text
stringlengths
0
40.1k
এ মেলা অবশ্য বেশ প্রাচীন। স্থানীয়রা জানাচ্ছেন, মেলার বয়স প্রায় ৫১১ বছর। এবং এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বৈষ্ণব অনুষঙ্গও। কিংবদন্তিটি কী? বাসিন্দারা জানাচ্ছেন, সেসময় এই এলাকায় গোবর্ধন দাস নামে এক জমিদার ছিলেন। তাঁর একমাত্র সন্তান রঘুনাথ দাসের ধ্যানজ্ঞান ছিল নিত্যানন্দ মহাপ্রভু। তাঁর দর্শনের জন্য মাত্র ১৫ বছর বয়সে গৃহত্যাগী হন রঘুনাথ। গৃহত্যাগের কয়েক বছর পরে রঘুনাথ যখন ফিরে আসেন তখন তাঁর পরিচয় শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে কৃষ্ণরামপুরে উত্তরায়ন উৎসবের সূচনা হয়। সারাদিন ধরে নামকীর্তনের পাশাপাশি বিশাল এলাকা জুড়ে মেলা বসে
উত্তর কালিমান্তান () হল ইন্দোনেশিয়ার একটি প্রদেশ। এটি বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশের কালিমান্তানের উত্তরতম প্রান্তে অবস্থিত। উত্তর কালিমান্তানের উত্তর এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে আছে মালয়েশিয়ার রাজ্য সাবা এবং সারাওয়াক, এবং দক্ষিণে আছে ইন্দোনেশীয় প্রদেশ পূর্ব কালিমান্তান। এই প্রদেশের রাজধানী হল তানজুং সেলোর এবং তারাকান এখানকার বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র
ভার্চুয়াল মাধ্যমে ঝাড়গ্রামের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামে যেতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বার্তা দেন। বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করবে। আদিবাসীদের আত্মনির্ভর করবে বিজেপি। বনভূমির অধিকার আইন লাগু করবে বিজেপি
এবারের পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে বেশ কটি জেলায় ভালো ফল কলেছে বিজেপি। যার জেরে কার্যত নাভিশ্বাস উঠেছে শাসকদল তৃনমূল কংগ্রেসের। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের 66 টি পঞ্চায়েতের মধ্যে 8 টি এবং 6 টি পঞ্চায়েত সমিতিতল মধ্যে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি ও কুমারগ্রাম ব্লকেরই 1 টি জেলাপরিষদ আসন নিজেদের দখলে এনেছে বিজেপি। মোটের ওপর এ অসমের নগরকোট তিনটি চূড়ান্ত খসড়া থেকে 40 লাখ লোকের নাম বাদ যাওয়া নিয়ে নবান্নে আগেই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন কয়েক ঘণ্টার মধ্যেই অসমের প্রতিনিধিদল পাঠিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেবেন এবং সেইমতো অসম পরিদর্শনে যাচ্ছেন প্রতিনিধিদল। ২ রা আগস্ট যাওয়ার কথা হচ্ছে। সেই প্রতিনিধি দলে রয়েছেন অবশেষে ভেদ হল রহস্য। মধ্যমগ্রামের দিগবেড়িয়া এলাকার কারখানা চত্বরে মধ্যমগ্রাম পুরসভার তৃনমূল কংগ্রেসের 1 নং ওয়ার্ডের সভাপতি সুধীর দাসকে খুনের ঘটনায় তাঁরই সহকর্মী 70 বছর বয়সী শিবপদ সরকারকে গ্রেপ্তার করল পুলিশ
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি এসেছে। ওই ভবন থেকে প্রত্যেককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি
শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয় পুরো ক্যারিয়ার জুড়ে লাইন-লেন্থ ধরে রাখার দারুণ গুণ ছিল নিউজিল্যান্ডের হয়ে ৪৩টি টেস্ট ও ১১৪ ওয়ানডে খেলা পেসারের
• গ্রোথ হরমোনের জন্ম: যে সব হরমোন শরীরের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, সেগুলোকে বলা হয় গ্রোথ হরমোন। এগুলো ঘুমের মধ্যেই নিসৃত হয়। ওই জন্যই আচমকা একদিন ঘুম থেকে উঠে মনে হয়, একটু লম্বা হয়ে গিয়েছি! এছাড়া এই হরমোন রক্তে শর্করার পরিমাণে ভারসাম্য বজায় রাখে
ঈদুল আজহার আগে থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব মেনে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। ঈদের পরও সেটা চলে। গত চারদিন অনুশীলন বন্ধ। আজ থেকে দলীয় অনুশীলন শুরু হচ্ছে। মুমিনুলদের স্কিল বাড়াতে কোচিং স্টাফদের সবাই উপস্থিত থাকবেন। স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি আজকালের মধ্যে দলের সঙ্গে যোগ দিবেন। বাবার মৃত্যুর জন্য টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। তবে আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক। বিসিবি চাইছে যদি শ্রীলঙ্কা সফর হয়, তাহলে পুরো দল এক সঙ্গে ঢাকা ছাড়বে। করোনা ইস্যু নিয়ে অবশ্য জটিলতার শেষ হয়নি। শ্রীলঙ্কার শর্ত না মেনে নতুন শর্ত দিয়েছে বিসিবি। সেটা নিয়েই এখন কথা বলছে দুই পক্ষ। এ বিষয়ে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ওরা এখনো ই-মেইলের উত্তর দেয়নি। তবে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। উত্তর পেতে আরও দুই-চারদিন লাগবে। আশা করছি তারা শর্ত শিথিল করবে। কারণ, দেশটির সর্বোচ্চ মহল চাচ্ছে সিরিজটি মাঠে গড়াক।’ উল্লেখ্য, শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী নামল রাজাপক্ষের বাবা মাহেন্দ্র রাজাপক্ষে দেশটির প্রেসিডেন্ট
গাজীপুরে মাদক, সন্ত্রাস, কিশাের গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়ােলেন্স বিরােধী সমাবেশ অনুষ্ঠিত - Update Satkhira আজ ১৫ জানুয়ারী রােজ শুক্রবার, বেলা- ৩:০০ ঘটিকায় মরকুন টিএন্ডটি কলােনী মাঠে মাদক, সন্ত্রাস, কিশাের গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়ােলেন্স বিরােধী সমাবেশ এবং টঙ্গী “মরকুন টিএন্ডটি বাজার” ও “নতুন বাজার” ডিজিটাল সার্ভিলেন্স (সিসি ক্যামেরা)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মােঃ জাহিদ আহসান রাসেল এম.পি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষীণ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা
আজ সোমবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে স্থানীয় সময় সকালে সাড়ে ৯টায় ওই হটলাইন সেবা উদ্বোধন করেন পবিত্র উমরাহ পালনে আসা বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
