text
stringlengths 0
40.1k
|
---|
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জনগণের দেওয়া ভ্যাট-ট্যাক্স এর সঠিক ব্যবহার রাষ্ট্র যদি নিশ্চিত করে তবে মানুষ ভ্যাট ট্যাক্স প্রদানে উৎসাহিত হয়। প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। পদ্মাসেতু সহ দেশব্যাপী সব মেগা পরিকিল্পনার বাস্তবায়নই নিশ্চিত করে জনগণের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ উপলক্ষে আজ বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ৩ টায় এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহের আয়োজনে সেমিনার ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন মেয়র |
কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণেও গাজর সহায়তা করে |
রাজীব নুর বলেছেন: আরেহ নাহ |
বট উদ্ভিদ বায়ু শীতল এবং আর্দ্র রাখতে সাহায্য করে এবং এটি যেখানে স্থাপন করা হয় সেই পার্শ্ববর্তী এলাকায় আর্দ্রতার পরিমাণও বাড়ে |
অনেক দেহাতী /গ্রাম্য মহিলা কে দেখলাম বস্তা ভরে কাজ করা কাপড় নিয়ে এসেছে।পরে জানলাম এরা সবাই আশেপাশের গ্রামের বউ ঝি। এরা কাপড় নিয়ে যায় ,কাজ শেষ হলে বুঝিয়ে দিয়ে পারিশ্রমিক নিয়ে যায়। অনেক দোকান ঘুরে কিছু কেনাকাটা করে রাতের খাবার খেয়ে ফিরলাম হোটেল এ।হোটেল গেটে দেখা মিলল সেই অটো ওয়ালার যে কিনা আমাদের ষ্টেশন থেকে নিয়ে এসেছিল।ওর সাথে কথা বলে ঠিক করলাম পরেরদিন সে আমাদের সকাল সন্ধ্যা ঘুরাবে আর সব শেষে স্টেশন এ পৌছে দিবে। পরের দিন সকাল বেলা ব্যাগ প্যাক করে আমরা চেক আউট করলাম আর ব্যাগগুলো রেখে দিলাম হোটেল কতৃপক্ষের জিম্মায়। কারন আমরা ফিরব বিকালে আর সন্ধ্যা বেলায় চলে যাব স্টেশনে। তাই কয়েক ঘন্টার জন্য একদিনের টাকা দেবার কোন মানেই হয় না। অটো ওয়ালা সকাল সকাল হাজির হোটেলের গেটে। নাস্তা না করেই বের হলাম ।প্রথমেই সে আমাদের নিয়ে গেল এক রেস্তোরায় সেখানে আমরা পরোটা সবজী আর লখনৌ এর বিখ্যাত মিস্টি দিয়ে নাস্তা করলাম।চা খেয়ে আবার অটোতে গিয়ে বসলাম। আমাদের অটো ড্রাইভার এর নাম পরমিত কাউর, সে পাঞ্জাব থেকে এখানে এসেছে জীবিকার খোঁজে। অক্টোবর এর মাঝামাঝি সময়ে কটকটা রোদ ! অনেক গরম লাগলেও ঘাম হচ্ছিলো না। সমুদ্র থেকে দূরে বলেই আদ্রতা কম। রাস্তাগুলো মোটামুটি পরিচ্ছন্নই বলা যায়। আমরা প্রথমে গেলাম বড় ইমাম বাড়ায়। প্রবেশ দরওয়াজাটা অনেক বড় । সামনে বাগান । বাগানে নানা রকম গাছপালা । ঘাস দেখে মনে হচ্ছিল সবুজ গালিচা পাতা। বাগানের ওপাশে ইমামবাড়া |
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশক্রমে সহ-দফতর সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উক্ত বহিস্কারাদেশ কার্যকর করা হয়। সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে গত ১০ মাসে দেশে ৫৮৬১ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪৯৩ জন। এ নিয়ে সংক্রমণ ধরা পড়েছে মোট ৪ লাখ ৩ হাজার ৭৯ জনের দেহে |
ফেরেননি আর যুদ্ধ থেকে বীর বিজয়ীর বেশে |
ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং পরমাণুবিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
কোভিড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৮ মে তাঁদের লালার নমুনা রিপিট টেস্টের জন্য মালদা মেডিকেলের ভিআরডিএলে পাঠানো হয়। ২০ মে রাতে সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ২১ মে সন্ধ্যায় ওই দু’জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়। যদিও বাড়ি গিয়ে ১৪ দিনের হোম কোয়ারান্টিনের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের |
প্রত্যক্ষদর্শী মো. সেন্টু মিয়া জানান, রাত ৪টার দিকে কালমেঘার কমিউনিটি সেন্টার বাজারে আগুন লাগলে এলাকাবাসী ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই মুহূর্তের মধ্যে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এর মধ্যে হাফেজ মো. ইব্রাহিমের বিকাশ ও কসমেটিকসের দোকান পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে যায়। ওই দোকানের মধ্যে ইব্রাহিম ঘুমের ঘোরে আগুনে পুড়ে ছাই হয়ে যান। আজ বৃহস্পতিবার সকালে পাথরঘটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত- তা জানা যায়নি |
এটি এমন একটি মুবারক জামাত, যারা দুনিয়ার বিভিন্ন দেশের বাসিন্দা হলেও সকলের একই সুরত, একই স্বভাব, একই কথা আর একটিই লক্ষ্য। যেন তারা সকলেই একই বাবার অনেক সন্তান। অথবা আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা একটি হৃদয় সৃষ্টি করেছেন আর তা তাদের সকলের মাঝে বণ্টন করে দিয়েছেন। তাদের সকলের লক্ষ্য ও উদ্দেশ্য একটিই, দীনকে শক্ত করে আঁকড়ে ধরা, মুসলমানদের সংশোধন করা আর অমুসলিমদেরকে আল্লাহর রাস্তা বাতলে দেয়া। এমন মানুষগুলোর ব্যাপারে শায়েখ আব্দুল মজীদ যিনদানী কতই না সুন্দর বলেছেন, তাঁরা তো আসমানের মাখলুক, যারা যমীনে বিচরণ করছে |
আগামী ৩০, ৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ২০ তম জাতীয় পিঠা উৎসব আয়োজনের প্রস্তুতি সভায় পিঠা উৎসব উদযাপ্ন কমিটির সদস্যবৃন্দ আজ সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমীতে মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন পিঠা উৎসব উদযাপ্ন কমিটির আহবা্য়ক এফডিসির মহাপরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন পিঠা উৎসব উদযাপ্ন কমিটির যুগ্ম-আহবা্য়ক আগামী প্রকাশনীর কর্ণধার প্রকাশক ওসমান গনি, শিল্পী বুলবুল মহলানবীশ, সদস্য সচিব বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক দৃষ্টির সভাপতি মোশাররফ হোসেন।এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন শিল্পী ইফফাত আরা নার্গিস, শিল্পী শামসুল হুদা, বাবুল বিশ্বাস, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, জয়শ্রী কর জয়া, সুমনা সোমা, আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, মাসুম আজিজুল বাসার, বাংলাদেশ শিশু একাডেমীর উপ-পরিচালক আমিনুল ইসলাম সুলতান, সকালের খবর পত্রিকার ম্যানেজার, বিজ্ঞাপণ মোঃ নূরুল ইসলাম বিপন, মিডিয়া প্রোডাকশন মেকার হাউসের এমডি রাজীব কিষাণ, সাংস্কৃতিক কর্মী ইমরান উজ জামান, মোঃ ইলিয়াস হোসেন, সজল দৃষ্টির সদস্য মোঃ আবু আব্দুর রউফ হিমেল, চন্দনা মন্ডল, ইউসুফ হাওলাদার ইফতি, রাকিব উদ্দীন প্রিন্স, ঝুমা আক্তার সহ উদযাপ্ন কমিটির আরো অনেকে |
