text
stringlengths 0
40.1k
|
---|
বিধানসভা উপনির্বাচনে নিশীথ প্রামাণিকের ছেড়ে আসা দিনহাটায় রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে সেখানে কী হতে পারে, তা নিয়েও কথোপকথন রয়েছে এই অডিও ক্লিপে |
'কলা খেয়ে কলার খোসা ফেললাম রাস্তার পাশে একটা গাছের গোড়ায়। সচরাচর আমরা দেশে যেভাবে করি। কিন্তু কি লজ্জায় আমি পড়লাম তা ভাষায় প্রকাশিত হবার নয়। একটি মেয়ে এসে আমাকে বলল, এই অন্যায় কেন করলেন? আমি বুঝে উঠতে পারিনি অন্যায়টা কি করলাম। সে আমাকে বুঝিয়ে দিল, এভাবে খোসা যেখানে সেখানে ফেলা ঠিক নয়। এটা অন্যায়। আমাকে দিয়ে ওটা আবার কুড়িয়ে নিল। যদিও আমি অপমানিত হলাম তবে একটা শিক্ষা নিলাম |
- আবার কোনো কোনো জেলি পায়ুর ভালো ব্যাকটেরিয়ার পুরো বসতিই জ্বালিয়ে দেয়। ফলে খারাপ ব্যাকটেরিয়া আসার সুযোগ পায় |
সার্বিক বিষয়ে রাবি ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্রের সমস্যার কারণে এখনো করোনাটিকার আওতায় আসতে পারেননি, তারা জন্মসনদ দিয়ে টিকা নিবন্ধন করতে পারবেন। যারা নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি বা নেননি ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গেই তাদের টিকা দেওয়া হবে। ক্যাম্পাসে অস্থায়ী টিকা বুথ স্থাপনের চিন্তা করা হচ্ছে। আরও বলেন, ১৭ অক্টোবর হল খোলা ও ২০ অক্টোবর সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা রাখছি, বড় ধরনের কোনো দুর্যোগ না হলে নির্দিষ্ট দিনে ক্যাম্পাস খোলা হবে |
আমার সালাম নিবেন। আমাকে সরকার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি। জীবনে কোন অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে |
ছাত্রদের জন্য শহীদ মুক্তিযোদ্ধা কাজী নুরন্নবী ও শহীদ শাহ মঈনুল আহসান চৌধুরী পিংকু ছাত্রাবাস ও ছাত্রীদের জন্য পলিন, ফাল্গুনি ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস আছে। এর মধ্যে আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসটি ২০০৬ সালে উদ্বোধন করা হয়। শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য শহীদ জামিল আখতার রতন ছাত্রাবাস ও মেয়েদের জন্য আলাদা ইন্টার্নি হোস্টেল, স্টাফ কোয়ার্টার ও জিমনেশিয়াম আছে। ছাত্র-ছাত্রীদের যাতায়াত করার জন্য একটি বাস আছে |
আহমেদ ওয়াই আল-হাসান এই তত্ত্ব প্রত্যাখ্যান করেছেন যে সৃজনশীল চিন্তার অভাব একটি কারণ, এই যুক্তিতে যে বিজ্ঞানকে সবসময় ধর্মীয় যুক্তি থেকে আলাদা রাখা হয়; এর পরিবর্তে তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ের পতন বিশ্লেষণ করেন, যা চতুর্দশ শতাব্দীর লেখক ইবনে খালদুনের কাজের উপর আঁকা। আল-হাসান স্বর্ণযুগকে ষোড়শ শতাব্দী পর্যন্ত প্রসারিত করেন, উল্লেখ করেন যে বৈজ্ঞানিক কার্যকলাপ ততদিন পর্যন্ত বিকশিত হতে থাকে। আরও বেশ কয়েকজন সমসাময়িক পণ্ডিত ও ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এটি প্রসারিত করেছেন, এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উপাদানের পরিপ্রেক্ষিতে পতন বিশ্লেষণ করেছেন। সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে যে সপ্তদশ শতাব্দীতে যৌক্তিক বৈজ্ঞানিক বিষয়ের উপর উৎপাদিত কাজের পুনরুজ্জীবনের উদ্ধৃতি দিয়ে সে সময়েও এর পতন ঘটেছে |
পুলিস সূত্রে খবর, ধৃত গীতাদেবীর স্বামী ও বড় ছেলে বিশেষভাবে সক্ষম। অনিলবাবুর ব্যবসায় মন্দা থাকায় বছরখানেক আগে বাড়িতে তান্ত্রিক ডাকেন গীতাদেবী। তাদের দাবি এরপরেই কিছুটা উন্নতি হয় ব্যবসায়। তার কয়েকদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় অশান্তি। সল্টলেকের বাড়ি ছেড়ে রাজারহাটে থাকতে শুরু করেন অনিল মহেন্সারিয়া |
ক’রোনা’র প্রায় চার মাস হতে চললো বাং’লাদেশে। এই প্রাণঘাতী মহামারির ফলে রঙ হারিয়েছে ধর্মীয় উৎসব থেকে শুরু করে দেশী’য় সকল উৎসব। মুসলমানদের বছরে দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আ’জহা। এই দুই ঈদে শহর থেকে গ্রামে যাওয়া মানু’ষের উপচে পড়া ভিড় থা’কে বাস, লঞ্চ ও রেল পথে। তবে চলতি বছরের ঈদুল ফিতর কে’টেছে উৎসব বিহীন। ঈদুল আজহাও একই’ভাবে কাটবে বলে মনে কর’ছেন সাধারণ মানুষ’জন। কেননা, মানু’ষের আয়-রোজ’গার যেমন কমেছে, তেমনি ভাবে কমে’ছে গণপ’রিবহ’নের সংখ্যাও। সর’কার সী’মিত আ’কারে গণপ’রিবহন চালু করার অনু’মতি দিলেও ঈদ যাত্রার জন্য তা য’থেষ্ট না বলে মনে কর’ছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদে ভ্র’মণ নিরুৎসাহিত করতে বর্তমানে যে ১৭টি ট্রে’ন চলছে সেই সংখ্যা’ই বহাল থাকবে বলে জানি’য়েছেন রেলপথ মন্ত্র’ণাল’য়ের সিনি’য়র তথ্য অফিসার মো. শরিফুল আলম। তিনি বলেন, ঈদ উপল’ক্ষে আম'রা ট্রেনের সংখ্যা বাড়া’বো না। অন্যা’ন্য বছর যেভা’বে ঈদের অগ্রিম টিকি’ট বি’ক্রি হয় এবার তেমন হবে। স্বাভাবি’কভাবে রে’লের কার্য’ক্রম চলবে। ঈদের স’ময় যদি যা’ত্রীর চাপ বেড়ে যায় তখন আপ’নারা কী করবেন? প্রশ্নের জ’বাবে তিনি বলেন, ক’রো’নার কারণে এবার সেই রকম হও’য়ার সম্ভা’বনা কম। যাত্রী’র চা’প বাড়’লেও আমা’দের বিশেষ কোন পরিক’ল্পনা নেই। এদিকে, বাংলা’দেশ সড়ক পরি’বহন মালিক স’মিতির মহা’সচিব খ’ন্দকার এনায়েত উল্লাহ বলেন, এখন যে নি’র্দেশনা আছে, পঞ্চাশ শ’তাংশ যাত্রী নিয়ে চ’লাচল করার জন্য তখনও এই নির্দে’শনা থাক’লে আম'রা পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবো। আমা’দের পর্যাপ্ত গাড়ি মজু’দ রয়েছে। ঈদে বা’সের সংখ্যা না বাড়ালে স্বা’বিধি মেনে যাত্রী পরি’বহন কঠিন হবে |
তিনি বলেন, অনেক স্থানে বিদ্রোহীরা সরে দাঁড়ালেও আবার কোথাও কোথাও তাদের প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে |
এমন ঘোষণার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কারাকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন, “আল জাজিরার উস্কানিমূলক কর্মকান্ড বন্ধের জন্য আমার নির্দেশাবলী মেনে যিনি সঠিক ও শক্ত পদক্ষেপ নিয়েছেন |
এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের স্ত্রী মনোয়ার খাতুন বাদী হয়ে নিহতের বড় ভাই নূর ইসলাম, তাঁর স্ত্রী, দুই ছেলে মাসুদ ও হাসেম এবং দুই শ্যালকের নামে হত্যা মামলা দায়ের করেছেন |
একদম, ওয়েব সিরিজ করতে ভালো লাগছে। নতুন চ্যালেঞ্জ। ওয়েব সিরিজে পরপর অনেকগুলো চরিত্রে অভিনয় করার সুযোগ রয়েছে। প্রত্যেক অভিনেতারই তো সেটা ভালো লাগে। এখানে একঘেঁয়েমির কোনও জায়গা নেই |
এর আগে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের উপর ভিত্তি করে ফাইজার জানিয়েছিল, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত |
যেখানে দেখা যাচ্ছে পুলিশের উর্দি গায়ে, পায়ে পুলিশের বিশেষ জুতো এবং মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সিদ্ধিবিনায়ক। এই ছবি ভাইরাল হতেই পুলিশের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। এবং ফিকে হওয়া গণেশ চতুর্থীর উৎসবের মেজাজে চমক সৃষ্টি করেছে মুম্বই পুলিশের তরফে গণেশের এই বিশেষ মূর্তি |
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে সীমিত আকারে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয় |
......সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সংবিধানের চার মূল নীতি পুনঃস্থাপিত হবে। তবে এ ক্ষেত্রেও দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে। যেমন—চার মূল নীতিতে সমাজতন্ত্রের কথা আছে। প্রশ্ন হলো, ওয়ার্কার্স পার্টি যে সমাজতন্ত্র চায়, তার সঙ্গে জাসদের সমাজতন্ত্রের মিল নেই। আবার তারা যে সমাজতন্ত্র চায়, তার সঙ্গে আওয়ামী লীগের সমাজতন্ত্রেরও মিল নেই। সমাজতন্ত্রের মূল কথা হলো রাষ্ট্রীয় মালিকানা। কিন্তু বঙ্গবন্ধু রাষ্ট্রীয়, ব্যক্তি ও সমবায়—তিন ধরনের মালিকানার কথা বলেছিলেন |
রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, অপরাধমূলক কর্মকাণ্ডকে অযোগ্যতায় বিবেচনা করা হয়েছে। সেইসঙ্গে স্বাস্থসেবা, শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোর নিরিখে আমরা এখন নিচের দিক দিয়ে দ্বিতীয়। সেনেগালের ডাকার, আলজেরিয়ার আলজিয়ার্স, ক্যামেরুনের ডুয়ালা, লিবিয়ার ত্রিপোলি, জিম্বাবুয়ের হারারে, পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবি, পাকিস্তানের করাচি এবং নাইজেরিয়ার লাগোসও আমাদের ওপরে অবস্থান করছে |
অনেক মজার লেখা |
সূত্রের খবর, মঙ্গলবার থেকে সমস্ত কাজকর্ম বন্ধ দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কে। সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত কাজ না হলেও ব্যাংক খোলা ছিল, কর্মীরাও ছিলেন। কিন্তু শুক্রবার ব্যাংকে গিয়ে হতবাক গ্রাহকেরা। কাজ হওয়া তো দূর, তালা বন্ধ ব্যাংক। অভিযোগ, কোনও রকম নোটিস ছাড়াই এদিন ব্যাংক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আগামী শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ সব মিলিয়ে টানা ৬ দিন পরিষেবা পাবেন না গ্রাহকেরা। এই নিয়েই শুক্রবার সকালে ব্যাংকের বাইরে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। পরিষেবার সমস্যা নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে,” ফণীর কারণে ব্যাঙ্কের নেটওয়ার্ক সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, লিংক নেই। সেই কারণেই মঙ্গলবার থেকে ব্যাংকে কোনও কাজ করা যাচ্ছে না |
ওয়েব ডেস্ক: রাজ্য বিধানসভায় আজ রাজ্য পণ্য ও পরিষেবা বিল নিয়ে আলোচনা। শুক্রবার বিলটি পেশ করা হয়েছে। পয়লা জুলাই দেশজুড়ে কার্যকর হয়েছে অভিন্ন পণ্য পরিষেবা কর। আইন অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যকে সেই অনুযায়ী নিজস্ব আইন পাস করাতে হবে। যে কয়েকটি রাজ্যে এখনও এই আইন পাস হয়নি তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। যদিও এই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। পণ্য ও পরিষেবা কর কার্যকর করাতে কেন্দ্রীয় সরকার তাড়াহুড়ো করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকটি পণ্যে জিএসটির হার নিয়েও আপত্তি রয়েছে তাদের |
কেশবপুর (যশোর): কেশবপুরে প্রায় ৭০ হাজার গ্রাহক দু'দিন ধরে বিদ্যুৎ বঞ্চিত রয়েছেন। অন্যদিকে উঠতি আমন ধান, শাকসবজিসহ কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কাঁচা ঘরবাড়ি ও মৎস্য ঘেরের অবকাঠামো |
৮ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ বাংলাদেশের |
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কি বের হবে কি হবেনা সেটা বড় বিষয় নয় কথা নারায়নগঞ্জের পরিস্থিতি গোলাটে করে একটি শ্রেনী নারায়নগঞ্জবাসীকে অস্থির করে তুলেছে । আপনি চিন্তা করে দেখুন নারায়নগঞ্জের কয়টা সাধারণ মানুষ খুনের ঘটনা আপনি পড়েছেন , কয়টা হিন্দু পরিবার নির্যাতিত হয়েছে ? উত্তর হচ্ছে একটাও না । নারায়নগঞ্জের হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে দেখুন তারা বলবে - তাদের জন্য শামিম ওসমানই ঠিক আছে |
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুনিয়া একটা ধোঁকা। গৌতম বুদ্ধ মনে হয় এই কবিতা পড়েই ঘর ছেড়েছিলেন। কবিতা উপভোগ করলাম |
ব্যাংক হিসাব খোলার গ্রাহকবান্ধব কেওয়াইসি ফরম চালু করার সময় ৩ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পূর্বের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে ওই প্রক্রিয়া চালু করার সময় বেঁধে দেওয়া হয়েছিল |
আপনের কাছে এই পোস্ট অসুস্থ লাগলে তফাতে যান , জামাত-শিবির শুয়োরের বাচ্চাদের যারা সহানুভূতির চোখে দেখে তাগোরে আমি কুত্তার বাচ্চা বইল্যা গন্য করি |
