id
stringlengths 1
15
| text
stringlengths 1
129k
| __index_level_0__
int64 0
10k
⌀ |
---|---|---|
56523e37be | উনিশ-বিশ বছরের জীবনে আমি যে কয়টা স্বপ্ন দেখেছি তার মধ্যে অন্যতম ছিল ঘরে না ফেরার স্বপ্ন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আমি যখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসা ছেড়েছিলাম, তখনই ভেবে নিয়েছিলাম ঘরে আর ফিরব না। কোভিড-১৯ অন্য অনেকের মতো আমার এই ছোট এবং আপাতদৃষ্টিতে অগুরুত্বপূর্ণ ছেলেমানুষী স্বপ্নটা ভেঙে দিয়েছে। দীর্ঘ সময়ের জন্য যেদিন ঘরে ফিরতে হয়েছিল, সেদিন মনে হচ্ছিল আমি বর্তমান রেখে দিয়ে অতীতে ফেরত যাচ্ছি। এখনো তা-ই বিশ্বাস করি। এই চিন্তাটা আমার খুব প্যারাডক্সিক্যাল মনে হয়। আমার মাথায় বর্তমানের একটা আইডিয়া ছিল - অর্থাৎ প্রতিটা আগামীকালের একটা পরিষ্কার চিত্রায়ণ ছিল। তেমনটা ঘটেনি বলে আমার মনে হচ্ছে যে আমি অতীতে আছি। আবার এটাও আমার কাছে সত্যি, আড়াই বছর আগে ঘর ছেড়ে যাওয়া মানুষটা আর ফিরে আসা মানুষটা এক না। কাজেই আমি চাইলেই অতীতে বাঁচতে পারি না। স্থানটাই শুধু একই; কাল আর পাত্র দুটোই বদলে গেছে। তবু অতীতে বসবাসের চিন্তাটা বারবার আসে, ঘুরেফিরে আসে; এই চিন্তা থেকে আমি বের হতে পারি না। দুই মাস হলো আমি আমাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ আমার দাদুবাড়িতে আটকা পড়ে আছি। 'আটকা পড়ে আছি' জাতীয় অনুভূতি না থাকলে বোধ করি সময়টা খুব আনন্দদায়ক হতো। তবে আটকা না পড়লে এত লম্বা সময় আমি অবশ্যই গ্রামে থাকতাম না। কোথাও দীর্ঘক্ষণ থাকা আমার পোষায় না। একটা জায়গা, যেখানে আমি সব সময় ৭ থেকে ১০ দিনের জন্য বেড়াতে এসেছি, সেখানে দুই মাস থেকে বুঝতে পারছি এখানে আমি এর আগে কখনোই ঠিক 'থাকি'নি। এর আগে আমি কখনো জানতাম না একটা বড় পরিবারের সঙ্গে থাকার বিষয়টা আসলে কেমন; কত দ্বন্দ্ব আর মায়া সেখানে যুগপৎভাবে বসবাস করে। একটা বাচ্চার সঙ্গে সময় কাটানোর আসলে কী মানে; তাদের পর্যবেক্ষণ আর সাহস কীভাবে তাদের বড় করে তোলে - এসব জানতাম না। অনুকরণ আর অনুসরণ আমাদের সবার জীবনে কত ভীষণভাবে ব্যাপৃত থাকে, সেটা আমি গত দুই মাসে একটা বাচ্চাকে দেখে শিখেছি। জেনেছি, শুধু কর্মজীবী মায়ের সন্তানেরা মায়ের সান্নিধ্য পায় না, এই ধারণা ভুল; একটা সংসার চালানোর বিশাল কর্তব্য সম্পাদন করার পর গৃহিণী মাকেও সন্তান সন্ধ্যার পরই পায়। সব সময় দেখেছি, আমাদের বাড়িতে গোলাভর্তি ধান থাকে। নতুন বিয়ে করিয়ে আনা বউকে দিয়ে সেই গোলায় এক মুঠো ধান দেওয়ানো হয়, যেন এমনই ভরভরন্ত থাকে সম্ভার। কিন্তু এর পেছনে কত পরিশ্রম আর তপস্যা লাগে, সেটা আমি শেষ দুই মাসে জেনেছি। গ্রামে জিনিসপত্রের প্রচুর পুনরুৎপাদন হয়। খুব কম বস্তুসামগ্রী এখানে ফেলা যায়। একদিন শুনলাম ঝাড়ুর দরকার। পরদিনই দেখলাম নারকেল পাতা থেকে শলা নিয়ে দাদিমা বসে বসে ঝাড়ু বানাচ্ছেন। তারপর শুনলাম নতুন ঘরের জন্য কাঠ দরকার। দেখলাম পুরোনো খাটিয়া নামিয়ে সেখান থেকে যত দূর সম্ভব কাজে লাগানো হচ্ছে। কলাগাছ মরে গেছে কেটে ফেলতে হবে; দাদু ভাইয়া এসে বললেন, 'বাচ্চাদের জন্য ভেলা বানিয়ে দিই; সবাই বাড়িতে আছে, মজা পাবে।' চাচিরা যে হারে প্রতিদিন নতুন নতুন শাকপাতা কাটেন, আমি খুবই ভয়ে আছি, কোনো দিন ঘাস বা কাঁঠাল পাতা টেবিলে দেখতে পাব। ধানের খড় গোয়াল আর খামারে চলে যাচ্ছে, অবশিষ্টাংশ চুলায়। বাসি ভাত হাঁস-মুরগির খাবার হয়ে যাচ্ছে, হাড়গোড়, কাঁটা কুকুর-বিড়ালের। বিষয়টা আমার খুবই চমকপ্রদ লাগে।তবুও বারবার মনে হয়, আমি বর্তমানে না, অতীতে বসবাস করছি। | null |
6a9d862565 | বগুড়ার ধুনটে ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ উপজেলা ভিজিডি কমিটির ২৪ জন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামিলা খাতুন গত রোববার বগুড়া জেলা সহকারী জজ আদালতে এ মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।মামলা সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী ৪ সদস্যের বাছাই কমিটি তালিকা তৈরি করে উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ইউএনওর কাছে জমা দেয়। কিন্তু নিয়ম লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের লোকজন পৃথক একটি তালিকা করেন। এ অবস্থায় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ৩০ জন নারী সদস্য কমিটির দেওয়া তালিকা অনুযায়ী ভিজিডি কার্ড বিতরণের দাবি করেন। কিন্তু ইউএনও ২ মার্চ তাঁদের তালিকা অনুযায়ী ভিজিডি কার্ড দিতে অস্বীকার করেন। ইউএনও আবদুল্লাহ হারুন বলেন, 'মামলার কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। আগামী দু-এক দিনের মধ্যে আদালতে উপযুক্ত জবাব পাঠানো হবে।' | null |
3a0011a1fd | কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার। এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার সবাইকে অনুরোধ জানিয়েছে। | 2,444 |
