text
stringlengths 0
40.1k
|
---|
আয়নার সামনে খাওয়া: শুনতে পাগলামি মনে হলেও আয়নার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে খাওয়া ওজন কমাতে নাকি অনেকটাই সাহায্য করে। মূলত এভাবে আপনি কী খাচ্ছেন এবং কীভাবে খাচ্ছেন তা চোখে পড়ে। তবে পদ্ধতিটি শুধু একা খাওয়ার ক্ষেত্রেই কার্যকরী |
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন |
তিনি ড্রইং রুমে না গিয়ে বেড রুমে ঢুকলেন। শার্ট পড়াই ছিল, তাড়াতাড়ি প্যন্টটা পড়ে কাউকে কিছু না বলে বের হয়ে গেলেন। রাস্তায় বের হয়ে উদ্দেশ্যহীন ভাবে হাঁটতে শুরু করলেন। তার স্ত্রী চা নিয়ে ড্রইং রুমে এসে দেখলেন টিভি চলছে। দর্শক হিসেবে সোফায় বসে আছে চার পাঁচটি সুসজ্জিত কুশন। ড্রইং রুম, বাথরুম, বেডরুম কোথাও স্বামীকে না দেখে তিনি মোবাইলে ফোন করলেন। এবং একটু পরেই ভ্রু কোঁচকালেন। ভ্রমরের ডাক শোনা যায় কোত্থেকে? দেখতে পেলেন, স্বামীর মোবইলটি ড্রেসিং টেবিলের উপর ভাইব্রেট হচ্ছে, রিংগিং টোন বন্ধ |
কলকাতা: কীভাবে মৃত্যু হল সল্টলেকের গৃহবধূ পৌলমী রাউত ও তাঁর ৯ মাসের শিশুর? সেই রহস্যভেদের আগেই ঘটনায় নয়া মোড়। ২৪ ঘণ্টার ব্যবধানে অবস্থান বদল মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের। জামাইয়ের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই বলে জানালেন গৃহবধূর মা কুমকুম সাহা। তাঁর দাবি, নাতি জন্ম থেকেই কোলনের অসুখে ভুগছিল। তার জেরে মানসিক অবসাদে ভুগছিল পৌলোমী। বুধবার সল্টলেকের এই আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গৃহবধূ পৌলমী রাউতের ঝুলন্ত দেহ। মায়ের দেহের সঙ্গেই ওড়নায় বাঁধা ছিল ৯ মাসের শিশুর দেহ। গৃহবধূর পরিবার অভিযোগ তোলে। যদিও এদিন জামাইকে ক্লিনচিট দিয়এছএ গৃহবধূর পরিবার। এদিনই বিধাননগর পূর্ব থানায় পৌলমীর বাবা ও মায়ের বয়ান রেকর্ড করা হয়। সেখানে তাঁরা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি বলে পুলিশ সূত্রে খবর। তাহলে কী এমন হল, যার জেরে এই মর্মান্তিক পরিণতি? বুধবার রাতভর গৃহবধূর স্বামী অনুপ রাউতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, গৃহবধূর স্বামী দাবি করেছেন, তাঁদের সংসারে নাক গলাতেন পৌলমীর বাবা-মা। তার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। এর জেরেই কি নিজের কোলের শিশুকে খুন করে আত্মঘাতী হলেন পৌলমী? নাকি ছেলের অসুখের কারণে মানসিক অবসাদের জেরে এই ঘটনা? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, শিশুকে শ্বাসরোধ করে খুন করেন পৌলমী। তারপর আত্মঘাতী হন। তবে ময়নাতদন্তের রিপোর্টের আগে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তদন্তকারীরা। কারও বিরুদ্ধে কোনও অভিযোগও দায়ের না হওয়ায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ |
তখন আশ্চর্য হয়ে খেয়াল করলাম ব্যথা আসলে নেই |
প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। চালের মধ্যে আদা বাটা, হলুদ রং মাখিয়ে ৩০ মিনিট রাখুন। কড়াইতে ঘি ও সাদা তেল দিয়ে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিন। এবার চাল দিয়ে কড়াইশুঁটি, কাজু, কিশমিশ দিয়ে ভাল করে নেড়ে নিন। সুগন্ধ বের হলে চালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে নুন, চিনি দিন। চাল সেদ্ধ হতে দিন। মাঝে একবার ঢাকা খুলে দুধে ভেজানো কেশর ঢেলে দিন। চাল সেদ্ধ ও ঝরঝরে হলেই তৈরি বাসন্তী পোলাও |
আসসালামু আলাইকুম।আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় আমারটিপ্সসাইট কেউ ভিজিট করে না।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। একটা কথাঃ আমি একজন মানুষ আর মানুষ মাত্রই ভুল আমার যদি ভুল হয় তাহলে কেউ খারাপ কমেন্ট করবেন না।আর যদি পারেন তাহলে কমেন্টে ভুলটা দেখিয়ে দিবেন।তাহলে আমি ভুলটা সংশধনের চেষ্টা করব। আর পোষ্টটা পড়ে যদি,একটুও উপকৃত হন তাহলে একটা কমেন্ট ও একটা লাইক দিয়ে যাবেন। আপনার প্রায় সবাই Nhd04 Theme মানে Blue কালার থিম এর সাথে কমবেশি সবাই পরিচিত।থিমটি দেখতে অনেক সুন্দর।তাই সবাই সেই থিমটি নিতে চায়।কিন্তু নিতে পারেনা।তবে আর চিন্তা নেই।কারণ আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Nhd04 এর Orginal থিম।আশা করি যে এই থিম নিয়ে আগে কোথাও পোস্ট করা হয়নি।তাই আমি ট্রিক বিডিতে করলাম |
ব্রাহ্মণ কাঁদতে-কাঁদতে বললেন, ‘কাল বাঘ আসবে, আমাদের মেয়েকে বিয়ে করতে। বিয়ে না দিলে সকলকে চিবিয়ে খাবে |
রাজনীতিকরা মনে করাচ্ছেন, বাজেট প্রস্তুতিপর্বে অধিকাংশ কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টারা যুক্তি দেন, কেন্দ্র রাজকোষ ঘাটতির কথা ভুলে গিয়ে অর্থনৈতিক বৃদ্ধির কথা ভাবুক। রাজ্যগুলিকেও রাজকোষ ঘাটতি শিথিলের সুযোগ দেওয়া হোক। তাই রাজকোষ ঘাটতি বাড়ালে রাজ্যগুলিরও সমর্থন পেতেন জেটলি। কিন্তু তিনি সেই ছক ভাঙার সাহস দেখাতে পারেননি। নতুন ট্রেন ঘোষণা না-করে রেল বাজেটে যে সাহস দেখিয়েছিলেন সুরেশ প্রভু |
একটু পরেই তপ্ত দুপুর। শীতের আগমনী বার্তার এই সময়টাতে বেশ গরম পড়েছে। এরপরও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো। হবেই না কেন? প্রায় দু’বছর পর শিক্ষাঙ্গনে পা ফেলেছে তারা। কতদিন ধরে বন্ধুরা টিফিন ভাগাভাগি করে না, সেই অতৃপ্তিই যেনো গোছাচ্ছে |
ওর জন্য দুইসেট নতুন জামা আনিয়েছি। আমি বলেছিলাম একসেট। ও এনেছে দুইসেট। আমি যদি কিছু বলি তাই কৈফিয়ত দেয় বলে গত ঈদে ফিতরা দেওয়া হয়নি। সেটার জন্যই বোধয় বিপদ হচ্ছিল। এখন শোধ গয়ে গেলো |
প্রত্যেক জাতীয় নেতাকে তার তার যোগ্য সন্মান দিতে শিখুন। দেখবেন সবাই আপনার বাবাকে যোগ্য সন্মান দেবে। জোর করে সন্মান আদায় করতে হবে না |
