলন।
null
f715431a21
'বিনা ভোটের সরকার' দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নবনির্বাচিত সভাপতি মো. শাহ আলম। স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান, টিসিবির বিক্রি বাড়ানো ও কঠোর হাতে সিন্ডিকেট দমনের দাবিতে আজ শনিবার বিকেলে নগরের সিনেমা প্যালেস এলাকায় সিপিবি চট্টগ্রাম জেলা বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। সেখানেই তিনি এসব কথা বলেন। সিপিবির সভাপতি মো. শাহ আলম বলেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সিন্ডিকেটের দখলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিন্ডিকেটের দখলে। পার্লামেন্ট ও সিন্ডিকেটের দখলে চলে গেছে। সিন্ডিকেট ও লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। 'বিনা ভোটের সরকার' দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই উল্লেখ করে সিপিবির এই নেতা বলেন, করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন 'দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া'র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের 'পাহারাদার' হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সিপিবির চট্টগ্রামের সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মছি উদ্‌ দৌলা, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড উপজেলা সভাপতি জহির উদ্দিন মাহমুদ, মো. জামাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, দেশের মধ্যে বর্তমানে সর্বত্রই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। মানুষের শান্তিপূর্ণ জীবন আজ সংকটে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় মানুষ জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে। তা ছাড়া মুক্তিযুদ্ধের দর্শন থেকে পুরোপুরি সরে গিয়ে বর্তমান সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে, যা এ দেশে মোটেই কাম্য নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেট ভেঙে দিয়ে টিসিবির পণ্য বিক্রি বাড়াতে হবে এবং স্থায়ী রেশনিং ও গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।
null
7vs4se8740
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নিজস্ব একটি তহবিল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার তহবিলটি চালু হয়েছে। প্রথম দিনেই তহবিলে জমা পড়েছে ১ কোটি ১১ লাখ টাকা। 'দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড' নামে এই তহবিল চালু করতে উপাচার্যের কার্যালয়সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য মো. আখতারুজ্জামান তহবিলের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্যের হাতে ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধিরা। দাতাদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, প্রতিবছর অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত ব্যক্তি, স্বনামধন্য প্রতিষ্ঠান, ধনাঢ্য, দানবীর, শিক্ষা-গবেষণায় অনুরাগী ব্যক্তিদের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে তহবিলটি বড় করার জন্য দেশে-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীসহ দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।
null
ID_18933
পার্ণো মিত্র পার্ণো মিত্র একজন ভারতীয় বাঙালি চিত্রাভিনেত্রী। মূলত বাংলা নানা টেলিভিশন এর চ্যানেলর ধারাবাহিকগুলিতে অভিনয় করেন । তবে পরিচিতি আসে রবি ওঝা নির্দেশিত খেলা ও মোহনা এই দুটি ধারাবাহিকে অভিনয় করার পর । অভিনয় ছাড়াও তিনি মডেলিং জগতেও একটি পরিচিত মুখ । প্রাথমিক জীবন. পার্ণো মিত্র জন্মগ্রহন করেন ৩১ অক্টোবর ১৯৮৭ সালে। পার্ণো মিত্র তার শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায় শেষ করেন প্রট মেমোরিয়াল স্কুল এ। তাছাড়া পার্ণো মিত্র তার স্নাতক শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ থেকে।
null
51b7a66a95
অ্যালান বোর্ডার গতকাল সোমবার ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভারতের বিপক্ষে এ মাসের শেষের দিকে শুরু হতে চলা সিরিজে রিকি পন্টিং ও মাইক হাসির মধ্যে একজনকে নির্বাচকেরা দল থেকে বাদ দেবেন। তবে বোর্ডারের এই ভবিষ্যদ্বাণী হয়তো মিথ্যে প্রমাণিত হতে চলেছে।পন্টিং, হাসির পাশে এসে দাঁড়িয়েছেন কোচ মিকি আর্থার। আর্থার একই সঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচকও। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে দেওয়ার মতো এখনো অনেক কিছুই আছে পন্টিং ও হাসির।ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে পন্টিং ও হাসি দুজনই থাকবেন জানিয়ে আর্থার আজ বলেছেন, 'দলের সবচেয়ে বয়স্ক দুই ক্রিকেটার পন্টিং ও হাসিকে কীভাবে বাদ দেওয়া হবে, এ নিয়ে নতুন নির্বাচক প্যানেল এখনো আলোচনা করেনি।' ওয়েবসাইট।
null
6c268169f4
র‌্যাঙ্কিংয়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। একদিন এই দল এগিয়ে তো আরেক দিন ওই দল। অস্ট্রেলিয়ানদের তাতে যথেষ্টই আঁতে ঘা লাগার কথা। লড়াইটা যে আইরিশদের সঙ্গে, আর জায়গাটা র‌্যাঙ্কিংয়ের তলানির দিকে! বিশ্বকাপের প্রথম ম্যাচেই সামনে সেই আয়ারল্যান্ড। র‌্যাঙ্কিংকে 'গাধা' বানানো আর বাস্তবে ব্যবধানটা দেখিয়ে দেওয়ার তাগিদ নিশ্চয়ই ছিল অস্ট্রেলিয়ার। শেন ওয়াটসনের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে সেটি দেখাতেও পেরেছে জর্জ বেইলির দল। বিশ্বকাপ অভিযান শুরু করেছে ৭ উইকেটের দাপুটে জয়ে।প্রথম বল থেকেই ম্যাচ ওয়াটসনময়। নতুন বল হাতে নিয়ে প্রথম বলেই ফেরালেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে। আইরিশদের সর্বোচ্চ দুই স্কোরার ও'ব্রায়েন ভাইদের ফেরালেন এক ওভারেই। ব্যাট হাতে নেমেও চেনা রূপে। সহজ লক্ষ্যটা অস্ট্রেলিয়া অনায়াসে ছুঁয়ে ফেলল ওয়াটসনের ৩০ বলে ৫১ রানের ঝড়ে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬০ উঠল ৭ ওভারে। ২৩ বলে ২৬ রানের পথে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রান ছুঁয়েছেন ওয়ার্নার। ডকরেলকে ছয় মেরে ২৮ বলে ওয়াটসন ছুঁয়েছেন ৫০, পরের ওভারেই রান আউট অলস দৌড়ে। ওই ওভারে কেভিন ও'ব্রায়েন ফিরিয়েছেন মাইক হাসিকেও। এতে ম্যাচটা একটু বিলম্বিতই হয়েছে, এই যা।দিন শুরু হয়েছিল ওয়াটসনের দারুণ এক বাউন্সারে। প্রথম বলেই বাউন্সার পেয়ে যেন হকচকিয়ে গিয়েছিলেন পোর্টারফিল্ড, হুক করে লং লেগে ধরা পড়লেন স্টার্কের হাতে। বিপজ্জনক পল স্টারলিংকেও ফেরালেন ওই জুটি। এবার বোলার স্টার্ক, থার্ডম্যানে ক্যাচ নিলেন ওয়াটসন। ম্যাক্সওয়েল প্রথম ওভারে ফেরালেন জয়েসকে, চিরসবুজ ব্র্যাড হগের প্রথম ওভারে আউট উইলসন। ১০ ওভার শেষে আয়ারল্যান্ড ৪৬/৪!ও'ব্রায়েন ভাইরা দলকে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন। পঞ্চম উইকেটে দুজনের জুটি ৫২ রানের। ওয়াটসন আবারও ফেরেন হন্তারক হয়ে। স্লোয়ারে বোল্ড নিয়াল, দুই বল পর উইকেটের পেছনে ধরা কেভিন। আয়ারল্যান্ডের ভদ্রস্থ রান গড়ার চেষ্টাও শেষ ওখানেই। এই জয়ে বাংলাদেশকে টপকে অস্ট্রেলিয়া এখন র‌্যাঙ্কিংয়ের আটে!সংক্ষিপ্ত স্কোরআয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৩/৭ (পোর্টারফিল্ড ০, স্টারলিং ৭, জয়েস ১৬, নিয়াল ও'ব্রায়েন ২০, উইলসন ৫, কেভিন ও'ব্রায়েন ৩৫, কুসাক ১৫*, জনস্টন ৭, জোনস ১৪*; ওয়াটসন ৩/২৬, স্টার্ক ২/২০, ম্যাক্সওয়েল ১/১২, হগ ১/২২)। অস্ট্রেলিয়া: ১৫.১ ওভারে ১২৫/৩ (ওয়ার্নার ২৬, ওয়াটসন ৫১, মাইক হাসি ১০, হোয়াইট ২২*, বেইলি ৬*; কেভিন ও'ব্রায়েন ১/১৮, ডকরেল ১/৩১)। ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন।
4,590
2gpt8ui42h
পবিত্র ঈদুল আজহায় দেশে এবার চাহিদার তুলনায় প্রায় ২১ লাখ কোরবানিযোগ্য পশু বেশি আছে। আজ বুধবার এ-সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিত করার বিষয়ে সভাটি হয়। পবিত্র ঈদুল আজহায় দেশে কোরবানির জন্য পশুর চাহিদা আছে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। আর কোরবানির জন্য দেশে পশু আছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি; যা গত বছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার বেশি। এই হিসাবে এবার চাহিদার চেয়ে ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি বেশি আছে। মোট কোরবানির পশুর মধ্যে ৪৮ লাখ ৪৩ হাজারের বেশি গরু-মহিষ, প্রায় ৭৭ লাখ ছাগল-ভেড়া এবং আড়াই হাজারের বেশি অন্যান্য প্রজাতির গবাদিপশু। শ ম রেজাউল করিম বলেন, কোরবানির হাটে এ বছর কোনোভাবেই রোগাক্রান্ত বা অসুস্থ পশু বিক্রি করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে গত বছরের মতো এবারও সারা দেশে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাটে যাতে কৃত্রিম সংকট না হয়, সে জন্য হাটে আনার পথে, বাড়িতেও পশু বিক্রি করা যাবে। তবে রাস্তায় হাট বসানো যাবে না। এ ছাড়া ডিজিটাল হাটের মাধ্যমেও পশু বিক্রি করা যাবে। বাজারের বাইরে পশু বিক্রি করলে 'হাসিল' আদায় করা যাবে না। খামারিরা যাতে পছন্দ অনুযায়ী হাটে কোরবানির পশু বিক্রি করতে পারে এবং জোর করে কেউ পথে পশু নামাতে না পারে, সে জন্য খামারিরা চাইলে ৯৯৯-এ যোগাযোগ করতে পারবে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করার লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা করেছে স্থানীয় সরকার বিভাগ। এতে বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পশু কোরবানি এবং দ্রুততম সময়ে পশুর বর্জ্য অপসারণে সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের লক্ষ্য হলো, কোরবানির দিনেই বর্জ্য সরিয়ে ফেলা। নির্দিষ্ট স্থানের বাইরে যাতে পশুর হাট না বসে এবং তা জনজীবনে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।
null
11b2b768ba
পার্বতীপুর রেলস্টেশন-সংলগ্ন একটি মদের দোকান থেকে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গতকাল রোববার বিকেলে গ্রেপ্তার করেছে নীলফামারী র্যা ব-১৩-এর একটি দল। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন রতন কুমার দাস, জোহানুর রহমান ও আবু নাসের। তাঁদের বাড়ি শহরের মোজাফফর নগর এলাকায়।
null
758603c16d
দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও অনুষঙ্গ ব্র্যান্ড লা রিভ-এ শুরু হয়েছে 'ইন্ড অব সিজন সেল ২০২১'। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শীত পোশাকসহ নারী, পুরুষ ও শিশুদের সব স্টাইলের ওপর এবার ৩০, ৫০ ও ৭০ শতাংশ ছাড় দিচ্ছে তারা। লা রিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, 'প্রতিবছরের মতোই "ইন্ড অব সিজন সেলে" নারী, পুরুষ ও শিশুদের সব কালেকশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে লা রিভ। এবারের আয়োজনকে সেল নয়, লা রিভের সব সদস্য ও গ্রাহকদের আনন্দ উৎসব হিসেবেই দেখছি আমরা। সবাইকে আমি লা রিভ সেল উৎসবে কেনাকাটা উপভোগ করার আমন্ত্রণ জানাই।' এ বছরের সেলে পুরুষের জন্য শীতের সোয়েট শার্ট, হুডি শার্ট, টাফেটা জ্যাকেট, হুডি জ্যাকেট, ব্লেজার, ডেনিম জ্যাকেট ছাড়াও থাকবে ফরমাল এবং ক্যাজুয়াল শার্ট ও টি-শার্ট। বটমস হিসেবে ডেনিম প্যান্ট, চিনোস ও কার্গো প্যান্ট পাবেন। এ ছাড়া পাবেন রেগুলার, সেমি ফিটেড ও ফিটেড পাঞ্জাবিসহ পায়জামা, চিনোস ও ডেনিম। মেয়েদের জন্য ঘরে, অফিসে এবং উৎসবে পরার উপযোগী টিউনিক, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ, শাড়ি, টপস, কোটি ও শ্রাগ-এর বিশাল সংগ্রহ রাখা হয়েছে। মেয়েদের শীতের জ্যাকেট, ব্লেজার, শাল, পঞ্চোর পাশাপাশি ডেনিম প্যান্ট, ফরমাল প্যান্ট, লেগিংস, হারেম এবং পালাজ্জো প্যান্টও থাকবে। হুডি টিউনিক এবং জ্যাকেটের সংগ্রহ থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। ছোটমণিদের জন্য লা রিভ কিডস কর্নারে থাকছে জ্যাকেট, সোয়েট শার্ট ও হুডিসহ বিভিন্ন ধরনের প্যান্ট ও পায়জামা। ঢাকাসহ খুলনা, নারায়ণগঞ্জ ও সিলেটের সব লা রিভ শোরুমসহ lerevecraze.com থেকে ইন্ড অব সিজন সেলের পোশাক কেনা যাবে। বিস্তারিত জানতে লগইন করুন facebook.com/lerevecraze/
2,683
bhobbbwxbw
পাকিস্তানের দুর্গতি যেন শেষ হচ্ছে না। ডলারের সাপেক্ষে দেশটির মুদ্রার দরপতন অব্যাহত আছে। গতকাল দেশটির আন্তব্যাংক বাজারে এক ডলারের মান দাঁড়ায় প্রায় ২৪০ রুপি। পাকিস্তানের ফরেক্স অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, গতকাল রুপির দর কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ বা ৪ দশমিক ৪ রুপি। তবে এটাই ডলারের সর্বোচ্চ দর নয়, এর আগে ১ ডলার ২৪০ রুপিতেও বিক্রি হয়েছে পাকিস্তানে। এক্সচেঞ্জ কোম্পানিস অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের সাধারণ সম্পাদক জাপল পারাচা এই দায় সরাসরি চাপিয়েছেন রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের উদ্যোগহীনতার ওপর। পাকিস্তানের পত্রিকাদ্য ডনকে জাপল পারাচা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর এ নিয়ে মাথাব্যথা নেই বললেই চলে। তারা শুধু নিজেদের সরকার বাঁচাতে ব্যস্ত। এদিকে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থাগুলো পাকিস্তানের ঋণমান ইতিমধ্যে হ্রাস করেছে। এদিকে এই বিপর্যয়ের মধ্যে দেশটি আন্তর্জাতিক মুদ্রাভান্ডারের কাছে যে ঋণ চেয়েছিল, তা পেতে আরও সময় লাগবে। ঋণ দেওয়ার জন্য আইএমএফ যথারীতি কিছু শর্ত আরোপ করেছে। এবার ঋণ ছাড় করার আগে তারা আরও শর্ত দেবে কি না, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেদ্য ডন। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের মুদ্রার দরপতন রোধে যা করা উচিত, তা করা হচ্ছে না। অব্যবস্থাপনা ও গুরুত্বের অভাবে আর্থিক পরিস্থিতির এতটা অবনতি হয়েছে। এদিকে সপ্তাহের শুরুতে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুপির ওপর এই চাপ থাকবে না। সম্প্রতি পাকিস্তানের পরামর্শক সেবাপ্রতিষ্ঠান তাদাদলাবের মোশাররফ জাইদির সঙ্গে আলাপকালে মিফতাহ ইসমাইল বলেন, শিগগিরই এমন পরিস্থিত হবে যখন পাকিস্তান থেকে যত ডলার বেরিয়ে যায়, তার চেয়ে বেশি ডলার ঢুকবে। এতে মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে। পাকিস্তান সার্বভৌম ঋণের সংকটে পড়বে না বলে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা একসঙ্গে অনেক কিছু করছি। ফলে শিগগিরই পাকিস্তানে ডলারপ্রবাহ বৃদ্ধি পাবে।' এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি সতর্ক করে বলেছেন, তাঁর দেশ শ্রীলঙ্কার অবস্থা থেকে খুব বেশি দূরে নয়। নিজের টুইটার অ্যাকাউন্টে এ মন্তব্য করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান। ইমরান বলেন, আসিফ আলী জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা নিজেদের অবৈধ সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে পাকিস্তানকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে। এই পরিস্থিতিতে জনগণ শিগগিরই পথে নেমে আসবে বলে মন্তব্য করেন ইমরান।
null
3e67914073
নিজ দেশের মানচিত্রটি আঁকার বাইরে আমাদের সাধারণ শিক্ষায় অন্য দেশের মানচিত্র দেখা ও আঁকার রেওয়াজ বিশেষ নেই। আমাদের স্কুলজীবনে পাকিস্তানের দুই অংশে বিভক্ত মানচিত্র আঁকতে গিয়ে মধ্যবর্তী দেশ ভারতের সঙ্গেও পরিচয় ঘটত। সেকালে ভূগোল ও ইতিহাস পাঠে জোর দেওয়া হতো এবং সেই সূত্রে সব মহাদেশ তো বটেই সব মহাসাগরের সঙ্গেও সম্যক পরিচয় হতো। এখন মানচিত্রপাঠ উচ্চপর্যায়ে ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং হয়তো সামরিক প্রশিক্ষণে কাজে লাগে। সভ্যতার বিকাশে মানচিত্র অঙ্কন, পাঠ ও সংরক্ষণের গুরুত্ব আরও নানা বিষয়ের মতো আমরা বুঝিনি।এসব কথা মনে এল মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মাইকেল ব্র্যান্ডিংয়ের দ্য ম্যাপ থিফ বা মানচিত্র তস্কর (প্রকাশক: গোথাস বুকস, নিউইয়র্ক ২০১৪) বইটা পড়তে পড়তে। লন্ডনে প্রতিবছর আয়োজিত হয় লন্ডন মানচিত্র মেলা, যাতে বিশ্বের বাঘা মানচিত্র সংগ্রাহকেরা হুমড়ি খেয়ে পড়েন দুর্লভ মানচিত্র ক্রয়-বিক্রয় এবং নিজের প্রাচীন সংগ্রহের নমুনা দেখাতে। এমন মেলা যুক্তরাষ্ট্র ও ইউরোপে আরও হয়ে থাকে। তো, দ্য ম্যাপ থিফ পড়তে পড়তে এই যে এসব কথা মনে এল এবং জানলাম এডওয়ার্ড ফরবিস স্মাইলি সম্বন্ধে, এগুলো বইটি সম্পর্কে আগ্রহ বাড়িয়েছে বৈকি। এডওয়ার্ড ফরবিস স্মাইলি তৃতীয়, ২০০৫ সালের লন্ডন মানচিত্র মেলায় দুর্লভ কিছু সংগ্রহ নিয়ে যখন হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন এ জগতে তিনি খ্যাতিমান এবং প্রতিষ্ঠিত। তবে খরুচে এবং জাঁক করে বড়লোকি দেখানোয় অভ্যস্ত মানুষটি তত দিনে তলে তলে ঋণগ্রস্ত হয়ে উঠেছিলেন। আর সে সময় একটা বড় গোছের দাঁও মারার জন্যও মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। কিছুদিন ধরেই নিজের খ্যাতি-প্রতিষ্ঠার বিপরীতে তৃতীয় ফরবিস বিভিন্ন গ্রন্থাগারের সংগ্রহে হানা দিচ্ছিলেন দুর্লভ মানচিত্রের সন্ধানে। সেদিন ছিল ২০০৫-এর জুন মাসের ৮ তারিখ, ফরবিস ব্যস্ত ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিইনেক দুর্লভ বই এবং পাণ্ডুলিপি গ্রন্থাগারে। যেমনটা হয় গ্রন্থাগারের কক্ষটি ছিল নিঃশব্দ, কেবল শীতাতপযন্ত্রের গুঞ্জন আর দূরে কোথাও কম্পিউটার কি-বোর্ডে আঙুল চালানোর হালকা খটখট শব্দ ছাড়া। কিন্তু স্মাইলির হয়েছে বাজে ধরনের কাশি। শ্লেষ্মার উৎপাতে বেচারা কাশি থামাতেই পারছিলেন না। অথচ মোক্ষম একটা বই হাতে পেয়েছেন, যেখানে রয়েছে তাঁর পছন্দের একটি প্রাচীন মানচিত্র। একসময় কাশির শব্দ চাপা দেওয়ার জন্য স্মাইলি পকেট থেকে রুমালটা বের করলেন। কিন্তু ব্যস্ততা বা চাপা উত্তেজনায় খেয়ালই করেনি যে ওতে জড়িয়ে রাখা ব্লেডটা অজান্তে কার্পেটের ওপর পড়ে গেছে। কাশি চাপা দিয়ে রুমালটা ভাঁজ করে পকেটেও রেখে দিলেন তিনি, কিন্তু ব্লেডটা যে জায়গায় নেই, সেটা তাঁর নজরেই পড়েনি। স্মাইলি তাঁর আসল কাজ উচ্চ দামে বিক্রির মতো দুর্লভ মানচিত্র শনাক্ত করে একবার বাইরে গিয়ে আবার ফিরে এলেন। এই ফাঁকে গ্রন্থাগারের কর্মী নাওমি সাইটোর নজরে পড়ে মেঝেতে পড়ে থাকা ব্লেডটি। একজন গ্রন্থাগারকর্মীর জন্য এ ধরনের জিনিস অশনি সংকেত বটে। নাওমি দ্রুত তাঁর সুপারভাইজার এলেন কোর্ডেজকে জিনিসটা দেখালেন। তিনি জানেন এটা যে ফেলেছে সে নিশ্চয় আজই গ্রন্থাগারে এসেছিল, এমনকি এখনো থাকতে পারে এখানে। এলেন দ্রুত সে দিনের আগন্তুকদের কার্ডগুলো দেখলেন, সেখানে স্মাইলির কার্ড পেয়ে ওয়েবসাইটে গিয়ে তাঁর বৃত্তান্ত জেনে নিলেন। এবার তিনি ইয়েলের মানচিত্রের মূল সংগ্রহশালা স্টার্লিং মমোরিয়াল লাইব্রেরিতে যোগাযোগ করে জানতে পারলেন, স্মাইলি সাম্প্রতিক কালে সেখানে বেশ কিছু ফোল্ডার দেখেছেন, যার দু-একটি হারিয়েছে, কিন্তু প্রমাণাভাবে লাইব্রেরি কর্তৃপক্ষ বেশি দূর এগোতে পারেনি। একটু হতাশ হলেও এলেন হাল ছাড়েননি। তাঁদের লাইব্রেরি বিইনিকের নিরাপত্তার প্রধান র্যালফ ম্যানরিশের সাহায্য চাইলেন। এদিকে ফিরে এসে স্মাইলি মনোনিবেশ করেছিলেন সপ্তদশ শতাব্দীর গোড়ায় ইংল্যান্ডের নাবিক ও অভিযাত্রী জন স্মিথের তত্ত্বাবধানে প্রণীত একটি দুর্মূল্য মানচিত্রের দিকে। স্মিথ যেমন-তেমন মানুষ নন, বর্তমান নিউ ইংল্যান্ড অঞ্চলে পাউহাটান ইন্ডিয়ানদের হটিয়ে ইংরেজ অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বিশাল এলাকাজুড়ে। এখানেও আদিবাসীদের সঙ্গে শ্বেতাঙ্গদের প্রতারণা, ষড়যন্ত্র, নিষ্ঠুরতা এবং সেই সঙ্গে একটু রোমান্সের ইতিহাস বাদ যায়নি। এই ক্যাপ্টেন জন স্মিথ সাইমন ফ্যান দ্য পাসে নামে এক ওলন্দাজ তক্ষণশিল্পীর সহায়তায় পুরো এলাকার মানচিত্র তৈরি করেন। এটি সে সময় অন্য উপনিবেশবাদীদের অভিবাসন-আবাসনে সহায়তা করেছিল। স্মিথ নিজেকে এই অঞ্চলের প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে অমর করে রাখার জন্য খুবই আগ্রহী ছিলেন - ১৬১৬ থেকে ১৬৩১ সালের মধ্যে বারবার পরিমার্জন করে নিউ ইংল্যান্ডের নয়টি মানচিত্র তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুর পরেও এগুলো বারবার মুদ্রিত হওয়ায় প্রমাণ মেলে এদের কার্যকারিতার। যেকোনো মানচিত্র ডিলার এগুলোর মহামূল্য সম্পর্কে অবহিত ছিল। তো, স্মাইলি জানতেন, জন স্মিথের তৈরি নিউ ইংল্যান্ডের যেকোনো মানচিত্র তাঁকে নির্ঘাত ৫০ হাজার থেকে ১ লাখ ডলার এনে দেবে। এটাই সাম্প্রতিক কালে দেউলিয়া হতে বসা স্মাইলিকে প্রলুব্ধ করেছিল এই মানচিত্র হাতানোয়। তিনি যখন পুরোনো আঠা থেকে সহজেই ছুটিয়ে একটি দুর্মূল্য মানচিত্র ভাঁজ করে ব্লেজারের পকেটে ঢুকিয়েছেন, তখন তো তিনি গ্রন্থাগারের নিরাপত্তা প্রধানের পর্যবেক্ষণে রয়েছেন। তারপর তিনি ঠিকই বেরিয়েছেন নির্বিঘ্নে, কিন্তু গ্রন্থাগার কর্তৃপক্ষ পেট্রোল পুলিশ এবং শেষ পর্যন্ত এফবিআইয়ের সাহায্য নিয়ে তস্কর স্মাইলিকে সহজেই গ্রেপ্তারে সক্ষম হয়। তারপর শুরু হয় চাঞ্চল্যকর মামলাটি। জিজ্ঞাসাবাদে স্মাইলির স্বীকারোক্তি অনুযায়ী তাঁর চুরি করা মানচিত্রের সংখ্যা প্রায় ৮০টি। এই ঘটনা উদ্ঘটিত হওয়ার পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানচিত্র সংগ্রহশালা আরও প্রায় শখানেক দুর্লভ মানচিত্র খোয়া যাওয়ার তথ্য হাজির করেছিল। এগুলো হয়তো নানা জায়গায় সংগ্রাহকদের গোপন আস্তানায় রয়েছে। আজ স্যাটেলাইট প্রযুক্তি, গুগল ও জিএসপির যুগে নতুন করে নিজ হাতে মানচিত্র তৈরির উৎসাহ বিশেষ দেখা যাবে না। কিন্তু ঐতিহাসিক কালেও বাঙালির রচিত মৌলিক কোনো মানচিত্রের কথা আমরা জানি না। পৃথিবীর ওপর আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সঠিক মানচিত্র প্রণয়নের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান ছিল। সে কাজটিকে উপনিবেশ স্থাপনকারী পশ্চিমা নাবিক, বণিক ও অভিযাত্রী কেউই হালকাভাবে নেয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতেও মানচিত্রের ভূমিকা অনস্বীকার্য। অথচ ঢাকাসহ কোনো নগরীর বিস্তারিত আঞ্চলিক পরিকল্পনা প্রণীত হলেও তাকে যথার্থ গুরুত্ব আমরা দিই না। পশ্চিমে যখন প্রাচীন দুর্লভ দুর্মূল্য মানচিত্রের নিয়মিত নিলাম হচ্ছে, এগুলোর জন্য সংগ্রাহকদের মধ্যে প্রতিযোগিতা চলছে, এমনকি তঞ্চকতা তস্করবৃত্তির প্রবণতা দেখা দিচ্ছে, তখন আমরা কেবল মুখস্থবিদ্যা আর অনুকরণেই সন্তুষ্ট থাকছি। এডওয়ার্ড স্মাইলি ফরবিস তৃতীয় আদালতে নিজের অপরাধ স্বীকার করে চুরি যাওয়া মানচিত্র উদ্ধারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিচারক সেটি বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আবেদন উপেক্ষা করে রায়ে তাঁর শাস্তি কমিয়ে ৪২ মাস, অর্থাৎ সাড়ে তিন বছর করেছিলেন। এ প্রসঙ্গে এই নারী বিচারকের বক্তব্য ছিল, যদি তুমি মানবজাতির সম্পদ চুরি করো, তবে তোমায় জেলে যেতে হবে, কিন্তু সেগুলো উদ্ধারে যদি সহায়তা করো, তবে রায়ে তা বিবেচনায় নেওয়া হবে। পুনরুদ্ধার ছাড়াও বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে স্মাইলির শোধ করতে হয়েছে প্রায় ১৯ লাখ ডলার। আর যেসব ডিলার তাঁর কাছ থেকে চোরাই মানচিত্র নিয়েছিল, তারাও বিপুল ক্ষতিপূরণের দাবির সম্মুখীন হয়েছিল। স্মাইলির তস্করবৃত্তি প্রকাশ হওয়ার পরে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন গ্রন্থাগার ও মানচিত্রশালা থেকে প্রচুর মানচিত্র খোওয়া যাওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল, যা টাকার অঙ্কে লাখ লাখ ডলার। স্মাইলি প্রথম তিন মাস নির্জন কারাবাসে কাটিয়ে তারপর জলরঙে ছবি আঁকা এবং জেলের হিসাব মেলানোর কাজে সময় কাটিয়েছেন। তাঁর ছবি কিছু কিছু বিক্রিও হয়েছে। তবে জেলফেরত স্মাইলি এখনো ঋণ শোধে দিন কাটাচ্ছেন।
null
ID_9827
ইন্ডিয়াম ইন্ডিয়াম পর্যায় সারণীর ৪৯তম মৌলিক পদার্থ।
null
fc4c1e2eaf
বার্লিন চলচ্চিত্র উৎসবের ফোরাম বিভাগ বরাবরই আলোচিত নিরীক্ষামূলক আর অভিনব ঘরানার ছবিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবার এই বিভাগে প্রদর্শিত হচ্ছে ভারতের ব্ল্যাক কমেডি ঘরানার ছবি 'নিউটন'।নিউটন নামের এক তরুণকে নিয়ে ছবির গল্প। ব্যতিক্রমী নামের কারণে হোক বা যে কারণেই হোক, কঠিন নীতি-আদর্শে বিশ্বাসী নিউটন। ভারতের একটি সংঘাতপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে যায় নিউটন। জীবনের ঝুঁকি নিয়েও সে সর্বোচ্চ চেষ্টা করে যায় সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করতে।ছবিতে নিউটনের ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। ছবির নির্মাতা অমিত মাসুরকার। ২০১৪ সালে তিনি তৈরি করেছিলেন 'সুলেমানি কিড়া' নামে একটি ছবি।
null
5c0b9296ea
ইংরেজি শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকাTransformation of sentences  প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ ইংরেজি ২য় পত্রের Transformation of sentence নিয়ে আলোচনা করা হলো। প্রথমে নিজে চেষ্টা করো এবং পরে উত্তর মিলে নাও। Read the following passage and transform the underlined sentences as directed: Set-1(a) Cricket is a very exciting game. (Exclamatory) (b) People of all ages enjoy this game very much. (Passive). (c) At present cricket is one of the most popular games in our country. (Comparative) (d) Though cricket is a very costly game, people of all classes get a great deal of delight playing and witnessing it (simple). (e) Bangladesh is a test playing country its standard in not high. (Complex)Set-2(a) Truthfulness is the greatest of all virtues in a man. (Comparative) It means the quality of speaking the truth. (b) Although it may not make one rich, it brings peace of mind. (Compound) (c) Everybody respects a truthful person (Interrogative). He/she cannot commit vice. (d) Who does not love a truthful person? (Passive) Many persons in the world have become great by virtue of truthfulness. (e) Truthfulness may lead the whole world to peace and happiness. (Complex)Set-3(a) The Padma is one of the biggest rivers in Bangladesh (Comparative). (b) When it is summer; it becomes emaciated (simple). (c) During the rainy season it assumes a terrible shape. (Complex) (d) Everybody knows this. (Interrogative) (e) Tourists from home and abroad visit its shore to enjoy themselves. (Complex)Answers :Set-1:(a) What an exciting game cricket is! (b) This game is enjoyed very much by the people of all ages. (c) At present, cricket is more popular than most other games in our country.(d) Inspite of cricket being very costly game, people of all classes get a great deal of delight playing and witnessing it. (e) Though Bangladesh is a test playing country, its standard is not high.Set-2:(a) Truthfulness is greater than all other virtues in a man.(b) It may not make one rich, but it brings peace of mind.(c) Who doesn't respect a truthful person?(d) By whom is a truthful man not loved?(e) It is truthfulness which may lead the whole world to peace and happiness.Set-3:(a)The Padma is bigger than most other rivers in Bangladesh. (b) During summer it becomes emaciated.(c) When it is the rainy season, it assumes a terrible shape.(d) Who does not know this?(e) Tourists from home and abroad visit its shore so that they can enjoy themselves.
