text
stringlengths 0
40.1k
|
---|
কি লিখছি আবোল তাবোল, ছাইপাঁশ ........বাদ দাও গুরু.....হ্যালোওওওওও মাইক টেস্টিং |
এত পরিশ্রমের পর গত পরশু রাত্তিরে খিলজির জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা যখন পেলেন |
এ বিষয়ে মন্ত্রী বলেন, অনেক কষ্ট করে একটা দেশ এলডিসি থেকে গ্রাজুয়েশনের পর্যায়ে পৌঁছায় এবং পরবর্তীতে যদি সুযোগ সুবিধা কেড়ে নেয়া হয় কিংবা কোনো দেশ তা চালিয়ে যেতে না পারলে আগের অবস্থায় ফিরে আসার একটা অবস্থা তৈরি হয়। এ কারণেই প্রস্তুতি নিতে বাড়তি দুই বছর সময় চাওয়া হয়েছে |
মায়ানমার থেকে অরুণাচলপ্রদেশ হয়ে জঙ্গলের রাস্তা ধরে অস্ত্র ও বিস্ফোরক আনা হচ্ছে টিঙ্কোপানির গোপন ঘাঁটিতে। তারপর সেখান থেকে সেগুলি হাতবদলে চলে যাচ্ছে দেশবিরোধী বিভিন্ন সংগঠনের কাছে। মায়ানমার থেকে অস্ত্র জঙ্গলে আনা এবং হাতবদলের পর সেগুলি গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করছে লিংকম্যানরা। সেনাবাহিনীর ভাষায় যাদের বলা হয় ওভার গ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ) |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরে আর খেলা হচ্ছে না ভারতের বাঁহাতি ব্যাটসম্যান সুরেজ রায়নার। চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার নাম ছেঁটে দেয়া হল। আর এই থেকেই রায়নার এবারের আইপিএলে খেলার দরজা বন্ধ হয়ে গেল। আইপিএল শুরুর আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে এসেছিলেন রায়না। কারণ হিসেবে শোনা গিয়েছিল নানা কথা। হোটেলের ঘর পছন্দ না হওয়া, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মতো ঘর চেয়ে প্রত্যাখ্যাত হওয়া এবং ডাকাতের আক্রমণে তার আত্মীয়ের মৃত্যু। স্বয়ং রায়না যদিও বলেছিলেন যে, আমিরাততে তার সন্তানদের জন্য উদ্বেগ থেকেই আইপিএল না খেলার সিদ্ধান্তে এসেছিলেন। সেই সময় চেন্নাই শিবিরের ১৩ সদস্যের করোনা ধরা পড়েছিল। তার মধ্যে দুজন ক্রিকেটারও ছিলেন। যার ফলে আইপিএল হওয়ার ব্যাপারেও জন্ম নিয়েছিল প্রশ্ন। শোনা গিয়েছিল, পারিবারিক সমস্যার কারণেও তিনি নাকি দেশে ফিরেছেন। ডাকাতদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন তার পিসেমশাই। পরিবারের অন্যরাও আহত হয়েছিলেন। অনেকের ধারনা রায়নার দেশে ফিরে আসার এটাই একটা বড় কারণ। এতকিছুর পর রায়নাকে ফের আইপিএলে দেখা যাওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা। রায়না নিজেও পরবর্তীকালে আমিরাততে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর আইপিএলে টানা দুই ম্যাচে হারের পর সোশ্যাল মিডিয়ায় রায়নাকে দলে ফেরানোর দাবি তুলেছিলেন সমর্থকেরা। কিন্তু সিএসকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেভাবে রায়নার নাম কেটে দেওয়া হয়েছে, তাতে তার আইপিএলে ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যার মানে এবারের আইপিএলে তিনি আর দলের সদস্য নন। দেশের স্থিতিশীলতা নষ্টে বিএনপি-জামায়াত উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের |
এ ছাড়া তুরস্কে ৬৮ হাজার ১৬৬ জন, কানাডায় ২৬ হাজার ১৭, সুইজারল্যান্ডে ২৫ হাজার ২০০, অস্ট্রিয়ায় ১৩ হাজার ৩১৬, বেলজিয়ামে ১২ হাজার ৩৭৮, দক্ষিণ কোরিয়ায় নয় হাজার ২৮৩, অস্ট্রেলিয়ায় পাঁচ হাজার ৮৮৬ ও মালয়েশিয়ায় চার হাজার ৪৮৪ জন সুস্থ হয়ে উঠেছে |
তিনি লেখেন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের শুরুর দিকে, ম্যানচেস্টারের আশেপাশের গাছগুলোর বাকলের রং বেশ হালকা বা ফিকে ধরনের ছিল । বাকলের রং ফিকে হওয়ার ফলে কালচে বর্ণের মথগুলো (একধরনের পোকা) সহজে ধরা পড়ত এবং পাখিদের শিকারে পরিণত হতো । কিন্তু ৫০ বছর পরে, দূষণের কারণে ভুঁইফোড় বা একজাতীয় ছত্রাক নিঃশেষ হয়ে গেলে ফিকে হওয়া গাছের বাকলের রং আস্তে আস্তে কালচে বর্ণ ধারণ করে । বাকলের রং কালচে হয়ে যাওয়ার ফলে কালচে রঙের মথগুলো সহজে ধরা পড়ে না । কিন্তু এবার পাখিদের শিকারে পরিণত হতে শুরু করল ফিকে বা হালকা রঙের মথগুলো । যেহেতু দূষণের কারণ এর রং পরিবর্তন হয়ে কালচে হয়ে গেল, সেহেতু ফিকে ধরনের মথগুলো ধরা পড়তে লাগল । তো বিবর্তনবাদীরা মনে করে, এই ঘটনা তাদের বিবর্তনবাদের প্রমাণ । তারা খুব আনন্দের সাথে এই ঘটনা মানুষকে বলে বেড়ায় । কিন্তু মজার ব্যাপার হলো, এই ঘটনা কোনভাবে বিবর্তনবাদের পক্ষে প্রমাণ নয় । এই ঘটনা কি প্রমান করে যে মথগুলো বিবর্তিত হয়ে ভিন্ন কোন প্রজাতির উদ্ভব ঘটিয়েছে ? না, বরং কালচে এবং ফিকে রঙের মথ যেমন শিল্প বিপ্লবের পূর্বে ছিল, তেমনই শিল্প বিপ্লবের পরেও তাদের অস্তিত্ব ছিল । দূষণের কারণে কেবল তাদের পরিবর্তন ঘটেছে মাত্র । এটা কোনভাবেই বিবর্তন বা প্রাকৃতিক নির্বাচনের পক্ষে প্রমাণ হতে পারে না । যদি মথগুলোর নতুন অঙ্গ-প্রতঙ্গ গজাত, তাদের জিনে নতুন তথ্য যোগ হতো, কেবল তখনই এটা বিবর্তনবাদের পক্ষে প্রমাণ বলে চালানো যেত । কিন্তু বিবর্তনবাদীরা এই ঘটনাকে বিবর্তনবাদ এবং প্রাকৃতিক নির্বাচনের পক্ষে জোরালো প্রমাণ হিসেবে চালায় । সাধারণ মানুষকে দিনে দুপুরে তারা ঘোল খাওয়ানোর চেষ্টা করে । তাহলে দেখা গেল ডারউইন প্রস্তাবিত পদ্ধতি ‘প্রাকৃতিক নির্বাচন’ প্রজাতিতে নতুন ও সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের আগমন ব্যাখ্যা করতে ব্যর্থ । অর্থাৎ ভুল প্রমাণিত হলো । প্রাকৃতিক নির্বাচন যেকোনোভাবেই নতুন প্রজাতির উদ্ভব করতে পারে না, সেটা প্রমাণিত হবার পরেই তো বিবর্তনবাদ তত্ত্বের তল্পিতল্পা সহ জাদুঘরে চলে যাবার কথা । কিন্তু না । বিবর্তনবাদের প্রাথমিক প্রস্তাবনা ভুল প্রমাণিত হবার পরেও বিবর্তনবাদ বহাল