পর্যটকদের জন্য উন্মুক্ত হয়নি সুন্দরবন ও মাধবকুণ্ড : দেশের অন্যান্য পর্যটনকেন্দ্র গতকাল থেকে খুলে দেওয়া হলেও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য পর্যটকদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সারা দেশের মতো সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত করতে পারেননি তাঁরা। বন বিভাগ জানায়, গত ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর গত সাড়ে চার মাসে ১১ লাখ ৬৫ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সুন্দরবন |
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চার উপযুক্ত পরিবেশ এবং উপকরণ তিনিই প্রথম সৃষ্টি করেন। ১৯৬২ - ৮২ সাল পর্যন্ত তার অঙ্কিত তারা চিত্র "রাতের আকাশ" নামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হত। তার সার্বিক তত্ত্বাবধান এবং পরিকল্পনায় বাংলাদেশের প্রথম খ-গোলক (celestial globe) নির্মিত হয়। এই খ-গোলকটি বর্তমানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনে সংরক্ষিত আছে |
পাশাপাশি তার সমৃদ্ধ মাছ ধরার জলের এবং ফসফেট সঞ্চয় থেকে ওয়েস্টার্ন সাহারা বেশ কয়েকটি প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং বেশিরভাগ কৃষি কার্যক্রমের জন্য যথেষ্ট বৃষ্টিপাত এবং তাজা জল সম্পদের অভাব রয়েছে। ওয়েস্টার্ন সাহারার তাত্পর্যপূর্ণ ফসফেট রিজার্ভ তুলনামূলকভাবে গুরুত্বহীন, জাতীয় হোল্ডিংয়ের ২% এর কম প্রতিনিধিত্ব করে। [স্পষ্টকরণ প্রয়োজন] ধারণা করা হয় যে বন্ধ-তীরে তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হতে পারে, তবে বিতর্ক কি এই সম্পদ লাভজনকভাবে শোষিত হতে পারে, এবং যদি পশ্চিমের সাহারার অ-গভর্নেন্সীয় স্থিতি (নিচে দেখুন) অনুসারে এই আইনত অনুমতি দেওয়া হবে |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কী করব ভেবে পাচ্ছি না। কাঁদব নাকি চিৎকার করে কাঁদব।’ এমন অনুভবের কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) |
একবার কথা বললেই মনে রাখতে পারেন তিনি। ফোনে কথা বললে, নিজে থেকে নামটা আরেকবার জিজ্ঞেস করে ফোনে সেভ করতেও ভুল হয় না। নতুন কেউ যদি দ্বিতীয়বার তার সাথে কথা বলতে ফোন দেয়, তার মুখ থেকে নাম শুনে উল্টো অবাক হতে পারে। ব্যবহার, জ্ঞান আর ক্রিকেটের ব্যাপারে তার আগ্রহ যে কাউকে তার ব্যাপারে আগ্রহী করে তুলতে বাধ্য। সে কারণেই কি না, নিজের কাজের ব্যাপারেও বেশ খুঁতখুঁতে তিনি। ইংরেজিতে যাকে বলে, 'চুজি'। এই লোকটি নাজমুল আবেদীন ফাহিম, ক্রিকেট পাড়ায় সকলের প্রিয় ফাহিম স্যার। কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোভনীয় চাকরিটা অভিমান থেকেই ছেড়েছেন। সেই অভিমানটা ক্রিকেট নিয়ে কাজ না করতে পারার অভিমান, নিজেকে কাজে লাগাতে না পারার অভিমান। আর বিসিবি? হাস্যকর হলেও সত্য যে, দিনশেষে দারুণ একজন ক্রিকেটীয় মেধাকে কাজে লাগাতে না লাগিয়ে এবং অবহেলা করার মধ্যে দিয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিত্রটাকে আরও যেন বেশিই যেন স্পষ্ট করে তুলল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ছিলেন টানা ১৭ বছর। সেখান থেকেই বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। বিসিবির সাথে তার কাজ শুরু ১৯৮৮ সালে। সেই থেকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ডেভেলপমেন্ট ম্যানেজারের পর এলেন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ হয়ে। শেষ পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হলো নারী দলের। সেখানেও সাফল্য এনে দিয়েছেন তিনি। কিন্তু ক্রমশ যেন তার কাজের ক্ষেত্রটা ছোট হয়ে যাচ্ছিল। বন্দী হয়ে পড়ছিলেন শীততাপ নিয়ন্ত্রিত ছোট অফিস ঘরে। কিন্তু নাজমুল আবেদীন ফাহিম থাকতে চেয়েছিলেন মাঠে। কাজ করতে চেয়েছিলেন নতুন, পুরনো সব ক্রিকেটারকে নিয়ে। ঢেলে দিতে চেয়েছিলেন নিজের ক্রিকেট জ্ঞানকে। বিসিবি সেই সুযোগ তাকে দেয়নি। সবকিছু মিলিয়েই চাকরিটা ছেড়েছেন অভিজ্ঞ এই কোচ। জাতীয় দলের হাই-প্রোফাইল কোচরা যখন দলের ক্রিকেটারদের টানা অফ ফর্ম থেকে টেনে বের করতে ব্যর্থ হয়, তখনই ত্রাতা হয়ে দাঁড়ান এই 'ফাহিম স্যার'। কোচ সারোয়ার ইমরান কিংবা মোহাম্মদ সালাউদ্দিনের মতো এই ফাহিম স্যারের পরামর্শেই নিজেদের সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। তার মেধায় বারবার সমৃদ্ধ হয়েছে ক্রিকেটারদের পাইপলাইন। অক্লান্তভাবে কাজ করে গেছেন নতুন ক্রিকেটার তৈরিতে। সেটিই করতে চেয়েছিলেন সামনের দিনগুলোতেও, কিন্তু বাস্তবে তা হয়নি। 'আমার মূল কাজ কোচিং করানো। কিন্তু ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে গেছি। সরিয়ে দেওয়া হয়েছে। কোচিং না করালেও পরামর্শ বা খেলোয়াড়দের নানাভাবে অনুপ্রাণিত করার সুযোগ ছিল। আমি খেলোয়াড়দের কাছেই থাকতে চেয়েছি, সেটি ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের । খেলোয়াড়দের সঙ্গে আমরা যে দূরত্ব তৈরি হয়েছে সেটি কমাতেই এ সিদ্ধান্ত।' 