রয়টার্স জানায়, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চীনের ক্রমবর্ধমান প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছিলেন এবং অনুপ্রবেশের বিরোধিতা করার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছিলেন। 'আমরা বিভ্রান্তির বিরুদ্ধে একটি গণতান্ত্রিক জোট প্রতিষ্ঠার আশা করছি,' সাই প্রতিনিধিদলকে বলেন। 'আমরা বিশ্বাস করি যে তাইওয়ান এবং ইইউ অবশ্যই সকল ক্ষেত্রে অংশীদারত্ব জোরদার করতে পারে,' তিনি যোগ করেন |
বিশ্বের সর্বাপেক্ষা দ্রুতগতিসম্পন্ন মহিলা পেস বোলারের স্বীকৃতি পেয়েছেন। ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগে বোলিং করেছেন তিনি। ১৬ বছরের অধিক সময় বিশ্বের দ্রুতগতিসম্পন্ন বোলার ছিলেন। দুইবার ঘণ্টায় ৭৫ মাইল বেগে বোলিং করার রেকর্ড গড়েন। খেলার উত্তরণকল্পে অনেকাংশে বিখ্যাত ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা’র বোলিং ভঙ্গীমা অনুসরণ করেছিলেন |
সকাল গড়িয়ে দুপুরের দিকে সূর্য হেলে পড়তেই আপনার চোখের সামনে ভেসে উঠবে ঝলমলে ডাল লেক |
সময় আমাদের দেহ পরিধান করে, আকাঙ্খাকে নবায়ণ করে, মৃত্যুকে নিকটবর্তী করে এবং সকল ব্যাকুল বাসনা কেড়ে নিয়ে যায়। এতে যে কৃতকার্য হয় সে শোকের মোকাবেলা করে এবং যে এর আনুকূল্য হারায় সে দুর্দশাগ্রস্ত হয়। যে নিজকে মানুষের নেতা বলে দাবী করে তার উচিত অপরকে শিক্ষা দেয়ার পূর্বে নিজে শিক্ষা গ্রহণ করা এবং মুখের বদলে সে যেন নিজের আচরণ দিয়ে অন্যকে শিক্ষা দেয়। যে ব্যক্তি নিজকে শিক্ষা দেয় সে অন্যকে শিক্ষাদানকারী অপেক্ষা অধিক সুনামের দাবীদার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। বুদ্ধদেব সুপ খেয়েছেন, রাতে ভালো ঘুমিয়েছেন, রবিবার সকালে তার কেবিনে দেওয়া হয়েছে গণশক্তি কাগজ। এমনটাই হাসপাতাল সূত্রে খবর। হাসপাতাল সূত্রে আরও খবর,বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ, পালস রেট ও রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক রয়েছে। খুলে দেওয়া হবে ক্যাথিটার ও রাইলস টিউব। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২-৩ দিনের মধ্যেই তার ছুটি দেওয়া হতে পারে। এদিকে এখনই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিত্সকরা জানিয়েছেন, মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে শুক্রবার সাড়ে ১১টায় বের করে আনার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভালোভাবেই সাড়া দিয়েছেন তিনি।চিকিত্সকদের সঙ্গে উনি কথা বলছেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। হাসপাতাল সূত্রে খবর,প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু রুটিন রক্তপরীক্ষা করা হবে। চোখের সমস্যাটার জন্যও ডাক্তাররা তাঁকে দেখবেন। তাছাড়া তার শরীরে অক্সিজেনের পালস রেটেও স্বাভাবিক। তবে, তাঁকে এখনও বাইপ্যাপ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে। এখনও তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। তবে শিগগিরই রাইলস টিউব খুলে নেওয়া হবে বলে চিকিত্সকরা জানিয়েছেন। শনিবার সকাল থেকে বুদ্ধদেববাবুর ফিজিওথেরাপিও করানো হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সকদের কাছে নিজের শারীরিক সমস্যার কথা নিজেই বলছেন বুদ্ধবাবু। তিনি নিজেই চিকিত্সকদের জানিয়েছেন যে, হাসপাতালে তিনি আর বেশিদিন থাকতে চান না। শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে ভরতি হন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভরতি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। দলীর নেতাদের পাশাপাশি তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুদ্ধদেববাবুকে প্রথমে হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা ৭০-এর কাছাকাছি নেমে গিয়েছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। হাসপাতালে আনার পর হয় করোনা পরীক্ষা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে, গত বছরের সেপ্টেম্বরেই শ্বাসকষ্টের কারণেই চিকিত্সক ফুয়াদ হালিমের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যেতে বারবার বলছিলেন। তিনদিন পরই তাঁকে সেবার ছেড়ে দেওয়া হয়েছিল। কিছু পরিচিত মসলা,যা খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু পরিচিত মসলা,যা খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা – BDNEWS99 কিছু খুব পরিচিত মসলা, যা খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রতিবেদনে তা জেনে নিন।তা হচ্ছে জিরা, গোলমরিচ, হলুদে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।যেমন,করোনাভাইরাস এ কাপঁছে পুরো বিশ্বের মানুষ। এই ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন থাকার পাশাপাশি আপনার শরীর হতে হবে রোগ প্রতিরোধী।মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা রুখে দিতে পারে করোনাকে।যারা শারিরীক ভাবে দুর্বল তাদের এই রোগ দ্রুত আ’ক্রমন করে।শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য পুষ্টিকর খাবারের পাশাপাশি হলুদ,জিরা,গোলমরিচের মতো ভেষজ উপাদান খাওয়া,যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম দুধের সাথে এক গ্রাম হলুদ মিশিয়ে খালি পেটে খেলে শরীরের এলার্জি ও জীবানু সং’ক্রমণ ক্ষমতা বাড়ে।বয়স অনুযায়ী কাচাঁ হলুদ আধ গ্রাম থেকে পাচঁ গ্রাম চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। যাদের শুধু খালি হলুদ খেতে সমস্যা হয়, তারা আখের গুড় সাথে মিশিয়ে খেতে পারেন। তবে ডায়াবেটিস থাকলে গুড় খাওয়া যাবে না।করোনা কালে প্রতিটি রান্নায় হলুদ দেওয়া উচিত। এইসব কথা জানিয়েছেন ভারতের বিখ্যাত আয়ুর্বেদাচার্য ডা.