1dcad0e079 | তিথি-নক্ষত্র ও পঞ্জিকা মেনে চামুন্ডেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) নেতা এইচ ডি কুমারস্বামী। তাঁরই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি দলিত নেতা জি পরমেশ্বর।আগামী শুক্রবার আস্থা ভোটে জেতার পর গঠিত হবে জোট মন্ত্রিসভা। ৩৪ সদস্যের মন্ত্রিসভায় কংগ্রেসের সদস্য হবে ২২ জন, অন্যরা জেডিএসের। বিধানসভার স্পিকার হিসেবে আগেই শপথ নিয়েছেন কংগ্রেসের রমেশ কুমার। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের জাঁকজমকে সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠল জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট গঠনের উদ্যোগ।বেঙ্গালুরুতে বিধানসভা ভবনের সামনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল ও জেডিএসের প্রাণপুরুষ সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া দুজনেই জানিয়ে দিয়েছেন, রাজ্যে সহযোগিতার এই মডেল তাঁরা জাতীয় স্তরেও নিয়ে যাবেন। কংগ্রেস ও জেডিএসের শীর্ষ নেতাদের পাশে থেকে সম্মিলিতভাবে বিজেপি-বিরোধিতার ইঙ্গিত দিয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেরালার সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এঁদেরই পাশাপাশি উপস্থিত ছিলেন এসপি নেতা অখিলেশ সিং যাদব, বিএসপি নেত্রী মায়াবতী, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, লোকদল নেতা অজিত সিং, সংযুক্ত জনতা দল নেতা শরদ যাদব, বিহারের আরজেডি নেতা লালুপ্রসাদের ছেলে তেজস্বীসহ আরও অনেকে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কংগ্রেস-বিরোধিতা ইদানীং প্রবল। শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতাদের এড়াতে গত মঙ্গলবার বেঙ্গালুরু এসে তিনি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। যদিও জোটের প্রয়োজনীয়তার কথাও জানিয়ে গেছেন। অনুপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, এআইএডিএমকে নেতা পনিরসেলভাম, ডিএমকে নেতা স্ট্যালিন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বিজেপি-বিরোধিতায় বিরুদ্ধ দলগুলো একমত হলেও নেতৃত্বদানের প্রশ্ন ঘিরে এই জোটবদ্ধতা মজবুত হবে কি না, সেই সংশয় থেকেই যাচ্ছে। মমতা-চন্দ্রশেখর রাও ঘোর রাহুল-বিরোধী। জোট নেতৃত্ব তাঁরা রাহুলের কংগ্রেসকে ছাড়তে রাজি নন। তাঁদের মত হলো, কর্ণাটকের ফর্মুলা কংগ্রেস জাতীয় স্তরেও মেনে চলুক। অন্য কেউ প্রধানমন্ত্রী হোন, কংগ্রেস সমর্থন জানাক। শপথ গ্রহণের প্রাক্কালে দেবেগৌড়া কিন্তু স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপির বিরোধিতা সম্ভব নয়। রাহুলের নেতৃত্ব মানতে আপত্তি রয়েছে মারাঠা 'স্ট্রং ম্যান' শরদ পাওয়ারেরও। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসেছিলেন। রাহুলের পাশেই বসেও ছিলেন। অনুষ্ঠানে দেখা যায়নি সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। অথচ ভোটের আগে তিনিই ছিলেন রাজ্যের বিজেপি-বিরোধী মুখ। বিজেপি-বিরোধিতা শেষ পর্যন্ত কোন দিকে বাঁক নেবে সেই জল্পনা ছাপিয়ে বৃহস্পতিবার বড় হয়ে ওঠে এক মঞ্চে মায়াবতী-অখিলেশের উপস্থিতি। ১৯৯৫ সালে লখনৌয়ের সরকারি গেস্টহাউসে সমাজবাদী পার্টির দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হওয়ার পর থেকে মায়াবতী কোনো দিন এসপির কোনো নেতার সঙ্গে এক মঞ্চে আসেননি। গত ২৩ বছরে মুলায়ম সিং যাদবের সঙ্গে কোনো দিন রাজনৈতিক অথবা অরাজনৈতিক কোনো মঞ্চ তিনি ব্যবহার করেননি, বাক্যালাপও ছিল বন্ধ। এই বছর গোরক্ষপুর ও ফুলপুর লোকসভার উপনির্বাচনে এসপি-বিএসপি জোট হলেও মায়াবতী-অখিলেশ একসঙ্গে প্রচার চালাননি। বেঙ্গালুরুতে এই প্রথম তাঁদের এক মঞ্চেই শুধু দেখা গেল না, দুজনে কথাও বললেন। রাহুলের উপস্থিতিতে মায়াবতী কথা বললেন সোনিয়া গান্ধীর সঙ্গে। দুজন দুজনার হাত ধরাধরি করে।সন্দেহ নেই বিজেপির মুখের গ্রাস কেড়ে নিয়েছে কংগ্রেস। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনটি তারা পালন করল 'জনমত অবমাননার' দিন হিসেবে, কর্ণাটকে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়ে। | null |
usx47r62lv | নানা সংকটের মধ্যেও আমাদের রিজার্ভ ভালো আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, 'রিজার্ভ তলানিতে আছে, এটা সঠিক নয়, রিজার্ভ ভালো আছে। এই ভালোটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইবোনদের কারণে। তাঁরা দিনরাত কষ্ট করছেন। দেশে টাকা পাঠাচ্ছেন। প্রবাসীরা আমাদের মাথার মুকুট।' সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীর আলোচনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। শনিবার দুপুরে পৌর শহরের হাসনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জ্বালানি তেল, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের ঘাটতির বিষয়ে তাঁর বক্তব্যে আরও বলেন, 'এসব সমস্যার কারণে মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। সুরঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা দেখা যাচ্ছে। বৈশ্বিক নানা পরিবেশ, পরিস্থিতি দেখেই বলছি, কোনো গণক বলেনি। সংকট কাটবে। সামনের মাস থেকে সবকিছু স্বাভাবিক হতে শুরু করবে বলে আমরা আশাবাদী।' পরিকল্পনামন্ত্রী সরকারপ্রধানের পক্ষে এ জন্য জনগণকে ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা দেশের সব অঞ্চলের মানুষের জন্য সুষম উন্নয়ন নিশ্চিতে কাজ করছেন। এটা সহজ নয়। বাধা আছে। যাঁরা কেকের ওপরের মাখন খেতে চান, তাঁরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। উন্নয়নের প্রবহমান স্রোত যেন না থামে, এ জন্য শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, জীবন ভয়ের নয়, সাহসের, আনন্দের। তাই জীবনকে উপভোগ করতে হবে। ন্যায়, নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মন থেকে হীনম্মন্যতা মুছে ফেলতে হবে। বাঙালি হিসেবে গর্ব করে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদ। এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাশ, শিক্ষার্থী চন্দ্রিমা রহমান ও জুবায়ের আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী।জেলা পরিষদের পক্ষ থেকে ২০২১ সালে সুনামগঞ্জ জেলায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৭৫ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০১ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। | 3,522 |
42796ecd9d | মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নতুন পরিচালকের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জেমস কমি নামের এই কর্মকর্তা বিদায়ী পরিচালক তৃতীয় রবার্ট মুয়েলারের স্থলাভিষিক্ত হবেন। কমি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বিচার বিভাগের কর্মকর্তা ছিলেন। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। গতকাল হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ওবামা এফবিআইয়ের নতুন প্রধান হিসেবে কমির নাম ঘোষণা করেন। মার্কিন সিনেটের অনুমোদন পেলে ১০ বছরের জন্য এফবিআইয়ের প্রধান পদে দায়িত্ব পালন করবেন কমি। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ঘটনার মাত্র কয়েক দিন আগে এফবিআইয়ের পরিচালক পদে যোগ দেন মুয়েলার। আগামী ৪ সেপ্টেম্বর ওই পদ থেকে অবসরে যাবেন তিনি। হোয়াইট হাউসের অনুষ্ঠানে মুয়েলার এবং কমির দক্ষতা ও কাজের প্রশংসা করেন ওবামা। | null |
6d67d19c93 | কালকের দুটি ম্যাচই হয়েছে ড্র। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভিক্টোরিয়া ও যাত্রাবাড়ীর ম্যাচটি গোলশূন্য শেষ হয়েছে। একই মাঠে ওয়ান্ডারার্স ও বাড্ডা জাগরণীর ম্যাচ ছিল ১-১। ওয়ান্ডারার্সের গোলদাতা শাহাদাত, বাড্ডার জুয়েল। | null |
ID_45870 | প্রথম ইয়াজিদ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (২০ জুলাই ৬৪৭ - ১৪ নভেম্বর ৬৮৩) সাধারণভাবে প্রথম ইয়াজিদ বলে পরিচিত, ছিলেন উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা। উত্তরাধিকার সূত্রে খিলাফত লাভকারীদের মধ্যে তিনি সর্বপ্রথম খলিফা হন। তার পিতা প্রথম মুয়াবিয়া তাকে খলিফা নিযুক্ত করেন। তিনি ৬৮০ থেকে ৬৮৩ সাল পর্যন্ত তিন বছর শাসন করেন। | null |
4eb7a41ca2 | বাড্ডায় তোবা গ্রুপের কারখানার সামনে শ্রমিক আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফার ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এসে লিখিতভাবে ক্ষমা চান তিনি।সূত্র জানায়, উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকনেতা ও পুলিশের চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে ক্ষমা চান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল। এ সময় রমনা অঞ্চলের সহকারী উপকমিশনার (এডিসি) শিবলী নোমান, সহকারী কমিশনার (এসি) আনোয়ার হোসেন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ওসি এম এ জলিল দোষ স্বীকার করে বলেন, 'এ ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। এ ঘটনার জন্য আমি দুঃখিত।' তিনি ক্ষমা চেয়ে কাগজে সই করেন।বৈঠকে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। | null |
574d81ef5d | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন যোগ দিতে কাল ঢাকায় আসছে ভারতের ১৯ সদস্যের প্রতিনিধিদল। রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে। এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ ২৮ জন এবং ভারতের পক্ষে বিএসএফের মহাপরিচালক শ্রী কে কে শর্মাসহ ১৯ জন অংশ নেবেন। এবারের সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, অপহরণ বা আটক, অস্ত্র ও গোলা-বারুদ পাচার, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, মদ, গাঁজা, হেরোইন এবং ইয়াবা ট্যাবলেটসহ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এদিকে সম্মেলন উপলক্ষে কাল শনিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ধানমন্ডি এলাকার জাতীয় বাস্কেটবল জিমনেশিয়ামে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ভারতের প্রতিনিধি দলের সদস্যরা আগামী বুধবার ঢাকা ছাড়বেন। | null |