আরো জানা যায়, আকবরকে গ্রেপ্তারে এসপি ফরিদ উদ্দিনের নির্দেশে কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত নিরাপত্তা জোরদার করেন দুই থানার ওসি। তখন কানাইঘাট সীমান্তে সোর্স হিসেবে শাহাব উদ্দিনকে নিয়োগ দেন ওসি শামসোদ্দোহা। শাহাব উদ্দিন স্থানীয় সালেহ আহমদকে এ ব্যাপারে সহযোগীতা করার জন্য বলেন। ডনা এলাকার খাসিয়াদের সাথে রহিমের ভালো সম্পর্ক থাকায় সালেহ আহমদ চুক্তিতে আব্দুর রহিমকে নিয়োগ দেন। কানাইঘাট থানার ওসির পরামর্শক্রমে শাহাব উদ্দিন ও সালেহ আহমদের নির্দেশে আকবরকে খাসিয়া সীমান্তে এনে আব্দুর রহিমের কাছে হ্যান্ডওভার করেন শিলচরে থাকা ওই সোর্স। এরপর আব্দুর রহিম জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন আকবরকে। ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, একটি পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধছেন কয়েকজন যুবক। এ সময় চারপাশ ঘিরে রাখেন স্থানীয় কিছু মানুষ। তার পায়ে রশি বাঁধা ছিল। সেই বাঁধন খুলে আকবরের বাহু বাঁধছিলেন যুবকরা। এসময় ওই যুবকদের একজনের কাছে একটি ফোন আসে ফোনটি সাদা গেঞ্জি পড়া যুবকের কাছে এনে দেন অপর যুবক সাদাগেঞ্জী পড়া ওই যুবক (বাংলাদেশী রহিম উদ্দিন) ওপর প্রান্ত কথা বলা লোককে সালেহ বলে সম্বোধন করেন এবং বলেন ওসি স্যারকে বলে দাও আমি তাকে পাইছি লইয়া রওয়ানা দিরাম। সে আমার সাথে আছে। আমার নেট নাই। এ কথা বলেই লাইন কেটে দেন রহিম উদ্দিন। মুলত রহিম উদ্দিন পুলিশের প্রধান সোর্স সালেহ আহমদকে ফোনে এসব কথা বলেছিলেন। কানাইঘাট থানার ওসি সামসুদ্দোহা ও ২নং লক্ষীপ্রসাদ ইউপি চেয়ারম্যান জেমস লিও ফার্গুশন নানকার একান্ত প্রচেষ্টায় গ্রেপ্তার করা হয় আকবরকে। তবে দুই দেশের সীমান্ত আইন ও নানাবিধ জটিলতার কারণে সিলেট জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ কোন বক্তব্য দিতে রাজি হননি। বিভিন্ন মামলার রায় ইংরেজি ছাড়াও আরও ৭টি ভাষায় ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই ৭টি ভাষায় পাওয়া যাবে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার রায়। এই কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এত দিন এই রায় কেবল ইংরেজি ভাষায় ওয়েবসাইটে প্রকাশিত হতো। এখন ইংরেজি ছাড়াও হিন্দি, তেলেগু, অহমিয়া, মারাঠি, কন্নড়, ওড়িয়া ও তামিল ভাষায় রায় প্রকাশিত হবে। সুপ্রিম কোর্টের রায় প্রকাশের ভাষার তালিকায় বাংলার নাম নেই। এ কারণে ক্ষুব্ধ এবং হতাশ পশ্চিমবঙ্গের মানুষজন। সুপ্রিম কোর্টের রায় বাংলা ভাষাতেও প্রকাশের দাবি উঠেছে। এই দাবির পক্ষে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়েছে
তবে এসব আশ্বাসেও ভরসা পাচ্ছেননা শ্রমিকরা। বরং অন্য এলাকার শ্রমিকরাও এসে ভূমি রক্ষার আন্দোলনে অংশ নিচ্ছেন কারণ তাদের ভয় ধীরে ধীরে এভাবে তাদের বাগানের জমিও হাতছাড়া হয়ে যেতে পারে
ধীরেধীরে তার হাস্যজ্জল বদন খানা সিক্ত মলিন হয়ে গেল মাথা চুইয়ে পড়া তরলে! ততক্ষনে মই বেয়ে নেমে আমি বাহিরে ভোঁ দৌড় দিলাম
ওষুধ বিক্রির সাথে সংশ্লিষ্টরা জানান, জেলায় ১০ হাজারেরও বেশি ফার্মেসি আছে এবং এর অর্ধেকের লাইসেন্স নেই। অধিকাংশ ফার্মেসিতে ফার্মাসিস্ট নেই। ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি না করার নিয়ম থাকলেও রোগীর মুখের কথা শুনে অথবা তাদের চাহিদামতো ওষুধ বিক্রি করছে ফার্মেসিগুলো। ভোক্তার কাছ থেকে ওষুধের বেশি দাম নেয়ারও অভিযোগ রয়েছে
ঘুমের আগে টিভি দেখা ঘুমের সমস্যা তৈরি করে
বেশ কয়েকটি উদ্যম তত্ত্ব রয়েছে। এই উদ্যম-হ্রাস তত্ত্ব একটি ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে যার মূল কথা হলো আমাদের কয়েকটি জৈব উদ্যম, যেমন ক্ষুধা। সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্যম সন্তুষ্ট না হলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে (এ ক্ষেত্রে খাওয়ার দ্বারা)। সন্তুষ্টি লাভ করলে এই উদ্যমর শক্তি কমে আসে। ফ্রয়েড-এর তত্ত্বের থেকে থেকে শুরু করে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ ব্যস্থা (যেমন থার্মোস্ট্যাট) অবধি বিভিন্ন ধারণা নিয়ে এই তত্ত্ব গড়ে উঠেছ
জানা গেছে, আবাসিক বাসার নির্ধারিত ভাড়া নির্ধারণের দাবিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্দোলন শুরু হলে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছিল। পরবর্তীতে অধ্যাপক মিজানউদ্দিন উপাচার্য হওয়ার পরও সেটি আলোর মুখ দেখেনি। এ ঘটনায় হতাশা ব্যক্ত করছেন শিক্ষকরা
(গান ২টা একটা স্লিপনটের স্নাফ আরেকটি মিনারের জানি। এই লেখাটা আমার সবচে ভয়ঙ্কর সময়ে লেখা, আমি প্রচণ্ড অস্থিরতায় এটি লিখেছিলাম। আবেগহীন একটা লেখা কিন্তু প্রতিটা শব্দে আমার যন্ত্রণাগুলো লুকিয়ে
পাবনার শ্রমিকদের সিরাজগঞ্জের শাহজাদপুরের শ্রমিকরা ফের মারধর ও গাড়ি ভাঙচুর করেছে। এ কারণে দুদিন ধরে পাবনা থেকে সব রুটে আবারো বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে
মিমরাজ:আগামী ১৯ অক্টোবর রোজ শুক্রবার অনলাইন ভিত্তিক সংগঠন জালকুড়িয়ান ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে করতে যাচ্ছে বিনামূল্য ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।ক্যাম্পেইন জালকুড়ি বাস স্টান্ডে সকাল ৯টা শুরু করে বিকাল ৪টা পযর্ন্ত চলবে।উক্ত ক্যাম্পেইনের সংগঠক অপু রায়হানের সাথে কথা বলে জানা যায় ক্যাম্পেইনে মূল উদেশ্য রক্তদাতা তৈরি করা।উক্ত ক্যাম্পেইনে আঞ্চলিক সংগঠনের বিভিন্ন ভলান্টিয়া উপস্হিত থাকবে যেমন বিডি ক্লিন নারায়ণগঞ্জ, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগার,আলোর হাসি,ব্লাড ফর নারায়ণগঞ্জ সই বিভিন্ন সংগঠন থাকবে।আয়োজকে ধারণা মতে ৮০০ মত মানুষের ব্লাড গ্রুপিং করা হবে।উক্ত ক্যাম্পেইন এর সংগঠক অপু রায়হান,উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা বিডি ক্লিন এর সমন্বয়ক এস এম বিজয়,সমন্বয়ক নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেট যুব প্রধান আশরাফুল অপু।সার্বিক সহযোগিতা থাকবে সীমান্ত,মেহেদী হাসান,মেহেদী২,মিন্টু, সজল,রনি,জিদনী ও শান্ত। ‘আমি এখন স্বাধীন, আমার জন্মদাতা আমাকে মুক্ত করে দিয়েছে। সব সন্তান বড় হলে তাকে বাবা-মা মুক্ত করে দেয়। এখন আমি সবার সাথে কাজ করতে পারব। এটা আমি কেন, যে কোনো শিল্পীর জন্যই অনেক সম্মান ও গর্বের। বাংলাদেশের শিল্পী সংকটের এতটুকু যদি পূরণ করতে পারি তাহলে আমার চলচ্চিত্রে আগমনকে সার্থক মনে করব। বাবা-মা আমাকে জন্ম দিয়েছে, যখন তারা মনে করেছে আমি আমারটা বোঝার মতো সচেতন তখন তারা আমাকে জাজের হাতে তুলে দিয়েছে। জাজ আমাকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সঠিকভাবে তৈরি করেছে। অভিভাবক হিসেবে তারাও মনে করছে আমি এখন অভিনয় করার উপযুক্ত, তাই আমাকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমার আশা থাকবে নতুন যাদের নিয়ে এসেছে তাদেরকেও সবার সঙ্গে কাজ করতে দেবে।’ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তাঁকে নিষিদ্ধ করার পর এভাবেই প্রতিক্রিয়া জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি। রবিবার ১৭ মে, বিকেল ৪টায় জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ মাহি অভিযোগ করেন, ‘গত কয়েকদিন আগে মাহির যে নোংরা ভিডিও প্রকাশ পেয়েছে, এমনকি দুদিন ধরে তাঁকে নিয়ে যেসব গোপন অভিসারের কথা পত্রিকায় প্রকাশ পেয়েছে তাতে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না। তাই জাজ সিদ্ধান্ত নিয়েছে মাহিকে নিয়ে আর কোনো সিনেমা নির্মাণ করা হবে না, কারণ এতে জাজের সুনাম নষ্ট হবে
সামনে খেলায় ১০ রানে বুকড হলেও আর কেউ হায় হায় করবে না
১৫৯৬- ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত। তিনি পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক হিসেবে স্বীকৃত। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক। তাছাড়া তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যকার সম্পর্ক নিরূপণ করেন
ঘটনার সময় পুলিশের ভূমিকা নীরব দেখা যায় বলে অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট
১৯৪৭ সালে দেশ ভাগের সময় কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও কাশ্মীর এবং লাদাখের একাংশ পাকিস্তান এবং অন্য অংশ ভারতের হাতে থেকে যায়। পাকিস্তানের কাশ্মীর অংশকে ভারত কোনোদিনই স্বীকার করেনি। ভারত ওই অঞ্চলটিকে পাক অধ্যুষিত কাশ্মীর হিসেবে চিহ্নিত করে। কাশ্মীর এবং লাদাখের সীমানায় অবস্থিত গিলগিট বালতিস্তান অঞ্চলটি নিয়ে তখন থেকেই দুই দেশের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। ভারতের দাবি, অবৈধ ভাবে পাকিস্তান ওই অঞ্চল দখল করে রেখেছে। বাস্তবে এলাকাটি ভারতের। কিন্তু পাকিস্তান কখনোই তা মেনে নেয়নি
রাজীব নুর বলেছেন: দাদা আপনি আসল পয়েন্ট টাই ধরেছেন। গ্রেট
বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগন ঘটতে পারে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাদে তারা নিজেরাই ঘায়েল হবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন
শত শত বছর ধরে দক্ষিণ ভারতীয় রান্নায় নারকেল তেল ব্যবহৃত হয়ে আসছে। আমাদের দেশেও ইদানীং রান্নায় নারকেল তেল ব্যবহার করছেন কেউ কেউ। অনেকের ধারণা, উচ্চ তাপে নারকেল তেল পুড়ে না, এছাড়া খাবারের বিষাক্ত উপাদানও বের হয়ে যায়। এ বিষয়ে বিশেষজ্ঞদের ভাষ্য, বাড়ির রান্না ততটা উচ্চ তাপমাত্রায় হয় না। রেস্তোরাঁয় মাঝে মাঝে উচ্চ তাপ ব্যবহার করা হয়। নারকেল তেল রান্নায় অলিভ অয়েলের মতোই কাজ করে
আইনজীবীকে রক্তাক্ত করলেন সাংসদঃ‘আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম
নির্বাচন চলাকালে ‘ফাইনাল ইলেকশন রেজাল্ট’ লিখে সার্চ দিলে আরেকটি ভুয়া খবর পাওয়া যেত, যাতে বলা হয় হিলারির থেকে সাত লাখ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। এর ফলে অনেকেই ধারণা করছেন, এসব প্রচারণা ও ভুয়া খবর ট্রাম্পের পক্ষে ভোট টেনেছে। তাই গুগল ও ফেসবুক এ ব্যাপারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে
এবার বাস আসলে আপনি উঠে বসুন। ও, এখান থেকে টিকেট নিলে কোন সিট নাম্বার দেয় না, এমনকি কোন কোন সময় টিকেটও দেয় না। হাতে লেখা একটা কাগজ দেয়। চিন্তার কিছু নেই। ওই কাগজ সুপারভাইজারকে দেখালেই হবে আর বাস খালিই থাকে, সিট পাবেন। যদি না পান, আরেকটু অপেক্ষা করে পরের বাসে যান। চার থেকে পাঁচ ঘন্টা পরেই আপনি পৌঁছে গেলেন কলকাতার মারকুইস স্ট্রিট-এ। ঢাকা-কলকাতা রুটের সব বাস এখানেই থামে