তবিয়তেই বিজ্ঞানমহলে বর্তমান । কিন্তু কেন ? ওই যে, বস্তুবাদ । বস্তুবাদকে বাঁচাতে হলে বিবর্তনবাদের চেয়ে ভালো কোন দাবার চাল আর কিছুই নেই । সেজন্য যেভাবেই হোক এই বিবর্তনবাদকে বাঁচাতেই হবে । নাস্তিক জিনতত্ত্ববিদ Richard C. Lewontin -এর ভাষায়, “বিজ্ঞান ও অতিপ্রকৃতির মাঝে আসল দ্বন্দ্বকে বোঝার চাবি হলো কমনসেন্সবিরোধী বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা মেনে নিতে আমাদের সদিচ্ছার দিকে তাকানো । যদিও বিজ্ঞানের কিছু মতবাদ সুস্পষ্টভাবে হাস্যকর, যদিও এটি জীবন ও সাস্থ্যের ব্যাপারে নানা উচ্চাভিলাষী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়, যদিও বৈজ্ঞানিক মহল অপ্রমানযোগ্য কেবলই (শিশুতোষ) গল্প (যেমন প্রাকৃতিক বিষয়ের কিছু বিষয়) মেনে নিতে সহিষ্ণু তবুও আমরা বিজ্ঞানের পক্ষ নেই । কারণ আমরা আগে থেকে বস্তুবাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ । ব্যাপারটা এমন নয় যে, বৈজ্ঞানিক পদ্ধতিও প্রতিষ্ঠানগুলো বিস্ময়কর জগৎ সম্পর্কে একটি বস্তুবাদী ব্যাখ্যা গ্রহনে কোন না কোনভাবে আমাদের বাধ্য করে । বরং, পক্ষান্তরে (বস্তুবাদের প্রতি) পূর্ব থেকে আনুগত্যের কারণে আমরা বাধ্য হই (জগত অনুসন্ধানের) এমন উপকরণ ও কিছু ধারনা তৈরিতে যা বস্তুবাদী ব্যাখ্যায় জন্ম দেয় । সে ব্যাখ্যা যতই কাণ্ডজ্ঞানহীন হোক না কেন, অনভিজ্ঞদের জন্য যতই দুর্বল হোক না কেন । উপরন্তু, বস্তুবাদই হল কারন অকাট্য কারন আমরা (আমাদের চিন্তার) দরজায় ঐশ্বরিক পদক্ষেপকে অনুমোদন করতে পারি না । এ কারণে বিবর্তনবাদকে বাঁচাতে পরে বিবর্তনবাদী আরো নতুন নতুন কিছু ফর্মুলা পেশ করেছে । এরকম কয়েকটি ফর্মুলাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ইনশাল্লাহ । ‘প্রাকৃতিক নির্বাচন’ পদ্ধতির অসারতা এবং বিংশ শতাব্দীতে বিজ্ঞানের অভূতপূর্ব কল্যাণে ডিএনএ আরএনএ এর আবিষ্কার, মলিকুলার লেভেলে ব্যাপক অগ্রগতির ফলে ডারউইনের ‘প্রাকৃতিক নির্বাচন’ পদ্ধতি যখন অসহায় হয়ে ওঠে, তখন বিবর্তনবাদকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে বিবর্তনবাদীরা । বিবর্তনবাদকে কিভাবে রক্ষা করা যায় এ ব্যাপারে তারা শলাপরামর্শের আয়োজন করে । ১৯৪১ সালে Geological society of America কর্তৃক আয়োজিত এক সভায় বিবর্তনবাদী বিজ্ঞানীরা একত্র হলেন । তাদের মধ্যে ছিলেন Ernst Myar, Julian Huxley, George Gaylord simpson, Glenn L. Jepsen , Ronald Fisher, Sewall Right সহ প্রমুখ । উদ্দেশ্য ছিল, বিবর্তনবাদকে মেরামত করা । তারা সবাই মিলে নতুন একটি পদ্ধতি দাঁড় করালেন । তারা প্রাকৃতিক নির্বাচনকে তো বেশ রাখলেনই, সাথে বললেন Random Mutation তথা এলোমেলো পরিবর্তনের ফলে একটি প্রাণীর জিনে নতুন নতুন তথ্য যোগ হয় । এসব নতুন তথ্যকে তারা নাম দিয়েছে Advantageous Mutation বা ‘লাভজনক পরিবর্তন’ । অর্থাৎ প্রাণীদের জিনে মিউটেশনের ফলে নতুন নতুন তথ্য যোগ হওয়ার ফলে একসময় দেখা যায় যে, ওই প্রাণীর মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য চলে আসে । তখন সেই প্রাণীটা অন্য নতুন কোনো প্রজাতিতে রূপান্তরিত হয় |
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাসলিমা কিশোরগঞ্জ সদর মডেল থানায় এসে ডিউটি অফিসারকে জানান ইতালি প্রবাসী মো. আমিনুলের বাসায় বছর তিনেক আগে তারা ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এ পরিচয়ের সূত্রে আমিনুল তাকে বিভিন্ন সময় মোবাইলে ফোন করে কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন। তিনি এবং তার স্বামী বিষয়টি আমিনুলের স্ত্রীসহ আত্মীয়-স্বজনকে জানালে এতে ওই প্রবাসী ক্ষিপ্ত হন। শুক্রবার বিকেলে স্ত্রী-সন্তানদের ভাড়া বাসায় রেখে নাজমুল গ্রামের বাড়ি হোসেনপুরে যান। এ সুযোগে রাত পৌনে ১১টার দিকে আমিনুল ওই বাসায় গিয়ে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরেন এবং ধর্ষণের চেষ্টা চালান। তখন নিজের ইজ্জত বাঁচাতে হাতের কাছে থাকা পাথরের শিল দিয়ে আমিনুলকে মাথায় উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে প্রবাসী মেঝেতে লুটিয়ে পড়েন। এসময় তার মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকে। মুমূর্ষু অবস্থায় তাকে সেখানে ফেলে রেখেই তিনি থানায় এসেছেন |
২) বয়স ও উচ্চতা অনুসারে ওজন ও উচ্চতা না বাড়া |
এখনো আমি ফরেক্স শিখে যাচ্ছি কারন এটার শিখার শেষ নেই প্রাইস অ্যাকশন ক্যান্ডেল এই দুই জানলে ফরেক্স মার্কেট এ আপনি টিকে থাকতে পারবেন। বেশি প্রফিট না করলেও লস খাবেননা |
এছাড়া নান্দীকারের তরফ থেকে প্রতি বছর নাট্যমেলায় আমরা যে একজন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদর্শন করে থাকি, তার মধ্যে একবার গিরিশ কারনাডকেও আমরা সম্মান প্রদর্শন করেছিলাম, মানে সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেরা সম্মানিত হয়েছিলাম। সেবার একটা মজার ঘটনা ঘটেছিল। সম্মান দেওয়ার সময়ে আমি বলেছিলাম যে আমাদের সাধ্য বড় কম, অর্থ জোগাড় করতে বড় কষ্ট হয়, তাই আমরা এই ১০,০০১ টাকা দিতে পারছি। এ অর্থের পরিমাণ দিয়ে আমাদের আদর বা আমাদের সম্মাননা পরিমাপ করা যাবে না, তবে এটা ঘটনা যে রাষ্ট্রীয় পুরস্কারের যে অর্থমূল্য, এটা তার চেয়ে এক টাকা বেশি। গিরিশ এটা শুনে জিজ্ঞাসা করেন, “তাই, তাই?” এর পরের বছর থেকে রাষ্ট্রীয় পুরস্কারের অর্থমূল্য ১০ হাজার টাকা থেকে এক লাফে দ্বিগুণ বেড়ে যায়। তখন গিরিশ বোধহয় সঙ্গীত নাটক অ্যাকাডেমির চেয়ারম্যান ছিলেন। তার পরের বছর থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপকরা বেশি টাকা পেতে শুরু করেন |
বজ্রপাতে হতাহত এড়াতে পার্শ্ববর্তী দেশ নেপাল ইতোমধ্যে বেশ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে নোটিশে বলা হয়, বাংলাদেশেও সমন্বিত পদক্ষেপ নিলে বজ্রপাতের ফলে হতাহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রয়োজনীয় শিক্ষা ও সচেতনতা তৈরি, আগাম সতর্কতামূলক টেলিযোগাযোগ ব্যবস্থা তৈরি, হাওর-বাওর এলাকায় প্রয়োজনীয় সংখ্যক বজ্রপাত আশ্রয় কেন্দ্র স্থাপন, পাম গাছ রোপণ, মোবাইলে ক্ষুদে বার্তা প্রেরণ, বজ্রপাত নিরোধক যন্ত্রপাতি স্থাপন এবং এবং বজ্রপাত থেকে বাঁচার বিভিন্ন কৌশল লিফলেট আকারে বজ্রপাতপ্রবণ এলাকায় বিতরণ ইত্যাদি |
বদিউজ্জামান বিশ্বাস সমকালকে জানান, গত ১১ আগস্ট মামুনুর রশীদ সিকদারের লোকজন আদালত থেকে জামিনে এসে প্রতিপক্ষ মুনসুর আলী মোল্লা, নিজামুল হক মোল্লা, সরফত হোসেন মোল্লা, মোশারফ হোসেন মোল্লা, মহর শেখ,রাজা শেখ, নাজমুল শেখের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে |
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ‘ইয়াবা পাচারকারী’ নিহত হয়েছেন |
ভাঁজো নাচ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম, সন্নিহিত পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় 'বাঙালি হিন্দু' মহিলাদের একটি ব্রতাচারমূলক সারিনৃত্য। ভাদ্র মাসের শুক্লাদ্বাদশীর থেকে পরপর আটদিন ইঁদপূজা ও 'ভাঁজো' পাতাকে কেন্দ্র করে গান ও নৃত্য পরিবেশিত হয় |
শক্তিমান আত্মিয় স্বজন অসহায়দের জমি জমা দখল করে এটা চলে আসছে নিয়মিত |
(আমেরিকার নির্বাচন পরবর্তী ফলোআপ পোস্ট -০৯ ) |
সোমবার সকালে বনকালী এলাকার একটি পুকুরের ধারে রাস্তার পাশে বেশ কয়েকটি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। প্লাস্টিকের ক্যারিব্যাগে এই পরিচয়পত্রগুলি কেউ বা কারা সেখানে ফেলে রেখে গিয়েছিল। কালিয়াগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ফেলে যাওয়া ভোটার কার্ডগুলি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিয়াগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ৬০ থেকে ৬২টি কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই সচিত্র পরিচয়পত্রগুলি এখানে এল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে |
মানবতাবিরোধী অপরাধের বিচারে দু’ জনের ফাঁসি কার্যকর এবংআরো বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডের রায়ের পর অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের পরিকল্পনা করেছে সরকার। এরইমধ্যে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা |
যা বলবেন না: তোমার চেয়ে অনেকেই খারাপ অবস্থায় আছে |
নাট্যজন ম. হামিদ বলেন, আমাদের মধ্যে যারা আলো জ্বেলে দিয়েছিলেন, তাদের অনেকেই আজ নেই। তারা জীবনে অক্ষয় কাজ করে গেছেন বলেই আমরা আজ তাদের স্মরণ করছি, শ্রদ্ধা জানাই, তাদের জন্য দীর্ঘশ্বাস ফেলি |
পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের একই উপজেলার অজুর্না ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি মেয়ের বিয়ে হয়। তারপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। অন্য যুবকের সাথে স্ত্রীর অনৈতিক সম্পর্ক আছে এমন সন্দেহে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় |
পুরো সামরিক জীবনে মূল যুদ্ধ, ছোট খণ্ডযুদ্ধ, একক দ্বন্দ্বযুদ্ধ মিলিয়ে খালিদ প্রায় ১০০টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। আজীবন অপরাজিত যোদ্ধা হওয়ায় তাকে ইতিহাসের শ্রেষ্ঠতম সেনাপতিদের অন্যতম বিবেচনা করা হয় |
বৃষ- ২০২২ সালে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। মান-সম্মান বৃদ্ধি হবে। অর্থ লাভের যোগ রয়েছে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন |
ইন্টারন্যশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার মালয় বাঘকে গুরুতরভাবে বিপন্ন প্রাণী হিসেবে শ্রেণিবদ্ধ করে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের মতে, পরিবেশে এই প্রাণী আছে দু’শ এর কম |
এই রাজ্যের প্রধান ক্রীড়া হচ্ছে ক্রিকেট |
এক ছুটির দিনে আমরা কোরিয়ান ইপিজেডের অধিগ্রহণ করা লালরঙা বিস্তীর্ণ টিলাময় বনাঞ্চল ঘুরে দেখতে বের হই। বুনো পরিবেশে শেয়াল,বনবিড়াল আর বেজী ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখিদের দেখা পাই। দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ঘন এক শাল-আকাশিয়া বনের ছায়াতলে বিশ্রামের জন্য বসেছি। আশপাশটা পর্যবেক্ষণ করছিলাম। এমন সময় বাইনোকুলারের দৃষ্টিসীমায় দৃশ্যমান হয় এক অপরূপ নীলাভ জলাধার। দু’চোখ ভরে তার সৌন্দর্য অবলোকন শেষে পরিশ্রম সার্থক মনে হয়। মনের আয়নায় ভেসে ওঠে “আরণ্যকের” সেই নেশা ধরানো গহীন-শ্বাপদ বনাঞ্চল আর তার সরোবরের ছবি |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর বিসর্জন ফর্মুলা নিয়ে ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিজেপি মামলার প্রস্তুতি নিচ্ছে। একধাপ এগিয়ে পুজো কমিটিগুলিকে কার্যত নির্দেশিকা অগ্রাহ্য করার আবেদন জানিয়েছে আরএসএস। পুলিশের ওপর চাপ বাড়াতে চাইছে এই সংগঠন। কেন পুজো কমিটিকে ১ অক্টোবর নিরঞ্জনের অনুমতি দেওয়া হবে না তা নিয়ে আরএসএস প্রশ্ন তুলেছে। সুর চড়িয়েছে হিন্দু সংহতিও |
জিয়াউর রহমানের মরদেহ প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমানের লাশ নাকি জেনারেল এরশাদ কাঁধে বহন করেছেন, এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেন মির্জা ফখরুল। এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভিতরে জিয়ার লাশ আছে- তাতো তিনি কখনো বলেননি |
