text
stringlengths 0
40.1k
|
---|
গনসালো মার্তিনেস, ইকার্দি ও মাক্সিমিলিয়ানো মেসায় গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ শুরু থেকে চেপে ধরে কলম্বিয়াকে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রচেষ্টাগুলো ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা |
নরেন্দ্র মোদি ও শি জিনপিং পরিদর্শন করেন রামায়ণ ও মহাভারতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থান। তার মধ্যে রয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে সম্মানিত তামিলনাড়ুর দর্শনীয় স্থানও। শি জিনপিংকে নিয়ে মোদি যান মহাবলীপুরমের শোর মন্দিরেও। সেখানে তাঁর সামনে কথাকলি, ভরতনাট্যমের নৃত্যানুষ্ঠানও প্রদর্শন করা হয়। ওই অনুষ্ঠানেই শি জিনপিং উপভোগ করেন কর্ণাটকের সঙ্গীত |
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পরিচয় না দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ড. কলিমউল্লাহকে বেরোবির সাবেক উপাচার্য উল্লেখ করে নোটিশে, উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উপাচার্য পদের কোনো কার্যক্রম না চালানো, ফাইলে স্বাক্ষর না করা, বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকার সুযোগ-সুবিধা গ্রহণ না করাসহ সিন্ডিকেট ও বিভিন্ন সভা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে |
ঝিনাইদহে একক অভিয়ন ভিত্তিক নাটক ‘বীরাঙ্গনার বয়ান’র ১১০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের প্রান্তিক শিশু পল্লীতে এ নাটকের প্রদর্শনী করা হয়। ঢাকার শব্দ নাট্যচর্চ কেন্দ্রের পরিচালক রওশন জান্নাত রুশনী তার নিজের রচিত এ নাটক প্রদর্শণ করেন। এতে উঠে এসেছে ৭১’র মুক্তিযুদ্ধ, পাক-বাহিনী ও রাজাকারদের বর্বরতা ও একজন বীরাঙ্গনার চাওয়া |
যদিও এটা কোনও নতুন ঘটনা নয়। উত্তরবঙ্গের একাধিক নদীকে কেন্দ্র করে বর্ষার সময় কাঠ পাচারের ঘটনা পুরোনো। তবে সাহু নদী যেভাবে বৈকুণ্ঠপুর জঙ্গলকে ভাঙছে, তাতে অনেকেই উদ্বিগ্ন। এখনই নদীপাড়ে বাঁধ দেওয়া সম্ভব না হলে বৈকুণ্ঠপুর জঙ্গলের একটা বড় অংশ সাহু নদীর গর্ভে চলে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের মনে দানা বেঁধেছে |
বড়দিনকে ঘিরে ট্রান্সভালের পক্ষে তিনটি খেলায় অংশ নিয়েছিলেন। এরফলে, ১৯২৮-২৯ মৌসুমে কারি কাপে খেলেন ও দ্রুত সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম খেলায় ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ৬১ রান করার পর বল হাতে নিয়ে ৩/২৪ ও ৬/৪৮ করেন। এরফলে দুইদিনেই ইনিংস ব্যবধানে তার দল জয়লাভ করেছিল। পরের খেলাতেই অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেন। এ পর্যায়ে জক ক্যামেরনের সাথে চতুর্থ উইকেট জুটিতে ২৬৫ রান তুলেছিলেন। এ ইনিংসটিই পরবর্তীকালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ ও একমাত্র শতরানের ইনিংস হিসেবে রয়ে যায় |
শুক্র ও শনিবার সকাল এবং দুপুরে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য, সুপতি ও চান্দেশ্বর এলাকায় অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয় |
ভোটের বাকি, আর মাত্র কটা দিন। তার আগে হাড় হিম হয়ে যাওয়ার অবস্থা নানুরে। ছবিই বলে দিচ্ছে, ভোটের আগে ঠিক কী পরিস্থিতি বীরভূমের এই গ্রামটির |
দেশব্যাপী কোভিড -১৯ টিকা দেওয়ার অভিযানের বিষয়ে কথা বলার সময়, অসমের মুখ্যমন্ত্রী সব স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কর্মীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, যেভাবে স্বাস্থ্যকর্মীরা মহামারী মোকাবিলা করছেন তা সত্যি প্রশংসনীয়। একইসঙ্গে এই লড়াইয়ে অবদান রাখার জন্য বিভিন্ন সরকারি দফতর ও সংস্থাকে ধন্যবাদ জানান তিনি। সোনোয়াল বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত অভিযানের সূচনা করেন। যা মহামারী মোকাবিলায় সাহায্য করেছে। বছরের শুরুতেই মহামারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড। অসমে এখনও পর্যন্ত অসমে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার মৃত্যু হয়েছে ১০৭০ জনের। এই আবহে গত শনিবার দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে সারা দেশে |
করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে চলছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ। চলমান বিধিনিষেধের ১২তম দিনে মঙ্গলবার রাজধানীতে গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের গাড়ি চলছে |
মেয়র জানান, নতুন কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে লার্ভিসাইড এবং ফগিং কার্যক্রম শুরু হয়েছে। ৮ জন মশক শ্রমিক সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইড কার্যক্রম পরিচালনা করছে এবং দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ জন শ্রমিক ফগিং কার্যক্রমে অংশ নিচ্ছে |
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০ । ২১:৪৭ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০ |
ছুটির কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় ধাক্কা লেগেছে সরকারের মেগা প্রকল্পগুলোতেও। প্রথম ধাক্কাটাই লাগে মেট্রোরেল প্রকল্পে। এ প্রকল্পে কর্মরত জাপানি নাগরিকরা প্রকল্প এলাকায় অবস্থান করলেও সাধারণ ছুটি ও লকডাউনের কারণে প্রকল্পের দেশীয় শ্রমিকরা চলে যান নিজ নিজ এলাকায়। ফলে ২৬ মার্চের পর থেকে মেট্রোরেল প্রকল্পের দৃশ্যমান কাজ পুরোপুরি বন্ধ রয়েছে |
বুধবার (১৩ অক্টোবর) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ সরকার। তাৎক্ষণিকভাবে আহত বা নিহতদের পরিচয় জানা যায়নি |