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বিভিন্ন দেশের সদস্যরা রয়েছেন। তারা ভিন্ন সংস্কৃতি এবং ভাষার হলেও তাদের সবার উদ্দেশ্য এক। সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় অবিরত কাজ করে যাচ্ছেন শান্তিরক্ষী মিশনের সদস্যরা। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই শান্তিরক্ষী মিশনের বিভিন্ন অপারেশনে বাংলাদেশের সদস্যরা অসীম সাহসিকতার সঙ্গে কাজ করছেন। ১৯৮৮ সাল .........বিস্তারিত ডেস্ক নিউজ : বিবস্ত্র নারীর চিত্ররূপ আমাদের সমাজের লিঙ্গ বৈষম্য দূর করার প্রেরণা হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে চতুর্থ ‘ঢাকা আর্ট সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আমি কোনো চিত্রশিল্পী নই। আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মুক্তিযোদ্ধা এবং একজন .........বিস্তারিত ডেস্ক নিউজ : আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার বেলা সোয়া দুইটায় প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত পত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। শনিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, .........বিস্তারিত ডেস্ক নিউজ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়িতে উদ্যানের গহীনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) অভিযান চালাচ্ছে। বনের মধ্যে অস্ত্র রয়েছে এমন তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যা থেকে অভিযান চালানো শুরু হয় বলে র‍্যাব-৯ এর পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। শুক্রবার রাত ১০টার দিকে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, অস্ত্রের সন্ধান .........বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে আরো নয়টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা নিয়েছেন ইরান। বর্তমানে মহাকাশে চারটি কৃত্রিম উপগ্রহ রয়েছে দেশটির। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে। আজ ৩ ফেব্রুয়ারি ইরানের জাতীয় মহাশূন্য প্রযুক্তি দিবস। ২০০৮ সালে মহাকাশে নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ উমিদ (আশা) পাঠানোর দিনটিকে মহাশূন্য প্রযুক্তি দিবস হিসেবে পালন করে দেশটি
না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: না আচার= অনাচার, না কাতর= অকাতর। এরূপ- অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি
আইভী বলেন, এবার ষড়যন্ত্র অত্যন্ত গভীর হচ্ছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করে ন্যায় এবং সত্যের পথে থাকার জন্য আপনাদের দোয়া চাই। নারায়ণগঞ্জের জুলুম অত্যাচারের বিরুদ্ধে যাতে রুখে দাঁড়িয়ে উন্নয়ন করতে পারি সেই দোয়া চাই। রেলওয়ে যখন আমাদের বাধা দিয়েছিল তখন বৃহত্তর দেওভোগবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছিল
আজ নিশ্চয়ই সারাটা দিন নেচে পার করে দিতে পারেন বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা। আর নাচবেনই না কেন, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আজ ৩০ মিলিয়ন অনুসরণকারীর সংখ্যা অতিক্রম করেছে। খুব কম বি-টাউনবাসীই এই মাইলফলক ছুঁয়েছেন
সেদিনের আক্রমণে ড. রেজার মাথায় একটা ঢিল লাগলেও নুর অক্ষত ছিলেন এবং পুলিশের গাড়িতে বসেই তিনি ফেসবুক লাইভে নাতিদীর্ঘ ভাষণ দেন। বিস্ময়কর ও অপ্রাসঙ্গিক যে, তিনি ওই ভাষণে প্রধানত ভারতকে দোষারোপ করে বিষোদ্গার করেন
শাহবাগের আন্দোলন শেষ হয়ে গিয়েছিল সেই ৮ তারিখেই । তার পর যা হয়েছে , তা ছিল সরকারী পয়সায় সরকারী দালালদের মাধ্যমে তরুন আর জনগনকে ভুল বোঝানো , অসৎ পথে চালিত করা
আব্বু শুনে বললেন তো আসবে! তা মেহমানদের কি খাওয়াবি? কেশর, পানি সিঙ্গারা, জিলিপি, চিনির গজা। আইটেম বাড়েনা। হাট থেকে বাবা ফিরতেই ব্যাগে ঝাঁপিয়ে পড়ি। ছোটভাইয়া মনে করিয়ে দিলো নারকেলের নাড়ু আছেনা? আব্বু বললেন না না এটুকুতে হয়নাকি? মেয়ের বিয়ে বলে কথা। একটু বুঁদিয়া করে দিও গো, আর কয়টা পিঠা ভেজে দাও তেলে। আম্মু হেসে বললেন আচ্ছা
কবিতা ভাল লেগেছে আপু চমৎকার
মান্না বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন
আমারো ধারনা কোন যুদ্ধ হবে না। অন্তত ২/৪ মাসে না
রাস্তার পাশের থেকে নিজেকে বাঁচাতে এবং তার সত্যিকারের ভালবাসার সন্ধান করতে মাহি নিজেকে একজন কালো মহিলা হিসাবে ছদ্মবেশ দিতেন। এদিকে একটি নম্র ছেলে আপন এবং একটি গুন্ড-টাইপড ছেলে সোনারাম তার প্রেমে পড়ে যায়
২০০৪ এর ৩১ ডিসেম্বরে ন্যাশনাল এ্যাসেম্বলী একটি এ্যামেন্ডমেন্ট দেয় বৈষম্য বিরোধী আইনের, এ আইনে সমকামবিরোধী কোনো মন্তব্য করা যাবেনা বলা হয়। সমকামিতার বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্য ৪৫,০০০ টাকা জরিমানা এবং/অথবা ১২মাস কারাদণ্ডকে মানবতাবিরোধী আখ্যা দেয় 'রিপোর্টার্স উইদআউট বর্ডার্স' নামের একটি মানবাধিকার সংগঠন। কিন্তু রাষ্ট্রপতি জ্যাক শিরাক এই আইনের পক্ষে কথা বলে বলেন যে সমকাম-বিরোধী হিংস্রতা বন্ধের জন্য আইনটি জরুরী। শিরাক সরকারের এক সংসদসদস্য 'ক্রিশ্চিয়ান ভান্নেস্টে' (শিরাকের নিজেরই রাজনৈতিক দল 'ইউনিয়ন ফর এ পপুলার মুভমেন্ট' এর সদস্য) ২০০৬ এর জানুয়ারী মাসে এই আইনের কবলে পড়েন সমকামবিরোধী মন্তব্য দেওয়ার জন্য, যদিও তার অপরাধ পরে ক্ষমা করে দেওয়া হয় তার 'কোর্ট অব ক্যাসেশন' এ আবেদন করার ফলশ্রুতিতে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশিরের চিত্রনাট্যে নির্মিত হচ্ছে টালিগঞ্জের চলচ্চিত্র ‘শহরের উপকথা’। ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নাট্যকার বাদল সরকারের বিখ্যাত মঞ্চ-নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন আশরাফ শিশির। কলকাতার চলচ্চিত্রের জন্য এটিই তার প্রথম চিত্রনাট্য। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়, লামা হালদার, প্রদীপ ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, সন্দীপ মন্ডল, অরিত্র দত্ত, অর্পণ বসু, শুভাশিস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন পরবর্তী দেশের অর্থনীতিকে জাগিয়ে তুলতে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রতিরক্ষা ক্ষেত্রে খরচ কমাতে, এবং বিনিয়োগ বাড়াতে খানিকটা বেসরকারিকরণ এবং খানিকটা ‘আত্মনির্ভরতা’র পথে হাঁটছে কেন্দ্র। শনিবার এ বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলার সেই ঘোষণাগুলিকে স্বাগত জানাচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশন। ডিআরডিও ( DRDO) প্রধান জি সতীশ রেড্ডি বলছেন, নির্মলার ঘোষণার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে ভারত
