text
stringlengths 0
40.1k
|
---|
প্রতিষ্ঠাতা আহসান রনি প্রথম আলোকে বলেন, ‘২০১৩–১৪ সাল থেকে মানুষের মধ্যে ছাদবাগানের প্রতি আগ্রহ বাড়ছে। ছাদকৃষি এখন মানুষের আড্ডারও বিষয়।’ ফেসবুকে বেশ কিছু গ্রুপ গড়ে উঠেছে। সদস্যরা নিজেদের বাগানের ছবি তুলে শেয়ার করেন। অন্যকে উৎসাহিত করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা নিয়ে গত জুলাই মাসে ছাদকৃষি শুরু করেছেন ধানমন্ডির বাসিন্দা মোহসিনা হক। বাড়িটি তাঁর নিজের। ছাদে লেবু, আম, মাল্টা, ডুমুর, আমড়া, পেয়ারা ও কমলা লাগিয়েছেন। চিচিঙ্গা, লাউ, পুঁইশাক, করলাসহ সবজি ফলে। আছে নানান জাতের ফুল। মোহসিনা ও তাঁর স্বামী চিকিৎসক খন্দকার হামিদুল হক কৃষি অধিদপ্তরে যোগাযোগ করেছিলেন। মাটি, আটটি টব, আটটি ড্রাম, কিছু সার এবং গাছ বাড়িতে পৌঁছে যায়। একজন কৃষি কর্মকর্তা এসে তদারকি করে যান। মাঝেমধ্যেই ফোন করে খোঁজখবর নেন। মোহসিনা প্রথম আলোকে বলেন, ‘করোনার মধ্যে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। তখন মনে হলো, বাগান করলে কেমন হয়? ছাদ তো আছেই।’ ছাদে আবাদ করতে গিয়ে পরিবারটি অনেক নতুন আনন্দের খোঁজ পেয়েছে। সবাই মিলে গাছের যত্ন নেন। বিকেলে চায়ের আড্ডা জমে ওঠে ছাদে। বাগানবাড়ি প্রতিষ্ঠানটি অনলাইনে অর্ডার নিয়ে মাটি, সার, গাছ, টবসহ ছাদে বাগান আর কৃষির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে। দুই বছর বয়সী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন প্রথম আলোকে বলছেন, করোনাকালে বিক্রি তিন গুণ বেড়েছে। তিনি জানান, এযাবৎ তাঁরা ছাদে আবাদ, বারান্দায় বাগান, গাছ দিয়ে আঙিনা-ভবনের পরিবেশ সাজানোর মতো ৪৬৫টি কাজে সেবা জুগিয়েছেন। প্রায় অর্ধেকই ছিল ছাদকৃষি-সংক্রান্ত কাজ। মোহাম্মদপুরের যে বাসায় শাহিনুর আক্তার থাকেন, তাঁর মালিকানা তিনিসহ চারজনের। তিনি বাগান শুরু করেছিলেন ২০১২ সালে। দুই বছর হলো পুরোদমে তাঁর ছাদকৃষি চলছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি নিজেই ছাদের দেখভাল করেন |
চামেলী ফুল অন্যান্যদের মধ্যে জাতি, স্প্যানিশ জুঁই, রাজকীয় জুঁই, কাতালান জুঁই ইত্যাদি নামে কমবেশ পরিচিত, (উর্দুতে "চাম্বেলী") দক্ষিণ এশিয়া (নেপাল, কাশ্মীর, এবং উত্তুরে পাকিস্তান), আরব উপদ্বীপ (ওমান, সৌদী আরব), উত্তর পূর্ব আফ্রিকা (ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, সুদান), আফ্রিকান বৃহত্ হ্রদসমূহ (কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা), এবং গ্রীস এবং চীনের সিচুয়াং অঞ্চলের জুঁইয়ের একটি স্থানীয় প্রজাতি।এই প্রজাতিটি প্রসারিতভাবে গায়ানা প্রজাতন্ত্র, মালদ্বীপ, মাউরিটিয়াস, রেউনিওন, জাভা, কুক আইসল্যান্ড, চিয়াপাস, মধ্য আমেরিকা, এবং ওয়েস্ট ইন্ডিজ এর বেশিরভাগ অঞ্চলে চাষ হয় |
সোমবার রাতে অনশনস্থল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে পঞ্চম দিনের মতো এখানে অনশন করছি। দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং দুজনেরই রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। শুরুতে হতাশ হলেও এখন আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি |
আসানসোল: আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকা আসানসোলের পলাশডিহা ও সরাকডিহি। এই এলাকার বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই পেশায় দিনমজুর। করোনা আবহে সেইসব মানুষ এখন বলতে গেলে কর্মহীন |
রউফের মুদী দোকানের পাশে গলি। হাতের ডাইনে সাদা রং করা চারতলা বাড়ি। কালো লোহার গেট। একজন বুড়া টুলে বসে কান চুলকাচ্ছিল। দারোয়ান মনে হয় |
যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে |
যে চরিত্রটির পিছু নিয়ে আমরা তেরটি অমাবশ্যার অটোবায়োগ্রাফি শুনেছিলাম, সে আমাদের সঙ্গ দিতে চুড়ান্ত অস্বীকার করে দারুণ ভীড়ের দঙ্গলে একদিন স্বেচ্ছায় হারিয়ে গেলো। আমরা দীর্ঘশ্বাস কুড়িয়ে নিই, হতাশ হইনা ঠিক। তুখোর হুল্লোড় করে, অনেক পিঁয়াজু-চা উজাড় করে দু'সপ্তাহের ওপারে আমরা ক'মাথা উর্বর কল্পনা একটা পাত্রে জড়ো করলাম। দেখা গেলো হিসেব অতো জটিল হবার নয়। মানুষটা যে সময়ের বুকে কমদামী স্যান্ডেল ঘষটে ঘষটে হাঁটছে আর বাদামের লাল খোসা যত্ন করে ছড়িয়ে দিচ্ছে বাতাসে, ঘাসে- সেটা তার বেকারবেলা। স্যান্ডেলের বয়সী ফুটো দিয়ে যেদিন সে পিচ ঢালা রাস্তার উত্তাপ শরীরে তুলে নেবে, সেদিন সে একটি হলুদ খাম পাবে নিশ্চিত, অথবা সাদা। এরপর হয়তো শহুরে বেড়ালগুলো একদিন মুরগীর নরম হাড্ডির লোভে সাবধানে উঁকি দেবে তার অগোছালো হেঁসেলে। এরকম একটা যৌথ অনুসিদ্ধান্ত আমাদের মিষ্টি চায়ের তৃষ্ণা আরো বাড়িয়ে দেয় সেদিনের মতো |