'কাজের ক্ষেত্রটা যদি মনের মতো না হয়, সেটি উপভোগ করা যায় না। কাজ উপভোগ করা জরুরী। আমি ঠিক উপভোগ করতে পারছিলাম না। এ কাজ চালিয়ে যাওয়ার তাই যৌক্তিকতা নেই।' বিসিবির বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বারবার সাহসী বক্তব্য দিয়ে গেছেন নাজমুল। বিভিন্ন অসঙ্গতি, ভুল সিদ্ধান্ত প্রকাশ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। হয়তো সে কারণেই হয়েছেন পথের কাঁটা। তাই যখন পদত্যাগপত্র জমা দিলেন, গ্রহণ করতে দ্বিধা করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দারুণ কিছু মেধা থাকার পরও কেন জাতীয় দলের প্রধান কোচ তো দূরে থাক, কোচিং স্টাফের সদস্য হওয়ারও সুযোগ হয় না, সেই প্রশ্নের উত্তরে একবার 'দেশি কোচে আস্থা নেই কেন বিসিবির?' প্রসঙ্গে 'ফাহিম স্যার' বলেছিলেন, 'দুটো ব্যাপার আছে। কোচের কোয়ালিটি, আমাদের সংস্কৃতি। আরেকটা হচ্ছে, আমাদের মানসিকতা। এখনো আমরা বিশ্বাস করি না যে, আমাদের দেশী কোচ দিয়ে জাতীয় দল বা এলিট লেভেলের টিম পরিচালনা সম্ভব। এর একটা কারণও আছে। সেটা হচ্ছে, ওই পর্যায়ে কাজ করার সুযোগটা আমাদের কোচরা এখনো পায়নি। সুযোগ যেহেতু পায়নি, সেহেতু প্রমাণ করার সুযোগও আসেনি।' বাংলাদেশের ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা ক্রিকেটাররা কোচ হওয়ার ক্ষেত্রে ততটা আগ্রহী নয় বলে মনে করেন নাজমুল আবেদীন। কারণ, এখানে জীবনযাত্রার মানের প্রভাব যেমন আছে, তেমনই ভবিষ্যৎ নিয়ে খানিকটা শঙ্কাও আছে। সব মিলিয়ে যারা কোচিং পেশায় ভালো করতে পারতেন, তারা এগিয়ে আসছে না বলে মনে করেন তিনি। 'কোচ তো সবাই হবে না। কোচ হতে গেলে একটা নতুন জায়গা থেকে শুরু করতে হয়। অনেকের ধারণা, আমি অনেক ভালো ক্রিকেট খেলেছি। অতএব, আমি কালকে থেকেই ভালো একজন কোচ হয়ে যাব। ব্যাপারটা তা না। আমার মনে হয়, এখানে বেস্ট পসিবল যারা, তারা কোচিংয়ে এখনো আগ্রহ দেখাচ্ছে না। হতে পারে যারা মেধাবী, তারা অনেকেই হয়তো টপ র্যাংক ক্রিকেটে অংশগ্রহণ করেনি |
শহরের মাঝখানে অহোম রাজ্যের ঐতিহাসিক একটি কামান আছে, যার নাম বোর পাখুরি। এর চারপাশ ঘিরে একটি উদ্যান রয়েছে। ডাকঘরের নিকটবর্তী এই উদ্যানটিকে এখন লাচিত নগর উদ্যান বলা হয়। শহরে প্রবেশের মুখে তাওকাক নদী সেতুর কাছে কোচ জেনারেল চিলারাইয়ের একটি মূর্তি তৈরি করা হয়েছে। ২০০৪ সালে গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়ার জন্মশতবর্ষের সময় সোণারিতে এই গীতিকার কবির আবক্ষ সাদা মূর্তির উদ্বোধন করা হয়েছিল |
নয়াদিল্লি: ফের গোয়ার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মনোহর পর্রীকর। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। তিনি বলেছেন, গোয়ার মুখ্যমন্ত্রী হবেন পর্রীকর। এর জন্য তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। এখনও পর্যন্ত ইস্তফা দেননি পর্রীকর। তবে মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি ইস্তফা দেবেন |
পুরুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় সুন্দরী মেয়ে - জীবনধারা পুরুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় সুন্দরী মেয়ে - জীবনধারা স্পেনের একদল গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ ছেলেদের যেভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায় তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই এ বিষয়ে এখনই সংযত হওয়া জরুরি। বছর খানেক আগে ডব্লিউবিএমডি’র একটি প্রতিবেদনে এ সম্পর্কে প্রথম জানা যায়। এই প্রতিবেদনে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, সুন্দরী মেয়েরা সামনে এলে ছেলেদের মানসিক চাপ বেড়ে যায় অনেকটাই। অপরিচিত সুন্দরী মেয়েদের ক্ষেত্রেই মানসিক চাপ বৃদ্ধির এই প্রবনতা বেশি। দীর্ঘ ৯ বছরের গবেষণার পর তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষকদের দাবি, এ মানসিক চাপ কখনো কখনো এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে! ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর টানা ৯ বছর ধরে গবেষণা চালিয়ে তারা দেখেছেন সুন্দরী মেয়েরা কাছে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়। এ ৫ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে ‘কোর্ট্রিসল’ নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়। এই ‘কোর্ট্রিসল’ হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে আমাদের হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং, সুন্দরী মেয়েদের দেখলেই সতর্কভাবে সংযত হওয়া জরুরি। সূত্র: জি নিউজ |
আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বকাপ জয়ী গোটা ভারতীয় দলকে |
গত শুক্রবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা পুলিশের সহযোগিতায় মসজিদের মুসল্লিদের উপর আক্রমণ করার দৃশ্য আমাদের সামনে না আসার কারণ আমাদের সাংবাদিক ভাইদের উপর আক্রমণ। হ্যা, এমনটাই ঘটে সবসময়। আওয়ামিলীগ ও তার অঙ্গ সংঘঠনগুলো নিজেদের অপকর্মের কোন ক্লু কখনো রাখতে চায় না। সেই ধারাবাহিকতায় গত শুক্রবারে ছবি তুলতে যাওয়া সাংবাদিকদের ওপর তারা হামলা করে। কারও ক্যামেরা, কারও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। গত শুক্রবার অন্তত ১০ জন সাংবাদিক ও ফটোসাংবাদিক আহত হন |
কোন একটা সময়ে ড্রোনেরা চলে যাবে। আমরা এই পর্যায় পর্যন্ত থাকবো না। তবে চিলেরা থাকবে। যারা এখন এই উন্মত্ততায় আনন্দিত, তাদের কাবাব হওয়া চোখ ও মগজ খাবার জন্য শকুনেরা বংশবৃদ্ধি করবে |
১৯৫০-৫১ মৌসুমের অ্যাশেজ সিরিজ খেলতে পুনরায় দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। এবারও দূর্ভাগ্য ও নো বল তার পিছু ছাড়েনি। ব্রিসবেনের প্রথম টেস্টে নীল হার্ভের বিপরীতে অপূর্ব বোলিং করেন। স্কয়ার লেগ অঞ্চল দিয়ে হার্ভে ছক্কা হাঁকালেও গুগলিতে ব্যাট ও স্ট্যাম্প উভয়ই পরাস্ত হয়। চূড়ান্ত ইনিংসে ৭৭/৯ থাকাবস্থায় জয়ের জন্য ইংল্যান্ডের আরও ১১৫ রানের দরকার পড়ে। শেষ উইকেটে লেন হাটনের সাথে ৪৫ রান যুক্ত করেন |