null
234008cf6d
রাজশাহীর বাগমারায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের টাঙানো বিলবোর্ড থেকে ছবি চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দলের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিরোধী দল এ ঘটনার সঙ্গে জড়িত বলে আওয়ামী লীগ দাবি করলেও বিএনপি তা অস্বীকার করেছে।জানা যায়, বর্তমান সরকারের আমলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে গত মাসের শেষের দিকে বাগমারার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে বিলবোর্ড টাঙানো হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ এনামুল হকের বড় বড় ছবি দিয়েও পৃথক বিলবোর্ড টাঙায় আওয়ামী লীগ। সব মিলিয়ে অর্ধশতাধিক বিলবোর্ড টাঙানো হয়। কয়েক দিন ধরে এসব বিলবোর্ড থেকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সাংসদ এনামুলের ছবি চুরি হয়ে যাচ্ছে।অভিযোগমতে, গত কয়েক দিনে ২৫টির মতো বিলবোর্ড থেকে ছবি চুরি যায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষে গত বুধবার রাতে থানায় একটি জিডি করা হয়েছে।
null
mzsxkzzaqj
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে পেটানোর এ ঘটনা ঘটে। রাত আটটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আনোয়ারা বেগম কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারা বেগম প্রতিবেশী আতাউল হাওলাদারের সঙ্গে জমিজমাসহ নানান বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে আতাউলের ৪ বছর বয়সী এক ভাতিজি আনোয়ারা বেগমের বাড়ির সীমানায় খেলতে যান। এ সময় আনোয়ারার পুত্রবধূ শিল্পী বেগম ওই শিশুকে কটু কথা বলেন। এ নিয়ে আতাউলের স্ত্রী সাথী বেগমের সঙ্গে শিল্পীর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় আনোয়ারা বেগম এগিয়ে এলে তাঁকে আতাউল ও সাথী বেগম লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা। অভিযোগ ব্যাপারে বক্তব্য জানতে আতাউলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
null
7b420d20a8
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৮ জুন। যেসব প্রার্থী নির্ধারিত সময়ে কাগজপত্র জমা দিতে পারেননি তাঁরা মৌখিক পরীক্ষার আগের দিন পর্যন্ত জমা দিতে পারবেন। প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে অফিস সময়ে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবশ্যই জমা দিতে হবে। ৯ জুন দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ৫৯৫ জন। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
6,195
7olvycttrm
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিপ্রেক্ষিত দ্রুত পাল্টায়। ছয় মাসের ব্যবধানে নতুন করে বুঝতে হয় কে কার শত্রু বা বন্ধু, কার রাজনৈতিক ভাগ্য বিপর্যয় ঘটেছে, কার কপাল খুলছে। তাই মাঝেমধ্যে লিখে পরিস্থিতি বুঝতে হয়। না লিখলে বোঝা যায় না কোথাকার জল কোথায় গড়াচ্ছে, বাইরে থেকে বিষয়টা এতই জটিল। গত ডিসেম্বর মাসে লিখেছিলাম, ২০২২ সাল তৃণমূল কংগ্রেসের স্বস্তিতেই কেটেছে। ২০২৩ সালের এপ্রিলেও কি অবস্থা অনুরূপ? না কিছু পরিবর্তন ঘটেছে? একনজরে গত চার মাসের প্রধান রাজনৈতিক ঘটনাগুলো দেখে নেওয়া যাক। এক. তৃণমূল কংগ্রেস বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের একটি আসনে (যেখানে জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মুসলমান) হেরেছে। এরপর মুসলমান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক মেরামতে কিছু পদক্ষেপ নিয়েছে। দুই. উপনির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোটের ভোট ভালো রকম বেড়েছে, কমেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। তিন. পশ্চিমবঙ্গে বড় গোষ্ঠী-দাঙ্গা হয়েছে। চার. বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উন্নত পরিষেবার জন্য একের পর এক সার্টিফিকেট পেয়েছে তৃণমূল সরকার। পাঁচ. জাতীয় স্তরে বিজেপির মধ্যে একধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে, সম্ভবত রাহুল গান্ধী কিছুটা সক্রিয় হওয়ার ফলে। ছয়. তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের পরিচয় খারিজ হয়ে গিয়েছে। সাত. ২০২২ সালের মতোই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লম্বা হয়েছে, পুরোনো মামলা চলছে এবং নতুন মামলা তালিকাভুক্ত হয়েছে। পাশাপাশি আরও কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন। আট. অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ছয় মাসে দলের ভেতর নিজের জায়গা আরও মজবুত করেছেন। নয়. ত্রিপুরাসহ অন্যান্য রাজ্যে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা 'প্রধানমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়' স্লোগান দেওয়া বন্ধ করেছেন। তিনি নিজেও এ ব্যাপারে কর্মীদের খুব উৎসাহিত করছেন বলে মনে হয় না। দশ. মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। এ ১০ ঘটনার ভিত্তিতে কিছু বিষয় উপস্থাপন করা যায়। যেমন প্রথমত, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের সামান্য উত্থান বিপর্যয় ডেকে আনছে - না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় - বিজেপির। কারণ, মমতাবিরোধী ভোট বাম জোট ও বিজেপির মধ্যে ভাগ হচ্ছে। এতে লাভ তৃণমূল কংগ্রেসের। কারণ, বিজেপির ভোট বিধানসভায় প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে, আর বামেদের সাড়ে ৫ শতাংশে। সেখান থেকে বিজেপির ভোট কমে যদি ২০ শতাংশে পৌঁছায়, আর বামেদের ভোট বেড়ে ২০ থেকে ২৫ শতাংশের আশপাশে চলে যায়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে খুশি আর কেউই হবেন না। কারণ, প্রায় দেড় দশক ধরে মোটামুটি ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়ত, বিষয়টা এখন আর খুব একটা পরিষ্কার নয় যে, পশ্চিমবঙ্গে ও কেরালায় বিজেপি সত্যিই ক্ষমতায় আসতে চায় কি না। এ দুই রাজ্যে জনসংখ্যার এক-তৃতীয়াংশ মুসলমান। এ দুই রাজ্যে বিরোধিতা থাকলে ভারতের বাকি অংশে প্রচার করা যায়, এখানে 'জিহাদি' তৎপরতা বাড়ছে। পশ্চিমবঙ্গ ও কেরালার পরিপ্রেক্ষিতে হিন্দুত্ববাদী বিভিন্ন সামাজিক মাধ্যম, গ্রুপ ও বক্তাদের ভাষণে সারাক্ষণ 'জিহাদি' কথাটি ব্যবহার করা হয়। এ দুই রাজ্যে বিরোধীরা ক্ষমতায় না থাকলে বিজেপির পক্ষে 'ভিকটিমহুড ন্যারেটিভ' বা 'হিন্দুরা আক্রান্ত' - এ আখ্যান তুলে ধরা মুশকিল। তৃতীয়ত, রাহুল গান্ধীকে নিয়ে হঠাৎ যে আলোড়ন শুরু হয়েছে, তা হয়তো কিছুটা উৎকণ্ঠায় ফেলেছে বিজেপিকে। এর কারণ, উত্তর ভারতের সাতটি রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, গুজরাট, উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশ) বিজেপি গতবার ১১০টি আসনের মধ্যে ১০৬টি পেয়েছিল। এই ১১০ আসনে মোটামুটিভাবে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই সরাসরি (যদিও আম আদমি পার্টির সামান্য উত্থান হয়েছে)। এখানে রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মসূচির প্রভাব পড়লে বিজেপির বিপদ বাড়বে। মনে রাখা প্রয়োজন, ২০২৪ সালে বিজেপিকে ১০ বছরের ক্ষমতায় ফলে একটি সরকারের বিরুদ্ধে যে সাধারণ বিরোধিতা ও অসন্তোষ তৈরি হয় তাকে মোকাবিলা করতে হবে। এ ছাড়া, একটি বড় রাজ্য বিহারে তারা অতীতে ভালো ফল করলেও বর্তমানে ক্ষমতায় নেই। সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে লোকসভা ও বিধানসভা - দুই নির্বাচনেই ১০ থেকে ১৫ শতাংশ হারে বিজেপির আসন কমেছে। যে কারণে পিছিয়ে পড়া মুসলমানদের মধ্যে গিয়ে কাজ করার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ অবস্থায় ১১০টির মধ্যে কিছু আসনেও কংগ্রেস ভালো ফল করলে বিজেপির সমূহ বিপদ। তৃতীয় কারণের জন্যই (চতুর্থত) বিরোধী জোটকে বিচ্ছিন্ন রাখা জরুরি। বিরোধীদের বিচ্ছিন্ন রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন উঠছে, বিরোধীদের বিচ্ছিন্ন রাখতেই কি লোকসভা নির্বাচনের এক বছর আগে মমতা ঘোষণা করলেন, তিনি এককভাবে নির্বাচনে লড়বেন? অন্তত নির্বাচনের আগে কোনো জোটে যাবেন না। সে রকমই অভিযোগ তাঁর বিরোধীদের। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন, রাজ্যে বর্তমানে অত্যন্ত কমজোরি হলেও বিজেপি লোকসভায় পশ্চিমবঙ্গে অনেক আসন পাবে এবং পরিবর্তে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জমি ছেড়ে দেবে। প্রকাশ্যে, পশ্চিমবঙ্গে এই সমীকরণকে 'সেটিং' বলে চিহ্নিত করা হয়। বামফ্রন্ট জমানাতেও 'সেটিং'-তত্ত্ব চালু ছিল। বলা হতো, বামফ্রন্ট ও কংগ্রেস সমঝোতা করে রাজ্য ও কেন্দ্র চালায়। এই 'সেটিং'-তত্ত্ব আরও জোরালো হয়েছে রাজ্যে সাম্প্রতিক গোষ্ঠী দাঙ্গার কারণে। হিন্দুত্ববাদী সংগঠনের কেউ বলতে পারছেন না, প্রধানত অবাঙালি অঞ্চলে এই দাঙ্গায় কার লাভ হলো? হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শাখা সংগঠনের এক প্রভাবশালী নেতা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, 'দাঙ্গায় বিজেপির ক্ষতি হয়েছে। লাভ হয়েছে তৃণমূলের। তবে সবকিছু সব সময় রাজনীতিতে নিয়ন্ত্রণ করা যায় না।' তৃণমূলের লাভের কারণ, দাঙ্গার আগে পশ্চিমবঙ্গের বড়সংখ্যক ভোটার, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ, তৃণমূলের দুর্নীতি এবং প্রশাসনের অরাজকতা নিয়ে সরব হয়েছিলেন। দাঙ্গার পরে তারা অতটাই সরব হবে কি না বলা মুশকিল। এ চার কারণের পরিণাম হলো পঞ্চম কারণ। সেটি হলো তৃণমূল কংগ্রেসের সামগ্রিক অবস্থা বেশ ভালো। ধারাবাহিক গ্রেপ্তার এবং নানা দাবিদাওয়া নিয়ে আন্দোলনের কারণে যাঁরা মনে করছেন তৃণমূলের অবস্থা খারাপ, তাঁরা সম্ভবত বাস্তব বিশ্লেষণ করছেন না। বামফ্রন্ট ও কংগ্রেস কাছাকাছি এলে রাজনীতির স্বাভাবিক ছন্দেই তৃণমূল বিপরীত মেরুর দল কেন্দ্রীয় বিজেপির ঘনিষ্ঠ হয়ে পড়ে। এতে সবচেয়ে ক্ষতি হয় রাজ্য বিজেপির, যেমনটা বাম জমানায় হয়েছিল রাজ্য কংগ্রেসের। তৃণমূল-কেন্দ্রীয় বিজেপির অনানুষ্ঠানিক সখ্য গড়ে উঠলে রাজ্য বিজেপি তার দাঁত-নখ হারায়। তেমনই হচ্ছে বলে এ মুহূর্তে মনে হচ্ছে। তবে রাজনীতিতে হাওয়া ঘুরতে বিশেষ সময় লাগে না। আগামী ডিসেম্বরের মধ্যে ভারতে আরও ছয়টি রাজ্যে নির্বাচন আছে। এর মধ্যে চারটি - কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা - বড় রাজ্য। এসব রাজ্যে কংগ্রেস বা বিজেপিবিরোধীরা কোনো কারণে জিতে গেলে হাওয়া ঘুরতে সময় লাগবে না। পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়বে। এ ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাত দিলে বাধ্য হয়েই তৃণমূলকে বড় ধরনের বিজেপিবিরোধী আন্দোলনে যেতে হবে। সে রকম কোনো ঘটনা না ঘটলে আশা করা যায়, পশ্চিমবঙ্গে আগামী দিনে লোকসভায় বিজেপি ও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অবস্থা আরও শক্তপোক্ত হবে। শুভজিৎ বাগচীপ্রথম আলোর কলকাতা সংবাদদাতা
null
11cec61561
ম্যাচের ৭৮ মিনিটেই আর বসে থাকতে পারলেন না মেসি। আর্জেন্টিনা সতীর্থদের অসহায় আত্মসমর্পণের দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠে চলে গেলেন। ম্যাচের শেষ ১০ মিনিটে কিন্তু 'লড়েছে' আর্জেন্টিনা। অন্তত যুদ্ধংদেহী মনোভাব দেখে সেটাই মনে হচ্ছিল। স্প্যানিশ খেলোয়াড়দের একের পর এক ফাউল করতে শুরু করেছিল আর্জেন্টিনা। অবস্থা দেখে আগেই ম্যাচ শেষ করার অনুরোধ জানিয়েছেন স্প্যানিশ কোচ! ম্যাচের ৭৫ মিনিটের মধ্যেই ৬ গোল খেয়ে বসে আর্জেন্টিনা। এরপরই খেলায় নোংরামি ঢুকে পড়ে। একের পর এক ট্যাকল হতে থাকে স্প্যানিশ খেলোয়াড়দের ওপর। ৮১ মিনিটে অভিষিক্ত মেহা কারভাহালকে পেছন থেকে ট্যাকল করা হয়। ৮৭ মিনিটে কোকেকেও ভয়ংকর এক ফাউল করেন পাভোন। প্রীতি ম্যাচ না হলে দুটোতেই লাল কার্ড দেখার আশঙ্কা ছিল। তবে ইংলিশ রেফারি শুধু হলুদ কার্ড দেখিয়েছেন। ৮৭ মিনিটে কোকের ওপর ফাউলের পর তো পুরো স্পেন দলই ছুটে এসেছিল এর প্রতিবাদ করতে। স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস ছুটে এসে ধাক্কা দিয়েছেন পাভোনকে। উত্তপ্ত পরিস্থিতিতে ৯০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ম্যাচ শেষ করে দেন রেফারি অ্যান্থনি টেলর। স্প্যানিশ টিভি চ্যানেল কুয়াত্রো এক ভিডিওতে দেখিয়েছে, 'লা রোহা' ম্যানেজার হুলেন লোপেতেগুই বারবার রেফারিকে অনুরোধ করেছেন খেলা শেষ করে দেওয়ার জন্য। লোপেতেগুইকে বারবার বলতে শোনা গেছে, 'ওরা সর্বস্ব দিচ্ছে এখন। খেলা থামান!' সে অনুরোধেই হোক কিংবা এ খেলা আর টানা অর্থহীন ভেবে রেফারি আসলেই আগে খেলা থামিয়েছেন। সুন্দরফুটবল খেলে আর্জেন্টিনা - এমন কথা হয়তো এমন ঘটনার পর বলা কঠিন হয়ে যাবে!
null
45e816d41b
নৌকাবাইচ গ্রামবাংলার জনপ্রিয় একটি নৌ প্রতিযোগিতা। তাই প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছবিতে দেখা যাক খুলনার আটরার গিলাতলা ভৈরব নদে অনুষ্ঠিত নৌকাবাইচ।
null
4700e07df7
চলমান 'লকডাউনে' দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে রেলপথে পণ্য পরিবহনে দ্বিতীয়বারের মতো 'স্পেশাল পার্সেল এক্সপ্রেস' নামের একটি ট্রেন চালু হয়েছে। আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। আনুষ্ঠানিক যাত্রায় পণ্যবাহী ট্রেনটি পঞ্চগড় থেকে ২ মেট্রিক টন শসা, ৭৪০ কেজি টমেটো, ১০০ কেজি শুকনা মরিচ ও ১৮৭ কেজি বেগুন নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে অতিরিক্ত গরমের কারণে এসব পণ্য ট্রেনটির সঙ্গে লাগানো যাত্রীবাহী বগিতে পাঠানো হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রথম দফায় করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত বছরের ৯ মে প্রথম দফা পণ্যবাহী ট্রেনের উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। পরবর্তী সময়ে গণপরিবহন চালু হওয়ার পর থেকে সেই পণ্যবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ব্যবসায়ীরা কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল এই স্পেশাল পার্সেল এক্সপ্রেসে পঞ্চগড় থেকে সরাসরি ঢাকায় নিয়ে যেতে পারবেন। এই ট্রেনের চারটি বগির মধ্যে তিনটিতে মালামাল বহন করা যাবে। প্রতিটি বগিতে ৪৩ মেট্রিক টন মালামাল বহন করা যাবে। এই ট্রেনে প্রতি কেজি পণ্য ঢাকায় পৌঁছাতে ১ টাকা ৫৬ পয়সা, জয়দেবপুর পৌঁছাতে ১ টাকা ৫৩ পয়সা এবং পার্বতীপুর পৌঁছাতে ১ টাকা ৪৬ পয়সা খরচ হচ্ছে। কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে এই পণ্যবাহী ট্রেনটি সপ্তাহে শনি, সোম ও বুধবার বেলা একটায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা পৌঁছাবে পরদিন ভোররাত তিনটায়। এদিকে গরমের কারণে পঞ্চগড় থেকে ঢাকা পাঠানো এসব পণ্য যাতে নষ্ট না হয়, সে জন্য শীতাতপনিয়ন্ত্রিত লাগেজ বগি সংযোজনের দাবি করেছেন ব্যবসায়ী ও কৃষকেরা। সদর উপজেলার পানিমাছ পুকুরী এলাকার সবজি ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, 'মালামাল পাঠানোর জন্য যেসব বগি আছে, সেগুলোতে মালামাল পাঠালে আমাদের এসব পচনশীল মাল নষ্ট হয়ে যাবে। এ জন্য তাঁরা ওই ট্রেনে যে যাত্রীবাহী বগি আছে, সেখানে পণ্যগুলো দিয়েছেন। এই পণ্যবাহী ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত বগি সংযোজন করা না হলে পচনশীল পণ্য পাঠানো সম্ভব হবে না।' সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, 'আমি এই ট্রেনে ৭৪০ কেজি টমেটো ঢাকায় পাঠালাম। আমাকে বলা হয়েছিল এসি বগিতে (শীতাতপনিয়ন্ত্রিত) মালামাল পাঠানো হবে। কিন্তু এখানে এসে দেখলাম এসি নাই।' রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, করোনার মধ্যে জীবন ও জীবিকা চালু রাখতে এবং লকডাউনে কৃষক যাতে কৃষিপণ্য সহজে পরিবহন করতে পারেন, সে জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনে পণ্য পরিবহনে কোনো চাঁদাবাজি নেই। নিরাপদে নির্দিষ্ট সময়ে সব মালামাল পৌঁছাবে। তিনি বলেন, রেলে শীতাতপনিয়ন্ত্রিত লাগেজ ভ্যান সংযোজনের সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষের রয়েছে। তবে এটি সময়সাপেক্ষ বিষয়।
3,041
2ae5260e8d
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব চলছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। এই উৎসবের ১৬তম দিন ছিল গতকাল সোমবার। বিকেল পাঁচটায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই পথনাটক আলোর মশাল জ্বালো পরিবেশন করে দৃষ্টিপাত নাট্যদল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নবপ্রজন্মকে জানাতে দিতে চায় না একাত্তরের স্বাধীনতাবিরোধীরা। তবু সে ইতিহাস জেনেছে মানুষ। আজ তাদের বিচার হচ্ছে। মুক্তিযুদ্ধ ও তার পরের উল্টো ইতিহাসের কথা বলে এ নাটক।এরপর ছিল দুটি দলীয় নৃত্য। পরিবেশনায় নন্দন কলাকেন্দ্র।মঞ্চনাটক আওরঙ্গজেব পরিবেশন করে প্রাঙ্গণেমোর। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। অভিনয় করেছেন অনন্ত হিরা, নুনা আফরোজসহ অনেকে।আওরঙ্গজেব চলার সময় দর্শকসারিতে বিপুল দর্শক দেখা গেল। নাটকটি ভালো লাগতে শুরু করেছে সবার।
null
3a2a1024b9
বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে দুর্বৃত্তরা। কঠোর হাতে খুনিদের দমন না করলে এ রকম হত্যাকাণ্ড ঘটতেই থাকবে।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত আবৃত্তি জোট ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিম, নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় ও সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ফোরামের সভাপতি খালেদ হেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য জাহাঙ্গীর কবির, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্পাদক সাইফুল আলম, আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুচরিত চৌধুরী, ফেডারেশনের নির্বাহী সদস্য সহিদুল করিম চৌধুরী ও দিলরুবা খানম, শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি কায়সারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।
null
637f15ab90
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুটি ইউপির স্বতন্ত্র দুই প্রার্থী। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা হলেন বাজালিয়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাপস কান্তি দত্ত এবং কাঞ্চনা ইউপির আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রমজান আলী। তাঁদের মধ্যে তাপস কান্তি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং রমজান আলী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। অভিযোগকারী প্রার্থীদের একজন হলেন বাজালিয়া ইউপির আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের 'বিদ্রোহী' শহিদুল্লাহ চৌধুরী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যজন হলেন কাঞ্চনা ইউপিতে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে আসা মঈন উদ্দীন হাসান। তিনি জামায়াতপন্থী হিসেবে পরিচিত। শহিদুল্লাহ চৌধুরী আজ রোববার উপজেলার কেরানীহাটে সংবাদ সম্মেলন করে বলেন, '২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন থেকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্ত ও কয়েকজন বহিরাগত সন্ত্রাসী আমাকে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছেন। তা ছাড়া তাপস কান্তি দত্ত আমাকে ও আমার কর্মী-সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।' মঈন উদ্দীন হাসান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, '২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকায় আমার কর্মী-সমর্থকেরা প্রচারণায় গেলে ও পোস্টার টাঙানোর সময় আওয়ামী লীগের প্রার্থীর মেজ ও ছোট ছেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাধা দেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে টাঙানো ও সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলেন। তা ছাড়া তাঁরা আমার আত্মীয়স্বজন, কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।' অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে নৌকার দুই প্রার্থী তাপস কান্তি দত্ত ও রমজান আলী প্রথম আলোকে বলেন, তাঁরা কোনো প্রার্থীর প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছেন না। আওয়ামী লীগের প্রার্থীদের জমজমাট প্রচারণা দেখে ওই দুই প্রার্থী আবোলতাবোল বকছেন। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখছে পুলিশ। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল প্রথম আলোকে বলেন, কিছু প্রার্থী তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ওই সব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোট গ্রহণ হবে।
5,728
2f953c55be
চার বছর ছিলেন বার্সেলোনায়। দুটো চ্যাম্পিয়নস লিগসহ জিতিয়েছেন ১৪টি শিরোপা! এর পর বায়ার্ন মিউনিখ। সেখানেও সাফল্য, দুটো লিগসহ পাঁচটি ট্রফি। তবে তিন মৌসুমেই পেপ গার্দিওলার বায়ার্ন-অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। মৌসুমের মাঝপথেই বিদায় বলে দিলেন এই স্প্যানিশ কোচ। বায়ার্নের নতুন কোচের নামও ঘোষণা করা হয়েছে। আগামী মৌসুম থেকে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি।গার্দিওলাকে কিছুতেই ছাড়তে চাইছিল না বায়ার্ন। এমনিতেই বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া কোচ তিনি। সেই বেতনও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অনেক বেশি। বছরে ২ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাবটিও শেষ পর্যন্ত বাঁধতে পারল না। আজ রাতে গার্দিওলার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। তবে এর আগেই বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানিয়ে দিলেন গার্দিওলার বিদায়ের আগাম খবরটি।জার্মান দৈনিক বিল্ডকে রুমেনিগে বলেছেন, 'গার্দিওলা আমাদের ক্লাবকে যা কিছু দিয়েছেন, এর জন্য অভিবাদন জানাই। আশা করি এই মৌসুমটাও আমরা সাফল্য নিয়েই উদযাপন করব। আমাদের নতুন কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি।'এসি মিলানের হয়ে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আনচেলত্তি। রিয়ালকে এক যুগ পর এনে দিয়েছেন দশম ইউরোপ সেরার ট্রফিটিও। রিয়াল থেকে ছাঁটাই হওয়ার পর অবসরজীবনই যাপন করছিলেন। কিন্তু এরই মধ্যে আবার ডাক পড়ল চেলসি ও পিএসজিকেও শীর্ষ লিগ জেতানো এই কোচ। গার্দিওলার নতুন ঠিকানা এখনো জানা যায়নি। তবে সেটি ম্যানচেস্টারের দুই ক্লাবের একটি হতে পারে বলে শোনা যাচ্ছে জোর গুঞ্জন। এএফপি, রয়টার্স।
null
26be97a8c3
গ্রীষ্মের কাঠফাটা রোদে খোলা আকাশের নিচে পাঠগ্রহণ (ক্লাস) করতে হচ্ছে ওদের। বৃষ্টিতে ভেজার আশঙ্কায় আকাশে মেঘ জমলেই ছুটি ঘোষণা করা হয়। এ পরিস্থিতিতে কোমলমতি শিশুরা পাঠে মনোযোগ দিতে পারছে না।এ চিত্র যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের ৫৩ নম্বর এফএমবি (ফরিদপুর, মনোহরপুর ও বাঁশবাড়িয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে ৪১১ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন ছয়জন।১৩ মে সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেল, বিদ্যালয়ের মাঠে গাছতলায় ছোট ছোট চটে বসে প্রথম শ্রেণির জনা পঞ্চাশেক শিশু ক্লাস করছে। এক নারী শিক্ষক পড়াচ্ছেন। গাছের পাতার ফাঁক দিয়ে কারও গায়ে রোদ পড়লে শিক্ষক বলছেন, 'ছায়ার দিকে সরে বসো।' শিক্ষার্থী চট গুটিয়ে যেখানে ছায়া আছে, সেখানে গিয়ে বসছে। এক ঘণ্টার মধ্যে একজন শিক্ষার্থীকে কমপক্ষে তিনবার নিজের জায়গা বদল করতে দেখা গেল।অনিক নাঈম নামের এক শিক্ষার্থী বলল, 'বেঞ্চি হলে ভালো হতো। বাড়ি থেকে চট বয়ে আনে বসতি ভালো লাগে না। রোদ আসলি সরে সরে বসতি হয়।'অভিভাবক আনোয়ারা বেগম বলেন, 'আমার মাইয়েডা ঝড়-বৃষ্টির খুব ভয় পায়। বাইরে বসতি হয় বলে বৃষ্টি হলে আর স্কুলে যেতে চায় না।'স্কুল ক্যাম্পাসের টিনের চালার ভবনে গিয়ে দেখা গেল, দেয়ালজুড়ে ফাটল। জানা যায়, এ ভবনেই স্কুলটির যাত্রা শুরু হয়েছিল। এটির একটি ছোট কক্ষে শিক্ষার্থীদের জন্য পাঠাগার রয়েছে। আরেকটি লম্বা কক্ষে ক্লাস হতো।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন উদ্দীন প্রথম আলোকে বলেন, অন্তত ছয় বছর আগে ভবনটি মৌখিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও সেখানে পড়ানো হতো। সাম্প্রতিক কয়েক দফার ভূমিকম্পে ওই ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের উপজেলা প্রকৌশলী বিদ্যালয় পরিদর্শন করে সেখানে আর না বসার জন্য সতর্ক করে গেছেন। ওই ভবনে প্রথম ও তৃতীয় শ্রেণির ক্লাস হতো। তাই এই দুই শ্রেণির শিক্ষার্থীদের বাইরে পাঠদান করতে হচ্ছে।স্কুলের তিনজন সহকারী শিক্ষক বলেন, আকাশে মেঘ জমলে বাইরে বসা শিশুদের ছুটি দিতে হয়। তীব্র রোদেও অনেক সময় ছুটি ঘোষণা করতে হচ্ছে। স্কুলের মূল ভবনে দুটি শ্রেণিকক্ষ রয়েছে, সেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান চালানো হয়।জরুরি ভিত্তিতে ভবন চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে কয়েক দফা চিঠি দিয়েছেন। কিন্তু আবেদনে তেমন সাড়া মেলেনি।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন প্রথম আলোকে বলেন, সম্প্রতি উপজেলা প্রকৌশলী বিদ্যালয়ের ওই ভবনটি পরিদর্শন করে মৌখিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেছেন। জরুরি ভিত্তিতে নতুন ভবনের জন্য তাঁর লিখিত প্রতিবেদনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। আপাতত স্কুলের পাঠদান চালিয়ে দেওয়ার জন্য টিনের এক চালার খোলা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
null
3fd38e5b9f
সাইকেল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম তরিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, রবীন্দ্রকলা ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিঁড়ির পাশে সাইকেল রেখে শিক্ষার্থীরা ক্লাসে যান। দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি সাইকেলের তালা কাটতে থাকলে কর্মচারীরা তাঁকে আটক করেন। পরে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।
null
uiuo81qpvn