পূর্ব বর্ধমান জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গত জানুয়ারি মাসে শহর বর্ধমানের ঘোড়দৌড় চটির জেলা বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীকে আসরে নামতে হয়। ঘটনার জন্য বিজেপি রাজ্য নেতৃত্ব জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী সহ দুই পক্ষের ১৪ জনকে শোকজ করে। পরে জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দীকে সরিয়ে দিয়ে অভিজিৎ তা’কে সভাপতি করা হয়। তবে এদিনই বর্ধমান দক্ষিনের প্রার্থী হিসাবে দলের তরফে সন্দীপ নন্দীর নাম ঘোষনা করেছে। বর্ধমানের আরাধ্য দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিয়ে এদিন থেকেই প্রচারে নেমে পড়েন তিনি। প্রতিদ্বন্দী তৃণমূল প্রার্থী খোকন দাসকে হারানোই মূল লক্ষ্য বলে সন্দীপ নন্দী এদিন জানিয়ে দেন |
ঢাকার এক ডজন হাসপাতালসহ দেশের কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে, হাসপাতালের কর্মচারী, পার্কিং ইজারাদার, রাজনৈতিক নেতা সবাই মিলে বিভিন্নভাবে টাকা আদায় করে অ্যাম্বুল্যান্সের ভাড়া বাড়িয়ে দিয়েছেন। সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুল্যান্স কম থাকার সুযোগ নিচ্ছে চক্রগুলো |
জনপ্রিয় নির্মাতা নোমান রবিন এ উপলক্ষে একটি স্বল্পদৈর্ঘ্য অডিও ভিজ্যুয়াল নির্মাণের মাধ্যমে তার শুভ কামনা জানান। দেশ-বিদেশ থেকে অসংখ্য বন্ধু শুভানুধ্যায়ীরা লেজার ট্রিটের ১০ বছর পূর্তিতে অনলাইনের মাধ্যমেও শুভেচ্ছা জানান। এ ছাড়া প্রত্যক্ষ অনুষ্ঠানও ছিল তাদের আন্তরিকতা ও কৃতজ্ঞতার বাণীপূর্ণ। তারা প্রত্যেকেই কিভাবে লেজার ট্রিটের সেবা আর দক্ষিণ এশিয়ার অন্যতম অভিজ্ঞ বিশেষজ্ঞ জনাব ড. মাহবুব সরকার আহমেদ শামীম তাদের জীবনকে বদলে দিয়েছেন, সে সম্পর্কে নিজেদের আনন্দময় ও ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন। তাদের শুভ কামনা লেজার ট্রিটের ১০ বছরের পদচারণকে যেমন আরো দ্রুততর করবে ঠিক, তেমনি এর আগামীর পথচলাকে করবে আরো মসৃণ আর একে দেবে এক নতুনতর দ্রুতি আর স্পৃহা |
এমন সময় বিদ্যুৎ চলে গেল। বাড়ির অবস্থাটা আরো গম্ভীর হয়ে উঠল। এই রহিমা, বেনু তোমরা আলো জ্বালো |
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ দুইদিন পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়ায় শনিবার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের জানানো, ৩০ জানুয়ারি ভোটের দিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে নির্বাচনের তারিখ দুইদিন পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে |
প্রথম দিন যখন তাকে দেখলাম বেশ অবাক হলাম। তিনি খুব সাধারন। আরও অবাক হলাম কয়েকদিন পর যখন তিনি আমাদের সাথে পিকনিকে রওনা হলেন। অবাক হলাম যখন আমরা ফুটবল ম্যাচে জিতবার পর আমাদের সাথে আমাদের ক্লাশের পার্টিতে চাঁদা দিয়ে চলে এলেন। সবচেয়ে অবাক হতাম যখন তিনি একটা সাধারন চপ্পল পড়ে কাঁধে একটা লালচে রংয়ের স্কুল ব্যাগ নিয়ে ক্লাশে আসতেন। না, আমি তাকে কখনো স্পাইডারম্যানের মতো দালানের পাশ বেয়ে উপরে উঠে যেতে দেখিনি, কিংবা আমার সেই ছোট বেলার সুপার হিরো লিয়ন ও এর মতো তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তেও দেখিনি |
নুসরাত ছাদ থেকে নেমে এলে কর্তব্যরত একজন পুলিশ সদস্য ও প্রহরী তার গায়ের আগুন নেভান। পুলিশ তাকে দ্রুত একটি অটোরিকশায় তুলে দেন |
এখন ছেলের নাম জানার অপেক্ষা করছে নেটনাগরিকরা। সঙ্গে অপেক্ষা খুদের এক ঝলক দেখতে পাওয়ারও |
অবশিষ্ট তিনটি পদে একজন প্রার্থী দাড়ানোর ভিত্তিতে সে পদগুলোতে নির্বাচন হচ্ছে না |
বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। এ উপলক্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বালাব। এরই মধ্যে আমরা প্রায় ৯৭ ভাগ মানুষকে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আমরা আশা করি, ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারব। সেভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি |
সদর উপজেলার পাইকপাড়া মডেল হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্যামল কুমার দাস জানান, বেশির ভাগ বিদ্যালয়ে বিজ্ঞানাগার না থাকায় বিজ্ঞান বিভাগের ব্যবহারিক শিক্ষা ব্যাহত হচ্ছে |
তাও ভাল, বধুকে দিয়ে খোঁজ করানোর কথা এসেছে ওর মাথায়। ও যদি কিছু টাকা হাতে ধরিয়ে বলত, “যা চিটাগং থেকে একটু খোঁজটা নিয়ে আয়”, অবাক হতাম না। ওর কাছ থেকে এমন আবদার পেয়ে আমি অব্যস্ত |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগাল্যান্ডের স্বাধীনতা চেয়ে দেশের জাতীয় পতাকা পোড়ানো হল। অবমাননার এখানেই শেষ নয়। নাগাদের স্বাধীনতার জন্য পাকিস্তানের সাহায্য চাইল এক তরুণী। ১.২৩ মিনিটের এই ভিডিও তুলে দেওয়া হয়েছে ইউটিউবে। কোন অজ্ঞাত জায়গা থেকে এই ভিডিও তোলা হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ। এর পিছনে চিনের হাত রয়েছে কিনা সেই সন্দেহ ক্রমশ দানা বাঁধছে |
উল্লেখ্য, একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে বহু জল্পনা ছড়িয়েছিল। সৌরভ চাইলে অনায়াসেই এই পদে বসতে পারতেন। কিন্তু শেষপর্যন্ত তিনি মনোনয়ন তোলেননি। আসলে এখনই বিসিসিআইয়ের ক্ষমতা ছাড়তে চাইছেন না কলকাতার ‘মহারাজ’। আর আইসিসির পদে বসতে হলে ভারতীয় বোর্ড থেকে পদত্যাগ করতে হত তাঁকে। সম্ভবত সেকারণেই পিছিয়ে এসেছিলেন সৌরভ |
দ্বীপের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের কাছে নিয়মিত যুদ্ধ বিমানের কার্যক্রম ২০১৯ সালের মার্চ মাসে ব্যাপক ভাবে শুরু হয়েছিল। অক্টোবরের শুরুর দিকে যখন আমেরিকান এবং ব্রিটিশ ক্যারিয়ার গোষ্ঠী পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরে যাত্রা করেছিল - তখন এটিকে চীন হুমকিস্বরূপ বলে মনে করেছিল |