অনিন্দ্য ভট্রাচার্য।ভারতের আরেক জন জনপ্রিয় আয়ুর্বেদাচার্য ডা.রবীন আদক বলেন, হজম শক্তি বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়।তার কথায়,খাওয়ার পর আধ চামচ থেকে এক চামচ হালকা ভাজা জিরা খেলে খিদে বাড়ে, হজম শক্তিও বাড়ে,গ্যাস-অম্বল কমে ও ঘুম ভালো হয়।আবার তরকারিতে গোলমরিচ দিলে বা যেকোনো উপায়ে গোলমরিচ খেলে হজম শক্তি বাড়ে। আয়ুবের্দী চিকিৎসকদের মতে,ব্যক্তির ওজন অনুযায়ী আধ চামচ থেকে এক চামচ পর্যন্ত চ্যবনপ্রাশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যাদের শ্বাস কষ্টের সমস্যা,ঠান্ডা লাগার ধাত রয়েছে, তারা নিয়মিত সকালে,দারচিনি, তুলসি, গোলমরিচ, আদা ফুটিয়ে চায়ের মতো খেলে অনেক উপকার পাবেন।যে পরিমান তুলসি দিবেন, তার অর্ধেক পরিমান শুকনো আদা,অর্ধেক পরিমান দারচিনি ও গোলমরিচ দিতে হবে।এই মিশ্রন করোনাভাইরাস ঠেকাতেও অনেক সাহায্য করবে।সাথে ভিটামিন-সি যোগ করতে চাইলে একটু লেবু দিলেও ভালো কাজে দিবে। রান্নায় হলুদ,মরিচ,জিরা,দারচিনি,লবঙ্গ, রসুন ব্যবহার করা উচিত।ভিটামিন-সি সমৃদ্ধ খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবেই কার্যকর।করোনা ভাইরাসে মানুষ যতটা না শারিরীক ভাবে ক্ষতি হয়, তার থেকে বেশি সে ভ’য় পেয়ে মানসিকভাবে দূর্বল হয়ে পরে।তাই এই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করার জন্য আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পুষ্টিকর খাবারে পাশাপাশি ভেষজ উপাদানের সাহায্য নিতে হবে |
আনিস এ খান: না- আমরা যাব না মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সলুউশনে। আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। লাইসেন্স সারেন্ডার করে দিয়েছি। আমরা বিকাশের সাথে সংযুক্ত হয়েছি |
কর্ণাটক দলের সহযোদ্ধা ও অধিনায়ক ভি সুব্রাহ্মণ্য, কুন্দরনকে সমসাময়িক ফারুক ইঞ্জিনিয়ারের তুলনায় সেরা ব্যাটসম্যান ও উইকেট-রক্ষক হিসেবে বিবেচিত করতেন। ভারতীয় অফ স্পিনার ইরাপল্লী প্রসন্নের অভিমত, তিনি ভিন্ন আঙ্গিকে ব্যাটিং কর্মে অগ্রসর হয়েছিলেন। ১৯৬৪ সালে চেন্নাইয়ে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে ১৯২ রানের ইনিংসটি ঐ সময়ে সেরা ইনিংসগুলোর অন্যতম ছিল |
ব্যক্তি পর্যায়ে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমান, তরুণ ক্যাটাগরিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, আইনজীবী ক্যাটাগরিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, খেলোয়াড় ক্যাটাগরিতে সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজাসহ ৭৬ জনকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া হয়েছে |
সবাইকে বিশ্বাস করারনোর জন্য লুস্টিগ তাদেরকে একটি নির্দিষ্ট পরিমানের টাকা ( যেমন ১০০ ডলার) দিতে বলত এবং সেটি যন্ত্রের ভেতর ঢুকিয়ে তাদের সাথে ততক্ষন অপেক্ষা করতো যতক্ষণ না সেটি জাল হয়ে আসে। আর এর পরে তাদের কে সাথে করে ব্যাংকে চলে যেত টাকাটি পরীক্ষা করানোর জন্য। বাস্তবে, যেটি লোকচক্ষুর আড়ালে থাকতো তা হল, লুস্টিগ যন্ত্রটির মধ্যে আসল টাকা আগেই রেখে দিত। আর মেশিনে টাকা দেওয়ার পরিমানটাও তার নির্ধারিত থাকতো। সবাই নিশ্চিত হওয়ার পর লুস্টিগ বক্সটি বিক্রি করতে রাজি না হওয়ার ভান করতো যতক্ষণ না এর জন্য একটি বিশাল অংকের দাম হাঁকা হয়। বিক্রি করার আগে আগেই সে বক্সটি আসল টাকা সহ খালি করে রাখতো। আর সবাই অপেক্ষা করতো টাকা বেরুনোর। ততক্ষণে সে পালিয়ে যেত যতক্ষণে তারা বুঝতে পারতো যে তারা আসলে প্রতারকের খপ্পরে পড়েছিল |
কুরআন বিভিন্ন জায়গায় সাত আকাশের দাবি করার পাশাপাশি এক স্থানে এটিও দাবি করেছে যে, আমাদের পৃথিবীর মতো মোট ৭ টি পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। সমালোচকগণের দ্বারা এই আয়াত বৈজ্ঞানিকভাবে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে |
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্বপ্নিল আদিত্য (১৬) এবং সেতু (১৪) নামের দুই কিশোর-কিশোরী নিহত হয়েছে |
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে |
গড়চিরৌলি বিখ্যাত এর সুপ্রাচীন বেশ কয়েকটি মন্দিরের জন্য। মন্দির-গাত্রের অসাধারণ কাজ কালের অতলে অনেকটা চাপা পড়ে গেলেও এখনও যে দেখা যায়, তাতে এই মন্দিরগুলিও ঠিকমতো সারানো হলে দেশের গর্ব বৃদ্ধি করতে পারবে। মন্দির-গাত্রের কাজের জন্য এগুলি মিনি খাজুরাহো বা বিদর্ভের খাজুরাহো নামে পরিচিত |
সুতরাং আর দেরি না করে চটপট নোট করে নিন honor নাইন লাইটের ওয়েবসাইট club.hihonor.com। এখানেই একটা পোস্ট দিয়ে ভারতের বাজারে প্রথম আত্মপ্রকাশ করছে নতুন honor নাইন। ৩-জিবি ব়্যাম ৩২-জিবি ইন্টারনাল স্টোরেজওয়ালা ফোনটি পকেটস্থ করতে চাইলে ১১,৭০০ টাকা তৈরি রাখুন। যদি ৪-জিবি ব়্যামের ফোনটিকে নিতে চান তাহলে ১৫,৬০০ টাকা খরচ করতে হবে। টেকস্যাভিরা রিমাইন্ডার দিয়ে রাখুন ১৭-র সকালেই কিন্তু পকেটে আসছে নতুন অতিথি। মন চাইলে প্রিয় ফোনের তালিকায় তাকে রাখতেই পারেন |
অনুমান থেকে মানুষকে মুক্ত করার জন্যে রাজনীতিবিদদের সঠিক সরকারী তথ্য প্রদান করতে হবে |
শনিবার সকালে সরেজমিন দেখা গেছে, জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ বাবুল তালুকদারের প্রাইভেট বাণিজ্য চলে ইউএনওর বাসার পেছনে নিজ বাসায়। একই বিদ্যালয়ের গণিত শিক্ষক খালেদ ইবনে সিরাজ সুমনের প্রাইভেট বাণিজ্য চলে বাড়িভাদেরা রোডের নিজ বাসায়। একই বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক আবু বকর মোহাম্মদ জাকারিয়া আল রাযীর প্রাইভেট বাণিজ্য চলে শ্যামলী রোডের ভাড়া বাসায় |
রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, রাবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায় |