-----সবই উল্টা-পাল্টা নিয়ম |
কামড় : যদি পিছন থেকে হামলা হয় তবে হামলাকারীর হাত গলার কাছে থাকলে সজোরে কামড় বসান। কোমরের কাছে থাকলে খিমচে দিন। স্মার্টফোন অ্যাপ : হয়রানির হাত থেকে বাঁচতে অ্যাপের সাহায্য নিন। এর মাধ্যমে লোকেশস ট্র্যাকারের সাহায্যে পরিবার, বন্ধুদের তাৎক্ষণিক জানান যে আপনি বিপদে পড়েছেন। চিৎকার করুন : জোরে চিৎকার করুন। হামলাকারী হুমকি দিলেও একবার অন্তত চিৎকার করুন। এতে আশপাশ থেকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। রাস্তা বদল করুন : যদি বুঝতে পারেন কেউ পিছু নিয়েছে তাহলে প্রথমেই পায়ের গতি বাড়ান। যে ফলো করছে তা সঙ্গে দূরত্ব বাড়লেই রাস্তা বদল করুন। সতর্ক থাকুন : রাস্তায় হাঁটার সময় ফোনে কথা বলা বা কানে হেডফোন লাগিয়ে গান শোনা আমাদের অভ্যাস হয়ে গেছে। তা পরিহার করার চেষ্টা করুন |
যানবাহন দুর্ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক সহিংসতার ফলে বেশ কিছু প্রাণহানির আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রীড়াঙ্গনে এ মাসে বাংলাদেশ যথেষ্ট নৈপুণ্য প্রদর্শনে সক্ষম হবে |
এটা ঠিক আছে কারণ আমরা এখানে শুধুমাত্র $z>0$ নিয়ে কাজ করছি। তাই এক্ষেত্রে $y^x$ সমান কত সে ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবেন না আশা করি। মূলত আমরা চেনাজানা সহজ শর্ত ব্যবহার করেই একটা ফাংশন গঠন করতে যাচ্ছি যেন কঠিন শর্তে যেমনঃ $x=0$ ও $y=0$ তেও ফাংশনটির মান পাওয়া যাবে |
অনুসন্ধানে আরো জানা যায়, গাড়িটি কারনেট সুবিধায় ২০১১ সালে এদেশে আনা হয়েছিল। কারনেটের মেয়াদ শেষ হলেও তিনি তা জমা দেননি। এবিষয়ে একাধিক নোটিশ দেয়া হয়েছিলো। আমদানিকালে গাড়ি ব্যবহারকারী কভেন্ট্রি, ইউকে-তে বসবাসকারী হিসেবে দেখিয়েছেন |
Jagdeep Dhankhar Attacked State Government On Law And Order - 'আমি রাজনীতির লোক নই, গণতন্ত্রের সেবক!' ফের আসরে ধনখড় | Eisamay - Eisamay ফের পুলিশ-প্রশাসনকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একইসঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালু করার ক্ষেত্রেও রাজ্যকে বিঁধলেন তিনি। রাজ্যপালের আরও অভিযোগ, 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি' প্রকল্প চালু করতে দেয়নি রাজ্য সরকার। অথচ এই প্রকল্পে গোটা দেশের মানুষ উপকৃত হচ্ছেন।' এই সময় ডিজিটাল ডেস্ক: তৃণমূলের নেতা-মন্ত্রীরা অনেক দিন থেকেই বলে আসছেন, বিরোধী দলের এজেন্টের মতো আচরণ করছেন রাজ্যপাল। সোমবার সেই রাজ্যপালের নিশানায় ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমনকী কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু না করার জন্যও ফের একবার সুর চড়ালেন তিনি। এদিন জগদীপ ধনখড় বলেন, ‘আইন না-মানলে সুশাসন সম্ভব নয়। রাজ্যে নৈরাজ্য চলছে। পুলিশের ক্ষমতার অপব্যবহার চলছে। গণতন্ত্রকে আঘাত করার কাজ চলছে। অন্য রাজ্যের পরিস্থিতি এখানকার মতো নয়। আইনে ভাঙলে কাউকেই বরদাস্ত করা হবে না।’ রাজ্যপালের আরও অভিযোগ, 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি' প্রকল্প চালু করতে দেয়নি রাজ্য সরকার। অথচ এই প্রকল্পে গোটা দেশের মানুষ উপকৃত হচ্ছেন। আর এ রাজ্যে মানুষ ওই সুবিধা পাচ্ছেন না। ওই টাকা কেন্দ্র থেকে সোজা কৃষকদের অ্যাকাউন্টে যাওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী ওই টাকা নিজে চান। গোটা দেশের উলটো নিয়ম চলছে বাংলায়। সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে |
‘এপ্রিল ফুলস ডে’ নিয়ে জার্মানিতে দুটি মতবাদ প্রচলিত রয়েছে। এর প্রথম মতবাদটি হচ্ছে বাজির সাথে এবং দ্বিতীয়টি সাহিত্যের সাথে সম্পর্কিত |
বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির কেন্দ্রীয় নেতারা গতিবিধি শুরু করতেই তাঁদের বহিরাগত ছত্রী বাহিনী বলে আক্রমণ শানাল তৃণমূল। বুধবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যসভায় তৃণমূল সাংসদ শুখেন্দুশেখর রায় বলেন, যে কোনও মূল্যে বিভাজন তৈরির চেষ্টা রুখতে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কর্মীদের |
সমধিক পরিচিত তিনি উপন্যাস লিখে, তার পুরস্কারপ্রাপ্তির কারণও কথাসাহিত্যের এই মাধ্যম |
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রানার ব্লগ ভাই,আপনার মন্তব্যের জন্য |
এ ব্যাপারে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানান, জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। অপহৃত জেলেদের খোঁজ নেওয়া হচ্ছে |