51b901c8f5 | যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে গতকাল শুক্রবার নৌকা-বাইচ প্রতিযোগিতা হয়েছে। দুই তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।নদের তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচ হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।খুলনার ডুমুরিয়ার হাসানপুর থেকে আসা দ্বীপ চাঁদের 'টাইগার' নৌকা প্রথম স্থান অধিকার করে। ডুমুরিয়ার বরুনা থেকে আসা নৌকা 'মা গঙ্গা' হয় দ্বিতীয়। তৃতীয় স্থান লাভ করে খুলনার তেরখাদা থেকে আসা হামিদ মোড়লের নৌকা।নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেনের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ শেখ আবদুল ওহাব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল মালেক, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক প্রমুখ। | null |
129101e377 | দল নয়, একা কনসার্ট করতে যাচ্ছেন লিনকিন পার্কের অন্যতম ভোকাল মাইক শিনোডা। ভক্তদের শঙ্কা আরও গাঢ় হয়েছে তাতে। তাহলে কি ভাঙতে যাচ্ছে নব্বইয়ের দশকের অন্যতম সেরা ব্যান্ড দল লিনকিন পার্ক? সম্প্রতি উত্তর আমেরিকায় সংগীত সফরের ঘোষণা দিয়েছেন মাইক শিনোডা। আগামী ১০ অক্টোবর মন্ট্রিয়েল এবং ১১ অক্টোবর টরন্টো শহরে গাইবেন তিনি। ইতিমধ্যে নিজের ব্যক্তিগত ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্মে আগাম টিকিট বিক্রির খবর জানিয়েছে রোলিং স্টোন। খবরে রোলিং স্টোন জানিয়েছে, এ কনসার্টে মাইক তাঁর নিজের প্রথম একক লং প্লে 'পোস্ট ট্রমাটিক'-এর গানগুলো শোনাবেন। কনসার্ট-সংক্রান্ত এক বিবৃতিতে মাইক জানিয়েছেন, 'রেকর্ড করা গান শোনা আর সরাসরি গান শোনার পার্থক্য রয়েছে। দুটির অভিজ্ঞতা একেবারেই আলাদা। ব্যাপারটা অনেকটা ছবির অ্যালবাম দেখা আর সামনে থেকে ছবির মানুষটিকে দেখার মতো। কনসার্টে শ্রোতাদের সঙ্গে মুখোমুখি নিজেকে ভাগাভাগি করতে পারাটা শুধু আমার জন্যই নয়, শ্রোতাদের জন্যও হবে আনন্দের। আলাপচারিতা, প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা উভয় পক্ষই অনুপ্রাণিত হব। অসীমের অর্থ খোঁজার একমাত্র বাহন হচ্ছে আর্ট।' শিগগির পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিজের গান নিয়ে ছুটবেন এই র্যাপার। ধারণা করা হচ্ছে, বন্ধু ও দলনেতাকে হারানোর বিভীষিকা থেকেই তার 'পোস্ট ট্রমাটিক' এলপি। তবে ভক্তদের মনের মেঘ ঘনীভূত হচ্ছে। গত বছরের ২০ জুলাই নিজের বাড়িতে আত্মহত্যা করেন লিনকিন পার্ক দলের প্রধান ভোকাল চেস্টার বেনিংটন। সূত্র: রোলিং স্টোন। | null |
261051d490 | সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনে নেমেই পেলেন পায়ে চোট। মিরপুরে সিরিজ বাঁচানোর টি-টোয়েন্টির আরও এক দুঃসংবাদ, সাকিব জ্বরে ভুগছেন। কাশি আছে। সঙ্গে পেটের পীড়া। আরও একবার কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত সাকিবেরই দেখা মিলল। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনে নেমেই পেলেন পায়ে চোট। খেলবেন কি খেলবেন না, এটা নিয়ে ছিল সংশয়। সাকিব খেললেন। দলের ব্যাটিং বিপর্যয়ে করলেন দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান। মিরপুরে সিরিজ বাঁচানোর টি-টোয়েন্টির আরও এক দুঃসংবাদ, সাকিব জ্বরে ভুগছেন। কাশি আছে। সঙ্গে পেটের পীড়া। আবারও সাকিবের খেলা নিয়ে সংশয়। এর মধ্যে যোগ হয়েছে মাঠের বাইরের কিছু ঘটনা। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থদের ব্যর্থতা নিয়ে বলা 'বাকি ব্যাটসম্যানদের জিজ্ঞেস করুন, কেন তারা ভালো ব্যাট করতে পারল না' কথাটা নিয়ে হলো বেশ আলোচনা-সমালোচনা। সিরিজ বাঁচানোর তাগিদ, নিজের অসুস্থতা আর চারপাশে চলতে থাকা নানা কথা, আবারও কঠিন এক পরিস্থিতিতে পড়তে হলো সাকিবকে। পরিস্থিতি যত কঠিন, সাকিব তত দুর্দান্ত, অতীতে অনেকবার দেখা গেছে। কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে - ২০১১ সালের আগস্টে বিতর্কিতভাবে অধিনায়কত্ব হারানোর কয়েক মাসের মধ্যেই প্রথমবারের মতো হয়েছিলেন টেস্ট র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার। ওই বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে হয়েছিলেন ম্যাচসেরা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিকে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে যখন চারদিকে তুমুল আলোচনা-সমালোচনা, তখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন ৬৬ রানের দুর্দান্ত ইনিংস। একই বছরের জুনে বিসিবি আরোপিত ৬ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে যে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরলেন, সেটিতেও দেখা গেল দুর্দান্ত সাকিবকে। এক টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে নাম লিখে ফেললেন ইয়ান বোথাম ও ইমরান খানের পাশে। সাকিব ব্যাটিং করতে ভুলে গেছেন, এই আলোচনা যখন ক্রমই জোরালো হচ্ছে, তখনই সাকিব নিউজিল্যান্ডের কন্ডিশনে কিউইদের বিপক্ষে খেললেন ২১৭ রানের দুর্দান্ত ইনিংস। গত মাসে মুশফিক রেকর্ডটা ভেঙে দেওয়ার আগেই সেটাই ছিল টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ২০১৭ সালের মার্চে কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই এলোপাতাড়ি শট খেলায় কড়া প্রতিক্রিয়া এল টিম ম্যানেজমেন্ট থেকে। সেই সাকিব পরের দিন সেঞ্চুরি করে ফিরলেন। এমনকি সিরিজসেরাও হলেন। গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে যখন মৃদু সমালোচনা শুরু হয়েছে, তখনই কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ভীষণ চাপের মধ্যে খেললেন ১১৪ রানের দুর্দান্ত ইনিংস। মাহমুদউল্লাহকে নিয়ে ২২৪ রানের জুটি গড়ে দলকে জেতালেন। বাংলাদেশ চলে গেল টুর্নামেন্টের সেমিফাইনালে। কাল সিরিজে ফেরার ম্যাচে যে খেলাটা খেললেন, শুধু দুর্দান্ত বললেও যেন কম বলা হয়! অপরাজিত ৪২ রানের সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ৫ উইকেট। ৪২ রানের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ছিল তাঁর ৫ উইকেট পাওয়াটা। নিশ্চয়ই জানেন, শিশিরে স্পিনারদের বল গ্রিপ করা কতটা কঠিন। শিশিরভেজা মাঠে বোলারদের কাজটা এমনি কঠিন। বোলাররা যদিও-বা সফল হন, পেসারদের হওয়ার সম্ভাবনাই বেশি। অথচ কাল সবচেয়ে সফল বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশের স্পিনাররা না বলে বলা উচিত সাকিব আল হাসান। কঠিন পরিস্থিতিতে, ভীষণ চাপে ভালো খেলার রহস্যটা কাল জানতে চাইলে মুখে হাসি ছড়িয়ে সাকিব বলেন, 'চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে। চেষ্টা থাকে দলে অবদান রাখার। যদি হয় ভালো, না হলে অনেক সময় দেখতে খারাপ লাগে, তবে সব সময় চেষ্টা থাকে।' তাঁর অনেক বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে, এই একটা জায়গায় সাকিবকে নিয়ে বিতর্ক হওয়ার সুযোগ নেই। বাইরে যা-ই হোক, মাঠে যখন তিনি খেলতে নামেন, স্পর্শ করে না কিছুই। সেখানে তিনি ভীষণ নিবেদিত, মস্তিষ্কের ব্যবহারে, স্কিলের সর্বোচ্চ প্রদর্শনীতে তিনি সব সময়ই সিদ্ধহস্ত। আর এ কারণেই তিনি বছরের পর বছর 'নাম্বার ওয়ান'! | null |
3d1e2fba1b | বাসন্তী, তোমার পুরুষ কোথায়?বিশ্বজিৎ চৌধুরীপ্রচ্ছদ: মাসুক হেলালপ্রকাশক: প্রথমা প্রকাশনফেব্রুয়ারি ২০১৫মূল্য ২২০ টাকা।খাল ঘেঁষেই জেলেপাড়া। নামটা সুন্দর, মনোহরখালী। বিশ্বজিৎ চৌধুরীর বাসন্তী, তোমার পুরুষ কোথায়? ঠিক জেলেপাড়ার কাহিনি নয়। তবে জেলেপাড়ার মেয়ে নিভারানী জলদাসকে নিয়ে গড়ে উঠেছে উপন্যাসের কাহিনি। একেবারে সমকালীন বাস্তবতার ভিন্ন রকম এক গল্প।বিশ্বজিৎ চৌধুরীর ভাষা স্বচ্ছন্দ, গতিময়। টানটান গদ্যে লেখা কাহিনির পরতে পরতে এক নারীর নিরন্তর জীবনসংগ্রাম, বঞ্চনা ও বিপন্নতার হৃদয়বিদারক কথা। উপন্যাসের শিরোনামের মধ্যে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন, যা পাঠককে দাঁড় করিয়ে দেয় ভিন্ন এক জিজ্ঞাসার সামনে।জেলে সম্প্রদায়ের লুপ্তপ্রায় সংস্কৃতির পুনরুজ্জীবনে এগিয়ে আসে এনজিও 'নিষ্ঠা'। পরিচালক মমতাজ সাহেব চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখেন বাসন্তীর প্রতীক্ষা নাটক। শুরুর সংলাপটা এ রকম, 'অবাসন্তী, তোর নেইক্যা হডে?' ঢাকা থেকে আসা ডোনার এজেন্সির হায়দার বাসন্তী চরিত্রে নিভারানীর অভিনয় দেখে বিস্মিত, মুগ্ধ। অজান্তেই বলে ওঠেন, 'স্মিতা পাতিল না?' 'না স্যার, নিভারানী।' 'মেয়েটার মধ্যে আগুন আছে। এ মেয়েটার হবে।' হয়েছে, নিভারানী বাসন্তী হয়েছে। তারপর বাসন্তী থেকে মৌসুমী হওয়ার গল্প পাঠককে হাসাবে, কাঁদাবে এবং কিছু জিজ্ঞাসার মুখোমুখিও করবে।অঞ্জন আঁকা গভীর দুটি চোখ, দাঁড়ানোর ভঙ্গিতে শরীরের বিপজ্জনক বাঁক, অভিনয়, গানের গলা - সবই ভালো। শুধু গায়ের রং কালো বলে মানুদার কৃষ্ণলীলা নাটকে রাধার সখী সাজতে হয়েছে। ফরসা মোটা আরতি সেজেছিল রাধা। মাস দুয়েক পর বাস্তবের কৃষ্ণ মানুদার সঙ্গে আরতির বিয়ে হয়ে গেলে স্মৃতিসূত্রে 'প্রেম একবার এসেছিল নীরবে' গেয়ে দূরে থেকেছে নিভা। এ তার প্রথম প্রবঞ্চনা। বোন শোভা পাড়ার এক দোকানির সঙ্গে পালিয়ে যায়। হঠাৎ করে মায়ের মৃত্যু বিপর্যস্ত করে তোলে নিভাকে। অভাবের তাড়নায় পাড়ার হোটেলে বাসন মাজার কাজ নেয়। হোটেল ম্যানেজার নিজামউদ্দিন একদিন কাঁচুমাচু করে তাকে প্রেম নিবেদন করে বসবে, নিভা স্বপ্নেও তা ভাবেনি। নিজামের সঙ্গে বিয়ের বছর ঘুরতেই জেলেপাড়ায় রটে যায়, নিভা মা হতে পারবে না। সক্ষমতা তার ঠিকই আছে কিন্তু...।কেউ বলে পাপ, হিন্দু-মুসলমান বিয়ের কারণে। অন্যদিকে বর্ষা মৌসুমে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডাকাতের হাতে মার খেয়ে নিজামের এক হাত-পা এবং মুখ বেঁকে যায়। বাধ্য হয়ে নিভারানী চাকরি নেয় ইপিজেডে গার্মেন্টসে। উন্নয়ন সংস্থার কর্তাদের সহযোগিতায় 'আর্টিস্ট' হওয়ার স্বপ্ন নিয়ে লোকনাট্যদলের সদস্য হয়ে সুদূর আমেরিকায় যায় জেলেপাড়ার নিভারানী। তবে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা থেকে ফিরে আগের চাকরিতে আর ঢুকতে পারে না নিভা। নিষ্ঠার মমতাজ বলেছিল, চাকরির ্ব্যবস্থা করে দেবে। হায়দার মমতাজকে ফোনে বলে, 'আরে, আপনাকে কি চাকরি দিতে বলেছি? কিছু একটা বলে বিদায় করে দ্যান।' নতুন প্রজেক্ট এইডস নিয়ে গণসচেতনতা, মাইক্রোক্রেডিট, সীতাকুণ্ডের শিপব্রেকিং পরিবেশ রক্ষা নিয়ে মহাব্যস্ত মমতাজ। গোপনে পতিতাবৃত্তি চলে এমন জায়গায় কাজ করতে এসে মমতাজ বিস্মিত, মলিন পর্দা সরিয়ে ম্যাক্সি পরা যে মহিলা বেরিয়ে এল, তাকে দেখে আপাদমস্তক কেঁপে উঠল সে। নিভা! নিভারানী! 'অবাক হয়েছেন স্যার? আপনারা আমাকে আর্টিস্ট বানাতে চেয়েছেন, আমি এখন মৌসুমী হয়েছি।' কথা বলার সামর্থ্য হারিয়ে ফেলে মমতাজ। 