এযাবৎ যা কখনো হয়নি, এই প্রথম ভারতের রাজধানী দিল্লিতে সেটাই ঘটতে চলেছে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানী দিল্লি সাধারণ মানুষের জন্য কার্যত বন্ধ থাকবে। ওই সময়ে জি-২০ শীর্ষ সম্মেলন যাতে নিরুপদ্রবে ও নিশ্চিন্তে কাটে, সে জন্য অভূতপূর্ব সব ব্যবস্থা গৃহীত হচ্ছে। ভারতের আমন্ত্রণে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর এমনিতেই সরকারি ছুটির দিন। কিন্তু এর সঙ্গে ৮ সেপ্টেম্বরও ছুটির তালিকায় তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই তিন দিন রাজধানীর সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, অফিস-কাছারি, ব্যাংক ও যাবতীয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। দিল্লি বিমানবন্দর থেকে শহরে যাতায়াতের প্রতিটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেন্দ্রীয় সরকার চায় না, সম্মেলনে হাজির হওয়া কোনো দেশ ও তাদের প্রতিনিধিদের অযথা হয়রানির মুখে পড়তে হোক। সে জন্য দিল্লি পুলিশ এখন থেকেই ব্যাপক প্রচার শুরু করেছে। ওই তিন দিন মূল অনুষ্ঠানস্থল প্রগতি ময়দানের সবচেয়ে কাছের মেট্রোস্টেশন, যার পোশাকি নাম 'সুপ্রিম কোর্ট' বন্ধ রাখা হবে। ওই তল্লাটে অপ্রয়োজনীয় বলে চিহ্নিত কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। শুধু তা-ই নয়, ভিন রাজ্য দিল্লি হয়ে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ বা উত্তরাখন্ডে চলাচল করে, এমন ট্রাক বা যানবাহনকে অন্য রুট ধরে চলাচল করতে বলা হবে। পণ্যবাহী ট্রাক ছাড়া কোন ধরনের যান নয়াদিল্লির কোন কোন সড়কে চলতে দেওয়া হবে না, সেই তালিকা তৈরি করে প্রচার শুরু হয়েছে। ওই তিন দিন ঘিরে আগে-পিছে আরও দুই দিন দিল্লি পুলিশের সব ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সম্মেলন উপলক্ষে দিল্লির সব বড় ও ভালো হোটেলের সব ঘর সরকার আগে থেকে অতিথিদের রাখার জন্য নিয়ে রেখেছে। বড় হোটেলের দৈনিক ঘর ভাড়া দাঁড়িয়েছে কয়েক লাখ টাকা। ওই তিন দিন বিদেশি পর্যটকদের কাছে দিল্লির দুয়ার কার্যত বন্ধ। পর্যটন সংস্থাগুলোতে খোঁজখবর নিয়ে দেখা গেছে, সম্মেলন চলাকালে সাধারণ পর্যটকদের দিল্লি আসতে বারণ করা হচ্ছে। জি-২০ শীর্ষ সম্মেলনের সময় দিল্লি যাতে ছিমছাম থাকে, সে জন্য নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো রাজধানী মুড়ে ফেলা হয়েছে জি-২০-এর 'লোগো' দিয়ে। বিমানবন্দর থেকে শহরে আসার মূল সড়কসহ প্রধান প্রধান সড়কের দুই ধার সাজানো হয়েছে। অগুনতি ফোয়ারা তৈরি হয়েছে। তা আলো দিয়ে সাজানো হয়েছে। রাস্তার ধারে ধারে সবুজায়নের জন্য বসানো হয়েছে ৯ লাখ নতুন গাছ। ফুলের গাছ ও বাহারি পাতা দিয়ে সাজানো হয়েছে রাস্তার ধার। ৮৩ ধরনের বাহারি ফুলের গাছসহ এক লাখ টব রাখা হয়েছে। মূল রাস্তাগুলো যাতে মসৃণ থাকে, সে জন্য নতুন করে পিচ ঢালা হয়েছে। সবচেয়ে বড় কথা, ট্রাফিক মোড় থেকে তুলে নেওয়া হচ্ছে ভিখারি ও ফেরিওয়ালাদের। সম্মেলনের আগে কোনো রাস্তায় একজনও ভবঘুরে, ভিক্ষুক বা ফেরিওয়ালা যাতে না থাকে, সে জন্য দিল্লি পুলিশ বিশেষ ব্যবস্থা নিচ্ছে। এসব 'অনাকাঙ্ক্ষিত' দরিদ্র মানুষকে অন্যত্র সরিয়ে দেওয়ার একটা ব্লু প্রিন্ট দিল্লি পুলিশ তৈরি করেছে। এ ক্ষেত্রে দিল্লি পুলিশ প্রেরণা পেয়েছে ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত 'আর্থ সামিট' থেকে। সে সময় রিও ডি জেনিরোর সব ফুটপাত ও রাস্তা থেকে 'অনাকাঙ্ক্ষিত' দরিদ্র ভিক্ষুকদের সরিয়ে একটি দ্বীপে আটকে রাখা হয়েছিল। এক বছরের জন্য ভারত এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে। সে জন্য ২০২৩ সালে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলেছে বিভিন্ন উৎসব ও সম্মেলন। সরকার এই অবসরে তুলে ধরতে চেয়েছে ভারতের ভাবমূর্তি। প্রতিষ্ঠিত করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব। শাসক দল বিজেপির প্রচারে প্রধানমন্ত্রী মোদি 'বিশ্বগুরু'। কংগ্রেস অবশ্য সমালোচনা করতে ছাড়ছে না। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, 'এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এই গোষ্ঠীভুক্ত কোনো দেশই কখনো এমন ধরনের বাড়াবাড়ি করেনি। দেখেশুনে মনে হচ্ছে, দেশের মানুষের জ্বালাযন্ত্রণা-অভিযোগ থেকে দৃষ্টি ফেরাতে জাঁকজমকের এই আতিশয্য।' কংগ্রেস এখানেই থামেনি। অতীতের উদাহরণ দিয়ে জয়রাম বলেছেন, ১৯৮৩ সালে কংগ্রেস আমলে দিল্লিতে জোটনিরপেক্ষ ও কমনওয়েলথ দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তখন এমন বাড়াবাড়ি করা হয়নি। আন্তর্জাতিক সম্মেলনকে রাজনৈতিক হাতিয়ার করে তোলা হয়নি। দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে একাধিকবার। কমনওয়েলথ গেমসও। কখনো জনজীবন স্তব্ধ করে দেওয়া হয়নি। এভাবে আগাম ছুটিও ঘোষিত হয়নি আন্তর্জাতিক কোনো সম্মেলন বা ক্রীড়ানুষ্ঠানের জন্য। জি-২০ সম্মেলনের জন্য বাজেট বরাদ্দ ৯৯০ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দের ওই অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এখনো অনুমান করা যাচ্ছে না। কেন্দ্রীয় বাজেটের বাইরে দেশের সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বাড়তি যে খরচ করতে হচ্ছে, তা মোট বরাদ্দের পরিমাণের তিন গুণ দাঁড়াতে পারে বলে সরকারের অর্থ মন্ত্রণালয়ের কোনো কোনো মহল মনে করছে। জি-২০ সম্মেলনের ঢক্কা-নিনাদের মধ্যেই দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক পরিস্থিতির 'প্রকৃত' ছবি তুলে ধরতে বিরোধীরা সক্রিয়। দেশের ৫ শতাধিক অর্থনীতিবিদ, রাজনীতিক, আন্দোলনকর্মী, সাংবাদিক, সমাজসেবীদের নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি জনসমক্ষে তুলে ধরার বিভিন্ন আয়োজন করেছে কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন বামপন্থী সংগঠন। জি-২০-এর আদলে সেই আয়োজনের নাম দেওয়া হয়েছে 'উই ২০'। বিভিন্ন রাজ্যে এই ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও হচ্ছে। সম্প্রতি দিল্লিতে সিপিএমের এক ভবনে 'উই ২০'-এর এক আলোচনা সভায় যোগ দিতে দিল্লি পুলিশ সাধারণ মানুষকে বাধা দেয়। সেই আলোচনা সভা ছিল সিপিএম অফিসে। তাকে ঘিরে কোনো বিক্ষোভও কেউ করেনি। তবু পুলিশের বাধার মুখে পড়তে হয় সবাইকে। জয়রাম রমেশ সেই সভায় অংশ নেন। কিন্তু পুলিশ তাঁকে সিপিএম অফিস থেকে বেরোতে বাধা দেয়। পুলিশের অভিযোগ, ওই সভার আগাম অনুমতি নেওয়া হয়নি। সিপিএমের দাবি, দলের কোনো ভবনের অভ্যন্তরে কোনো আলোচনা সভার অনুমতি কখনো কাউকে নিতে হয় না।
null
39ca404eb7
রং দিয়ে আলাদা করে চেনা যায় দুধরাজ পাখি। পুরুষটি ধবধবে সাদা, স্ত্রী পাখির ডানা ও লেজ উজ্জ্বল বাদামি। এই পাখি সাধারণত পোকামাকড় খেয়ে থাকে। বাসা বানিয়ে ডিম পাড়ার পর স্ত্রী পাখিটির সঙ্গে পুরুষটিও পালা করে তা দেয়। বগুড়া গাবতলী উপজেলার পেরীর হাট থেকে তোলা তেমন কিছু দৃশ্য এখানে দেওয়া হলো:
null
636baaf277
প্রতিবছর বিশ্বের নামকরা অনেক সংস্থা বিশ্ববিদ্যালয় র‌্যাংঙ্কিং প্রকাশ করে। এই লেখার উদ্দেশ্য ডেটার ওপর ভিত্তি করে বোঝার চেষ্টা করা আমাদের অবস্থান আসলে কোথায়। যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন কীভাবে কয়েক দিন আগে প্রকাশ করেছে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংঙ্কিং। যেখানে আছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি কিউএস র‌্যাংঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্য বাংলাদেশ থেকে স্থান পেয়েছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। কিউএস থেকে ৫০০-এর পরের অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর ডেটা এবং সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয় না। তাই এই লেখায় মূলত ডেটা নেওয়া হয়েছে টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইট থেকে এবং র‌্যাংঙ্কিং প্রকাশক সংস্থা কিউএস এবং টাইমস হায়ার এডুকেশনকে ডেটা সরবরাহকারী স্কোপাস থেকে। টাইমস হায়ার এডুকেশন কয়েক দিন আগে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংঙ্কিং প্রকাশ করেছে, এর মধ্যে ভারতের ৫৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার ৪৮টি শীর্ষ ৪০০-এর মধ্যে। পাকিস্তানের ১৪টি, যার ৯টি শীর্ষ ৪০০-এর মধ্য, শ্রীলঙ্কার ২টি (১টি ৬৯তম স্থানে), নেপালের একটি, তা-ও শীর্ষ ৪০০-এর মধ্যে এবং বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (র‌্যাংঙ্কিং ৪০১+)। এবার আসুন দেখি কোনো একটি বিশ্ববিদ্যালয়কে এই র‌্যাংঙ্কিংয়ে যুক্ত হতে নির্ণায়ক কী কী। টাইমস হায়ার এডুকেশন ওয়েবসাইট অনুসারে ৩টি১.বিগত ৫ বছর সময়ে পর্যাপ্তসংখ্যক একাডেমিক প্রবন্ধ (বর্তমানে ন্যূনতম সংখ্যা ১০০০টি)২.স্নাতক পর্যায়ে পাঠদান করতে হবে৩.বহুমুখী বিষয়ে একাডেমিক কার্যক্রম। টাইম হায়ার এডুকেশন একাডেমিক ডেটা নেয় এলসিভিয়ারের স্কোপাস ডেটাবেস থেকে। স্কোপাসে নিবন্ধিত হতে হলে একটি প্রকাশনাকে তাদের ন্যূনতম মান প্রমাণ করতে হয় এবং তা ধরে রাখতে হয়। তা ছাড়া কোনোভাবেই ৮০ শতাংশ আর্টিকেল একটি বিষয়ের ওপর হতে পারবে না (আর্টিকেলগুলোকে ১১টি ভিন্ন ভিন্ন বিষয়ে বিন্যাস করে থাকে এই সংস্থা)। তো বাংলাদেশের কয়টি বিশ্ববিদ্যালয়ের এই ন্যূনতম যোগ্যতা আছে? স্কোপাসের ডেটা বলছে, এই হাজারি ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকে ২০০৯-এ, ২০১০-এ বুয়েট, রাজশাহী ২০১৪ সালে এবং জাহাঙ্গীরনগর ২০১৯-এ (চিত্র-১)। এই ক্লাবের ঢাকা ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়গুলো টাইম হায়ার এডুকেশন র‌্যাংঙ্কিংয়ে নেই। আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এই বিশ্ববিদ্যালয়ের ট্রেন্ড নিয়ে বেশি উৎসাহী। চবি এখনো এই ক্লাবে নেই। প্রথমবারের মতো যোগ দিতে ২০২০-এর বাকি সময়ে আরও ১১৭টি আর্টিকেল লাগবে। এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের স্কোপাস ডেটা অনুসারে মোট প্রকাশিত প্রবন্ধের সংখ্যা চিত্র-২-এ দেখানো হয়েছে। এখন দেখা যাক টাইম হায়ার এডুকেশনের বিভিন্ন সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর টপ বিশ্ববিদ্যালয় থেকে কতটুকু পিছিয়ে আছে (চিত্র-৩)। বলে রাখা ভালো, টাইম হায়ার এডুকেশন ৫টি সূচকে (শিক্ষাদান, ৩০%; গবেষণা, ৩০%; সাইটেশন, ৩০%; আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, ৭.৫%; ইন্ডাস্ট্রি আয়, ২.৫%) মূলত ১৩টি ভিন্ন ভিন্ন উপসূচকে ডেটা সংগ্রহ করে থাকে। শিক্ষাদানের (সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ) মধ্যে থাকে স্টেকহোল্ডারদের কাছে গ্রহণযোগ্যতা/মর্যাদা, স্টাফ/শিক্ষার্থী অনুপাত, ডক্টরেট/স্নাতক অনুপাত, ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত/একাডেমিক স্টাফ অনুপাত এবং আয়। গবেষণায় বিবেচনা করা হয় সংখ্যা, মান/খ্যাতি এবং আয়। সাইটেশন বলতে বোঝায় আপনার গবেষণা অন্য গবেষকেরা কতবার ব্যবহার করে। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় থাকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা, বিদেশি ফ্যাকাল্টির সংখ্যা এবং একাডেমিক এবং গবেষণায় অন্তর্জাতিক অংশীদারত্ব। চিত্র-৩-এ ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (র‌্যাংঙ্কিং ৩৬), শ্রীলঙ্কার পেরাদেনিয়া (র‌্যাংঙ্কিং ৬৯), পাকিস্তানের কায়েদ-ই-আজম (র‌্যাংঙ্কিং ৭৫) এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের (র‌্যাংঙ্কিং ৩৫০-৪০০) সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (র‌্যাংঙ্কিং ৪০১+) বিভিন্ন সূচকে তুলনামূলক স্কোর দেখানো হয়েছে। এই ডেটা থেকে দেখা যাচ্ছে মূলত র‌্যাংঙ্কিং নিয়ন্ত্রণ করে শিক্ষাদান এবং গবেষণা। গবেষণার মান যত ভালো হবে, তার সাইটেশনও ততো ভালো হবে। চিত্র-৩-এ দেখা যাচ্ছে পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় শ্রীলঙ্কার পেরাদেনিয়া থেকে শিক্ষাদান এবং গবেষণায় এগিয়ে থাকলেও (আর্টিকেলের সংখ্যা অনেক বেশি, চিত্র-৩) সাইটেশনে অনেক পিছিয়ে। ফলে সামগ্রিকভাবে পেরাদেনিয়ার অবস্থান ৬৯ আর কায়েদ-ই-আজমের ৭৫! তার মানে র‌্যাংঙ্কিংয়ে উন্নতির জন্য মানসম্পন্ন গবেষণায় জোর দিতে হবে। টাইম হায়ার এডুকেশনের র‌্যাংঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬, ২০১৮ এবং ২০২০ সালে অবস্থান ছিল যথাক্রমে ১৯১-২০০ (স্কোর ১৫.৯৬), ৩৫০-৪০০ (স্কোর ১৬.৩২) এবং ৪০১+ (স্কোর ১৭.৭১)। সামগ্রিক স্কোর কিন্তু বেড়েছে, কিন্তু নেমে গেছে অবস্থান। তার মানে একই সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় অগ্রগতি ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। উদাহরণ হিসেবে জর্ডান বিশ্ববিদ্যালয়ের কথা বলা যেতে পারে। ২০১৬ সালে এর স্কোর ছিল ১৬.৪১ (র‌্যাংঙ্ক ১৯১-২০০), যা ২০২০ সালে দাঁড়ায় ২৭.৫ (র‌্যাংঙ্ক ২০১-২৫০)। কোন সূচকে পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়? এর উত্তর পাওয়া যাবে চিত্র-৩-এ। চার বছরে শিক্ষাদান (সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ) সূচক ২ পয়েন্ট কমে গেছে। ২০১৬ সালে যেখানে এই সূচক সামগ্রিক স্কোরের ৪৮% জোগান দিত, তা ২০২০ সালে নেমে দাঁড়ায় ৩২%। ভালো দিক হচ্ছে, গত চার বছরে সাইটেশন সূচক বেড়েছে ২ পয়েন্টের কিছু বেশি। সঙ্গে অন্যান্য সূচকে স্বল্প হলেও ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে (চিত্র-৪)। এ অবস্থায়, বিশ্ব র‌্যাংঙ্কিংয়ে জায়গা করে নিতে বা অবস্থানের উন্নতি করতে চাইলে গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নজর দেওয়ার এখনই সময়। এ জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের কর্মপরিকল্পনা সাজাতে পারে। শুধু নীতিগত সহায়তার মাধ্যমে দ্রুতই বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংখ্যা এবং মান বাড়ানো সম্ভব। আমাদের অনেক বিশ্ববিদ্যালয়েই স্নাতক পর্যায়ে নেই কোনো গবেষণাধর্মী কোর্স! আবার অনেক বিশ্ববিদ্যালয়েই আছে। যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে এ ধরনের কোর্স নেই, তারা যদি যুক্ত করে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের হাজারো শিক্ষার্থীকে দ্রুত এবং সহজেই গবেষণায় যুক্ত করা যাবে। ফলে বাড়বে গবেষণার কলেবর। স্নাতকোত্তর শুরু করার আগেই শিক্ষার্থীরা পাবে গবেষণার দরকারি প্রশিক্ষণ। স্কোপাসে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়ের একই সময়ে যাত্রা করা দুটি বিভাগের গবেষণা আর্টিকেলের সংখ্যা থেকে এই প্রস্তাবের পক্ষে সমর্থন পাওয়া যায়। একই সময়ে যাদের শিক্ষাক্রমে বাধ্যতামূলক গবেষণা কোর্স ছিল, তাদের প্রকাশিত আর্টিকেলের সংখ্যা অন্যটির চেয়ে দেড় গুণ বেশি। কাজেই বলা যায়, অন্যান্য অনেক ফ্যাক্টরের সঙ্গে এই নীতিগত সহায়তাও অন্যতম একটি। সারকথা, বিশ্ব র‌্যাংঙ্কিংয়ে জায়গা পেতে হলে গবেষণায়ই দিতে হবে অগ্রাধিকার এবং আমাদের সব নীতি হতে হবে গবেষণাবান্ধব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এ বিষয়গুলো ভেবে দেখবে? *সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পিএইচডি গবেষক, কিংস কলেজ লন্ডন, যুক্তরাজ্য আরও পড়ুন:বিশ্বসেরা ২০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৭৯৪তমবিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংভাবনা: রাজশাহী বিশ্ববিদ্যালয়
null
1c06065210
ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিকে বিদেশ যেতে দেওয়া হলো না। জাপানের হিরোশিমাতে একটি পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক সম্মেলনে তাঁর অংশগ্রহণের কথা ছিল। খাতামির সহযোগীরা বিবিসি অনলাইনকে জানিয়েছেন, সরকারের তরফ থেকে বাধা পেয়েই তিনি জাপান সফরে যেতে পারেননি।গত বছরের জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ খাতামি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রতিদ্বন্দ্বী মীর হোসেন মৌসাভিকে সমর্থন জানিয়েছিলেন। অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে খাতামি ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। সরকারি হিসাব অনুযায়ী নির্বাচনোত্তর বিক্ষোভ ও সহিংসতায় ইরানে ৮০ ব্যক্তি নিহত হয়। জুনের ওই বিতর্কিত নির্বাচনের পর থেকেই সরকারের তরফ থেকে রাজনৈতিক চাপের মুখে আছেন দেশটির এই সাবেক প্রেসিডেন্ট।খাতামি ইরানের একজন সংস্কারপন্থী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট থাকাকালে তিনি দেশটিকে ধর্মীয় রক্ষণশীলতা থেকে কিছুটা হলেও অবমুক্ত করতে সক্ষম হয়েছিলেন।বিবিসি অনলাইন জানিয়েছে, জুনের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই সরকারবিরোধী রাজনৈতিক নেতারা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। যখনই তাঁরা কোনো সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করেন তখনই সরকারের মদদপুষ্ট বাসিজ মিলিশিয়ারা সেগুলো পণ্ড করে দেয়। উল্লেখ্য, ইতিমধ্যে বহু বিরোধী মতাবলম্বী রাজনীতিবিদকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।
null
269ce373eb
বাংলাদেশে নিরাপত্তা নিয়ে বিদেশিদের এখনো সংশয় রয়েছে বলে জানিয়েছেন চার দেশের রাষ্ট্রদূত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাঁরা বলেন, ব্যাপারটা (বিদেশি হত্যা) নিয়ে কী হতে যাচ্ছে, তা তাঁরা এখনো বুঝতে পারছেন না। আজ বুধবার দুপুরে চার দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেড় ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, 'প্রথমত তাঁরা আমাকে ধন্যবাদ জানাতে এসেছিলেন। তবে নিরাপত্তা নিয়ে তাঁদের এখনো সংশয় রয়েছে বলে জানিয়েছেন। তাঁরা বলেছেন, ব্যাপারটা (বিদেশি হত্যা) নিয়ে কী হতে যাচ্ছে, তা তাঁরা এখনো বুঝতে পারছেন না।' কোন বিষয়ে শঙ্কা রয়েছে, তা জানতে চেয়ে মন্ত্রী রাষ্ট্রদূতদের বলেন, 'আপনারা তথ্য দেন কোন কোন জায়গায় আপনাদের অনিশ্চয়তা রয়েছে। আমাদের গোয়েন্দা কর্মকর্তারা সেসব জায়গা খুঁজে বের করবে।' এর জবাবে রাষ্ট্রদূতেরা বলেন, যেসব জায়গায় শঙ্কা রয়েছে, সেসব জায়গায় তাঁদের নিজেদের গোয়েন্দারাই কাজ করছেন। এ সময় তাঁদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা যদি এক সঙ্গে কাজ করি, তাহলে সমস্যাটা বেরিয়ে আসবে।' এ ঘটনার পেছনে আইএসের সম্পৃক্ততা রয়েছে কি না, বৈঠকে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, 'এ ব্যাপারে যদি আপনাদের কাছে তথ্য থাকে, তাহলে তা আমাদের দেন। আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর। তারা বিষয়টি খুঁজে বের করবে।' তবে কোনো বিষয়ে ওই চার রাষ্ট্রদূত তথ্য দিতে পারেননি বলে জানান মন্ত্রী। বর্তমানে বিদেশিদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা নিয়মিত দেওয়া হবে কি না - বৈঠকে রাষ্ট্রদূতেরা এমন প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আপনাদের যত দিন নিরাপত্তা দেওয়া প্রয়োজন, তত দিনই নিরাপত্তা দেওয়া হবে। বর্তমানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী কাজ করছে।' বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রথম আলোকে বলেন, সরকারের নেওয়া পদক্ষেপে তাঁরা সন্তুষ্ট।
null
34a2b7ba9d
নড়াইলের কালিয়ায় একটি ক্লিনিকে অস্ত্রোপচার করতে গিয়ে গর্ভজাত সন্তানসহ এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার তদন্ত কমিটি গঠন করেছেন নড়াইলের সিভিল সার্জন। গত শুক্রবার দুপুরে উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজারে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টির মীমাংসা হয়েছে বলে জানা গেছে। নিহত প্রসূতি শিউলি বেগম (২৫) কালিয়ার খাঁশিয়াল ইউনিয়নের পেচী ডুমুরিয়া গ্রামের আকবর হোসেন মোল্লার মেয়ে। তাঁর স্বামী গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের ইজিবাইকের চালক জিন্নাত আলী। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। জিন্নাত আলী প্রথম আলোকে জানান, ওই ক্লিনিকে তাঁর স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করাতে শুক্রবার সকাল নয়টার দিকে ভর্তি করেন। এর আধা ঘণ্টার মধ্যে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। একজন চিকিৎসক অস্ত্রোপচার করতে সেখানে ঢোকেন। প্রায় এক ঘণ্টা পর ওই ক্লিনিকের সামনে একটি অ্যাম্বুলেন্স আসে। ক্লিনিকের ৫-৬ জন কর্মী শিউলিকে অ্যাম্বুলেন্সে তুলতে যান। তাঁরা বলতে থাকেন, রোগীর রক্তচাপ কমে গেছে, খুলনায় নিতে হবে। তখন রোগীর স্বজনেরা উত্তেজিত হন। এ অবস্থায় রোগীকে ফেলে ক্লিনিকের প্রধান ফটক আটকে দেন কর্মীরা। একজন চিকিৎসক দ্রুত বের হয়ে ক্লিনিক থেকে চলে যান। পেছনের দরজা দিয়ে অন্যরা পালিয়ে যান। এ সময় শিউলিকে মৃত অবস্থায় পাওয়া যায়। গর্ভজাত সন্তানটি তাঁর পেটের মধ্যেই আছে। জিন্নাত আলী বলেন, 'আমার চার বছরের একটি মেয়ে আছে। তার ভবিষ্যতের কথা চিন্তা করে সাড়ে তিন লাখ টাকায় বিষয়টি মীমাংসা হয়েছে। তাই থানায় অভিযোগ করিনি। শুক্রবার রাতেই লাশ দাফন করা হয়েছে।' এ বিষয়ে জানতে ওই ক্লিনিক মালিক শাহীন সাজ্জাদের মুঠোফোনে কয়েক দফা কল করা হলেও তিনি ধরেননি। সন্ধ্যায় ওই ক্লিনিকে শুধু মাহফুজা খানম নামে একজন অভ্যর্থনাকর্মী (রিসেপশনিস্ট) ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, 'রোগীর প্রেশার (রক্তচাপ) কম ছিল, সিজার করার আগেই রোগী মারা গিয়েছিলেন। কীভাবে মারা গেছেন, তা জানি না।' নড়াইলের সিভিল সার্জন নাছিমা আকতার শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনা জানার পর আজ কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সবকিছু জানা যাবে। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ঘটনার সময়ে খবর পেয়ে পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ গিয়েছিল। রোগীর স্বজনেরা অভিযোগ না করায় আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ, বেসরকারি হাসপাতালটি চার বছর ধরে চললেও সেখানে সার্বক্ষণিক কোনো চিকিৎসক থাকেন না। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সও নেই। অস্ত্রোপচারকক্ষের অবস্থা একেবারেই শোচনীয়। এর আগেও এখানে কয়েকজন প্রসূতির মৃত্যু হয়েছে। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা সবকিছু 'ম্যানেজ' করেছে। হাসপাতালে সার্বক্ষণিক কোনো চিকিৎসক থাকেন কি না এবং ওই প্রসূতিকে কোন চিকিৎসক অস্ত্রোপচার করছিলেন, এসব বিষয়ে জানতে চাইলে অভ্যর্থনাকর্মী মাহফুজা খানম কথা বলতে রাজি হননি। চিকিৎসকের বিষয়ে রোগীর স্বজনেরাও কিছু জানাতে পারেননি। খোঁজ নিয়ে জানা গেছে, শরিফুল নামের একজন চিকিৎসক ওই অস্ত্রোপচার করতে গিয়েছিলেন। তাঁর পরিচয় জানা যায়নি। নিবন্ধন ছাড়াই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলার বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন নাছিমা আকতার বলেন, মালিকপক্ষ নিবন্ধনের জন্য গত বছর ও এ বছর আবেদন করেছে। পরিদর্শনের পর নিবন্ধন দেওয়া যায় কি না, সে সিদ্ধান্ত দেওয়া হবে।
7,306
3abb1e1490
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মেয়ে শ্বেতা নন্দার সঙ্গে অমিতাভ বচ্চনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সাদা রঙের পাঞ্জাবি-পায়জামার ওপর এক হুডি জ্যাকেট পরে অমিতাভ বচ্চনকে দেখা গেছে। জানা গেছে, গতকাল মধ্যরাতে মেয়েকে নিয়ে লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন বলিউড মেগাস্টার। এরপর থেকেই জল্পনা-কল্পনার শুরু। বিগ বি কি অসুস্থ? তাঁর স্বাস্থ্য নিয়ে অনুরাগীরা রীতিমতো উদ্বিগ্ন। তবে শেষ পর্যন্ত জানা গেছে, অমিতাভের শরীর-স্বাস্থ্য ভালোই আছে। তাহলে কেন হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ? পুত্র অভিষেককে দেখতে গিয়েছিলেন সিনিয়র বচ্চন। হাতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জুনিয়র বচ্চন। গতকাল রোববার তাঁকে লীলাবতীতে ভর্তি করা হয়েছে। আর তাঁর চোট বেশ গভীর বলে বলছেন কেউ কেউ। তবে অভিষেকের চোট লাগার কারণ এখনো জানা যায়নি। সম্প্রতি অভিষেককে মুম্বাই বিমানবন্দরে ডান হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে। এই বলিউড তারকা স্ত্রী ঐশ্বরিয়া আর কন্যা আরাধ্যাকে বিমানবন্দরে বিদায় জানাতে এসেছিলেন। চিত্র পরিচালক মণিরত্নমের ছবির শুটিং করতে উত্তর প্রদেশের ওউরছা গেছেন ঐশ্বরিয়া। এই ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। অভিষেককে দেখা যাবে 'বব বিশ্বাস' আর 'দশবি' ছবিতে।
null
2c21fb12d4
মুক্তিযুদ্ধ জাদুঘর চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং স্বরচিত কবিতা পাঠ। বিকেল চারটায়।বেঙ্গল শিল্পালয় চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে বরেণ্য শিল্পীদের চিত্র প্রদর্শনী। বিকেল পাঁচটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন। সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরের ধারার গানের অনুষ্ঠান।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  লোক নাট্যদলের (বনানী) নাটক কঞ্জুস। মলিয়েরের লেখা থেকে রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনা দিয়েছে কামরুন নূর চৌধুরী। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিস্সা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।গ্যালারি কায়া মুর্তজা বশীরের একক চিত্র প্রদর্শনী 'দ্য উইংস'। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রক মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী 'ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স'। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র আর্কিটেকচার অব হিউম্যানিটির নকশা প্রদর্শনী 'বেটার ক্লাসরুম ডিজাইন'। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।
null
5d53d563b7
কুমিল্লার হোমনা উপজেলার সিএনজিচালিত অটোচালকদের কাছ কাছ প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। সিএনজি মালিক সমিতি, সমিতির এক নেতা ও পুলিশ ওই চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চালকেরা।হোমনা শ্রমিক লীগের সদস্যসচিব মো. আল আমিন বলেন, হোমনা উপজেলায় ২ হাজার ৬০০ সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২০০টি অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। তাঁদের কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা আদায় করা হচ্ছে। বাকিগুলো থেকেও চাঁদা আদায়ের চেষ্টা চলছে।অটোরিকশার চালকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অটোরিকশার চালকদের কাছ থেকে বিভিন্ন স্থানে প্রতিদিন ও মাসে চাঁদা নেওয়া হয়। এর মধ্যে হোমনা সিএনজি মালিক সমিতির নামে প্রতিদিন ১০ টাকা, হোমনা চৌরাস্তায় স্টিকার লাগিয়ে প্রতি মাসে ভাই ভাই অটো ট্রেডার্সের নামে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া তিতাস উপজেলার চালানশাপুর ও বাতাকন্দি এবং দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে গ্যাস নেওয়ার সময় প্রতিবার ১২৫ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিদিন চাঁদা ও জমার টাকা দেওয়ার পর অর্জিত আয় দিয়ে চালকদের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে।হোমনা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ছালাউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, 'এক সপ্তাহ আগে চাঁদাবাজি বন্ধ করতে ইউএনও স্যারের কাছে আমরা দুই শ চালক লিখিত অভিযোগ দিয়েছি। ইউএনও স্যার আমাদের বলেছেন, মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেবেন। কিন্তু এক সপ্তাহ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'কয়েকজন অটোচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হোমনা চৌরাস্তা এলাকায় সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ভাই ভাই অটো ট্রেডার্সের নামে স্টিকার লাগিয়ে প্রতি মাসে ৩০০ টাকা করে চাঁদা তোলেন তাঁর লোকজন। চাঁদা না দিলে নানা হয়রানির শিকার হতে হয়। গ্যাস নিতে গিয়ে তিতাস উপজেলার গাজীপুর বাজার এলাকা থেকে প্রতি মাসে চাঁদা দিতে হয় থানার পুলিশকে। তা ছাড়া প্রতিদিন হোমনা সিএনজি সমিতির নামে হোমনা চৌরাস্তা মোড় এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে ১০ টাকাসহ বাতাকন্দি, চালানশাপুর, গৌরীপুর বাজার ও মোড়ে প্রায় ১২৫ টাকা চাঁদা তোলা হয়।চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে হোমনা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, 'আমার দোকানের নামে স্টিকার দিয়ে কোনো অটোরিকশা থেকে চাঁদা তোলা হয় না। আমি শুনছি কিছু অটোচালক ইউএনও স্যারের নিকটে আমার নামে একটা অভিযোগ দিয়েছে। কিন্তু এই চাঁদাবাজির সঙ্গে আমি জড়িত না। আর সমিতির নামে প্রতিদিন ১০ টাকা করে যে চাঁদা নেওয়া হয় সে বিষয়েও আমার জানা নাই।'এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, কিছু লোকজন হয়তো চাঁদাবাজির ভাগ পান না, তাঁরাই অভিযোগ করেছেন। চাঁদাবাজি তো অনেক জায়গাতেই হচ্ছে। তবে থানার পুলিশ কোনো চাঁদার ভাগ নেয় না। পুলিশের নামে কেউ চাঁদা তুললে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, 'তিতাস থানা এলাকায় পুলিশের নামে কেউ চাঁদা নেয় না। গরিব মানুষের কাছ থেকে কেন চাঁদা নিতে হবে। আমরাও চাই এ ধরনের কিছু হলে ব্যবস্থা নেওয়া হোক।'এ বিষয়ে হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলাম বলেন, 'অটোরিকশার চালকেরা চাঁদাবাজির বিষয়ে একটি অভিযোগ দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কিছুই করা হয়নি। ওই চালকদের আমি ডাকব এবং পুলিশকেও বিষয়টি জানানো হবে।'
null
375d38a5fe
ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ এবং তার পরে সৃষ্ট ক্রিমিয়া সংকটকে ভুলক্রমে দ্বিতীয় দফা স্নায়ুযুদ্ধ হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে ভ্লাদিমির পুতিন যা করছেন, তার প্রতিক্রিয়া পুঁজিবাদকে পরাস্ত করতে সোভিয়েত ইউনিয়নের দীর্ঘ প্রচেষ্টার প্রতিক্রিয়ার চেয়ে অনেক আলাদা হলেও এর ভূ-রাজনৈতিক প্রভাব হবে সুদূরপ্রসারী।রাশিয়া নিজেকে বিশ্ব অর্থনীতি থেকে বিযুক্ত করার মুখে। এর মাধ্যমে দেশটি আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা করবে। আন্তর্জাতিক অবরোধ শুধু প্রারম্ভিক প্রতিক্রিয়া। বাজার ও ব্যাংকব্যবস্থা অনিশ্চয়তা পছন্দ করে না। সুতরাং রুশ অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ থেকে ক্রমেই বেশি করে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দেশটির প্রবৃদ্ধির গতি কমবে বা বন্ধ হয়ে যাবে। এটা অবশ্য রাশিয়ার বিষয়। বৃহত্তর পরিণতিটি হবে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিরাট ধাক্কা। সুশাসন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যন্ত অভিন্ন বৈশ্বিক নানা সমস্যা মোকাবিলার জন্য সরকারগুলোর প্রচেষ্টার ভিত নড়ে উঠবে। তবে এর ফল অবশ্য ইতিবাচকও হতে পারে। ইউক্রেনের ঘটনাপ্রবাহ অপ্রত্যাশিতভাবে দ্রুত অগ্রসরমাণ দেশগুলোর একটি নতুন ও উল্লেখযোগ্য রকম পুনর্বিন্যাসের পথও খুলে দিতে পারে।পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার দ্বৈরথের প্রথম ফলটি হবে ব্রিকসের অবসান। এক দশক বা তার বেশি সময় ধরে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন এবং সম্প্রতি দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা শিল্পায়িত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কিন্তু রাশিয়া বিশ্ববাজার ও বহুপক্ষীয় ফোরামগুলো থেকে বহিষ্কার বা নিজে বেরিয়ে যাওয়ার মাধ্যমে একঘরে হতে চলেছে বলে ব্রিকসশীর্ষ সম্মেলন ও প্রতিষ্ঠানগুলোর দিন ঘনিয়ে এসেছে। ব্রিকস হয়তো আনুষ্ঠানিকভাবে ভেঙে যাবে না। কিন্তু আজকের এই বিশ্বায়িত অর্থনীতিতে বাকি বিশ্বের সঙ্গে রাশিয়ার কোন্দলে জড়িয়ে অন্য চার সদস্যরাষ্ট্রের নিজেদের অবস্থান ঝুঁকিতে ফেলার সম্ভাবনা ক্ষীণ। আন্তর্জাতিক অঙ্গনে ব্রিকস গোষ্ঠীর যে একটি সুসমন্বিত কণ্ঠস্বর আছে, সে ধারণা ধীরে ধীরে লোপ পাবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নিজের কর্তৃত্ব জাহিরের নীতি অনুসরণ এবং 'ইউরেশিয়ান ইউনিয়ন' বাণিজ্য জোট গঠনে উদ্গ্রীব এক 'ভিন্নমতাবলম্বী' রাশিয়া স্পষ্টতই হবে বিপজ্জনক। তবে এর আরও তাৎপর্যপূর্ণ ফলটি দেখা যাবে রাশিয়ার সাবেক ব্রিকস সহযোগীরা কীভাবে জি-২০ গোষ্ঠীর অন্য বিকাশমান অর্থনীতিগুলোর সঙ্গে নিজেদের সম্পর্ক পুনর্বিন্যস্ত করে, তার মধ্যে।এ প্রেক্ষাপটে বিশ্বমঞ্চে আসছে মিকটা - মেক্সিকো, ইন্দোনেশিয়া, কোরিয়া (দক্ষিণ), তুরস্ক ও অস্ট্রেলিয়ার নতুন জোট। এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথ আলোচ্যসূচি স্থির করতে শিগগিরই মেক্সিকোয় বৈঠকে বসতে যাচ্ছেন। গত বছরের সেপ্টেম্বরে তাঁরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিকটার ব্যানারে প্রথম বৈঠকে বসেছিলেন। তখন অবশ্য এ নতুন জোটকে এমন একটি ক্লাবের বেশি কিছু মনে হয়নি, যারা কিনা কোনো না কোনো কারণে ব্রিকসে ঢুকতে পারেনি, আবার তেমন বড় শক্তিও বলা যায় না।রাশিয়ার নিজের ডেকে আনা সমস্যা এই ছবিটা একেবারেই বদলে দেবে। ব্রিকসের চেহারা প্রায় রাতারাতি পাল্টে যাওয়ার দ্বারপ্রান্তে। ফলে অভিন্ন উদ্বেগ আছে, এমন দেশগুলোকে নিয়ে আরও অনেক বড় একটি জোট গঠনের পথ সুগম হয়েছে। মিকটা দেশগুলোর অভিন্ন নানা বৈশিষ্ট্য হচ্ছে, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিজের সীমান্তের বাইরে ক্রমবর্ধমান প্রভাব। উন্নয়নের ক্ষেত্রে তাদের কিছু সমস্যা আছে। তবে তারা অর্থনৈতিক গতিশীলতা ও সৃষ্টিশীলতার মডেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিধিবিধানগুলো যেভাবে পরিবর্তিত হতে পারে, তাতে এদের উল্লেখযোগ্য স্বার্থ রয়েছে। তাদের চ্যালেঞ্জ ও উচ্চাভিলাষের অনেকগুলোই বিকসের (রাশিয়া বাদে ব্রিকস) চ্যালেঞ্জ ও উচ্চাভিলাষের সঙ্গে মিলে যায়। অবশ্য আন্তর্জাতিক রাজনীতির 'বর্ণমালা স্যুপ'-এ বিকস-মিকটার মতো দাঁতভাঙা নামের নয় সদস্যবিশিষ্ট একটি জোট শেষ পর্যন্ত তেমন কার্যকর না-ও হতে পারে। তবে শেষ কথাটি হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গন থেকে রাশিয়ার আসন্ন অনুপস্থিতি বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে নতুন ভাবনার অনুঘটক হিসেবে কাজ করবে। এটি জি-২০-কে আবার চাঙা না ধ্বংস করবে, তা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।শিগগিরই রাশিয়ার জি-৮-এর সদস্যপদ কেড়ে নেওয়া হবে (ইতিমধ্যে হয়েছে)। জোটটি ফিরে যাবে তার আদি রূপ জি-৭-এ, যার সদস্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি আর ইউরোপীয় ইউনিয়ন। তবে এতে জি-২০-এর কী পরিণতি হবে এবং রাশিয়া তাতে থেকে যাবে কি না, সেটা অস্পষ্ট। বৈশ্বিক ইস্যু মোকাবিলার কৌশল হিসেবে জি-২০-এর ভূমিকা কিছুটা হতাশাজনকই বলা চলে। আর উঠতি অর্থনৈতিক শক্তিগুলোকে শীর্ষ শিল্পায়িত দেশগুলোর সঙ্গে একই জোটে অন্তর্ভুক্ত করার ধারণাটি এ পর্যন্ত পরিমাপযোগ্য সাফল্য বয়ে আনেনি।পরস্পর নির্ভরশীল আজকের বিশ্বে এখন স্পষ্ট যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এত বড় অংশকে পুতিনের দূরে সরিয়ে দেওয়া তাঁর নিজেরই ক্ষতি করবে। সমাজতন্ত্রের পতনের এক প্রজন্ম পরে রাশিয়ার অর্থনীতি এবং এর জনগণের জীবনযাত্রার মানের উন্নতি শুরু হয়েছে। তবে দ্রুত হ্রাসমান জনসংখ্যা এবং কেবল জ্বালানি ও ভোগ্যপণ্য রপ্তানির ওপর নির্ভরতার কারণে এই অর্থনৈতিক পুনরুদ্ধার বেশ নাজুক। ক্রেমলিন শিগগিরই দেখবে, এত দিন যতটা স্বীকার করেছে তারা আসলে বাইরের দুনিয়ার ঘটনাপ্রবাহের কাছে তার চেয়ে অনেক বেশি অরক্ষিত। ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেটজাইলস মেরিট: ইউরোপস ওয়ার্ল্ড সাময়িকীর সম্পাদক।
null
9ccb51f13b
দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (১৮) নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের উত্তর বাসুদেবপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।বাংলাদেশ ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধীন দাউদপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবদুল মতিন জানান, শহিদুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তের ২৯০ মেইন পিলারের ৩২ সাব পিলার অতিক্রম করে ভারতে যাচ্ছিল। এ সময় ভারতের ভীমপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। তাঁর লাশ ভীমপুর ক্যাম্পের বিএসএফ সমস্যরা নিয়ে গেছে। লাশ ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
null
60d8df07fb
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত মঙ্গলবার রাতে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৪ হাজার ৩৫০ কেজি চাল উদ্ধার করেছেন স্থানীয় ব্যক্তিরা।একই রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ৮০৫ কেজি চালসহ ট্রলি ও চালককে আটক করেছেন এলাকাবাসী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের উত্তর বাজার এলাকা দিয়ে একটি লরিতে ৮৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল নিয়ে যাচ্ছিলেন এক চালক। স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হলে লরি থামিয়ে চালককে চালের ব্যাপারে জেরা করেন। এ সময় চালক পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, চালগুলো হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া। পুলিশ লরিসহ চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।হালুয়াঘাটের ইউএনও হেলালুজ্জামান সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মতিউল নামের এক ব্যক্তি চালগুলো নেওয়ার জন্য লরি ভাড়া করেছিলেন। তবে মতিউলের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নে হতদরিদ্র ব্যক্তিদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ করা ২ হাজার ৮০৫ কেজি চাল উত্তরনাকশি গ্রামের লিটন চন্দ্র দাস, মো. শহিদুল্লাহ, পিপুলেশ্বর গ্রামের আবদুল বারেক কেনেন। পরে তাঁরা উত্তর নাকশি গ্রামের মতিউর রহমানের বাড়িতে এসব চাল মজুত করেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে ওই চাল একটি ট্রলিতে করে শেরপুর জেলা শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ নালিতাবাড়ী-শেরপুর সড়কে গাগলাজানি এলাকায় চালসহ ট্রলি ও চালক ওয়াহাব আলীকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াহাব মতিউর রহমানের বাড়ি থেকে চাল বিক্রির উদ্দেশ্যে শেরপুর সদরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান। পরে রাতে চালসহ ট্রলিচালককে থানায় নিয়ে আসা হয়।
null
45e96da791
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারকে (৩০) আটকে রেখে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে।গতকাল বুধবার সকালে নেছারাবাদ থানার এসআই বাদল কৃষ্ণ বাদী হয়ে মৈশানী গ্রামের নয়ন গাজীকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গতকাল বুধবার সকালে পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাগরকান্দা গ্রামের মাইনুল ইসলাম ও একই গ্রামের সিতুল তালুকদার।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নয়ন গাজীর নেতৃত্বে সাত-আটজন যুবক মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র সরকারকে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ এনে মারধর করেন। এরপর তাঁকে গ্রামের একটি মন্দিরে নিয়ে আটকে রাখেন এবং কয়েক দফা মারধর করেন। পরদিন শনিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কয়েকজন বিধানকে উদ্ধার করেন। এরপর বিধান বরিশালের একটি হাসপাতালে চিকিৎসা নেন।নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় ওই শিক্ষক কোনো লিখিত অভিযোগ না করায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
null
7d9f6b3f43
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। তিনি সেখানকার আইতুরুপ দ্বীপে পৌঁছানোর পর জাপান গতকাল শনিবার তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পরপরই তৎকালীন সোভিয়েত সেনারা কুরিল দখল করে নেয়। তবে জাপান এখনো কুরিলের মালিকানা দাবি করে। এলাকাটির অবস্থান রাশিয়ার দূর-পূর্বাঞ্চলীয় উপকূলে এবং জাপানের উত্তরে। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হাজিমে হায়াশি টোকিওতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে টেলিফোন করে বলেছেন, জাপানের 'উত্তরাঞ্চলীয় ভূখণ্ডে' রুশ প্রধানমন্ত্রীর এ ধরনের সফর অত্যন্ত শোচনীয় এবং এটা জাপানের জনগণকে আহত করেছে।এএফপি
null
269f02ebd0
ওয়েস্ট ইন্ডিজের মতো আজ বাংলাদেশের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ওশান থমাসের যে ওভারে 'নো' বলের ঘটনা, সেটিতে বাংলাদেশ তুলেছে ৩০ রান। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৬২, রানরেট ১৫-এর ওপরে। ম্যাচের পাল্লাটা তখন সাকিবদের দিকেই হেলে। বাংলাদেশের টপ অর্ডারের দুর্দান্ত শুরু তো আছেই। ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা হয়ে এল থমাসের ওভারে 'নো-বল' নিয়ে বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বললেনই, একটা তরুণ, অনভিজ্ঞ বোলার যখন কষ্টেসৃষ্টে একটা উইকেট বের করেছে, তখন উল্টো দেওয়া হলো নো-বল। তাঁকে আরও একটা অতিরিক্ত বল করতে হলো, সেটিতে ছক্কাও খেতে হলো! মানসিকভাবে শুধু বোলারই নয়, এটির প্রভাব পড়ে পুরো দলের ওপরই। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, ওয়েস্ট ইন্ডিজের প্রতিবাদের পরও আম্পায়ারের সিদ্ধান্ত না বদলানো। ৯ মিনিটের মতো খেলা বন্ধ থাকা - সব মিলিয়ে মনঃসংযোগ ধরে রাখা স্বাভাবিকভাবেই কঠিন। যেখানে মনঃসংযোগ ধরে রাখাই কঠিন, সেখানে উল্টো চাঙা হলো ক্যারিবীয়রা। বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশের ওপর। শেষ পর্যন্ত ম্যাচটা তারা মুঠোয় পুড়েই ফিরল। ওই ঘটনার পর কীভাবে চাঙা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটিই বললেন উইন্ডিজ অধিনায়ক ব্রাফেট, 'আম্পায়ারের সিদ্ধান্তই থেকেছে, খেলা ফের শুরু হয়েছে এবং ম্যাচটা শেষও হয়েছে। আমি অবশ্য ম্যাচ রেফারির কাছে পাঁচ মিনিট চেয়েছি আবার স্বাভাবিক হতে এবং যে ঘটনা ঘটেছে সেটা ভুলে যেতে। ধন্যবাদ তারা সে সময়টা আমাদের দিয়েছে। এতে করে সতীর্থদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। ঘটনাটা আমাদের সবার বিপক্ষেই গিয়েছিল। তবে প্রতিকূল সময়ে আমি শুধু কথা বলেছি। পরিস্থিতি সামলে সবাই আবার খেলায় ফিরেছে। সবাই বলেছে এটার জন্যই আমাদের জিততে হবে। এর পর তো দেখেছেনই কী হয়েছে। অনভিজ্ঞ খেলোয়াড়দের কাছে থেকে এটা পাওয়া অনেক বড় ব্যাপার ছিল। আমি মনে করি তাদের সবাইকে আমরা এক রাখতে পারি, শেখাতে পারি কীভাবে পেশাদার হতে পারি। আমি মনে করি সামনে আমরা আরও ভালো করব।' ব্রাফেটের কথাগুলো অদ্ভুত মনে হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আত্মনিবেদন নিয়ে যখন হরহামেশা প্রশ্ন ওঠে, সেখানে ব্রাফেট স্থাপন করছেন ব্যতিক্রম দৃষ্টান্ত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য জীবন দিয়ে লড়তে হবে - এই বার্তা তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তরুণ সতীর্থদের প্রতি। ব্রাফেটের এ লড়াই দেখে তরুণ ক্যারিবীয় ক্রিকেটাররা যদি কিছু শিখতে পারে, সেটি নিশ্চয়ই অনেক বড় পাওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের।
null
36ec801639
মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ১১-এর ঘোষণা আসে গত ২৪ জুন। তবে তার আগেই বোঝা গিয়েছিল কী থাকছে নতুন অপারেটিং সিস্টেমে। জুনের মাঝামাঝি নতুন উইন্ডোজের একটি পরীক্ষামূলক সংস্করণ (বেটা ডেভ ভার্সন বিল্ড ২১৯৯৬.১) ফাঁস হয়। অনেকেই তা খুঁজে নিয়ে ইনস্টল করে ফেলেন তাঁদের কম্পিউটারে। তবে এখন আর এত লঙ্কাকাণ্ড করার প্রয়োজন নেই। কারণ, উইন্ডোজের সেটিং থেকেই আপনি সহজে উইন্ডোজ ১১-এর একটি পরীক্ষামূলক সংস্করণ (বেটা ডেভ ভার্সন বিল্ড ২২০০১.৫১) নামিয়ে ইনস্টল করতে পারবেন। চলুন আজ আমরা সে কাজই করে দেখি। জেনে নিই উইন্ডোজ ৮ বা ১০ থেকে উইন্ডোজ ১১-এর অফিশিয়াল বেটায় হালনাগাদ করার পদ্ধতি। ১ গিগাহার্টজ বা তার বেশি গতির প্রসেসর কমপক্ষে ৪ গিগাবাইট র‍্যাম ৬৪ গিগাবাইট ফাঁকা স্টোরেজ সিস্টেম ফার্মওয়্যার UEFI মোডে থাকতে হবে এবং টিপিএম ২.০ চিপ থাকতে হবে অনেক ক্ষেত্রে উচ্চ কনফিগারেশনের কম্পিউটারেও উইন্ডোজ ১১ ইনস্টল করা যাচ্ছে না। ঠিক যে কারণে সমস্যাটি হচ্ছে, এই লেখায় আমরা সেটারই সমাধান দেখব এবং সঙ্গে কী কী নতুন সুবিধা এসেছে, সেটাও জানব। বেশির ভাগ ব্যবহারকারী প্রথম ও প্রধান সমস্যার মুখে পড়ছেন টিপিএম ২.০ নিয়ে। এই টিপিএম চিপ আপনার পিসিতে আছে কি না জানতে আপনার বর্তমান উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পিসিতে Win + R বোতাম দুটি চাপুন। রান ইন্টারফেস এলে সেখানে 'tpm.msc' লিখে এন্টার চাপুন বা ওকে বোতামে ক্লিক করুন। আপনার পিসিতে টিপিএম চিপ থাকলে নিচের ছবির মতো ইন্টারফেস দেখাবে। আর যদি টিপিএম চিপ না থাকে, তাহলে দেখাবে এমন ইন্টারফেস। সিংহভাগ ব্যবহারকারীর পিসিতে টিপিএম চিপ থাকা সত্ত্বেও দেখাচ্ছে তাদের পিসিতে উইন্ডোজ ১১ চলবে না। এ ক্ষেত্রে টিপিএম চিপের সংস্করণ হালনাগাদ করে নিতে হবে। শুরুতে আপনার পিসির ডিভাইস ম্যানেজার থেকে দেখে নিশ্চিত হয়ে নিন টিপিএম চিপ আছে কি না। এ জন্য আবারও Win + R বোতাম দুটি চাপুন। রান ইন্টারফেস এলে তাতে 'devmgmt.msc' কমান্ড লিখে এন্টার করুন। এরপর সিকিউরিটি ডিভাইস ট্যাবে টিপিএম চিপ দেখতে পাবেন। যদি tpm.msc কমান্ডে আপনার টিপিএম চিপ না দেখায় কিন্তু ডিভাইস ম্যানেজারে টিপিএম চিপ দেখায়, সে ক্ষেত্রে আপনাকে বায়োস থেকে টিপিএম চিপ সচল করে নিতে হবে। বায়োস থেকে টিপিএম চিপ সক্রিয় করতে আপনার পিসি রিস্টার্ট দিন। আর বন্ধ থাকলে চালুর সময় F2 বোতাম (নির্মাতা প্রতিষ্ঠানভেদে F10, F2, F12, F1, অথবা DEL বোতাম হতে পারে) চেপে বায়োসে প্রবেশ করুন। এরপর সিকিউরিটি, অ্যাডভান্সড অথবা সেটিংস অপশনে গিয়ে মিসেলেনিয়াস অংশে ঢুকে ইনটেল প্ল্যাটফর্ম ট্রাস্ট টেকনোলজি (পিটিটি) চালু করে সংরক্ষণ করুন। এরপর বুট মেনুতে গিয়ে সিকিউর বুট অপশন সচল করে 'সেভ অ্যান্ড এক্সিট' দিয়ে পিসি রিস্টার্ট করুন। এরপরও যদি টিপিএম নিয়ে ত্রুটিমূলক বার্তা দেখায়, তবে সে ক্ষেত্রে আপনার মাদারবোর্ড ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে আপনার মডেল অনুযায়ী টিপিএম চিপের ড্রাইভার নামিয়ে ইনস্টল করে দেখতে পারেন। ইনস্টল করতে গিয়ে যদি দেখায় একই মডেল ইতিমধ্যে ইনস্টল করা আছে, তখন রান ইন্টারফেস থেকে tpm.msc-তে গিয়ে ক্লিয়ার টিপিএম করুন। এরপর আপনার পিসি রিস্টার্ট হবে এবং রিস্টার্ট হওয়ার পর আবার tpm.msc-তে গিয়ে প্রিপেয়ার দ্য টিপিএম অথবা সেটআপ টিপিএমে ক্লিক করুন। প্রথমে Win + R বোতাম দুটি চেপে রান চালু করে 'regedit' কমান্ড দিন। এরপর HKEY_LOCAL_MACHINEYSTEMetup-এ গিয়ে Setup-এ মাউসের রাইট ক্লিক করে New > Key নির্বাচন করুন। এরপর ফাইলের নাম 'LabConfig' দিয়ে এন্টার চাপুন। এখন LabConfig-এর ওপর মাউসের রাইট ক্লিক করুন এবং New > DWORD (32-bit) value নির্বাচন করে তৈরি করুন এবং আরেকটি ভ্যালু তৈরি করুন 'BypassTPMCheck', এবং এটার ডেটা সেট করুন '1'। এখন BypassRAMCheck and BypassSecureBootCheck value তৈরি করে ডেটা '1' সেট করুন, যেন এটা নিচের ছবির মতো দেখায়। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন। আপনার পিসি উইন্ডোজ ১১-তে বুট করার জন্য তৈরি। যাঁদের টিপিএম চিপ আছে, তাঁরা এবার ডিভাইস ম্যানেজারের ডিস্ক ম্যানেজমেন্টে যান। কাজটি করার জন্য যথারীতি Win + R বোতাম দুটি চেপে রান ইন্টারফেসে 'diskmgmt.msc' কমান্ড দিয়ে এন্টার করুন। এরপর আপনার হার্ডডিস্কের ওপর মাউসের রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান। এরপর ভলিউমসে গিয়ে আপনার পার্টিশন স্টাইল দেখে নিন সেটি জিপিটি কি না। এমবিআর হলে জিপিটি মোডে হার্ডড্রাইভ কনভার্ট করুন। ভালো হয় যদি নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হয় জিপিটি মোডে, কারণ কনভার্ট করতে গেলে ডেটা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সবশেষে আপনার হার্ডড্রাইভের বুট স্টাইল যদি জিপিটি মোডে থাকে এবং টিপিএম চিপ সক্রিয় করা থাকে, তাহলে ধরে নেওয়া যায় আপনার পিসি উইন্ডোজ ১১-তে হালনাগাদের জন্য প্রস্তুত। প্রথমে উইন্ডোজের সেটিংয়ে যান। সেখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে ক্লিক করুন। যদি আপনি ইতিমধ্যে ইনসাইডার প্রোগ্রামে যুক্ত না হয়ে থাকেন, তবে গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর লিংক অ্যান অ্যাকাউন্টে ক্লিক করুন এবং আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন। সাইন-ইন হয়ে গেলে পরবর্তী উইন্ডোতে Dev Channel নির্বাচন করে কনফার্ম করুন। পরবর্তী উইন্ডোতেও কনফার্মে ক্লিক করুন। এরপর আপনার পিসি রিস্টার্ট করুন। রিস্টার্ট দেওয়ায় পর আবার সেটিংসে গিয়ে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে উইন্ডোজ আপডেটে প্রবেশ করুন। এরপর চেক ফর আপডেটসে ক্লিক করুন। কিছুক্ষণ লোড নেওয়ার পর কাঙ্ক্ষিত উইন্ডোজ ১১ ডাউনলোড হওয়া শুরু হবে। এরপর যদি আর প্রিভিউ বিল্ড না পেতে চান, তাহলে সেটিংয়ে গিয়ে বাঁ দিক থেকে উইন্ডোজ আপডেট নির্বাচন করুন। এরপর ইনসাইডার প্রোগ্রামে গিয়ে 'স্টপ গেটিং প্রিভিউ বিল্ডস'-এ ক্লিক করে 'আনএনরোল দিজ ডিভাইস ইমিডিয়েটলি'-তে ক্লিক করুন।
527
38ea09f198
ওড়না শুধু সালোয়ার-কামিজের অনুষঙ্গ নয়, এটি আপনার পোশাক ও ব্যক্তিত্বে এনে দিতে পারে ভিন্ন মাত্রা, তৈরি করতে পারে স্টাইল স্টেটমেন্টও। ওড়নার ওপর ভিত্তি করেই বানানো যায় সালোয়ার-কামিজ। সালোয়ার-কামিজের সঙ্গে মিলিয়ে ওড়না নিতে হয় - ফ্যাশনের এ ধারণা এখন বদলে গেছে অনেকাংশে। বরং ওড়নার সঙ্গে মিলিয়ে তৈরি করতে পারেন সালোয়ার-কামিজ। ফ্যাশনেবল ওড়নাফ্যাশনের মজাটাই অন্য রকম। একটু এদিক-ওদিক করে নিলেই তৈরি হয়ে যায় নতুন স্টাইল। এত দিন কামিজ ও সালোয়ারের ওপর ভিত্তি করে তৈরি করা হতো পুরো সেটটি। নতুনত্ব আনতে এখন করা হচ্ছে উল্টো কাজটি। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, 'ওড়নাটি হাইলাইট করে সালোয়ার-কামিজ তৈরি করা যায়। যেকোনো মেয়েকেই এ স্টাইলে স্মার্ট লাগবে। এখানে রং মিলিয়ে পরার বিষয়টি নিয়েও ভাবতে হয় না। মানাবে কি মানাবে না, সেটি নিয়েও চিন্তা করতে হয় না।' বাজার ঘুরেশুধু ওড়না কিনতে পাওয়া যায় এখন অনেক দোকানে। সুতি থেকে শুরু করে সিল্ক - সব কাপড়ের ওড়নাই পাওয়া যাচ্ছে। কখনো সেগুলোতে ব্লকপ্রিন্ট, টাইডাই, বাটিকের বিভিন্ন রঙের খেলা, ভেজিটেবল ডাই, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ডপেইন্টের কাজ করা হচ্ছে চমৎকারভাবে। পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে গ্রামবাংলার কাঁথাস্টিচের কাজও। জামদানি, মসলিনের ওড়নায় ভারী কাজ, অ্যান্ডি-সিল্ক মিশ্রিত, অ্যান্ডি-খাদি বা সুতি মিশ্রিত ওড়নাও চলছে পুরোদমে। স্টাইলিশ এসব ওড়না একরঙা কামিজ-সালোয়ার অথবা হালকা কাজের কামিজের সঙ্গে ভালো মানায়। তবে কিছু কিছু ওড়নার উপকরণ ঘরের আলমারিতেই পড়ে থাকে বছরের পর বছর। দাদি-নানির পুরোনো কাতান শাড়ি অথবা মায়ের বেনারসিটির কথা মনে পড়ে কি? অনেক দিনের পুরোনো শাড়িটি কোথাও কোথাও হয়তো ফেসে গেছে। নষ্ট হয়ে যাওয়া জায়গাগুলো বাদ দিয়ে সহজেই তৈরি করে ফেলা যায় অনন্য একটি ওড়না। জমকালো দাওয়াতে আপনার ওড়নাটিই সবার নজর কাড়বে। বিয়ের শাড়ির সঙ্গে পরা জমকালো ওড়নাটিও আবার নতুনভাবে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে বানিয়ে নিতে পারেন নতুন এক সেট সালোয়ার-কামিজ।লেইস-বাহারস্টাইল যখন ওড়নাকে ঘিরে, তখন সেটা তো একটু নজরকাড়া হতেই হবে। ওড়নাটি আরেকটু সুন্দর করতে চাইলে লাগাতে পারেন পছন্দসই লেস বা পাড়। তবে ওড়নায় কাজ কেমন হবে, সে ধারণা পাওয়া যাবে ওড়নাটি থেকেই। ফ্যাশন ডিজাইনার এমদাদ হক জানান, টাইডাই, ভেজিটেবল ডাই অথবা সুতির ওড়নাগুলোতে সুতির লেস লাগানো ভালো। ক্রুশকাঁটার লেইসও দেখতে ভালো লাগবে। অর্থাৎ, হালকা কাজের পাড়গুলো সুতি, তাঁত, খাদির তৈরি ওড়নার শোভা বাড়াবে। ভারী কাজ করা পাড়গুলো থাকুক মসলিন, অ্যান্ডি-সিল্ক অথবা সিল্কের ওড়নার জন্য। ওড়না অনুযায়ী সালোয়ার-কামিজওড়নার কাপড় কেমন, তার ওপর নির্ভর করবে আপনার সালোয়ার-কামিজের কাপড়। দোয়েল সিল্কের ব্যবস্থাপনা পরিচালক জি এম আলমগীর জানান, দামি ও ভারী কাপড়ের ওড়নার সঙ্গে সালোয়ার-কামিজের কাপড়ও হতে হবে মানানসই। অ্যান্ডি-সিল্ক, ডুপিয়ান, অ্যান্ডি-সুতি, মসলিন, শিফনের ওড়নার সঙ্গে সুপার বলাকা, সিল্ক, অ্যান্ডি-সিল্ক অথবা মসলিনের কাপড়ের কামিজ ভালো মানাবে। অন্যদিকে সুতির ওড়না, শিফনের ওড়নার সঙ্গে সুতির কামিজই মিল খাবে ভালো। বিপ্লব সাহা জানান, ওড়নায় যে সুতার কাপড় বেশি থাকে, কামিজটি ওই কাপড়ের হলেই ভালো লাগবে দেখতে। অ্যান্ডির তৈরি ওড়নার সঙ্গে অ্যান্ডি ও খাদির কামিজ ভালো মানাবে।মিলিয়ে বা না-মিলিয়েটাইডাই, ভেজিটেবল ডাই, স্ক্রিনপ্রিন্টের কাজ করা ওড়নাগুলোর সুবিধা আছে কিছু। কামিজের সঙ্গে মিলিয়ে বা না মিলিয়েও পরা যায়। নীল ও সবুজ ওড়না যেমন সাদা বা হলুদরঙা সালোয়ার-কামিজের সঙ্গে মানাবে, তেমনি এটি নীল রঙের কামিজের সঙ্গেও বেশ মানাবে। তবে ওড়না যখন স্টাইল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করা হবে, তখন কামিজের কাজ হতে হবে একেবারেই হালকা। শারীরিক কাঠামো অনুযায়ী ওড়নাযাঁদের শারীরিক কাঠামো একটু ভারীর দিকে, তাঁদের নরম কাপড়ের তৈরি ওড়না বা সিল্ক পরলে ভালো দেখাবে। অন্যদিকে যাঁরা একটু শুকনো, তাঁরা চওড়া ওড়না ব্যবহার করতে পারেন।
null
ID_51519
সিডনি বার্ক সিডনি ফ্রাঙ্ক বার্ক (; জন্ম: ১১ মার্চ, ১৯৩৪) ট্রান্সভাল প্রদেশের প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৬২ থেকে ১৯৬৫ সময়কালে দলের পক্ষে দুই টেস্টে প্রতিনিধিত্ব করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নর্থ ইস্টার্ন ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেটে খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন সিডনি বার্ক। প্রারম্ভিক জীবন. প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী বার্ক মাঝারি কিংবা নিচের সারিতে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলার ছিলেন। ১৯৫৪ থেকে ১৯৬৮ সময়কালে ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে নর্থ ইস্টার্ন ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেটের সদস্য ছিলেন। উভয় দলই জাতীয় পর্যায়ের কারি কাপ প্রতিযোগিতায় দূর্বল অবস্থানে ছিল। বার্কের ব্যাটিং কিংবা বোলিং তেমন প্রভাববিস্তার করেনি। কিন্তু, ১৯৬১-৬২ মৌসুমে বেশ কয়েকজন বোলারের আঘাতের কারণে ও দল নির্বাচকমণ্ডলীর সদিচ্ছায় নতুন খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভূক্ত করা হয়। টেস্ট ক্রিকেট. নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক ঘটে। অভিষেক টেস্টে ব্যক্তিগত সাফল্য অর্জিত হলেও দক্ষিণ আফ্রিকা পরাজয়বরণ করে। প্রথম ইনিংসে ৬/১২৮ পান ও দ্বিতীয় ইনিংসে ৫/৬৮ লাভ করেন। ঐ টেস্টে তিনি ১১/১৯৬ পেয়েছিলেন। তাঁর এ সাফল্যটি ১৯২২-২৩ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে আল্ফ হলের ১১/১১২-এর পর দক্ষিণ আফ্রিকানদের মধ্যে দ্বিতীয় সেরা ছিল। মার্চ, ২০১৭ সাল পর্যন্ত সিডনি বার্ক ও আল্ফ হল অভিষেকে ১০ বা ততোধিক উইকেট লাভের কৃতিত্ব দেখান। এছাড়াও সতীর্থ ফাস্ট বোলার গডফ্রে লরেন্সের আঘাতের কারণে বার্ককে ৮১ ওভার বোলিং করতে হয়েছিল। উইজডেন এ প্রসঙ্গে মন্তব্য করে যে, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৮৫ রান তুলে খেলার নিয়ন্ত্রণ নিলেও দ্বিতীয় ইনিংসে সম্মুখসারির ব্যাটসম্যানেরা বার্কের ইন-সুইঙ্গারে ব্যতিব্যস্ত ছিলেন। দৃশ্যতঃ তিনি বোলিং করে স্থির মূর্তিমান ছিলেন। তাঁর এই অবিস্মরণীয় বোলিং করা স্বত্ত্বেও তাঁকে পরের টেস্টে বাদ দেয়া হয় ও তিন বছর ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকা পিটার হেইনকে অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু সাফল্য না পাওয়ায় নির্বাচকমণ্ডলী নিল এডকক ও পিটার পোলককে সিরিজের চূড়ান্ত টেস্টে অন্তর্ভূক্ত করান। ১৯৬৩-৬৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের জন্য মনোনীত হননি। কিন্তু, নর্থ ইস্টার্ন ট্রান্সভাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ঘরোয়া ক্রিকেট মৌসুমে মাত্র ৮.৪৫ গড়ে ৩৫ উইকেট নেন ও নিজস্ব সেরা বোলিং মৌসুম অতিবাহিত করেন। এ প্রসঙ্গে উইজডেন মন্তব্য করেন যে, অস্ট্রেলিয়া সফরের জন্য বেশ কয়েকজন খেলোয়াড় দল থেকে বাদ পড়লেও তাঁরা তাঁদের অন্তর্ভূক্তির জন্য দৃঢ়ভাবে প্রত্যয়ী ছিল। ফলশ্রুতিতে দল নির্বাচকমণ্ডলী ১৯৬৪-৬৫ মৌসুমে টেস্ট প্রস্তুতিমূলক খেলায় তাঁকে মনোনীত করেন। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে একপেশে খেলায় তিনি কোন উইকেট লাভে ব্যর্থ হন। অবসর. টেস্টে প্রথম অংশগ্রহণের ঠিক তিন বছর পর বার্ককে একই দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নেয়া হয়। এবার তিনি কোন উইকেট না পেলেও ড্র হওয়া ঐ টেস্টে ব্যাট হাতে দৃঢ়তা দেখান। এরপর তাঁকে দল থেকে বাদ দেয়া হয় ও যার আর কোন পুণরাবৃত্তি ঘটেনি। ১৯৬৭ সালে দক্ষিণ আফ্রিকান ইউনিভার্সিটিজ দলকে নিয়ে সফলভাবে ইংল্যান্ড সফর করেন। উইজডেনের প্রতিবেদনে তাঁকে ব্যবস্থাপকের দায়িত্ব পালনসহ কোচের দায়িত্ব নেয়ার কথা উল্লেখ করে।
null
5df6e5403d
পটুয়াখালীর বাউফল থানার হোসনাবাদ গ্রামের স্কুলছাত্র সাজেদুল ইসলাম মোনিম (১৪) গত ২৯ আগস্ট থেকে নিখোঁজ। ওই দিন সকালে সে স্কুলে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা চার ফুট তিন ইঞ্চি। তার মাথার চুল ছোট, পরনে ছিল কালো ফুলপ্যান্ট এবং সবুজ-সাদা-কালো শার্ট। এ ব্যাপারে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবারের সদস্য। বিজ্ঞপ্তি।
4,196
192fd59622
মিয়ানমার সরকার প্রথমবারের মতো একজন নারীকে পূর্ণমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছে। তিনি পেশায় একজন চিকিত্সক। গতকাল শুক্রবার একটি বার্তা সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন তাঁর দাপ্তরিক ওয়েবসাইটে জানান, চিকিত্সক মিয়াত মিয়াত ওহন খিনকে সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে মিয়ানমারের মন্ত্রিসভা পুনর্গঠনের পর কয়েকটি পদ শূন্য হয়। ওই শূন্য পদ পূরণে ১০ জন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে খিন অন্যতম।মিয়ানমারের মন্ত্রিসভায় উপমন্ত্রীর পদে নারীরা আছেন। তবে এই প্রথম কোনো নারীকে পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হলো। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে চারজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এই নিয়ে দেশটির ৩৬ সদস্যের মন্ত্রিসভায় বেসামরিক ব্যক্তির সংখ্যা এক-চতুর্থাংশ হলো। দীর্ঘ কয়েক দশকের সামরিক শাসনের পর মিয়ানমারের জান্তা-সমর্থিত বর্তমান সরকার ২০১০ সাল থেকে দেশটিতে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম শুরু করেছে।
1,677
f6b677b224
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সাতক্ষীরা থেকে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। নবীনগর প্রতিনিধি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রাম থেকে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি খোরশেদ আলম (৩৮) এবং স্থানীয় ইসলামী ব্যাংকের সহকারী অফিসার ও জামায়াতের সদস্য আবদুল বাকী (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নস্যাৎ করার লক্ষ্যে ও সরকারবিরোধী বিভিন্ন জেহাদি বই বিতরণের অভিযোগে তাঁদের আটক করে পরে রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বিভিন্ন জেহাদি বই উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ওই গ্রামে আজ ভোরে সৈয়দ শফিউল্লাহর বাড়িতে সরকারের বিরুদ্ধে জামায়াতের ওই দুই নেতা-কর্মী গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে সরকারবিরোধী জেহাদি বই উদ্ধার করা হয়। পরে গত মার্চ মাসে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।মার্চ মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর পোস্টারের ওপর কে বা কারা জামায়াতের পোস্টার লাগায়। পরে এ ঘটনায় অজ্ঞাত কিছু জামায়াত নেতা-কর্মীকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জামায়াতের তিন নেতার মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগানোর সময় সদর উপজেলার ধূলিহর বাজার থেকে পুলিশ ওছিয়ার রহমান (২৪) ও ফারুক হোসেন (২২) নামের দুজন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন জানান, আজ ভোরে গ্রেপ্তারকৃতরা ধূলিহর বাজারে জামায়াত নেতাদের মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগাচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে উপসহকারী পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