তলের সংখ্যা অনুসারে বহুতলকদের বিভিন্ন রূপভেদ পাওয়া যেতে পারে। যেমন, টেট্রাহেড্রন বা চতুষ্কতলকে চারটি ত্রিভুজাকার তল থাকে যাদের তিনটি একই সাধারণ শীর্ষে মিলিত হয়
এ সময় অনশনরত চেয়ারম্যান শামীম খান বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদে কোনো অনিয়ম দুর্নীতি করলে সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় তার প্রমাণ থাকবে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি জানাই
গতকাল শনিবার অ্যাডেক্সেলের আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ‘সিক্সথ একাডেমিক অ্যাওয়ার্ড সিরিমনি’ অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
আরটিভিতে ২টা ১০ মিনিটে থাকছে আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ‘তুমি আমার মনের মানুষ’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস
মিলাদুন্নবী উপলক্ষে মিশরের আওকাফ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেন যে নবী ও রাসুলদের অবমাননা "উচ্চ ধর্মীয় মূল্যবোধের অবমূল্যায়ন
বিদেশে প্রথম শহীদ মিনারঃ জাপানের রাজধানী টোকিওর ইকেবুকুরো পার্কে ২০০৬ সালের ১৬ এপ্রিল উদ্বোধন হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি ইতিমধ্যে সুইডিশ ও জাপানিজ ভাষায় অনূদিত হয়েছে। ক্যাঙ্গারুদের সামনের পা, পেছনের পা থেকে কিছুটা ছোট হয়। অন্যভাবে বললে, পেছনের পা বেশ বড়ো হয়। শুধু বড়োই নয়, শক্তিশালীও হয় ভীষণ। এই পায়ের ওপর ভর দিয়েই ক্যাঙ্গারুরা একেকবারে তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত লাফিয়ে পেরুতে পারে! আর যখন শিকারীরা তাড়া করে, তখন এই লাফের দৈর্ঘ্য কতো হয় জানেন? সাত থেকে নয় মিটার! আর ওদের যে মোটাসোটা লেজটা আছে, সেই লেজের উপর ভর দিয়ে জাঁকিয়ে বসাটা ওদের দারুণ পছন্দ। তাছাড়া, লাফ দেওয়ার সময় এই লেজ ওদের ভারসাম্যও রক্ষা করে থাকে। সবাই মনে করে উট-ই বুঝি সবচেয়ে বেশিদিন পানি পান না করে থাকতে পারে। কিন্তু অদ্ভুত তথ্য হলো, একটা ইঁদুর, উটের চেয়েও বেশিদিন পানি পান না করে বেঁচে থাকতে পারে। চলতি বছর পবিত্র হজব্রত পালন করতে এসে মক্কায় মোহাম্মদ আমির হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে মক্কা হজ অফিস সূত্রে জানা গেছে। মোহাম্মদ আমির নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ১৫ জুলাই সৌদি আরব আসেন এবং ১৬ জুলাই মক্কা নগরীতে মারা যান। ২০১৭ সালে হজ পালনে সৌদি আরব এসে ১৫২ জন বাংলাদেশি মারা যান। এর মধ্যে পুরুষ ১১৯জন এবং নারী ৩৩ জন। ২০১৮ সালে হজ পালনে সৌদি আরবে এসে এটিই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি যেন আবারও মূলধারার ক্রিকেটে ফিরে আসার মঞ্চ হিসেবে গড়ে উঠেছেন শান্তাকুমারন শ্রীশন্থের জন্য। দুই বারের বিশ্বকাপজয়ী এই অভিজ্ঞ পেসার দীর্ঘ নির্বাসন কাটিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে মরিয়া। সেই কারণে নিজের রাজ্য কেরালার হয়ে ভালো পারফর্মেন্স করতে মরিয়া শ্রীশন্থ। প্রথম ম্যাচে পুদুচেরির বিরুদ্ধে দারুণ পারফর্মেন্সের পর শ্রীশন্থের সামনে বড় চ্যালেঞ্জ ছিল শক্তিশালী মুম্বই
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যারা অতিরিক্ত মানসিক চাপের মধ্য দিয়ে যান তাদের হৃদ-স্পন্দনের পরিমাণ তুলনামূলক কম থাকে। ফলে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়
“বোলিংয়ের দিক থেকে, সবাই চায় সবসময় সঠিক লিংথে বল রাখতে। প্রথম দুই দিনে আমরা তা করার সর্বোচ্চ চেষ্টা করেছি… হয়তো কখনও কখনও আরেকটু ফুলার লেংথে বল করতে পারতাম আমরা। তবে আমরা তার পরও সুযোগ সৃষ্টি করেছি, কিন্তু তা নেওয়া হয়নি
রাত ২টা বেজে ৪৫ মিনিট। আমার বেডরুমের এক কোনে রিডিং ল্যাম্পের আলোয় পড়ছি আরিত্রিকার ডায়েরী।যতই পড়ছি ততই অবাক হচ্ছি! মানুষের জীবন, মানব মনের বৈচিত্রতা, জটিলতা, রাসায়নিক ক্রিয়াকান্ডগুলোর হের ফের সত্যিই আশ্চর্য্যজনক! সিনেমার ঘটনাগুলোকেও বুঝি হার মানায় সেসব
গাজীপুর জেলা কারাগার থেকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) পুলিশ ও র‌্যাব সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বলয়ে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল
রহিম আবারো শরমের হাসি দিয়া কইলো ‘ ভাই অর্ধেক কামের মাঝে আপনে উইঠা দিলেন দৌড় , আমিও দিলাম দৌড় , বাকি অর্ধেক দৌড়াইতে দৌড়াইতেই... ‘ রহিম আর কিছু কইতে পারলোনা। শরমে তার মুখ লাল হইয়া আছে
ভিটামিন বি১২-এর ঘাটতি সহজেই চিকিৎসা করা যায়। এই ভিটামিন পানিতে দ্রবণীয় ও নন-টক্সিক। এটা খাওয়া যায়, আবার ইনজেকশনের মাধ্যমেও নেওয়া যায়। এ ছাড়া ভিটামিনবি১২ সমৃদ্ধ খাবার খেয়েও এর ঘাটতি পূরণ করা যায়। তবে যেকোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ৮৮ বছর বয়সী বিপ্লবী এই নেতা এখনো প্রাণশক্তিতে ভরপুর
তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী জে জয়ললিতা দুই মাস আগে ঘোষণা দিয়েছিলেন আরো বাড়ানো হবে মাতৃত্বকালীন ছুটির সময়। এবার স্থানীয় সরকার সেই ঘোষণা বাস্তবায়িত করার জন্য সরকারি অর্ডার ইস্যু করলেন
বিড়ালদের নিয়ে সিনেমা উত্‍সব। শুনে কি একটু ঘাবড়ে গেলেন? শুনতে আজব লাগলেও মার্কিন মুলুকে এখন চলছে মার্জার-উত্‍সবেরই তোড়জোড়। বিড়াল-প্রেমীরাও বেজায় ব্যস্ত ইন্টারনেট ক্যাট ভিডিও ফেস্টিভ্যাল নিয়ে
আবার আমি এটার দ্বারা একরকমের আশ্বাস ও বোঝাই
সেই নিয়ে দিল্লি সীমানায় টানা দেড় বছর আন্দোলন চালিয়ে যান কৃষকরা। বিতর্কিত তিনটি আইন প্রত্যাহার এবং সরকার ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন উঠবে না বলে সাফ জানিয়ে দেন কৃষকরা