'আমাদের ভালোর জন্যই তো আপনারা সবকিছু করেন কিন্তু ভালো তো হয় না।' - ফুঁপিয়ে কেঁদে ওঠে নিভা। 'আপনারা আমার স্বামীকে ভিখারি বানিয়েছেন। আমানত শাহ মাজারে সে এখন ভিক্ষা করে।' জেলেপাড়ার মেয়ে নিভারানী, নাটকের বাসন্তী এখন বেশ্যাপাড়ার মৌসুমী হয়েছে। এনজিওর উন্নয়ন প্রচেষ্টা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের এই পরিণতি উন্মোচিত হয় উপন্যাসে।এ উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র মানুদা। মমতাজের অসহায়ত্ব ও দোলাচল, হায়দার চরিত্রের শঠতা, নারী লোলুপতা, উন্নয়নের নামে ব্যবসা, সবই বিশ্বাসযোগ্যভাবে উন্মোচিত হয় পাঠকদের সামনে।এনজিওর প্রতি কোনো বিরূপতা দেখানো লেখকের ইচ্ছে নয় কিন্তু নিভার জীবনকাহিনি বর্ণনায় তা এসে গেছে। পাঠকের সব মমতা কেড়ে নেয় নিভারানী। জীবন তাকে অনেক কিছু দেখায়, কিছুই দেয় না। তার জীবনের শূন্যতা ও প্রবঞ্চনা দেখে পাঠকের হৃদয় আর্দ্র হয়। তার দুঃখে আকাশও কেঁদে উঠেছিল। শেষ বাক্যটি তাই, 'বৃষ্টির ফোঁটা পড়ছিল। নিভার জীবনে ঢের পুরুষ এসেছে, তবে এদের ভিড়ে নিজের মানুষ কোথায়?' নাটকের সেই সংলাপই নিভার জীবনে চরম সত্য হয়ে ওঠে, 'বাসন্তী, তোমার পুরুষ কোথায়?' | null |
112683f473 | ঢাকার সাভারে এরশাদুজ্জামান ওরফে রুবেল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার ভরারী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাড়ির মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজান, লিটন, মইনুল ও আরিফ নামের চার যুবক গ্রামের আসলাম মিয়ার বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করছেন। সপ্তাহ খানেক আগে লিটন ও মইনুল ওই কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হন। তখন খবর পেয়ে এরশাদুজ্জামান ওই বাড়িতে যান। এ সময় তিনি তাঁদের পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। পরে তাঁরা তাঁকে তিন হাজার টাকা দিয়ে বিদায় দেন।পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসলাম মিয়া বলেন, মিজান, লিটন, আরিফ ও মইনুল গত সোমবার কারখানা থেকে বেতন পান। খবর পেয়ে এরশাদুজ্জামান সোমবার গভীর রাতে ওই বাড়িতে গিয়ে চার যুবককে ঘুম থেকে ডেকে তোলেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনিও (আসলাম) তাঁর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন। এরপর এরশাদুজ্জামান তাঁর (আসলাম) সামনেই তাঁদের (চার যুবক) কাছে আরও টাকা দাবি করেন। এ সময় উত্তেজিত হয়ে মারধরের পর লিটন রড দিয়ে এরশাদুজ্জামানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি(আসলাম) এরশাদুজ্জামানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত এরশাদুজ্জামানের বাবা সাদেক আলী গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন। এতে বাড়ির মালিক ও চার যুবককে আসামি করা হয়েছে। পরে আসলাম মিয়া ও আরিফকে পুলিশ গ্রেপ্তার করে।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, এরশাদুজ্জামান মাদক ব্যবসায়ী ও বখাটে প্রকৃতির। ভয়ভীতির মুখে টাকা আদায় করতে গিয়ে এ ঘটনা ঘটে। | null |
34265da27e | সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও তিনজনের লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হলো।গত শনিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরদিন খাশরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা গ্রামের মোজাম্মেল হকের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দুই দিন পর গতকাল ভোরে পুরাতন মেঘাই এলাকার নদীর তীর সংরক্ষণ কাজের ৬ নম্বর সাইটের যমুনা নদী থেকে মাসুদ মিয়া (৩২) নামের একজনের লাশ উদ্ধার হয়েছে। মাসুদ বগুড়ার গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মাবেজরের ছেলে। সকাল ১০টার দিকে যমুনা নদীর খাশরাজবাড়ী এলাকা থেকে আনুমানিক ৫০-৫৫ বছর বয়সের একজন এবং দুপুরের দিকে ঘোড়াগাছা এলাকা থেকে ৪০-৪৫ বছর বয়সের আরেকজনের লাশ স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করেন। তাঁদের পরিচয় জানা যায়নি।কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাসুদের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, অপর দুটি লাশ চরাঞ্চল থেকে আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। | null |
1e5e1e3557 | চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানিতে শীর্ষ স্থানে উঠে এসেছে বড় চারটি শিল্পগোষ্ঠী। ভারত রপ্তানি বন্ধের পর এই বন্দর দিয়ে যত পেঁয়াজ আমদানি করা হয়েছে, তার ৩৭ শতাংশই এনেছে এই চার শিল্পগোষ্ঠী। এই চার শিল্পগোষ্ঠী হলো মেঘনা, বিএসএম, এস আলম ও সিটি গ্রুপ। চট্টগ্রাম বন্দর, উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র এবং কাস্টমস সূত্রে এই তথ্য পাওয়া গেছে। ভারত রপ্তানি বন্ধের পর ১ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ৬২ হাজার ৪০০ টন পেঁয়াজ আমদানি করা হয়। ৮টি দেশ থেকে এই পেঁয়াজ আমদানি করেছে ১৫৮টি প্রতিষ্ঠান, যাদের অনেকেই পেঁয়াজ আমদানিতে নতুন। এর মধ্যে ৪টি শিল্প গ্রুপ ২৩ হাজার ২৮৮ টন বা ৩৭ শতাংশ পেঁয়াজ আমদানি করেছে। যেসব দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে, সেখান থেকে আগে কখনোই এত পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়নি। অবশ্য ভারতের বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে গিয়ে শুরুতে হোঁচট খেয়েছিলেন ব্যবসায়ীরা। রপ্তানিকারকেরা চেনাজানা না থাকায় ঋণপত্র খুলে বন্দরে পেঁয়াজের চালান আনতে বাড়তি সময় লেগে যায়। এখন সেই ধাক্কা কেটে গেছে। পেঁয়াজ নিয়ে যে সংকট তৈরি হয়, তা-ও কিছুটা কমেছে। জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, পেঁয়াজের সংকটে বিকল্প বাজার যেমন তৈরি হয়েছে, তেমনি নতুন নতুন আমদানিকারক যুক্ত হয়েছেন। এতে আগামী দিনে ভারতসহ অন্য বাজার থেকে পেঁয়াজ আমদানি আরও সহজতর করবে। তবে একই সঙ্গে পেঁয়াজের সরবরাহ যাতে সারা বছর নিশ্চিত হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে বাজার পর্যবেক্ষণ করা এবং উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে উৎসাহ দেওয়া উচিত। গত অর্থবছর দেশে পেঁয়াজের সরবরাহ ছিল প্রায় ২৯ লাখ টন। এর মধ্যে আমদানি করা হয় ১১ লাখ ৩৬ হাজার টন, যা সবই আনা হয় ভারত থেকে। এর কারণ হলো, ভারত থেকে খুবই কম সময়ে এবং কম খরচে সারা বছরই পেঁয়াজ আমদানি করা যায়। ভারত রপ্তানি বন্ধের পর ব্যবসায়ীরা বিকল্প বাজারে যেতে বাধ্য হয়েছেন। শীর্ষে মেঘনা, বিএসএম, এস আলম ও সিটিভারত রপ্তানি বন্ধের আগে স্থলবন্দরকেন্দ্রিক পাঁচ শতাধিক ব্যবসায়ী পেঁয়াজ আমদানি করতেন। রপ্তানি বন্ধের পর সংকট শুরু হলে বড় শিল্পগোষ্ঠীগুলো আমদানিতে যুক্ত হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে সবচেয়ে বেশি পেঁয়াজ এনেছে মেঘনা গ্রুপ। তারা তুরস্ক থেকে ৯ হাজার ৩৯৪ টন পেঁয়াজ এনেছে। উড়োজাহাজেও পেঁয়াজ এনেছে তারা। জানতে চাইলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, 'সরকারের অনুরোধে এবং দেশের মানুষের দুর্ভোগ কমাতে পেঁয়াজ এনেপ্রতি কেজি ৩৯ টাকায় সরকারি সংস্থার কাছে হস্তান্তর করেছি।' পেঁয়াজ আমদানিতে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রামের বিএসএম গ্রুপ। সমুদ্রপথে তাদের পেঁয়াজের চালান প্রথম বন্দরে এসে পৌঁছায়। তারা এনেছে ৫ হাজার ৯৬৬ টন। গ্রুপটি চারটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস থেকে প্রথমবার দেশে পেঁয়াজ এনেছে তারা। এই গ্রুপও কিছু পরিমাণ পেঁয়াজ পুলিশ নারী কল্যাণ সমিতির কাছে ক্রয়মূল্যে হস্তান্তর করেছে। বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, 'পেঁয়াজ আমদানিতে অভিজ্ঞতা ছিল না। সংকটের সময় সরকারের অনুরোধে আমদানি করেছি। আমদানি বাড়ার কারণেই কিন্তু বাজারে পেঁয়াজের দাম কমে এসেছে। তবে আমদানি নয়, নিজেরা উৎপাদনে স্বনির্ভর হওয়া জরুরি।' পেঁয়াজ আমদানিতে ৬০ হাজার টনের ঋণপত্র খুলে আলোচনায় আসে এস আলম গ্রুপ। তবে গ্রুপটি এখন পর্যন্ত পেঁয়াজ আমদানিতে তৃতীয় অবস্থানে রয়েছে। তারা বন্দর দিয়ে এনেছে ৫ হাজার ৬১ টন। সমুদ্রপথে আনতে দেরি হওয়ায় উড়োজাহাজে করে শুরুতে পেঁয়াজ এনেছিল গ্রুপটি। জানতে চাইলে এস আলম গ্রুপের বাণিজ্যিক বিভাগের প্রধান মহাব্যবস্থাপক আখতার হাসান প্রথম আলোকে বলেন, আমদানি করা পেঁয়াজ ক্রয়মূল্যে টিসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। জনগণের কষ্ট লাগব করতে গ্রুপটি পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয় বলে জানান তিনি। এ ছাড়া চতুর্থ অবস্থানে থাকা সিটি গ্রুপ তুরস্ক ও চীন থেকে এনেছে ২ হাজার ৮৬৭ টন। সরবরাহ বাড়াচ্ছে ছোটরাও বড় চারটি শিল্পগোষ্ঠী যে পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে, একই পরিমাণ পেঁয়াজ এনেছেন ১৩৪ জন ছোট আমদানিকারক। তাঁদের কেউ কেউ এক কনটেইনার (২৮ টন) পেঁয়াজও এনেছেন। কেউ-বা এনেছেন ১০-১২ কনটেইনারও। বাজারে সরবরাহসচল রেখেছেন তাঁরাও। ছোটদের পাশাপাশি মাঝারি পর্যায়ের ২০ জন আমদানিকারক এনেছেন ১৬ হাজার টন পেঁয়াজ। বিকল্প বাজারে শীর্ষে মিয়ানমারচট্টগ্রাম বন্দর ছাড়াও টেকনাফ স্থলবন্দর দিয়ে একই সময়ে মিয়ানমার থেকে ৬৮ হাজার ১৮১ টন পেঁয়াজ আমদানি করা হয়। উড়োজাহাজে করে তুরস্ক, মিসর ও পাকিস্তান থেকে আমদানি করা হয় ১ হাজার ৬৭ টন। এ নিয়ে ভারতের বিকল্প ৮টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে ১ লাখ ৩১ হাজার টন। বিকল্প বাজারের মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার। রপ্তানি বন্ধের পর ২৫ জানুয়ারি পর্যন্ত দেশটি থেকে ৬৯ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে, যা মোট আমদানির ৫৩ শতাংশ। সিংহভাগই টেকনাফ স্থলবন্দর দিয়ে এনেছেন দুই শতাধিক আমদানিকারক। সীমান্ত বাণিজ্যের আওতায় ঋণপত্র না খুলে এক সপ্তাহের মধ্যে ট্রলারে করে পেঁয়াজ আনা যায় দেশটি থেকে। ছোট ব্যবসায়ীরাই দেশটি থেকে পেঁয়াজ এনেছেন। বিকল্প বাজারের মধ্যে দ্বিতীয় অবস্থান তুরস্কের। দেশটির বন্দর থেকে পেঁয়াজ জাহাজে বোঝাই করার পর চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে গড়ে ২৫ দিন সময় লাগে। ঋণপত্র খোলা থেকে শুরু করে পেঁয়াজ আনতে এক মাস বা তারও বেশি সময় লেগেছে। এর পরের অবস্থান যথাক্রমে চীন, মিসর, পাকিস্তান ও নেদারল্যান্ডস। হাজে বোঝাইয়ের পর চীন থেকে ২০-২২ দিন, মিসর থেকে ২৬-২৭ দিন, পাকিস্তান থেকে ২০-২১ দিন এবং নেদারল্যান্ডস থেকে ৩৩-৩৫ দিন সময় লেগেছে। দেশে আসা পেঁয়াজের কনটেইনার অনলাইনে অনুসরণ (ট্র্যাকিং) করে সময়ের এই হিসাব পাওয়া গেছে। | null |