গত বছরই বক্সঅফিস মাতিয়ে সমালোচকদেরও পিঠ চাপড়ানি আদায় করে নিয়েছে সুজয়ের পরিচালিত ছবি কাহানি। ঋতুপর্ণর সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে তুলেছেন জাতীয় পুরস্কারও। সেই সুজয়ই এবার ঋতুর ক্যামেরার সামনে সত্যান্বেষীর ভূমিকায়। বললেন, "আমার ঋতুদাকে হিংসে হয়। পরিচালনা সম্পর্কে ঋতুদার মত এত স্বচ্ছ ধারনা আমার নেই। আমার মত আনাড়ি অভিনেতাদের থেকেও সেরাটা বের করে আনতে পারেন ঋতুদা। অভীক মুখোপাধ্যায়ও একজন অসাধারণ সিনেমাটোগ্রাফার।" সত্যান্বেষী প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলকর্মীদের |
আবারও চুরি করলেন অনু মালিক। তবে এবার বিদেশে যাননি। ঘর থেকেই চুরি করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘প্রেম মে তোহরে’গানটি তো শুনে বেশ জনপ্রিয় হয়েছে। মোবাইলে ডাউনলোডও করেছেন প্রচুর ভারতীয়। দীর্ঘ কয়েকবছর পর বলিউডের ছবিতে প্লে ব্যাক করেছে আশা ভোঁসলে। আর আশা নতুন এই গানেও চমক দিয়েছেন। ৮২ বছরেও অক্ষত তাঁর কণ্ঠস্বর। ‘বেগমজান’-এর ‘প্রেম মে তোহরে’ ইতিমধ্যেই হিট। গানে সুর দিয়েছেন অনু মালিক |
গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাসের রেজাল্ট পজিটিভ আসে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়। করোনার কোন উপসর্গ নেই বলেও জানান খালেদা জিয়ার চিকিৎসকরা |
ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম জানান: নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তারপরও ময়নাতদন্ত শেষে বলতে পারবো মৃত্যুর কারণ |
উদাহরণ স্বরুপ, যদিও এটা কঠিন হবে সব ব্লগ পোস্ট আর ব্লগারদের অনুসরণ করতে, তার চেয়ে পুলিশ কোম্পানীগুলোর জন্য সহজ হবে সেইসব কোম্পানীকে অনুসরণ করা যারা নতুন মিডিয়া চ্যানেল ব্যবহার করেন স্ব-ঘোষিত দাবি করতে পক্ষপাতহীনতার আবরণে, আর বিজ্ঞাপন কোম্পানিকে যারা এইসব চুক্তি করে থাকেন |
সতীর্থরা ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান বাটলার। চেষ্টা করেন শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে টিকে থাকার। তাঁকে মাঝে কিছুটা সঙ্গ দিয়ে আশা জাগান রবিনসন। এক পর্যায়ে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে |
বর্তমান চেয়ারম্যান-মাজারুল আলম পান্না |
অভ্যন্তরীণ (চারিত্রিক) মূল্যায়ন : মূল্যবোধ পদ্ধতি আচরণকে নিয়ন্ত্রণ করে। আচরণ বিপথগামী, সঙ্গতিপূর্ণ, ভবিষ্যতবাণীমূলক এবং সব চেয়ে গুরুত্বপূর্ণ হল শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন। ছাত্রদের মানিয়ে চলার সাধারণ ধারাগুলি (ব্যক্তিক, সামাজিক, অনুভূতিক) নির্দেশমূলক বিষয়ের ওপর নির্ভরশীল |
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিজেলের দাম বাড়ার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন |
ইসমাইল পাশা প্যারিসে ইউরোপীয় শিক্ষাগ্রহণ করেছেন। শিক্ষাসমাপ্তির পর তিনি দেশে ফিরে আসেন। তার বড় ভাইয়ের মৃত্যুর ফলে তিনি তার চাচা সাইদ পাশার উত্তরসুরি হন। সাইদ তাকে পরের কয়েক বছর বিদেশি মিশনের দায়িত্ব দেন। ১৮৬১ সালে সুদানে একটি বিদ্রোহ দমনের জন্য তাকে পাঠানো হয় |
সর্দার প্যাটেল এবং ভিপি মেনন তাদের রাজত্বকে সুরক্ষিত করার পরে, এই রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বকে প্রসারিত করে এবং যা ১৯৫৬ সাল অবধি ধাপে ধাপে প্রক্রিয়া চালিয়ে যান, এরপর অঞ্চলগুলির মধ্যে পূর্বের ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্যর সামান্য পার্থক্যই দেখা যেতে। একই সাথে, ভারত সরকার কূটনৈতিক এবং সামরিক উপায়ে মিশ্রনের মাধ্যমে গোয়া-র মতো অবশিষ্ট ইউরোপীয় উপনিবেশিক ছিটমহলগুলির উপর নিয়ন্ত্রণ অর্জন করে, যা ভারতেও একীভূতও করে |
জবাবে মুখপাত্র বলেন, ‘না। আমি মনে করি, এটি জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দেশের মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগের অংশ। এটি একটি চলমান আলোচনা। এ বিষয়ে জানানোর মতো কিছু নেই। আমার ধারণা, আপনি আপনার জবাব পেয়ে গেছেন |
টিমের দলনেতা উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী সমকালকে বলেন, অনেক আগের ঘটনা হওয়ায় বিষয়টি তিনি মনে করতে পারছেন না |
আজ শুক্রবার ১০ই মহরম, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে দিনটি ঘটনাবহুল, শোকাবহ ও তাৎপর্যময়। কারবালার হৃদয়বিদারক ঘটনার এই দিনটি মুসলিম উম্মাহর জন্য সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন হিসেবেও স্মরণীয় |
সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৯৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন হয়েছে |