এরপরে থার্করা হেলিয়াম নামে এক মানবাকৃতি লাল মঙ্গলীয় জাতির রাজকন্যা ডেজাহ থোরিসকে বন্দী করে। লাল মঙ্গলীয়রা বসবাস করত নগররাষ্ট্রের এক শিথিল প্রণালীর মধ্যে। তারাই এই মরুগ্রহের কৃষিব্যবস্থাকে ঘিরে গড়ে ওঠা খালগুলিকে নিয়ন্ত্রণ করত। ডেজাহ থোরিসকে তাঁর নিজের লোকেদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কার্টার সবুজ মানুষদের কবল থেকে রাজকন্যাকে উদ্ধার করে |
রো-রো ২০১৬ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৬ ম্যাচে ১টি গোল করেছেন |
এর ফলে ফ্রান্সে কমপক্ষে একটি তরঙ্গের সৃষ্টি হয় কিন্তু বিদেশে রাগের ঝড় উৎপন্ন হয়। নেপোলিয়নের পক্ষ বা নিরপেক্ষ ব্যক্তিদের অনেকেই তার বিরুদ্ধে পরিণত হয়। কিন্তু নেপোলিয়ন সর্বদা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং বিশ্বাস করেন যে, ভারসাম্যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন |
যাইহোক, শিল্প বিপ্লব অব্যাহত থাকল। এর প্রভাবশালী উদ্ভাবনের মধ্যে রয়েছে বাষ্পচালিত শিল্পায়ন এবং বিশেষ করে ১৮৩০ এর দশক থেকে ব্রিটেনে রেলওয়ের উন্নয়ন, এবং পরবর্তীতে পদার্থবিজ্ঞান, প্রকৌশল এবং স্থাপত্যের অগ্রগতি এর সাথে যুক্ত হয়। ঊনবিংশ শতাব্দীর একটি প্রকৌশল কৃতিত্ব ছিল ১৮৫১ সালে দ্য গ্রেট এক্সিবিশনের জন্য নির্মিত বিশাল ঢালাই লোহা ও প্লেট গ্লাসের তৈরি প্রদর্শনী হল ক্রিস্টাল প্যালেস। প্যাডিংটন স্টেশন (১৮৫৪) এবং কিং অফ ক্রস স্টেশনসহ (১৮৫২) লন্ডনের প্রধান রেলওয়ে টার্মিনালগুলির নির্মাণে একটি অনুরূপ গ্লাস ও লোহার তৈরি স্মৃতিস্তম্ভ ব্যবহার করা হয়েছিল। এই প্রযুক্তিগত অগ্রগতিগুলো পরবর্তীতে ব্রুকলিন সেতু (১৮৮৩) এবং আইফেল টাওয়ারের (১৮৮২) মত কাঠামো নির্মাণের পথ তৈরি করে। আইফেল টাওয়ার মানুষের তৈরি বস্তুগুলি কত উঁচু হতে পারে তার সব সীমাবদ্ধতাগুলি অতিক্রম করে। প্রকৌশলের এসব কীর্তি ঊনিশ শতকের শহুরে পরিবেশ এবং মানুষের দৈনন্দিন জীবনে মৌলিক পরিবর্তন আনে। ১৮৩৭ সাল থেকে ইলেকট্রিক টেলিগ্রাফের বিকাশ এবং ১৮৩৫ সাল থেকে ব্রিটিশ রেলওয়ে কোম্পানির এবং পরের অর্ধশতাব্দীতে বিশ্বের বাকি অংশে প্রমাণ সময় গ্রহণের ফলে সময় সম্পর্কে মানুষের অভিজ্ঞতারও পরিবর্তন ঘটেছিল |
অথবা তাঁকে কোন ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেয়ার কাজে আত্ম নিয়োগ করবেন |
ভাসাই এবার কর্পোরেটের সমন। আমার সবটাই তো হরণ করেছে তারা |
মানিলন্ডারিংয়ের মাধ্যমে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার সিঙ্গাপুরস্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হিসাবে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেয়। পরে ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে |
ম্যাচের পর ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানেল প্লাসকে ছয়বারের বর্ষসেরা ফুটবলার আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, সময়ের সঙ্গে তারা তিন জন যত বেশি ম্যাচ খেলবেন ততই ভালো করবেন |
পশুপতিনাথ মন্দির, শিম্ভুস্তুপা, বুদ্ধানাথ মন্দির দেখে এবার কাঠমান্ডু দরবার স্কয়ার |
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে এম আর খান ইন্তেকাল করেন |
প্রজাপতি গবেষকরা বলছেন, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে প্রজাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছের মধ্যে পরাগরেণু সঞ্চারের মাধ্যমে গাছের বংশবৃদ্ধি ঘটাতে প্রজাপতির ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়া প্রজাপতি আবহাওয়া পরিবর্তনের আভাসও পায়। ফলে বিশ্ব জুড়েই প্রজাপতি নিয়ে গবেষণা চলছে। বিশ্ব উষ্ণায়নের জেরে বর্ধিত তাপমাত্রায় প্রজাপতি কী ভাবে তার আচরণ পাল্টাচ্ছে বিজ্ঞানীরা তার উপরে রাখছেন বিশেষ নজর |
কুরআনে দেখুন, ‘তিনিই (আল্লাহই) তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ হয় কাফির এবং তোমাদের মধ্যে কেউ হয় মু‘মিন, ... যে ব্যক্তি আল্লাহে বিশ^াস করে ও সৎকর্ম করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় তারা চিরস্থায়ী হবে, ... কিন্তু যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে (৬৪:২, ... ৯, ১০) |
৪৩ । স্বামীর কাছে নিজেকে কল্যাণী, উপকারী ও অতুলনীয় করে তুলুন |
কর্মকর্তারা হামলার বিরোধিতা করে এই বিপজ্জনক কাজ না করার অনুরোধ জানান ট্রাম্পকে। শেষমেষ ভেবেচিন্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউজের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি |
ড. কামাল বলেন, ২২ অক্টোবর নাগরিক শোকসভার পর গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হবে |
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টুমো হুজোমি। তিনি বলেন, বেশকিছু ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। উচ্চ জন্ম ও মৃত্যুহারের দেশ থেকে বাংলাদেশ নিম্ন জন্ম ও মৃত্যুহারের দেশে পরিণত হয়েছে।আগামীতে বাংলাদেশে বয়স্ক জনগণ আরও বাড়বে। এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। ২০৩০ সাল থেকে ২০৪৫ সাল পর্যন্ত মোট জনসংখ্যার ৭ শতাংশ বা তার বেশি বয়স্ক নাগরিকের বয়স হবে ৬৫ বছরের বেশি। পরের ২৫ বছর এই সংখ্যা ১৪ শতাংশ বা তার বেশি হবে। এই নির্ভরশীল জনগোষ্ঠীর নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এখনই উদ্যোগ দরকার। তিনি বলেন, জনস্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় ব্যয় বাড়াতে হবে। শিক্ষায় ব্যয় বাড়াতে হবে। টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে শিশু উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। সার্বজনীন স্বাস্থ্য, শিশু ও বয়স্ক সুরক্ষা নিশ্চিত করতে হবে |