মার্চ, ১৪। কেন্দ্রীয় সরকার ১৫ ই মার্চের মধ্যে সরকারি কর্মচারীদেরকে কাজে যোগদানের জন্য চরম আদেশ জারি করে |
সংগ্রহ করেন তারা। সেগুলো পর্যালোচনায় জানা যায় মাইক্রোবাসটির গতিপথ |
এটিএম হামিদুল হোসেন (জন্ম: অজানা ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে |
এর আগে সেন্সর বোর্ডে আনকাট ছাড়পত্র পায় 'স্ফুলিঙ্গ'। পোস্ট প্রডাকশনের কাজও শেষ। মুক্তির দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছবিটি। তারপরও মুক্তি পাচ্ছে না। কিন্তু কেন? তৌকীর আহমেদ বলেন, 'মুক্তির জন্য ছবিটি পুরোপুরি প্রস্তত। তারপরও মুক্তি সংক্রান্ত কিছু জটিলতা তো থাকেই। সে জটিলতার কারণে ১৯ মার্চ মুক্তি পাচ্ছে না। তবে মুক্তি দিতে পারলে আমাদের ভালো লাগতো |
১৯৭২ থেকে ২০০৭ সাল পর্যন্ত কোনো সরকারের আমলে কখনোই বাংলাদেশী নাগরিকদের যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করার অপচেষ্টা কেউ করেনি। কেউ ভাবেওনি। এই পুরো সময়টা পাকিস্তানি সামরিক বাহিনীর লোকদেরই যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করা হয়েছে এবং ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেন শেখ মুজিবুর রহমান। এ ইস্যুটিও সেখানেই সমাপ্ত হয়। জেনারেল মইন ভারত সফরে গিয়ে সেখান থেকে এ কাণ্ডজ্ঞানহীন কাজের ছবক নিয়ে এসে বাংলাদেশীদের মধ্যে যুদ্ধাপরাধী খোঁজার অপতৎপরতায় লিপ্ত হন। তারও সুস্পষ্ট লক্ষ্য, স্বাধীনতা যুদ্ধের ৪০ বছর পর এসে জাতিকে বিভক্ত করে বিদেশী হস্তক্ষেপের ক্ষেত্র প্রশস্ত করে তোলা |
৩৩ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সাকিব আল হাসান। ইনিংসে তিনটি চার মেরেছেন তিনি। দুটি করে চার-ছক্কায় ২৯ বলে ৩০ রান এসেছে ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কুড়ি বলে করেছেন কুড়ি রান। শেষ দিকে ১৭ বলে তিন চারে ২৩ রানে আউট হন আফিফ হোসেন ধ্রুব |
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই গ্রামে গ্রামে করোনা আক্রান্তদের চিকিৎসায় বাড়তি নজরদারি শুরু করল কেন্দ্রীয় সরকার। সেখানে মহামারি ঠেকাতে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর তা করেই মহামারীর শেষ করতে চাইছে কেন্দ্র। তাই এবার স্বাস্থ্য পরিকাঠামো উন্নতিতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। যা কোভিড পরিস্থিতিতে সাফল্য নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে |
এবারের ঈদও হচ্ছে করোনাকালে। তাই এবারের উৎসবও চলবে ঘরে থেকেই। এ উৎসব উদযাপনে চাই নতুন পোশাক। ছেলেদের ঈদ পোশাকের অনেক বড় একটি অংশজুড়ে রয়েছে পাঞ্জাবি। প্রতিবারের মতো এবারের ঈদেও ফ্যাশন হাউসগুলো বৈচিত্র্য এনেছে পাঞ্জাবিতে। তবে এবার রঙ এবং কাটছাঁটে রয়েছে ভিন্নতা। যাই হোক, কাপড়ের ক্ষেত্রে কিন্তু সুতিই সেরা। কখনও বৃষ্টি, কখনও রোদ। আর বৃষ্টি শেষ হলেই ভ্যাপসা গরম। তাই সুতির বিকল্প কিছু নেই। ঈদের পাঞ্জাবি নিয়ে ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী সায়েম হাসান বলেন, এই সময়ে পাঞ্জাবি হিসেবে পছন্দ করা উচিত আরামদায়ক কাপড়। এ ক্ষেত্রে লিনেন, সুতি, রিমি কটন, ফাইন কটন বেশি ভালো হবে। অন্য পোশাকের মতো পাঞ্জাবিতেও এসেছে ফিউশন |
চলন্ত অবস্থায় তোলা পাশের পাহাড়ের তোলা ছবি |
উইন এই এলাকায় লোকদের নিয়ে কাজ করেছে। তাদের লক্ষ্য সেখান এক বিশেষ চিত্রগ্রহণ পরিকল্পনার উন্নয়ন করা, যাতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার ফলে সেখানকার জনগনের লুকিয়ে থাকা জীবনের বিস্তারিত তথ্য ধারণা করা যায়। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সৃষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জাতি সংঘের জন্য বিস্তারিত ঘটনাবলি সংগ্রহের জন্য, আমরা অসংখ্য সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি |
একবার মূখোমূখী হবার সাধ ছিল তার |
দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে ওই আইনের কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি |
শাকিবের বক্তব্যে দুই ধরনের কথা উঠে আসছে। অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানের পরপরই শাকিব অপু বিশ্বাসকে বিয়ের কথা স্বীকার করলেও পরে সে বক্তব্য প্রত্যাহার করে নেন। অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানের পর শাকিব খান বলেন, বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি |
বেনাপোল স্থলবন্দরের সিজিসি ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশি ও ভারতীয় নকল ওষুধ, শাড়ি, থ্রিপিসসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের সদস্যরা |
এ বিষয়ে ডা. দীপু মনি আরও বলেন, প্রাথমিকের স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থীদের মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন হবে শতভাগ। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে শিখনকালীন মূল্যায়ন হবে ৬০ শতাংশ আর পরীক্ষা হবে ৪০ শতাংশ। ৬০ শতাংশই ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্পকলা (বিদ্যমান চারু ও কারুকলা) এগুলো শতভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে |
আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন |
ঘুড়ি লড়াইয়ের জন্য থ্রেডগুলি বিশেষ আঠালো, রাসায়নিক এবং চূর্ণবিচূর্ণ কাচ ব্যবহার করে তৈরি করা হয় এবং অন্যান্য থ্রেড কাটতে এবং ঘুড়ির ওজন সামলানোর দক্ষতার উপর ভিত্তি করে এটি গণনা করা হয়। এটি পাকিস্তানের একটি সামাজিক অনুষ্ঠান যা বছরে একবার হয় |