আমেরিকায় কাউকে মাস্ক পরে ঘুড়ে বেড়াতে দেখি নি, নিউইয়র্ক/ডালাস/আটলান্টা/নিউজার্সি কোথাও না। --- অথচ সেখানে মাস্কের সংকট । যদিও হু'র মতে রোগী ও স্বাস্থ্যকর্মীদেরই শুধু মাস্ক পরা দরকার...। তাই বলে মিথ্যা বলা... |
এক জাপানি লেখকের গ্রাম বাংলার স্মৃতিকথা – বড়দা (৩য় পর্ব) - আমার দেখা বাংলা - রেডিও | NHK WORLD-JAPAN Live & Programs জাপানি লেখক নিশিওকা নাওকি তাঁর ভারতের পশ্চিমবঙ্গে থাকাকালীন বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে জাপানি ও বাংলা উভয় ভাষাতেই রচনা লিখে প্রকাশ করেছেন। শ্রোতাবন্ধুরা আপনারা আমার দেখা বাংলার আসরে ইতোমধ্যে ভারতবর্ষের লোককাহিনী ও উদ্ভিদ এর প্রতি তাঁর বিশেষ আগ্রহের কথা শুনেছেন। আর এই আসরে শুনবেন নিশিওকা নাওকির বাংলার জীবনের স্মৃতিচারণ করে লেখা রচনা। আজ আপনারা শুনবেন “বড়দা”। নিশিওকা নাওকিকে পশ্চিমবঙ্গের এক গ্রামের একটি পরিবারের চার ভাই বড়দা নামে ডাকতো। এই গল্পটি সেই পরিবারের সাথে তাঁর স্মৃতি নিয়ে লেখা। (এই পর্বটি প্রথম প্রচারিত হয় ২০১৮ সালের ১৩ জুলাই |
অনেক বছর পর শ্রীমতি বাংলোতে কেউ এল। বড় বাবুর বংশধর, আরবাজ খান। শ্রীমতি বাংলোতে আসার পথে দেখা হয় মনি লাল ও বনফুলের সাথে। পান্না লাল ছিল এক সময় ছিল বড় বাবুর প্রিয় রাধুনী। মনি লাল তার কিশোর ছেলে। মনি লাল ভালবাসে চঞ্চল কিশোরী পাহাড়ী মেয়ে বনফুলকে |
শুরু হল ইনফোকম ২০-২০। এ বছরের থিম, নেক্সট নর্মাল। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে উইপ্রো, তৈরি হবে সিলিকম ভ্যালি ফেজ-২। ঘোষণা মুখ্যমন্ত্রীর |
প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে হিন্দি ফিল্মের জগতে শোকের ছায়া নেমে এসেছে |
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২১ । ২৩:১৯ | আপডেট: ০৬ ডিসেম্বর ২১ |
মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার পর বাংলাদেশ ছাত্রলীগ দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে বঙ্গবন্ধু যখন এ দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থানের নিশ্চয়তাকল্পে কাজ করছিলেন, ঠিক তখনই পাকিস্তানি প্রেতাত্মাদের নীল নকশা অনুযায়ী কিছু এ দেশীয় কুলাঙ্গার আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ১৯৭৫ সালের নভেম্বরে রাজপথে প্রথম যে মিছিলটি হয়েছিল সেই মিছিলের অগ্রসৈনিক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর এক হৃদয়বিদারক অথচ উদ্দীপক স্লোগানে মুখোরিত হয়- ‘এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে’ |
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৫ নং বিধানসভা কেন্দ্রের |
উত্তরপ্রদেশের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী রীতা বহুগুণা জোশী জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টির ওপর কড়া নজর দিয়েছেন এবং এ ঘটনার জেরে জেলা শাসককে সরিয়েও দেওয়ারহয়েছে। রীতা বহুগুণা জোশী আরও জানিয়েছেন, তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে এবং তাঁদের ওই শহরে পাঠানো হয়েছে তদন্তের জন্য |
পঞ্চম ওভারে সাকিবের করা বল ঠিকমতো লাগাতে পারেননি মুশফিকুর রহিম। মুশফিকের প্যাডে লেগে যায় বল। সঙ্গে সঙ্গে এলবির আবেদন তোলেন সাকিবরা। খালি চোখে দেখে আউটই মনে হয়েছিল। কিন্তু সাকিবদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সাড়া না পেয়ে মুহূর্তের মধ্যে স্টাম্পে লাথি মেরে বসেন মোহামেডানের অধিনায়ক সাকিব |
মেহমানদের বিদায় করে দিয়ে নিজের রুমে চলে এলেন মজিদ সাহেব । ভাল লাগছে না । বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলেন । কি হয়েছিল সেই ২৫ তারিখ ? কেনইবা বিডিআর জোয়ানরা বিদ্রোহ করেছিল ? ব্যাপারটা কি পরকল্পিত ছিল ? মনে হচ্ছে হ্যা । না হলে কেন হানিমুনের তিনদিনের দিন ছেলেটাকে ফোন করে পিলখানা ক্যাম্পে জয়েন করতে বলা হবে ? কি দোষ ছিল ওর ? আমার সাথে কথা হয়েছিল হানিমুন থেকে ফেরত আসার আগের দিন । অথচ দুদিন পরেই ছেলেটা চলে গেল । ওর শ্বশুরের সাথে শেষ কথা হয়েছিল ওর |
রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কাজের মধ্য দিয়েই আমরা সবাইকে তাদের প্রশ্নের উত্তর দিতে পারব।’ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর পর দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই ছিল বড় চ্যালেঞ্জ। তখন সিইসি বলেন, ‘যেকোনো সিস্টেমের অধীনেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব |
রাজধানীর মিরপুর মডেল থানা |
আজকের পর থেকে হয়তো মিরাজকে নিয়ে নতুন করে ভাববে প্রতিপক্ষ শিবির |