পুলিশের লিখিত অনুমতি ছাড়াই বিজেপির মিছিল। বিজেপির মিছিলে এখনও নেই শোভন-বৈশাখী।হেস্টিংস, আলিপুর থেকে মুরলীধর সেন লেন। হেস্টিংস থেকে বিজেপির বাইক মিছিল আসছে আলিপুর। বৈশাখীর পরে এবার শোভনও মিছিলে অনিশ্চিত। যাচ্ছেন না বিজেপির মিছিলে, জানালেন বৈশাখী।শোভনকে রাজি করাতে বাড়িতে বিজেপি নেতারা।‘বিকল্প রুট দিয়ে হতে পারে শোভনের রোড শো’, বিজেপি নেতৃত্বকে মৌখিকভাবে জানাল পুলিশ |
সাড়ে ১৭ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে পাঁচ শট কম খেলে শীর্ষে আছেন ইংল্যান্ডের ডেভিড হোরসি |
যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ থাকার আহ্বান সেক্টর কমান্ডার্স ফোরামের |
এর আগে গত ১৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের একটি ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিলো। হ্যাকড হওয়া ওই ই-মেইল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ঠিকানায় ভুয়া বার্তা পাঠানো হয় |
ফটোশপে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেন্জ করুন, খুব সহজেই |
উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা ফাহাদ মা-বাবার একমাত্র সন্তান। দুজনেই স্ব স্ব কাজে ব্যস্ত থাকায় ছেলে বেড়ে উঠতে থাকে নিজের মতো করেই একা, নিজস্ব পরিবেশে। একদিন বানর নাচ দেখে সেই বানরওয়ালার পিছু পিছু বেরিয়ে যায় বাড়ি থেকে। এক পার্কে গিয়ে পরিচয় নিম্নবিত্ত পরিবারের তারই সমবয়সী আরেক শিশুর সঙ্গে। ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বের। বন্ধুর সঙ্গে ফাহাদ চলে যায় তার বস্তিতে। মাঝেমধ্যে ঘুরে বেড়ায় ট্রেনে করে। বন্ধুর সঙ্গে কাজও করে। অন্যদিকে ফাহাদের মা-বাবা ছেলের খোঁজে সম্ভাব্য সব কিছুই করতে থাকে। বেশ কিছু জীবনবোধের উপলব্ধির পর ফাহাদ তার নিজের বাসায় ফিরে আসে। এ রকম কিছুটা ব্যতিক্রমী কাহিনী নিয়েই নির্মিত হয়েছে 'দূরত্ব' চলচ্চিত্রটি। আপাতদৃষ্টিতে ছোটদের জন্য বলা হলেও এর মাধ্যমে আমাদের ক্রমবর্ধমান আর্থসামাজিক-রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠেছে। এক শ্রেণী যেমন বিত্তবান হচ্ছে তেমনি আরেক শ্রেণী হচ্ছে নিঃস্ব। এই অসম আর্থসামাজিক বাস্তবতা কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। এই ঘটনাই নানা আঙ্গিকে প্রকাশ করেছেন কাহিনীকার হুমায়ূন আহমেদ। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই বাংলাদেশি চলচ্চিত্রটি ওই বছরই জাতীয় শিশু চলচ্চিত্র পুরস্কার লাভ করে। ৯৫ মিনিটের এই চলচ্চিত্রটি প্রথমে বাংলাদেশে মুক্তি পেলেও পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চলচ্ছিত্রটি পরিচালনা করেন মোরশেদুল ইসলাম। ভারতীয় সেন্সর বোর্ড কিভাবে এ ধরনের একটা সিনেমা প্রচার উপযোগী করে বাজারে ছাড়ল, সেটা মূল প্রশ্ন এবং এই মূল প্রশ্নের উত্তর খুঁজে বের করার ব্যাপারে সরকারকে জোরালো অবস্থান নিতে হবে এবং অনতিবিলম্বে এ ধরনের সিনেমার প্রদর্শনী বাতিল করে দিতে হবে |
মার্কিন যুক্তরাষ্ট্রে, একটি এলএসএ (লাইট স্পোর্টস এয়ারক্রাফট) লাইসেন্স পেতে কমপক্ষে ২০ ঘণ্টার বিমান উড়ানের অভিজ্ঞতা থাকতে হয় |
ময়মনসিংহের ভালুকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও সংগঠনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিতরণনের উদ্দেশ্যে হ্যান্ড স্যানেটাইজার, সাবান ও মাস্ক হস্তান্তর করছেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল। গত শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেছেন তিনি |
অনুব্রত মণ্ডলের সামনেই ফের একে অপরের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব তৃণমূল নেতারা। জালনোটের কেস দিয়ে গ্রেফতার করার নির্দেশ জেলা তৃণমূল সভাপতির। ক্যামেরার সামনে গিমিক করছেন, কটাক্ষ বিজেপির। ক্রমশই দলের ওপর অনুব্রতর রাশ আলগা হচ্ছে না তো? উঠছে এই প্রশ্নও |
পুর্বে হ্যাকার ও বর্তমানে কম্পিউটার সিকিউরিটি কন্সালটেন্ট কেভিন মিটনিক এর নাম ডিজিটাল জগতের খুব কম মানুস আছেন যারা শুনেন নি। কেভিন মিতণিক হচ্ছেন একজন আমেরিকান কম্পিউটার নিরাপত্তা কনসালট্যান্ট, লেখক, সাজাপ্রাপ্ত সাইবার অপরাধী এবং হ্যাকার। তাকে বিভিন্ন সময় কম্পিউটার এবং যোগাযোগ-সংশ্লিষ্ট অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। যখন মিটনিক পুলিশের হাতে ধরা পড়েন, তখন তিনিই ছিলেন যুক্তরাষ্ট্রের কম্পিউটার-সংশ্লিষ্ট অপরাধের জন্য ‘মোস্ট ওয়ান্টেড’ হ্যাকার |
বিশিষ্ট বাঙালি সঙ্গীতশিল্পী ২০২১ খ্রিস্টাব্দের ৬ই নভেম্বর পরলোক গমন করেন |
মার্চে অভিমান করে দলত্যাগ। মে মাসেই ভুল বুঝে ক্ষমাপ্রার্থী। তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল, স্বীকার করে দিদির স্নেহতলে ফেরার আবেদন জানিয়ে টুইট করলেন সোনালি গুহ। তৃণমূল নেত্রী মমতার একদা ছায়াসঙ্গী নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ফুল বদলালেও টিকিট তো পানইনি, মুকুল রায় ছাড়া বিজেপিতে কারও সঙ্গে যোগাযোগও ছিল না সাতগাছিয়ার প্রাক্তন বিধায়কের। এবার তিনিই পুরনো দলে ফিরতে চাইছেন |
রঞ্জুকে নিয়ে নিজের কৌতুহল তুলে ধরে তিনি লিখেছেন: সেই জানুয়ারী ১৯৭২ এর কথা। ‘শরণার্থী জীবন’ থেকে মুক্ত হয়ে ফিরে এসেছি। বাসায় সবসময় নানা মানুষের ভীড়, অধিকাংশই সাঘাটা-ফুলছড়ি এলাকার। অনেকের কাঁধে অস্ত্র, একদিন রঞ্জুকেও দেখলাম। অনেকের ভীড়ে বাসায় সম-বয়সী এক ছেলের আসা-যাওয়া, প্রায় প্রতিদিন। আসছে, যাচ্ছে, আব্বার সাথে কথা বলছে, আম্মার সাথে কথা বলছে, আম্মা আদর করে খাইয়ে দিচ্ছে, আব্বা অনেক স্নেহ দিয়ে কথা বলছে। দেখে আমার মনে অনেক প্রশ্ন, জিজ্ঞেস করা হয়নি |