null
6cc68d601d
পদ্মার ভাঙন ও বড় ফেরির ধাক্কায় পন্টুনের কবজা ভেঙে যাওয়ায় আজ রোববার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার চারটির মধ্যে দুটি ঘাট বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দুই সপ্তাহের বেশি সময় ধরে ৪ নম্বর ঘাট বন্ধ রয়েছে। শুধু ২ নম্বর ছোট ঘাট দিয়ে সীমিত পরিসরে গাড়ি পারাপার হচ্ছে। গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় কয়েক শ গাড়ি আটকা পড়ায় যাত্রী দুর্ভোগ বেড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ১ নম্বর ঘাটের রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে র‍্যামের নিচ থেকে কয়েক ফুট এলাকার মাটি ধসে যাওয়ায় ঘাট বন্ধ হয়ে যায়। দ্রুত পন্টুনটি ওপরের দিকে তুলে সংস্কারকাজ শুরু করা হয়েছে। রাত পৌনে আটটা পর্যন্ত ১ নম্বর ঘাটটি চালু হয়নি। তবে দ্রুত চালুর কথা জানান তিনি। ২ নম্বর ঘাটটি ছোট (ইউটিলিটি) ফেরির জন্য নির্মিত হওয়ায় সেখানে শুধু ছোট ফেরি ছাড়া বড় বা মাঝারি আকৃতির কোনো ফেরি ভিড়তে পারছে না। ৩ নম্বর ঘাটের সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বড় একটি ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার (কবজা) ভেঙে যাওয়ায় ঘাট দিয়ে গাড়ি পারাপার বন্ধ রয়েছে। এ ছাড়া গত ১৭ সেপ্টেম্বর থেকে ৪ নম্বর ঘাটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সম্পূর্ণ পাকা সড়ক ধসে যাওয়ায় ওই দিন থেকে ঘাটটি বন্ধ রয়েছে। এখনো ঘাট চালু করা সম্ভব হয়নি। রোববার রাত পৌনে আটটা পর্যন্ত চারটির মধ্যে শুধু একটি ছোট ঘাট চালু থাকায় যানবাহন পারাপার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে আটকা পড়ছে শত শত গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছেন আটকে পড়া শত শত যাত্রী ও চালক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মাত্র একটি ছোট ঘাট চালু থাকায় গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকলেও শুধুমাত্র ঘাট সংকটের কারণে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। তবে ১ ও ৩ নম্বর ঘাটটি রাতেই চালুর চেষ্টা চলছে। বাকি ৪ নম্বর ঘাটের সড়কের কাজ করছে সওজ। দু-এক দিনের মধ্যে দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকা এই ঘাটটিও চালু হবে বলে আশা করি।
null
51e5ca5bec
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় কম্পিউটার প্রোগ্রামের ভুলের কারণে কয়েক শ শিক্ষার্থী পাস ও ফেলের চক্করে পড়েছেন। অকৃতকার্য এসব শিক্ষার্থীকে ওই ভুলে প্রথমে পাস দেখানো হয়েছিল। পরে বিষয়টি ধরা পড়ায় সংশোধন করে তাঁদের অকৃতকার্য দেখানো হয়।বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা চলছে। গত ২২ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের মোট ১৪০০ নম্বরের ওপর ভিত্তি করে চূড়ান্ত ফল তৈরি করা হয়। এর মধ্যে তৃতীয় বর্ষে বাংলা ও ইংরেজিতে ১০০ করে মোট ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এর বাইরে চারটি বিষয়ে আরও ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। ওই ৪০০ নম্বরের মধ্যে আগে পাস নম্বর ১০০ থাকলেও এখন পাস নম্বর ১৩২। কিন্তু এবার ফল তৈরির সময় কম্পিউটারে একটি গ্রোগ্রামের ভুলের কারণে যাঁরা ওই ৪০০ নম্বরের মধ্যে ১০০ কিংবা তার বেশি (১৩২-এর কম) নম্বর পেয়েছেন, তাঁরাও পাস করেছেন বলে দেখানো হয়। এতে প্রকৃতপক্ষে অকৃতকার্য এমন কয়েক শ শিক্ষার্থীকে পাস দেখানো হয়। বিষয়টি জানাজানি হলে ২৫ সেপ্টেম্বর তা সংশোধন করে তাঁদের অকৃতকার্য দেখিয়ে আবার ফল প্রকাশ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ডিগ্রির ফল নিয়ে একটি ভুল হয়েছিল। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তা সংশোধন করে দেওয়া হয়েছে।
null
63edb1ae8a
অনেক দিন ধরেই একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচের সন্ধানে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাঝে স্পট ফিক্সিং বিতর্কের ডামাডোলে অনেকটাই চাপা পড়ে গিয়েছিল ব্যাটিং কোচ প্রসঙ্গ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান দলের ব্যাটিং দীনতা পিসিবিকে নতুন করে ব্যাটিং কোচের ব্যাপারে ভাবতে বাধ্য করেছে।পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে আছেন ওয়াকার ইউনিস। সহকারী কোচের দায়িত্বেও আছেন সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। ব্যাপারটি এমন দাঁড়িয়েছে, দুই কোচের কারোরই ব্যাটিংয়ের ভালো অতীত না থাকায়, দলের ব্যাটসম্যানরা নিজেদের ভুলগুলো কোনো বিশেষজ্ঞ পরামর্শে শুধরে নিতে পারছেন না। যার সম্পূর্ণ প্রভাব পড়ছে দলের ব্যাটিংয়ে।পাকিস্তান দলে অবশ্য সার্বক্ষণিক ব্যাটিং কোচ কখনোই ছিল না। সাবেক ইংলিশ ওপেনার জিওফ্রে বয়কট কিছুদিনের জন্য পাকিস্তানের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সাম্প্রতিককালে পাকিস্তানের দুর্বল ব্যাটিং প্রদর্শনীতে খুব দ্রুতই একজন ব্যাটিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।এ মুহূর্তে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহী দেশটির অনেক সাবেক ক্রিকেটারই। এ তালিকায় রয়েছে কিংবদন্তিতুল্য সব নাম। জহির আব্বাস থেকে শুরু করে জাভেদ মিয়াঁদাদ ও সাঈদ আনোয়ার প্রকাশ করেছেন নিজেদের ইচ্ছার কথা। তবে এখন পর্যন্ত পিসিবি সভাপতি ইজাজ বাট বিদেশি কাউকেই বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিতে আগ্রহী।এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের বরাত দিয়ে ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী বিশ্বকাপে দলের ব্যাটিং লাইনআপ নিয়ে কাজ করার জন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ বা তাঁর ভাই মার্ক ওয়াহকে আনার কথা ভাবছে পিসিবি। তবে পিসিবির সঙ্গে ওয়াহ ভাতৃদ্বয়ের কথা-বার্তা কতটুকু এগিয়েছে, তা অবশ্য জানা যায়নি।
null
2c93fc564b
আর দশটা দিনের মতোই সেদিন সকালটা শুরু হয়েছিল। দিন কয়েক আগে ফিরেছেন ছেলের কাছ থেকে। ছেলে পড়াশোনা করে কানাডায়। জেটল্যাগ এখনো পুরোপুরি কাটেনি। বসার ঘরে এসে দেখেন অনেক চিঠির স্তূপ। এতগুলো চিঠির মধ্যে একটিতে তাঁর চোখ আটকে গেল। সেই বিশেষ চিঠিতে যে তাঁর জন্য খুশির সংবাদ আছে, তখনো তাঁর অজানা। খামটি খুলেই আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এক দৌড়ে গেলেন কম্পিউটারের সামনে। স্কাইপে লগ-ইন করলেন। তৎক্ষণাৎ তা ছেলেকে জানালেন। ছেলের সে কী আনন্দ!এটি কোনো সিনেমার গল্প নয়। বাস্তবের এক মায়ের গল্প। অভিনয়শিল্পী ববিতা ও তাঁর ছেলে অনিক ইসলামের জীবনের অন্যতম সেরা মুহূর্তের গল্প। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুতে তড়িৎকৌশল বিভাগে 'স্প্রিং টার্ম-২০১২'-এ অনিক ইসলাম প্রথম স্থান অর্জন করেছেন। ববিতার গুলশানের বাসায় যখন তিনি এই কথাগুলো বলছিলেন, তখন মনে হচ্ছিল, সামনে যিনি বসে আছেন, তিনি একজন সাধারণ মা, একজন সফল মা। কে বলবে ইনি বাংলাদেশের গুণী অভিনেত্রী ববিতা, যাঁর তারকাখ্যাতি সীমানা ছাড়িয়ে। কিন্তু অভিনয়জগতের বাইরে যাঁর প্রাণজুড়ে আছেন শুধুই তাঁর সন্তান। গর্বিত মা শোনালেন একা কীভাবে ছেলেকে এত দূর নিয়ে এসেছেন।আপাতদৃষ্টিতে মনে করা হয়, সিনেমার নায়িকা ও তাঁদের সন্তানেরা সারাক্ষণ অনুষ্ঠান, পার্টি - এসব নিয়ে মেতে থাকেন। সংসার ও সন্তানের দিকে তাঁদের হয়তো কোনো খেয়াল থাকে না। সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছেন ববিতা ও তাঁর ছেলে। অনিকের বয়স যখন মাত্র তিন বছর, তখন তাঁর বাবা ব্যবসায়ী ইফতেখারুল আলম মারা যান। একদিকে অভিনয়, অন্যদিকে সংসার-সন্তান সামলানো - সবই তিনি করেছেন। কীভাবে এটি সম্ভব হয়েছে? জানতে চাইলে ববিতা বলেন, 'অনিক যখন ছোট, তখন ঢাকার বাইরে কোনো শুটিং করতাম না। এফডিসি বা ঢাকার মধ্যে যে কাজগুলো হয়েছে, সেগুলো করেছি। ধীরে ধীরে ও বড় হয়েছে। তখন বাইরে কাজ করতাম। কিন্তু সারাক্ষণ ছেলের খবর নিয়েছি। খেয়েছে কি না, স্কুল থেকে ফিরে বিশ্রাম নিয়েছে কি না, স্কুলের পড়া ঠিকমতো হলো কি না, সব; এমনকি বাসায় কোন শিক্ষকের কাছে পড়বে, সেটিও আমি ঠিক করতাম। আমার ছেলেও ভীষণ ভালো। অতটুকু বয়স থেকেই এত বোঝে আমাকে।'মা-ও কম কিসে। অনিকের বয়স তখন ১০-১২ হবে, একদিন স্কুল থেকে ফিরে মাকে শোনান, তাঁর বন্ধুর মা কত ভালো রান্না করেন। এখন উপায়। মাত্র ১৩ বছর বয়সে ববিতা চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। তাই কাজের চাপে রান্নাটা ঠিকমতো শেখা হয়নি। কিন্তু তাঁকে ভালো মা হতে হলে যে ছেলের মনে কোনো অপূর্ণতা রাখা যাবে না। কিনে আনলেন সিদ্দিকা কবীরের রেসিপির বই - রান্না, খাদ্য, পুষ্টি। একদিন নিজের হাতে নানা পদের খাবার রান্না করে খাইয়ে ছেলেকে তাক লাগিয়ে দিলেন। শুধু কি তা-ই, মা ববিতা অনেক সময় নিজে ভাড়া করা গাড়ি বা ট্যাক্সিতে শুটিংয়ে গেছেন; আর নিজের গাড়ি ছেলের জন্য বরাদ্দ রেখেছেন।সেদিন যখন স্কাইপে ছেলেকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনিকের এত ভালো ফল করার জন্য বৃত্তির ব্যবস্থা করেছে; আর 'উইন্টার টার্মে' বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গবেষণার সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) হিসেবে কাজ করার জন্যও প্রস্তাব দিয়েছে। কম্পিউটারের পর্দায় এ-পাশে মা আর ও-পাশে ছেলের তখন আনন্দাশ্রু ঝিলিক দিচ্ছিল। এই ফলের পুরো কৃতিত্ব ছেলে দেন মাকে। ববিতা বলেন, 'ছেলের জন্যই তো স্বামী হারানোর শোক ও একাকিত্ব ভুলে থেকেছি। যখনই নিজেকে অসহায় মনে হতো, তখনই অনিকের মুখ ভেসে উঠত চোখের সামনে। ব্যস, আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছি।'চলচ্চিত্রের এই গুণী শিল্পী অন্য সব মায়ের মতোই সন্তানের পরীক্ষার সময় রাত জেগে থাকতেন। ছেলের পরীক্ষার সময় বোরকা পরে স্কুলের ফটকে দাঁড়িয়ে থাকতেন। মনে হতো, মায়েরই যেন পরীক্ষা। কেননা, সন্তানের চেয়ে বড় কিছু তাঁর জীবনে আর কখনোই প্রাধান্য পায়নি। 'আর্থিক সমস্যা না থাকলেও জীবনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের সমাজে একজন নারী বিয়ে না করে একা থাকলে নানা জনে নানা কথা বলে। কখনো যে বিয়ের কথা ভাবিনি তা নয়; কিন্তু পরক্ষণেই মনে হয়েছে, অনিক যদি তাকে গ্রহণ না করে। কিংবা সেই মানুষ যদি অনিককে আমার মতো ভালোবাসতে না পারে। এ কারণে সেসব চিন্তা ঝেড়ে ফেলেছি। অনিকের সফলতায় আজ মনে হচ্ছে, আমি সার্থক ও সফল।' বললেন ববিতা।অনিক ঢাকায় স্কলাসটিকা থেকে এ এবং ও লেভেল পাস করার পর কানাডায় যান তড়িৎকৌশলে পড়তে। একা হয়ে যান ববিতা। একাকিত্ব দূর করার জন্য নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন। বাড়িতে পাখি, কুকুর ও গাছপালার যত্ন নিয়ে সময় কাটান। এ ছাড়া নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত হন। বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ের বাইরে তিনি ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। বছরে অন্তত দুবার কানাডায় ছেলের কাছে যান। মা-ছেলের সম্পর্কটা বন্ধুত্বের। সময় পেলেই তাঁরা ঘুরতে বেরিয়ে পড়েন। পরস্পরের বোঝাপড়া খুব ভালো। ছোট থেকেই মায়ের কাজকে অনেক শ্রদ্ধা করেন অনিক। মা যে এত বড় একজন তারকা, তা অনিককেও গর্বিত করে। একজন ভালো শিল্পী একজন ভালো মা-ও হতে পারেন - তা যেন প্রমাণ করলেন ববিতা। অনিককে বিদেশে বাড়ি কিনে দেওয়ার কথা বললে উত্তরে ছেলে মাকে বলেন, 'আমার জন্য অনেক করেছ। তোমার টাকা তুমি নিজে উপভোগ করো। মা, আমি আমার মতো করে প্রতিষ্ঠিত হতে চাই।' ছেলের এমন কথা মাকে গবির্ত করে। ভাবেন, আজ তিনি সত্যিই সার্থক।
null
466caaafb9
চট্টগ্রামের সীতাকুণ্ডে সংখ্যালঘু ভূমিহীনদের মহাশ্মশান দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় নারীসহ আটজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।দখলচেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হামলায় আহত ব্যক্তিরা হলেন কুমিরা ইউনিয়নের মহুরীপাড়ার বিপুল দাশ (১৭), মিনু দাশ (৫০), অঞ্জলী দশ (৫০), শ্যামল চক্রবর্তী (৩৮), বাসু দাশ (২৮), দীপ্তি মহুরী (৩২), দাসপাড়ার রতন দাস (১৯) এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের নাথপাড়ার সুজন নাথ (২৮)।মগপুকুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ শীল অভিযোগ করেন, গতকাল সকালে গুল আহম্মদ জুট মিলস এলাকার বাসিন্দা এ টি এম সালাউদ্দীনের লোকজন মহাশ্মশানের জায়গা দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের ভূমিহীন লোকজন নির্মাণ কাজে বাধা দেয়। সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আটজন আহত হন।গোবিন্দ শীল বলেন, ওই মহাশ্মশানের পাশে সালাউদ্দীনের পুকুর রয়েছে। এর আগেও কয়েকবার তিনি শ্মশানের জায়গা দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন গোবিন্দ শীল। পরে তিনি শ্মশানের জায়গা নিয়ে আদালতে মামলা করেন।তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ টি এম সালাউদ্দীন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্মশানের জায়গায় নয় তার পাশে তাঁর নিজের জায়গায় ঘর নির্মাণ করা হচ্ছিল। কিন্তু লোকজন বাধা দিলে খবর পেয়ে সেখানে যান তিনি। এ সময় তাঁর ওপর হামলা করেন তাঁরা। শ্মশানের জায়গাটিও তাঁদের পারিবারিক সম্পত্তি বলে তিনি দাবি করেন।মগপুকুর এলাকাটি বাঁশবাড়িয়া ইউনিয়নের সীমানার কাছে। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত নারী-পুরুষ দেখে এগিয়ে যান তিনি। এ সময় পুলিশের সহায়তায় লোকজনকে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তখন তাঁরা মহাসড়ক ছেড়ে দেন।জানতে চাইলে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ওই জায়গাটি মহাশ্মশানের জায়গা। সালাউদ্দীন নামে ওই ব্যক্তি জায়গাটি তাঁর দাবি করে ঘর তুলতে চেষ্টা করেছিলেন। এতে ভূমিহীন হিন্দু লোকজন বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, দুই পক্ষকে তাঁদের দলিল নিয়ে সোমবার (আজ) বিকেল পাঁচটায় মীমাংসার জন্য থানায় হাজির হতে বলা হয়েছে।এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। দলিলে ওই জায়গা শ্মশানের হলে সেখানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।
null
54eb9e6d29
করোনার কারণে দীর্ঘ দেড় বছর প্রায় সব ধরনের চাকরির পরীক্ষা বন্ধ ছিল। এখন অনেক পরীক্ষা একই দিনে একই সময়ে হওয়াতে আমরা আসলেই বিপদে পড়েছি। কোনটা রেখে কোনটার পরীক্ষা দেব। এতগুলো টাকা দিয়ে আবেদন করেও সব পরীক্ষা দিতে পারছি না - এর থেকে বেশি কষ্ট একজন বেকারের আর কী হতে পারে। নিম্নোক্ত দুটি পরিবর্তনের ফলেই সমস্যা অনেকটাই কেটে যাবে বলে মনে করি। ১. সমন্বয়: যেহেতু অসংখ্য নিয়োগ পরীক্ষার জট লেগে আছে, তাই তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া ছাড়া প্রতিষ্ঠানগুলোর উপায় নেই। কিন্তু আমরা যারা টাকা দিয়ে আবেদন করেছি, তারা যেন সব পরীক্ষা দিতে পারি, সেটাতেও তাদের নজর দেওয়া উচিত। তাই এ ক্ষেত্রে সমন্বয় হওয়াটা বেশি জরুরি বলে মনে করি। যদি এক দিনে একটা পরীক্ষা হয়, তাহলে ছোট-বড় সব মিলে যত নিয়োগ পরীক্ষা ঝুলে আছে, সেগুলো এক বছরেও শেষ হবে না। তাই সমন্বয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন ৯ম গ্রেড থেকে ১৫তম গ্রেডের একটা পরীক্ষা শুক্রবার সকালে, একটা পরীক্ষা শুক্রবার বিকেলে এবং একটা পরীক্ষা শনিবার বিকেলে নিতে পারে। এর পাশাপাশি ১৬তম গ্রেড থেকে ২০তম গ্রেডের তিনটা পরীক্ষাও ওই সময়ে নিতে পারে। কারণ, যাঁরা ৯ম-১৫ তম গ্রেডের চাকরিপ্রত্যাশী, তাঁরা সাধারণত এসব পরীক্ষা দেবেন না। এভাবে সমন্বয় করতে পারলে সবচেয়ে ভালো হবে বলে মনে করি। এতে সবাই সব পরীক্ষা দিতে পারবেন, আবার ঝুলে থাকা পরীক্ষাগুলোও তাড়াতাড়ি শেষ হবে। যেহেতু অনেক বড় একটা অংশ ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে যান, বিশেষ করে তাঁরা উপকৃত হবেন। কারণ, একবার ঢাকা গিয়েই তিনটা পরীক্ষা দিতে পারবেন। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন কিছুদিন আগেই প্রথম আলোকে এক সাক্ষাৎকারে বলেছেন, 'একাধিক পরীক্ষা এক দিনে যাতে না হয়, সে জন্য ক্যাবিনেট ডিভিশন শাখা খুলতে পারে।' সবই সরকারি প্রতিষ্ঠান হলে এমন কিছু দ্বারা কেন সমন্বয় করা যাবে না? ২. লেভেল প্লেয়িং ফিল্ড: অনেকেই বলেন, একসঙ্গে পাঁচ-সাতটা পরীক্ষা পড়লে অপেক্ষাকৃত খারাপ প্রস্তুতি যাঁদের, তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কথাটি আংশিক সত্য, তবে এইটা একটা সিস্টেমেটিক উপায়ে হওয়া উচিত। প্রায় সব বিজ্ঞপ্তিতেই বিভিন্ন গ্রেডের পদ থাকে। ধরুন, একটা বিজ্ঞপ্তিতে ৯ম গ্রেড, ১০ম গ্রেড, ১৩তম গ্রেড এবং ১৫তম গ্রেডের অনেকগুলো পদ আছে। এখন ওই বিজ্ঞপ্তিতেই যদি বলে দেয় যে সব গ্রেডের পরীক্ষা একসঙ্গে হবে, তাহলে নিশ্চয়ই একটার বেশি কেউ আবেদন করবেন না। যাঁর প্রস্তুতি যেমন, সে অনুযায়ী তিনি আবেদন করবেন। বিএফসিএর একটা বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলাম, যেখানে ৭ পদের মধ্যে যেকোনো একটাতে আবেদন করতে বলেছিল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) একটা গ্রুপের সব পদের পরীক্ষা একসঙ্গে হবে, সেটাও বিজ্ঞপ্তিতে বলা ছিল। যাঁদের আসলেই 'একটা চাকরি' দরকার, এভাবে তাঁদের খুব উপকার হবে। যেহেতু ব্যাংক ছাড়া প্যানেল খুব কম হয়, তাই এতে সবার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং বেকারের হারও অনেক কমে যাবে। কারণ, যাঁদের প্রস্তুতি ভালো থাকে, তাঁদের ৯ম, ১০ম, ১৩তম - সব গ্রেডেই চাকরি হয়, আবার অনেকের একটাতেও হয় না। যে পদগুলো ফাঁকা থাকে, সেগুলোর জন্য আবার বিজ্ঞপ্তি দেয়, আবার অনেক টাকার আবেদন ফির ধাক্কা। আমাদের আবেদন ফি হয়তো কিছু কিছু প্রতিষ্ঠানের আয়ের উৎস। সত্যি বলতে কি, বেকারদের নিয়ে কেউ ভাবে না। যদি ভাবত, তাহলে আবেদন ফি কখনোই ২০০-৩০০ টাকার বেশি হতো না। বিএসসিএস ২০০ টাকায় সবকিছু করতে পারলে অন্যান্য প্রতিষ্ঠান কেন পারে না? একজন বেকার শিক্ষার্থী কীভাবে ৫০০/৭০০/১০০০ টাকা দিয়ে আবেদন করবেন? আবার এত টাকা দিয়ে আবেদন করার পর একই দিনে একই সময়ে ৯ম গ্রেডের তিন-চারটা পরীক্ষা কীভাবে নেয়? কিন্তু এ কথাগুলো কে বলবে, কাকে বলবে আর বলেই-বা কতটুকু লাভ হবে? মো. ইয়াছির আরাফাতবিএসসি ফুড ইঞ্জিনিয়ারিংহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
7,377
660c6c2e5e
রাজশাহীতে একটি কেন্দ্রে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ভুল সেটে নেওয়া হয়েছে। এই ভুল সেট প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০০ শিক্ষার্থী। আজ বুধবার রাজশাহী নগরের মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে রসায়ন প্রথমপত্রের এ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে এসে ওই শিক্ষার্থীরা জানতে পারেন, তাঁরাই শুধু ভুল সেটে পরীক্ষা দিয়েছেন। এ নিয়ে ওই শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা চিন্তিত। এই কেন্দ্রে পরীক্ষা দেন রাজশাহী নগরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা। নগরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে কান্নায় ভেঙে পড়েন। পরে তাঁর বড় ভাই রাজশাহী শিক্ষা বোর্ডে ছুটে যান। প্রথমে বোর্ড কর্তৃপক্ষ বিশ্বাসই করতে চায়নি। পরে মো. নাসির ওয়াহিদ নামের ওই অভিভাবক দুই সেটের প্রশ্নপত্র ফটোকপি করে দেখান। তিনি বলেন, প্রশ্নপত্র দেখানোর পরে তারা এ বিষয়ে চিন্তিত না হওয়ার কথা বলে। শিক্ষার্থীদের নিজ নিজ সেটের প্রশ্নে মূল্যায়ন করা হবে বলেও তারা জানায়। নাসির ওয়াহিদ প্রথম আলোকে বলেন, এত গুরুত্বপূর্ণ জায়গায় কেন ভুল হবে? ভুল সেটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই চিন্তিত। এ ধরনের ভুল কাম্য নয়। এ বিষয়ে তদন্ত হওয়া দরকার। নিশ্চয় কোনো অবহেলা রয়েছে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষার্থী বলেন, তিনি বাসায় ফিরে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্র নিয়ে কথা বলছিলেন। এ সময় দেখেন, তাঁর পরীক্ষার প্রশ্নের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রশ্নপত্র মিলছে না। তিনি পরীক্ষা দিয়েছেন সেট-৪ দিয়ে আর বাকি সবাই দিয়েছেন সেট-২ প্রশ্নপত্রে। তবে ভুল সেটে পরীক্ষা ভালো হয়েছে। এখন ঠিকভাবে মূল্যায়ন হলেই হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর অভিভাবক এ নিয়ে চিন্তিত। ভুল সেটে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কেমন হবে। এ ধরনের ভুল কেমন করে হয়, প্রশ্ন এই শিক্ষার্থীর। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ শফিউল আলম বলেন, স্বাভাবিকভাবে শিক্ষার্থী-অভিভাবকেরা এ বিষয়ে উদ্বিগ্ন। তিনি এ বিষয়ে বোর্ডে কথা বলেছেন। তারা আশ্বস্ত করেছে, এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, একটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ভুলে ভিন্ন সেটে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এটা নিয়ে শিক্ষার্থীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাঁরা যে সেটে পরীক্ষা দিয়েছেন, ওই সেটের প্রশ্নেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এ নিয়ে তিনি ইতিমধ্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। এ ধরনের ভুল কীভাবে হলো, এ বিষয়ে তদন্ত কমিটি হবে কি না, এ প্রশ্নে তিনি বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ভুল। তবে এ নিয়ে তিনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন।
1,474
3de32d3f24
শোনা ঘটনা আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে ফারাক মেলা। হরতাল-অবরোধে অবরুদ্ধ জীবনের কথা অনেক শুনেছি। তা যে আসলে কেমন, এর প্রমাণ হাতেনাতে পেয়েছি গত ৩০ নভেম্বর। ওই দিন ১৮-দলীয় জোটের অবরোধ চলছিল। সকালে স্ত্রীসহ রাজধানীর গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছিলাম। নয়টার দিকে যখন ফার্মগেটের গ্রিনভিউ সুপার মার্কেট পার হয়েছি, এমন সময় কোত্থেকে উদয় হলো এক মিছিল। পান্থপথের ওদিকে থেকে আসছিল। সরকারবিরোধী ঝাঁজালো স্লোগান দিচ্ছিল মিছিলকারী অবরোধ-সমর্থকেরা। কিছু বুঝে ওঠার আগেই মিছিল থেকে বৃষ্টির মতো ককটেল ফাটাতে লাগল রাস্তার ওপর। মিছিলের পাশ দিয়ে যাওয়া রিকশা, স্কুটার ও টেম্পো লক্ষ্য করেও ছোড়া হলো ককটেল। বিকট শব্দ আর ধোঁয়ায় কিংকর্তব্য হারিয়ে আমরা বিমূঢ়! এর মধ্যেই রিকশাওয়ালা বাহন ঘুরিয়ে সাঁই সাঁই করে পেছন দিকে ছুটল। কেবলই মনে হতে লাগল - এই বুঝি ককটেল রিকশার ওপর এসে পড়ে, যার পরিণতিতে মাটির নিচে রচিত হতে পারে আমাদের চিরস্থায়ী আবাস কিংবা পঙ্গু হয়ে কাটাতে হতে পারে পরনির্ভরশীল জীবন। এমন উদ্বেগের মধ্যেই রিকশাওয়ালা বসুন্ধরা সিটির পেছনের গলিতে রিকশা ঢুকিয়ে দিল। পেছনে শুনতে পেলাম পুলিশের মুহুর্মুহু বাঁশি আর গুলির শব্দ। পরে শুনেছি, মিছিলকারী শিবিরের দুজন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রথমেই আমার মনে হলো, আমরা এখন কোথায় বাস করছি? এটা কি আমাদের স্বপ্নের সেই স্বাধীন বাংলাদেশ, নাকি কোনো পরাধীন ভূখণ্ড? এই ভীতিকর অভিজ্ঞতার সঙ্গে সুদূর শৈশবের কিছু ঝাপসা স্মৃতির মিল খুঁজে পাই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গভীর রাতে বাবা আমাদের নিয়ে প্রায়ই বাড়ির পেছনে একটা জঙ্গলাকীর্ণ স্থানে গভীর পরিখার ভেতর আশ্রয় নিতেন। কাঁচা ঘুম থেকে জেগে চোখ ডলতে ডলতে ঠাওরানোর চেষ্টা করতাম, এ কোন অন্ধকার গহ্বর? মাটির সোঁদা গন্ধ শুঁকতে শুঁকতে শুনতাম দূর থেকে আসা গুলির শব্দ। ওই সময় ভয় পেলেও তা নিয়ে নাড়াচাড়া করার মতো বুদ্ধি ছিল না। এখন ভাবনার অথই সাগরে খাবি খেতে খেতে ভাবি, এই হরতাল-অবরোধ আর সরকারের ভূমিকা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের? চলমান রাজনৈতিক অস্থিরতা দিনকে দিন যেমন সমস্যার জঞ্জাল তৈরি করছে, তেমনি দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশ এগিয়ে চলেছে গন্তব্যহীন এক অজানা পরিণতির দিকে। বাজার এখন চরম অস্থিতিশীল। কোথাও চাহিদা আছে, সরবরাহ নেই। আবার কোথাও চাহিদার কথা ভেবে বাড়তি মাল তুলে মার খাচ্ছেন ব্যবসায়ীরা। সেদিন কাঁচাবাজারে গিয়ে দেখি, পরিচিত সবজিবিক্রেতার কাছে তিন রকমের শসা। দোকানি বললেন, 'দেশি নিলে এইটা নেন, বিদেশি নিলে ওইটা।' কিন্তু একটা ঝাঁকায় স্তূপ হয়ে থাকা লালচে শসার কথা কিছুই বলল না। আমি কৌতূহল দেখাতেই তিনি বললেন, 'এইগুল্যান মাগনা দেওনের জন্য রাখছি। অবরোধের কথা ভাইবা বেশি কইরা কিনছিলাম। কিন্তু বিক্রি হয় নাই। এহন পইচ্যা যাইতাছে।' এমন দুরবস্থার কারণ আছে। অনেক নিয়মিত ক্রেতা এখন বাজারবিমুখ। দুদিন আগে পাড়ার পরিচিত এক ভদ্রলোক জানালেন, ইদানীং পারতপক্ষে বাইরে বের হন না। অফিসটা কোনোমতে সেরে এসে বাসায়ই গ্যাঁট হয়ে থাকেন। আশপাশে হাতের নাগালে যা পান, হকাররা যা নিয়ে আসে, তা-ই কিনে খান। ভদ্রলোক অকপটে স্বীকার করলেন যে তিনি ভীরু। এ ব্যাপারে ব্যাখ্যাও দিলেন। মধ্যবিত্ত পরিবারের কর্তা তিনি। বাসায় পাঁচ-ছয়জন পুষ্যি। গ্রামেও মাকে টাকা পাঠাতে হয়। বাজার-টাজার করতে গিয়ে পথে বোমা বা ককটেলে তাঁর কিছু হয়ে গেলে পরিবারের দায় নেবে কে? সমস্যা যে কত, তা বলে শেষ করা যাবে না। চলমান হরতাল-অবরোধের কারণে বড় বড় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক না থাকায় নিয়মিত পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেনাপোল স্থলবন্দরে স্তূপ হয়ে আছে ৮০ হাজার টন পণ্য। সেগুলো স্থানান্তরের জন্য পরিবহন নেই। এতে নষ্ট হয়ে যাচ্ছে বস্তা বস্তা পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামাল। আক্রা লাগা পেঁয়াজের বাজার যে আরও ঝাঁজ ছড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। বন্দরে অচলাবস্থা থাকায় সেখানে দৈনন্দিন কাজের সঙ্গে সম্পৃক্ত শত শত কর্মী-শ্রমিকের জীবন-জীবিকাও থমকে গেছে। অন্যান্য স্থলবন্দরেরও একই অবস্থা। পর্যাপ্ত যানবাহনের সংকট ও রেলে নাশকতার কারণে চট্টগ্রাম থেকে আসতে পারছে না নিত্যব্যবহার্য অনেক জিনিস। এর বিরূপ প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। যে পর্যন্ত সরকার ও বিরোধী জোটের মধ্যে সমঝোতা না হবে, রাজনৈতিক অঙ্গন স্বাভাবিক না হবে, দিন দিন আরও অবনতি হবে পরিস্থিতির। সংশোধিত সংবিধানের অনুচ্ছেদ অবলম্বন করে ১৪-দলীয় জোট যে নির্বাচন করতে যাচ্ছে, তা মোটেও গ্রহণযোগ্য গণতান্ত্রিক পন্থা নয়। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করানো নিয়ে এ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, অনেকের কাছে তা 'রসাত্মক নাটক' বলে মনে হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন জোটের ১৫৪ জন প্রার্থী নির্বাচিতও হয়ে গেছেন। নজিরবিহীন এই নির্বাচনের বাকি ফলাফল পরিষ্কার। এই জোটই থেকে যাচ্ছে ক্ষমতায়। এই নির্বাচন প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেড় মাসের বেশি সময় ধরে আন্দোলন করে আসছে বিরোধী ১৮-দলীয় জোট। আন্দোলন বলতে এখন যা ঘটছে, তা হচ্ছে হরতাল-অবরোধের নামে রাস্তাঘাটে যানবাহন ভাঙচুর করা আর আগুন দেওয়া। এতে বেশির ভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এরা আলাদা কেউ নয়, যারা হামলা চালাচ্ছে, তাদেরই ভাই-বোন। তাদেরই আপনজন। তারা যে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, সেই ভোটদাতা এরাই। কাজেই এসব হামলা ও সহিংসতা প্রকারান্তরে আত্মঘাতী হামলারই শামিল। বিরোধী জোটের এই আন্দোলন মোকাবিলায় সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তা সাধারণ মানুষকে সে রকম কোনো সুরক্ষা দিচ্ছে না। যেখানে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলার সাক্ষী নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় খুন হচ্ছেন, বিচারকদের বাড়িতে হামলা হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা, তা পরিষ্কার। গণতান্ত্রিক একটি দেশে সরকারের মূল দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা বিধান। তেমনি বিরোধী জোট বা দলের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন না করে আন্দোলন করা। অথচ উভয়ের কাছেই তা উপেক্ষিত। এদিকে আমজনতা পড়ে গেছে জটিল ঘূর্ণিপাকে। দশম নির্বাচন যে সঠিক গণতান্ত্রিক পথ অনুসরণ করে এগোচ্ছে না, তাদের কাছে তা পরিষ্কার হলেও বিকল্প পথ এখানে ধোঁয়াশাচ্ছন্ন। সরকার থেকে চোখ সরিয়ে কার দিকে নজর দেবে তারা? বর্তমান সরকারের বিরুদ্ধে পদ্মা সেতু ও ব্যাংকের টাকা লুটপাটসহ সম্পদের পাহাড় গড়ার মতো একগাদা অভিযোগ থাকলেও নৈতিকভাবে সবল কোনো দল বা জোট সামনে নেই। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে এবারের ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা আম আদমি পার্টির (এএপি) কথা বলা যায়। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে এই দলটি দিল্লিতে ৭০টি আসনের মধ্যে ২৮টি আসন দখল করেছে। কংগ্রেস পেয়েছে মাত্র আটটি আসন। বিজেপি এএপির চেয়ে তিনটি আসন বেশি পেয়েছে। ক্ষমতাসীন কংগ্রেসর মন্ত্রী-সাংসদসহ বিভিন্ন নেতার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ আমজনতা এএপির ওপরই ভরসা খুঁজে পেয়েছে। সে তুলনায় এ দেশের রাজনৈতিক দৃশ্যপট ভিন্ন। সাধারণ মানুষের কাছে যাওয়া দূরে থাক, দূর থেকেও জনতার দাবি ও সমস্যাকে পাত্তা দিচ্ছে না কেউ। এর চেয়ে বরং ক্ষমতায় থাকা ও যাওয়াই দুই বড় দলের কাছে মুখ্য।