# শুক্র গ্রহের কোনো উপগ্রহ বা চাঁদ নেই |
গত রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এ ঘটনা ঘটে |
উল্লেখ্য, থাইল্যান্ড বা সিঙ্গাপুর-মালয়েশিয়ার উপকূল ঘেঁষে প্রমোদতরণীতে ভ্রমণ বা ক্রুজ সফর খুব জনপ্রিয় হলেও বঙ্গোপসাগর বরাবর ভারত-বাংলাদেশ এলাকায় সেই ক্রুজের কোনো চল এতদিন ধরে ছিলো না। তবে এবার দুই দেশের মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই ভারত ও বাংলাদেশ আশা করছে এই রুটে যাত্রীদের মধ্যে ভালো চাহিদা থাকবে |
রুস্তম ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার। একদিন পরিচয় হয় ব্যবসায়ীর বখে যাওয়া সন্তান যে কিনা নিজেও ব্যবসায়ী, বিক্রমের সাথে। বিক্রম নামের এই ব্যবসায়ীর সাথে রুস্তমের সখ্য হয়ে যায়। বিভিন্ন স্থানে যাতায়াত আড্ডা চলতো পারিবারিক ভাবেই। রুস্তম নিজের স্ত্রী সিনথিয়াকে সাথে নিয়েই যেতেন। বিক্রমের বোনের সাথে রুস্তমের স্ত্রীর সখ্য তৈরি হয়ে যায়। বিক্রমকে নৌবাহিনী থেকে পাঠানো হয় লন্ডনে ছয় মাসের জন্য |
ঢেলে সাজানো হবে দল। উড়িয়ে আনা হবে বড়বড় তারকা ফুটবলারকে। ডাগ আউটে ফেরানো হবে বিশ্বের নামিদামি কোচিং ইউনিটকে। ক্লাবটির সম্ভাব্য কোচদের এই তালিকায় নাকি নাম আছে বিখ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহোরও। কেউ কেউ দাবি করছেন, নিউক্যাসলের কোচ হয়েই ইংলিশ ফুটবলে প্রত্যাবর্তন হবে 'স্পেশাল ওয়ানে'র |
রোববার সকালে সিলেট বিভাগের পৃথক দুই স্থান থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্করকে গ্রেপ্তার করা হয় |
শরণার্থী হিসেবে কেমন ছিল তাদের নয় মাসের জীবনগাথা? এ বিষয়ের তেমন কোনো বিস্তৃত চিত্র বোধহয় এখনো উঠে আসেনি। কিন্তু এ চিত্রটি সবার সামনে আসা উচিত। সবার জানা উচিত কীভাবে কত সীমাহীন দুর্গতি সঙ্গী করে কেটেছে এ কোটি শরণার্থীর বাস্তুচ্যুত জীবন। বাস্তুচ্যুত এ শরণার্থীদের নয় মাসের বেদনার্ত জীবন কেড়ে নিয়েছে তাদের নিবাস, গৃহসম্পদ, স্বজন। ‘পারসিকিউশন’-এর শিকার তারা। পাকিস্তানি দখলদার সেনাবাহিনী ও তাদের দোসর সুসংগঠিত গোষ্ঠীর নির্বিচার হত্যাযজ্ঞ ও নারকীয় সহিংসতার শিকার তারা। অপারেশেন সার্চলাইটের পর শুরু হয় তাদের এ সহিংসতা ও হত্যাযজ্ঞ |
প্রকাশ: ১১ জানুয়ারি ২২ । ২২:৩৯ | আপডেট: ১১ জানুয়ারি ২২ |
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রায় সময়ই এমন আগুনের ঘটনা ঘটে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। আমরা দেখেছি, বিগত বছরগুলোতেও শীত শেষে এ ধরনের আগুনের সূত্রপাত হয়। এতে করে ব্যাপক পরিমাণে ছোট কীটপতঙ্গ মারা পড়ে এবং বৃক্ষের ক্ষতি হয়। শীতের শেষ সময়ে ঝরা পাতার নিচে টিকটিকি, ব্যাঙ, গিরগিটিসহ ছোট ছোট অনেক প্রাণী আশ্রয় নেয়। এ ধরনের আগুনের ঘটনায় সব প্রাণী মারা যায়। এই প্রাণিগুলো ছোট হলেও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তাদের অনেক অবদান রয়েছে। তবে পরিবেশ ধ্বংসের মতো এ কাজগুলো কারা করে আমরা আদৌ জানতে পারিনি |
রইসউদ্দিন গায়েন বলেছেন: প্রিয় পাঠক সোর্বিয়ের,মন্তব্যের জন্য ধন্যবাদ!তবে আপনার বক্তব্যে সৌজন্যবোধের অভাব থাকায় প্রমানিত হয় যে রবীন্দ্র-নজরুল দেশের মানুষরা কেন তাদের দেশের জন্য গৌরবান্বিত হয় |
ভালো থেকো,এই-ই চাই |
পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়। বিয়ের পরও ইতি রানী আগের প্রে’মিকের স’ঙ্গে লু’কিয়ে মোবাইলে কথা বলে। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক মেসেজ করে আমি আসতেছি। এরপর রাতে ট’য়লে’টের কথা বলে ইতি রানী বা’হিরে বের হয়ে যায়। অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূ’ত্র ধরে জানা যায়, প্রে’মিকের হাত ধরে পা’লিয়ে’ছে। পা’লিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণস’হ প্রায় তিন লক্ষা’ধিক টাকার মা’লামা’ল নিয়ে যায়। এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আই’নগ’ত ব্যবস্থা নেয়ার জন্য থা’নায় জি’ডি করেন। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডা’য়েরি করা হয়েছে। তদ’ন্ত করে আই’নগ’ত ব্যব’স্থা নেয়া হবে। বসন্ত উপলক্ষ্যে ফেব্রুয়ারী মাসজুড়ে সারাদেশে ১৭০০টির বেশি দোকানে বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। বিভিন্ন রকম নিত্যপ্রয়োজনীয় জিনিস, বই, পোশাক, ইলেকট্রনিক্স, জুতা, হোটেল, ফার্মেসি, রেস্টুরেন্ট, পরিষেবা, সুপারস্টোর, ট্রাভেল এজেন্ট, অনলাইন শপ, এলাকার ছোট-বড় দোকান সহ অসংখ্য পণ্য বিক্রেতা রয়েছেন এই অফারের তালিকায়। অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারী, ২০২১ পর্যন্ত। একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন আর অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট বিকাশ করা যাবে। পাশাপাশি, ফেব্রুয়ারী মাসজুড়ে ‘এলাকার ছোট বড় দোকানের অফার’ এর আওতায় বিকাশ গ্রাহকরা কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এক্ষেত্রে অফার চলাকালীন একজন গ্রাহক অ্যাপ কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। কিউআর কোড স্ক্যান করে বিকাশ অ্যাপ থেকে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে এই অফার নিতে পারবেন গ্রাহক। এছাড়া, ফেব্রুয়ারী মাসজুড়ে রকমারি ডট কম (rokomari.com) আয়োজিত অনলাইন বই মেলায় পেমেন্ট বিকাশ করলেই মিলছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত এবং ৭০০ টাকার বেশি পেমেন্ট করলে থাকছে ফ্রি ডেলিভারি পাওয়ার সুযোগ |
নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ (৩ অক্টোবর) রোববার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ‘৬ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট’ অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনীতে নানা সামরিক সরঞ্জাম সংযোজন করে আরো আধুনিকায়ন করা হচ্ছে। এই অনুষ্ঠানে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন |
ভারতীয় সাবেক পেসার অভিমন্যু মিঠুনের বিরুদ্ধে জুয়া এবং স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। কার্নাটাকা প্রিমিয়ার লিগে (কেপিএল) স্পট ফিক্সিং করেছেন মিঠুন। এই অভিযোগের ভিত্তিতে অভিমন্যু মিঠুনকে জিজ্ঞাবাদের জন্য ডেকেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) |
প্রাচীন ইসলামি সমাজে হাসপাতালগুলির বিকাশ ও বৃদ্ধি বর্তমানে শল্যচিকিৎসা নামে পরিচিত চিকিৎসাকে প্রসারিত করেছে। মধ্যযুগীয় সময়কালে চিকিৎসকদের কাছে অস্ত্রোপচার পদ্ধতিগুলি পূর্ববর্তী পাঠ্যসূচির মাধ্যমে পরিচিত ছিল যাতে পদ্ধতিগুলির বর্ণনা অন্তর্ভুক্ত ছিল। প্রাক-ইসলামি মেডিক্যাল পাবলিশিং থেকে প্রাপ্ত বই চিকিৎসক ও সার্জনদের অনুশীলন প্রসারিত করার জন্য একটি মৌলিক বিল্ডিং ব্লক। খুব কম সাফল্য হারের কারণে সার্জারির চিকিৎসক এবং অন্যান্য মেডিক্যাল এফিলিয়েটদের অস্বাভাবিকভাবে দেখা হত। যদিও পূর্ববর্তী রেকর্ডগুলি নির্দিষ্ট ক্রিয়াকলাপের ক্ষেত্রে অনুকূল ফলাফল সরবরাহ করেছিল। প্রাচীন ইসলামে বিশেষ করে চক্ষুরোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি ছিল |
দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য শিক্ষার্জিত ধ্যান-ধারনা, ধর্মীয় ও দেশী মূল্যবোধ সবমিলিয়ে বেশ ইতিবাচক কিন্তু জটিল মননশীলতা আমাকে প্রায়ই বিপদে ফেলে |
৪২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৯৯/৫। ক্রিজে জেসন হোল্ডারের সঙ্গী ফ্যাবিয়ান অ্যালেন |
নিজের মায়ের ওপর হামলার অভিযোগে মামলা হলেও সাজু তার ফেসবুক আইডিতে অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে দেওয়া পোস্টে সাজু লিখেন, আমার মা এর জন্য সবাই দোয়া করবেন প্লিজ |
এদিকে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জিনিয়াকে গালমন্দ করেননি বলে দাবি করেন খোন্দকার নাসিরউদ্দিন |
সেনেটের Armed Services Committee-তে Colin Kahl জানান, এটা এখনও স্পষ্ট নয় যে নিজ শক্তিতে তালিবানরা ইসলামিক স্টেটকে খতম করতে সক্ষম কিনা। ঠইক যেমনটা মার্কিন বাহিনী করেছিল। তার একসঙ্গে তালিবান, ইসলামিক স্টেট এবং আল-কায়েদার সঙ্গে লড়াই করেছিল। তাঁর ধারনা, ইতিমধ্যে আফগানিস্তানে কয়েক হাজার সৈন্য তৈরি করে ফেলেছে আইএস |
কলা চটকে নিয়ে এর সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে পুরো শরীরে মেখে হালকাভাবে ম্যাসাজ করুন। এবার গোসল করে ফেলুন। এটি শরীরকে উজ্জ্বল করার পাশাপাশি নরম ও মসৃণ করবে |
তিনি আরও বলেন, 'আজকে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর- এগুলো ২০০১ সালে বিএনপি সরকার যে নির্যাতন চালিয়েছিল, তার পুনরাবৃত্তি। শেখ হাসিনার আমলে প্রতিটি দুর্গাপূজায় হাজার হাজার পূজামণ্ডপে পূজা চলেছে। কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ আগামী নির্বাচন সামনে রেখে হিন্দুদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিলল্গা শহরের একটি মন্দিরে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে হিন্দুদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান |
দপ্তিয়র ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম মিয়া ও বর্তমান চেয়ারম্যান বিএনপির এম ফিরোজ সিদ্দিকী |
এর আগে, আজ সোমবার কালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারীবিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তাঁর ব্যক্তিগত মত। দলের বক্তব্য না। এই ধরনের বক্তব্য কেন সে দিল, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব |
মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় গতকাল সোমবার সকালে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরই মধ্যে উদ্ধার হওয়া সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ওই স্পিডবোটের চালকও রয়েছেন। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে |
১৯৬৬ সালের ১৩ই মে আওয়ামী লীগ প্রতিবাদ দিবস পালন উপলক্ষে জনসভা করে। জনসভায় জনতা ৬-দফার প্রতি সমর্থন ব্যক্ত করেন। ৩০-এ মে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কার্যকরী কমিটির (ওয়ার্কিং কমিটি) সভা হয় ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। ৭ই জুন প্রদেশব্যাপী হরতাল ডাকা হয় এবং হরতাল সফল করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় আওয়ামী লীগের অনেক সভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে অনুষ্ঠিত হত |
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ থেকে আইনের শাসন প্রায় উঠেই গিয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীসহ বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে |
আর তাই এখন চমক দিয়েই কাজ হাসিল করতে চাইছে বিজেপি। জানা গিয়েছে ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তারকা প্রার্থীকে দাঁড় করাতে পারে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘শুধু ভবানীপুর কেন? বিধানসভা ভোটে বিজেপি আরও অনেক চমকই দেবে |
গত ১৬ মার্চ উপাচার্য ও ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন |
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ জুন দুপুরে মামলার বাদী শহিদুল ইসলাম তার ছেলে ওসমান গনি তুহিন ও স্ত্রী মঞ্জুরা খাতুনকে সঙ্গে নিয়ে কুমারখালীর চরবানিয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে যায়। বিকেলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তর্ক বির্তকের এক পর্যায়ে আসামি রইচ উদ্দিন ও তার সহযোগীরা তুহিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে |
জামিল বেশ বড়সড় ধাক্কা খেলো। এঘটনায় মেয়েদের ব্যাপারে তার মনের ধারণাটা চিরদিনের জন্য চেঞ্জ হয়ে গেলো। মেয়ে মাত্রই টাকার লোভী, মেয়েরা ভালোবাসে না, শুধু অভিনয় করে যায়, মেয়ে মাত্রই প্রতরক, পরকিয়ায় আসক্ত- এইটাইপের কথাবার্তা ফেসবুকে দেখলেই শেয়ার দেওয়া শুরু করলো। নানা পোস্টে সুযোগ পেলেই মেয়েদের এক হাত দেখে নিতো- কোথাও কোন মেয়ে ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছে- এরকম পোস্ট দেখলে সে বিচিত্র তৃপ্তি পেতো, সেসব পোস্টে “উচিৎ শিক্ষা হইসে, এগুলাই ডিজার্ভ করে” এধরণের কমেন্ট করে কত যে গালি খেয়েছে সে- হিসাব নাই। থোড়াই কেয়ার করে সে। আর টাকা থাকলেই যেহেতু মেয়ের অভাব হয় না- তাই সে আবার পড়াশুনা ভালোমত করে টাকা কামানোর ধান্দা শুরু করলো। বড় একটা আইটি ফার্মে বেশ বড় একটা পদে এক সময় নিজেকে পৌঁছাতে পারলো সে, খাটনি প্রচুর কিন্তু বেতনও অনেক। অবশেষে পরিবারের সাহায্যেই মধ্যবিত্ত ফ্যামিলির অতিরূপবতী এক মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে, মাঝে আর কোন মেয়েকে ধারে কাছেই আসতে দেয় নাই, অনলাইন-অফলাইনে কেবল মেয়েদের ঘৃণাই করে গেছে শুধু। বিয়ের পর গত একমাস সে তার বৌএর জীবন যত ভাবে পারা যায় অতিষ্ঠ করে ফেলেছে। মেয়েটা এমনিতেই আগে বোরকা-হিজাব পরতো নিজের ইচ্ছাতেই, জামিল তাকে আরো কড়াকড়ি ড্রেসকোড দিয়েছে। চোখও ঢেকে রাখতে হবে, হাতে হাত মোজা পরতে হবে। মেয়েটা আপত্তি করে নি, মেনে নিয়েছে। প্রচন্ড রূপবতী মেয়ে বলে জামিল তাকে নিয়ে প্রচন্ড ইনসিকিউরিটিতে ভুগে- চাকরির কারণে তারা দুইজন আলাদা বাসা নিয়ে থাকে। সারাদিন খালি বাসা… মাথায় কত ভয়ানক আশংকা যে খেলা করে- সে খুব চেষ্টা করছে তার কিংবা মেয়েটার বাসা থেকে কোন মুরুব্বিকে এনে বাসায় রাখতে। কিন্তু কেই বা রাজি হবে নিজের সংসার ফেলে আরেকজনের বৌকে পাহারা দিতে? জামিলের শুধু টেনশন বাড়ে। হুটহাট অফিস থেকে বাসায় চলে আসে সুযোগ পেয়ে। বউ এর ফেসবুক পাসওয়ার্ড নিয়ে বসে আছে, নিজেরটা অবশ্য বৌকে দেওয়ার কথা মাথাতেও আসে নি। তবে এখন পর্যন্ত তার বৌটা তার কোন কথায় আপত্তি করেনাই। এত সুন্দরী মেয়ে বিয়ে করা নিয়ে তার অনেক বন্ধুই তাকে সাবধান করেছিলো, কিন্তু মেয়েটার মধ্যে সুন্দরী মেয়েদর মধ্যে যে সহজাত অহংকারী ভাব থাকে সেটাও দেখা যাচ্ছে না। চুপচাপ, ঠান্ডা স্বভাবের একটা মেয়ে |
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে পাঁচজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো সাত হাজার ৫১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৪১ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৭৯৪ জন |
উনার এই বক্তব্যের আলোকে বলা যায় এখনো অনেক পথ পাড়ি দিতে হবে গুগলকে। তবে গুগলের মাধ্যমেই চালকবিহীন গাড়ির হাতছানি পাওয়া যাচ্ছে বলা যায় |
আজ রোববার (২৪ জানুয়ারি) গণ-অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে সংবাদ সংস্থা বাসসের খবরে প্রকাশ করা হয় |
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে ফ্রেডি মুলনঙ্গো ‘ উপনিবেশবাদ বিরোধীতার ৫০তম বার্ষিকী: বেলজিয়াম কঙ্গো [3]’, শিরোনামের এক পোস্টে তার স্বদেশে বেলজিয়াম ঔপনিবেশিক শাসন ইতিহাসের এক পর্যালোচনা করেছেন |
ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হচ্ছেন-একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম |
ডেস্ক প্রতিবেদন।। বিশ্বব্যাপী ভয়াবহ আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার হানায় বিপর্যস্ত বিশ্ব। শক্তিশালী দেশগুলোও এর সঙ্গে পেরে উঠছে না। এখন পর্যন্ত... বিস্তারিত ডেস্ক প্রতিবেদন।। মাত্র ৯ থেকে ১০ ঘন্টার ব্যবধানে করোনাভাইরাসে বিশ্বব্যাপি মৃতের সংখ্যা বাড়লো ৫ হাজারের বেশি। আজ বিকেল সাড়ে তিনটা থেকে ৪টার মধ্যে মৃতের সংখ্যা পার হয়েছিল ৭৫ হাজার। রাত ১২টা... বিস্তারিত ডেস্ক প্রতিবেদন।। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। মঙ্গলবার প্রধানমন্ত্রী শিনজো আবে এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছেন। রয়টার্স জানিয়েছে, জরুরি অবস্থা জারির মাধ্যমে জনগণকে... বিস্তারিত ডেস্ক প্রতিবেদন।। করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আজ সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত তার ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে সতর্কতামূলকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। গেল ১০ দিন ধরে আইসোলেশনে ছিলেন জনসন। আজ... বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক।। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ লাখ। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪... বিস্তারিত বিশেষ প্রতিবেদক।। করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশকে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। দেয়া এ ঋণের জরুরি সহায়তার প্রথম ধাপ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক |
এই মৌসুমে বোল্টের এটি তৃতীয় সর্বোচ্চ টাইমিং। এর আগে বার্লিনে ৯.৫৮সে. দৌঁড় শেষ করে ইতিহাসের দ্রুততম দৌড়বিদের খেতাব অর্জন করেন এ জ্যামাইকান। তার দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাইমিং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৯.৬৩ সে. ও ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৯.৬৯ সে. |