প্রথম সন্তান জন্মদানের মাত্র পাঁচ মাসের মাথায় এই ড্রামা সিরিজটিতে অভিনয় শুরু করার মধ্য দিয়ে জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী জুন জি হিয়ন টিভি মিডিয়ায় প্রত্যাবর্তন করেন এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং মারমেইড বা মৎস্যকন্যা চরিত্রটি নৈপুণ্যের সাথে রূপদান করেন। তাছাড়া দুই বছরের জন্য বাধ্যতামূলক সিভিল সার্ভিসে যোগদানের আগে জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি মিন-হো অভিনীত শেষ ড্রামা সিরিজও ছিল এটি |
কাজ শেষে তাঁরা দোকানের ওপর তলার বাসায় থাকতেন। প্রতিদিনের মতো গত শুক্রবারও তাঁরা ওই ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে নিচতলার দোকানে আগুন লাগে। ছড়িয়ে পড়ে ওপরেও। গতকাল শনিবারও সারাদিন আগুন জ্বলে সেখানে। পরে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন তাদের পুড়ে যাওয়া কঙ্কাল উদ্ধার করে। ওই দোকানে না থাকায় রক্ষা পান আরেক ভাই সায়েদ হোসেন |
বিবিসি কানি এলাকার অন্তত ১১ প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে এবং তাদের বক্তব্যের সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক এনজিও মিয়ানমার উইটনেসের সংগ্রহ করা মোবাইল ফোনের ভিডিও এবং ছবি দেখে তুলনা করেছে। সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ইয়িন গ্রামে সংঘটিত হয়, যেখানে কমপক্ষে ১৪ পুরুষকে নির্যাতন করে বা পিটিয়ে হত্যা করা হয়। পরে তাদের মৃতদেহ একটি জঙ্গলের গলিতে ফেলে দেওয়া হয় |
প্রার্থীদের অষ্টম শ্রেণি বা জেএসসি পরীক্ষায় পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীদের চাকরির বয়সসীমা ১৮-৩০ বছর। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন |
প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশাপাশি যেন দর্শকদেরও লক্ষ্যবস্তু ছিলেন নেইমার। বল পেলেই তাকে দুয়ো দিয়েছে মার্সেই সমর্থকরা। দ্বিতীয়ার্ধে তো একবার কর্নার নিতে গেলে তাকে লক্ষ্য করে কয়েকটি বোতল ছুড়ে মারা হয় গ্যালারি থেকে। ভেরাত্তি জানান, তার সতীর্থ অনেক্ষণ ধরে নিজেকে সামলাতে বেশ ভালো চেষ্টা করেছে |
পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে জিম ইয়ং কিমের মূল্যায়ন ও অনুভূতি কী তা জানতে চান এক সাংবাদিক। এ সময় কিম বলেন, ‘বাংলাদেশ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক তাদের বিনিয়োগ অব্যাহত রাখছে |
গ্রাম-বাংলার বসতবাড়ির মেঠো আঙিনা বা শানের মেঝেতে এই ব্রত করা হয়। মেয়েলি ব্রত হওয়ার দরুন ব্রতপালনে কোন মন্ত্র বা পুরোহিতের প্রয়োজন হয় না |
শিশু নির্যাতনের ফলে তাৎক্ষনিক শারীরিক ফলাফল দেখা দিতে পারে কিন্তু তা পোক্তভাবে বৃদ্ধির কে ক্ষতিগ্রস্ত করে |
নন্দরানির জামাই নিতাই মণ্ডল বলেন, শাশুড়িকে সাপে কামড়ানোর পর ওঝা ঝাড়ফুঁক করলে বেশ কিছু সময় নষ্ট হয়। পরে হাসপাতালের চিকিৎসক ও যুক্তিবাদীর প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন |
অনেক খোঁজ খবর, তদন্তের পর বের হল তিনিই আদপে বহু বছর আগে মৃত বলে ঘোষিত ভাওয়ালের রাজা রমেন্দ্রনারায় রায়। তবে একটা খিচ যেন রয়েই গেল। শুরু হল মামলা। যে মামলা চলেছিল দীর্ঘ ১৬ বছর। এমনকি তাঁর মৃত্যু ১২ বছর পরও মামলা চলেছিল। সেই মামলা 'ভাওয়াল মামলা' বলেই খ্যাত। ১৯২১ সালে সেই বিখ্যাত ভাওয়াল মামলা ও সেই ভাওয়াল রাজার গল্প নিয়েই সিনেমা বানাচ্ছেন পরিচালক সৃজিত মখোপাধ্যায়। ছবির নাম রেখেছেন 'এক যে ছিল রাজা'। সোমবার মুক্তি পেয়েছে সৃজিতের এই ছবির ট্রেলার |
ভারতে ক্রমাগত ধর্মীয় অসহিষ্ণুতার পাশাপাশি গোমাংস নিয়ে যখন প্রতিনিয়ত দেশজুড়ে বিতর্ক দানা বাঁধছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত খাদ্য উৎসবে ঠাঁই মেলেনি সেই গোমাংসের |
রাকেশ রোশনের এই মন্তব্য পছন্দ হয়নি কঙ্গনা রানাওয়াতের। তিনি পাল্টা মন্তব্য করেন যে, ‘কেন বাবা-রা সবসময় তাঁর ছেলেকে বাঁচান?’ কঙ্গনা বলেন, ‘হৃত্বিক ৪৩ বছর বয়সী প্রাপ্তবয়ষ্ক একজন পুরুষ। কেন তাঁর বাবা সবসময় তাঁকে বাঁচাতে আসেন? হৃত্বিক যথেষ্ট সাবালক নিজের সমস্যা নিজে মেটানোর জন্য। সেখানে তো বাবার মন্তব্য করাই উচিত্ নয় |
এই ছবির প্রযোজনা করছেন অনুভব সিনহা, টি সিরিজের ভূষণ কুমার এবং মহান ফিল্মস |
এ পরিস্থিতিতে রিপাবলিকানদের অনেকেই মশকরা শুরু করেছেন। আবার কেউ কেউ এ পরিস্থিতিকে ছুরি-কাটারি যুদ্ধ বলে মন্তব্য করছেন |
স্টেপ-৩। তারপর যে ইমেজ থেকে বুট করাতে চান তা সিলেক্ট করতে হবে। এবং আবারো 'e' প্রেস করতে হবে |
প্যারিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা |
চলচ্চিত্রটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং উল্লেখযোগ্য বাণিজ্যিক সাফল্য অর্জনেও সক্ষম হয়। ৮২তম অ্যাকাডেমি পুরস্কারে ব্রুনো ডেলবোনেল সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে মনোনীত হন |
কানাডা ও আরব আমিরাতে প্রবেশ করতে না পেরে মুরাদ হাসান এবার দেশে ফিরেছেন |
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর বন্দী হলমার্ক কেলেংকারিতে জড়িত জেনারেল ম্যানেজার তুষার আহমেদকে অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগে সিনিয়র জেলা সুপার রত্না ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পার্টির সাবেক সাংসদ সদস্য এনামুল হক জজ মিয়াসহ দুইশত ভূমি ও গৃহহীন পরিবারকে আধাপাকা ঘর এবং জমি প্রদান করা হয়। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসছে। বিশেষত শহরতলীর কয়েকটি পুকুর-দীঘিতে নামছে নানা রঙের পাখি |
এখন পুরো ব্যাপারটা নতুন করে ভেবে দেখার কোনো বিকল্প দেখছেন না হাবিবুল। তিনি বলছিলেন, ‘আমাদের বসে ভাবতে হবে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। এমন তো না যে আমরা কোনো কাজ করছি না। সারা বছর ট্রেনিং পাচ্ছে। কোচরা সাহায্য করছে। সুযোগ-সুবিধা খুবই ভালো। আমরা যখন ছিলাম জাতীয় দলে তখন তেমন অনুশীলন করতে পারতাম না। এখন তো সারাদিনই অনুশীলন করতে পারে |