null
21df5a5d8d
দেশ থেকে কোনো এক নিকটাত্মীয় হোয়াটসঅ্যাপে হৃষ্টপুষ্ট এক গরুর ছবি পাঠিয়েছেন। সেটা দেখেই তাঁর মনে পড়ে গেল, 'আরে, দেশে তো ঈদ এসে গেছে! কিন্তু জিম্বাবুয়েতে ঈদ কবে?' ওই পেসারের মতো হারারেতে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারের মুঠোফোনের অ্যালবামই এখন ভরে উঠেছে দেশ থেকে পাঠানো কোরবানির পশুর ছবিতে। সেসব ছবি দেখেই এখানে যা একটু ঈদের আমেজ পাচ্ছেন তাঁরা। নইলে হারারের ঈদ নিয়ে সবার অবস্থা ওই বোলারের মতোই। হারারেতে ঈদ আজ না আগামীকাল, গতকাল দুপুর পর্যন্তও সেটা নিশ্চিত জানা ছিল না বাংলাদেশ দলের। পরে অবশ্য দ্বিধাদ্বন্দ্বটা দূর করে দিয়েছেন জিম্বাবুয়ে দলের মুসলিম ক্রিকেটার সিকান্দার রাজা। বাংলাদেশের মতো জিম্বাবুয়েতেও ঈদ হবে আগামীকালই। তবে জৈব সুরক্ষাবলয়ের সফরে ঈদটা ক্রিকেটারদের কাটাতে হবে হোটেলের মধ্যেই। অবশ্য এখানে ঈদ নিয়ে খেলোয়াড়দের কারও তেমন ভাবনা আছে বলে মনে হচ্ছে না। কাল তাদের মনোজগতে বিচরণ ছিল শুধু হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের শেষ ওয়ানডেটির। আগের দুই ম্যাচের মতো এটিও জিতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে পারলেই শুধু আসবে উৎসবের আনন্দ, ঈদের খুশি। শেষ ওয়ানডে সামনে রেখে কাল দুপুরে ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ দলের। এসব দিনে যা হয়, প্রথম দুই ওয়ানডেতে না খেলা ক্রিকেটাররাই মূলত এসেছিলেন মাঠে। আগের দুই ম্যাচে খেলাদের মধ্যে দেখা গেছে কেবল অধিনায়ক তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুনকে। নেটে ব্যাটিং অনুশীলন শেষে মাঠের এক পাশে বসে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে অনেকটা সময় কথা বলেছেন তামিম। আলোচনার মূল প্রসঙ্গ যা-ই হোক, দুজনের মতবিনিময়ে আজকের একাদশ প্রসঙ্গটাও আসা অস্বাভাবিক নয়। দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন না ভাঙলেও আজ শেষ ম্যাচে একাদশে দু-একটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল কাল। মোসাদ্দেক হোসেন বা মোহাম্মদ মিঠুনের একজনকে বাইরে রেখে আজ সুযোগ দেওয়া হতে পারে নুরুল হাসানকে। পেসার মোস্তাফিজুর রহমানও যেহেতু চোট কাটিয়ে নেটে ঠিকঠাক বোলিং করতে পারছেন, আগের দুই ম্যাচের পেস আক্রমণ থেকে কাউকে সরিয়ে তাঁকে একাদশে রাখার আলোচনাও আছে। তবে এটা বেশ মধুর এক সমস্যাই। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন দুই ম্যাচেই ভালো করেছেন। সাইফউদ্দিন-তাসকিন তো এখন ব্যাট হাতেও ভরসা দিতে শুরু করেছেন! দ্বিতীয় ম্যাচে শরীফুল নিয়েছেন ৪ উইকেট। মোস্তাফিজ আজ খেললে কার জায়গায় খেলবেন, সেটি ঠিক করতে লটারি করার চেয়ে ভালো ব্যবস্থা আর নেই। শুধু পেসাররা কেন, হারারের উইকেটে যেখানে স্পিনারদের জন্য বলতে গেলে কিছুই নেই, সেখানেও টেস্ট-ওয়ানডেতে সাফল্য পেয়েছেন বাংলাদেশের স্পিনাররা। এটা দেখে সবচেয়ে আনন্দিত এই সফরেই দলের সঙ্গে যোগ দেওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। কাল হারারেতে আসা সাংবাদিকদের কাছে দল থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ধরা পড়ল হেরাথের সেই খুশি। দলের সঙ্গে অল্প কদিন থেকেই শ্রীলঙ্কার এই সাবেক স্পিনারের মধ্যে বিশ্বাস জন্মে গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার আগের সিরিজগুলোতে বাংলাদেশের ভালো করায় বড় প্রভাবক হবেন স্পিনাররাই। স্পিন কোচ যেহেতু, সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে তো হেরাথকে আলাদা কিছু বলতেই হবে। আর এ দুজনের জিম্বাবুয়ে সিরিজটাই এমন যাচ্ছে যে হেরাথের কথায় তাঁদের নিয়ে শুধু প্রশংসা আর প্রশংসা। 'সাকিব টেস্ট, ওয়ানডে দুটোতেই ভালো বোলিং করেছে। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তো সে ব্যাটিং-বোলিং দুটোতেই নিজের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে' - সাকিবকে নিয়ে এ কথা বলার পর মিরাজকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি, 'এশিয়ার বাইরে গিয়ে স্পিনারদের ভালো করা, উইকেট নেওয়া সহজ নয়। তবে মিরাজ প্রমাণ করেছে, বাংলাদেশ বা যেখানেই খেলুক না কেন তার সামর্থ্য আছে। কোন কন্ডিশনে কখন কী করতে হব, সেটা সে জানে।' কিছু ব্যক্তিগত ব্যর্থতা বাদ দিলে জিম্বাবুয়ে সিরিজটা এখন পর্যন্ত ব্যাটিং এবং বোলিংয়ের দুই বিভাগেই বাংলাদেশের সাফল্যের প্রদর্শনী হয়ে আছে। আজ শেষ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও থাকবে একই প্রত্যাশা। তার সঙ্গে যদি ব্যক্তিগত ব্যর্থতার ছোট ছোট গর্তগুলো ভরাট করে নেওয়া যায়, তাহলে তো আরও ভালো। ক্রিকেটারদের ঈদটা এবার পারিবারিক আনন্দের আবহে না কাটলেও বাংলাদেশ দল তখন দেশে ফিরতে পারবে ঈদের আনন্দ সঙ্গে নিয়েই।
4,158
567a05c347
এক কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের এক নেতা ও তিন কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাহার্তা গ্রামের এক কিশোরী গত রোববার দুপুরে উপজেলা সদরে বই কিনতে আসে। বই কিনে ফেরার সময় একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ইতিহাসের সঙ্গে তার দেখা হয়। এ সময় হাবিবুল্লাহ তাকে মোটরসাইকেলে করে গ্রামে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। রাজি না হলে হাবিবুল্লাহ মেয়েটিকে জোর করে নিজের মোটরসাইকেলে তুলে সখীপুর পৌর এলাকার হাজিপাড়ায় ছাত্রদের একটি মেসে নিয়ে যান। এ সময় হাবিবুল্লাহর সহযোগী ছাত্রলীগের কর্মী আরিফ, বাবুল ও আকাশ সেখানে পৌঁছান। এরপর হাবিবুল্লাহ মেয়েটিকে মেসের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনের ক্যামেরায় ধর্ষণের দৃশ্য ধারণ করেন। অন্যরা তখন ওই কক্ষের বাইরে পাহারায় ছিলেন। ধর্ষণ শেষে হাবিবুল্লাহ দরজা খুলে বের হওয়ার পর আরিফ ঘরে ঢোকেন। এ সময় মেয়েটি দৌড়ে ঘরের বাইরে এসে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। পরদিন সোমবার মেয়েটি নিজে বাদী হয়ে সখীপুর থানায় মামলা করে। মামলায় হাবিবুল্লাহ ইতিহাস, আরিফ, বাবুল ও আকাশকে আসামি করা হয়েছে। অভিযুক্ত বাবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদারের ভাগ্নে এবং আকাশ তাঁর নাতি।মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মামলার ওই দিনই আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা হুমকি-ধমকি দিচ্ছেন। চেয়ারম্যান শওকত সিকদার আসামিদের রক্ষার জন্য নানা চেষ্টা চালাচ্ছেন।তবে শওকত সিকদার অভিযোগ অস্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, 'আমি বেশ কয়েক দিন ঢাকায় ছিলাম। এ ব্যাপারে কিছুই জানি না।'
null
555b6fcf6e
জেলার সখীপুর ও বাসাইল উপজেলায় শর্ষেখেতের পাশে মৌ চাষ করা হচ্ছে। এতে শর্ষেচাষি ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন। সখীপুর উপজেলায় ৮২০ ও বাসাইলে ১০৮০টি বাক্স বসানো হয়েছে। একটি বাক্স থেকে প্রতি সপ্তাহে পাঁচ-সাত মণ মধু সংগ্রহ করা যায়। প্রতি মণ মধু ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা যায়। টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শর্ষে ফুলের হলুদ রঙের সমারোহ। শর্ষের এসব জমির পাশেই মৌ চাষের বাক্স বসিয়েছেন ভ্রাম্যমাণ চাষিরা। এতে মৌমাছির মাধ্যমে শর্ষে ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। ফলে একদিকে শর্ষের উৎপাদন বাড়ছে, অন্যদিকে মধু আহরণ করা যাচ্ছে। সমন্বিত এই চাষে শর্ষেচাষি ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, জেলার সখীপুর ও বাসাইল উপজেলায় এ বছর প্রায় ছয় হাজার হেক্টর জমিতে শর্ষের আবাদ হয়েছে। এসব খেতের পাশে কয়েক শতাধিক মৌ চাষের বাক্স স্থাপন করা হয়েছে। এই বাক্স থেকে এবার কমপক্ষে ১০ টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সখীপুর উপজেলায় ৮২০ ও বাসাইলে ১ হাজার ৮০টি বাক্স বসানো হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্র জানায়, উচ্চফলনশীল ও স্থানীয় উভয় জাতের শর্ষে কৃষকেরা চাষ করেন। দুই জাতের শর্ষে নভেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত আবাদ করতে হয়। ফসল ঘরে উঠতে সময় লাগে জাতভেদে ৭০ থেকে ৯০ দিন। সখীপুর ও বাসাইল বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শর্ষে ফুলের সমারোহ। কৃষকেরা যেমন মাঠে শর্ষের পরিচর্যা করছেন, তেমনি খেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন ভ্রাম্যমাণ মৌচাষিরা। গত রোববার উপজেলার বেড়বাড়ী ও লাঙ্গুলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, শর্ষেখেতের পাশে টাঙ্গাইলের গোপালপুর থেকে আসা মুন্না আহমেদ ১৮০টি ও ধনবাড়ী উপজেলা থেকে আসা আশরাফ আলী ২৫০টি মৌ চাষের বাক্স স্থাপন করেছেন। এসব বাক্স থেকে তাঁরা সপ্তাহে পাঁচ থেকে সাত মণ মধু সংগ্রহ করছেন বলে জানান। সখীপুর উপজেলার পলাশতলী গ্রামে ১০০টি বাক্স বসিয়েছেন সাতক্ষীরার রফিকুল ও মনিরুল ইসলাম। ওই গ্রামেরই সেতুর পশ্চিম পাশে গোপালপুরের আবদুল মালেক ১২০টি বাক্স বসিয়ে মধু আহরণ করছেন। মৌ চাষ সম্পর্কে জানতে চাইলে তাঁরা জানান, শুধু সখীপুর ও বাসাইল অঞ্চলে শর্ষে ফুলের মধু সংগ্রহে ১০ থেকে ১২ জন ব্যবসায়ী এসেছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ের মৌচাষিরাও মধু সংগ্রহ করছেন। সংগ্রহ করা মধু ঢাকার বিভিন্ন কোম্পানির কাছে ১০ থেকে ১৫ হাজার টাকা মণদরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন মধু সংগ্রাহকেরা। উপজেলার বেড়বাড়ী গ্রামের শর্ষেচাষি মকবুল হোসেন বলেন, শর্ষেখেত থেকে মধু আহরণ করলে পরাগায়ন হয়। এতে উৎপাদন বাড়ে। তাই তিনি ও আশপাশের জমির মালিকেরা মৌচাষিদের উৎসাহিত করছেন। ভ্রাম্যমাণ মধুচাষি আশরাফ আলী বলেন, 'তাঁরা শর্ষেখেত থেকে মধু সংগ্রহ করায় শর্ষের উৎপাদন বাড়ছে। পাশাপাশি মধু আহরণ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যাতে মধু রপ্তানি করা যায়, সেদিকে সরকারের সুদৃষ্টি কামনা করছি।' উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণপ্রথম আলোকে বলেন, সখীপুর উপজেলায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে শর্ষের আবাদ হয়েছে।ফলনও ভালো হয়েছে। মৌমাছি শর্ষের ফুলে উড়ে উড়ে বসে মধু সংগ্রহ করে। এতে শর্ষে ফুলে সহজে পরাগায়ন ঘটে। তাই শর্ষেখেতের পাশে মৌ চাষের বাক্স স্থাপন করলে শর্ষের ফলন অন্তত ২০ শতাংশ বাড়ে। পাশাপাশি মৌচাষিরাও মধু আহরণ করে লাভবান হন।
5,324
768ym2nihj
দুর্গাপূজার জন্য ধানমন্ডি ও বনানী পূজামণ্ডপের মাঠ পুনরায় বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশ। এ ছাড়া গত বছরের দুর্গাপূজা ও পরে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের জে এম সেন হলে এবার ১৮ থেকে ২২ আগস্ট পাঁচ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। এবার ১৯ আগস্ট ঐতিহাসিক শোভাযাত্রাটি উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সুকুমার চৌধুরী বলেন, 'ধানমন্ডি ও গুলশান-বনানী পূজামণ্ডপের মাঠ সিটি করপোরেশন বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দুটি মাঠ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন জরুরি। নির্বাচনের দেড় বছর বাকি অথচ সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই। এতে আমরা হতাশ। এই মুহূর্তে এক ভীতিকর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি সনাতনী সম্প্রদায়।' সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে উৎসবের উদ্বোধনী দিন বিকেলের অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন, প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাসসহ অন্য নেতারা।
2,146
265a342cec
নির্ধারিত সময়ের এক দিন পর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ পুনর্নির্মাণ ও মেরামত কাজ শুরু হয়েছে। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার ধানকুনিয়া হাওরের নূরপুর ফসল রক্ষা বাঁধে মাটি ফেলে হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের প্রকল্পের কাজ শুরু করার কথা ছিল। প্রকল্প কাজ শেষ করার কথা রয়েছে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, হাওর থেকে দেরিতে পানি নামার কারণে বাঁধের জরিপ কাজ, প্রাক্কলন তৈরি, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করাসহ যাবতীয় কাজ কিছুটা পিছিয়েছে। তবে এ অবস্থায় ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করা নিয়ে শঙ্কায় রয়েছেন এখানকার কৃষকেরা। সুনামগঞ্জ পাউবো, উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা, সোনামড়ল, গুরমা, গুরমার বর্ধিতাংশ, ঘোড়াডোবা, কাইলানী - এই আট হাওর সুনামগঞ্জ পাউবোর অধীনে রয়েছে। এবার উপজেলায় সম্ভাব্য ১৭০টি পিআইসি গঠন করা হবে। উপজেলার ৮টি হাওরের বাঁধের দৈর্ঘ্য ২৫৭ কিলোমিটার। এর মধ্যে এবার ২০৩ কিলোমিটার বাঁধের জরিপ কাজ করা হবে। গত ২৪ নভেম্বর থেকে জরিপ কাজ শুরু করে ২০৩ কিলোমিটারের মধ্যে আজ পর্যন্ত ১৯৫ কিলোমিটার বাঁধের জরিপ কাজ করা হয়েছে। জরিপ ও প্রাক্কলন তৈরির কাজ শেষ করে গত ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কার্যক্রম শেষ করার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত মাত্র একটি কমিটি গঠন করা হয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা কমিটির আহ্বায়ক জহিরুল হক বলেন, ফসল রক্ষা বাঁধের কাজের জন্য গণশুনানি, জরিপ, পিআইসি গঠন এখনো পুরোপুরি শেষ হয়নি। এ অবস্থায় যথাসময়ে বাঁধের কাজ শুরু না হওয়ায় বাঁধের কাজও শেষ হবে দেরিতে। ফলে ফসলহানির আশঙ্কা থেকেই যাচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব মো. ইমরান হোসেন বলেন, হাওর থেকে দেরিতে পানি নামার কারণে জরিপসহ অন্যান্য কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি। এবার এখানকার ৮টি হাওরে সম্ভাব্য ১৭০টি পিআইসি গঠন করা হবে। এর মধ্যে একটি পিআইসি গঠন করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে ধানকুনিয়া হাওরের নূরপুর ফসল রক্ষা বাঁধের মাটি ফেলার মধ্য দিয়ে এ উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম পিকে, সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব মো. ইমরান হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল বারেক, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
5,266
47144d7e10
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাল্টাপাল্টি হামলার ঘটনায় চার ছাত্র আহত হয়েছেন। এ ছাড়া ছাত্র হলের কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়।বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিজেদের প্রভাব দেখাতে গতকাল বুধবার ছাত্রলীগ নামধারী একদল ছাত্র দুপুরে ক্যাম্পাসে মহড়া দেয়। এরই এক পর্যায়ে বেলা পৌনে একটার দিকে ভাষাশহীদ আবদুস সালাম হলের সামনে শিবিরকর্মী সন্দেহে তাঁরা দুজনকে পিটিয়ে আহত করেন। আহত ব্যক্তিরা হলেন ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. জাকারিয়া ও তৃতীয় বর্ষের ছাত্র প্রিতম ভৌমিক। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা দুইটার দিকে ছাত্র হলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নামধারী অষ্টম ও নবম ব্যাচের দুই দল ছাত্রের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বিকেল পাঁচটার দিকে দুই পক্ষ প্রতিপক্ষের কক্ষে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর চালায়। এ সময় লাঠিসোঁটার আঘাতে ব্যবসা প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. প্রোমেল এবং পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. বিপ্লব (২০) আহত হন। আহত চার ছাত্রকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য এম অহিদুজ্জামান প্রক্টর নেওয়াজ মো. বাহাদুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশফিকুর রহমানকে প্রক্টরের দায়িত্ব দেন। সন্ধ্যায় নতুন প্রক্টর পুলিশ নিয়ে ছাত্র হলে গিয়ে বিবদমান দুই পক্ষকে শান্ত করেন।ছাত্র হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ ইউসুফ মিঞা প্রথম আলোকে বলেন, অষ্টম ও নবম ব্যাচের দুই ছাত্রের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে প্রথম ও দ্বিতীয় তলার বেশকিছু কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে।উপাচার্য এম অহিদুজ্জামান ও প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান দুই ছাত্রের হামলার শিকার হওয়া ও ছাত্র হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার কথা স্বীকার করেছন।
null
72aebc104d
দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর ল্যান্ডিং স্টেশনের উন্নয়নকাজ শেষের পথে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়া গ্রামে প্রায় ৬৬০ কোটি টাকা ব্যয়ে এই ল্যান্ডিং স্টেশন নির্মিত হচ্ছে। বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্রে জানা গেছে, বাকি কাজ শেষ করে আগামী বছরের মার্চ মাসের মধ্যে এটি চালু করার পরিকল্পনা রয়েছে।বিএসসিসিএলের প্রকল্প পরিচালক পারভেজ মনন আশরাফ বলেন, ১০ একর জমির ওপর ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম পরিচালনা করার মূল ভবনের কাজ সম্পন্ন হয়েছে। স্টেশনের বৈদ্যুতিক উপকেন্দ্র, জেনারেটর, ট্রান্সফরমার, অগ্নিনির্বাপণব্যবস্থাসহ সাবমেরিন কেব্লের যন্ত্রপাতি স্থাপন ও ডেটা সেন্টারের কাজও শেষ হয়েছে। আর সমুদ্র থেকে কেবল সংযোগ টানা, সঞ্চালন লাইন সংযুক্তির জন্য ল্যান্ডিং স্টেশন স্থাপন, বিদ্যুৎ লাইন সঞ্চালনের জন্য স্থাপিত ইলেকট্রিক্যাল পোস্টের কাজ শেষ পর্যায়ে।সম্প্রতি প্রকল্প স্থানে গিয়ে দেখা যায়, মূল ভবনের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, ডরমিটরি, নিরাপত্তাকর্মীদের ব্যারাক, বিশ্রামাগার, পয়োনিষ্কাশনব্যবস্থার কাজসহ কিছু অবকাঠামোর কাজ অসমাপ্ত রয়েছে।প্রকল্প পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯টি দেশের টেলিযোগাযোগ সংস্থার সম্মেলনে গঠিত সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ (এসইএ-এমই-ডব্লিউই-৫) আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অধীনে জাপানের এনইসি ও ফ্রান্সের অ্যালকাটেল লুসেন্ট ২০ হাজার কিলোমিটার দীর্ঘ এ কেব্লটি নির্মাণ করছে। কুয়াকাটা সৈকত থেকে একটি ব্রাঞ্চ বা শাখা কেব্লের মাধ্যমে মূল কেব্লে বাংলাদেশ যুক্ত হবে। বর্তমানে কুয়াকাটা সৈকত থেকে সাড়ে ৯ কিলোমিটার দূরের সমুদ্রসৈকতে বাংলাদেশ অংশের সাবমেরিন কেব্ল চলে এসেছে। আগামী নভেম্বর মাসের মধ্যে কুয়াকাটার মূল স্টেশনে কেব্ল টানার কাজ শেষ করা সম্ভব বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এই সাবমেরিন কেব্লটিতে ১০০জি আলোক তরঙ্গের ডিডব্লিউএম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।প্রকল্পটিতে বাংলাদেশ সরকার ১৬৬ কোটি টাকা ও বিএসসিসিএল ১৪২ কোটি টাকা দিচ্ছে। বাকি ৩৫২ কোটি টাকা ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ঋণ হিসেবে দিচ্ছে। ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কুয়াকাটা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্বিতীয় সাবমেরিন কেব্লের ব্যান্ডউইটথ পৌঁছানোর অপটিক্যাল ফাইবার ব্যাকহোল তৈরির কাজ করবে।বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, 'কক্সবাজারের সাবমেরিন কেব্ল থেকে ২০০ জিবিপিএস (গিগা বিটস প্রতি সেকেন্ড) ব্যান্ডউইটথ পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা ভারতে ব্যান্ডউইটথ রপ্তানি করছি। দ্বিতীয় সাবমেরিন কেব্লটি চালু হয়ে গেলে ১ হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইটথ সরবরাহের সক্ষমতা অর্জন করবে বিএসসিসিএল। এর ফলে দেশীয় টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানিগুলোকে বিদেশ থেকে ব্যান্ডউইটথ কিনতে হবে না।'মনোয়ার হোসেন আরও বলেন, আগামী বছরে এ সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশকে এসইএ-এমই-ডব্লিউই-৫ কেব্লের সঙ্গে সংযুক্ত করা হবে। এতে বরিশাল, যশোর, খুলনাসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ কম দামে ব্যান্ডউইটথ পাবে, ইন্টারনেটের গতিও বাড়বে।
null
ID_21722
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আইভি লীগের সদস্য। এটি ম্যাসাচুসেট্‌স-এর বোস্টনে অবস্থিত। ১৬৩৬ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
null
65d4d10c0f
গুঞ্জনটা যেভাবে ডালপালা মেলছে, তাতে আর চুপ থাকতে পারলেন না হারুন লরগাত। একাদশে হস্তক্ষেপের অভিযোগটিকে উড়ো খবর বলে উড়িয়ে দিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী। বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হারের পর আফ্রিকান ভাষার দৈনিক দ্য বিল্ড লিখেছিল, ম্যাচের আগে রাত ১টায় লরগাত খুদে বার্তায় কোচ রাসেল ডমিঙ্গোকে জানান, একাদশে অন্তত চারজন অশ্বেতাঙ্গ রাখতে হবে। ফর্মে থাকা কাইল অ্যাবটকে বসিয়ে এ জন্যই সেমিতে খেলানো হয় ভারনন ফিল্যান্ডারকে। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স নাকি প্রতিবাদে মাঠে না নামার হুমকিও দিয়েছিলেন। কাল এই খবরকে ফালতু বলে উড়িয়ে দিলেন লরগাত, 'ভুয়া অভিযোগ তুলে ফালতু প্রতিবেদন করা হয়েছে। কোনো এসএমএস, হোয়াটসঅ্যাপ বা বিবিএম করা হয়নি। কেন করতে যাব এসব, আমি তো জানিই যে আগের দিন সন্ধ্যায় একাদশ ঠিক হয়ে আছে! এসব অসমর্থিত সূত্র বা বেনামি মন্তব্যের খবর ছাপা হলে আমরা সাধারণত জবাব দিই না বা মন্তব্য করি না। কিন্তু এ ক্ষেত্রে বলতে বাধ্য হলাম, কারণ এসব খবর আমাদের দলের, বোর্ডের ও ক্রিকেটারদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে দল বেদনাদায়কভাবে বিদায় নেওয়ার পর এসব খবর যন্ত্রণা আরও বাড়াচ্ছে।' পিটিআই।
null
1486b34734
দলের সমর্থক পেশাজীবীদের সঙ্গে কাল শনিবার বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পাশাপাশি কাল শনিবার সকালে জোটের মহাসচিব পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন পৌর নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
null
5abd83a798
মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পরও খুলনার বাজারে ভোজ্যতেলের সংকট আগের মতোই আছে। পাড়ার মুদিদোকানে ও ছোট বাজারে বেশি দাম দিয়েও বোতলজাত সয়াবিন তেল পাচ্ছেন না ক্রেতারা। তবে প্রায় সব দোকানেই খোলা সয়াবিন তেল তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা মনে করছেন, ভোজ্যতেলের বাজার স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগতে পারে। শনিবার খুলনা নগরের পাঁচটি এলাকায় ১৫টি মুদিদোকান ঘুরে দেখা গেছে, কোনো দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। এর মধ্যে ১০টি দোকানে খোলা সয়াবিন তেল ২১০ থেকে ২২০ টাকায় প্রতি লিটার বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন, কোম্পানির পরিবেশকেরা তেল সরবরাহ করছেন না। এমনকি ফোনও ধরছেন না। তবে খুলনা অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি মোকাম খুলনা বড়বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। ওই মোকামে পাওয়া বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য যা-ই থাকুক না কেন, সরকারনির্ধারিত বর্তমান দামে এবং কিছু দোকানে তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। সেখানে খোলা সয়াবিন তেল খুচরায় বিক্রি হচ্ছে ২২০ টাকা লিটার। নগরের ময়লাপোতা মোড়ের ফ্যালকন ট্রেডার্সের বিক্রয়কর্মী মৃত্যঞ্জয় মণ্ডল জানান, পুরো রমজানে দোকানে তেলের সরবরাহ নেই। তাঁরা সয়াবিন তেল বিক্রি করছেন না।শেরেবাংলা রোডের তানজিল গাজী স্টোরের মালিক আকরাম হোসেন বলেন, ঈদের আগে ২০ লিটারের মতো খোলা সয়াবিন তেল ১৯৬ টাকা লিটার দরে কিনেছিলেন তিনি। সেখান থেকেই বাঁধা খরিদ্দারদের কাছে একটু-আধটু তেল বিক্রি করছেন। পরিবেশকেরা যোগাযোগ তো করছেনই না, ফোন দিলেও ধরছেন না। বকশিপাড়া এলাকার পপুলার স্টোরের মালিক মনসুর আলী বলেন, 'বোতলের তেল তো নেই। বেশি দামে অল্প করে খোলা তেল কিনছি। এখন তেল আছে তিন-চার লিটার। ২২০ টাকা দরে বিক্রি করছি। মানুষ কিনতে এসে নানা প্রশ্ন করছেন। তেল বিক্রি করা এখন যেন পাপ কাজ।' ইকবাল নগর এলাকার বাসিন্দা মো. আসলাম সয়াবিন তেল কিনতে আসেন ফারাজিপাড়া এলাকায়। বেশ কয়েকটি দোকান ঘুরে কোথাও বোতলজাত সয়াবিন তেল পাননি তিনি। শেষমেশ ওই এলাকার মালেক স্টোর থেকে খোলা সয়াবিন তেল কেনেন। তিনি বলেন, কোথাও বোতলজাত তেল নেই। আর খোলা তেলের দামও অনেক বেশি। বাধ্য হয়ে আপাতত অল্প করে খোলা সয়াবিন কিনতে হচ্ছে। মালেক স্টোরের মালিক মো. শহীদুল্লাহ বলেন, 'রমজানের সময় যদি পাঁচ কার্টন তেল চেয়েছি, পেয়েছি এক কার্টন। সেই তেল পেতেও তেলের সঙ্গে কোম্পানির অন্যান্য পণ্য কেনা লেগেছে। এখন দোকানে বোতলজাত কোনো তেল নেই। ২০৬ টাকা করে খোলা তেলের লিটার কিনে ২১০ টাকা বিক্রি করছি। তা-ও অল্প পরিমাণে আছে।' এদিকে নগরের বড়বাজার মোকামে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি দোকানে সামনে সয়াবিন তেলের বোতল ঝোলানো আছে। তবে সব বোতল আগের। ১ লিটার বোতলের গায়ে ১৬০ টাকা, পাঁচ লিটার বোতলের গায়ে ৭৬০ টাকা মূল্য লেখা আছে। তবে বেশির ভাগ দোকানে আধা লিটার থেকে দুই লিটার পর্যন্ত বোতল ২০০ টাকা লিটার ধরে এবং ৫ লিটারের বোতল ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানকার ক্রেতাদের অনেকে অভিযোগ করেছেন, তেলের দাম বাড়বে, এমন আভাসে দোকানিরা অনেকেই ঈদের আগে তেল মজুত করে রাখেন। সেই তেল এখন বের করা হচ্ছে। আর নতুন দামে বিক্রি করা হচ্ছে। বড়বাজারের ওয়েস্ট মেকট রোডের দুলাল স্টোরের ব্যবস্থাপক মো. আবদুল আলীম বলেন, 'তেল যে কয় লিটার নেবেন দিতে পারব সমস্যা নেই। তবে নতুন দামে নিতে হবে।' গায়ে তো মূল্য কম লেখা আছে - এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বডি রেট কী আছে তা আপনাদের দেখার দরকার নাই। সরকার যে দাম ঠিক করেছে ওই দামেই নিতে হবে।' সেখানকার একজন ক্রেতা বিপ্লব বলেন, 'দাম যা-ই হোক নিক, তাতে কিছু তো করার নেই। পাওয়া যাচ্ছে এই তো আমাদের কপাল।' পাশের দোকান হাসেম স্টোরের বিক্রয়কর্মী মো. নূরু বলেন, এখনো তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বিভিন্ন বড় দোকানদারদের কাছ থেকে কয়েক বোতল তেল সংগ্রহ করে রেখেছেন তাঁরা। তেল না দিলে ক্রেতারা অন্য মালামাল নিতে চান না। ওই বাজারের তিনজন দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু দোকানির কাছে সয়াবিন তেলের মজুত আছে। নতুন তেল বাজারে সরবরাহ শুরু হওয়ার আগেই তাঁরা কম করে করে বের করছেন। সরবরাহ পুরো শুরু হলে আরও তেল বের হবে। আর এখন গায়ের মূল্য নিয়ে কথা বলার সুযোগও নেই। বাজারের সাত্তার স্টোরে বেশ কয়েক বোতল সয়াবিন তেল ঝুলিয়ে রাখা ছিল। ওই দোকানের মালিক মো. সাত্তার বলেন, 'তেল তো এখনো দিচ্ছে না। অন্য কোনো জায়গা থেকে আনা লাগছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে তেল সরবরাহ ঠিক হয়ে যাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, শিগগিরই তেলের সরবারহ ঠিক হয়ে যাবে। কোনো ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
1,033
66e593b02b