প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় নাটোরের সিংড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামর“ল হাসান কামরান, সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকিসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তা বৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা । ভার্চুয়াল এ অংশ নেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ |
রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করেই ভোর হয়ে যায়! দু'চোখের পাতা আর এক করতে পারেন না? সারাটা দিন ঘুম-ঘুম ঘোরে ক্লান্তির বড় হাই তোলেন। অফিসে কাজের টেবিলে বসে ঢুলে পড়েন? আবার, রাতে বাড়ি ফিরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি, ঘুম ফুড়ুত্! হতে পারে আপনি অনিদ্রার শিকার। বিভিন্ন শিফটে কাজ করার দরুনও আপনার রাতের ঘুম এভাবে চৌপাট হতে পারে। মেজাজ হয়ে যায় খিটখিটে। একটা সময় বাধ্য হয়েই ভরসা করতে হয় ঘুমের ওষুধে |
একদা কিছু লোক খলিফা মুতাওয়াক্কিলের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করে। খলিফা তাঁকে মিসর থেকে ধরে আনতে আদেশ দেন। খলিফার কাছে এসে তিনি এমন এক হৃদয়গ্রাহী ভাষণ দেন যে এক পর্যায়ে খলিফা কাঁদতে থাকেন এবং তাঁকে সসম্মানে মিসরে ফিরিয়ে নিতে আদেশ দেন। এরপর খলিফার সামনে কখনও ধর্মভীরু লোকদের কথা উঠলেই তিনি কাঁদতেন এবং বলতেন, 'তোমাদের কেউ যখন কোন ধার্মিকের কথা বলে, সে যেন প্রথমেই বলে জুননুন |
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে ভারতের রপ্তানিকৃত গম পরিবহনের জন্য তালেবান সরকারের অনুরোধকে পাকিস্তান ‘অনুকূলভাবে’ বিবেচনা করবে। মানবিক উদ্দেশ্যের জন্য ব্যতিক্রমী ভিত্তিতে পাকিস্তানের মধ্য দিয়ে ভারতীয় পণ্য যাতে আফগানিস্তানে পৌঁছতে পারে, সেজন্য ভারতের প্রস্তাব বিবেচনা করা হবে |
সাংবাদিকদের ব্রিফিং করেন প্রতিনিধিরা। এতে অংশ নেন জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্ক লোকক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডিরেক্টর জেনারেল অ্যান্টোনিও ভিটোরিনো। এর আগে এই কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেখানে বসবাসরতদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন প্রকল্পের কর্মকা-ও পরিদর্শন করেন। প্রেস ব্রিফিংয়ে এই কর্মকর্তারা উল্লেখ করেন, ‘প্রত্যেক মানুষেরই অবাধে চলাচলের স্বাধীনতা রয়েছে। আমরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। তারা সেখানে নাগরিকত্ব, চলাচলের অবাধ স্বাধীনতা, চাকরি থেকে শুরু সর্বক্ষেত্রে নাগরিক অধিকার হিসেবে প্রাপ্ত সব অধিকার চেয়েছেন। বিষয়টি মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি |
ফজলুর সহপাঠী কামাল উদ্দিন রাসেল বলেন, “ফজলু মিয়া আমার সহপাঠী ছিলেন। তাকে অনেক বছর খুঁজেছি, কিন্তু পাইনি। তিন বছর আগে জানতে পারি তিনি মারা গেছেন। এরপর খোঁজাখুঁজি বন্ধ করে দেই। কিন্তু কয়েকদিন আগে জানতে পারি, তিনি কারাবন্দি রয়েছেন। এরপর খোঁজখবর নিয়ে তার জামিনের ব্যবস্থা করি।” দক্ষিণ সুরমার ধরাধরপুর সৈয়দ বাড়ির নিঃসন্তান দম্পতি গোলাম মাওলা ও নয়ন মণি ফজলুকে লালন-পালন করেছেন বলে জানা যায় |
হাই হিলপ্রেমী নারীদের জন্য দুঃসংবাদ রয়েছে। এ ধরনের জুতো আত্মবিশ্বাস বাড়ালেও আদতে স্বাস্থ্যের ক্ষতি করে, কোমরব্যথা বাড়ায়। কোমরব্যথা নিয়ন্ত্রণে এক ইঞ্চির বেশি উঁচু জুতো না পরাই ভালো বলে মত দেন বিশেষজ্ঞরা |
এ বিষয়ে নাসিমা জানান, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে ওই পাগলিকে আলট্রাসনোগ্রাম করিয়েছিলো। তারপর আর ডাক্তার দেখানো হয়নি |
কেন কিছুই মুখোশে আড়াল করতে পারি না |
নাম প্রকাশে ভীত প্রায় এক ডজন ব্যবসায়ী বলেন, বিভিন্ন কৌশলে চাঁদাবাজি হচ্ছে। সম্প্রতি দোকান বিক্রি করার পর একজন দোকান মালিকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা নেওয়া হয়। এর আগে ব্যবসায়ী খোকন মিয়া মারা গেলে তার দোকানের সব শাড়ি-কাপড় দোকান মালিক সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে খোকনের বাবা র্যাবকে জানান। কিন্তু শাড়ি-কাপড় আর ফিরে পাননি তারা। কেউ দোকান বিক্রি করতে চাইলে যেমন, তেমনি কিনতে চাইলেও মঞ্জুকে টাকা দিতে হয় |
২. প্রতিদিন অন্তত ১০ মিনিট নীরব থাকুন |
জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ঢাকায় এসেছেন। আবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ভারত থেকে ফিরেছেন অস্ত্রোপচার করে |
-বিয়া দেবার সময় দেইখা দেওনাই, এহন তো ভুগতে অইবই, শেফালি উত্তর দেয় |
হাওলাদার নুরে আলম জিকু বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমার নেতাকর্মীদের ভুল-বোঝাবুঝি হয়েছে। ঘটনাটি সমাধান করা হবে |
নাস্তিকের প্রশ্ন ঃ-আপনি প্রতিদিনকার মত কাজে যাচ্ছেন, হটাৎ দেখলেন চৌ-রাস্তার মোড়ে এক ব্যাক্তি মাইক উঁচিয়ে সুন্দর ভাবে বলে যাচ্ছে আমরা এতদিন যত ধর্ম পালন করে আসছিলাম সব ভুল। সে একটি নতুন ধর্ম নিয়ে এসেছে তাই আগের সব বাতিল। আপনি তখন কি করবেন? নতুন ধর্ম গ্রহন করবেন না ঐ লোকটাকে পিটিয়ে দেশ ছাড়া করবেন? আপনার কি মনে হয় না ১৪০০ বছর আগে ঠিক এরকমই কিছু ঘটেছিল? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করুন প্লিজ |
রাজধানীর তেজগাঁও থানার সামনের রাস্তায় বাসের ধাক্কায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে আট বছরের শিশু ফারজানার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনায় তার বাবা মিজানুর রহমানও গুরুতর আহত হয়েছেন |
কুষ্টিয়া সদর এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ( ১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫) |
শায়মা বলেছেন: এই কবিতা নিজের ব্লগে লেখো ভাইয়া |