চুপে চুপে আমার রেসিপি ব্লগ দেখেন আমাদের এক বোন, রেবেকা হোসেন। ঈদের দিন তিনি তার গরুর ছবি দিয়েছিলেন এবং আমি সেই গরুর ছবিতে কমেন্ট করি। এতে তিনি তার অবস্থান আমার কাছে পরিস্কার করেছেন। ঈদের দিনে আমি তার চিঠি পেয়ে এতই আনন্দিত হয়েছি যে বলার কিছু খুঁজে পাই নাই। চিঠিটা এখানে তুলে দিচ্ছি, কোপালে যা আছে হবে! হা হা হা |
হেফাজতের যেসব জিহাদি নেতা ধ্বংসাত্মক কাজে উসকানি দিয়েছে তার কয়েকজনকে গ্রেফতার করা প্রয়োজন বলে আমি মনে করলাম। এত তান্ডব ও ধ্বংসলীলা চালাল অথচ একটি লোকও গ্রেফতার হবে না? সরকারের শীর্ষ মহলের অনুমতি না থাকায় তা সম্ভব হচ্ছিল না। তবু আমি সাহস করে ডিসি লালবাগ হারুনকে নির্দেশ দিলাম হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করে ডিবি অফিসে পাঠিয়ে দিতে। হারুন তাই করল। এতে তৎকালীন আইজিপি মহোদয় রুষ্ট হয়েছিলেন। আমি ডিবির জয়েন্ট কমিশনারকে বলেছিলাম বাবুনগরীকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে সব তথ্য বের করতে। কেন তাঁরা ওয়াদা ও শর্ত ভঙ্গ করে ঢাকা শহরে ঢুকলেন। কেন তাঁরা আসর নামাজের পর শাপলা চত্বর ত্যাগ করলেন না, কেন তাঁরা রাতে শাপলা চত্বরে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেন ইত্যাদি তথ্য তাঁর কাছ থেকে জেনে তাঁর জবানবন্দি রেকর্ড করতে নির্দেশ দিলাম |
বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে নারিকেলতলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের রেজি:নং-৭৬৪খুলনা) উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯টায় নারিকেলতলা জেলা ট্র্যাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন চত্তর থেকে মে দিবসের একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড়, তুফান কোম্পানী মোড়সহ শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়নে ফিরে এসে র্যালী শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, অফিস সম্পাদক আব্দুস সেলিম, জেলা ট্রাক মালিক সমিতির কর্মকর্তা রঞ্জু, দুলাল, সামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মিলন, সড়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম ময়না, বাবুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা ট্র্যাক ও ট্যাংকলরী শ্রমিক কল্যাণ তহবিল থেকে নিহত ও অসুস্থ্য শ্রমিকদের পরিবারের মাঝে ৮০হাজার টাকা বিতরণ করা হয় |
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, মৎস্য কার্যালয়ের ফিল্ড অ্যাসিসটেন্ট মো. আবু এরফান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম শেরুলসহ অন্যরা |
বুধবার (২৩জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে দুদকের পাঠানো এক চিঠিতে এই সুপারিশ করা হয় |
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেন আসতে দেখে ওই প্রতিবন্ধী ক্র্যাচে ভর করে হঠাৎ করে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এরপর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় |
পিরোজপুরের মঠবাড়িয়ার উপকূলীয় এলাকায় পাখী প্রেমীর সংখ্যা দিন দিন বাড়ছে |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ধারণ করে ধন্য হওয়ার পাশাপাশি ঐতিহাসিক স্থাপনায় পরিণত হয়েছে অনেক জায়গা। এর মধ্যে অন্যতম বঙ্গবন্ধুর পূর্বপুরুষদের স্মৃতিময় টুঙ্গিপাড়া |
পঞ্চাশের দশকে শুরু হওয়া এই শিল্প এখন বাংলাদেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প। বিশ্বের ৯০টি দেশে প্রায় ১০০০ রকমের ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। চাহিদার ৯৫ ভাগ ওষুধই এখন উৎপাদন হচ্ছে দেশে। শুধু ক্যান্সারের মত রোগের কিছু ওষুধ আমদানি করা হয় । দেশের চাহিদা মিটিয়ে এখন ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্ব বাজারে। এ শিল্প থেকে বছরে আয় হচ্ছে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার (সত্যিকার অর্থে ৪ কোটি ৮০ লাখ ডলার ) । যা ২০০৮-০৯ অর্থবছরে ছিল ৪ কোটি ১০ লাখ ডলার এবং ২০০৯-১০ অর্থবছরে ৪ কোটি ৪০ লাখ ডলার |
মাকে বলে দাও বিয়ে তুমি করছনা |
অসহায় মানুষের ক্রন্দন |
ফরিদপুর প্রতিনিধি: কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ করছেন ফরিদপুরের এক চাষী। এতে তিন-চারশ’ গ্রাম ওজনের একেকটি মাছের ওজন ছয় মাসেই পাওয়া যাচ্ছে চার থেকে সাড়ে চার কেজি |
বিকেল ৪.৩০: ফের মাইক হাতে জনতাকে সচেতন করতে পথে নামলেন মুখ্যমন্ত্রী। যাদবপুর 8B বাসস্ট্যান্ড, আনোয়ার শাহ রোডে মাইকিং করলেন |
এ মাসেই যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে আসা অডি এ৮ এর মাঝে রয়েছে স্বায়ত্বভাবে চালিত হবার অপশন যেটি অডি ব্র্যান্ডটিকে একটি নতুন মাত্রা দেবে বলে ধারণা গাড়িবোদ্ধাদের |
৭. তুরস্কে এ কে পার্টি তথা এরদোগানের নেতৃত্বে উসমানীয় সালতানাতের গৌরব পুনরুদ্ধারের পরিকল্পনার আভাস পাওয়া যায়। ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থনের জন্য ইসরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে |
জুতার ফিটিংস আপনা আপনি পরিবর্তন করতে নাইকি এই বিশেষায়িত জুতাটি বাজারে আনছে। যা এ্যাথলিটদের খেলার অভিজ্ঞতাকে উন্নত করতে ভূমিকা রাখবে বলে মনে করেন মিস্টার অ্যাভার |
কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সাথে অভিমান করে মনিষা আক্তার মনি(১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কাজল ডাঙ্গা গ্রামে।নিহত ছাত্রী ওই এলাকার মোখলেছুর রহমানের মেয়ে |
তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিপর্যয়ে মুদ্রা, টিকিট ও বিশেষ ব্যক্তি¦ত্বের জীবন ও কর্ম রক্ষার মধ্য দিয়ে ও বিভিন্ন ধরনের জাদুঘর বা সংগ্রহশালা নির্মাণ করে যাচ্ছে। এটি একটি ইতিবাচক দিক |
চাঁদপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবদুল করিম খানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ বাদ আসর বাসস্ট্যান্ডে গোরে গরিবা জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে |
যেহেতু দশ এর সাধারণ লগারিদমের ফলাফল এক, একশ এর সাধারণ লগারিদমের ফলাফল দুই এবং একহাজার এর সাধারণ লগারিদমের ফলাফল তিন সেক্ষেত্রে সাধারণ লগারিদমের ধারণা অনেকটাই দশমিক-অবস্থানগত সংখ্যা পদ্ধতির কাছাকাছি। ধরা হয় সাধারণ লগ এর বেস ১০ টি, তবে পূর্ব এশিয়ায় এখনও বেস ১০,০০০ প্রচলিত যা বেশ পুরাতন। আর্কিমিডিস তার দ্য স্যান্ড রেকনার বইটিতে একটি পরিকল্পিত সংখ্যা পদ্ধতি স্বরূপ দশসহস্র বেস ব্যবহার করেন যা পৃথিবীতে উৎপাদিত শস্য গণনায় তাকে সহায়তা করে |
৭. অনেক সময় রান্না করতে গিয়ে ভাত পুড়ে যায়। রান্নাঘর থেকে এই পোড়া গন্ধ সহজে যেতে চায় না। এ ক্ষেত্রে চুলার পাশে এক টুকরা পেঁয়াজ কেটে রেখে দিন। এই কাটা পেঁয়াজ পোড়া গন্ধ সহজেই দূর করবে |
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে গেলেও এর সঙ্গে আইএস সংশ্লিষ্টতার দাবি প্রত্যাখ্যান করে রাজনৈতিক বিরোধীদের দোষারোপ করছে সরকার |
আর পাঁচজন বাঙালির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি আবেগ প্রথম দিন থেকেই প্রবল। প্রতি বছর এই ২৩ জানুয়ারি দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেন তিনি। এতদিন এই দিনটি দার্জিলিংয়ে পালন করতেন মমতা। কিন্তু এবছর ১২৫তম জন্মজয়ন্তীর কারণে তিনি পালন করছেন কলকাতায়। অন্যদিকে বাঙালির নেতাজি আবেগ যে কত প্রবল, প্রথম থেকেই তা নিয়ে সম্যক অবগত মোদি। স্বাধীনতা পরবর্তী ভারতে নেতাজিকে যথাযথ মর্যাদা না দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ আমবাঙালির হৃদয়ে। ক্ষমতায় আসার পর সেই ক্ষোভ উপশম করে বাঙালির হৃদয় জিততে সরকারি মহাফেজখানা থেকে নেতাজি বিষয়ক ১০০টি গোপন ফাইল প্রকাশ্যে নিয়ে এসেছিলেন তিনি। চলতি বছর নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ নামকরণ করার পাশাপাশি বা কালকা মেলের নাম পাল্টে ‘নেতাজি এক্সপ্রেস’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেও উড়ে আসছেন কলকাতায় |
চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মালিকানাধীন এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) গেট থেকে সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছেন। করোনায় লকডাউনের অজুহাত দেখিয়ে গত ৬ জুলাই থেকে গেটে সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়। আগে ভোক্তারা ফ্যাক্টরি গেটে যে সিলিন্ডার কিনতে পারতেন ৫৯১ টাকায় সেটাই তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। এছাড়া মধ্যস্বত্বভোগী ডিলারদের পাশ কাটিয়ে সরাসরি ভোক্তাদের কাছে গ্যাস বিক্রির সুবাদে গত দুই অর্থবছরে অর্ধকোটি টাকার বেশি বাড়তি মুনাফা করেছে এলপি গ্যাস লিমিটেড। কিন্তু নতুন সিদ্ধান্তের কারণে বাড়তি মুনাফার সুযোগ আর থাকছে না। সাধারণ ভোক্তাদের অভিযোগ, বিপিসির একটি মার্কেটিং কোম্পানির ডিলারদের বাড়তি সুবিধা দিতেই ভোক্তা পর্যায়ে সিলিন্ডার বিক্রি বন্ধ করা হয়েছে। তারা বলেন, স্বার্থান্বেষী মহলের কারসাজিতে সাধারণ ভোক্তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি কোম্পানিও বাড়তি মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। জানতে চাইলে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হানিফ ইত্তেফাককে বলেন, ভোক্তা পর্যায়ে বিক্রির সিদ্ধান্ত করোনার কারণে সাময়িকভাবে বন্ধ আছে। বিপিসির নির্দেশনা পেলে এটি পুনরায় চালু করা হবে। জানা গেছে, মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে দুই বছর আগে ফ্যাক্টরি গেট থেকে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস বিক্রি শুরু করে এলপি গ্যাস লিমিটেড। শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় এই পদ্ধতি। এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার ভোক্তা কার্ড ইস্যু করা হয়েছে যাদের অধিকাংশই এলাকার স্বল্প আয়ের জনগোষ্ঠী। একটি পরিবারের জন্য বরাদ্দ মাসে সর্বোচ্চ দুটি সিলিন্ডার। ফ্যাক্টরি থেকে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয় বলে মধ্যস্বত্বভোগী ডিলারের মুনাফার সুযোগ থাকে না। এই সুবাদে এ খাতে বিগত দুই অর্থবছরে প্রায় ৫৫ লাখ টাকা বাড়তি মুনাফা করে প্রতিষ্ঠানটি। তবে এই মুনাফাকে প্রকৃত মুনাফা বলতে চান না প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হানিফ। তিনি বলেন, এটা আসলে সিবিএ নেতাদের ব্যবসা। ভোক্তার নাম ব্যবহার করে তারা ব্যবসা করে যাচ্ছে। এই অভিযোগ অস্বীকার করে এলপিজিএল সিবিএ সভাপতি মো. জহুর আলম ইত্তেফাককে বলেন, সিবিএর কোনো নেতা এই কাজে জড়িত না। ভোক্তা পর্যায়ে গ্যাস বিক্রির সিদ্ধান্ত বর্তমান সরকারের একটি মানবিক উদ্যোগ। আমাদের এই উদ্যোগ মন্ত্রণালয় থেকে প্রশংসিত হয়েছে। বিপিসি তাদের অন্যান্য বিপণন কোম্পানিকে চিঠি দিয়ে এভাবে সিলিন্ডার বিক্রির করার পরামর্শ দিয়েছে যাতে সাধারণ মানুষ গেট থেকেই সাশ্রয়ী মূল্যে সরাসরি এলপি গ্যাস কিনতে পারে। কিন্তু সরকার অনুমোদিত বিশেষ সুবিধাটি পুরোপুরি বন্ধ করে দিতে একটি মহল কলকাঠি নাড়ছে |
মনে করা হচ্ছে, এ প্রকল্পের ফলে কিশোরী মেয়েদের সহায়তায় তাদের পরিবার ইতিবাচক মনোভাব ও আচরণ প্রদর্শন করবে এবং কিশোরীদের অধিকার রক্ষা ও উন্নয়নে জাতীয় আইন, নীতি কাঠামো ও প্রক্রিয়া আন্তর্জাতিক মানদন্ডের সাথে সঙ্গতপূর্ণ এবং যথোপযুক্ত করতে সহায়ক হবে এ প্রকল্প |