হুইলচেয়ারে বসে দুই মেয়ের সঙ্গে কথা বলছিলেন সায়মা (২৮)। দেখলে বোঝা যায় না, কী এক দুঃসহ জীবন যাপন করছেন তিনি। রানা প্লাজার অষ্টম তলায় কাজ করতেন সায়মা। এখন শরীরের নিচের অংশে কোনো নিয়ন্ত্রণ নেই। দুই পা অবশ হয়ে গেছে। প্রাকৃতিক কর্মের ওপরও কোনো নিয়ন্ত্রণ নেই তাঁর। চিকিৎসকেরা বলেছেন, আর কখনো হাঁটতে পারবেন না সায়মা। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) চিকিৎসকেরা বলছেন, সায়মা মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যায় (স্পাইনাল কর্ড ইনজুরি) আক্রান্ত। এই হাসপাতালে মেরুদণ্ডে আঘাত পাওয়া ৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে সারা জীবন কাটাতে হবে হুইলচেয়ারে। হাসপাতালের রেজিস্ট্রার মেহেদি হোসেইন বলেন, সিআরপিতে ১৭ জন মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীর অস্ত্রোপচার হয়েছে। তিনজন রোগী মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর সিআরপিতে এসেছেন। আর ১০ জন রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। এই সব রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও প্রশিক্ষণের প্রয়োজন। গত মঙ্গলবার সিআরপির বারান্দায় কথা হয় সায়মার সঙ্গে। পক্ষাঘাতের শিকার সায়মা বলেন, স্বামী ও দুই মেয়ে রয়েছে তাঁর। স্বামী জয়নাব আলী ঘুরে ঘুরে ১০ টাকার হরেক মাল (১০ টাকার মধ্যে বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী) বিক্রি করেন। এখন তিনিও প্রশিক্ষণ নিয়ে সিআরপির সাহায্যে একটি দোকান করার পরিকল্পনা করছেন। এই হাসপাতালেই মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা নিয়ে ভর্তি উদ্ধারকর্মী ইউসুফ আলী। তাঁর চার হাত-পাই অবশ হয়ে গেছে। তিনি মাথা ছাড়া শরীরের কোনো অংশই নাড়াতে পারেন না। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় সবজির ব্যবসা করতেন ইউসুফ। পোশাককর্মী চাচাতো ভাইয়ের কাছে বেড়াতে গত ২৩ এপ্রিল সাভারে আসেন তিনি। ২৪ এপ্রিল সকালে ভবনধসের খবর শুনে ওই ভাইকে খুঁজতে ধ্বংসস্তূপে যান। পরে সেখানে উদ্ধারকাজে লেগে যান। ২৫ এপ্রিল ঘাড়ে ভারী কিছুর আঘাতে ব্যথা পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই চার হাত-পা নড়াতে পারছেন না তিনি। ঢাকা মেডিকেল থেকে ১ মে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ২৫ মে সিআরপিতে আনা হয়। চিকিৎসক মেহেদি হোসেইন জানান, মেরুদণ্ডে আঘাতের কারণে ইউসুফের চার হাত-পাই অবশ হয়ে গেছে। শুয়ে থাকতে থাকতে তাঁর পিঠে ঘা হয়ে গেছে। তাঁর সুস্থ হওয়াটা প্রায় অসম্ভব। মেরুদণ্ডে আঘাতের কারণে স্থায়ী পক্ষাঘাতের শিকার আরেকজন মরিয়ম বেগম (৪১)। গত মঙ্গলবারই মরিয়মকে সিআরপি থেকে বাসায় নিয়ে গেছেন তাঁর স্বজনেরা। মরিয়মের স্বামী আনোয়ারুল বলেন, ঈদের পর তাঁকে আবারও সিআরপিতে নিয়ে যাবেন, প্রশিক্ষণ নেওয়ার জন্য। আহত মরিয়ম বলেন, দুই ছেলে ও এক মেয়ে তাঁর। বড় ছেলে ও মেয়ের বিয়ে হয়েছে। ভবনধসে তিনি আহত হওয়ার পর থেকে ছোট ছেলে জুতার কারখানার কাজ ছেড়ে সারা দিন তাঁর সঙ্গেই থাকছেন। স্বামী আনোয়ারুল ঢাকায় রিকশা চালাতেন। তিনিও রিকশা চালানো বাদ দিয়েছেন। মরিয়ম বলেন, পঙ্গু হাসপাতালে থাকার সময় বিভিন্নজনের কাছ থেকে প্রায় এক লাখ টাকা সাহায্য পেয়েছিলেন। সেই টাকাতেই এখনো পরিবার চলছে। তবে কত দিন এভাবে চলবে, তা জানেন না তিনি।
null
f053fb6c27
অনেকেই উদ্যোক্তা হতে চান। তবে জানেন না কীভাবে শুরু করবেন। নারীদের বেলায় তো আরও কঠিন। এই কঠিন কাজটাকে সহজ করতেই কাজ শুরু করেছে প্রতিষ্ঠিত নারীদের সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স (বিএফডব্লিউই)।নারীদের আরও দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে তারা। ঢাকার মোহাম্মদপুরে সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করে বিএফডব্লিউই। ২৭ ও ২৮ জানুয়ারি বিজনেস উইমেন ফোরাম শিরোনামের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৫ জন নারীকে নিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা যাকের ও তাঁর মেয়ে শ্রিয়া সর্বজয়া। অনুষ্ঠানে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন সবার সঙ্গে।পাঁচটি অধিবেশনের মাধ্যমে শেষ হয় দুই দিনের এই কর্মশালা। আয়োজনটি নিয়ে বিএফডব্লিউইয়ের প্রেসিডেন্ট রোকিয়া আফজাল রহমান বলেন, 'এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকার বাইরেও এই আয়োজন করতে চাই আমরা।'কর্মশালার বিভিন্ন অধিবেশনে কথা বলেছেন আমিনা আহমেদ, লুনা শামুসদ্দোহা, সামিরা জুবেরিসহ অনেকে। অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। কর্মশালায় অংশ নেওয়া নারীদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।
null
47fac2af5e
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে না বলে জানিয়েছেনআওয়ামী লীগেরসাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'নির্বাচন পরিচালনার জন্য দল কমিটি গঠন করতেই পারে। তাঁরা তো প্রচার প্রচারণার জন্য বাইরে যাচ্ছেন না। আমাদের কোনো মন্ত্রী-এমপি আচরণ-বিধি লঙ্ঘন করবেন না।' আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদকে দলের মনোনীত দুই মেয়র প্রার্থীর সমন্বয়কের দায়িত্ব দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এমন কথা বলেন ওবায়দুল কাদের। আজ রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন গঠিত আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারি দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে প্রচার-প্রচারণায়বিএনপিপ্রার্থীদের মোকাবিলায় তাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থী যথেষ্ট। সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। আচরণবিধি মেনেই প্রচারণা চালাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কী উদ্দেশ্য হাসিল করতে চান? এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানান, সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনাগুলো বৈঠকে নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় সম্মেলনের আগে সারা দেশে ২৯টি জেলা কমিটির সম্মেলন হয়েছে। বাকি জেলাগুলো আগামী ৬ মার্চের মধ্যে সমাপ্ত করার জন্য দলীয় সভাপতি নির্দেশনা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগের নতুন কমিটি ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়া যাবেন। সেখানে একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবার নতুন কমিটি গঠন হলে টুঙ্গিপাড়ায় যৌথ সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্য এ পর্যন্ত ৪৫ লাখ শীতবস্ত্র এবং তিন কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, এস এম কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বড়ুয়া, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
null
38a29c1f95
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৩৬। তোমার গ্রামের কোনো নলকূপে আর্সেনিক আছে কি না তা পরীক্ষা করতে দেওয়া হলো। সে ক্ষেত্রে আর্সেনিক থাকলে তুমি সেই নলকূপকে কীভাবে চিহ্নিত করে রাখবে?ক. সাদা রং দিয়ে খ. কালো রং দিয়েগ. লাল রং দিয়ে ঘ. সবুজ রং দিয়েউত্তর: গ. লাল রং দিয়ে৭। জামালপুরের হরিণধরা গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। সেখানে পানি ফুটানোও সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে গ্রামের অধিবাসীরা কোন পদ্ধতি ব্যবহার করে পানি বিশুদ্ধ করবে?ক. ছাঁকন খ. থিতানোগ. ফুটানো ঘ. ফিটকিরি বা ব্লিচিং পাউডারউত্তর: ঘ. ফিটকিরি বা ব্লিচিং পাউডার৮। নিরাপদ পানির বৈশিষ্ট্য কোনটি বলে তুমি মনে কর?ক. পরিষ্কার খ. রঙিন গ. আর্সেনিকমুক্ত ঘ. অপরিষ্কারউত্তর: গ. আর্সেনিকমুক্ত।অধ্যায়-৪১। কোনটি আমাদের গ্রহণ করা খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদন করতে বিশেষ ভূমিকা রাখে?ক. নাইট্রোজেন খ. অক্সিজেনগ. কার্বন ডাই-অক্সাইড ঘ. জলীয় বাষ্পউত্তর: খ. অক্সিজেন২। মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?ক. ফসফরাস খ. হাইড্রোজেনগ. কার্বন ডাই-অক্সাইড ঘ. নাইট্রোজেনউত্তর: ঘ. নাইট্রোজেন৩। কোমল পানীয় বোতলের ছিপি খুললে যে বুদ্বুদ বের হয় সেটি আসলে কী?ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই-অক্সাইডগ. জলীয় বাষ্প ঘ. অক্সিজেনউত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড৪। কোথাও আগুন লাগলে, তা নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়?ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইডগ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেনউত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড৫। ইউরিয়া সার তৈরিতে ব্যবহূত হয় গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় একটি উপাদান। বলো তো উপাদানটি কী?ক. ইউরিক এসিড খ. অক্সিজেনগ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইডউত্তর: গ. নাইট্রোজেন৬। কোমল পানীয় বোতল খুললেই গ্যাসের বুদ্বুদ দেখতে পাওয়া যায়। কোমল পানীয়ের এই বৈশিষ্ট্যের কারণ এতে মিশানো থাকে - ক. কার্বন ডাই-অক্সাইড খ. নাইট্রোজেনগ. অক্সিজেন ঘ. হাইড্রোজেনউত্তর: ক. কার্বন ডাই-অক্সাইড৭। আশুলিয়ার শাহরিয়ার ফ্যাশনে হঠাৎ করে আগুন লাগলো। সেখানে একজন কর্মীকে সিলিন্ডারে করে বিশেষ একটি গ্যাস ছাড়তে দেখা গেল। গ্যাসটির নাম কী?ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইডগ. কার্বন মনো-অক্সাইড ঘ. হাইড্রোজেনউত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড।প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাবাকি অংশ ছাপা হবে আগামীকাল
null
b9a6ac2808
কক্সবাজারে বেতার শিল্পী সমন্বয় পরিষদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জসীম উদ্দিন সভাপতি ও বশিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে এক সভা ২১ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের আহ্বায়ক বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন - সহসভাপতি সত্যপ্রিয় চৌধুরী ও পরেশ দে, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ও শামীম আকতার, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিজানুল হক, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক এস এম রুবাইয়াত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মুহম্মদ জসীম উদ্দিন, মানসী বড়ুয়া, শারমিন শওকত চৌধুরী, সোনিয়া বড়ুয়া, সোমা দাশ ও মুবিনুল ইসলাম। সভায় বেতারের শিল্পীদের সম্মানীর ওপর উৎসে কর আরোপের নিন্দা জানানো হয়।
null
6f57814919
গেটওয়ে প্রতিষ্ঠান ফোস্টার পেমেন্টস টাকা আটকে রাখায় গ্রাহকদের পাওনা পরিশোধ করতে পারছে না বলে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে কিউকম। ই-কমার্সের লেনদেনের মধ্যস্থতাকারী পেমেন্ট গেটওয়ের কাছে আটকে আছে গ্রাহকের ৪২০ কোটি টাকা। এ টাকার দাবিদার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকম। যাদের বিরুদ্ধে গ্রাহকের পণ্য ও টাকা না পাওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, গেটওয়ে প্রতিষ্ঠান ফোস্টার পেমেন্টস তাদের টাকা আটকে রেখেছে। এ অবস্থায় ৪২০ কোটি টাকা ফেরত পেতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে কিউকম। ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম জানায়, ফোস্টার পেমেন্টস নামক একটি পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের ৪২০ কোটি টাকা আটকে রেখেছে। বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে চিঠি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলামপ্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন। তবে ফোস্টার পেমেন্টসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে বলে জানান তিনি। কিউকমের চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফোস্টার পেমেন্টসের কাছে কিউকমের গ্রাহকদের পরিশোধ করা ৪২০ কোটি টাকা আটকে রয়েছে। গ্রাহকদের পণ্য বুঝিয়ে দেওয়ার পরও তারা গেটওয়েটির কাছ থেকে টাকা পাচ্ছে না। এ বিষয়ে জানার জন্য গতকাল কিউকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিপন মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। তবে গত শুক্রবার তিনিপ্রথম আলোকে বলেছিলেন, ২৩ সেপ্টেম্বর ৫ হাজার ৬০০ জন গ্রাহকের প্রায় ১০০ কোটি টাকা ফেরত দিতে ফোস্টারের কাছে অনুরোধ করলেও প্রতিষ্ঠানটি সাড়া দিচ্ছে না। তারা টাকা ছাড় করলে গ্রাহকেরা তাঁদের পাওনা বুঝে পাবেন। এ বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে কিউকমডটকম। ইভ্যালির মতো তারাও বিশাল ছাড়ে বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দেয়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৬ লাখের বেশি। গ্রাহকদের সময়মতো পণ্য সরবরাহ না করার বিস্তর অভিযোগ রয়েছে কিউকমের বিরুদ্ধেও। বাণিজ্য মন্ত্রণালয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। ফোস্টার পেমেন্টস ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, এটি এসএসডি টেক নামক একটি কোম্পানির পেমেন্ট সার্ভিস উইং। বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, মিয়ানমার ও সিঙ্গাপুরেও তারা রাত-দিন ২৪ ঘণ্টা সেবা দেয়। রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে তাদের কার্যালয়। ওয়েবসাইটে দেওয়া ফোনে গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফখরুল ইসলামকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা দিলেও কোনো জবাব দেননি। মিরপুরের বাসিন্দা মনিরুল ইসলাম গত ১৬ জুন ৭০ শতাংশ ডিসকাউন্টে স্যামসাং ব্র্যান্ডের ৫৫ ইঞ্চির একটি টেলিভিশন কিউকমডটকম থেকে কেনার জন্য টাকা দেন। তাঁর অভিযোগ, ২১ দিনের মধ্যে পণ্য পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি পণ্য বা টাকা কোনোটিই পাননি। এ ব্যাপারে কিউকমের কর্মকর্তা হুমায়ুন কবির গত শুক্রবারপ্রথম আলোর কাছে দাবি করেন, কয়েকটি পণ্যের ক্ষেত্রে বিক্রেতারা (ভেন্ডর) পণ্য দেননি। ম্যাঙ্গো টিভি ও এইচ পাওয়ার বাইক নামের পণ্য সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের কাছে টাকা দেওয়া হলেও পণ্য পায়নি কিউকম। গ্রিন ইলেকট্রনিকস নামের প্রতিষ্ঠান থেকে ম্যাঙ্গো টিভির ক্রয়াদেশ দেয় কিউকম। কিন্তু এই প্রতিষ্ঠানের ডিলার মো. মোস্তফাপ্রথম আলোকে বলেন, কিউকম থেকে ম্যাঙ্গো টিভির ক্রয়াদেশ তিনি পেয়েছেন। কিন্তু টাকা না পাওয়ায় তাঁরা পণ্য দিচ্ছেন না। এদিকে নিউ গ্রামীণ মোটরস নামের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, ৭২টি মোটরসাইকেল সরবরাহ দিতে গ্রাহকের একটি তালিকা পাঠিয়েছে কিউকম। ৩৮টি সরবরাহ দেওয়া হয়। কিন্তু কিউকমের ওয়্যারহাউসে না দিয়ে সরাসরি গ্রাহককে পণ্য দেওয়ায় কিউকম তাঁদের ওপর নাখোশ হয়। তিনি দাবি করেন, ৫৭ লাখ ৮০ হাজার টাকার ক্রয়াদেশ দিয়ে ৫২ লাখ টাকা পরিশোধ করেছে কিউকম। রিপন মিয়া কিউকমের এমডি হলেও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর চেয়ারম্যান মো. আইয়ুব আলী। আরজেএসসিতে দেওয়া আইয়ুব আলীর মুঠোফোনে যোগাযোগ করলে ওই প্রান্ত থেকে একজন রিসিভ করে জানান, 'আমি আইয়ুব আলীর বাবা মো. জসিম উদ্দিন।'
null
51a1628035
আগামীকাল বৃহস্পতিবার থেকে কেজি প্রতি ৪৭ টাকা দরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশে ১৮৪টি ট্রাকে পেঁয়াজ বিক্রি হবে। ঢাকায় ৩৫টি ট্রাকে এ পেঁয়াজ বিক্রি হবে।টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির আজ বুধবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ভারত থেকে ১০০ টন পেঁয়াজ হিলি বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে।এর আগে ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। প্রাথমিকভাবে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।দেশে পেঁয়াজের দাম বাড়তে থাকায় পণ্যটির দাম কমানোর লক্ষ্যে সচিবালয়ে বাণিজ্যসচিব মাহবুব আহমদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রাখার জন্য টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়। এর পরই আমদানির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় টিসিবি।গত দুই-তিন বছরের মধ্যে এবারই প্রথম পেঁয়াজের দাম ৮৪ টাকা হয়। এ অবস্থায় সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।
null
8002dc12e5
নরসিংদীতে এক স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলছাত্রের নাম আমজাদ হোসেন (১২)। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালাপুর গ্রামের ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।আমজাদ হোসেন বালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে উপজেলার ছোট কামারগাঁও গ্রামের মনির হোসেনের ছেলে। আমজাদ হোসেনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় আমজাদ হোসেনের পাশের বাড়ির মো. জাকারিয়া নামের একটি ছেলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু রাত গভীর হলে আমজাদ বাড়ি না ফেরায় জাকারিয়ার বাড়িতে খোঁজ নিলে তাকেও বাড়িতে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বালাপুর এলাকার কৃষি ফসলের মাঠে তার গায়ের শার্ট পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ভঙ্গারচর নৌফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে চাপা দেওয়া একটি গলা কাটা লাশ উদ্ধার করে। এ সময় আমজাদ হোসেনের পরিবার তার লাশ শনাক্ত করে। এ ঘটনায় ঘাতক মো. জাকারিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জাকারিয়ার বাড়ি ছোট কামারগাঁও গ্রামে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বালাপুর এলাকার একটি কৃষিজমি থেকে এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
null
b351a43c09
* আনসিন প্যাসেজপ্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি বিষয়ের ওপর একটি আনসিন প্যাসেজ ও প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। Read the text and answer the following questions 5, 6, 7, 8 and 9.Mita got a table clock on her birthday. Mita's uncle gave it to her because she cannot wake up in time on school days. Now Mita has a clock but she doesn't know how to tell the time. Next day she takes her clock to the class. She says to her teacher, Saira Banu, 'Teacher, last month you taught us the names of months and number of days. I have a clock and I can't tell the time. Could you please teach us how to tell the time?' Saira Banu becomes very happy. She says, 'Of course! I will be happy to teach you to tell the time. First we will know only about the hours. Look at the clock, it has two hands. The short one is the hour hand and the long one is the minute hand.'She knows the clock to the students and says,'When two hands, the short one is the hour hand and the long hand is on 12, it means an hour and the short at different numbers mean different hours. From 12 midnight to 12 noon we say a.m. From 12 noon to 12 midnight we say p.m.'5. Write only the answer on the answer paper.a) Mita does not know - .i) how to tell the time ii) how to maintain timeiii) how to keep a watch iv) how to read booksb) When did the teacher teach the students months and days?i) yesterday ii) tomorrow iii) last month iv) last yearc) - becomes very happy.i) Mita ii) Saira Banuiii) Students iv) Mita's friendsd) Which hand indicates hour?i) long hand ii) short hand iii) mid hand iv) red hande) What do we say from 12 midnight to 12 noon?i) night ii) a.m. iii) p.m. iv) noonf) - gave the clock to Mita.i) Her mother ii) Her fatheriii) Her uncle iv) Her teacherg) Where did Mita take her clock?i) to school ii) to the classiii) to her friend iv) to the marketh) - is the minute hand.i) Long hand ii) Short handiii) Thin hand iv) All handi) How many hands have the clock?i) one ii) two iii) three iv) fourj) Clock tells us - .i) day ii) week iii) time iv) minuteAnswer to the question no. 5a. i) how to tell the time; b. iii) last month;c. i) Mita; d. ii) short hand; e. ii) a.m.;f. iii) Her uncle; g. ii) to the class; h. i) Long hand;i. ii) two; j. iii) time.# বাকি অংশ ছাপা হবে আগামীকালশিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
null
244aedb476
দীর্ঘদিন নষ্ট সরকারি অ্যাম্বুলেন্সটি। ল্যাব টেকনিশিয়ান ও সহকারী ল্যাব টেকনিশিয়ানের পদগুলো শূন্য। বাগেরহাটের মোংলায় করোনা সংক্রমণের হার দিন দিন বাড়তে থাকলেও নানা সমস্যার কারণে প্রয়োজনীয় সেবা দিতে পারছে না একমাত্র সরকারি হাসপাতালটি। মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। সিলিন্ডারে করে সরবরাহ করা অক্সিজেনেও আছে স্বল্পতা। ফলে কোভিড রোগীদের প্রয়োজনীয় সেবা মিলছে না হাসপাতালটিতে। এদিকে দীর্ঘদিন ধরে নষ্ট সরকারি অ্যাম্বুলেন্সটি। ল্যাব টেকনিশিয়ান ও সহকারী ল্যাব টেকনিশিয়ানের পদগুলো শূন্য। নেই এক্স-রে টেকনিশিয়ানও। ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় করতে বেগ পেতে হচ্ছে রোগী ও স্বজনদের। সিলিন্ডারের অক্সিজেন দিয়ে করোনায় আক্রান্ত রোগীদের অধিক চাপের অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে রোগীদের পাঠাতে হচ্ছে খুলনায়। ১৫ দিন ধরে মোংলা উপজেলায় করোনার সংক্রমণের হার শতকরা ৪০ থেকে ৭০। সেখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটিও এন-৯৫ মাস্ক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫টি অক্সিজেন সিলিন্ডারের বড় একটি অংশ রিফিলের জন্য দীর্ঘ সময় পড়ে থাকে খুলনায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, 'স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি শয্যা আছে করোনা রোগীদের জন্য। তবে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নেই। একজন কোভিড রোগীর জন্য ২-৩ ঘণ্টায় একটি সিলিন্ডার শেষ হয়ে যায়। তা ছাড়া হাই ফ্লো নাজাল ক্যানুলা নেই। ফলে বেশি মাত্রার অক্সিজেন যাঁদের লাগে, তাঁদের আমরা এই সেবা দিতে পারি না।' সমুদ্রবন্দর, ইপিজেডসহ নানা কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা মোংলা। প্রতিদিন দেশে নানা প্রান্ত থেকে এখানে যেমন কাজের জন্য আসেন মানুষ, তেমনি বন্দর, ইপিজেড ও শিল্প এলাকায় কাজ করেন হাজার হাজার শ্রমিক। কোভিডে তাঁদের চিকিৎসার যেমন কোনো সুযোগ নেই মোংলাতে, তেমনি জেলার কোনো হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর বা উচ্চচাপের অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। ফলে সংকটাপন্ন সব রোগীকে ছুটতে হয় খুলনায়। সেখানকার কোভিড হাসপাতালেও শয্যাসংকট রয়েছে। সংক্রমণের হার বাড়তে থাকায় মোংলা উপজেলা পৌর শহরে বিধিনিষেধ চলছে ৩০ মে থেকে। তবে বিধিনিষেধ পালনে উদাসীন সাধারণ মানুষ। আছে মাস্ক ব্যবহারেও অনাগ্রহ। মোংলায় বিধিনিষেধ দেওয়ার পরদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নূর উদ্দিন। তাঁর আত্মীয় মোংলা পৌর শহরের শ্যালাবুনিয়া এলাকার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, 'আমার স্ত্রী, দুই সন্তান ও শাশুড়ি করোনায় আক্রান্ত। শ্যালক তো মারা গেল। তার স্ত্রীও অসুস্থ। মোংলায় অক্সিজেনের সংকট যে কী প্রকট, তা বলে বোঝানো যাবে না। আমার শ্যালককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অক্সিজেন স্বল্পতার কারণে তারা দ্রুত খুলনাতে নিতে বলে। আমরা একটা অ্যাম্বুলেন্সও পাইনি। হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অকেজো।' সাখাওয়াত হোসেন আরও বলেন, শ্যালকের মৃত্যুর দুদিন পর তাঁর স্ত্রীকেও অক্সিজেন দেওয়ার দরকার হয়। রাতে তাড়াতাড়ি করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অনেক কষ্টে এক সিলিন্ডার অক্সিজেন জোগাড় করে একটি ভ্যানে চড়ে খুলনায় পৌঁছান। রোগী নিয়ে গেলেই খুলনায় পাঠানো হয়। এই উপজেলা হাসপাতাল থেকে লাভ কী? গত বৃহস্পতিবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, করোনার নমুনা পরীক্ষা করাতে আসা রোগীদের ভিড়। এদিন এখানে নমুনা দেওয়া ৫১ জনের মধ্যে ২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ৫১ শতাংশ। বুধবার এই হার ছিল ৬১ শতাংশের ওপরে। এদিকে করোনা রোগীর কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমে গেছে সাধারণ রোগীর চাপ। সাধারণ সময়ে ৫০ শয্যার এই হাসপাতালে শতাধিক রোগী ভর্তি থাকেন। তবে বর্তমানে তা নেমে এসেছে ১৫-২০ জনে। বৃহস্পতিবার পুরুষ ও নারী ওয়ার্ড মিলিয়ে ভর্তি রোগী ছিলেন ১৯ জন। আর করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ৫ জন।
2,274
648eb40778
চট্টগ্রাম-কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে ডাকা আজ সোমবারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে পরিবহনমালিক ও শ্রমিকনেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।দক্ষিণ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ১৯টি রুটে সংস্কারকাজ না হওয়ায় সোমবার (আজ) পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শুরু করায় এবং দ্রুত কাজ তা শেষ করা হবে বলে চট্টগ্রামের জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিকনেতা এবং বিআরটিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
null
8efb742bcf
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়নাল আবেদীনকে (৩৭) স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে জয়নাল অভিযোগ অস্বীকার করেছেন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁকে স্থায়ী বহিষ্কার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় নিজের দোকানে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে জয়নাল যৌন নিপীড়ন করেন বলে ওই শিশুটির বাবা অভিযোগ করেন। এরপর বেলা তিনটায় এ নিয়ে গ্রাম্য সালিস বসে। সালিসে তাঁকে জুতাপেটা করেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। জয়নাল সালিসে পায়ে ধরে ক্ষমা চান। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব ও লোকমান হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগকে বিষয়টি জানান। আজ তাঁকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। অভিযোগ প্রসঙ্গে জয়নাল আবেদীন জয় দাবি করেন, 'আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি কোনো ধরনের নিপীড়ন করিনি।' লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, 'জনরোষ থেকে তাঁকে বাঁচানোর জন্য আমি একই গ্রামের ছেলে হিসেবে তাঁকে শাসন করি। নতুবা সংক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে পিটুনি দিয়ে মেরে ফেলত। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই কাজ করেছি। ভিডিওটির আংশিক ছাড়া হয়েছে। পুরোটা দেওয়া হয়নি। তাহলে বিষয়টি পরিষ্কার হতো।' কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব বলেন, 'কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবে না। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।'
3,363
528cbaf628
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের লুণ্ঠিত তরবারিটি দেশটির কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ওই তরবারি ইরাকের রাষ্ট্রদূতের কাছে ফেরত দেয়।ইরাকে মার্কিন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতনের পর তাঁর ব্যক্তিগত দপ্তর থেকে তরবারিটি লুট হয়।৪৩ ইঞ্চি দীর্ঘ তরবারিটির ব্লেড অলংকৃত। খাপটি সোনার। খাপের ওপর আরবি হরফ খোদাই করা। নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল তরবারিটি। ১৫ হাজার মার্কিন ডলারে এটি বিক্রি হয়। এরপর ২০১২ সালের জানুয়ারিতে মার্কিন সরকার এটি জব্দ করে।নিলামকারী প্রতিষ্ঠানটি দাবি করেছে, একজন মার্কিন যুদ্ধবিষয়ক ইতিহাসবেত্তা ইরাক থেকে তরবারিটি নিয়ে যান।
null
6820703c1b
বাগেরহাটে জেলা জামায়াতে ইসলামীর সভাপতিসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলা জামায়াতের সভাপতি রেজাউল করীম (৫৯), জেলা কমিটির সদস্য শেখ মো. ইউনুস (৫৩) এবং কর্মী মহাসিন শেখ (৩৫), মো. সাব্বির হাসেমী (৩০) ও তাঁর ভাই মো. হুসাইন হাসেমী (৩৫)। পুলিশ জানায়, নাশকতা ও বিশৃঙ্খলা করার জন্য গোপন বৈঠক করা হচ্ছে - এমন খবরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের অন্তর্গত গুজিহাটী এলাকার শরিফুল ইসলামের মৎস্য ঘের থেকে গতকাল বুধবার রাতে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭টি ককটেল, ৩টি রামদা, ১টি বড় ছুরি, ককটেলের অংশবিশেষ, ১৩টি বিভিন্ন আকৃতির বাঁশের লাঠি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, এ ঘটনায় বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক রোকনুজ্জামান বাদী হয়ে ওই ৫ জনসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় বিএনপি ও যুবদলের একাধিক নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলছে জামায়াত। এ বিষয়ে বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির শেখ আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, গতকাল সদর উপজেলার ডেমা এলাকায় তাঁদের এক কর্মীর মা মারা যান। আসরের নামাজের পর তাঁর জানাজায় অংশ নিতে জেলা কমিটির সভাপতিসহ বেশ কিছু নেতা-কর্মী গিয়েছিলেন। জানাজা শেষে বাগেরহাট শহরে ফেরার পথে কাড়াকাড়া এলাকায় ডেমা ব্রিজের কাছে একদল লোক তাঁদের পথ রোধ করে মারধর করে একটি গ্যারেজে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। সেখানে কোনো মিছিল, মিটিং ‍কিছুই ছিল না। কিন্তু শুধু শুধু তাঁদের ধরে মারধর করে, আবার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জেলে পাঠানো হলো। জামায়াতের অভিযোগের ব্যাপারে পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, তাঁদের অভিযোগ সত্য না।