গ্রেট লিপ ফরোয়ার্ডের ব্যর্থতার পরে রাজনৈতিক অশান্তি ও দুর্ভিক্ষের কারণে চীনে দুই কোটি লোক অনাহারে পড়ে। ১৯৬১ সালে আরোগ্য লাভের মধ্য দিয়ে রাষ্ট্রপতি লিউ শওকি উদ্বোধন করেন আরও মধ্যপন্থী নীতিমালা ফলে অনাহার ও উন্নত পুষ্টির অবসান ঘটে। সাংস্কৃতিক বিপ্লব আসার সাথে সাথে মহামারী নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে এবং মহামারীজনিত রোগ এবং কিছু কিছু অঞ্চলে অপুষ্টিজনিত ক্ষয়ক্ষতি ঘটে |
আজকাল রিপোর্ট: শেখ হাসিনাই এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। জনপ্রিয়তায় তার আশপাশে কেউ নেই। দেশের ৭২ ভাগ মানুষ মনে করেন, শেখ হাসিনাই বাংলাদেশের যোগ্যতম নেতা। ‘ইন্টারন্যাশনাল পলিটিক্যাল রিসার্চ সেন্টার’ (আইপিআরসি) এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জার্মান ভিত্তিক এই সংগঠনটি রাজনীতিতে মানুষের অংশগ্রহণ এবং ভূমিকা বৃদ্ধির জন্য গবেষণা করে। আগামী নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের জন্য তারা এই জরিপ করছে বলে জানা গেছে। অংশগ্রহণমূলক নির্বাচনের রূপকল্প নির্ধারণের জন্যই এই জরিপ করা হচ্ছে। ব্যক্তিগত জনপ্রিয়তা ছাড়াও দলীয় জনপ্রিয়তা সম্পর্কেও জরিপে প্রশ্ন ছিল। দেশের বিভিন্ন স্থানে চার হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে ৫২ ভাগ পুরুষ এবং ৪৮ ভাগ নারী অংশগ্রহণ করেন |
আমি না্ম্বার দিয়ে দিলাম । তারপরই কল চলে |
এ ঘটনা জানাজানি হলে বিরিঞ্চি এলাকার বাড়ি থেকে সরে পড়ে অভিযুক্তসহ পরিবারের সদস্যরা। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে রাতে দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে |
দেশে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়া নতুন কোনো রোগী শনাক্ত হননি। নতুন কোন মৃত্যু নেই, নতুন করে কেউ সুস্থ হয়নি। রোববার (২৯ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। ডা. সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম ল্যাবে মোট ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে নতুন কেউ শনাক্ত হয়নি। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ জন। আগে আক্রান্তদের কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত থাকছে। বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন, এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন; তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষন ও বলৎকারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন – Chandpur24 নূরে আলম নূরীঃ মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট ,বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,আওলাদে রাসুল (দ) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর নির্দেশে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব সম্মুখে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও বলৎকারের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কার্যকরি সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আল হাসানী (মাজিআ)প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মোঃ আসলাম হোসাইন |
প্রসঙ্গত, বিজেপি-তে জিতেন্দ্র যাওয়া এবং না-যাওয়া নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়েছে। তাঁর দলবদল যখন প্রায় পাকা, আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, দলের রাজ্যনেতৃত্বকে চিঠি লিখে তৃণমূল ছাড়ার কথাও ঘোষণা করে দিয়েছেন, তখনই আপত্তি ওঠে বিজেপি-র প্রথমসারির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের তরফে। সোশ্যাল মিডিয়ায় বাবুল সরাসরিই জানান, জিতেন্দ্রর বিজেপি-তে যোগ দেওয়ার বিষয়টি তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। যদিও তিনি পাশাপাশিই জানিয়েছিলেন, এক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। বাবুলকে সমর্থন করেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষও। একে একে তাঁদের সুরে সুর মেলান সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল-সহ আরও কয়েকজন নেতা। দলের লাইনের বিরুদ্ধে প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি দেওয়ায় বাবুল এবং দিলীপ ছাড়া সকলকেই শোকজ করা হয়। জিতেন্দ্র আবার ততদিনে কলকাতায় এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে তৃণমূলে ফেরার কথা ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশিই বলেছেন, দিদির কাছে তিনি ক্ষমা চেয়ে নেবেন। বলবেন, তাঁর ভুল হয়েছিল। তিনি ভুল স্বীকার করে নিচ্ছেন। অন্যদিকে, তখন আবার বিজেপি-র একাংশ মনে করছিল, সম্ভবত ‘বিক্ষুব্ধ’ নেতাদের শোকজ করে তাঁদের প্রত্যেককে সবক শিখিয়ে জিতেন্দ্রকে দলে নিয়েই নেবে বিজেপি। তার মধ্যেই জিতেন্দ্রকে তৃণমূলের জেলা কমিটি থেকে ছেঁটে ফেলা হয়। এলাকার বিধায়ক হলেও পাণ্ডবেশ্বরে দলের শাখা সংগঠনের কর্মসূচিতেও তাঁকে আমন্ত্রণ করা হয়নি। ফলে দল তাঁর সঙ্গে দূরত্ব ক্রমেই বাড়াচ্ছিল। কিন্তু জিতেন্দ্র নিজে হতোদ্যম হননি। উল্টে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ‘মানসিক বলবর্ধক’ পোস্ট করছিলেন। যা থেকে মনে করা হচ্ছিল, তিনি নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার পরেই বৃহস্পতিবার দুপুরে সহসা তাঁর তৃণমূল ভবনে আগমন আবার এই বিধায়ককে নিয়ে নতুন জল্পনার অবকাশ তৈরি করেছে |