তরুণ শিক্ষার্থী সম্মেলন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা উপকরণ পদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ২৫ টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন |
আহমেদ দুপুরে খাবার সময় সহকর্মী আজাদ সাহেবের কাছে কিছু টাকা ধার চাইল। আজাদ সাহেব একশ টাকা দিলেন হাসি মুখে । খাবারের পর আহমেদ রুবেলের স্কুলে গিয়ে পঞ্চাশ টাকা ছেলেকে দিয়ে আসে । আর বলে নিজের দিকে খেয়াল রাখিস। হঠাত করে আহমেদ সাহেব লক্ষ্য করলেন তার ছেলে কাঁদছে |
আশুগঞ্জ সার কারখানার সিবিএর সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সিনিয়র সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহসভাপতি মো. তৈমুর রহমান, মো. বখতিয়ার উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জাহিদুর রহমান, ক্রীড়া সম্পাদক এ কে নুর আহমেদ প্রমুখ |
গোঁফ ছাড়া দাড়ি রাখায় নিষেধাজ্ঞার পর এবার চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিম অঞ্চলের মুসলিম অধিবাসী উইঘুরদের লম্বা দাড়ি এবং বোরকা নিষিদ্ধ করা হয়েছে। বলা হচ্ছে ইসলামিক চরমপন্থার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে |
ফজলে হাসান আবেদ সাহবরা কি জানেন না আফগানিস্থানের কি অবস্থা ? ঐ দেশে সুদের ব্যাবসা করতে বাংলাদেশের অসহায় মানুষদের পাঠানোর কি মানে ? আমরা জানি, টাকার কষ্ট কি জিনিস। মানুষ মৃত্যু নিশ্চিত জেনেও, মহা সমুদ্রে হালকা একটা নৌকা করে পাড় হতে চায়, সামান্য ভাল চাকরির আশায়। বড় বড় কম্পানির মালিকদের এভাবে সাতার দিতে হয় না। তারা ভাল করেই জানেন, দশ টাকার জায়গায় একশ টাকা দিলে মানুষ লাফ দিয়ে আগুনে পড়বে। ফজলে হাসান আবেদ সাহেব, জীবনে তিনি কম পুরষ্কার পাননি। ব্রাকের টাকাও দলিল মোতাবেক উনার নিজের টাকা নয়। তবুও ক্ষমতার লোভ, এই লোভে পড়ে সাধারণ সহজ সরল মানুষের সামান্য টাকার লোভের মূলা ঝুলিয়ে মৃত্যুর মুখে পাঠিয়ে দেন। এ জন্য উনার কোন বিচার হয়না। কেউ বিচার চায়ও না। তাছাড়া, বিচার হবারও কথা নয় |
কণিষ্কের মুদ্রায় ভারতীয়, গ্রিক, ইরানীয়, সুমের ও ইলেম সংস্কৃতির পৌরাণিক চরিত্রগুলি স্থান পেয়েছে, যা কণিষ্কের সর্ব ধর্ম সহিষ্ণুতার প্রমাণ। তার রাজত্বের প্রথম দিকের মুদ্রায় গ্রিক পৌরাণিক চরিত্রের চিত্র সহ গ্রিক হরফ উৎকীর্ণ হয়েছে। এরপর তার মুদ্রাগুলিতে গ্রিক সংস্কৃতির বদলে ইরানীয় পৌরাণিক চরিত্র ও গ্রিক লিপির বদলে ব্যাক্ট্রিয় ভাষা স্থান পায়। এই সমস্ত মুদ্রায় "ষ" বর্ণটিকে ব্যবহার করতে "Ϸ" বর্ণটি সৃষ্টি করা হয়। কণিষ্কের সকল মুদ্রায় তার শ্মশ্রুযুক্ত প্রতিকৃতি দেখা যায়। এই সকল চিত্রে তার পরণে লম্বা কোট ও বড় গোল জুতো, কোমরে লম্বা তরোয়াল এবং কাঁধ থেকে অগ্নি স্ফুলিঙ্গ দেখা যায় |
সুমিত বণিক, বিডি নিউজ বুক : জন্মদিন যেকোন মানুষের জীবনেই আনন্দের বারতা বয়ে আনে। শুধু আনন্দই না, আমৃত্যু মানস পটে এক স্মৃতির উপলক্ষ্য হয়ে থাকে। সোহম বণিক’র আজ ৫ম জন্মদিন। ২০১৫ সালের এই দিনে (১৫ মে) ব্রাহ্মণবাড়িয়াস্থ ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে মা-বাবার মুখ আলো করে আসে সোহম। সে ব্রাহ্মণবাড়িয়ার সুমন বণিক ও মুক্তা বণিক এর একমাত্র সন্তান । ‘সোহম’ ব্রাহ্মণবাড়িয়া সদরের কাজীপাড়া পুকুর পাঁড় এলাকার বাসিন্দা সঞ্জিব কুমার বণিক ও শোভা রাণী বণিক এর নাতী এবং ‘সোহম’ একই এলাকার মহাদেব পট্টি’র বাসিন্দা সুভাষ বণিক ও সাধনা রাণী বণিক এরও নাতী। এ উপলক্ষ্যে সীমিত পরিসরে পারিবারিকভাবে এক ঘরোয়া আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।‘সোহম’ বড় হয়ে একজন আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা, সোহমের পরিবারের। ‘সোহম’ এর সুস্থ্যতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খীদের কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে। ক্রীড়া ডেস্ক :: ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। ভারতের ৩১৪ রানের জবাবে দুই ওভার বাকি থাকতেই ২৮৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা |
আস্ত একটা আকাশ আর পাহাড় |
রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় সদর উপজেলার আলগী গ্রামে |
নেভিগেশন বার : হোমস্ক্রিনের একবারে নিচের অংশে রয়েছে নেভিগেশন বার। যেখানে হোমস্ক্রিন বাটন, কিউআর কোড বাটন এবং ইনবক্স বাটনের দেখা পাবেন গ্রাহক। যে কোন ইউন্ডো থেকে একটি ক্লিকেই মূল স্ক্রিনে ফিরে আসতে গ্রাহক এই বাটনটি ব্যবহার করতে পারবেন |
মোমেনা জানিয়েছিলেন, তার বাবা হযরত আলী স্বাধীনতার আগের সেই উত্তাল দিনগুলোতে নিয়মিত আওয়ামী লীগের মিছিলে যেতেন। সত্তরের নির্বাচনের সময় বিহারীদের আবাস মিরপুরে নিজে হাতে ‘নৌকা’ মার্কার পোস্টারও লাগিয়েছেন তিনি |
তবে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে |
এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট সচিবের দফতরে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকাল বিকালে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এমন কি মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি |
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভোটের মুখে জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দেবশ্রী বললেন, তিনি আর রায়দিঘিতে যেতে চান না। এ বিষয়ে কথা বলতে চান দলের সঙ্গে। যে কথা শুনে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় |
ব্লগের নিয়মিত পাঠক হলেও লেখা-লেখি প্রায় ছেড়ে দেয়ার মতই অবস্থা। এখানে আমি মূলত শেয়ার বাজার ও নিজের সাম্প্রতিক ভাবনা (রাজনীতি, চলমান ঘটনা, ইত্যাদি) নিয়েই লিখি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শেয়ার বাজার - দুটোরই যে করুন অবস্থা তাতে বেশ হতাশ হয়েই লেখা-লেখিতে ভাটা পড়েছে। আমি ও আমার মত অনেকেই প্রতিনিয়ত লিখেছি ...এখনও নিখছে কিন্তু কোন কাজে কী লাগছে ? ভেতর থেকে যখন উত্তরে 'না' শুনতে পাই তখন লেখার ইচ্ছেটাই মড়ে যায়, সময়ের অপচয় ছাড়া কী হবে এসবে হাবিযাবি লিখে ......... |