এই পত্রিকাটির মালিকানা ও পরিচালনায় রয়েছে মঙ্গোলিয়ার অন্যতম প্রধান গণমাধ্যম সংস্থা “মঙ্গোল নিউজ মিডিয়া গ্রুপ”। মঙ্গোল নিউজ মিডিয়া গ্রুপের সাবেক সভাপতি স্রেনডোর্জ বাল্ডোর্জ (Tserendorj Baldorj) এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা। এছাড়াও এই পত্রিকাটির প্রকাশনার সাথে বর্তমানে আরো যুক্ত আছেন প্রকাশক ও সিইও হিসাবে বি. নান্দিনতুসিং (B. Nandintushig) এবং প্রধান সম্পাদক হিসাবে জি. উলজিসাইখান (G. Ulziisaikhan) |
সি-প্রতিক্রিয়াশীল প্রোটিনের জন্য রক্ত পরীক্ষা: হৃদরোগের ঝুঁকি নির্ধারণের জন্য ব্যবহৃত তিনটি রক্ত পরীক্ষার মধ্যে প্রথমটি আপনার রক্ত প্রবাহে সি-বিক্রিয়াশীল প্রোটিনের পরিমাণ বা সিআরপি পরিমাপ করে। দেহের ক্রমবর্ধমান প্রদাহের সঙ্গে সিআরপি বেড়ে ওঠে, যদিও প্রদাহের সঙ্গে হৃদরোগের সরাসরি সম্পর্ক আছে এমন কোনও প্রমাণ পাওয়া যায় নি। একটি সিআরপি পরীক্ষা নির্দেশ করতে পারে যে হৃদরোগ শুরু হওয়ার আগে আপনাকে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিকিৎসকরা উদ্ভিজ ডায়েট খাওয়ার, অনুশীলন করার, চাপ থেকে মুক্ত হওয়ার এবং হেসে খেলে জীবন কাটানোর পরামর্শ দিয়ে থাকেন |
প্যাকেজ-৩: বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (ইডিএফ) সুবিধা বাড়ানো: ব্যাক-টু-ব্যাক এলসি এর আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইডিএফ-এর বর্তমান আকার ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার হতে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। ফলে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমপরিমান অতিরিক্ত ১২ হাজার ৭৫০ কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হবে। ইডিএফ-এর বর্তমান সুদের হার এলআইবিওআর + ১.৫ শতাংশ (যা প্রকৃত পক্ষে ২ দশমিক ৭৩%) হতে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হবে |
এফবিসিসিআই সভাপতি বলেন, ঋণ শ্রেণিকরণের মেয়াদ বাড়ালে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি আসবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুত সম্ভব হবে। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন ও এম এ রাজ্জাক খান রাজ এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। জসিম উদ্দিন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি অনুরোধ তাড়াহুড়া করে নতুন আয়কর আইন চূড়ান্ত করবেন না। বর্তমানে আয়কর আইন প্রযোজ্য রয়েছে। তাই এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন আইন প্রণয়ন করা উচিত। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে |
সিদ্দিকা খানম একজন বাংলাদেশী সরকারী কর্মকর্তা যিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন |
ই |
তারা বলেন, প্রধান বিচারপতির উচিত সরকারের বন্দুকের দিকে না তাকিয়ে দেশের মানুষের দিকে তাকানো। কারণ দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। তাই সঠিক ও সুষ্ঠু রায়ের মাধ্যমে অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতাল থেকে ফিরে প্রথম জনসমক্ষে হাজির হয়েছেন। ১০ অক্টোবার শন... করোনার নিরাপদ ও কার্যকর টিকার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এই লক্ষ্যে অনেকটা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। এমন প্রেক্ষাপটে... মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের মাত্র এক মাস আগে... অ্যান্টিবডি টেস্ট দিয়েই করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কি-না তা বোঝা যায় কিন্তু জার্মানির পশুবিশেষজ্ঞ সংস্থার দাবি, করোনা পরীক্ষার জন্য ত... করোনা প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবিত হলেও এই ভাইরাস চিরতরে দূর হয়ে যাবে, সে সম্ভাবনা খুব বেশি নেই। এছাড়া করোনা সংক্রমণ দশক ধরে চলতে পারে। ওয... অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা শরীরে করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রক্তে শ্বেতকণিকা তৈরিতে সহায়তা... ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার হাঁসখালি থানার বেনালী এলাকার কানাই কলোনিতে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই বান্ধবী। ২৩ বছরের... সুদানে বড় ধরনের গণবিক্ষোভের মুখে গত বছর দীর্ঘমেয়াদে প্রেসিডেন্ট থাকা ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর, সুদান শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্... বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিলেও একজনের মৃত্যু আপাতত ঠেকিয়ে দিয়েছে মহামারি করোনাভাইরাস। গত ১৭ বছরের মধ্যে এই প্রথম কারও মৃত্যুদণ্ড... ভারতের কেরালার একটি গ্রামে কোনোরকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই বাসিন্দারা যে যার মতো করে ঘর থেকে বের হচ্ছে |
এডিপির অগ্রগতির চিত্র তুলে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান এডিপির অগ্রগতি এপ্রিল পর্যন্ত ৫৪ দশমিক ৬৩ শতাংশ, টাকায় যার পরিমাণ ৯৬ হাজার ৪৯৩ কোটি টাকা। গত বছর এই সময়ে এডিপির অগ্রগতি ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ, টাকায় যার পরিমাণ ৮২ হাজার ৬০৩ কোটি টাকা |
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর মা ও স্ত্রীর ওপর হামলা করা হয়েছে। হামলায় মেয়র প্রার্থীর মা রাশিদা বেগম, ভাই মোস্তাক আহম্মেদ ও স্ত্রী শাহিনুর বেগমসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে পৌরসভাধীন চাঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু অভিযোগ করেন, বিকালে তার মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমের নেতৃত্বে ১০/১২ জন গণসংযোগে বের হন। বিকাল ৩টার দিকে তারা পৌরসভাধীন চাঁচড়া গ্রামে পৌঁছলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ও তার লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনায় কালীগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন |
বৈঠকের নির্যাস হল, শতাব্দীতে একবার আসা ভয়ঙ্কর সঙ্কট হিসাবে দেখতে হবে করোনা অতিমারীকে। গোটা বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বৈঠকে ভারত সরকারের একাধিক জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। কেন্দ্র-রাজ্য এবং সাধারণ মানুষকে একজোট হয়ে এই লড়াই চালানোর বার্তা দেওয়া হয়। মোদীর দাবি, সরকারের সবকটা হাত পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত। এছাড়াও মন্ত্রিসভায় গত ১৪ মাসে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সংক্রমণ নিয়ন্ত্রণে পদক্ষেপগুলি নিয়ে আলোচনা হয় |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন |
মিজান ভাই যখন যেখানে থাকতেন, সেই পরিস্থিতিকেই তাঁর কাজের বিষয়ে পরিণত করতে পারতেন, তেমনি যেকোনো জায়গাই ছিল তাঁর আফিস ডেস্ক। তা হতে পারে লঞ্চের কেবিন, সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ বা বিমানবন্দর। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরও সেখানে বসে দুটি লেখা লিখে পাঠিয়েছিলেন, তা ছাপাও হয়েছে |
এর আগে গতকালই বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা দেয়ার খবর সঠিক নয়, ডাহা মিথ্যা |
সফরকালে প্রত্যয়ের কমান্ডিং অফিসার ও সিনিয়র প্রতিনিধিবৃন্দ এবং দূতাবাসের প্রতিনিধিগণ ভিয়েতনামের প্রতিনিধিদের সাথে আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ করবেন। ১১ এপ্রিল ভিয়েতনাম বন্দর ছেড়ে যাবে বিএনএস প্রত্যয় |
উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত উলেন রায়ের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা আসছেন বলে বেশ কয়েকবার খবর ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়ে বিজেপি নেতারা তড়িঘড়ি মোটরবাইক–গ্রুপে বার্তা পাঠান। ২০টি থেকে ৩০টি মোটরবাইকে চেপে কর্মীরা জড়ো হয়ে পড়েছিল। এভাবেই বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায়, পাড়ায়, ব্লকে, পঞ্চায়েত এলাকায় মোটরবাইক–গ্রুপ থাকছে |
এই ঘটনায় এদিন হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আলাউদ্দিনের পরিবার পুলিশের কাছে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। পুলিশ সন্ধেবেলা হাসপাতালে গিয়ে কয়েকজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মারধর নয়, নিরাপত্তাকর্মীদের সঙ্গে ওই যুবকের ধস্তাধস্তি হয়। তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ |
রাজধানীর উত্তর কালশীর বস্তিবাসী দুলাল ইসলামের দুই বছর বয়সী সন্তান মো. জুনাইদ ইসলামের হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। সে বর্তমানে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। উপযুক্ত চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসক। এ জন্য প্রায় লাখ টাকার প্রয়োজন, যা দুলালের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। নিরুপায় হয়ে তিনি সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. দুলাল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১০৮১০১১৪৯৯৪২ ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। মোবাইল ০১৯১৩১৬৩৪৯২। বিজ্ঞপ্তি |
‘যাইমু লং ড্রাইবো’ গানটি নিয়ে পাভেল বলেন, ‘গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা করে এই গানটি তৈরি করার চেষ্টা করেছি। এ গানের কথা, সুর এবং সংগীতায়োজনে ভিন্নতা পেয়েছেন শ্রোতা। আর ভিডিও চিত্রায়ন ও লোকেশন মুগ্ধ হয়েছেন দর্শক। ভালো সাড়া পাচ্ছি |
জানা গেছে, টানা ব্যর্থতার কারণে জাতীয় দলে ব্যাপক রদবদল হতে পারে। বদল আসতে পারে নেতৃত্বেও। সেইসঙ্গে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টেও পরিবর্তনের আভাস মিলেছে। তবে এসব বিষয়ে খুলে বলেননি নাজমুল হাসান পাপন |
এই হাদিসটির প্রতি গভীরভাবে লক্ষ্য করুন। রসূলুল্লাহ সাঃ যখন মুমিন মেয়েটিকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়? তখন মেয়েটি বললেন, আকাশের উপর। তাই বুঝা যায় যে, আল্লাহ আকাশের উপরে রয়েছেন |
হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১২ এপ্রিল) পিবিআই হেফাজতের বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরসহ ৪৩ জনকে দায়ী করে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতের কাছে তদন্ত প্রতিবেদনে দাখিল করে। পিবিআই’র তদন্ত প্রতিবেদনে দাখিলে অভিযুক্ত হেফাজতের বর্তমান আমীর ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক এ বিষয়ে প্রথমবারের সাংবাদিকদের কাছে মুখ খুলেছেন |
যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে ৩ প্রসূতির দেহে মিলল করোনার সংক্রমণ। দিনকয়েক আগে তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রসবের পরে তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। ঘটনায় ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১২ জন চিকিৎসক |
কেউ থাকুক আর না থাকুক, সবসময় পাশে আছেন |
সামহয়ারইনব্লগ থেকে প্রতি বছর ফেব্রুয়ারীতে ব্লগারদের হাজার হাজার লেখার ভীড় থেকে বাছাইকৃত অল্প কিছু লেখা নিয়ে বের হয় অপারবাস্তব। যেটা শুধুমাত্র ঢাকায় বসবাসরত বন্ধুরাই বই মেলা থেকে সরাসরি সংগ্রহ করতে পারে। অথচ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্লগারদের পক্ষ থেকে তাদের লেখার অপারবাস্তবের হার্ড কপি কালেকশন প্রায় অসম্ভব |
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় এক ব্যক্তি পুলিশের মারপিটে নিহত হয়েছে- এমন অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন এবং জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে |
জীবনের কোন এক সময়ে 'ব্রুগ-পা-কুন-লেগ্স ভিক্ষুর শপথ ত্যাগ করে ত্শে-দ্বাং-'দ্জোম () নামক এক মহিলাকে বিবাহ করেন। তাদের ঝিং-স্ক্যোং-'ব্রুগ-গ্রাগ্স () নামক এক পুত্রসন্তানের জন্ম হয়। ভুটানি বৌদ্ধ মতে, তিনি দপাল-ব্জাং-বু-খ্রিদ () নামে অপর একজন মহিলাকেও বিবাহ করেন এবং তাদের ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন () নামে এক পুত্রসন্তানের জন্ম হয় |
আইপিএল থেকে নাম প্রত্যাহার করে ভারতে ফিরে গেছেন সুরেশ রায়না |
পাশ্চাত্যে বিদ্যাচর্চা আর শিল্পের রাজধানী ফ্রান্স যে নিঃসন্দেহে মানুষি প্রেমের রাজধানীও বটে, তা সন্দেহাতীত। ফরাসি বিশেষজ্ঞ তথা অধ্যাপক চিন্ময় গুহ ফরাসি কাব্যে প্রেমের প্রকাশ নিয়ে কলম ধরেছেন বাংলালাইভের জন্য। মৃত্যুচেতনা, অবসাদ, একাকীত্বের এক ঠাসবুনন এঁদের রচনায়। লাতিন আমেরিকার তিনজন কবির কবিতার অনুবাদ করলেন রাজেশ গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার আবেদন চিরকালীন। গদ্যকার হিসেবে সুনীলের পৃথিবীব্যপী জনপ্রিয়তা সত্ত্বেও তাঁর কবিসত্তা আজও অমলিন। চিরতারুণ্যের প্রতীক সেই কবিকে নিয়ে লিখছেন নন্দিনী সেনগুপ্ত। #চাকুরির_বিজ্ঞপ্তি #সরকারী চাকুরির বিজ্ঞাপন #চাকরির_বাজার #চাকরির_ডাক #চাকরির_খবর #চাকরির আবেদন ফরম #চাকুরির বই নিচে থেকে এই সপ্তাহের সমস্ত চাকুরির বিজ্ঞাপনগুলো নিয়ে নিন (চাকুরির ডাক)। weekly job circular of this week of January 2020 download from my given source. #চাকুরির_সংবাদ,চাকরির খবর,চাকরির বাজার,সরকারী চাকুরির বিজ্ঞাপন,প্রতি সপ্তাহের চাকুরির বিজ্ঞাপন,সাপ্তাহিক চাকুরির বিজ্ঞাপন, weekly #job_circular,weekly bd job circular,চাকুরির বিজ্ঞাপন, job circular,bd job circular,job circular,bd jobs,most smartly-liked job circular,job circular 2020,most smartly-liked govt job circular,jobs in bangladesh,govt jobs in bd,nowadays job data, এখন থেকে আমাদের চ্যানেলে এই উপরের সকল ধরণের ভিডিও পাবেন। তাই আমাদের সাথেই থাকুন, মন্তব্য করে আমাদের সেবার মান বৃদ্ধিতে সাহায্য করুন। লক্ষ বেকারের প্রিয় পত্রিকা হলো সপ্তাহিক চাকরির খবর আর আমরা এই সপ্তাহিক চাকরির খবর পত্রিকাটিকে আপনাদের দেখার আরও উপযোগি করে তোলার জন্য ভিডিও বানিয়ে থাকি। এই সপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি আমাদের চ্যানেলে আপনারা প্রতি সপ্তাহে পেয়ে যাবেন, তেমোনি প্রতি সপ্তাহের ন্যায় আজও আমি আপনাদের সামনে তুলে ধরবো এই সপ্তাহের সকল চাকরির খবর। এই সপ্তাহে যে চাকরির খবর গুলো আছে তার মধ্যে কিছু হলো, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বাংলাদেশ নৗবাহিনীতে চাকরি, আনসার বাহিনীতে চাকরি, যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, এ ছাড়াও আরও চাকরির খবর আছে যেগুলো আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন। At the same time as you happen to watching this video this week all job data. This weeks public,Bangladesh Shanabahine ta chakri, Bangladesh nowbahine ta chakre, ansar bahine ta chakri, jubo unnoin odidoptora chakri, Situation of job assistent, administrative heart shohokari, stonographer. At the same time as you happen to admire this kind video Please Watchin this plump video চাকুরির সংবাদ,চাকরির খবর,চাকরির বাজার,সরকারী চাকুরির বিজ্ঞাপন,প্রতি সপ্তাহের চাকুরির বিজ্ঞাপন,সাপ্তাহিক চাকুরির বিজ্ঞাপন, weekly job circular, weekly bd job circular, চাকুরির বিজ্ঞাপন,job circular, bd job circular, bd jobs, most smartly-liked job circular, job circular 2020, most smartly-liked govt job circular, jobs in bangladesh, govt jobs in bd, nowadays job data, govt job circular, day-to-day job circular, chakrirdak, chakrir khobor, chakri, job data bd, chakrir bazar, job circular 2020ary 2020 2020 Job Spherical Chakrir Dak,Connected Tags:- 17 april 2020, chakrir khobor, bangla, saptahik chakrir khobor, recordsdata, chakrir khobor 2020, চাকরির ডাক পত্রিকা, চকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, চাকরির খবর, bd job data 2020, bd job data, bdjobs, job circular, most smartly-liked job circular, chakrir dak বাখমান ১৯২৪ সালে কানসাসের ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি মিশিগান স্টেট কলেজ থেকে যন্ত্র প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫০ সালে পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি জেনারেল ইলেক্ট্রিক কোম্পানীতে যোগদান করেন |
আওয়ামী লীগের শাসনামলে (১৯৯৬-২০০১) উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ পাস হয়। এ আইন প্রণয়নের পূর্বে সরকার স্থানীয় পদ্ধতি নির্ধারণকল্পে একটি কমিশন গঠন করে। এ কমিশন ১৯৯৭ সালে একটি প্রতিবেদন পেশ করে। উক্ত প্রতিবেদনে ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচিত পরিষদ গঠনের সুপারিশ করা হয়। এ ছাড়াও কমিশন গ্রাম পর্যায়ে নির্বাচিত গ্রাম পরিষদ গঠনেরও সুপারিশ করে। এ পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারী, যথা কৃষি সম্প্রসারণ বিভাগের ব্লক সুপারভাইজার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারি এবং ওয়ার্ড পর্যায়ে কর্মরত অন্যান্য বিভাগের সরকারি কর্মকর্তা/কর্মচারী, মুক্তিযোদ্ধা এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি রাখার সুপারিশ করা হয়। কমিটির সদস্য সরকারি কর্মকর্তা/কর্মচারীদের কোন ভোটাধিকার থাকবে না। ইউনিয়নের জন্যও প্রায় অনুরূপ পরিষদ গঠন করার পক্ষে কমিশন সুপারিশ করে |