211b2517af | নবীন বিতার্কিক বরণ, বিতর্ক কর্মশালা, ফ্রেশারস ডিবেট প্রিমিয়ার লিগ, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (এনএসটিইউডিএস) বসন্তবরণ উৎসব আয়োজন করে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিদার উল আলম। অনুষ্ঠানে দিদার উল আলম বলেন, বিশ্ববিদ্যালয়জীবন মূল্যবান সময়। এ সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। মেধা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বিতর্ক, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দেন প্রধান অতিথি। এর আগে নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে বিতর্কবিষয়ক কর্মশালা ও রম্য বিতর্কের আয়োজন করা হয়। বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সোসাইটির মডারেটর আফসানা মৌসুমি ও সহকারী মডারেটর এ কিউ এম সালাউদ্দিন পাঠান। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ মো. ফারুক উদ্দিন, প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর উপস্থিত ছিলেন। | null |
6c7de13714 | জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রথমআলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল:সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন। বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক। অন্যদিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু পেয়েছেন ঘোড়া প্রতীক। চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ৩৬ জন সাধারণ সদস্য ও ৪ জন সংরক্ষিত সদস্যের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। খুলনা:দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন ও সাধারণ সদস্যপদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ আনারস, স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার চিংড়ি মাছ ও আলী আকবর শেখ কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। তিনজনই নির্বাচনে আনাসর প্রতীক চেয়েছিলেন। এ সময় সংরক্ষিত সদস্যপদে ১৬ মহিলা ও ৪৯ জন সাধারণ প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্র থাকবে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৭০। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪১ জন ও নারী ২৩১ জন। সাতক্ষীরা:চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ পেয়েছেন আনারস। আর বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। নড়াইল:জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ ৮১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে সোহরাব হোসেন বিশ্বাস পেয়েছেন চশমা এবং সৈয়দ আইউব আলী পেয়েছেন আনারস প্রতীক। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। | null |
e1067ac099 | ঠাকুরগাঁওয়ের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক। কিন্তু বিদ্যালয়ের চারপাশে সীমানাপ্রাচীর নেই। এ কারণে বিদ্যালয়ের মাঠে ফুটবল ও ক্রিকেট খেলার সময় বল সড়কে চলে যায়। শিক্ষার্থীরা বলের জন্য সড়কে যায়। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে পাঁচজন শিক্ষক ও ২৮২ জন শিক্ষার্থী আছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মহাসড়কঘেঁষা বিদ্যালয়টির খেলার মাঠ পেরিয়ে ফুটবল ও ক্রিকেটের বল মহাসড়কের অন্য পাশে চলে যাচ্ছে। শিক্ষার্থীরা যানবাহন উপেক্ষা করে বল আনতে সড়ক পার হচ্ছে। অনেক শিক্ষার্থী সড়কের ওপারের দোকানে জিনিসপত্র কিনতে যাচ্ছে।পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলে, খেলতে গিয়ে অনেক সময় ফুটবল আনতে রাস্তার ওপাশে যেতেই হয়। স্কুলের সীমানা দেয়াল থাকলে সহজে বল আর রাস্তায় যেত না।বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজিয়া সামসী বলেন, বিদ্যালয়ের ভবনটি মহাসড়কের একেবারে পাশে হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় বাচ্চাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বাচ্চারা সুযোগ পেলেই রাস্তার ওপারে চলে যায়। এ রাস্তায় সব ধরনের যান চলাচল করে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী রবিউল ইসলাম জানান, যে সময়টুকু ক্লাস থাকে না, তখন শিক্ষার্থীদের চোখে চোখে রাখতে হয়। এ কারণে ওই সময় অন্য কোনো কাজ করতে পারেন না তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র রায় বলেন, পাহারায় থাকার পরও শিক্ষার্থীরা অনেক সময় ক্লাসের ফাঁকে দৌড়ে ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপারে দোকানে চলে যায়। এ ছাড়া বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষাকালে পানি জমে যায়। সমস্যাগুলো উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। | null |
Subsets and Splits