5,005
40baaf1ade
সুজিত মোস্তফার আধুনিক গানের প্রথম অ্যালবাম 'আমার গানের প্রথম চরণখানি' বেরিয়েছিল ১৯৯৪ সালে, কলকাতা থেকে। আটলান্টিস মিউজিক থেকে প্রকাশিত ওই অ্যালবামটি সুজিত মোস্তফা উত্সর্গ করেছিলেন বাবা আবু হেনা মোস্তফা কামালকে। দীর্ঘ ১৬ বছর পর এবার লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে শিল্পী সুজিত মোস্তফার আধুনিক গানের অ্যালবাম আবার হলো দেখা। অ্যালবামে মোট গান রাখা হয়েছে আটটি। গানের কথাগুলো হলো আবার হলো দেখা, আমার চোখে তুমি, যাই বলো না, যেই চোখ তোমার, কতকাল পরে, সকালের কারুকাজে তুমি, সুখ যার সয়না ও তোমার আছে সুর। গানের কথা লিখেছেন আবু হেনা মোস্তফা কামাল, মো. রফিক উজ জামান, এম এ পারভেজ, গোলাম মুস্তাফা, মিথিলা ইবরার, ধ্রুব এষ, টি আই অন্তর ও রবিউল ইসলাম জীবন। আর এসব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, ইবরার টিপু, অজয় শিকদার, পার্থ মজুমদার প্রমুখঅ্যালবামটি সম্পর্কে শিল্পী বলেন, আবার হলো দেখা অ্যালবামটিতে অনেক তরুণ এবং প্রতিষ্ঠিত গীতিকার সুরকার এবং সংগীত পরিচালক কাজ করেছেন। আমি সংগীত বলতে শ্রবণ এবং মননকেই বুঝি। গান শেখানোর বদৌলতে দেশে, দেশের বাইরে আমার কিছু ছাত্রছাত্রী ও ভক্ত তৈরি হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আমাকে একটি আধুনিক গানের অ্যালবাম তৈরির কথা বলে আসছিল। আমার চাওয়াও ছিল শ্রোতাদের হাতে আধুনিক গানের অ্যালবামটি তুলে দিতে। দীর্ঘ বিরতির কারণ হিসেবে সুজিত মোস্তফা বলেন, সংগীত প্রশিক্ষক হওয়ার কারণে আমি একজন গানের সমালোচকও বটে। আত্মসমালোচনার জন্যই হয়তো এই বিরতি। এ ছাড়া আমাকে গানের প্রশিক্ষণ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আবার হলো দেখা অ্যালবামটি সুজিত মোস্তফা তাঁর মাকে উত্সর্গ করেছেন।
null
339f8d4e74
কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের র‍্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষে সবুজ হোসেন (২৪) নিহতের ঘটনায় আজ রোববার দুপুরে মামলা হয়েছে। মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন ওরফে সবুজকে এক নম্বর আসামি করা হয়েছে।কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) খন্দকার লাবণী প্রথম আলোকে বলেন, আজ বিকেল সাড়ে তিনটার দিকে নিহত সবুজের মেজ ভাই আরিফ হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আর দুই-তিনজনকে আসামি করা হয়। মামলাটি কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ তদন্ত করবে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ শহরে র‍্যালি বের করে। এতে সহযোগী বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতা-কর্মীরা অংশ নেন। দুপুর সোয়া ১২টার দিকে শহরের মজমপুর রেলগেট এলাকার উত্তর দিকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে র‍্যালিটি শেষ হয়। এরপর নেতা-কর্মীরা যে যাঁর মতো আশপাশেই অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যে ম্যুরালের একটু দূরে রেলগেটের দক্ষিণ দিকে দুটি মিছিল মুখোমুখি হয়। একটি জেলা স্বেচ্ছাসেবক লীগের, অন্যটি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সমর্থকদের। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে হাসপাতালে মারা যান সবুজ।ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষ চলাকালে কালো পাঞ্জাবি পরিহিত এক যুবক শটগানের গুলি চালাচ্ছিলেন। যে ব্যক্তি গুলি চালাচ্ছিলেন, তাঁর নাম আনিচুর রহমান ওরফে আনিচ। তিনি ছিলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। প্রায় দেড় বছর আগে ঢাকার পল্লবী থানায় থাকাকালে ফেনসিডিল আত্মসাতের দায়ে তিনি চাকরিচ্যুত হন। এর পর থেকে কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া গ্রামের মোশাররফ হোসেন মণ্ডলের ছেলে আনিচ গ্রামেই থাকতেন। আনিচের গ্রামের দুজন বাসিন্দা এবং জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আনিচুর রহমানের ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। ওই শটগানটি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের ছিল। সেটি উদ্ধারে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের অস্ত্রের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে। রাতে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের লাইসেন্স করা শটগান, শটগানের ৪৬টি গুলি, লাইসেন্স করা পিস্তলের ৬৪টি গুলি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে পিস্তল পাওয়া যায়নি। সবুজ এ সময় বাড়িতে ছিলেন না। নিহতের ঘটনার জেরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেককে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গতকাল সংঘটিত ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সংঘর্ষের সময় ঘটনাস্থলের ৩০-৩৫ ফুট দূরেই অবস্থান করছিলেন ওসি আবদুল খালেকসহ পুলিশের একটি দল।
null
3cb27a708b
'কৈশোর তারুণ্যে বই'-এর উদ্যোগে ও সম্মিলিত আয়োজনে চাঁদপুরে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন। এ সময় বক্তৃতা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসেন, অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ প্রমুখ। আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে। মেলায় সময় প্রকাশনা, বিশ্বসাহিত্য কেন্দ্র, প্রথমা প্রকাশন, প্রতীক প্রকাশনা সংস্থা, জাগৃতি প্রকাশনী, কাকলী প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অ্যাডর্ন পাবলিকেশন, অনুপম প্রকাশনী, অনন্যা ও সংহতি প্রকাশন অংশ নিয়েছে।
null
38a0641b0a
নরসিংদীতে চাঁদা না দেওয়ার জের ধরে যুবলীগের নেতা-কর্মীরা এক ঠিকাদারসহ একজন পুলিশ কর্মকর্তাকে মারধর করেছে। গতকাল শনিবার সকালে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দুটি পৃথক মামলা হয়েছে। আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঠিকাদারিপ্রতিষ্ঠান মেসার্স সাখাওয়াত এন্টারপ্রাইজের মালিক ও নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন জানান, আমাদের ঠিকাদারিপ্রতিষ্ঠান টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল ২০ কিলোমিটার সড়কের সংস্কারের কাজ পায়। গতকাল আমার ছেলে সাখাওয়াত ও শ্রমিকেরা সেখানে কাজ শুরু করতে যায়। এ সময় ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি চঞ্চল মিয়ার নেতৃত্বে ১০-১২ জন লোক চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা সাখাওয়াতকে মারধর করে। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহসান কবির ঘটনাস্থলে যান। এ সময় তাঁকেও মারধর করা হয়।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন নরসিংদী-টঙ্গী সড়কের ভাটপাড়া সাকোরিয়া নামক স্থানে সকাল নয়টার দিকে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চঞ্চলসহ আটজনকে গ্রেপ্তার করে।
null
jn3l1e74xz
শিশু, প্রাপ্তবয়স্ক কিংবা প্রবীণ - সবার দৈহিক বিকাশ এবং সুস্থতার জন্যই দুধ আদর্শ খাবার। দুধে বিদ্যমান প্রয়োজনীয় খাদ্য উপাদান শরীরের পুষ্টি-চাহিদা নিশ্চিত করে। ঐতিহাসিক কিংবা সামাজিকভাবে দুধ বাংলাদেশের মানুষের কাছে বরাবরই জনপ্রিয়।কিন্তু মূলত দুটি কারণে সবার কাছে তরল দুধ পৌঁছে দেওয়া হয়ে ওঠে দুষ্কর। প্রথমত, ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে দুধের উৎপাদন বৃদ্ধি না পাওয়া। দ্বিতীয়ত, গরমপ্রধান আবহাওয়ায় বছরজুড়ে রেফ্রিজারেটরের মাধ্যমে দুধ সংরক্ষণের অবকাঠামোর অপ্রতুলতা। এই দুটি ধারণা থেকেই ডানো বাংলাদেশে নিয়ে আসে গুঁড়া দুধের অভাবনীয় ধারণাটি। ১৯৬১ সালে ডানোর মাধ্যমে গুঁড়া দুধের সঙ্গে পরিচিত হয় দেশের মানুষ। আমাদের শৈশবের সঙ্গে জুড়ে আছে লাল-সাদার সেই চিরচেনা নাম - ডানো। টেলিভিশনে ডানোর বিজ্ঞাপনে, মুদিদোকানের শেলফে, সুপারশপে ডানোর প্যাকেট বা কৌটা দেখলে আমরা সবাই যেন ক্ষণিকের জন্য শৈশবে ফিরে যাই। এই ডানোই হয়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতির বাহক, আস্থার প্রতীক, বিশ্বস্ততার অপর নাম। ডানো কীভাবে তার জনপ্রিয়তা যুগের পর যুগ ধরে রেখেছে, আজ তাই জানব। শত বছরেরও বেশি আগে ইউরোপের নিজস্ব ডেইরি ফার্মের দুধ দিয়ে যাত্রা শুরু করেছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম দুগ্ধজাত পণ্যের প্রতিষ্ঠান আরলা। প্রায় সাড়ে আট হাজার খামারির থেকে নেওয়া হয় বিভিন্ন দুগ্ধজাত পণ্যের কাঁচামাল। খামার থেকে গ্রাহকদের টেবিলে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো যাত্রাটাই থাকে আরলার নিয়ন্ত্রণে। এ কারণে পনির, মাখন, ইউএইচটি, ইয়োগার্ট, গুঁড়া দুধসহ সব পণ্যের গুণগত মান থাকে অটুট। 'আরলা'র একটি নিয়মিত পণ্য ও জনপ্রিয় ব্র্যান্ড হলো 'ডানো'। ডানো ছাড়াও আরলার বেশ কিছু প্রসিদ্ধ ব্র্যান্ড রয়েছে, যেমন লুরপাক, পুক, ক্যাস্টেলো ইত্যাদি। আরলার পণ্য ডানোর বাংলাদেশের পথচলাটা ৬০ বছরেরও বেশি সময়ের। ইউরোপে উৎপাদিত গুঁড়া দুধ সরাসরি চলে আসে গাজীপুরে ডানোর কারখানায়, সেখানেই বৈশ্বিক গুণগত মান বজায় রেখে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের প্যাকেটে পূর্ণ করা হয় এই দুধ। দুধের সকল পুষ্টি গুণাগুণের পাশাপাশি ডানো দুগ্ধখাতে অসংখ্য অভিনবত্বও নিয়ে এসেছে। বাংলাদেশের নিম্ন আয়ের মানুষদের কাছে দুধের পুষ্টি সহজলভ্য করতে ডানো ডেইলি পুষ্টিই প্রথম নিয়ে আসে ১০ টাকার প্যাকেট। এ ছাড়া ডানোই বাংলাদেশের প্রথম পাউডার দুধের ব্র্যান্ড, যে প্রতিনিয়ত দুধের পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এই আয়োজনে মানুষের মধ্যে দুধ খাওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফ্রি দুধ খাওয়ানো হয় এবং পুষ্টিসম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করা হয়। এভাবে ডানোর মাধ্যমে আরলা প্রতিনিয়তই বাংলাদেশের মানুষের কাছে নিয়ে আসছে অভিনব সব সমাধান। ডানো, বাংলাদেশে শুধু একটি গুঁড়া দুধের নামই নয়, তার চেয়েও বেশি কিছু। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের স্বীকৃতিতে দেশের 'সেরা মিল্ক ব্র্যান্ড' হিসেবে গত আট বছর ধরে প্রথম হয়ে আসছে আন্তর্জাতিক এই ব্র্যান্ড। সম্প্রতি শীর্ষস্থানীয় বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান 'কানটার ওয়ার্ল্ড প্যানেলে'র প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ডেইরি ব্র্যান্ডের নাম ডানো। কঠোরভাবে মান নিয়ন্ত্রণ ও পুষ্টি গুণাগুণ ধরে রাখতে সক্ষম হওয়ায় বিশ্বব্যাপী আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছে ডানো। আর প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের প্রয়োজন অনুযায়ী অভিনব সমাধান নিয়ে আসার মাধ্যমে এ দেশের পরিবারগুলোর বিশ্বস্ত বন্ধু হয়ে আছে ডানো, যুগের পর যুগ।
497
ID_29269
জাইটগিস্ট (চলচ্চিত্র ধারাবাহিক) জাইটগিস্ট হচ্ছে তিনটি তথ্যচলচ্চিত্রের ধারা যা ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে মুক্তি পায় যার মধ্যে একাধিক ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশ পায়, তার সাথে বিস্তৃত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের একাধিক প্রস্তাবনা। "জাইটগিস্ট: দা মুভি". "জাইটগিস্ট :দা মুভি হচ্ছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র যা পিটার জোসেফের তৈরি এবং তাতে একাধিক ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা হয়। চলচ্চিত্রতে দস্তাবেজীয় দৃশ্য, কৃত্রিম চলনদৃশ্য এবং পিছুভাষ্যর সমন্বয় ঘটানো হয়। অনলাইনে জুন ১৮, ২০০৭ এ মুক্তি পাবার পরে তা শীঘ্রই গুগল ভিডিও, ইউটিউব ও ভিমিওতে ১০ মিলিয়নের বেশি দৃষ্টি পায়। পিটার জোসেফের দাবিমতে, আদি জাইটগিস্টটি চলচ্চিত্র রুপে উপস্থাপন হয়নি বরং একটি "শিল্পপোস্থাপন অংশ যার মধ্যে ভাউদেভিলিয়ান, বহুমাধ্যমিক স্টাইলে ঘটনাপ্রবাহ প্রদর্শনী ছিলো, রেকর্ডকৃত বাজনা, তাৎক্ষনিক যন্ত্র এবং ভিডিও ব্যবহার করে।" ঘটনাবর্ণনা. চলচ্চিত্রটির সূচনাতে বিশেষায়িত হয়েছে কৃত্রিম দৃশ্যাবলী, যুদ্ধের চিত্র, বিষ্ফোরন, সেপ্টেম্বার ১১ হামলা এবং চোগিয়াম ট্রুংপা রিনপোচে এবং জর্জ কার্লিনের উদ্ধৃতি। প্রথম অংশে দাবি প্রকাশ হয়েছে যে খৃষ্টানধর্ম প্রধানত অন্যান্য ধর্ম থেকে সংগ্রহ করে মিশ্রন করে তৈরি, তার সাথে জ্যোতির্বিদ্যাভিত্তিক পুরান এবং অন্যান্য ঐতিহ্যের মিশ্রন। যিশু পুরাকাহিনি অনুকল্পের বিস্তৃত বর্ণনা দেখাতে এই অংশে যিশুর ঐতিহাসিকতা নিয়ে বিতর্ক দেখানো হয়েছে যেখানে দাবি করা হয় যে সে আসলে সাহিত্যিক ও জ্যোতির্বিদ্যাপুরানের শংকর চরিত্র, যাকে লালন করানো হয়েছে সুবিধাবাদি ও রাজনৈতিক বাহিনি দিয়ে।
null
1em5a7gug3
চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী। অবরোধের সময় তাঁদের ওপর পুলিশ হামলা চালিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। 'চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম' ব্যানারে আজ শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন দেড় শতাধিক চাকরিপ্রত্যাশী। বিকেল সোয়া চারটার দিকে তাঁরা জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের নেতৃত্বে বিকেল পাঁচটার দিকে অর্ধশতাধিক পুলিশ সদস্যের একটি দল শাহবাগ মোড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ মোড়ে গিয়ে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বলে। কিন্তু তাঁরা শুনছিলেন না। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের মারধর করে। এ সময় আন্দোলনকারীদের বেশির ভাগ ছত্রভঙ্গ হয়ে আশপাশে সরে যান। কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করেছে। চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের নেতা এম এ আলী দাবি করেন, তিনিসহ বেশ কয়েকজন আন্দোলনকারী পুলিশের হামলায় আহত হয়েছেন। কয়েকজনকে পুলিশ আটক করেছে। তিনি সাংবাদিকদের বলেন, 'কিছু সময়ের জন্য শাহবাগে অবস্থান নিয়েছিলাম। হারুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা হলো। এর আগেও তাঁর নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে।' এম এ আলী বলেন, 'আমরা এসেছিলাম ইশতেহার বাস্তবায়নের দাবি নিয়ে। পুলিশের যেখানে নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তারা নিরপরাধ ছাত্রছাত্রীদের অন্যায়ভাবে আঘাত করেছে। এ রাষ্ট্র সত্যিই কি দেউলিয়া হয়ে গেছে?' এ সময় আন্দোলনকারী মুক্তা সুলতানা প্রথম আলোকে বলেন, 'প্রত্যেক নারীর গায়ে পুলিশের পুরুষ সদস্যরা হাত তুলেছেন। পুলিশকে এই অধিকার কে দিয়েছে? প্রধানমন্ত্রী বলেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে তিনি অ্যাপ্রিশিয়েট করেন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলাম। তাহলে আমাদের কেন হামলার শিকার হতে হলো?' আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর বিকেল ৫টা ১০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের রমনা অঞ্চলের ডিসি মো. শহিদুল্লাহ। এ সময় এডিসি হারুন অর রশিদও তাঁর সঙ্গে ছিলেন। হামলার অভিযোগ অস্বীকার করে ডিসি শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, 'তাঁরা (আন্দোলনকারী) রাস্তা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আমরা তাঁদের সরিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।'
null
22f89d5778
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই দিনে নীলফামারীতে দুস্থ মানুষের মধ্যে ৪২টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা এসব কম্বল বিতরণ করে।বন্ধুসভার কয়েকজন সদস্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসবকম্বল বিতরণের আগে গত মঙ্গলবার নীলফামারী বন্ধুসভার সদস্যরা জেলা সদরের সোনারায়, খোকশাবাড়ি, কুন্দুপুকুর, ইটাখোলা, টুপামারী ও পৌরসভা এলাকা ঘুরে দুস্থ মানুষের তালিকা তৈরি করেন। পরে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।জেলা সদরের সোনারায় ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গত সোমবার রাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে গতকাল বুধবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন বড়ুয়া বেড়াকুঠি দাখিল মাদ্রাসার আলোচিত শিক্ষক রঞ্জিত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন সোনারায় সংগলসি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায়, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বন্ধুসভার সভাপতি সুধির রায়, সাধারণ সম্পাদক মারুফ খান, সদস্য শেখ সাদী, মনিরা খানম, বিকাশ চন্দ্র রায় প্রমুখ।কম্বল হাতে পেয়ে ফজলে রহমান (৫০) বলেন, 'আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। এই কম্বলটা আমাদের অনেক উপকারে আসবে।'
null
6e359eeea9
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক দিনের মধ্যেই আবার কমে এসেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম শূন্য দশমিক ৫ বা আধা শতাংশ কমে গতকাল বৃহস্পতিবার ৪৮ দশমিক ৪৫ মার্কিন ডলারে নেমে এসেছে; যা আগের দিন বুধবার ৪৯ ডলারে উঠেছিল। তেল রপ্তানিকারক প্রধান দেশগুলোর সংগঠন ওপেক আট বছর পর গত বুধবার দাম বাড়ানোর লক্ষ্যে তেলের উৎপাদন কমানোর বিষয়ে ঐকমত্য হওয়ার খবরে এক দিনেই বিশ্ববাজারে পণ্যটির দাম ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। আলজেরিয়ায় বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে ওপেক তেলমন্ত্রীরা জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেন। তেলমন্ত্রীরা অবশ্য বলেন, তেল উত্তোলনের পরিমাণ কমানোর চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হবে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ওপেকের বৈঠকে। এদিকে উৎপাদন কমানোর বিস্তারিত সিদ্ধান্ত আসার আগেই মূল্য বৃদ্ধি পাওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে গতকাল তেলের দাম আবার কমে আসে। এর আগে সর্বশেষ ২০০৮ সালে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান সিএমসি মার্কেটসের প্রধান কৌশল নির্ধারক মাইকেল ম্যাকার্থি বলেন, 'তেল উৎপাদন নিয়ে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা সন্দিহান। তাঁরা প্রশ্ন তুলেছেন, এখনো উৎপাদন কমানোর বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি এবং কোন কোন দেশ কাজটি করবে, তা-ও বলা হয়নি। আলজেরিয়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে ওপেকের তেলমন্ত্রীরা বিশ্বে দৈনিক তেল উৎপাদনের পরিমাণ সাত লাখ ব্যারেল কমানোর ব্যাপারে একমত হয়েছেন। তবে সংস্থাটির সদস্যদেশগুলো সমানভাবে তা কমাবে কি না, সেটি বলা হয়নি। অন্যদিকে ইরানকে তেল উৎপাদন বাড়ানোর অনুমতি দেওয়া হতে পারে, এমন সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, কোন দেশ কী পরিমাণ তেল উত্তোলন করবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ওপেকের নভেম্বরের বৈঠকে। ওপেকের সভাপতি ও কাতারের জ্বালানিমন্ত্রী মোহাম্মেদ বিন সালেহ আল-সাদা বলেছেন, ওপেকের সদস্যদেশগুলোর দৈনিক তেল উৎপাদনের পরিমাণ ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলে সীমিত করা হবে। বর্তমানে ওপেকের সদস্যরা প্রতিদিন ৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার ব্যারেল তেল উৎপাদন করে। এর আগে ইরান ও তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মতানৈক্যের কারণে তেলের দাম বাড়াতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ ভেস্তে যায়। ওপেকের ছোট ছোট সদস্য বছর দুয়েক আগে যখন তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে নেমে গিয়েছিল, তখন থেকেই চাহিদা কমার বিপরীতে উদ্বৃত্ত সরবরাহের লাগাম টেনে ধরার কথা বলে আসছে; যাতে মূল্য বৃদ্ধি পায়। তেলের উৎপাদন কমানোর প্রাথমিক সিদ্ধান্তে ওপেকের সদস্যরা বেশ উচ্ছ্বসিত। যেমন এটাকে ইরানের তেলমন্ত্রী বিজান জানগানেহ একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। নাইজেরিয়ার তেলমন্ত্রী এমানুয়েল আইবে কাচিকো সিদ্ধান্তটিকে 'অত্যন্ত ইতিবাচক উদ্যোগ' বলে মন্তব্য করেছেন। আলজেরিয়ার জ্বালানিমন্ত্রী নৌরেদ্দিন বোয়ারফা বলেছেন, এটি একটি সর্বসম্মত সিদ্ধান্ত, যেখানে রক্ষণশীলতা ছিল না। ওপেকের সদস্যদেশগুলোতে সম্মিলিতভাবে বিশ্বের মোট তেল উৎপাদনের ৪০ শতাংশের বেশি হয়ে থাকে। সূত্র: বিবিসি, ফরচুনডটকম ও ফোর্বস
null
44552eb1ac
যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে তারা এ দাবি জানায়।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে হরতালবিরোধী মিছিল বের করে গণজাগরণ মঞ্চের এই অংশ। ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সংক্ষিপ্ত বক্তব্যে সারা দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলসহ সর্বস্তরের মানুষকে হরতাল প্রত্যাখ্যান ও প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, 'নিজামীর ফাঁসির রায়ে সারা বিশ্বের মানুষ খুশি হয়েছে, আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। যাঁরা দায়িত্বশীল রয়েছেন, তাঁদের উচিত অবিলম্বে এই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা।' এ সময় তিনি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান।ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল: দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে 'ছাত্র সংগ্রাম পরিষদের' ব্যানারে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি কলা ভবন ঘুরে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
null
205b3cdec0
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের চতুর্থ তলায় পূর্ব দিকের অংশে মাঝামাঝি স্থানে অবস্থিত ফ্লোর ওয়াইজ ইলেকট্রিক রুমে গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুততার সঙ্গে আগুনের উৎস শনাক্ত করে তা পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণে অফিসের নথিপত্র বা আসবাবপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।
null
ID_41799
কার্ল নুনেস রবার্ট কার্ল নুনেস (; জন্ম: ৭ জুন, ১৮৯৪ - মৃত্যু: ২৩ জুলাই, ১৯৫৮) জ্যামাইকা উপনিবেশের কিংস্টনে জন্মগ্রহণকারী বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের সর্বপ্রথম টেস্টে নেতৃত্ব দেয়ার গৌরব অর্জন করেছেন কার্ল নুনেস। প্রারম্ভিক জীবন. কিংস্টনে জন্মগ্রহণকারী নুনেস উলমার্স স্কুলে অধ্যয়ন করেন। এরপর উচ্চতর পড়াশোনার জন্যে ইংল্যান্ডের ডালউইচ কলেজে ভর্তি হন। ১৯২৩ সালে ইংল্যান্ড সফরে দলের অন্যতম সদস্য ছিলেন। ঐ সফরে তাঁর দল ১২ খেলায় জয় পেয়েছিল। দলে তিনি সহঃ অধিনায়কের দায়িত্বে ছিলেন ও দ্বিতীয়সারির উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। এ সফরেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশগ্রহণ ঘটে তাঁর। ১৯২০-এর দশকের মধ্যভাগে জ্যামাইকা দলের অধিনায়করূপে বার্বাডোস, এমসিসি ও লিওনেল টেনিসনের নেতৃত্বাধীন সফরকারী দলের বিপক্ষে খেলেন। টেনিসনের দলের বিপক্ষে দুইটি সেঞ্চুরি হাঁকান। তন্মধ্যে নিজস্ব সেরা অপরাজিত ২০০* তোলেন। ১৯২৬ সালে জ্যামাইকান ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠাকালীন তিনি শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেন। খেলোয়াড়ী জীবন. সমগ্র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে শুধুমাত্র উইকেটের পিছনে মাঝারিমানের থাকলেও ১৯২৮ সালে জর্জ ডিউহার্স্টের অনুপস্থিতিতে প্রধান উইকেট-রক্ষক মনোনীত হন। নিজস্ব প্রথম পছন্দের অবস্থান ব্যাটিং উদ্বোধনের পরিবর্তে মাঝারিসারিতে চলে যান। টেস্টে তিনি সীমিত সাফল্য পান ও সর্বোচ্চ ৩৭ রান করেন। সে তুলনায় প্রথম-শ্রেণীর খেলাগুলোয় অধিক সফলতা পেয়েছেন। তন্মধ্যে, গ্ল্যামারগনের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেন। এ সফরের পর তিনি কেবলমাত্র জ্যামাইকাতেই খেলতে থাকেন। এতে ১৯২৯-৩০ মৌসুমে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে কিংস্টন টেস্টেও তাঁর অংশগ্রহণ ছিল। খেলাটি চার টেস্ট সিরিজের চূড়ান্ত ছিল। নুনেস পুনরায় অধিনায়করূপে মনোনীত হন। তবে, এবার তাঁকে উইকেট-রক্ষণ থেকে দূরে সরে আসতে হয় ও ইনিংস উদ্বোধনে নামেন। তত্ত্বগতভাবে অনির্দিষ্ট সময়ের ঐ টেস্টটি আটদিন খেলার পর ড্রয়ে পরিণত হয়। অ্যান্ড্রু স্যান্ডহামের ৩২৫ রানের কল্যাণে ইংল্যান্ড তাদের তৎকালীন সর্বোচ্চ ৮৪৯ তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ২৮৬ রানের মধ্যে সর্বোচ্চ ৬৬ তোলেন নুনেস। দ্বিতীয় ইনিংসে করেন ৯২। জর্জ হ্যাডলি'র সাথে দ্বিতীয় উইকেটে যোগ করেন ২২৭ ও হ্যাডলি নিজে করেন ২২৩। এটিই নুনেসের সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল। সম্মাননা. ১৯৪৫ থেকে ১৯৫২ সময়কালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও, ১৯৪৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত জ্যামাইকা ক্রিকেট সংস্থারও সভাপতিত্ব করেন তিনি। ৬৪ বছর বয়স লন্ডনে দেহাবসান ঘটে তাঁর। জুন ১৯৮৮ সালে নুনেসকে $৩ ডলার সমমূল্যের জ্যামাইকান স্ট্যাম্পে বার্বাডোস ক্রিকেট বাকলের পাশে উপস্থাপন করা হয়।
null
49a95aa242
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার ৪৯ জনের কাছ থেকে ৫ হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৩৬ গ্রাম হেরোইনের ৬৬৪টি পুরিয়া, ৯৫০ গ্রাম গাঁজা, ২৭৫ বোতল ফেনসিডিল, ৭২ ক্যান বিয়ার ও ৮০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।
null
37dc327531
মানহানির অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত এই আদেশ দেন। আগামী ৫ মার্চের মধ্যে পুলিশকে পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।গত বছরের ৮ সেপ্টেম্বর ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধু নিয়ে মানহানিকর কটূক্তির অভিযোগে এ মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। তদন্ত শেষে পল্টন থানার পুলিশ তারেক রহমান ও মির্জা ফখরুলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। গতকাল আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে তারেক ও ফখরুলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, 'আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।' মির্জা ফখরুল ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি।'মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়ার আদালতে ফখরুলসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে করা একটি মামলায় গতকাল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।অন্য আদালতে ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ আগামী ২৯ মার্চ শুনানির দিন ধার্য করেন।
null
2ea4e2be2e
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ১২ জন সাংসদ কংগ্রেসে যোগ দিতে পারেন। এ তালিকায় আছেন সাংসদ ও সংগীতশিল্পী কবীর সুমনও। এ ছাড়া রাজ্য তৃণমূলের ৭৫ জন বিধায়কও কংগ্রেসে যোগ দেওয়ার কথা ভাবছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৃণমূল কংগ্রেসের বেশ কজন শীর্ষস্থানীয় নেতার রাজনৈতিক কর্মকাণ্ডে সম্প্রতি তাঁদের ওপর চটেছেন দলের বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক। তাঁদের অনেকেই এখন চুপ হয়ে আছেন। কোনো রাজনৈতিক তত্পরতায়ও তাঁদের দেখা যাচ্ছে না। ইতিমধ্যে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন সাংসদ কবীর সুমন ও বিধায়ক শিখা মিত্র। কংগ্রেসের নেতা ও ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী সম্প্রতি এক জনসভায় বলেন, 'তৃণমূল কংগ্রেসের ১২ জন সাংসদ ও ৭৫ জন বিধায়ক কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছেন। যেকোনো মুহূর্তে তাঁরা যোগ দিতে পারেন কংগ্রেসে। দলত্যাগ আইনের ফাঁসে পড়ে যাতে সাংসদ ও বিধায়ক পদ হারাতে না হয়, সে জন্য তাঁরা অপেক্ষা করছেন।' আবু হাসেম খান আরও বলেন, 'তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের খামখেয়ালিপনায় বেশ কজন সাংসদ ও বিধায়ক বিরক্ত। তৃণমূল কংগ্রেস নীতিহীনতায় ভুগছে। তারা কোনো উন্নয়নের কাজ করছে না। ঘোষণার রাজনীতি করছে।' তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলে ভাঙন দেখা দেবে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ১৯ জন সাংসদ ও পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় ১৮৪ জন বিধায়ক আছেন।
null