এ ছাড়া ছয় জেলায় নির্বাচনী সহিংসতায় ৫০ জন আহত হয়েছে। দুই জেলায় দুজনকে গ্রেপ্তার ও ১৩৫ জনের নামে মামলা করা হয়েছে |
আজ শুক্রবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন |
বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, এসটিসি ব্যাংকের রাজধানীর মৌচাক শাখা ও তত্সংলগ্ন প্রধান কার্যালয়, খুলনার ফুলবাড়ী গেট শাখা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শাখা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল শাখা, কিশোরগঞ্জের হোসনপুর শাখা, নেত্রকোনার তেরী বাজার শাখা, সুনামগঞ্জের ধর্মপাশা শাখা, কুষ্টিয়ার মজমপুর শাখা এবং ঠাকুরগাঁও সদর শাখা পরিদর্শন করে দলটি। এর মধ্যে ছয়টি শাখায় এক কোটি ৭৩ লাখ টাকার আমানত সংগ্রহের তথ্য মিলেছে। তিনটি শাখা পরিদর্শনের সময় বন্ধ ছিল। প্রতিষ্ঠানটির নথিতে ৪৪টি শাখার তালিকা পাওয়া গেলেও এর বাইরে অনেক শাখা রয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শাখার সংখ্যা ৩০০। ওয়েবসাইটের এই তথ্য সত্য হলে তাদের সংগৃহীত আমানতের পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে |
৫. বার্চবক্সের সহপ্রতিষ্ঠাতা কাটিয়া বুচ্যাম্প কর্মীদেরকে তাদের ই-মেইলের শেষে উত্তর পাঠানোর শেষ সীমা উল্লেখ করতে বলেন। ফলে কোন ই-মেইলটি আগে দেখতে হবে তা বাছাই করা সহজ হয় |
এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের ‘ধড়ক’। শাহিদ কাপুরের ভাই ঈশান খটটরের সঙ্গে ‘ধড়ক’-এ অভিনয় করেন জাহ্নবী কাপুর। যা নিয়ে উচ্ছ্বসিত বলিউড |
খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সানের আমন্ত্রণে ভারত থেকে শান্তরক্ষিত, পদ্মসম্ভব ও বিমলমিত্র তিব্বত গমন করে সেখানে বৌদ্ধ ধর্ম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শান্তরক্ষিত ও পদ্মসম্ভব সম-য়ে বৌদ্ধবিহার স্থাপন করেন, শান্তরক্ষিত ও বিমলমিত্র সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় বৌদ্ধ ধর্মগুলি অনুবাদ করেন |
রাত আনুমানিক ০৩ঃ২৩ ঘড়িতে, এই সময় আমার এক পরিচিত লোকের কল আসলো তাহার এবডোমিনাল ব্যাথা। ফোনে ব্যাথায় কাতর অবস্থা শুনে আমি তাকে গ্যাস্টিক এর ঔষধ সেবন করে বেশী করে পানি পান করার পরার্মশ দিলাম। তিনি জানালেন তাহার কাছে কোন ঔষধ নেই। তিনি আমাকে আসার জন্য অনুরোধ করলেন। জীবন ভাই তখন ঘুমে ছিলেন। তাই আমি কিছু ঔষধ নিয়ে নিচে নেমে আসলাম।এবং আপনার দায়িত্বরত সুরক্ষা কর্মীকে ডেকে তুলে তালা খুলতে বললাম এবং আমার ব্যাক্তিগত সুরক্ষার জন্য তাকে আমি আমার সাথে যাওয়ার জন্য বললাম। তিনি জানালেন আপনার বারণ আছে তালা দিয়ে বাহিরে যাওয়ার। আমি আমার পরিচিত লোকের অসুস্থার কথা তাকে বলার পর তিনি যেতে রাজি হলেন। তারপর ভালো করে তালা দিয়ে, মাষ্টার কোয়ার্টার রোড দিয়ে আমরা স্থানীয় কমিশনার এর বাসা সংলগ্ন এতিম খান রোড হয়ে তাহার বাসায় পৌছালাম। সে সময় ইনাতাবাদ সুরক্ষা কর্মিদের সাথে আমাদের দেখা হয়। যার বাসায় আমরা গিয়েছিলাম তাহার নাম মারুফ। আমি তাকে ঔষধ গুলো দিয়ে খাওয়ার নিয়ম বলে সাথে সাথে ফিরে আসি। ইনাতাবাদ পয়েন্ট যেহেতু ফন্ট লাইন তাই আমি স্টাফ কোয়ার্টার হয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেই। পয়েন্টে আমাদের আটকানো হলো। আমি আমার পরিচয় দিয়ে বিস্তারিত তাদের অবগত করলাম। তারা আমাকে বলল যার কাছে গিয়েছিলাম তার নাম্বারে কল দিতে। আমি সাথে সাথে কল দিলে নাম্বারটি বন্ধ দেখায়। যেহেতু আমি ঐ এলাকার স্থানীয় নই তাই ভাষা গত সন্দেহের কারণে আমাকে হাসপাতালের ম্যানেজার বরাবর কল দিতে বলল। যেহেতু আমি আন অফিসিয়াল ভাবে বেরিয়েছিলাম তাই অফিসের কাউকে এব্যাপার এ অবগত করতে চাইছিলাম না। তাই আমি সদর এর প্রধান টেকনোলজিষ্ট ইমতিয়াজ তুহিন ভাইকে কল দিলাম। গভীর রাতের কারণে উনি ফোনটি ধরতে পারলেন না। পয়েন্টের সুরক্ষা কর্মী সদর থানার ওসি কে বিষয়টি জানালো। তিনি আসলেন আমি তাকে সালাম দিয়ে বিস্তারিত বললাম। উনি বিষয়টি বুঝতে পারলেন। আমি রেফারেন্স হিসেবে জীবন ভাই এর সাথে কথা বলিয়ে দিলাম। উনি সন্তুষ্ট হলেন এবং আমাদের এস আই এর কাছে নিয়ে গেলেন। আমি সাহসীকতার সাথে তার সাথে কথা বললাম। এবং আমার পুরো পরিচয় ইংরেজীতে দিলাম। তিনি আমার জেলার নাম শুনলেন তারপর টাংগাইলের কোন থানায় আমার বাড়ি সেটি জানলেন, আমি ঘাটাইল বলার পর বললেন আচ্ছা ঠিক আছে। ওরা বুঝতে পারে নি, চুরি,ছিনতাই এর কারণে নাকি এলাকাটি রেড সিগ্যানাল এ আছে। উনি গভীর রাতে আর কখনো বের না হওয়ার পরামর্শ দিলেন। আমি সম্মতি জানালাম। তিনি আমাদের হাসপাতালে রেখে আসার আদেশ দিলেন। ২ জন পুলিশ আমাদের আমাদের সুরক্ষা দিয়ে রেখে গেলেন।আমি তাদের যে কোনো স্বাস্থ্য সেবার জন্য ইউনাইটেড এ আসার আমন্ত্রন জানিয়ে ভেতরে ডুকে গেলাম |
অটোমেটিক ইনস্টলার |
৩০ মে মামলার ধার্য তারিখে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত শুনানি না করে মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাঠানোর আদেশ দিয়ে ১০ জুন মামলার শুনানির দিন ধার্য করেন। ১০ জুন আদালত চার্জশিট আমলে নিয়ে ২০ মে চার্জ গঠনের দিন ধার্য করেন |
ভিকটিমের পিতা জানান, দুপুরে তার ১৪ বছরের কন্যা বাড়ি থেকে পায়ে হেটে ডুলাহাজারা রংমহল এলাকায় তার বড় মেয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় পথিমধ্যে নির্জন স্থানে তাকে একা পেয়ে একই এলাকার আবুল কালামের বখাটে ছেলে শওকত (২২) তাকে জোরপূর্বক পাশের সামাজিক বনায়নের ভেতর তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় তার আত্নচিৎকার শুনে ঘটনাস্থলের অদূরে জঙ্গল কাটার কাজে নিয়জিত এক শ্রমিক এগিয়ে গেলে ধর্ষক যুবক দ্রুত পালিয়ে যায় |