নিজস্ব প্রতিবেদন : "আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেলের দাম কমছে। আর ভারতে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ছে। আদানি,আম্বানিরা লাভবান হচ্ছে।" এদিন বর্ধমানের টাউনহলে সিপিআইএমের জনসভায় এই মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar)। পাশাপাশি, তিনি আরও বলেন, "দেশে গরিবের সংখ্যা বাড়ছে। বেকারের সংখ্যা বাড়ছে। আর শুধু কয়েকটি পরিবার মুনাফা লুটছে। এর জন্য দায়ী আরএসএস পরিচালিত বিজেপি সরকার |
এটে বিশেষ বক্তা হিসেবে ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ব্যাবসায় প্রাশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। এ সময় দুটি হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ চলচ্চিত্র ও গণমাধ্যম বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন |
আপডেট: ২০ জুলাই ২১ |
গ্রেপ্তাররা হলেন- নিহতের বড় ভাই কবিরউদ্দিন খোকন মোল্লা (৫৮), আরামবাগ চরকান্দা গ্রামের ওসমান শেখ(৩৫) ও পৌর সদরের কৈডুবী গ্রামের দেলোয়ার ফকির(৫৩) |
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের একহাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ |
আম্পায়ারিং ক্যারিয়ার শুরু দেশের ঘরোয়া ক্রিকেটে। ২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ে অভিষেক। শুরু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে |
বোন আমি আগের মতোন আছি। আমার কোনো পরিবর্তন নাই |
অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন জনতার বিক্ষোভে গুলি চলছে এবং হতাহতের সংখ্যা বেড়ে চলেছে |
আশা পাবনার আবুল কালামের মেয়ে। চার বোনের মধ্যে আশা সবার বড়। রাজধানীতে থাকতেন রূপনগর আবাসিক এলাকার ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায়। আশা ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময়ে রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আইন বিষয়ে লেখাপড়া করছিলেন (সপ্তম সেমিস্টার)। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন |
উমা তার শিল্পী পিতা-মাতার একমাত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তার পিতা কমেশ ছিলেন একজন সংগীত পরিচালক এবং তার মা কমলা কমেশ ছিলেন একজন বিখ্যাত অভিনেত্রী যাকে অসাধারণ অভিনয়ের সুবাদে সম্মানিত করা হয়েছিল |
১। আমরা এক সমাজে বাস করি যেখানে অর্থটাই সব। অর্থ বা টাকা থাকলে এখানে মানুষ খুন করেও হজম করে ফেলা যায় |
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা একেএম সাইমুল আলম কুরশি বলেন, দিনাজপুর জেলায় অধিকাংশ ইটভাটাই অবৈধ। ইতোমধ্যে জেলায় ২০টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ২০টি ভাটাকে। অভিযান অব্যাহত থাকবে |
নিজস্ব প্রতিবেদন: কোভিডে আক্রান্ত আপনি? হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসকের পরামর্শে রয়েছেন? তাহলে শরীরের অক্সিজেন লেভেল বাড়িয়ে রাখার জন্য যথাযথ শরীরচর্চা করুন। কারণ মনে রাখবেন, এই সময় শরীরে অক্সিজেনের স্তর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাতেই ঘটে বিপত্তি। অক্সিজেন নিয়ে সারা দেশে হাহাকার পড়েছে। তাই বাড়িতে থাকাকালীন অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য চেষ্টা করুন |
সরকারি তথ্য অনুযায়ী দেশটির ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছে। সম্প্রতি ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেওয়া শুরু করেছে দেশটি। তবে তাদের মধ্যে মাত্র শূন্য দশমিক ছয় শতাংশকে এখন পর্যন্ত দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। যা প্রাপ্ত বয়স্কদের তুলনায় খুবই কম |
এই তথ্য প্রকাশ হতেই শাসক-বিরোধী তর্জা শুরু হয়েছে। এই বিষয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি দীপেন প্রামাণিক বলেন, তৃণমূলের জমানায় রাজ্যে জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত হয়েছে। শাসকদলের নেতা-কর্মীদের অনেকেই জাল নোটের কারবারের সঙ্গে জড়িত। সীমান্তে গোরু পাচার বন্ধ না হলে জাল নোটের কারবার বন্ধ হবে না। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ রায় বলেন, উত্তরবঙ্গ তথা রাজ্যের বাংলাদেশের সীমান্তের অনেক জেলায় কাঁটাতারের বেড়া নেই। সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের মদত জোগাতেই জাল নোটের রমরমা ব্যবসা চলছে। কেন্দ্রীয় সরকার জাল নোটচক্র বন্ধ করতে ব্যর্থ। সীমান্তবর্তী এলাকায় নজরদারি ঢিলেঢালা বলে জাল নোট কারবারিরা ব্যবসা ফেঁদে বসেছে। এ বিষয়ে প্রদেশ তৃণমূলের মুখপাত্র সুপ্রিয় চন্দ বলেন, প্রধানমন্ত্রী নোটবন্দি, সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি বিলোপ নিয়ে নিজেদের কৃতিত্ব জাহির করেছিলেন। কিন্তু জাল নোটের কারবার সীমান্তবর্তী জেলাগুলিতে আটকানো যায়নি। সীমান্তের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের। শুধু রাজ্যকে দোষারোপ না করে সহযোগিতা করলে কাজ আরও ভালো হবে |