দীর্ঘ ১ মাস রমজানের রোজা রাখার পর মুসলমানরা ঈদ-উল-ফিতর উৎসবটি পালন করে। অন্যদিকে হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ্ব মাসের ১০ তারিখে কুরবানির ঈদ তথা ঈদ-উল-আযহা উদযাপিত হয়। মাঘ মাসের শুক্লা পঞ্চম তিথিতে হিন্দু সম্প্রদায়ের বিদ্যা ও সঙ্গীতের দেবীর পূজা হয় |
১৪তম বোলার হিসেবে আইপিএলে একশ উইকেট তুলে নেওয়ার কৃর্তি গড়েছেন চাহাল। একশ উইকেট তুলে নেওয়ার হিসেবে ১৪তম হলেও একটা হিসেবে চাহাল চতুর্থ |
রাহেলা বললো তুমি গায়ের ময়লা পরিষ্কার করেছো কিন্তু মনের ময়লা পরিষ্কার করতে পারোনি। আল্লাহ্ তোমার শরীরের এবাদত চান না, তিনি চান পরিষ্কার মন |
এই সব গল্প আমাদের প্রচলিত গল্পের থেকে আলাদা। মেধাবী মননের লেখক দেবেশ রায়। আমি এখানে তাঁর একটি অচেনা গল্প ‘মানচিত্রের বাইরে’ নিয়ে কথা বলছি। দেবেশ রায় কাহিনী লেখেন না, গল্প লেখেন। চারদিকে কাহিনী কথকের কথাই শুনতে পাই আমরা। এই গল্প কোনো এক খবরের কাগজের কলম লিখিয়ে পরমহংস ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার বিনয়ের। আবার এই গল্পে জড়িয়ে আছে পরমহংসের সঙ্গে বিচ্ছেদ ঘটে যাওয়া তার স্ত্রী অনু আর কন্যা বাবিও। কোনো এক দোসরা শ্রাবণের জন্য অপেক্ষা করছিল পরমহংস। সেদিন সে অনুর কাছে যাবে। অনুর জন্মদিনের উইশ করতে। এই গল্প সেই দোসরা শ্রাবণের। সেই দিনের বিকেলটিকে পরমহংস খোলা রাখতে চায়। তার কাগজের নিউজ এডিটর পরদিন থেকে একটি লেখা ছাপতে যাচ্ছেন, ক্যালকাটাজ ইজি ডেথ, ‘কলকাতার সহজ মৃত্যু’ এই শিরোনামে। লেখা দেওয়া হয়ে গেছে পরমহংসের। বিনয় দেবে ছবি। বিনয় যদি বিকেলের মধ্যে না আসে, আর ছবি যদি সন্ধের ভেতরে ঠিক না করে নিতে পারে পরমহংসের যাওয়া হবে না গলফ লিংক। বিচ্ছেদের পর অনুর সঙ্গে বা মেয়ে বাবির সঙ্গে তার দেখা হয়নি। বাবি একটি চিঠি তাকে দিয়েছিল, কিন্তু সেই চিঠির ভেতরে বাবির সম্বোধনে ছিল আড়ষ্টতা |
'৫৩ সালের সাড়ে চুয়াত্তর কিংবা এইসব পুরনো সিনেমা গুলি দেখলে নিজের দেশের সংস্কৃতি কেমন ছিল সেটি জানতে পারা যায়। আজকাল আমরা অনেকেই নিজের কালচার কী সেটি জানি না। নতুন ফাঁপা চাকচিক্য আর অন্য দেশের কালচারকে নকল করে বানানো এখনের বেশিরভাগ সিনেমাগুলির সাথে কম্পেয়ার করার জন্যে হলেও পুরনো সিনেমাগুলি দেখা যেতে পারে। যদিও সাড়ে চুয়াত্তর সিনেমাটি পশ্চিম বাংলার কালচারের আদলে। তবে তখন বাঙ্গালিদের মাঝে একটা কমন কালচার ছিল। সাতচল্লিশের পরে সেই কালচারটির পরিবর্তন হতে শুরু করে একাত্তরের পরে তা একেবারেই পরিবর্তিত হয়ে যায়। ধর্ম আর ভাষা কেন্দ্রিক একটা নতুন কালচার চর্চা করতে শুরু করে পূর্ব বাংলার লোকেরা। এদেশে বানানো হয় জীবন থেকে নেয়া (১৯৭০), তিতাস একটি নদীর নাম(১৯৭৩), সীমানা পেড়িয়ে(১৯৭৭), গোলাপি এখন ট্রেনে(১৯৭৮), সূর্য দীঘল বাড়ি(১৯৭৯), ঘুড্ডি(১৯৮০)র মতন দারুণ দারুণ সিনেমা |
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন |
সে বলেছিল,না।(আপু তাকে আদর করে বুবু ডাকে |
তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক |
দক্ষিণ এশিয়ান অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জীবন রাম শ্রেষ্ঠার স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। মশাল প্রজ্জ্বলন করেন এসএ গেমসে তায়কোয়ান্দোতে চারবারের সোনাজয়ী দীপক বিষ্ঠা। মাঠ জুড়ে ছুটে বেড়িয়েছে মাসকট ব্ল্যাকবাক, স্থানীয়রা বিলুপ্তপ্রায় এই কৃষ্ণাসার হরিণকে ডাকে ‘কালোবাকা’ |
লিম হো পুয়াহ (, ছিলেন একজন হোকলো বণিক, জন্মগ্রহণ করেন অ্যাময়তে 30 ডিসেম্বরে ১৮৪১ সালে এবং সিঙ্গাপুরে এসেছিলেন অল্প বয়সে। তিনি উই বিন অ্যান্ড কোং দ্বারা নিযুক্ত ছিলেন, যেখানে তার দক্ষতা তার নিয়োগকর্তা উই বিন লক্ষ্য করেছিলেন। পরে তিনি উই বিনের মেয়েকে বিয়ে করেন। তিনি উই বিন স্টিমশিপ লাইন এবং অন্যান্য উদ্যোগগুলির প্রতিষ্ঠাতা এবং সিনিয়র অংশীদার ছিলেন |
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত করতে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |
সে তাই বিরক্তির সুরে বলল, খাবার সময় বাদশাহী ব্যাপার নিয়ে বাদশাজাদাদের এমন কেন্দল আমার ভাল লাগছে না। দাঁড়াও আমি সবার ভেতর মিলমিশ করিয়ে দিচ্ছি।’ বলেই, সব খিচুড়ি একসঙ্গে মিলিয়ে ঘেঁটে দিল। তাতে সব খিচুড়িতেই সমান ঘি হল |
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বিবিপুর গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র লাগোয়া বহু মূল্যবান সরকারি বড় বড় ৬টি শিরিষ গাছ ছিল। যেগুলোর বয়স ৩০-৩২ বছর। আনুমানিক মূল্য কয়েক লক্ষাধিক টাকা। গত দু’দিন আগে আচমকা কয়েকজন একটি গাছ কাটতে শুরু করে। অভিযোগ, স্থানীয় মেম্বার বাবলু মণ্ডলের সাঙ্গপাঙ্গরাই এই ধ্বংসলীলা চালাচ্ছিল। গ্রামবাসীরা জানতে চাইলে, তাদের বলা হয় পঞ্চায়েত সদস্যের অনুমতি রয়েছে। এভাবে দুদিনে দুটি গাছ বেমালুম কেটে নেওয়া হয়। দিনের আলোয় কাটা পেল্লাই শিরিষ গাছ দুটি সন্ধ্যা নামলেই অন্যত্র নিয়ে যাওয়া হয়। আর তখনই গ্রামবাসীদের সন্দেহ হয়। তারা বুঝতে পারে সরকারি দরপত্র ছাড়াই গাছগুলি পাচার হয়ে যাচ্ছে |
'এনজিও সায়েব ঘুমাচ্ছিলিন বোধয় |
তবে কবে থেকে এ নির্দেশনা কার্যকর হবে এবং গ্রাহকদের কাছ থেকেই এ অর্থ আদায় করা হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি। তবে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হচ্ছে, এই চার্জ মোবাইল অপারেটরকে দেবে সংশ্লিষ্ট এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান; গ্রাহকদের ওপর এ চার্জ বর্তাবে না |
ওই বরগুনার প্রতারকের নাম মো. হাফিজুর রহমান জাহিদ (৪৭)। সে ভুয়া যুগ্মসচিব পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিল। আটকের সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির স্টিকার, যুগ্মসচিব পদ মর্যাদার কার্ড ও প্রকল্প পরিচালকের ব্যবহৃত সিল ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম লাগানো একটি গাড়িও জব্দ করা হয়। নেত্রকোণার পুলিশ সুত্রে জানা গেছে, বরগুণার আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের মো. নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. হাফিজুর রহমান জাহিদ দীর্ঘদিন ধরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন জেলার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পলগাঁও গ্রামের নাজিমুল গনি টুটুলের মাধ্যমে তার চাচাতো ভাই তোফায়েল হোসেন ও রতন নামের দুই ব্যক্তিকে পুলিশের এস.আই পদে চাকরি দেয়ার কথা বলে ২০ লাখ টাকা নেয়। নেত্রকোণার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, ২৩ মার্চ টুটুল বাদী হয়ে ওই প্রতারকের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেন। পরে থানা পুলিশ মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । নেত্রকোণার সিআইডির এসআই প্রীতেশ তালুকদার জানান, জাহিদ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে নেত্রকোণা সদর থানার একটি প্রতারণা মামলায় হলে তাকে গ্রেফতার করেছি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণা মামলা রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, জাহিদ প্রতারণা করে সুনামগঞ্জ জেলার জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ১৭ লাখ টাকা ও পুলিশে চাকরি দেয়ার কথা বলে মোহনগঞ্জের পাঁচজনের কাছ থেকে ৩৬ লাখ টাকা ও সচিবলায়ে চাকরি দেয়ার কথা বলে বারকু নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন |
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ইন্টারনেট সংযোগ ছাড়া লাইভ ভিডিও দেওয়া কষ্টকর হয়। ওয়াই-ফাইয়ের নিকটতম অবস্থান সম্পর্কে ফেসবুক যতটা তথ্য দিতে পারবে, তাৎক্ষণিক তথ্য বিনিময়ের মান আরও বেড়ে যাবে |
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাজমা ও জামালকে মৃত ঘোষণা করেন। নিহত জামাল কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের এবং নাজমা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা |
বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের [.....] ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের ডিক্রি জারি করেছেন। [.....] ভাসানচরে রোহিঙ্গাদের পর এবার জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিদেশি এনজিওতে কর্মরতদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত [.....] সারা দেশে দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে।শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু [.....] জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে |
তৈয়ব হাসান : ১৯৯১-৯২ সালের দিকে দ্বিতীয় বিভাগ ফুটবলে, লিগে শুরু করেছি ৯৬-৯৭ সালের দিকে। ১৯৯৯ সালে ফিফার রেফারি হলাম। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাই ভুটান-মালদ্বীপ ম্যাচ পরিচালনা করে আন্তর্জাতিক-ঘরোয়া সব পর্যায়ে থেকে অবসর নিয়েছি |
তবে বিগত কয়েকদিনের মতো আজও শিমুলিয়া ঘাট থেকে এক কিলোমিটার দূরে ঘাটের প্রবেশ মুখে কয়েকটি গাড়ি রেখে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা ঘাটে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ছাড়া কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না।ফলে যাত্রীদের নিজেদের মালামাল নিয়ে এক কিলোমিটার হেঁটেই ঘাটে এসে ফেরিতে উঠতে হচ্ছে। ঘাটে বর্তমানে ৩০০-৪০০ পণ্যবাহী গাড়ি ও কিছু প্রাইভেটকার রয়েছে |
রাজশাহী মহানগর রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন যা রাসিক নামে পরিচিত। রাজশাহী মহানগরকে রাসিক এর আওতায় ৩০ টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে |
২০১৮ সালে এশিয়া কাপে ব্যর্থতার পর আ্যঞ্জেলো ম্যাথিউসকে এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে বহিষ্কার করা হয়। তার পরিবর্তে অধিনায়কত্ব পান দীনেশ চান্দিমাল |
উপজেলা চেয়ারম্যান এ সময় বলেন, বিগত দিনে যারা দ্বায়িত্ব পালন করে গেছেন তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন। যার ফলে এ গ্রেডের একটি উপজেলা পরিষদের এই অবস্থা |
জয়ের দেখা পেয়ে যাওয়া আর্জেন্টিনাকে থামাতে পারেনি বলিভিয়া। দেশের হয়ে লিওনেল মেসির ৫০তম গোলের মাইলফলক ছোঁয়ান ম্যাচে বিশ্বকাপের বাছাইয়ে ২-০ গোলের সহজ জয় পেয়েছে জেরার্দো মার্টিনোর দল। আর্জেন্টিনার করদোবায় বাংলাদেশ সময় আজ বুধবার সকালে গাব্রিয়েল মেরকাদো আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। আর্জেন্টিনার হয়ে এটি তার ৫০তম গোল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এ নিয়ে টানা পাঁচটি ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৬ ম্যাচে ১১। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। কিকঅফের পরপরই আক্রমণ থেকে অ্যাঙ্গেল ডি মারিয়ার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক কার্লোস লাম্পে; এভার বানেগার ফিরতি শট লাগে বারে |
রবিবার রাত বারোটা পনেরো মিনিট নাগাদ বিশেষ বিমানে আগরতলা থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাও অভিষেকের সঙ্গেই কলকাতায় ফেরেন। এরপর জয়া দত্ত, সুদীপ রাহাকে ভর্তি করা হয় এসএসকেএমে। দেবাংশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিন তাঁদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধআড়গ্রাম সফরের আগে ১১টা ২০ মিনিট নাগাদ উডবার্ন ওয়ার্ডে পৌঁছান মমতা। মমতার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন অরূপ বিশ্বাসও। ত্রিপুরা সরকার ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেত্রী |
“প্রথম তিনটে রাস্তার মাঝে নিতে হবে বাঁয়েরটা,” তার দিকে তাকিয়ে বললাম, “পরের তিনে ডানের রাস্তায় যেতে বলা হয়েছে |
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। নিহত সেনা সদস্য শহিদুর ইসলামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার গ্রামে বলে জানিয়েছে পুলিশ |
সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উৎসব পালনের বিষয়টি নিশ্চিত করেন। আর সৌদির উচ্চ পর্যায়ের এ কমিটির সিদ্ধান্ত পালন করে ঈদ উৎসব উদযাপন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান |
হয়তবা তাই এখনও আমি অনুমতিহীন |
ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রেস্ট বেশ কয়েকবার পরিবর্তিত হয়ে বর্তমান আকারে এসেছে। তবে মূল কাঠামো অপরিবর্তিত রয়েছে। এই ব্যাজের কাঠামো ম্যানচেস্টার শহরের ক্রেস্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের রেড ডেভিল নাম থেকেই ব্যাজে ডেভিলের প্রতিকৃতি রাখা হয়েছে। ষাট দশকে ম্যাট বাজবি "স্যালফোর্ড সিটি রেড" নামের লাল পোশাকের একটি রাগবি দল থেকে এই ধারণার জন্ম দেন। ১৯৬০ দশকের শেষভাগে এই লাল দানব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রচারণার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছিল। ১৯৭০ সালে প্রাতিষ্ঠানিকরূপে দলের ব্যাজে এই লাল দানবকে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে ব্যাজটিকে পরিবর্ধিত করা হয়। এসময় ফুটবল ক্লাব শব্দদুটি ব্যাজ থেকে বাদ দেয়া হয় |
প্রতিবেদককে তিনি জানান, অভিযোগকারী রুখসানা নৈতিকভাবে ভালো না। তাঁকে এর আগে অন্তত পাঁচটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান উপসহকারী পরিচালক |
বাবা সহিদুল ইসলাম জানান, দুপুরে নিজের ট্রলিতে করে সার নিয়ে মাঠে যাচ্ছিলেন তিনি। এ সময় মেয়ে সানজিদা তার পিছু নেয়। পরে মেয়েকে ট্রলির সামনে বসিয়ে সার নিয়ে মাঠে রওনা দেন সহিদুল। যাওয়ার সময় ঝাঁকি খেয়ে সানজিদা চাকার নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন |
মির্জা আব্বাসের করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় |
আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম জানান, আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাদী আদালতে জবানবন্দি দিলে বিচারক পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন |
শরতে ভুবন জুড়ে এক নতুন দৃশ্যপট রচিত হয় : গগনে গগনে শুধু অপরূপ রূপের লীলাখেলা। ‘আজি কি তোমার মধুর মুরতি/ হেরিনু শারদ প্রভাতে!/ হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ/ ঝলিছে অমল শোভাতে...।’ বসন্তের পুষ্পছাওয়া বনতল আর দখিনা সমীরণ আকাশে-বাতাসে শিহরন জাগানোর পর গ্রীষ্মের অগ্নিবাণে তা জ্বলেপুড়ে বিবর্ণ রূপ ধারণ করলেও বর্ষা তাতে আবার নবীন প্রাণের প্রণোদনা বয়ে আনে। এরপর ঋতুবৈচিত্র্যের এ বঙ্গভাগে যেন প্রকৃতিতে কাঁপন তুলে আসে শরৎ। এক আশ্চর্য রূপমাধুরী নিয়ে ফেরে সে দ্বারে দ্বারে। সে যেন এক নিপুণ কারিগর। স্বর্ণরেণু দিয়ে গড়ে দেয় প্রকৃতি। তার পরশে প্রকৃতি হয়ে ওঠে ঢলঢল লাবণ্যময়। ধরণী হয়ে ওঠে শ্যামল সুধাময় |
অলিম্পিকে দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে গোয়েল বলেন, উঠতি ক্রীড়াবিদদের সর্বোচ্চ মানের প্রশিক্ষণের সুযোগ দিতে সরকার চেষ্টার ত্রুটি করবে না |
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় চালকসহ শ্যামলী পরিবহনের বাসটি আটক করে থানায় নিয়ে আসে। আটক বাসচালকের নাম রেজাউল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে |
সিভিল সার্জন আরও জানান, ওই নারীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, এক অটোরিকশা চালক ও স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে |
কন্যা সন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। শনিবার দিবাগত রাত (২ আগস্ট) আফতাব এবং তার স্ত্রী নিন দুসানি তাদের ইনস্টাগ্রামে প্রথম সন্তান আগমণের খবরটি প্রকাশ করেন |
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব জানায় পেগাসাস ফোনের সিকিউরিটি ফিচার ফুঁড়ে ব্যবহারকারীর অগোচরে এবং অনুমতি ছাড়াই পেগাসাস ইনস্টল করে দেয়। পেগাসাস স্পাইওয়ার সে সময়ে চলছিল ৪৫টি দেশে, এমনটাই জানা গিয়েছিল সিটিজেন ল্যাবের গবেষণা থেকে |
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ৪১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৭৭৪), হাওড়া (২১৩১), দক্ষিণ ২৪ পরগনা (১৮৩০), হুগলি (১২৭২) |
কর্কট রাশি- শনির কারণে ২০২২ সালের গোড়াতেই নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কর্কট রাশির জাতকরা। মঙ্গলের গোচরের ফলে আত্মবিশ্বাস বাড়বে। এপ্রিলে গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতকদের জীবনে একাধিক বড় পরিবর্তন আসতে পারে। বছরের শেষ লগ্নে হেরফের হতে পারে আর্থিক অবস্থার |
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। ১৫ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে তারা। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে দুই ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ |
সৈয়দ আশরাফুল ইসলাম আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে আয়োজিত সম্পাদক মন্ডলীর এক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন |
২০১৬ সালে তিনি পঞ্চম রাউন্ডে জোসে মারিয়া টমকে আত্মসমর্পণ এর মাধ্যমে হারিয়ে প্রথম এসিবি ফ্লাইওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। বেল্ট ছেড়ে দিয়ে সংগঠন ত্যাগ করার আগে তিনি অ্যান্থনি লিওন এবং রসুল আলবাসখানভের বিরুদ্ধে দু'বার বেল্ট রক্ষা করেছিলেন |
এদিকে নাটোরের সিংড়ায় লাশবাহী অ্যাম্বুল্যান্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রনি আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। গতকাল সকালে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এই ঘটনা ঘটে |
সন্তানের জন্মের মুর্হুতের সাক্ষী থাকতে পারাটা নিঃসন্দেহে বাবার কাছে খুব বড় প্রাপ্তি। তাই নিজের চোখের সামনে বান্ধবীকে সন্তানের জন্ম দিতে দেখে খুশি যেন বাঁধ মানছিল না ডালো নামে এক ডাচ যুবকের। কিন্তু, তারপর যা ঘটল, তারজন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। ডিএনএ পরীক্ষায় জানা গেল, বান্ধবী যে সন্তানের জন্ম দিয়েছেন তার বাবা ডালো নন, অন্য কেউ |