আপনার প্যাকেজিং লাইনে এফকেজে -100 একা দাঁড়িয়ে ব্যবহার করা যেতে পারে, বা প্যারেন্ট প্যাকেজিং মেশিনে সংযুক্ত করা যেতে পারে যেমন ফ্লো র‍্যাপার, একটি উল্লম্ব ফর্ম-ফিল-সিল মেশিন, একটি 3-ডি ওভারর্যাপিং মেশিন, একটি সঙ্কুচিত মোড়ানো মেশিন, বা বোতলজাতীয় লাইনে ইত্যাদি The প্যাকেজিং লাইনে একাধিক ফিডারগুলিকে নিয়ন্ত্রণ করতে এবং একটি প্রোগ্রামেবল সংমিশ্রনে খাওয়ানো আইটেমগুলিকে মেশানো সক্ষম করার জন্য শক্তিশালী কলারমার্ক অ্যাসার্টমেন্ট সফ্টওয়্যার
ড.মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক - The Bangladesh Beyond ড.মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক - The Bangladesh Beyond প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রওশন রহমান ইভা আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ময়মনসিংহের গফরগাঁওয়ে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(অষ্টম শ্রেণীতে উন্নিত) সুপেয় পানির টিউব ওয়েলটি প্রায় ৬ মাস ধরে অকেজো থাকায় চার শতাধিক কোমলমতি শিক্ষার্থী সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় তৃষ্ণা পেলে শিক্ষার্থীরা বিদ্যালয় সংলগ্ন দোকান অথবা পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে পানি পান করে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি
কিছু দূরপাল্লার ট্রেন যাত্রাপথ পরিবর্তন করে দমদম, ডানকুনি হয়ে চলাচল করবে এবং দক্ষিণেশ্বর ও ডানকুনিকতে থামবে
১২২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন চট্টগ্রামের দুই ওপেনার লেল্ডন সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকি
মঙ্গলবার পঞ্জাবে শেষ হল কংগ্রেসের খেতি বাঁচাও আন্দোলন কর্মসূচি। তবে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন এখনই থামবে না বলে দাবি করেন রাহুল গাঁধী। তাঁর মন্তব্য, "ছ'মাস পরে দেশের যুব সমাজ কাজ পাবে না, এবং দু মুঠো ভাতও জুটবে না দেশের মানুষের।" তিনদিনের কর্মসূচিতে পঞ্জাবে ট্র্যাক্টর চালাতে দেখা যায় রাহুলকে
“সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলাকারীদের পার পাওয়ার সংস্কৃতি, যেখানে লেখকরা খুন হলেও খুনিদের বিচার হয় না, বন্ধ করতে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি
আসুন আমরা নিজ নিজ সামর্থ অনুযাযী অর্থ, টচ লাইট,পানি,কাপড়,খাবার স্যালাইন ওষধ নিয়ে তাদের পাশে দাড়াই
মেক্সিকোর মূল ভূখণ্ডে পৌঁছানোর সময় ঝড়টির নিয়ে আসা বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত। এতে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের ৬ জন একই পরিবারের, বলে জানিয়েছেন ভেরাক্রুজ রাজ্যের কর্মকর্তারা। রাজ্যটির উপকূলীয় শহর টেকোলুতলার বাসিন্দারা হারিকেন গ্রেইসের তাণ্ডবকে ‘ভয়াবহ’ অ্যাখ্যা দিয়েছেন
ওপেনিংয়ে হাফিজের সঙ্গে আজ দারুণ ব্যাটিং করেছেন তরুণ ইমাম-উল-হকও। যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে পাকিস্তান। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে ২৫৫। ইমামকে অবশ্য বড় একটা আক্ষেপ নিয়ে ফিরে যেতে হয়েছে। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের সম্ভাবনা জাগিয়ে ফিরে গেছেন ৭৬ রনে
এ ছাড়া ভাইস চেয়ারম্যান মহিলা পদে ফুটবল প্রতীকের প্রার্থী রুমী খানম ১০ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী কলস প্রতীকের প্রার্থী নাজমুন্নাহার নাজু পেয়েছেন ৮ হাজার ৪৩৯ ভোট
আর মাত্র কয়েকদিন। দিল্লিতে সাধারণতন্ত্র দিবস উপযাপনের প্রস্তুতি তুঙ্গে। ২৬ জানুয়ারি রীতিমাফিক নয়াদিল্লির ইন্ডিয়া গেট লাগোয়া রাজপথে কুচকাওয়াজে অংশ নেবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে আসবেন বিদেশি অতিথিরা। কিন্তু, রাজধানীর বুকে সাধারণতন্ত্র দিবসে হামলা চালাতে পারে জঙ্গিরা! গোয়েন্দাদের সতর্কবাতায় নড়চড়ে বসেছে দিল্লি পুলিশ। শহরে জুড়ে জারি হাই অ্যালার্ট। সন্দেহভাজন জঙ্গিদের সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৯৩৭ জন এবং মারা গেছে ছয় লাখ ২৪ হাজার ৭১৫ জন
চট্টগ্রামে যুবকের মারধর থেকে বোনকে বাঁচাতে গিয়ে আরেক যুবক খুন হয়েছেন। তার নাম হেলাল হোসেন। তিনি গার্মেন্ট কর্মী
করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২ কোটি ৪০ লক্ষ টাকার অনুদান দিয়েছে। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি এবং সিইও আরিফ খান। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক গ্রহন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস
নাজমা সুলতানা কাজ করছেন কাটওয়াক, অ্যামব্রয়ডারি, সুতার কাজ। তাঁর পণ্যের মধ্যে রয়েছে চাদর, থ্রিপিস, শাড়ি, কুশন কভার, বাচ্চাদের পোশাক, টেবিল ম্যাটসহ অনেক কিছুই। আর আয় কেমন? নাজমা জানান, ২০২০ সালের মার্চ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় হয় তাঁর। আর মান? নাজমার স্পষ্ট উচ্চারণ, ‘আমি কাপড় নিয়ে যেহেতু কাজ করি, কাপড়ের কোয়ালিটি এবং রঙের কোয়ালিটির দিকে নজর দিই বেশি। সব সময় চেষ্টা করি নিজে যাচাই করে কাপড় কিনতে
যৌন-পর্যটনের সঙ্গে যে মেয়েরা জড়িয়ে পড়েন তাদের অনেকেই আবার নিজগৃহেই আত্মীয়-স্বজন, প্রতিবেশী কিংবা পরিবারের সদস্যের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। তাদের বাঁচার জন্যে বাড়ি থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। রাস্তায় থাকা কিংবা যৌনকর্মী হিসেবে মেয়েদের খোঁজে ঘুরে বেড়ানো দালালদের খপ্পরে পড়তে বেশি সময় লাগে না। আর একবার যদি যৌন-পর্যটনের দালালদের কাছে তারা আটকে যায়, তবে আরো কোনো কথা নেই। এরা প্রথমেই অর্থ, খাবার আর আশ্রয় প্রদান করে। আর কী চাই তাদের! পরে স্থান হয় পতিতালয়, সেক্স বার এবং প্রাপ্তবয়স্কদের ক্লাবে ঠাঁই হয়
অ্যামাজন বৃষ্টিঅরণ্যের বিধ্বংসী আগুন নেভাতে ২.২ কোটি ডলার সাহায্য করবে জি৭ রাষ্ট্রসমূহ, সোমবার জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
তিনি বলেন, প্রকৃত পরিবর্তন আনতে এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা যদি তাদের শপথ ভঙ্গ করেন তাহলে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমাদের পদক্ষেপ নিতে হবে
এদিনের বৈঠকে জানানো হয়েছে "জুন মাসের ২৯ ও জুলাইয়ের মাসের ২ ও ৬ তারিখ হবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা"
বলুন নিশ্চয়ই বলবেন। তার আগে বলুন অপরিচিত পরিবেশে অজানা অচেনা লোকজন নিজের আপন কেউ যেখানে নেই সেখানে পুরো পরিবারের কি কোনো দায়িত্ব নেই বৌকে আশ্বস্ত করার? তাকে স্বাভাবিক করার? এটা না করা ইসলামের দৃষ্টিতে অপরাধ। মেয়েও চারিদিকে যা দেখে জেনে আসে তাতে তার অনভিজ্ঞ মানসিকতার নেতিবাচক প্রভাব দুর করা শাশুড়ী ও স্বামীর পরিবারেরই দায়িত্ব। শাশুড়ী শশুর বুড়া হবেন দুর্বল হবেন বউয়ের মনের নেতিবাচক ধারণা দৃঢ় হলে দুর্ভোগ তাদেরই। এমনকি যদি বিচ্ছেদের মতো ঘটনা ঘটে তো তাদের ছেলে পৌত্ররাই ক্ষতি গ্রস্ত হবে। 👉 শাশুড়িকে,মা, বলে ডাকতে হবে কারণ,,মা,,ডাক হলো , পৃথিবীর শ্রেষ্ঠতম ডাক ।মা, মা বলে ডাকাও সহজ নয়। যাকে তাকে মা ডাকা যায় না। মা ডাক শোনার মতো স্নেহময়ী হতে হয়। আমি নিজের কাপড় ধুতে অভ্যস্ত নই, এটা বলা আমার জন্য এতো সহজ নয়, যত সহজে উপদেশ দিলেন। এটা তো আমার উপর অত্যাচার। 👉 যখন নামাজের সময় হবে, আপনি ওজুর পানি এগিয়ে দেবেন,আর বলবেন যে নিন ওজু করে নামাজ আদায় করে নিন ,,আর আপনি ও নামাজ আদায় করে নিবেন । শাশুড়ী যদি নামাজ না পড়েন। এক বউ ছোট বাচ্চা সামলে তার এবাদত গুজার শাশুড়ীর খুব যত্ন করতো। আমি ইম্প্রেসড হয়ে শাশুড়ীর সাথে আলাপ করে জানলাম মহিলা কোনো দোয়া কালাম কিচ্ছু জানেনা। বউ যেন তার সেবা যত্ন করে তাই সে জায়নামাজ থেকে নামেই না। 👉 আর যখন খাবারের সময় হবে আগে শাশুড়ির খাবার দেবেন তাহলে সে আরো , আপনার উপর খুশি হবেন ইনশাআল্লাহ ।এটাতে মন্তব্য করব না। প্রতিশোধ স্পৃহা না জাগা পর্যন্ত ছেলের কাছে মায়ের বদনাম দুরে থাক সত্য অভিযোগ করার ও সাহস পায় না। কুমিরের চোয়ালে আটকে থেকে নড়াচড়া সাবধানে করতে হয়। 👉 মাঝেমধ্যে আপনি শাশুড়িকে বলেন,”মা” আমার ব্যবহার দ্বারা কি আপনি কষ্ট পাচ্ছেন? পেয়ে থাকলে আমাকে বলবেন আমি সংশোধন হয়ে যাব! বৌ শাশুড়ীর সম্পর্ক আল্লাহর নির্দেশ অনুযায়ি হওয়াটা কাম্য। বউ কে সম্মান করতে হবে। বউকে মেয়ের নজরে দেখলে বূউ আপন হবে। অন্যের অনভিজ্ঞ আদরের সন্তানকে সেভাবে মূল্যায়ন করতে হবে এটা বৌয়ের মা বাবার প্রতি শশুর পক্ষের গুরু দায়িত্ব। কারণ তারা তাদের কন্যাকে বিশ্বাস করে আপনার ছেলে কে দিয়েছেন
অঞ্চল-৪ এর আনিক মো. হায়দর আলী কাজী আলাউদ্দিন রোড ২৫টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় আজাহার মার্কেটের বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার এবং একটি বাড়ির ছাদে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ২২টি বাড়ির মালিককে ছাদে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য নির্দেশনা প্রদান করেন
করোনাভাইরাস কি? করোনাভাইরাস বা COVID-19 হ'ল একটি সংক্রামক রোগ
সাত বছর আগে কোনো মেজর শিরোপার জন্য ভেনাস ও সেরেনা একে অন্যের সাথে লড়েছিলেন। ২০০৯ এ উইম্বলডনের ফাইনালেই লড়েছিলেন তারা। মঙ্গলবার দুই বোন উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেছেন। এখন ফাইনালে লড়ার সম্ভাবনা সত্যি করতে সেরেনাকে সেমিতে হারাতে হবে রাশিয়ার ইলেনা ভেসনিনাকে। আর ভেনাসকে জিততে হবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিনা কারবারের সাথে। তাহলে হবে আরেকটি স্বপ্নের অল আমেরিকান, অল উইলিয়ামস ফাইনাল
বিশেষ করে সংখ্যালঘু, উপজাতি হিসেবে অখ্যায়িত করে একটা জাতিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অথচ এই দেশে সবার অধিকার সমান। মুজিবনগর সরকারের ইতিহাস কিন্তু তাই বলে। আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাঙলার অর্থই হচ্ছে এই দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে। তাহলে কী একজন মানুষকে সংখ্যালঘু, উপজাতি বলে কটাক্ষ করার অপরনাম মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে না? আশাকরি সবাই বিষয়টি বুঝতে সক্ষম হবেন
আমার জন্মদাতা পিতা আমার উপর সব সময় নিপীড়ন চালাত,১৪ বছর বয়সে এক পুত্র গর্ভধারণ করার পর এই ঘটনা বন্ধ হয় (যাকে আমি প্রচণ্ড ভালোবাসি)। মনে হচ্ছিল আমার সামনে এক ঘোর অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু আমি সেই অন্ধকারকে আসতে দেইনি। আমি আমার পুত্রকে নিয়ে সামনে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম এবং আজকে ( এই ঘটনার নয় বছর পর) আমি গর্বের সাথে বলতে পারি যে আমার জীবনে যদি কিছু থেকে থাকে, তাহলে তা হচ্ছে আলো, সুখ এবং ভালভাবে বেঁচে থাকা
গবেষণাপ্রতিষ্ঠান সিআরপি বলছে, ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন আমেরিকার ইতিহাসে প্রথম ব্যক্তি, যিনি এক বিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনের সময় ৯৫০ মিলিয়ন ডলার পেয়েছেন তাঁর সর্মথকগোষ্ঠী থেকে। এই অনুদান বাইডেন এবং ট্রাম্পের ব্যক্তিগত। দলের হিসাব আলাদা