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল ফজলের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি পূর্বে লালমাই মৌজা তথা এলজিইডির অন্তর্ভূক্ত ছিল। ২০১৫ সালে সিটি কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি কর্পোরেশনের দায়িত্বে দেওয়া হয়। সেসময় রাস্তাটির সংস্কারের জন্য দরপত্রের আহবান করলেও দায়িত্ব পরিবর্তন হওয়ার কারণে তা বাতিল করা হয় |
একটা পর একটা গাড়ি এভাবে ধাক্কা মারায় তীব্র আওয়াজ হয়। এবং স্থানীয় লোকজন ছুটে আসেন। জানা গিয়েছে, দুর্ঘটনায় গাড়ির তীব্র আওয়াজ হলেও কারোরই আঘাত গুরুতর ছিল না। প্রিয়ঙ্কা গান্ধীও সুস্থ রয়েছেন বলেই দাবি করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিনে যে ট্রাক্টর র্যালি হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন তরুণ কৃষক নভনীত। তিনি ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় দিল্লির আরটিও-র কাছে দুর্ঘটনায় পড়েন। দুরন্ত গতিতে থাকা ট্রাক্টর গার্ড রেলের সঙ্গে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিস নভনীতের। এই নিয়ে বহু বিতর্ক তৈরি হয়। পরে, বিক্ষোভরত কৃষকরা পুলিশের সাহায্যে নভনীত-এর দেহ সরিয়ে নিয়ে যান। কিন্তু, ট্রাক্টর র্যালিতে হওয়া এই মৃত্যু নিয়ে রাজনীতি এখনও অব্যাহত |
মা - হ্যাঁ ভাই, আমরা তো জমি জমা বেচে যাচ্ছিনা যে আর ফিরতে পারবনা |
সাফিয়ার মতো আরও কয়েক বাসিন্দা বলেন, বস্তির এক জায়গাতে আগুন লাগলে তা দ্রুতই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের পাইপে থাকা গ্যাস আর দুর্বল বৈদ্যুতিক তারের জন্য আগুন ছড়িয়ে পড়ে দ্রুত |
চেয়ার নিয়ে এসে ওসমানকে তাতে বসাল। কুলসুম পানি আনল |
ছাতকের ভারত সীমান্তে গাড়িচাপায় এক বারকি শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ভারত সীমান্তের ইছামতি নদীতে |
কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। অস্ত্রোপচার করতে হলে দেরি না করাই ভালো। কারণ, বেশি দিন ধরে নার্ভ চাপে থাকলে আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যায় |
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রচণ্ড তুষার ঝড় হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল থেকে শুরু হওয়া তুষার ঝড়ে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ে কয়েক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে, যা রেকর্ড। পাশাপাশি নিউইয়র্কে সাবওয়ে বন্ধ, নিউইয়র্ক-নিউ জার্সির মধ্যকার গণপরিবহন এবং করোনা টিকা প্রদানের কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এ ৩ স্টেটসহ ১২ স্টেটের নাগরিকদের ঘরের বাইরে না যাবার পরামর্শ দেয়া হয়েছে। জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৫ ইঞ্চি তুষারপাত হয়েছে। গত ৫ বছরের মধ্যে এটি সর্বোচ্চ। মঙ্গলবার রাত পর্যন্ত তা ২৪ ইঞ্চি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে |
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা স্টালেকার তার দেশের ২৭তম ও সব মিলিয়ে নবম নারী ক্রিকেটার হিসেবে হল অব ফেমে জায়গা পেলেন। এই নয় জনের মধ্যে পাঁচ জনই অস্ট্রেলিয়ার |
ঋষভ পন্থের ট্যুইট, ‘মাঠে ও মাঠের বাইরে আরও দৃঢ়ভাবে গার্ড নাও। পূজি ভাই, তুমি ভারতীয় দলের পাহাড় |
দলের সঙ্গে বিদেশ সফরে গেছেন, দেশেও দলের সঙ্গে ছিলেন কয়েকটি সিরিজে। কতবার ডাক পেয়েছেন সেটি হিসেব করাও কঠিন। ইয়াসির জানালেন, চার-পাঁচ বার হবে |
পক্ষান্তরে এটিও ঠিক যে, যখন কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের জন্য এই বাড়তি ১০ লাখ টাকা খরচ করে, তখন কর্মীদের মধ্যে যে বাড়তি কর্মস্পৃহা তৈরি হয়, সেটিকে যদি আমরা টাকায় রূপান্তর করতে পারি, তাহলে তার পরিমাণ নিশ্চয়ই ১০ লাখ টাকার বেশি হবে। যেমন প্রতিবছরের শুরুতে যদি আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য একটা গণভোজের আয়োজন করেন, যেখানে সবাই পরিবারসহ আমন্ত্রিত থাকবে, তাহলে এই অনুষ্ঠানটির জন্য কর্মীরা পুরো বছর অপেক্ষা করবেন। এবং এই একটি দিনের আনন্দ উচ্ছ্বাস পরবর্তী দিনগুলোয় কাজের যে গতি বাড়াবে, সেটিরও অর্থনৈতিক মূল্য রয়েছে |