“ আমার মনে আছে, এমনও দিন গেছে, সে (তখনকার বান্ধবী ও এখন স্ত্রী বনি) কাজে গেছে, আমি সোফায় বসে আক্ষরিক অর্থেই কাঁদছি। চিৎকার করে নয়, তবে কান্না করেছি |
১. অল্প খাবার বারে বারে, প্রতি তিন ঘণ্টা পর পর খাবেন |
করোনায় আক্রান্ত হয়ে পরে বিভিন্ন জটিলতায় ভুগে চট্টগ্রামে আরও এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম গোলাম মর্তুজা হারুন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ২১ জন চিকিৎসক মারা গেলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। গোলাম মর্তুজা হারুনের বাড়ি সিলেটে। তিনি চট্টগ্রাাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামেই তিনি তার কর্মজীবন শুরু করেন। নগরীর শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টা-লীর সদস্য ছিলেন |
কিছু মানুষ দেরিতে ঘুম থেকে ওঠেন, আবার কেউ কেউ খুব সকালে কাজের উদ্দেশে বেরিয়ে পড়েন। তবে মনোবিজ্ঞানীরা এই দুই প্রকৃতির মানুষের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। মনোবিজ্ঞানীদের মতে, দেরিতে ঘুম থেকে ওঠা মানুষগুলোই বেশি বুদ্ধিমান হন। সাইকোলজি টুডে সাময়িকী মার্কিন তরুণদের মধ্যে এক গবেষণা পরিচালনা করে। সেই গবেষণা অনুযায়ী দেরিতে ঘুম থেকে ওঠা তরুণরাই সবচাইতে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলো |
তারকাদের সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনা হয়ে থাকে ভক্ত-সমালোচক মহলে। বিষয়গুলো তাই অধিকাংশ তারকাই ‘ব্যক্তিগত ব্যাপার’ বলে এড়িয়ে যান। কেউ বা আবার রাখঢাক না রেখেই স্বেচ্ছায় জানান দেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর হালহকিকত। এবার সেই পথেই হাঁটলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা |
এই মূহূর্তে নিউ ইয়র্ক প্রশাসন নিউ ইয়র্কের সমস্ত আন্তর্জাতিক ও দেশীয় ভ্রমণকারীদের ১৪ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে |
কয়েক দিন আগে ছিলো ব্যাঙ্ক এর টাকা হ্যাকিং , এরপর জুনায়েদ , এরপর তাসকিন , তনু , এবার ম্যাচ হার |
আগের হলি আর্টিজানে ৫০ জন স্টাফ থাকলেও এখন মাত্র ৮ জন। এরা সবাই পুরাতন। ছোট আয়তনে করা হয়েছে বলেই স্টাফ সংখ্যা কমানো হয়েছে। কাজের পরিধি বাড়লে ধীরে ধীরে বাকিদেরও ফিরিয়ে আনা হবে |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরের কয়েক ঘণ্টায় ট্রাম্প যা-ই বলেছেন, তার প্রায় সবই মিথ্যা বলে দাবি করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ছাড়া নির্বাচনের আগে বছরজুড়েই ট্রাম্প এ ধরনের মিথ্যাচার করে আসছেন বলে দাবি সংবাদমাধ্যমটির |
বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৮৪২ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ দল |
কিশোর বাংলা প্রতিবেদন: শিশুর ত্বকের যত্নের ব্যাপারে মায়ের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। মায়েরা যদি কিছু কিছু বিষয়ে সচেতন হোন, তবে কিশোর বাংলা প্রতিবেদন: মাগুরায় শীতের প্রকোপে ডায়রিয়া ও কলেরাসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শীতের শুরু থেকে প্রতিদিন ঠাণ্ডাজনিত রোগে কিশোর বাংলা প্রতিবেদন: ডিএফআইডির অর্থায়নে বেসরকারি সংস্থা মেরী স্টোপসের সুবিধাবঞ্চিত নারীদের মাতৃত্বকালীন সেবা প্রকল্প সফলভাবে শেষ হয়েছে। প্রকল্পের অধীনে বাংলাদেশের কিশোর বাংলা প্রতিবেদন: ব্রিটিশরা আমাদের চা পান করার যে অভ্যাস করিয়ে দিয়ে গেছে তা আর ছাড়তে তো পারিই নি উল্টো কিশোর বাংলা প্রতিবেদন: অনেক বাবা-মা বলে থাকেন, তাঁদের শিশু মাত্রাতিরিক্ত বা অস্বাভাবিক রকমের ঘামে। এমনকি শীতের দিনেও বাচ্চারা অনেক ঘামে। কিশোর বাংলা প্রতিবেদন: অনেক সময় কোনো কারণ ছাড়া বাচ্চাদের কান্না করতে দেখা যায় |
ড. আনিসুজ্জামান: পড়েছে। আমি তাঁর প্রথম দিকের যে সব ছোটগল্প ও উপন্যাস পড়েছি, তাতে এমন প্রবণতা বা প্রভাব লক্ষ করেছি। তিনি তাঁর লেখায় যে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, কৃষক ও মধ্যবিত্ত সমাজের (তিনি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন) দুঃখ-দুর্দশা, অভাব-অভিযোগ এবং শোষণ-নির্যাতনের কথা বলেছেন; বিশেষত উত্তরবঙ্গের আদিবাসী সাঁওতাল-মুর্মু-রাজবংশী-পোলিয়াদের জীবনযন্ত্রণাকে উপস্থাপন করেছেন- তাও কেমন যেন দ্বিধাগ্রস্ত। আর মধ্যবিত্তের কোনো স্বপ্নই যেন পূরণ হচ্ছে না- তা হোক রাজনৈতিক অথবা ব্যক্তিগত। তাঁর লেখায় পাত্রপাত্রীদের মাঝে যে হতাশার ভাব ও দ্বিধা-দ্বন্দ্ব প্রবল হয়ে ওঠে, এর মূলে মনে হয় শওকত আলীর ব্যক্তিগত জীবনের হতাশাই ত্রিয়াশীল থেকেছে। যা তাঁর ‘প্রদোষে প্রাকৃতজন’ ও ‘দক্ষিণায়নের দিন’ ত্রিলোজিতেও প্রতিফলিত হয়েছে। আমি ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসের ফ্ল্যাপের আলোচনায় এ সম্পর্কে একবার লিখেছিলাম। কারণ মধ্যযুগের সেন আমলের মৃৎশিল্পী শ্যামাঙ্গ ও তার গুরু বসুদেবের মাঝে ধর্মের নামে শিল্পীর আদর্শ ও স্বাধীনতা নিয়ে যে মত-পার্থক্য, দ্বিধা-দ্বন্দ্ব ও দ্রোহের ভাব উন্মোচিত হয়, তার সঙ্গে পাকিস্তান আমলের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শ্যামাঙ্গের এ স্বপ্নও শেষ পর্যন্ত সফল হয় না, বাস্তবে রূপ নিতে পারে না। যা ত্রিলোজি ‘দক্ষিণায়নের দিন’- এ মনি ও সেজানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এরা প্রত্যেকেই যে অপার সম্ভাবনা নিয়ে উপন্যাসে আবির্ভূত হয়েছিল, শেষ পর্যন্ত সে ধারা বজায় থাকেনি, বরং এক ধরনের আত্মসমর্পণ ও আনতভাব পরিলক্ষিত হয়। লীলাবতী ও রাখী চরিত্রের সমাজবহির্ভূত যৌথজীবন-যাপনের মাধ্যমে তিনি যে প্রথাভাঙা বা অস্বীকার করার ক্ষেত্রে একধরনের বিদ্রোহের ইঙ্গিত দিয়েছিলেন-তাও শেষ পর্যন্ত সামাজিক-সামষ্টিক বিদ্রোহে রূপ না নিয়ে ব্যক্তিগত-ব্যষ্টিক রূপে সীমিত হয়ে পড়েছে। তাই আমার মনে হয়, শওকত আলীর লেখায় এ প্রবণতার পেছনে তাঁর রাজনৈতিক মতাদর্শগত স্বপ্ন ভঙ্গের বেদনাই কার্যকর ছিল। ড. আনিসুজ্জামান: শওকত আলীর সাহিত্যকর্মের মধ্যে এটি সেরা একটি কাজ। তিনি মধ্যযুগের সেন আমলের পতন-উন্মুখ পরিস্থিতিতে তুর্কিদের বাংলায় আগমনজনিত কারণে রাজনৈতিক নৈরাজ্য ও সামাজিক ভাঙন ও তার প্রেক্ষাপট অত্যন্ত দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন। কাহিনি বুনন, ভাষা ব্যবহার ও শ্রেণিচরিত্র নির্মাণে তিনি যে মেধা ও মননশীলতার পরিচয় দিয়েছেন তা কম কৃতিত্বের কথা নয়। অসংখ্য পার্শ্বচরিত্র নির্মাণের পরেও এরা প্রত্যেকেই স্বতন্ত্র ও সহজাত বৈশিষ্ট্যে প্রাণবন্ত। আবার তিনি গুরু-শিষ্যের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব ও মতপার্থক্য দেখানোর পরেও গুরু বসুদেবকে কখনোই খাটো করে চিত্রায়িত করেননি। এখানেও তাঁর প্রাগ্রসর চিন্তার প্রতিফলন ঘটেছে। কারণ মধ্যযুগে শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেনই কেবল সামন্তশাসক, রাজা-জমিদার ও ভূস্বামীরা। ফলে শিল্পনির্মাণ ও সাহিত্য সৃজনে এ গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সবসময়ই বজায় ছিল। এ প্রভাবকে অস্বীকার বা অতিক্রম করে যাওয়া সে সময়ের প্রেক্ষাপটে রীতিমতো দুঃসাধ্যই ছিল। ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাস নিয়ে আমার একটি মূল্যায়ন এ বইয়ের ফ্ল্যাপে জুড়ে দেয়া হয়েছিল। ড. আনিসুজ্জামান: এ কথা বা মতের সঙ্গে পূর্ব থেকেই আমি পরিচিত। অনেকে এ রকম কথা বললেও এটি নিশ্চিতভাবে বলা যাবে না। যদিও তিনি এটি বাংলাদেশ স্বাধীন হবার পরে লিখেছেন এবং ৭১-র পূর্বে অর্থাৎ পাকিস্তান আমলের শুরু থেকেই বাঙালি আর পাকিস্তানিদের মধ্যে ধর্ম ও সামাজিক বিষয় নিয়ে এক ধরনের শোষণ ও বঞ্চনাজাত নৈরাজ্য বিরাজমান ছিল। এ ধর্মীয় উন্মাদনা ও সামাজিক শোষণ ছাড়া আর তো কিছু মেলে না। কারণ ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসে গুরু ও শিষ্যের মধ্যে যে স্বপ্ন ও ভালোবাসা প্রকাশ পেয়েছে, তা সমাজ নির্ধারিত ও শাস্ত্রসম্মত। সেটা ধর্মশাস্ত্রও হতে পারে; আবার শিল্পশাস্ত্রও হতে পারে। তা না মেনে নিয়ে একজন শিল্পীর নিজস্বতাকে বড় করে তোলার সুযোগ তো কেবল ৭১-এ বাংলাদেশ স্বাধীন হবার পরেই পাওয়া গিয়েছিল। কারণ স্বাধীন দেশই কেবল ব্যক্তিকে সমাজের ঊর্ধ্বে ওঠার স্থান করে দিয়েছিল। আর এমন প্রেক্ষাপট ‘প্রদোষে প্রাকৃতজন’-এ পাওয়া যায় না। কাজেই এ বক্তব্যকে সর্বাংশে গ্রহণ করা যায় না। ড. আনিসুজ্জামান: শওকত আলীর মনে মুক্তিযুদ্ধের অনিবার্যতা সর্বদাই ছিল। তবে মুক্তিযুদ্ধের বিজয় বামপন্থীদের দ্বারা পুরোপুরি অর্জিত না হয়ে জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হলো- এ নিয়ে তাঁর কিছুটা অভাববোধ ও অতৃপ্তি বরাবরই ছিল। অর্থাৎ স্বাধীনতাকে তিনি দু’হাত বাড়িয়ে আগ্রহভরে যেভাবে নেওয়া যায়, সেভাবে হয়তো নেননি- একটু দ্বিধাগ্রস্থভাব ছিল। যা তাঁর ‘যাত্রা’, ‘অপেক্ষা’, ‘উত্তরের খেপ’, ‘ঘরবাড়ি’ ও ‘হিসাব-নিকাশ’ উপন্যাসের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে। তবে তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, প্রথম প্রতিরোধের প্রহর ও উত্তরকালীন সংকটকে ধরবার যে প্রচেষ্টা-প্রয়াস চালিয়েছেন তা অসামান্য। ড. আনিসুজ্জামান: আমি শওকত আলীর ‘উন্মূল বাসনা’, ‘লেলিহান সাধ’ ও ‘শুন হে লখিন্দর’ গল্পগ্রন্থের গল্পগুলো পড়ে ধারণা করেছিলাম যে, এ গল্পই হয়তো তাঁর প্রিয় মাধ্যম হবে। আর গল্পকার হিসেবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু পরবর্তীকালে তিনি গল্পের ধারা থেকে সরে যান এবং উপন্যাস নিয়ে মনোযোগী হয়ে ওঠেন। তারপরও তিনি এসব গল্পে উত্তরবঙ্গের কৃষক-শ্রমিকদের জীবনযন্ত্রণার চিত্র উপস্থাপনের পাশাপাশি আদিবাসীদের নানামুখী সংকট নিয়ে যে কাজ করেছেন- তা উল্লেখ না করে পারা যায় না। তিনি যথেষ্ঠ সহানুভূতি দিয়ে আদিবাসীদের জীবন সংকটকে উপস্থাপন করেছেন এবং আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তাদের মধ্য থেকেই বীর খুঁজে পাবার যে বার্তা ঘোষণা করেছেন; তা বাংলা সাহিত্যে সত্যিই ব্যতিক্রমী ঘটনা। এ জন্য বোধ করি তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এখানেই তাঁর সাফল্য ও স্বাতন্ত্র্য। ড. আনিসুজ্জামান: শওকত আলী তাঁর ‘পিঙ্গল আকাশ’, ‘ওয়ারিশ’, ‘দলিল’ ও ‘বসত’সহ আরো বেশ কয়েকটি উপন্যাসে আত্মজৈবনিকতার ছাপ রেখেছেন। কিন্তু কোথাও তিনি জোর দিয়ে নিজের কথা বলতে চাননি। পশ্চিমবঙ্গ ছেড়ে পূর্ববঙ্গে আগমন, নতুন জায়গায় এসে জীবন-সংগ্রামে লড়াই করে টিকে থাকার সব কথাই আছে। কিন্তু এ উদ্বাস্তু-অভিবাসী জীবনে স্বদেশ-স্বজন ছেড়ে আসার বেদনা না নতুনভাবে জীবন গড়ার সদিচ্ছা- কোনটি মুখ্য হবে, তার নির্দেশনা তিনি দেননি। বরং এ দুটি প্রবণতাই সমানভাবে আছে এবং লেখায় জায়গা করে নিয়েছে। এতে তাঁর মনে এক ধরনের দ্বিধা-দ্বন্দ্ব হয়তো সক্রিয় ছিল। ড. আনিসুজ্জামান: আমার তেমন মনে হয় না। কারণ আত্মজৈবনিকতার ছাপ সব লেখকের ক্ষেত্রেই কমবেশি প্রযোজ্য। কারণ লেখক উপলব্ধি করতে শেখেন নিজের জীবন ও জগৎকে আশ্রয় করেই। নিজস্ব পরিবেশ পরিমণ্ডল থেকেই একজন লেখকের অনুভূতির তীব্রতা ও পর্যবেক্ষণের প্রখরতা জারিত হয়েই লেখায় প্রকাশ পায়। যা শিল্পের ক্ষেত্রে তেমন বাধা হয় না। বাধা হলেও জাত শিল্পীরা তা নিজগুণেই অতিক্রম করে যান। আর সকল মহৎ সাহিত্যশিল্পই তো কমবেশি আত্মজৈবনিক |
আবার SMS পাঠানোর টিউন এর সাথে নিজের ওয়েব সাইট এর লিংক জুড়ে দেয় ওয়েবসাইট প্রচারের জন্য |
সকাল দশটায় আমি বাড়ি ফিরে যাই। এরপর আর কোনোদিন মুনিরার সাথে দেখা হয় না |
হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর ঐতিহাসিক তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ।অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর ঐতিহাসিক তেলিয়াপাড়াকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান |
বাংলাদেশের হোম কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে একদিন পরেই অনুশীলনের জন্য মিরপুরের হোম অব ক্রিকেটে আসে অতিথিরা। ইংলিশ অধিনায়ক জস বাটলারও জানালেন নিরাপত্তা নিয়ে তার সন্তুষ্টির কথা |
দুই, সাঁতরাগাছি থেকে সাপ্তাহিক বিবেক এক্সপ্রেস। প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টে ৪৫ মিনিটে ছেড়ে কোড়িকোড় পৌঁছোয় শনিবার ভোর ৪টে ৫৭ মিনিটে, কান্নুর পৌঁছোয় সকাল ৬টা ৩২ মিনিটে আর কাসারগড় পৌঁছোয় সকাল ৮টা বেজে ১৩ মিনিটে। সুলথান বাথেরি, কোড়িকোড়, কান্নুর আর কাসারগড়ে রয়েছে প্রচুর হোটেল। তবে কোড়িকোড় আর কান্নুরে কেরল পর্যটনের হোটেল দু’টিই সমুদ্র থেকে অনেক ভেতরে। সুলথান বাথেরিতে কেরল পর্যটনের হোটেলে থাকতে পারেন। থাকা-খাওয়া ভালো। অনলাইনে হোটেল বুকিং করতে পারেন। কেরল পর্যটনের সঙ্গে যোগাযোগ: www.ktdc.com ইন্দোনেশিয়ায় ১৮ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে বাংলাদেশের প্রত্যাশার তালিকায় রয়েছে আর্চারি। ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নিলেও বাংলাদেশ অলেম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) পদকের নিশ্চিত প্রত্যাশা করছে না কোনোটিতেই। তবে ভালো ফলের প্রত্যাশায় কাবাডি ও শ্যুটিংয়ের সঙ্গে যোগ করেছে আর্চারি। এই মুহূর্তে দেশের সেরা আর্চার রোমান সানা। গেমসে অংশ নিতে যাওয়ার আগে তিনি মুখোমুখি হয়েছিলেন পরিবর্তন ডটকমের। এই রিকার্ভ আর্চার জানালেন নিজের ও দলের প্রত্যাশা নিয়ে। প্রশ্ন: দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছেন আপনি। এই মুহূর্তে দেশের সেরা আর্চার বলে আপনার কাছে বড় কিছুই চায় সবাই। এই আসরে নিজেকে নিয়ে আপনার প্রত্যাশা কী? রোমান: গত এশিয়ান গেমসে যে রেজাল্ট করেছিলাম তার চেয়ে ভালো ফল করতে চাই, এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আর ব্যক্তিগতভাবে যদি বলেন, তাহলে আমি বলব- আমার লক্ষ্য কোয়ার্টার ফাইনালে যাওয়া। কারণ, কোয়ার্টার ফাইনালে যেতে পারলে এরপরের ধাপই সেমি ফাইনাল এবং ফাইনাল। কোয়ার্টারে যেতে পারলে তাই ওই ধাপে যাওয়াটা সহজ হয়ে যাবে। তাই মূল টার্গেট কোয়ার্টারে যাওয়া। কঠোর প্ররিশ্রম করেছি, কিছুদিন আগে সুইজারল্যান্ড থেকেও ট্রেনিং করে আসলাম। আমরা বিশ্বকাপও খেলে এসেছি গেল মাসে। আশা করি, এবার রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগ মিলেই আমরা ভালো ফলাফল উপহার দিতে পারব বাংলাদেশকে। রোমান: আমার ব্যক্তিগত লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। এছাড়া টিম আছে, মিশ্র ইভেন্ট দল আছে। আমাদের টিমটা শক্তিশালী। যেভাবে প্র্যাকটিস করছি, তাতে ওই জায়গার আবহাওয়া যদি ভালো থাকে তবে ভালো কিছুই হবে। বিদেশে আমাদের বড় সমস্য হয় বাতাসে। যেমন- ক’দিন আগেই বিশ্বকাপ খেলে আসলাম জার্মানি থেকে। সেখানে মাঠটা ছিল প্রায় এক হাজার মিটার। বিশাল বড় মাঠ। কিন্তু মাঠে বাতাস আমাদের ভুগিয়েছে খুব। রোমান: তা তো অবশ্যই। জার্মানিতে বিশ্বকাপে আমি শেষ ষোলোতে গিয়েছিলাম। তবে আমাদের কম্পাউন্ড টিম কোয়ার্টার ফাইনালে গিয়েছিল। এটা একটা ইতিহাস বলতে পারেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়েই কোয়ার্টার ফাইনালে খেলেছি। আমরা প্রমাণ কারতে পারছি যে আমরা উন্নতি করছি। ফেডারেশন কর্মকর্তারাও আমাদের নিয়ে অনেক চিন্তা-ভাবনা করছে। এই যে খেলাগুলো আমরা খেলছি, আমরা প্রতি বছর যদি এরকম চার-পাঁচটা টুর্নামেন্ট খেলতে পারি, তবে অবশ্যই আমাদের পারফরম্যান্স ভালো হবে, সাফল্য আসবে। আগে আমরা বছরে এক-দুইটা টুর্নামেন্ট খেলতাম। বড় আসরে বেশি যেতে পারতাম না। এখন আমরা বেশি বেশি খেলায় অংশ নেয়া শুরু করেছি। পরবর্তী বছরে আমাদের বিশ্বকাপ আছে দুটি, এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে। মিনিমাম হলেও ছয়টার মতো বড় খেলা আছে। যদি অংশ নিতে পারি, ছয়টার ভিতরে দেখবেন একটাতে আপনা-আপনিই আমদের মেডেল চলে আসবে। আসলে আমরা যতো টুর্নামেন্টে অংশ নিতে পারবো ততো অভিজ্ঞতা বাড়বে। রোমান: আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেয়ার। আমাদের একটা আফসোস যে কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি ছিল না। যদি থাকতো অনেক ভালো রেজাল্ট হতো। এই আসরে আমাদের একশতে ৯০ ভাগ সুযোগ থাকে ভালো করার। কারণ ওখানে দেশের সংখ্যা কম থাকে। আর এখানে (এশিয়ান গেমস) কোরিয়া, জাপান, চীন, ইন্দোনেশিয়ার মতো দেশ খেলবে। এরা অলিম্পিকের মতো আসরে চ্যাম্পিয়ন। এদের কাছ থেকে রেজাল্ট নিয়ে আসাটা স্বপ্নের বিষয়। তবে আমরা আমাদের সর্বোচ্চটা দেব। গত আসরে আমি ১৭তম র্যাঙ্কিং হয়েছিলাম। দুইটা ম্যাচ জিতেছিলাম। টিমে আমরা নবম হয়েছিলাম। এবার অবশ্যই তার চেয়ে অনেক ভালো রেজাল্ট হবে। প্রশ্ন: জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ যোগ দেয়ার পর তো বেশ কিছুদিন তার সঙ্গে অনুশীলন করলেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? রোমান: সে অনেক ভালো কোচ। মজাও করেন আমাদের সঙ্গে। ওনার একটা জিনিস ভালো লাগে যে উনি ডিসিপ্লিনের ব্যপারে খুব কড়া। উনি আমাদের যেভাবে প্র্যাকটিস করান তা অন্য যে কোনো কোচদের চেয়ে তা আলাদা। খেলোয়াড়দের সঙ্গে বন্ধুর মতো। উনি ২০২০ সাল পর্যন্ত আছেন। আশা রাখি, ২০২০ সাল পর্যন্ত থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শুরু হয়েছিল ‘বালা’-র শুটিং। আর এরমধ্যেই ছবির চিত্রনাট্যকে ঘিরে আইনি জটিলতার মুখে পড়তে হল নির্মাতাদের। অভিনেতা আয়ুষ্মান খুরানা, পরিচালক অমর কৌশিক এবং প্রযোজক দীনেশ বিজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের কাশিমীরা থানায়। আর তাদের জেরার জন্যই রবিবার থানায় ডেকে পাঠানো হয় তাঁদের |