বিশ্ববিদ্যালয় প্রক্টর আরও জানান, ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে উল্লিখিত তথ্যগুলো জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো তথ্য জমা নেয়া হবে না। এছাড়া পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হবে |
উল্লেখ্য, উইকিমিডিয়া বাংলাদেশ-উইকিপিডিয়ার শিক্ষামূলক কাজ প্রচার, প্রসার ও এ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, উইকিপিডিয়ার নিবন্ধের মান ও সংখ্যা বৃদ্ধির জন্য নিবন্ধ প্রতিযোগিতা, বাংলাদেশের সৌন্দর্য বিশ্বের সামনে উপস্থাপন করতে আলোকচিত্র প্রতিযোগিতা, উইকিমিডিয়া প্রকল্পে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সচেতনতা কর্মসূচি এবং সম্মেলনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। ২০১৬ সালে ইতালিতে অনুষ্ঠিত উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়া’য় উইকিমিডিয়া বাংলাদেশের ‘উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম’ শীর্ষক একটি প্রকল্প শিক্ষামূলক তিনটি সেরা প্রকল্পের মধ্যে একটি বলে বিবেচিত হয়েছিল। ভাষাগত দিক থেকে উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলো উইকিমিডিয়া বাংলাদেশের মূল মনোযোগের স্থান হলেও, বাংলার পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষার প্রকল্প যেমন সাঁওতালি উইকিপিডিয়া, বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া ও ইংরেজি প্রকল্পগুলোর প্রসার ও সমৃদ্ধিতেও সংস্থাটি কাজ করে থাকে। বর্তমানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ৩৭টি আঞ্চলিক চ্যাপ্টার রয়েছে যার মধ্যে দক্ষিণ এশিয়াতে একমাত্র চ্যাপ্টার রয়েছে বাংলাদেশে |
ঢাকা, ২৬ এপ্রিল (ইউএনবি)- রোহিঙ্গা সংকটের নিরাপদ ও টেকসই সমাধানের জন্য অব্যাহতভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের তিন উচ্চপদস্থ কর্মকর্তা |
অবশ্য ভালোবাসার নতুন ধারাপাতে এখন আর এক বলতে কিছু নেই , ভালোবাসা এখন অনেক জনাতেই হয়ে যায় । মাহবুবাও শুনেছি কয়েকজন কেই ভালোবেসেছে , আমিও কি তার ব্যতিক্রম হয়েছি! জানিনা , তবে সংসারে ব্যস্ত হয়ে গেছি দুজনেই |
লাশ উদ্ধার করা হয় |
নিজস্ব প্রতিনিধি: পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গে। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টে (একিউট রেসপিরেটরি ইলনেস) আরও সাত শিশুর মৃত্যু হল। যদিও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, শুধু জ্বর ও শ্বাসকষ্ট নয়, অন্যান্য উপসর্গও ছিল ওই মৃত শিশুদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় মৃত শিশুদের বয়স ছয় মাস থেকে এক বছর সাত মাসের মধ্যে। তাঁদের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা থেকে এই হাসপাতালে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যার জন্য পাঠানো হয়েছিল |
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানছেন না গণপরিবহনের শ্রমিক-মালিকরা। উল্টো সারা দেশে চলছে ভাড়া নৈরাজ্য। ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার পরিবর্তে কোথাও কোথাও দুই গুণের বেশি ভাড়া আদায় করা হচ্ছে। অথচ স্বাস্থ্যবিধির নামে শুধু মাস্কটাই পরছেন গণপরিবহনের শ্রমিকরা। অর্ধেক আসনে যাত্রী নিয়ে বাস চলা, গণপরিবহন চালুর আগে এবং শেষ গন্তব্যে পৌঁছানোর পর জীবাণুনাশক ছিটিয়ে গাড়ি জীবাণুমুক্ত করা, যাত্রীদের হাতে জীবাণুনাশক দেওয়ার মতো নির্দেশনাগুলো একেবারেই মানা হচ্ছে না |
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আইসিটি বিভাগের পরিচালক রফিক উল ইসলাম বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের কোনো সম্মানীই দেয়া হয় না। এ ধরনের কোনো নির্দেশনাও নেই। শুধুমাত্র ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত শিক্ষকদের (ইমাম) সম্মানী দেয়া হয়। তবে ইমামদের সম্মানী ভাতা দেয়ার জন্য আমাদের ডিজি বাংলাদেশের সব মসজিদকে গণশিক্ষা কার্যক্রমের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছেন।' বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রায় ৭০ হাজার ইমাম আছেন বলে জানান তিনি |
১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের ক্ষমতা দখলের পর সামরিক শাসনবিরোধী রাজনৈতিক ঐক্য তথা ১৫ দলীয় ঐক্যজোট গঠন; জাতীয় দাবি ৫ দফা প্রণয়ন ও যুগপৎ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন |
চীনের ইতিহাস থেকে জানা যায় ফেন নদীর তীরে ফোশান একটি ছোটখাটো বসতি হিসাবে গড়ে উঠেছিল। এটি ১৩৯১ খ্রিস্টাব্দে ধ্বংস হওয়া একটি তান-যুগের বৌদ্ধ মঠের চারপাশে গড়ে উঠেছিল। (নানহাই পৃথকভাবে মঙ্গোল আক্রমণে পালিয়ে যাওয়া দুই ভাইদের দ্বারা ১২৭১ সালে ভাঙা বোলস পয়েন্টে প্রতিষ্ঠিত হয়েছিল।) ফোশানে ১৩৭২ খ্রিস্টাব্দে পুনর্নির্মাণকৃত উত্তরদিকের ঈশ্বরের (বেদি) একটি তাওবাদী মন্দির অ্যান্সেষ্ট্রাল মন্দির ১৫ শতকের মধ্যে সম্প্রদায়টির নতুন লক্ষ্য হয়ে ওঠে। প্রথম দিকের মিং যুগে ফোশান চীনের চারটি বৃহৎ বাজারের মধ্যে একটি হয়ে উঠেছিলেন। শহরটি প্রাথমিকভাবে স্থানীয় সিরামিক শিল্পের সাথে সাথে ধাতুশিল্প কাজের কারণেও পরিচিত ছিল |
@এন্থনিপারমাল : আমরা ব্লাসফেমী আইন বাতিল করতে পারি না |
নেপালে পৌঁছার পর রুনা খান স্ট্যাটাস লেখেন, ‘অবশেষে হোটেলে নিরাপদে পৌঁছেছি |
গত ৪ বছরেরও বেশি সময় ধরে বলিউডের সবথেকে বড় ওপেন সিক্রেট রণবীর সিং-দীপিকা পাডুকোন প্রেমকাহিনী। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যেত তাঁদের কথা |
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফতেহা পাঠ করে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন |
সেই প্রথমদিকে আমার লেখাগুলো পড়তেন। ব্যাস্ততার কারণেই হয়তো ব্লগে অনিয়মিত হয়ে গেছেন। মাঝে মাঝে গিয়ে ঘুরে আসি। ওনার লেখাগুলোও ভাল লাগে। একটা সিরিজ আছে কথপোকথন নিয়ে। খুব ভাল লেগেছিল সিরিজটা |
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দের মধ্য দিয়ে মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রবাসীরা |
জীবনযাপনবিষয়ক একটি ওয়েবসাইটে কাজ সহজ করে তোলার জন্য কিছু বিষয় তুলে ধরা হয় |
বার্সেলোনার হয়ে লিও করেছেন ৬৩০ গোল। বাকি ৭০ গোল এসেছে তার জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে। একটু দেরিতে হলেও তিনি পেয়েছেন তার জন্মদিনের উপহার। বর্তমান ফুটবলারদের মধ্যে গোলের হিসেবে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো আছেন তার ওপরে। সিআরসেভেন ক্যারিয়ারে ৭২৫ গোল করেছেন। ম্যাচ খেলেছেন হাজারটার বেশি |
দিনাজপুর জেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে ৭ কিলোমিটা দক্ষিণ-পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর-তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরে কান্তনগর এলাকায় প্রাচীন টেরাকোটার অনন্য নিদর্শন কান্তজিউ মন্দির অবস্থিত। কালিয়াকান্ত জিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ অধিষ্ঠানের জন্য মন্দির নির্মিত হয় বলেই এই মন্দিরের নাম কান্তজিউ মন্দির। একটি বর্গাকার বেদির ওপর এ মন্দির নির্মিত। কথিত রয়েছে, মহাভারতে বর্ণিত বিরাট রাজার গো-শালা ছিল এখানে। মন্দিরটি যেখানে তৈরি হয়েছে সেটি একটি প্রাচীন স্থান এবং প্রাচীন দেয়ালঘেরা দুর্গ নগরীরই একটি অংশ। প্রায় ১ মিটার (৩ ফুট) উঁচু এবং প্রায় ১৮ মিটার (৬০ ফুট) বাহুবিশিষ্ট প্রস্তর নির্মিত একটি বর্গাকার বেদির ওপর এই মন্দির নির্মিত। কান্তজিউ মন্দিরের কেয়ারটেকার আপন রায় জানান, করোনায় লকডাউনের কারণে গত ২ মাস ধরে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। শুধু পূজা-অর্চনা ছাড়া সব বন্ধ রয়েছে। উল্লেখ্য, বেদির পাথরগুলো আনা হয়েছিল প্রাচীন বানগড় (কোটিবর্ষ দেবকোট) নগরের ভেঙে যাওয়া প্রাচীন মন্দিরগুলো থেকে। পাথরের ভিত্তি বেদির ওপর মন্দিরটি ইটের তৈরি। বর্গাকারে নির্মিত মন্দিরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রায় ১৬ মিটার (৫২ ফুট)। মন্দিরের চারদিকে রয়েছে বারান্দা। প্রত্যেক বারান্দার সামনে দুটি করে স্তম্ভ। স্তম্ভগুলো বিরাট আকারের এবং ইটের তৈরি। স্তম্ভ ও পাশের দেয়ালের সাহায্যে প্রত্যেকটি দিকে ৩টি করে বিরাট খোলা দরজা রয়েছে। বারান্দার পরই মন্দিরের কামরাগুলো। একটি প্রধান কামরার চারদিকে রয়েছে কয়েকটি ছোট কামরা। তিন তলাবিশিষ্ট এই মন্দিরের ৯টি চূড়া বা রত্ন ছিল। এ জন্য এটিকে নবরত্ন মন্দির বলা হয়ে থাকে। ১৮৯৭ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মন্দিরের চূড়াগুলো ভেঙে গেছে। মন্দিরের উচ্চতা ৭০ ফুট। মন্দিরের সঙ্গে রয়েছে তমাল বৃক্ষ। এই বৃক্ষে সুতা বেঁধে বিশেষ করে নারীরা বিভিন্ন প্রকার মানত করে থাকে। প্রচলিত রয়েছে মানত করলে তা পূরণ হয় |
ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কারেন গুইদোত্তি বলেন, ‘একজন নারী শিক্ষকের ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুব একটা ঘটে না। তাঁকে এখন ছয় বছরের কারাভোগ করতে হবে। একই সঙ্গে যৌন অপরাধী হিসেবে তাঁর নাম নিবন্ধিত হবে |
জন মেনার্ড কেইনস ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন যার মতামত মৌলিক অর্থনীতির তত্ত্ব এবং অনুশীলনের এবং সরকারসমূহের অর্থনৈতিক নীতিগুলি পরিবর্তন করে। তিনি ব্যবসার চক্রের কারণগুলির উপর নির্মিত এবং পুরোপুরি সুশৃঙ্খল কাজ করেন এবং ২০তম শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদ এবং আধুনিক ম্যাক্রোইকোনমিক তত্ত্বের প্রতিষ্ঠাতা ছিলেন। [3] [4] [5] [6] তার ধারণা কেইনেসিয়ান অর্থনীতি নামে পরিচিত চিন্তার স্কুল এবং তার বিভিন্ন শাখাগুলির ভিত্তি। 1930-এর দশকের মহামহিমের সময়, কেইনেস অর্থনৈতিক চিন্তাধারার বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিলেন, নব্য-পুঁজিবাদী অর্থনীতির ধারনাকে চ্যালেঞ্জ করে যে মুক্ত বাজারগুলি স্বল্প থেকে মধ্যমেয়ায় স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ কর্মসংস্থানের সুযোগ পাবে, যতদিন শ্রমিকরা তাদের মজুরিতে নমনীয় হবে দাবী। তিনি পরিবর্তে যুক্তি দেন যে সামগ্রিক চাহিদা অর্থনৈতিক কার্যকলাপ সামগ্রিক স্তরের সংজ্ঞায়িত এবং যে অপর্যাপ্ত মোট চাহিদা উচ্চ বেকারত্বের দীর্ঘ সময়ের হতে পারে। অর্থনৈতিক মন্দা এবং হতাশার প্রতিকূল প্রভাবকে প্রশমিত করার জন্য কানস আর্থিক ও আর্থিক নীতির ব্যবহারকে সমর্থন করেন। কেইনসের মহাপরিচালক, দ্য জেনারাল থিওরি অব এমপ্লয়মেন্ট, সুদ এবং মানি, 1936 সালে প্রকাশিত হয়েছিল |
ভালোবাসার বৈচিত্রতায় নির্মিত শর্টফিল্মগুলো জয় করেছে দর্শকের মন। দারুণ সাড়া ফেলেছে ইউটিউবে। সেই উপলক্ষে ছয়টি গল্পের গল্পকার, নির্মাতা ও কলাকুশলী ও ১০ জন কুইজ বিজয়ীকে (সঙ্গীসহ) নিয়ে একটি সেলিব্রেশনের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাজধানীর বেঙ্গল স্টুডিওতে আয়োজিত সেই অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। ছিলেন এফএস নাঈম, তাসনুভা এলভিন, শামীম হাসান সরকার, তামিম মৃধা, আজমেরী আশা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, তানিয়া বৃষ্টি প্রমুখ |
পাকিস্তানের জেলে প্রহৃত ভারতীয় বন্দি সরবজিৎ সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হল |