চট্টগ্রামের সাতকানিয়ায় এ জেড এম মঈনুল হক চৌধুরী, পটিয়ায় মো. নুরুল ইসলাম, চন্দনাইশে মাহবুবুল আলম চৌধুরী, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. শাহজালাল (কাজল), রাঙামাটি সদরে মোহাম্মদ মামুনুর রশিদ ও বান্দরবান সদরে মোহাম্মদ জাবেদ রেজা |
গত ১৫ জুলাই রিট আবেদনটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়। কলেজের পক্ষে আইনজীবী রিট আবেদনের বিষয় উপস্থাপন করলে আদালত বলেন, কলেজ কর্তৃপক্ষ তাদের দায় এড়ানোর জন্য কি এই রিট আবেদন করেছে? ওই ঘটনায় তাদের কি কোনো দায় নেই? জবাবে আইনজীবী বলেন, এখানে কলেজের কোনো গাফিলতি নেই। একারণে ওই ঘটনায় কলেজের কোনো দায় নেই। এসময় তিনি রুল জারির জন্য আদালতের কাছে আবেদন করলে আদালত কোনো আদেশ দিতে অস্বীকৃতি জানান। আদালত বলেন, মারা গেছে যে ছাত্র। তার পরিবারের কেউ আবেদনকারী নয়। আইনজীবী বলেন, ৫০ কোটি টাকা কলেজের জন্য আর ৫০ কোটি টাকা ভিকটিমের পরিবারের জন্য চাওয়া হয়েছে। এসময় আদালত বলেন, ভিকটিমের পরিবারের কেউ আসলে দেখা যাবে। এসময় আইনজীবী ভিকটিমের পিতাকে আবেদনকারী করার জন্য সময় আবেদন জানান এবং রিট আবেদনটি মূলতবি রাখার আরজি জানান। এরপর আদালত শুনানি মুলতবির আদেশ দেন |
ভোলায় ট্রলারডুবিতে নিহত জেলেপরিবারগুলোর মধ্যে চলছে শোকের মাতম |
প্লট বিক্রয়: বসুন্ধরায় ৩০০ ফিটের সন্নিকটে জি-ব্লকে ১৬ কাঠা কর্নার এবং এন-ব্লকে ৮ ও ১৬ কাঠার কর্নার প্লট বিক্রয় হবে। ০১৭৭৬১৯৩৩৬১ |
মুগ্ধতার রেশ কাটতে সময় নিবে ......। |
বুধবার নিয়মিত সাপ্তাহিক সরেজমিন পরিদর্শনে টিকাটুলির শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের দশ তলা-বিশিষ্ট শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান |
চার্লস ই.ওসগুড এই বইটি নিয়ে পর্যালোচনা করেছেন। তিনি বইটি তাত্ত্বিক গঠনের চেয়ে বস্তুগত বিষয়গুলোর উপর ভিত্তি করে স্নাতক স্তরের-পাঠ্য হিসেবে শ্রেণিবদ্ধ করেছিলেন। তিনি ভেবেছিলেন, কিছু বিষয়ে বইটি ছিল বাগাড়ম্বরপূর্ণ এবং বাকি বিষয়গুলো বেশ সংক্ষিপ্ত যা লেখকের অভিজ্ঞতার সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তিনি মিলারের স্কিনারবাদী "সিংগল স্টেজ স্টিমুলাস-রেসপন্স লার্নিং" অর্থাৎ "এক ধাপের উদ্দীপক-প্রতিক্রিয়া শিখন" প্রয়োগ করে মানুষের ভাষা গ্রহণ ও ব্যবহারের অনাড়ম্বরপূর্ন ব্যাখ্যার সমালোচনা করেছেন। ওসগুডের এই পর্যালোচনার পর এই ধারণাটির অর্থ এবং প্রতিনিধিত্বমূলক লক্ষণ গঠিত ভাষার ধারণা বিশ্লেষণ করা অসম্ভব হয়ে যায় |
সাজাপ্রাপ্তরা হলেন- শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার. মিম বালা ও তনুজা বিশ্বাস। এর মধ্যে শংকর দাসকে সাত দিনের কারাদণ্ড এবং বাকি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে |
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে হবে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান। দুপুরে মিলনায়তনের ভেতরে হবে ভোটাভুটি |
পুরুষদের নিয়মিত নিজের অণ্ডকোষ হাত দিয়ে ধরে পরীক্ষা করা প্রয়োজন, এবং দেখা দরকার সেখানে কোনো পিণ্ড বা দলা অর্থাৎ লাম্পের অনুভূতি পাওয়া যাচ্ছে কি না। যদি তা যায়, তা হলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হওয়া দরকার। কেননা এই লক্ষণ টেস্টিক্যুলার ক্যানসার অর্থাৎ অণ্ডকোষের ক্যানসারের পূর্বাভাস হতে পারে। পরিশ্রম কিংবা যথেষ্ট পুষ্টিকর খাবার না খাওয়া ক্লান্তিবোধ হওয়ার একটি কারণ হতে পারে। কিন্তু যদি আপাতদৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ক্লান্তি বোধ হয়, তা হলে তা হতে পারে ডায়বেটিজ, লাং ক্যানসার কিংবা হার্টের রোগের লক্ষণ। ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না প্রায় কোনো পুরুষই। কিন্তু দীর্ঘ দিন ধরে জোরে জোরে নাক ডাকা কিন্তু শ্বাসযন্ত্রের কোনো অ্যালার্জি কিংবা স্লিপ অ্যাপনিয়ার মতো রোগের ইঙ্গিত হতে পারে। সামান্য হাঁটলেই কি আপনার শ্বাসকষ্ট শুরু হয়? তা হলে সতর্ক হোন, কেননা, এটি হতে পারে অ্যানিমিয়া, অ্যাজমা কিংবা হার্টের কোনো রোগের উপসর্গ। বুকে হাত দিয়ে চামড়ার ভিতরে যদি কোনো পিণ্ড বা দলা জাতীয় জিনিস টের পান, তা হলে দেরি না করে ডাক্তারের কাছে যান। কারণ এটি ব্রেস্ট ক্যানসারের লক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল। যারা জানেন না, তারা জেনে রাখুন যে, ব্রেস্ট ক্যানসার শুধু নারীদের নয়, পুরুষদেরও হয় |
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়৷ তার এ ভাষণ রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিভি ও বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও সরাসরি সম্প্রচার করবে |