সংশ্লিষ্টরা জানান, ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে করণীয় নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার ১৫ সদস্যের একটি কমিটি গঠনের অফিস আদেশ জারি করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পুলিশ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইইউনিট, এনবিআর, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে |
এবার ঈদে ৫ হাজার অসহায় পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন সালমান খান। এর আগে ২৫ হাজার দিনমজুরের সহায়তা ও গরিবদের মাঝে ট্রাক ভর্তি খাবার বিতরণ করেন এ অভিনেতা |
রোববার হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের অাইনজীবী ইউনুছ অালী অাকন্দ |
এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত আতিকুর রহমান সুমন নামের একজন জানান, আজ ফাইন্যান্স কমিটি ও আগামী ২২ তারিখে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা। আজ যদি ফাইন্যান্স কমিটির মিটিং হয়, তাহলে আগামী ২২ তারিখে সিন্ডিকেট হবে। আমরা শুনেছি, ওই সিন্ডিকেট সভায় আমাদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিলের জন্য সুপারিশ করা হবে। সে কারণে আমরা সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির মিটিং যাতে না হয়, সে জন্য আমরা অনুরোধ জানাতে এসেছি। আমাদের পদায়ন করার পর এসব সভা করার জন্য আমরা দাবি জানিয়েছি |
জিপিএইচ সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার রাতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাপিয়ন হয় ব্রাদার্স ক্লাব। রানার্সআপ হয় চট্টগ্রাম সিটি করপোরেশন |
লেখকের অনুমতিসাপেক্ষে হলে ভাল হতো। আর একেবারেই যাবেনা এটা একটু কেমন যেন লাগে |
মোবাইলের ফ্লাস অন ছিল নাকি অফ ছিল |
নেত্রকোণার কলমাকান্দায় জব্দকৃত ১৫২ বস্তা ভারতীয় চাল প্রকাশ্যে নিলামে প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে |
প্রাথমিকের ২ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বদলির আদেশ জারি করা হয় |
২০১৬ সালে কাশ্মীরের বিদ্রোহের অন্যতম পরিচিত মুখ বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজরে আসে সংগঠনটি। বুরহান ওয়ানির দায়িত্বে আসা ৩০ বছরের হিজবুল কমান্ডার রিয়াজ নাইকুকেও হত্যা করে ভারতীয় বাহিনী। নিহতের আগে তার মাথার দাম ১২ লাখ রুপি ঘোষণা করে দিল্লি |
এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট (এনডিএ) পেয়েছে ৩৪৮টি, কংগ্রেস ও জোট (ইউপিএ) পেয়েছে ৯০টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১০৪টি আসন |
জানা গিয়েছে, পাকুড়ে বাসিন্দা বিশ্বজিৎ মির্ধা পূর্ব বর্ধমানের বুদবুদ থানার কাঁকোড়া গ্রামে মামার বাড়িতেই থাকতো। বছর খানেক আগে বর্ধমানের নোয়াদার ঢাল এলাকায় তার দিদির বিয়ে হয় স্থানীয় যুবক সঞ্জয় তুড়ির সঙ্গে। লক্ষ্মীপুজোয় সেই দিদির বাড়িতেই বেড়াতে আসে ওই কিশোর। বাড়ির কাছেই নোয়াদার ঢাল স্টেশন। সেখানে অহরহ এক্সপ্রেস ট্রেনের আনাগোনা। পুজোর ফাঁকে এসব দেখতেই ব্যস্ত থাকতো বিশ্বজিৎ। শুক্রবার সকালে বোলপুরগামী শান্তিনিকেতন এক্সপ্রেস দেখতে পেয়ে সেলফি তোলার জন্য উদগ্রীব হয়ে ওঠে বিশ্বজিৎ। তড়িঘড়ি লাইনের উপরে দাঁড়িয়ে শুরু হয় ছবি তোলার কাজ। ততক্ষণে কাছে চলে এসেছে মালগাড়ি। সেলফির ঝোঁকে সেদিকে খেয়ালই নেই কিশোরের। সেই মালগাড়ির ধাক্কাতেই রেললাইনের ধারে পড়ে যায়া বিশ্বজিৎ। স্থানীয়রা দেখতে পেয়ে দিদির শ্বশুরবাড়িতে খবর দিলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয় |
এ এক অদ্ভুত ব্যাপার।সেই ১০ বৎসর বয়সে প্রথম যখন গ্রাম থেকে শহুরে আসি, তখন নিজ গ্রাম ও আশেপাশের গ্রামের লোকদের খুঁজে ফিরতাম। এরপর ঢাকায় এসে কোথাও কোনভাবে যদি জানতাম অমুক লোকটা আমাদের বৃহত্তর অন্চলের, কেমন জানি আপন মনে হৈতো।মনে আছে, মালয়েশিয়ার এক ট্রেনিংয় সেন্টারে এক ভারতীয় চেহারার মেয়ে দেখে আমরা সবাই সোৎসাহে লাফ দিয়েছিলাম |
টুটসান অপেক্ষাকৃত বড় এবং চওড়া পাতা রয়েছে (5-15 সেমি লম্বা এবং 3-8 সেমি চওড়া) যেগুলো ডিমের আকৃতির রূপরেখা (অর্থাৎ ডিম্বাকৃতি), ডিম্বাকৃতি (অর্থাৎ উপবৃত্তাকার) বা আয়তাকার। হলুদ ফুল তুলনামূলকভাবে বড় (2-3 সেমি জুড়ে) এবং পাঁচটি স্থায়ী সবুজ রঙের সিপাল থাকে যা প্রায় পাপড়ির মতো লম্বা। এর ফল মাংসল, গোলাকার বেরি (8-12 মিমি জুড়ে) যা পরিপক্ব হওয়ার সাথে সাথে লাল এবং তারপর বেগুনি বা কালো হয়ে যায়। এর পাতাগুলি চূর্ণ করার সময় একটি স্বতন্ত্র তরকারির মতো গন্ধ দেয় |
) পকেটে থাকত কাগজে মুড়ান লবন আর শুকনা মরিচ পোড়া। তখন পর্যন্ত ছুরি কাছে রাখার পারমিশন পাওয়া যায়নি; ছুরির কাজ সারতাম ঝিনুকের উল্টা পাশ ঘষে ধারালো ফূটা বানিয়ে। এগাছ সেগাছের তলা দিয়ে ঘুরে ঘুরে কুড়াতাম আমের গুটি; সুযোগ বুঝে চ্যাঙ্গা/ডিল ছুড়ে পরের গাছের আম পাড়া তো ছিলই। চুরি করা আমের কস দেখলে মালিক টের পেয়ে যাবে, তাই সেটাকে ধুলা দিয়ে ডলে পুরাণ বানানোর টেকনিক ও জানা ছিল |
হা ভাই নতুন করে Windows setup দেওয়ার পর পিসির কালার আসছে না । আমার কাছে মাদারবোর্ডে সিডিও নাই কি করে পারি। দয়া করে সহায়তা করুন |
নিজস্ব প্রতিবেদন: গরুর দুধে সোনা পাওয়া যায় বলে দাবি করেছিলেন। বিতর্কের পরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং 'গোমাতা'র কাছে গিয়ে ক্ষমাও চেয়েছিলেন। শুক্রবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) বুঝিয়ে দিলেন, শত কটাক্ষ-সমালোচনা ধেয়ে আসলেও নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না |
এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মনোনীত বিশ্বের বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। ২০১৯ সালে করোনা মহামারি শুরু হলে প্রতিষ্ঠানটি করোনাভাইরাস প্রতিরোধে একটি ‘ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিন’ উদ্ভাবনে কাজ শুরু করে |
মুজিবুল হক বলেন, সিঙ্গাপুরে বসেই আমি বিভিন্ন টেলিভিশনে আমার জন্য দোয়া করতে দেখেছি। দেশের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ |
শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মধ্যেই উত্তপ্ত নন্দীগ্রাম। গোকুলনগরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ। পাল্টা বাইক-মিছিল তৃণমূলের, দোকান ভাঙচুর। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল-বিজেপির |
সোনার চুড়ি ভর্তি হাত নেড়ে নেড়ে রুবিনা তার রাজপাটের গল্প শোনাচ্ছে। নাকে বসানো হীরের ফুল থেকে রঙধনু ঠিকরে পড়ছে। অন্তরা কিছু কথা শুনছে, কিছু শুনছে না। ভেতরে ভেতরে অস্থির লাগছে। বারোটা বাজতে চলল। সপ্তাহে এই একটা দিন ছুটি। সারা সপ্তাহে জমে থাকা নানা কাজ সারতে হয়। দুই ছেলেমেয়ে, ওদের বাবা ঘরে থাকে। অন্য দিন নটা ছটা অফিস সেরে ঘরে ফিরতে প্রায় আটটা বাজে। ছুটির দিনে অন্তরা বাচ্চদের পছন্দমত স্পেশাল কিছু রান্না করে। তারপর সবাই মিলে গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া, আড্ডা |
আপনার জিজ্ঞাসার ৬১৪তম পর্বে পর্দাসহকারে স্বামীর সঙ্গে বাজারে গিয়ে বাজার করতে পারব কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া |
এর আগে হাইকোর্টের অপর একটি বেঞ্চ ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না তা জানতে চান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এবং ঢাবিকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত |
আজ আপনি বৈদেশিক বাণিজ্যে প্রসারতা লাভ করতে পারেন। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা আজ আপনি গ্রহণ করতে পারেন। আর্থিক ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তানদের প্রতি যত্নবান হোন। আজ সৌভাগ্য অবশ্য আপনার অনুকূলেই থাকবে |
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দেখানো পথ অনুসারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ওমান সরকারও। কিন্তু এ পদক্ষেপ নিলে ইরানের সঙ্গে সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে বলে তারা এখনো দ্বিধাগ্রস্ত |
বেঙ্গালুরুর সাংসদের মতে, ‘বাংলায় সিন্ডিকেট-কাটমানি বেকারত্ব বৃদ্ধি করছে। প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। রাজ্যে ১২০ জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন |
বুধবার অক্ষয় সিংয়ের করা আবেদন ভারতীয় শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ খারিজ করে দেন |
আমি সংবিধানের ৫৫ ও ৫৬ অনুচ্ছেদে বর্ণিত একজন প্রধানমন্ত্রী হিসেবে আমার বিরুদ্ধে কোনো কথিত অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে আমি একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হতে পারি না |
যদিও এদিনও সিবিআইয়ের তরফে রাজীবের গ্রেফতারির পক্ষে জোর সওয়াল করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, হাইকোর্টও রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ তুলে নিয়েছে। তাছাড়া প্রাক্তন পুলিশ কমিশনার তদন্তে সহযোগিতা করেননি। আর তাই তাঁকে গ্রেফতারির প্রয়োজন রয়েছে |
১) বিজ্ঞানীদের মতে, দাড়ি রাখলে পুরুষদের আকর্ষণ বৃদ্ধি পায়। তাঁদের প্রতি নারীরা বেশি আসক্ত হয় |
এবার পাতিলে তেল গরম করে নিয়ে এতে ঝাল বুঝে শুঁকনো মরিচ, আধা চা চামচ আস্ত জিরা, আধা চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার সামান্য হলুদ মেশান |
বেলা ১২টার দিকে র্যাব মহাপরিচালক পায়রা ও বেলুন উড়িয়ে ম্যারাথন উদ্বোধন করেন। ম্যারাথনে পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় |
যারা ফ্রিওয়ার ব্যবহার করতে ভালবাসেন, তারা এখানে ক্লিক করুন |
তামাকবিরোধীদের প্রস্তাব অনুযায়ী চূড়ান্ত বাজেটে সুনির্দিষ্ট কর আরোপের মাধ্যমে সিগারেটসহ সকল তামাকপণ্যের দাম বৃদ্ধি করা হলে প্রায় ১১ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে, ৩ লাখ ৯০ হাজার বর্তমান ধূমপায়ী এবং ৪ লাখ তরুণের অকাল মৃত্যু রোধ হবে এবং সিগারেট থেকে সম্পূরক শুল্ক, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং ভ্যাট বাবদ অতিরিক্ত ৩ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয় হবে |
এটিকে ফল্ট প্রচারক হিসাবে ব্যাবহার করা হয়। S900~S999 ব্যাবহার করা যাবে ফল্ট নির্দেশক হিসাবে। যাহার ডিটেইল এফ এক্স ম্যানুয়ালে পাবেন |
মাহীন খান এমন পরিবারে জন্মেছিলেন যে পরিবার ফ্যাশন ডিজানের সাথে যুক্ত ছিল। তার বাবা পঞ্চাশের দশকে টেক্সটাইল শিল্পের সাথে যুক্ত ছিলেন, যেটা এই ভূখণ্ডে তৎকালীন সময়ে স্বাভাবিক বিষয় ছিল না এবং তার মা এদেশের তাঁতিদের নিয়ে কাজ করেছেন। মাহীন খান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওটিস কলেজ অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে টেক্সটাইলের উপরে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পারসন্স স্কুল অব ডিজাইন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন |
রাজধানীর হাতিরঝিল লেক ও লেকের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ কিশোরকে আটক করা হয়েছে। রাজধানীতে ২৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে |