text
stringlengths 0
40.1k
|
---|
তবে সরকার দৃঢ়ভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন |
প্রান্তিক মানুষ, যারা রাজনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না, তারা টিভির টক শো দেখে না, পত্রিকা পড়ে না, তারা ওই কথায় বিশ্বাস করে ভোটের বাক্সে উচিত জবাবটা ঠিকই দেবেন। কারণ তাদের দরকার বাঁচা। পোলাও মাংস খাবারের কথা ভাবে না। তারা সকালবেলা মরিচ পোড়া দিয়ে ভাত খাবে, দুপুরে একটু শাকপাতা আর ডাল দিয়ে ভাত খাবে, রাতে কোনো মতে একটু তরকারি হলেই হল, ভাত খেয়ে নিবে |
ডাক্তাররা জানান খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার জন্য তারা সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছেন |
আমার মনে পরে আমি যখন নতুন নতুন অর্থ উপার্জন এর সাথে পরিচিত হয়েছিলাম তখন আমাকে নির্দেশনা দেয়ার মত কেউ ছিল না। এছাড়াও অরেকটি বিষয় হচ্ছে আমার কোনো সুনির্দিস্ট লক্ষ্য ছিল না যার ফলশুতিতে আমি অনেকবার বিফল হয়েছি এবং পরে আমকে অনেকদিন কঠিন পরিশ্রম করতে হয়েছে। আপনি যদি আপনার সফলতার চূড়ান্ত স্থানে পৌছাতে চান তাহলে আপনাকে কাজ শুরুর আগেই একটি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। তা না হলে লক্ষ্যবিহীনভাবে কাজ করে আপনি কোনো ভালো কিছু অথবা ভালো স্থানে পৌছতে পারবেন না |
বছর খানেক আগে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আনসার সদস্যদের সঙ্গে সশস্ত্র রোহিঙ্গা ডাকাতদলের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রোহিঙ্গা ডাকাতসর্দার আবদুল হাফেজ আনসার সদস্যদের গুলিতে নিহত হন। সেদিনের ঘটনায় আহত হয়েছিল রফিক নামে অপর এক রোহিঙ্গা ডাকাত। সে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। গতকালকের হামলার ঘটনায় এই রফিকও ছিল বলে চিনতে পেরেছেন স্থানীয় আবদুল আমীন |
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: শর্টকাটের প্রায়শ্চিত্ত বড় বেশি হয়ে গেল |
এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোজাম্মেল ও হিমেলের আপন ছোট ভাই আনিসুল হক আপেল (১৮) এবং তাদের এক বন্ধু। তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে |
প্রাসঙ্গিক একটি বিষয় বলে লেখাটা শেষ করবো। সম্প্রতি ভৈরব জেলা সদরের জিল্লুর রহমান মহিলা কলেজের শিক্ষকদের চাকরি নিয়মিত করা হয়েছে। কিন্তু ২০০০ বিধির পর ২০০১ সালে ১৮টি মহিলা কলেজের শিক্ষকরা যে প্রক্রিয়ায় সরকারি হন এবং রাজস্ব খাতে যুক্ত হন ভৈরবের জিল্লুর রহমান কলেজের শিক্ষকদের ক্ষেত্রে সেটা মানা হয়নি। আত্তীকৃত বঞ্চিত শিক্ষকের সাথে কথা বলে জানা যায় সেখানে পাসকোর্সে পাস করা শিক্ষকদের আত্তীকরণের বাইরে রাখা হয়েছে। কলেজটিতে এখন চার ধরনের শিক্ষক আছে |
আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করে করা এই রিটটি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান রিটকারি আইনজীবী মোহাম্মদ শিশির মনির |
•২০১৬ সালে, আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্বপ্না৷ সেই নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আত্মহত্যা করার চেষ্টার পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানে বেশ কয়েক দিন ধরে তাঁকে বাঁচার জন্য লড়াই করতে হয়েছিল। •৬ সেপ্টেম্বর ২০১৬, স্বপ্না আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই যাত্রায় বেঁচে ফেরেন স্বপ্না৷ এবং নিজের আত্মহত্যার জন্য হরিয়ানার দলিত নেতা সাতপাল তানওয়ারের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। •আসলে, স্বপ্না চৌধুরী ১৭ ফেব্রুয়ারী, ২০১৬ সালে গুরুগ্রামে একটি গান গেয়েছিলেন৷ তাঁর গানে দলিত বিরোধী শব্দ ব্যবহার করার অভিযোগে তার বিরুদ্ধে সাতপাল তানওয়ার এসসি / এসটি আইনে মামলাও করেছিলেন। •আত্মহত্যার চেষ্টার আগে স্বপ্না একটি সুইসাইড নোটও লিখেছিলেন। এই নোটে, তিনি লিখেছেন - আমি জীবন শেষ করছি, যাকে সাধারণ ভাষায় আত্মহত্যা বলা হয়। আমার আত্মহত্যার কারণ হলেন গুড়গাঁওয়ের নবাব সাতপাল তানওয়ার। আমি নাচছি ৪ বছর ধরে |
মূলত বাংলা ভাষায় পাঠদান করা হয় তবে ইংরেজিতে পাঠদানের সুবিধা রয়েছে। অনেক মুসলমান পরিবার তাদের সন্তানদের বিশেষায়িত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান যেমন মাদ্রাসাতে প্রেরণ করেন। তবে অনেক ক্ষেত্রে অমুসলিম শিক্ষার্থীরাও মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসাগুলোতেও প্রায় একই ধরনের ধাপ উত্তীর্ণ হতে হয়। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর কোন শিক্ষার্থী সাধারণত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেমন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। উচ্চ মাধ্যমিকের পর উচ্চ শিক্ষার জন্য ঈশ্বরগঞ্জ কলেজ রয়েছে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে |
স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাক-স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর গত ১৬ অক্টোবর ১৮ বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরñেদ করে হত্যা করেন। স্যামুয়েল হত্যাকাণ্ডের পর ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার ইসলামবিরোধী কর্মকাণ্ড এবং হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শনী অব্যাহত রাখার ঘোষণা দেন। এ নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে। ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার একদিন পর মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়। গেমিং ও গেজেট | Desi Media Point | Latest Bangla News, Infotainment, Entertenment, Science, Lifestyle, bangla news, current News, News, Infotainment, videos, photos, news for india, pakistan, usa, uk, iraq, breaking news, bangla newspaper, bangladesh news, online newspaper, bangladeshi newspaper, bangladesh newspapers, all bangla news, bd news, news paper, daily News, bangla paper, election, news website, politics, world news, business news, bollywood news, cricket news, sports, lifestyle, gadgets, tech news, video news,video song, music, film, drama, talk show, reciepe, sports news, celebrity photo, picture, automible news, travel news, healthcare news, welness news, travel news, fashion news, education news, অনলাইন নিউজ পেপার, আজকের নিউজ পেপার, আমার দেশ নিউজ পেপার, সকল পত্রিকা, অনলাইন, বাংলাদেশ, আজকের সংবাদ/খবর , আন্তর্জাতিক, অর্থনীতি, খেলা, বিনোদন, ফিচার, বিজ্ঞান ও প্রযুক্তি, চলচ্চিত্র, ঢালিউড, বলিউড, হলিউড, বাংলা গান, মঞ্চ, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, অটোমোবাইল, মহাকাশ, গেমস, মাল্টিমিডিয়া, রাজনীতি, সরকার, অপরাধ, আইন ও বিচার, পরিবেশ, দুর্ঘটনা, সংসদ, রাজধানী, শেয়ার বাজার, বাণিজ্য, পোশাক শিল্প, ক্রিকেট, ফুটবল, লাইভ স্কোর যারা যারা এন্ড্রয়েডে অ্যাকশনধর্মী গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এল মিনি মিলিশিয়া নামক গেমটি। অনলাইনে ৬ জন কিংবা ওয়াই ফাইতে ১২জনের সাথে খেলতে পারবেন আপনি এই গেমটি। বাসে করে কোথাও যাচ্ছেন কিংবা সময় কাটানোর মত কিছু করতে পারছেন না? যারা মোবাইলে গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য আজ তিনটি এন্ড্রয়েড গেমের কথা বলা হল, যেগুলো ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে |
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর দু’জনেই সমান সাফল্য পেয়েছেন। ‘টু স্টেট’, ‘হাইওয়ে’, ‘রাজি’র মতো সিনেমার মাধ্যমে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন আলিয়া। বরুণও নিজের অভিনয়ের বৈচিত্র দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তার সাম্প্রতিক ছবি ‘অক্টোবর’ আবার সমালোচকদেরও মন কেড়েছে। এরপরও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আলিয়ার পরামর্শ কেন নেবেন না বরুন! তাহলে কি ঘুরিয়ে আলিয়ার বর্তমান প্রেমিক রণবীর কাপুরকে ‘ব্যাড চয়েস’ বললেন তিনি? ধূমপান ত্যাগে সহায়তা করতে আসছে নতুন ওষুধ। গবেষকেরা বলছেন, নতুন ওষুধটি শিগগিরই বাজারে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ^বিদ্যালয়ের গবেষকদের আবিষ্কৃত এক ডজনেরও বেশি পদার্থ সমন্বয়ে তৈরি ওষুধটি ধূমপায়ীকে নিকোটিনের ওপর নির্ভরতা থেকে সংযত করবে। নতুন এই ওষুধটি শরীরে নিকোটিনের অণু ছড়িয়ে পড়তে বিলম্বিত করবে। বিলম্বিত প্রক্রিয়াটিই ধূমপায়ীকে ধূমপান ত্যাগে সহায়তা করবে অথবা ধূমপানের মাত্রা কমিয়ে দেবে। গবেষকেরা বলছেন, নিকোটিন অন্যান্য ওষুধের মতো মস্তিষ্ক থেকে ডোপামিন ও সেরোটোনিন নামে দুইটি রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয়। ডোপামিন মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটার হিসেবেও কাজ করে। নিকোটিনের কারণে ছড়িয়ে পড়া ডোপামিন ও সেরোটোনিন অন্যান্য নার্ভ সেলকে সিগনাল পাঠিয়ে পুরো শরীরে এক ধরনের ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। তবে বিজ্ঞানীরা বলছেন, নিকোটিন শরীরে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করলেও শরীর তা ভালোভাবে নেয় না, এটাকে বের করে দিতে চায় অথবা ভেঙে ফেলতে চায়। মানুষের লিভার (যকৃত) নিকোটিনকে ভেঙে দিতে সিওয়াইপি২এ৬ নামে একটি এনজাইম তৈরি করে। এ এনজাইমে শরীরে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। এর মধ্যে দুশ্চিন্তা, উদ্বেগ অন্যতম। শারীরবৃত্তিয় এসব প্রক্রিয়ার কারণে শরীর ধীরে ধীরে নিজের মধ্যে সহ্য ক্ষমতা বাড়িয়ে নেয়। এ ছাড়া নিকোটিন গ্রহণের পরিমাণও বাড়িয়ে দেয়। গবেষকেরা লিভারে তৈরি হওয়া সিওয়াইপি২এ৬ এনজাইমকে প্রতিরোধ করে নিকোটিনের ওপর নির্ভরতা হ্রাস করার প্রক্রিয়া আবিষ্কার করেছেন। ট্যাবলেট আকারে তৈরি করা এ ওষুধ গ্রহণ করে ধূমপায়ী একদিন ছেড়ে দিতে পারবে |
করোনাভাইরাস সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে চলতি সংসদের সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় |
তিনি আরো বলেন, “অনেকেই বলছেন, যেহেতু পর্নো সাইট বন্ধ করছি ফলে ফেসবুক আইডিগুলোর সঙ্গে পর্নোগ্রাফির কোনও সম্পর্ক আছে কিনা। আসলে যে আইডি বন্ধ করা হয়েছে সেসবের সঙ্গে পর্নোগ্রাফির কোনও সম্পর্ক নেই |
তিনি বলেন, ১০ মে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। পরবর্তীতে কিশোরীর পিতা বাদী হয়ে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেণ। ওই মামলার প্রেক্ষিতে আমরা ১৭ মে ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তুহিন মোড়ল ও মোঃ বাদল মল্লিক মল্লিককে গ্রেফতার করি। পরবর্তীতে ১৯ মে রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ আছমা বেগম ও মোছাঃ রেশমাকে গ্রেফতার করা হয়। অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অপহৃত কিশোরী ও গ্রেফতারকৃতদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে |
সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হন। তাদের অনেকেই সম্প্রাদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে যোগ দেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখিরিত হয়ে ওঠে পুরো গুলিস্তান এলাকা |
এর ঘণ্টা দেড়েকের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শুভেন্দু অধিকারীকে ‘সবচেয়ে বড় তেলাবাজ’ আখ্যা দেয় তৃণমূল কংগ্রেস। দলটির আইনজীবী সংসদ সদস্য কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, সিপিএমের আমলে হলদিয়া বন্দরের তোলা তুলতেন লক্ষণ শেঠ, তার স্থানটিই নিয়েছেন শুভেন্দু |
যুক্তরাষ্ট্রের অভিবাসী ও কাস্টমস-সংক্রান্ত বিভাগের কর্মকর্তা ডেভিড মেরিন জানান, সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসীবিষয়ক কর্মকর্তারা আটলান্টা, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং এর আশপাশের অঞ্চলে অভিযান চালান। ওবামা প্রশাসনের সময়েও এ ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি |
অভিযোগকারী রেশন গ্রাহক টিঙ্কু দাস বলছেন, মনে হল রেশনে মাল কম দিচ্ছে। জানতে চেয়েছিলাম। আলাদা করে ডেকে বলল কাউকে কিছু না বলতে। বলল পঞ্চায়েত সমিতি থেকে রেশন ডিলারদের কম করে দিতে বলেছে। তবে সেটা কোথায় যাবে আর কেন দিতে বলেছে তা আমাকে জানায়নি |
০৪ নভেম্বর ২১ |
এসপি মাহবুবুর রহমান জানান, আবু হানিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি চার শিক্ষককে শীঘ্রই তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে |
মাশরাফি মজা করে তামিমের উদ্দেশে বলেন, ‘তুই (তামিম) আমাকে দুপুরে যখন কথা হলো তখন বলে রাখতি |
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর-চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদরাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে বৃহস্পতিবার দু'পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে রিপন শেখ নামে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে |
পাথর আমদানিকারক প্রতিষ্ঠানের স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট রুপালী এন্টারপ্রাইজের প্রতিনিধি রাজিব জানান, পদ্মা সেতুর কাজে এ পাথর ভারত থেকে আমদানি করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বন্দরে পাথর খালাস করতে দিচ্ছেন না, আবার কাস্টমস কর্তৃপক্ষ পাথর আমদানি সীমিত করে আনার প্রতিবাদে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে প্রায় ৮০০ পাথর বোঝাই ট্রাক আটকা পড়ে রয়েছে |
১৯৯৯ বিশ্বকাপের বিজ্ঞাপন হয়ে আছেন ল্যান্স ক্লুজনার। পেস বোলিংয়ে ৯ ম্যাচে ১৭ উইকেট নেন তিনি। তবে সেটি ছাপিয়ে যায় ইনিংসের শেষ দিকে নেমে তার ঝড়ো গতির ম্যাচ জেতানো ইনিংসগুলো। দুই অর্ধশতকসহ ২৮১ রান হয়তো এমন কিছু মনে হচ্ছে না। কিন্তু ১৪০.৫০ গড়, ১২২.১৭ স্ট্রাইক রেট এবং ম্যাচ জেতানোয় প্রভাব বিবেচনায় ক্লুজনার ছিলেন অতুলনীয়। বিশ্বকাপ ইতিহাসে এক টুর্নামেন্টে এমন অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারেননি আর কেউ। তবে তিনিও দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে পারেননি। অদ্ভুতুড়ে ফরম্যাটের কারণে সুপার সিক্স শুরুর সময় পয়েন্ট টেবিলে সবার ওপরে ছিল জিম্বাবুয়ে! ‘এ’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হিসেবে সুপার সিক্সে আসা দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে জয়ের কারণে সবার ওপরে থাকে জিম্বাবুয়ে। অবশ্য সেখানে টানা তিন ম্যাচ হেরে আর সেমি-ফাইনাল খেলা হয়নি তাদের। ভারত পয়েন্টশূন্য অবস্থায় ওঠে সুপার সিক্সে। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালেও তাই শেষ চারে ওঠা হয়নি তাদের। ‘বি’ গ্রুপ থেকে সুপার সিক্সে যায় পাকিস্তান-অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড। রান রেটে পিছিয়ে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডে আগের তিন আসরের ফাইনালে খেলা ক্যারিবিয়ানদের সঙ্গে বাংলাদেশ ও স্কটল্যান্ড বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। সুপার সিক্সে জিম্বাবুয়ের বিপক্ষে একটিমাত্র ম্যাচ জিতলেও শীর্ষে থেকে সেমি-ফাইনালে ওঠে পাকিস্তান। এই পর্বের এক জয় নিউ জিল্যান্ডকে তোলে শেষ চারে। আর দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে অস্ট্রেলিয়ার উত্তরণ ছিল সবচেয়ে চমকপ্রদ। শেষ চারে খেলতে হলে অসিদের প্রয়োজন ছিল শেষ ম্যাচে প্রোটিয়াদের হারানো। হার্শেল গিবসের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা তোলে ৭ উইকেটে ২৭১ রান। রান তাড়ায় ৪৮ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তুলছিলেন রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ। দক্ষিণ আফ্রিকা সুযোগ পেল ওয়াহকে থামানোর। ৫৬ রানে ল্যান্স ক্লুজনারের বলে ক্যাচ দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। মিড উইকেটে গিবস ক্যাচটি নিয়েছিলেন বটে। তবে বল হাতে ভালোভাবে জমানোর আগেই অতি উচ্ছ্বাসে ছুঁড়ে মারতে গিয়ে ফেলে দেন। সেটির চড়া মূল্য দিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে (১১০ বলে অপরাজিত ১২০) ওয়াহ জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে। চার দিন পর সেমি-ফাইনালে মঞ্চস্থ হয় এই দুই দলের ধ্রুপদী দ্বৈরথ। যেখানে ম্যাচের বাঁকবদল হয় মুহূর্তে মুহূর্তে। অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে ২১৩ রানের বেশি করতে পারেনি। শন পোলকের পাঁচ উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ তখন দক্ষিণ আফ্রিকার হাতে। ব্যাটিংয়ের অনেকটা সময় জুড়েও তাই ছিল। শেন ওয়ার্নের দুর্দান্ত বোলিংয়ে (১০ ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট) আবার ফেরে উত্তেজনা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্লুজনার ছিলেন যে! ১৪ বলে ৩১ রানের টর্নেডো ইনিংসে দলকে জিতিয়েই ফেলেছিলেন প্রায়। ডেমিয়েন ফ্লেমিংয়ের করা শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম দুই বলে চার মেরে প্রয়োজনীয়তাটা মামুলি বানিয়ে ফেলেন ক্লুজনার। চার বলে চাই মোটে এক রান। তৃতীয় বলে রানআউট হতে হতেও বেঁচে যাওয়া, চতুর্থ বলে রক্ষা হয়নি আর। ডোনাল্ডের বোকার মতো দৌড়ে দক্ষিণ আফ্রিকাও অলআউট ২১৩ রানে। ম্যাচ টাই। কিন্তু নিয়ম অনুযায়ী সুপার সিক্সে এগিয়ে থাকায় প্রোটিয়াদের কাঁদিয়ে ফাইনালে ওঠে অসিরা। আর ক্লুজনারের আসনটা হয়ে যায় ট্র্যাজেডির মহানায়কের। সর্বকালের অন্যতম সেরা এই ওয়ানডের বিপরীতে অন্য সেমি-ফাইনাল ছিল ম্যাড়মেড়ে। সাঈদ আনোয়ারের সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডকে সহজেই ৯ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। লর্ডসের ফাইনালে ঠিক উল্টো অভিজ্ঞতা হয় ওয়াসিম আকরামের দলের। ৩৯.১ ওভার ব্যাটিং করে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়া সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ২০.১ ওভারে, মাত্র দুই উইকেট হারিয়ে। সেমি-ফাইনালের মতো ফাইনালেও চার উইকেট নিয়ে নায়ক ওয়ার্ন |
এ ছাড়া আরও অধিক ফল পেতে বা ভালো ইনকাম পেতে আপনি আপনার ভিডিও গুলা কে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক এ শেয়ার করে দিতে পারেন |
ঢাকাই চলচ্চিত্রের হালচাল নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। একে তো ছবির সংখ্যা প্রতিনিয়ত কমছে, অন্যদিকে নিয়মিত বিরতিতে আসছে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার খবর। এবার সিনেমা অঙ্গনের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকাই ছবির তারকা অভিনেতা ওমর সানী |
প্রতিদিন খবরের পাতা খুললে শুধু চোখে পড়ে মারামারি, কাটাকাটি আরো নেতিবাচক সংবাদ। তবে এত নেতিবাচকের ভিড়ে যখন ভালোবাসার জন্য পাগলামিটা চোখে পড়ে সেটা সত্যিই অন্য মর্যাদায় চলে যায়। সম্প্রতি স্ত্রী চাওয়া পূরণে স্বামীর নজিরবিহীন কাণ্ডে হয়েছে খবরের শিরোনাম। স্বামীর কাছে শুধু জানতে চেয়েছিলেন হেলিকপ্টারে চড়তে ভাড়া কেমন লাগে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে ছাদের ওপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল। স্ত্রী সেটার দিকে তাকিয়ে স্বামীর কাছে জানতে চেয়েছিলেন একটা হেলিকপ্টার ভাড়া করতে কত টাকা লাগে? মুখে না বললেও স্ত্রী যে হেলিকপ্টারে চড়তে যান বুঝেছিলেন স্বামী। এ কারণে ভেবে রেখেছিলেন একদিন ঠিকই স্ত্রীর ইচ্ছেপূরণ করবেন। সম্প্রতি চাকরির শেষ দিনে স্ত্রীর ইচ্ছেপূরণ করেছেন সেই স্বামী |
যদিও, কোরিয়ান সাহিত্যে ও ঐতিহাসিক লিপিতে সমকামিতা নিয়ে খুব কমই উল্লেখ রয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের মাঝে বেশ কয়েকজন একই লিঙ্গের প্রতি আকৃষ্ট এবং কেউ কেউ তাদের সাথে সমকামি সম্পর্কে জড়িয়েছিল বলে উল্লেখ পাওয়া যায় |
১৭১১ সালে অহম রাজ্যের রাজধানী রংপুরের শারদীয় পূজার নিমন্ত্রণ পেয়েছিলেন ত্রিপুরা রাজ্যের দূত রামেশ্বর নয়ালঙ্কার। নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার আক্রমনে কলকাতার একমাত্র চার্চ ধ্বংশ হবার পর সেখানে কোন উৎসব করা অবস্থা ছিল না। পলাশীর যুদ্ধে বিজয় লাভের জন্য ১৭৫৭ সালে কলকাতার শোভা বাজার রাজবাড়িতে রাজা নব কৃঞ্চদেব লর্ড ক্লাইভের সন্মানে দূর্গা পূজার মাধ্যমে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন |
বাচ্চাদের দেখলে কে না আদর করতে চায়। শিশুদের কোলে নিয়ে বা জড়িয়ে ধরে চুমু দেয়া আদরের সাধারণ বহিঃপ্রকাশ। কিন্তু এই চুমুই শিশুর জন্য হয়ে উঠতে পারে প্রাণঘাতী। একটি চুমুতেই সংক্রমিত হতে পারে আদরের সন্তান। চিকিৎসকদের পাশাপাশি ভুক্তভোগী বাবা-মায়েরাও শিশুদের মুখে চুমু না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে সতর্ক করে থাকেন |
"নোনাজলের কাব্য" বিশ্বব্যাপি প্রদর্শন ও বাণিজ্যিক মুক্তির জন্য"টরিনো ফিল্ম ল্যাবের" অনুদান পায়। ২০২০ সালের ১৩ অক্টোবর ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট আয়োজিত ৬৪তম লন্ডন চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয়। পরবর্তীতে বুসান, সিঙ্গাপুর, কলকাতা, গোথেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটলসহ বেশকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটির প্রদর্শনী চলে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এটির মূলবিষয় হওয়ায় ২০২১ সালের জাতিসংঘ জলবায়ু পরিবির্তন সম্মেলনেও দেখানো হয়। বাণিজ্যিকভাবে এটি ২০২১ সালের ২৬ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহসমূহে মুক্তি পায় |
পুরাতন মালদা: মালদায় নতুন করে আরও ৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়ল। এদের মধ্যে একজন নার্সিং স্টাফ রয়েছেন বলে জানা গেছে। তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এই প্রথম মালদা জেলা শহরে করোনা সংক্রমণের ঘটনা ঘটায় উদ্বেগ বাড়ছে। রবিবার মালদা মেডিকেল কলেজের ভিআরডিএল-এ যে ১৯৫১টি নমুনা পরীক্ষার রিপোর্ট মেলে তার মধ্যে ৫টি রিপোর্টে করোনা পজিটিভ আসে |
এদিকে, নবীন শিক্ষার্থীদের (৪৭ তম আবর্তন) ‘কারা র্যাগ দেবে’ এনিয়ে ছাত্রলীগের এক সিনিয়র কর্মীকে পিটিয়ে আহত করেছে জুনিয়র কর্মীরা। মারধরের শিকার ৪৫তম আবর্তন ও দর্শন বিভাগের শিক্ষার্থী সৌরভ সরকার শুক্রবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সৌরভ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের অনুসারী। সাধারণ সম্পাদক গ্রুপের ৮ জুনিয়র কর্মী তাকে গত বুধবার রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন রাস্তায় বেধড়ক মারধর করে |
নিজস্ব প্রতিবেদন : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রামে বিরাট-বুমরাহ! চমকে যাচ্ছেন তো! বৃহস্পতিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং জশপ্রীত বুমরাহ বিশ্রামে যাচ্ছেন না। বিশ্বকাপের পরই ক্যারিবিয়ান সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের ফরম্যাটে বিরাট কোহলি ও বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের |
লী'র প্রথম কবিতাসংগ্রহ, "অ্যা ভিজিটেইশন অব সানলাইট" ১৯৯৭ সালে দ্যা স্ট্রেটস টাইমস কর্তৃক সেরা বই হিসেবে নির্বাচিত হয়েছিল। সংগ্রহটি গ্রহণযোগ্য হয় এবং ১৯৯০ সালে সিঙ্গাপুরে নতুন প্রজন্মের কবিতার প্রতি আকর্ষণ জন্মাতে একটি বড় ভূমিকা রাখে |
উত্তর : আমরা চিকিৎসা দুইভাবে করি। একটি মেডিক্যাল ট্রিটমেন্ট, আরেকটি সার্জিক্যাল। আরেক ধরনের হলো ডি পিগমেনটিন ট্রিটমেন্ট |
ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সুবীর নন্দী, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর ও খান আসিফ আগুন |
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা, কালাপানি, জগন্নাথপুর, গুদারাঘাটসহ কমপক্ষে ২০টি গ্রামে চাষ হয়েছে উচ্চ-ফলনশীল বারি-১ জাতের করলা। করলার পাশাপাশি অনেকেই চাষ করেছেন চাল কুমড়া ও লাউ |
তিনি "ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন এগেইনস্ট শরিয়া কোর্ট ইন কানাডা" সাথে যুক্ত এবং যুক্তরাজ্যভিত্তিক আরেকটি আন্তর্জাতিক সংস্থার "ওমেন লিভিং আন্ডার মুসলিম ল'স" সঙ্গেও যুক্ত রয়েছেন |
৪. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন। একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকি নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এই কৌশলে এক্সটেনশন অ্যাড করা যাবে না |
Categories: BOOKS, আব্দুল হামীদ ফাইযী আল মাদানী, তাওহীদ ও শির্ক, তাওহীদ পাবলিকেশন্স Tags: tauheed, Tauhid, tawheed, তাওহীদ তাওহীদ (আরবি: توحيد) ইসলাম ধর্মে এক ঈশ্বরের ধারণাকে বোঝায়।[১] তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ৷[২] ইসলামী পরিভাষায় তাওহীদ হল সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, সকল ইবাদাত-উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য করা, অন্য সবকিছুর উপাসনা ত্যাগ করা, আল্লাহর সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র ও মুক্ত ঘোষণা করা।[৩][৪] “বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। আর তাঁর কোনো সমকক্ষও নেই।”[কুরআন 112:1–4] গ্রন্থটিতে লেখক তাওহীদের উপর বিস্তারিত দলীলভিত্তিক আলোচনা করেছেন, তারপর ঈমানের অন্যান্য রুকনেরও আলোচনা করেছেন। সাথে সাথে সমাজে প্রচলিত বিভিন্ন বিদ‘আত ও কুসংস্কার সম্পর্কে সাবধান করেছেন |
এয়ার মার্শাল এ্যাসপি মারওয়ান ইঞ্জিনিয়ার (১৫ ডিসেম্বর ১৯১২- ১ মে ২০০২) ভারতীয় বিমান বাহিনীর পঞ্চম প্রধান ছিলেন ১৯৬০ সাল থেকে ১৯৬৪ পর্যন্ত। পরবর্তীকালে তিনি ইরানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত হন। ২০০২ সালের ১ মে মুম্বাই'এ ৮৯ বছর বয়সে তার মৃত্যু ঘটে। তিনি যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনী কলেজ ক্র্যানওয়েল থেকে কমিশন লাভ করেন এবং বৈমানিক হিসেবে কৃতিত্ব স্বরূপ 'দক্ষ উড্ডয়ন চিহ্ন' (ডিসটিংগুইশ্ড ফ্লাইং ক্রস) পদক পেয়েছিলেন। তার ভাই এয়ার মার্শাল মিনু মারওয়ান ইঞ্জিনিয়ার ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ চলাকালীন বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ঘাঁটি সমূহের সমষ্টি (কমান্ড) এর অধিনায়ক ছিলেন |
২০০৭ সনে ৮ ফর্মা সাইজের আমার কবিতার বই নিঃসঙ্গ সময়ের সুখপাখি -এর ৩০০ কপি ছাপতে ২৫ হাজার টাকা খরচ হয়েছিল |
নন্দন দত্ত, সিউড়ি: দলবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বীরভূমের (Birbhum) ২ নেতাকে বহিষ্কার করল বিজেপি। সোমবারই বিজেপির রাজ্য কমিটির সদস্য কালোসোনা মণ্ডল (Kalosona Mandal) ও সিউড়ির নগর হিসাব রক্ষক পলাশ মিত্রকে (Palash Mitra) বহিষ্কারের বিষয়টি ঘোষণা করেন জেলা সভাপতি। মিথ্যে অপবাদ দিয়ে পরিকল্পনামাফিক তাঁকে সরানো হল, অভিযোগ কালোসোনা মণ্ডলের |
সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কেউ শত্রুতা করতে পারে। আজ কোনো ঝুঁকি না দিলেই ভালো করবেন |
তামিল ছবি ‘ভেলা ইল্লা পাত্তাথারি ২’–তে ধানুশের বিপরীতে অভিনয় করছেন কাজল। এই ছবির মাধ্যমে দুই দশক পর তামিল ছবিতে প্রত্যাবর্তন হচ্ছে কাজলের। ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। ইন্ডিয়া টুডে |
স্পেনের পর ক্রোয়েশিয়ার কাছেও আটকে গেল ইতালি। গ্রুপ সি-র ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে খেলা শেষ করল আজুরিরা। ম্যাচের শুরুর থেকেই আক্রমণের ঝড় তোলে ইতালি |
বিভিন্ন স্কুল-কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে গৃহিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, ২৫ মার্চ বাদ জোহর বা সুবিধাজনক সময়ে এদিন রাতে নিহতদের স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোর সংশ্লিষ্ট মসজিদ, মন্দির, গীর্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতে প্রার্থনার আয়োজন করতে হবে। নিহতদের স্মরণে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বালন করতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান অফিসগুলোতে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাকআউট পালন করতে হবে। এ দিবসে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলেও জানিয়েছে শিক্ষা অধিদপ্তর |
এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘সব ঠিক থাকলে আমারা চলতি সপ্তাহে (১৯ নভেন্বর) সিনেমাটি মুক্তি দিতে চাই |
এই তিনজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আশরাফুল আলম |
গত কয়েক বছর সরস্বতী দেবীর কৃপায় কলকাতায় আছি। ‘দুগোৎসবে’ তাই পশ্চিম বাঙলার পুজো দেখার সুযোগটা হাতছাড়া করিনি। এখানকার পুজো দেখার অভিজ্ঞতাটা অন্যরকম। বিশাল কলকাতার পুজো মানেই উত্তর এবং দক্ষিণ কলকাতাসহ বনেদী বাড়ির পুজোর আলোক সজ্জা, থিম, সাজসজ্জা, প্যান্ডেল থেকে মঞ্চসজ্জার বাহারি আয়োজন |
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় এ দেশে বেশ কয়েক বছর আগে আনা হয়। গাড়িটির ওপর সাংসদের স্টিকারযুক্ত ছিল। এ অবস্থায় আরিফ মোতাহার নামে রিজেন্সি হোটেলের এক পরিচালক গাড়িটি ব্যবহার করছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযানের বিষয়টি টের পেয়ে এটি সরিয়ে ফেলা হয়। তবে হোটেলের ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে |
নাটোরে ব্যবসায়ীর মৃত্যু : নাটোরের লালপুরের লক্ষ্মীপুরে বাসচাপায় গতকাল আজিজুর রহমান ভেগল নামে এক গুড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজিজুর রহমান উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ ম-লের ছেলে |
শুধু তাই নয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী, চিকিৎসা ক্ষেত্রে ৭০ শতাংশ মহিলারা কাজ করলেও শুধুমাত্র ২৪.৭ শতাংশ স্বাস্থ্যমন্ত্রীই একজন নারী |
ইরানের পরমাণু ইস্যুতে আগামী ২৯ নভেম্বর থেকে ছয়জাতি আলোচনা শুরু হওয়ার কথা। তার আগে বাইডেন প্রশাসন এ ঘোষণা দিল |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবক শেখাতে গিয়ে অবাক অভিযোগের মুখে পড়লেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। লাক্সারি গাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলা হচ্ছে প্লাস্টিক। প্রতিবাদ করেছিলেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি |
মানচেষ্টার ইউনাইটেড প্রসঙ্গে বিস্তারিত জানতে চাই! ১৯৯৬ সালে মাঞ্চেষ্টারে মাঠে বসে ইংলিশ লীগের খেলা দেখেছিলাম - মানচেষ্টার ইউনাইটেড এবং লিভারপুল ক্লাবের। সেই থেকে আমি ক্লাব ফুটবলে মানচেষ্টার ইউনাইটেডের সমর্থক। যতদুর মনে পড়ে সে বছর মানচেষ্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জিতেছিল |
সে ভীষন এক রোগে ভুগছে হোসেন। রোগটা হোলো মাঝরাতে রাস্তায় হাটা আর চা খাওয়া। শীতকাল প্রায় এসেই পরেছে। দোকান গুলি তাই আগে ভাগেই সব বন্ধ হয়ে যায়। বাসায় চা বানিয়ে ওয়ান টাইম গ্লাসে নিয়ে রাস্তায় নেমে পড়ল |
সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল। আজকের ক্রাইম-নিউজ সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল। আজকের ক্রাইম-নিউজ – আজকের ক্রাইম নিউজ গত ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন সব ছুটি বাতিল করা হলো |
খোয়ারাজমীয় মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের মধ্যযুগীয় স্বর্নালী দলের সাহিত্যিক তুর্কীয় ভাষা[১]। এটি চাগাতাই ভাষার প্রাথমিক স্তর ছিল, এবং ২০শ শতাব্দি অবধি মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভাষা ছিল। এটি পূর্বের প্রাচীন তুর্কীয়ের উপর ভিত্তি করে গঠিত ছিল, যদিও এটির শব্দভান্ডারে স্থানীয় ওঘুজ ও কিপচাক শব্দ অন্তর্ভুক্ত ছিল। খোয়ারাজমীয় হলো সাধারণ মধ্য এশীয় তুর্কি-ইসলামি সাহিত্যিক ভাষার মধ্য স্তর। এটি ১২শ শতাব্দীতে খোরাসানি তুর্কীয়কে এবং ১৫শ শতাব্দীতে চাগাতাইকে সাহিত্যিক ভাষা হিসাবে প্রতিস্থাপিত করে। তুর্কীয় খোয়ারাজমীয় তার তুঙ্গে পৌছায় ১৩শ এবং ১৪শ শতকে। খোয়ারাজমীয় সাম্রাজ্যের শেষের দিকে কাশগরের পরেই খোয়ারাজম দ্বিতীয় তুর্কি সাহিত্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। মঙ্গোলের শাসনামলে খোয়ারাজমীয় সমগ্র সাম্রাজ্যের সাধারণ ইসলামি-তুর্কি সাহিত্যের ভাষা হিসাবে ছড়িয়ে পড়েছিল। চ্যানেল কক্স বিনোদন ডেস্ক: দুজনে বেশ ভালো বন্ধু। একে অন্যের সিনেমায় অতিথি হয়ে দর্শকের আগ্রহ বাড়ান। পারিবারিক অনুষ্ঠানেও একে অপরকে নিমন্ত্রণ করেন, ছুটেও যান। কাজ দেখে প্রশংসায় ভাসান |
ভারতী ব্রেইল ( ), বা ভারতীয় ব্রেইল (হিন্দি: "" "ইন্ডিয়ান ব্রেইল"), হচ্ছে ভারতের ভাষাসমূহ লেখার জন্য একটি ব্রেইল পদ্ধতি। ভারত স্বাধীনতা পাওয়ার পর, ভারতের বিভিন্ন স্থানে ভিন্নভিন্ন ভাসার জন্য এগারোটি ব্রেইল লিখন পদ্ধতি প্রচলিত ছিল। ১৯৫১ সালে ভারতী ব্রেইল নামে একটি জাতীয় মান গ্রহণ করা হয়, যা শ্রীলঙ্কা, নেপাল, এবং বাংলাদেশে ব্যবহার হয়ে আসছে। ভারত এবং নেপালে নেপালি ভাষার উচ্চারণে, এবং ভারত ও শ্রীলঙ্কায় তামিল ভাষার উচ্চারণে কিছুটা তারতম্য রয়েছে। কয়েকটা বর্ণে তারতম্য সহ ভারত এবং বাংলাদেশে বাংলা ব্রেইলের মধ্যে অনেকটা তফাৎ বিদ্যমান |
ফুটফুটে এই শিশুটির চিকিৎসার ব্যাপারে আমি খুব সিরিয়াস। আপনারা সবাই এগিয়ে এলে ৪০ লাখ টাকা যোগার করা সম্ভব। আসুন, সবাই এগিয়ে আসি |
পে বিল : বিকাশ অ্যাপ থেকে এখন বিল পরিশোধ একবারে হাতের মুঠোয় চলে এসেছে। পল্লী বিদ্যুৎ, নেসকো, ডেসকো প্রিপেইড এবং বিটিসিএলসহ আরো নানা ধরনের প্রতিষ্ঠানের ফি পরিশোধ সেবা এখন অ্যাপেই সংযুক্ত। এমনকি বিদ্যুৎ বিলের পরিমাণও বিকাশ অ্যাপ থেকে চেক করা যাচ্ছে। ফলে লাইনে দাঁড়িয়ে, বিদ্যুৎ অফিসের ঝক্কি ছাড়াই সারা দেশের লাখো গ্রাহক বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করছেন প্রতিনিয়ত |
প্রকাশ: ২৪ নভেম্বর ২০ । ০৯:৫২ | আপডেট: ২৪ নভেম্বর ২০ |
চক মসজিদ, ঢাকা পুরনো ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত মসজিদটি এত বার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে যে, বর্তমানে তার আদি পরিকল্পনা ও রূপ চিহ্নিত করা প্রায় অসম্ভব। মূল মসজিদের উত্তর দেয়াল অপসারণ করা হয়েছে ও পূর্ব দিকের সম্প্রসারিত অংশে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। মসজিদের তিন গম্বুজ বিশিষ্ট মূল আচ্ছাদন ভেঙে তার উপর নির্মাণ করা হয়েছে আরেকটি তল এবং এর ছাদে তিনটি নতুন গম্বুজ নির্মাণ করা হয়েছে। তবে এক্ষেত্রে মাঝের গম্বুজটি করা হয়েছে বেশ বড়। দেয়ালগুলির পুরুত্ব হ্রাস করা হয়েছে, মিহরাব ও প্রবেশপথগুলিকে করা হয়েছে প্রশস্ত আর উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথ দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যমান বৈশিষ্ট্য এবং ইতিপূর্বে বিভিন্ন লেখকের দেওয়া বর্ণনা মিলিয়ে আদি মসজিদ এবং এর নিচের ভল্ট আচ্ছাদিত ভিত্তির (Plinth) বর্ণনা দেওয়ার যেতে পারে |
তবে সোমবার সকালে ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। মুম্বাইয়ের কুপার হাসপাতালে তিনজন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত সম্পন্ন করেন। রিপোর্টে বলা হয়, ঝুলে পড়ার কারণে দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সোমবার মুম্বাইতেই এ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। ইতোমধ্যে সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্যরা পাটনা থেকে মুম্বাই পৌঁছেছেন |