কোহলির সেই মন্তব্যের জেরে এবার আক্রান্ত হতে হল তাঁর ৯ মাসের কন্যাসন্তান ভামিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভামিকাকে দেওয়া হল ধর্ষণের হুমকি! যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। একটি ট্যুইটার হ্যান্ডল থেকে কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরে সেই হ্যান্ডলটি অবশ্য ডিলিট করে দেওয়া হয়েছে |
ব্রাজিলিয়ান তারকা নেইমারের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জোরালো করেছে পিএসজি। বুধবার রাতে এইচ গ্রুপের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাটেডকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ফলে প্রথম লেগে ঘরের মাঠে হারের মধুর প্রতিশোধও নেওয়া হলো নেইমার-এমবাপ্পেদের। গত অক্টোবরে ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করেছিল গতবারের রানার্সআপরা |
আমরা যখন কোন একটি বিষয় ব্লগের মাধ্যমে প্রকাশ করি তখন সকলের সামনে আমাদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়, পাশাপাশি অন্যরাও পক্ষে বা বিপক্ষে তাদের মতামত তুলে ধরতে পারেন। অনেকেই জনমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত এ মতামতের উপর ভিত্তি করে গরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন, চিন্তা বা ধারণার অথবা জীবন প্রণালীতে পরিবর্তন আনেন |
বহিষ্কৃত অপর নেতারা হলেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মো. হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আব্দুল হাসিব চৌধুরী। এদের মধ্যে শেষের চারজনকে আগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। আজ চূড়ান্ত বহিষ্কার করা হয়। আর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগের বিষয়ে পাঠানো শোকজ নোটিসের জবাব না দেওয়ায় মন্টু, আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিককে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারে সিদ্ধান্ত নেওয়া হয়। গণফোরামের সদস্য মোশতাক আহমদ সভার সিদ্ধান্ত পড়ে শুনান |
ফ্রান্স থ্রি নেটওয়ার্ক জানিয়েছে, অস্ত্রধারীরা একজন পাদ্রি ও দুজন সিস্টারসহ গির্জার কয়েকজন দর্শনার্থীকে জিম্মি করেছেন |
সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ২৯০টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে জানিয়ে অধিদপ্তর জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ১৬ হাজার ৭৪১ জনকে সেবা দেওয়া যাবে |
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ২০১৬ সালের মধ্যেই ৪-জি নেটওয়ার্ক চালু করা সম্ভব হবে। উন্নত বিশ্বের দেশগুলো ২০২০ সাল নাগাদ ৫-জি নেটওয়ার্ক চালুর প্রস্তুতি গ্রহণ করেছে |
রাম বিভিন্ন মানে উৎপাদিত হয়। হালকা রামগুলি সাধারণত ককটেলগুলিতে ব্যবহার করা হয়, যেখানে "সোনালি" এবং "ডার্ক" রামগুলি সাধারণত সরাসরি বা অবিমিশ্র, বরফ যোগে পান করা হয় বা রান্নার জন্য ব্যবহৃত হত, তবে এখন সাধারণত মিশ্রণের সাথে পান করা হয়। প্রিমিয়াম রামগুলি সরাসরি বা বরফ যোগে পান করার জন্য তৈরি করা হয় |
নরেন্দ্র মোদি সরকারের কৃষি আইন, শ্রম আইনের খোলনলচে বদল, আলু-পেঁয়াজ থেকে পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরোধিতায় বৃহস্পতিবার দেশজুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট পালন করেছে |
১) কলায় থাকা পটাশিয়াম আমাদের কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। কলা আমাদের প্রস্রাবে ক্যালসিয়াম জমতে দেয় না। ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় |
তাদের মধ্যে ১৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল |
মোহাম্মদ সাইফুল ইসলাম খান (জন্ম: ১৪ এপ্রিল, ১৯৬৯) সাবেক বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। তিনি ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলিং করতেন |
তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর হয়ে কাজ করতে হবে। যারা বিদ্রোহ করছে বা করবে তাদের আর কোন ছাড় দেওয়া হবে না। দলের সিদ্ধান্ত মেনেই রাজনীতি করতে হবে |
সুজাতা মহাপাত্র ওড়িশির নৃত্য শিক্ষাদানের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি 'সৃজন' (ওড়িশি নৃত্যাবাস) এর অধ্যক্ষ। এটি গুরু কেলুচরণ মহাপাত্রের প্রতিষ্ঠিত একটি প্রধান ওড়িশি নৃত্য প্রতিষ্ঠান। তিনি উৎকল বিশ্ববিদ্যালয় থেকে উড়িয়া সাহিত্য নিয়ে পড়াশুনা করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ভুবনেশ্বরের ওড়িশি গবেষণা কেন্দ্রে গবেষণার কাজ করেছেন |