তবে, সৎ ও দক্ষ কর্মকর্তারা যাতে বদলির খড়গে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্যও শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়ে রেখেছেন। শিক্ষা ক্যাডারের ড্যাম্পিং স্টেশন হিসেবে পরিচিত জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রথম দফায় আট জনের পর দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি বদলি করা হচ্ছে এখান থেকেই। দ্বিতীয় তালিকায় এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাও রয়েছেন। এনসিটিবিতে চেয়ারম্যানের বাইরে আরেকটি সিন্ডিকেট গড়ে তুলেছেন প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। বিতর্কিত এই কর্মকর্তা শিক্ষামন্ত্রীর পিএস নাজমুল হক খানের ভগ্নিপতি। সে প্রভাবে তার পা মাটিতে পড়ে না বলে এনসিটিবির কর্মকর্তারা দৈনিকশিক্ষাকে জানিয়েছেন। জানুয়ারি মাসে তার স্ত্রী তৌফিকা আক্তার এনসিটিবিতে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ওএসডি হয়েছেন
নিউজ ডেক্স : ইভিএমে ভোটের সংখ্যার প্রিন্টেড কপি না দেওয়া, ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব না দেওয়া এবং নিজের ৪ থেকে ৫ শতাংশ ভোট কেড়ে নেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি মামলা করবেন বলে জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। রোববার (৩১ জানুয়ারি) দুপুর একটায় নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নানান অনিয়ম তুলে ধরে আবারও সিটি করপোরেশন নির্বাচনের দাবি জানান। বাংলানিউজ ডা. শাহাদাত বলেন, ভোটের দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬০টি কেন্দ্রে ঘুরেছি। সব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্রে আসতে দেয়নি। নির্বাচনের আগে থেকে তাদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয় পুলিশ। তিনি বলেন, ভোটের হিসেব প্রিন্টেড কপি চেয়েছিলাম কিন্তু তারা আমাদের সাজানো কপি দিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব চেয়েছিলাম, তারা দিতে পারেনি। জালিয়াতি করে আমার ৪ থেকে ৫ শতাংশ ভোট তারা কেড়ে নিয়েছে। সুনির্দিষ্ট এই তিন কারণে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ৪ বছরের চুক্তিতে য়্যুভেন্তাসে যোগ দেন রোনালদো। তবে গেল মৌসুমের আগে বিশ্বব্যাপী করোনার আগ্রাসন বাড়ার পর ইউরোপের বেশকিছু গণমাধ্যমে খবর বেরোয়, ক্রিস্টিয়ানোর সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে তুরিনের ক্লাবটি। তবে ইতালিয়ান একটি গণমাধ্যম এখন বলছে, রোনালদোর সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য এরইমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে
উত্তেজনার আগুনে বাতাস দিয়ে গতকাল সোমবার পেনসিলভানিয়ায় শেষ দিনের জনসভায় ট্রাম্প বলেছেন, তিনি ভোটের ফল চ্যালেঞ্জ করবেন। তবে বাইডেন বলেছেন, 'প্রেসিডেন্টকে নির্বাচনকে চুরি করার সুযোগ দেওয়া হবে না
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব কোরিয়ার ওভারসিজ ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট জানায়, ২০২০ সালের তুলনায় দক্ষিণ কোরিয়ায় এ বছর জাহাজ নির্মাণের অর্ডার বাড়বে ১০০ শতাংশ
আপনার কোনও প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন । বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে । কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে । চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার
এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘টাউকতে’। ভারত মহাসাগরে কোনও ঘূর্ণিঝড় হলে নামকরণ করে বিশ্বের ১৩টি দেশ । উত্তর ভারতের ৪০-৪৫ ডিগ্রি পূর্ব থেকে ৯৫-১০০ ডিগ্রি পূর্বে ঘূর্ণিঝড়ের উত্‍পত্তি হলে তার নামকরণ করে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। ফলে টাউকতে নিয়ে এখন ভোট বাজারে ফিসফিসানি শুরু হয়েছে। ভোট চলবে ২ মে পর্যন্ত। যদি নতুন করে টাউকতে কোনও তাণ্ডব চালায় তবে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বাজার গরম হবে ভোটেরও। সেই নিয়ে শুরু হবে রাজনৈতিক তরজা
হাম্মাদির বাবা ইয়েমেনি এবং মা ইথিওপিয়ান। তিনি চার বছর ধরে ইয়েমেনে মডেল হিসেবে কাজ করছেন
১৯৭৫ সালের পনেরো আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে পাকিপন্থারাই ক্ষমতায় আসে। মইনুল হোসেন তখন এই ঘাতকদের সহযোগিতা করা মিরজাফর। পরে খুনি খোন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে ডেমোক্রেটিক লীগ গঠন করেন
স্থানীয় বন্যপ্রাণী উদ্ধার কর্তারা তখন জানান, পায়রাটির পুনর্বাসন করা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণে মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রজার্স নিজেই পায়রাটি তাদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান
১৯৪০ সালে এস্তোনীয় ফোকলোর সংরক্ষণাগারকে রাজ্য সাহিত্য জাদুঘরের লোককাহিনী বিভাগে পুনর্গঠিত করা হয়েছিল। এটি নাৎসি জার্মান দখলের সময় (১৯৪১-১৯৪৪) পুনরায় সংগঠিত হয়েছিল। ফোকলোর বিভাগগুলি এর সংগ্রহগুলি নিয়ে তার্তু বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে যায় এবং রাজ্য সাহিত্য জাদুঘরটি বন্ধ হয়ে যায়। আর্কাইভের পরিচালকের পদ থেকে ওসকার লরিটসকে অপসারণ করা হয়েছিল। ১৯৪৩ সালে সংগ্রহ থেকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য এগুলি পুরো এস্তোনিয়াতে সরিয়ে নেওয়া হয়েছিল। ১৯৪৪ সালে সোভিয়েত ইউনিয়ন আবার এস্তোনিয়া দখল করে, সুতরাং ফোকলোর বিভাগ আবার রাজ্য সাহিত্য জাদুঘরের অন্তর্ভুক্ত হয় এবং সংগ্রহগুলি তাদের পূর্বের আমানতে ফিরিয়ে আনা হয়। সংগ্রহগুলির সংশোধন ও সেন্সরশিপগুলি সোভিয়েত দখলের প্রথম অংশে (১৯৪০-১৯৪১) চালু ছিল, কিন্তু ১৯৪৫ সালের পরে সোভিয়েত দমনগুলি স্পষ্ট হয়ে ওঠার সময়কালে এটি পরিবর্তিত হয়েছিল