৫১। ত্রিস্রোতা (বামপদ ; দেবী ভ্রামরী ও ভৈরব ঈশ্বর)। জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে শালবাড়ীগ্রামে। নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুটি বিলবোর্ডে ট্রাম্পবিরোধী বিজ্ঞাপন চিত্র প্রদর্শন করেছে লিংকন প্রকল্প। এ জন্য লিংকন প্রকল্পের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ট্রাম্পকন্যা ইভানকা ও তাঁর স্বামী জার্ড কুশনার। মার্কিন নির্বাচনের ঠিক আগে ট্রাম্পবিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে বিজ্ঞাপন চিত্রটি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন ইভানকা ও কুশনার। এ নিয়ে ইভানকা ও কুশনারের পক্ষ থেকে মামলার হুমকি দিয়ে উকিল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, এমন বিজ্ঞাপন চিত্রে তাঁদের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হচ্ছে। অবিলম্বে বিলবোর্ডটি অপসারণ করা না হলে মামলা করা হবে। ‘মিথ্যা, দূষিত ও মানহানিকর’ বিলবোর্ড নামানোর দাবিও জানান তাঁরা। বিলবোর্ডের ওই বিজ্ঞাপনে দেখা যায়, করোনায় সংক্রমিত হয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের মৃত্যু নিয়ে হাসছেন ইভানকা ট্রাম্প। পাশে তাঁর স্বামী জার্ড কুশনারও দিচ্ছেন বিদ্রুপের হাসি, খবর দ্য গার্ডিয়ানের |
‘ব্যস, হয়ে গেল আমাদের রোলার কোস্টার।’ হেসে বললেন তিনি |
এই ECMO সাপোর্টে ২৪ ঘন্টা বাঁচার আশা নেই, এমন রোগীরাও ভাল হয়ে বাড়ি ফিরছেন। সঙ্কটজনক অবস্থায় এই চিকিৎসা পদ্ধতিতে আনা হয়েছে কোভিড আক্রান্ত বেশ কয়েকজন চিকিৎসককেও |
নবম শতাব্দীর প্রথমার্ধে স্কা-বা-দ্পাল-ব্র্ত্সেগ্স ও নাম-ম্খাই-স্ন্যিং-পো একত্রে ল্দান-দ্কার-মা () রচনা করেন। তিনি ও লা-সুম-র্গ্যাল-বা-ব্যাং-ছুব তিব্বত সম্রাজ্ঞী য়ে-শেস-ম্ত্শো-র্গ্যালের জীবনী রচনা করেন |
নিজস্ব প্রতিবেদন : ছোট থেকে বড় হয়ে ওঠার সঙ্গে জড়িত হাজারো স্মৃতি কে-ই বা ভুলতে পারে। ছোটবেলা, পরিবার, স্কুল, বন্ধুবান্ধব, ছোটথেকে বড় হয়ে ওঠা যে বাড়িতে সেই বাড়ি, কোনও কিছুই প্রায় কারোর পক্ষেই ভোলা অসম্ভব। তেমনই ভোলেননি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী |
কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘এ দুর্ঘটনার কারণ সম্পর্কে সুস্পষ্ট জবাব প্রয়োজন ও এই বিষয়ে কানাডা খুবই উদ্বিগ্ন |
দৈনিক জনমভূমি () হচ্ছে একটি অসমীয়া ভাষার দৈনিক পত্রিকা। যোরহাটের তুলসী নারায়ণ শরমা রোডে অবস্থিত "জনমভূমি গ্রুপ অব পাব্লিকেশন" নামের প্রতিষ্ঠান এই দৈনিক পত্রিকাটি প্রকাশ করে |
১৯৭১ সালের ২৪ এপ্রিল, বেলা দুইটায় এখানে ব্যাপক হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সেনাবাহিনী। অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হন |
কুমিল্লার চান্দিনায় সড়ক ও জনপথের জায়গা দখল করে এবং আবাসিক এলাকার পানি নিস্কাশনের ড্রেন বন্ধ করে ঘর নির্মাণ করছে স্থানীয় এক ব্যক্তি। চান্দিনা উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ঘেঁষা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা ধানসিঁড়ি আবাসিক এলাকায় প্রায় ৩ শতাংশ সরকারি ভূমিতে ওই টিনসেট ঘর নির্মাণ করছে সেলিম সরকার নামে এক ব্যক্তি |
আসানসোল: ইসিএলের কয়লাখনির গর্তে পড়ে মৃত্যু হল এক কর্মীর। শনিবার ঘটনাটি ঘটে আসানসোলের জামুড়িয়ার ইসিএলের সাতগ্ৰাম এরিয়ার আমকোলা কোলিয়ারির ৭ নম্বর পিটে। মৃত কর্মীর নাম জয়দেব মাজি (৫৯) |
গত বুধবার প্রধান বিচারপতি চোলেন্দ্র শমশের রানা প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর উপস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৪৮ জনকে শপথ পড়িয়েছেন |
সিঙ্গাপুর এবং ফিলিপাইনের সাথে ব্রুনাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এপ্রিল ২০০৯-এ, ব্রুনাই এবং ফিলিপাইন একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে যা কৃষি এবং খামার-সম্পর্কিত বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে চায় |
নগর পরিষদকে এরপর আরও বিভিন্ন নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়, যা একক সদস্য নির্বাচনী এলাকা (এসএমসি) বা গ্রুপ প্রতিনিধিত্ব নির্বাচনী এলাকা (জিআরসি) হিসাবে শ্রেণীবিভাগ করা হয়। নির্বাচনী এলাকার সীমানা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন নির্বাচন দফতর নির্ধারণ করে থাকে |
উল্লেখ্য, এদিকে, ‘গ্লোবাল জেহাদ’ বা গোটা বিশ্বে সন্ত্রাসের বিষ ছড়িয়ে দিতে ভারতীয় উপ-মহাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশেও পা রেখেছিল আল কায়দা। কিন্তু সেখানেও বিশেষ সুবোধ করে উঠতে পারছে না সংগঠনটি। সিরিয়ায় গত জুন মাসে এক বিরোধী গোষ্ঠীর হামলার কোমর ভেঙেছে আল কায়দার। আসাদের দেশে সংগঠনটি কাজ করবার চালায় ‘হুররাস আল-দিন’ নামে। কিন্তু সিরীয়দের মধ্যে জমি শক্ত করতে পারেনি দলটি। কারণ সিরিয়ানরা মনে করে আল কায়দার সঙ্গে কোনও যোগ পাওয়া গেলে আসাদ ও মার্কিন যৌথবাহিনীর হাত থেকে তাদের কেউ রক্ষা করতে পারবে না। তা সেই ধারণা ভুল নয়, মার্কিন ড্রোন হানায় বেশ কয়েকজন নেতার মৃত্যুর পর বিগত দু’মাস ধরে সিরিয়ায় কার্যত কোমায় চলে গিয়েছে আল কায়দা বা ‘হুররাস আল-দিন’ |
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত ৩১ আগস্ট সকাল থেকে জুলেখা নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে তার বাবা কানসাট বালুচর গ্রামের কুড়ান আলী বাদী হয়ে মেয়ের স্বামী ও তার পরিবারকে দায়ী করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে রোববার সকালে লাশটি জুলেখার স্বামীর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয়রা ওই গৃহবধূর ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় |
আধুনিক বাংলাদেশে কবিতা সৃষ্টির উদ্যমকে অসামান্য উৎকর্ষের দিকে নিয়ে যাচ্ছে কিনা এবং সে উৎকর্ষ ধ্রবপদ্ধতির উৎকৃষ্ট আদর্শ পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা সে কথাটা আজ অনেকের কাছেই হয়ত তত গুরুত্বপুর্ণ নয় , কিন্তু আপনার কবিতায় ভাব প্রকাশের গভীরতায় বিভিন্ন রাগ রাগিণীর উপমায় যে সজীবতার প্রমাণ পাই সেইটেই সব চেয়ে আশাজনক |
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ |
টিটাগড়ে আবার দিদিকে টিউশনে পৌঁছে দিয়ে ফেরার পথে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, বছর চোদ্দর কিশোরের। জলে ডোবা রাস্তায়, বিদ্যুতের তার পড়ে আছে, তা ঠাউর করতে পারেনি মৃত কিশোর। এই মর্মান্তিক ঘটনার জন্য বিদ্যুৎ দফতরের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের দায়ী করছেন স্থানীয়রা |
ভুত-প্রেত সম্পর্কে কার্ল সাগানের ব্যাখ্যাটা একটু শোনাতো, পলাশের প্রস্তাব |
১৯৬০ এর দশক পর্যন্ত নিউক্লিয়নগুলিকে প্রাথমিক কণা বলে মনে করা হত, ছোট অংশ দিয়ে তৈরি নয়। এখন তারা যৌগিক কণা হিসাবে পরিচিত। যা শক্তিশালী মিথস্ক্রিয়া দ্বারা একসাথে আবদ্ধ তিনটি কোয়ার্ক দ্বারা তৈরি হয় |
দ্বিতীয়ার্ধে ম্যানইউ পরিণত হয় ১০ জনের দলে। ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছেড়ে বের হয়ে যেতে হয় হ্যারি মাগুইরকে। অবশ্য তখনো ২-১ গোলে পিছিয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা |
করোনার ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, ‘আমি সব সময়ই শুনে আসছি যে, ভ্যাকসিন এলেই কোভিড-১৯ এর মহামারির সমাপ্তি ঘটবে, কিন্তু সেটা একেবারেই সঠিক নয় |
হৃদয় দশম শ্রেণিতে পড়ত, ওর বয়স হয়েছিল মাত্র ১৫ বছর। সারাটা জীবনই ওর সামনে পড়ে ছিল। আর যে ছেলেটার সঙ্গে ওর ‘বিরোধ’ বেধেছিল, সে-ও একটা কিশোরই। ১৭ বছরের। একটা টেকনিক্যাল স্কুল থেকে ওর এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। হৃদয়কে খুন করার অভিযোগে পুলিশ ওকে গ্রেপ্তার করেছে, আরও পাঁচ কিশোরের সঙ্গে। এই হত্যাকাণ্ডের যে খবর ছেপেছে, সেখানে ওর নাম নেই। পত্রিকাটির কর্তৃপক্ষ ইচ্ছে করেই ওর নাম ছাপেনি। কারণ, ও প্রাপ্তবয়স্ক মানুষ নয়, নিতান্তই কিশোর। ওর মানসিক বিকাশের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি |
তবে বিএসইসির এই প্যানেল থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক না হয়ে যদি ঐচ্ছিক হয়, অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে যোগ্য স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির অনুমোদনের বিধান রাখা হয়, তখনই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন খলিলী |
এ ব্যাপারে নৌ পুলিশ সদরঘাট ইনচার্জ কায়ূম আলী সরদার জানিয়েছেন, খবর শোনার সঙ্গে সঙ্গে এসআই রেজাউল করিমকে পাঠিয়েছি, রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল বৈরি আবহাওয়ার কারণে তারা নদীতে নামেনি। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজেছে লাশটির হদিস না পেয়ে খোঁজাখুঁজি বন্ধ করা হয় |
দুই ভাই পলাতক হলেও এই প্রামাণ্যচিত্রে তাদের আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা যায়। এখানে দেখানো হয় আনিস আহমেদ থাকেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবং হারিস আহমেদ থাকেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে |
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যারা গুপ্ত হত্যায় জড়িত, তারা কি ভুলে যাচ্ছে যে তাদেরও পরিবার আছে, মা-বাবা, ভাই-বোন আছে। একদিক থেকে আক্রমণ হলে অন্যদিক থেকেও আক্রমণ যেতে পারে। সুতরাং আমি গুপ্তহত্যাকারিদের পরিবারকে বলবো, আপনারা আপনার সন্তানকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেন |
বিলালি "বেন আলী" মুহাম্মদ বর্তমান গিনি-কোনাক্রির ফুতা-জালনের টিম্বোর একজন ফুলা মুসলিম ছিলেন, যিনি ১৮০৩ সালে সাপেলো দ্বীপে এসেছিলেন। দাস ত্বরান্বিত থাকাকালীন তিনি ধর্মীয় নেতা এবং ইমাম হন একটি ক্রীতদাস সম্প্রদায়ের জন্য যার প্রায় আশি জন মুসলিম পুরুষ তার বাগানে বাস করে। ১৮১২ সালের যুদ্ধের সময় মুহাম্মদ এবং তার নেতৃত্বে আশি জন মুসলিম পুরুষ তাদের মাস্টারের সাপেলো দ্বীপের সম্পত্তিকে ব্রিটিশ আক্রমণ থেকে রক্ষা করেন। জানা যায়, তিনি রমজান মাসে রোজা রাখেন, ফেজ ও কাফতান পরিধান করেন এবং পাঁচটি ওয়াক্ত ফরজ নামায ধারাবাহিকভাবে সম্পাদন করার পাশাপাশি মুসলিম ভোজ পালন করেন। ১৮২৯ সালে বিলালি ইসলামিক বিশ্বাস এবং অযুর নিয়ম, ফজরের নামাজ এবং প্রার্থনার আহ্বানের উপর তেরো পৃষ্ঠার আরবি রিসালা রচনা করেন। বিলালি ডকুমেন্ট নামে পরিচিত, এটি বর্তমানে এথেন্সের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে |
তালিবান পতনের পর নারী শিক্ষা ও কর্মের সুযোগের বিস্তার ঘটেছে। নারীরা পুনরায় শিক্ষক , ডাক্তার এবং সরকারি চাকুরিজীবি হিসেবে কাজ করতে পারছেন। নারী উকিলদের অংশগ্রহণে নারীদের সমানাধিকার নিশ্চিতে নারী বিচারক সংঘ গঠন করা হয়েছে। . তবুও, শিক্ষাক্ষেত্রে নারীদের অনুপস্থিতি লক্ষণীয়। ২০১১ সালের হিসেব মতে মাত্র ৩৭% নারী শিক্ষার্থী এবং মাত্র ১৫% নারী পড়তে ও লিখতে পারে। যদিও, দিন দিন আরো অধিক বিদ্যালয় স্থাপন হচ্ছে মেয়ে শিক্ষার্থীদের জন্য এবং উচ্চ শিক্ষায় নারীদের উপস্থিতি বাড়ছে |
“আমি কি করতে পারি তা সিটি সমর্থকদের দেখাতে মুখিয়ে আছি। আমি মনে করি, একত্রে আমাদের ভবিষ্যত দারুণ হবে |
অত দূরে নিভনদেশে যাওয়া সম্ভব নয় |
কলকাতা: রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা হবে। স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। নেতাজি ইন্ডোরের পাশে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। জানা গিয়েছে, সেখানে তৈরি হয়েছে zস্ট্রং রুম। বাইরে রয়েছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স এবং পুলিশ। সিসি ক্যামেরায় নজরদারি চলছে |