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’(এসপিএ) এর সাথে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে |
দেশটির আইন অনুযায়ী ওই কিশোরীর এখনো বিয়ের বয়স হয়নি। স্থানীয় একটি এনজিও সংস্থার কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে। মাদক মামলায় এবার অভিনেত্রী দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা-কে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও। জানা যাচ্ছে, তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। জিনিউজের মতে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ধরে উঠে আসে বলিউডে মাদক যোগের প্রসঙ্গ। যে মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। শনিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো |
রাশেদ যেই ওসির বাসায় টিউশানি করে, সেই ওসি যেই পরিমাণ সম্পদ দখল করেছে, এতে ২০ জন লোক অনায়সে বেকার হওয়ার ক্থা |
সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ডলফিন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান শমসের, শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মো. হোসেন, হাজী জহুর আহমদ, জালাল উদ্দিন ইকবাল, জোবায়েরা নার্গিস খান প্রমুখ |
তিনি আরও বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ নারী অপরিকল্পিত গর্ভধারণ করেন |
২৭ এপ্রিল ২০ |
রামচন্দ্র রাও ভারতের কর্ণাটক রাজ্যের উড়ুপি জেলার আদামারুতে জন্মগ্রহণ করেন । তার পিতা ও মাতা ছিলেন লক্ষ্মীনারায়ণ আচার্য এবং কৃষ্ণভেণী আম্মা। তার প্রাথমিক শিক্ষা আদামারুতেই শুরু হয়। উড়ুপির খ্রিস্টান হাই স্কুল থেকে মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন। এরপর অনন্তপুরের গভর্নমেন্ট আর্ট অ্যান্ড সায়েন্স কলেজে পড়াশোনা পর ১৯৫২ খ্রিস্টাব্দে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ১৯৫৪ খ্রিস্টাব্দে। আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে ডাঃ বিক্রম সারাভাইয়ের অধীনে গবেষণা করে ১৯৬০ খ্রিস্টাব্দে গুজরাত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি লাভ করেন তিনি |
যাবতীয় যন্ত্রনার এক সমাধান পেয়েছি। দারুন এক হেডফোন গিফট পেলাম বন্ধু থেকে। ব্যাপক বেইজ, দারুন সাউন্ড, পুরো মাতিয়ে রাখে যখন শুনি। যেখানেই যাই সেই হেডব্যান্ড হেডফোনটা সাথে থাকা চাই। আর শব্দ বুঝি এরকম কোনো গান শুনি না, শুনি এ আর রেহমান কিংবা হ্যারিস জয়রাজ, ইলিয়া রাজাদের তামিল তেলেগু গান। সুর টুকুই শুনি আর সব কিছু ভুলে যাই। টানা শুনে শুনে মনে হয়, বুঝে গেছি গানের কথা,। নেটে সার্চ দিলেই গানের মিনিং পাওয়া যায়, ইচ্ছে করে না। সুরের ভাষাতেই থাকি। আর কোরিয়ান সিনেমা দেখা বাদ, তেলেগু দেখার ফাকে এখন দেখছি মালায়লাম সিনেমা, মালায়লাম সিনেমা মন্দ না। তবে তাঁদের আর্থিক দৈন্যতা চোখে পড়ে। অবশ্য মালায়লামের মানুষদের নামগুলোও অদ্ভুত, কেরালাকে দেখতে সিনেমায় অনেকটা বাংলাদেশের মতোই লাগে। তবে তাঁদের নদী অনেক ছিমছাম এবং নদীর পার নদীর মতোই সুন্দর। সাম্প্রতিক মালায়লাম সিনেমার সেরা মুভি মনে হয় 'দ্রিশায়ম'। ২০১৩ সালের মুভি। অলরেডি এই সিনেমাটা চার ভাষায় রিমেইক হয়েছে, হিন্দিটা রিমেইক করবে অজয় দেবগন। খুব সাইকোলজিক্যাল থ্রিলার বানানোর চেষ্টা ওদের পারে কিন্তু না। ওদের সুপার স্টার হলো মামোন্তি, আর ওদের উত্তম কুমার হলো প্রেম নাজির। তবে তামিল তেলেগুর মতো বড় একটা সিনেমা ইন্ড্রাষ্টি হতে তদের এখনো মেলা দেরি। সাউথ ইন্ডিয়ান সিনেমার পুরষ্কার বিতরনী দেখছিলাম, ব্যাপক তাদের আয়োজন। একটা রাজ্যের সিনেমা পুরষ্কার তাও কত ভালো প্রেজেন্টেশন আর ওদের স্টারগুলো যথেষ্ট ক্যাজুয়াল, কি পোষাক আসাকে- কি কথা বলায়। খালি নায়িকারাই খুব ভাবে থাকে। আমাদের মেরিল প্রথম আলোর ওরকম একটা ভারতীয় রাজ্যের একটা চ্যানেলের স্ট্যান্ডার্ডেরও এওয়ার্ড অনুষ্ঠান বানাতে মেলা দেরী। আমরা শুধু পারি তোষামোদে। সুচিত্রা ভট্টাচার্য্য মারা গেলেন, আমাদের তাঁর লেখা নিয়ে মুল্যায়ন নাই, আছে শুধু তাঁর কাহিনী নিয়ে নাটক উপলক্ষ্যে যে সফর ছিল তা নিয়ে নষ্টালজিয়া। মধ্য মেধার একজন লেখকের লেখা আমাদের কাছে গুরুত্ব পায় না, পায় তাঁর উপন্যাস নিয়ে নাটক বানানোর সুখস্মৃতি। সমরেশ মজুমদার, সঞ্জীব, শীর্ষেন্দু, এদের সবার উপন্যাস নিয়েই কম বেশী নাটক হয়েছে ধারাবাহিক। আমার টেলিভিশন স্মৃতিতে দেশ টিভিতে সাতকাহন ছাড়া আর কোনোটাই মুল গল্পের চরিত্রগুলোর ধারে কাছেও যেতে পারে নাই। মামা টিভি কিনে নাই, আমি মানা করছি। টিভি দেখে কি হবে, মামী এরচেয়ে সিনেমা দেখুক আর উনার প্রিয় রাইটার সুনীলের বই পড়ুক, বাচ্চা সংসার তো আছেই সময় কাটানো ঘটনা না, টিভি এখন এই দেশে অত্যাচার। টিভি দেখা নিয়ে আবীরের এক রুমমেটের গল্প মনে পড়ে গেল। ভদ্র লোক কিভাবে জানি আবীরের কাজিনের আত্মীয়। আবীরের সাথেই থাকে যেহেতু বাসাটা কাজিনের। সারাটা দিন সেই মাঝবয়সী ভদ্রলোক স্টার জলসা দেখে। মুরগীর খামার করে অনেক টাকা কামিয়েছে সব বাদ দিয়ে এখন ঢাকায় আরাম আয়েশ করে। সব দেখে, সিরিয়ালে নায়িকার পক্ষে কিছু আসলেই উনি খুশী, ভিলেনরা ধরা খেলে উনার ডায়লগ, 'ভালো হইছে না টুট টূট, এবার বুঝবি ঠেলা;। আবীর বলছে মহিলাদের চেয়েও উনার সিরিয়াল আসক্তি মারাত্মক। রিপিটও মিস করে না |
এ বছরে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজের সুযোগ পাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন। এছাড়া এ বছর শতভাগ হজয... বিস্তারিত বর্তমানে ভারতের জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগবস ১৩’-এর উপস্থাপনা করছেন সালমান। সম্প্রতি এ অনুষ্ঠানের এক গোপন তথ্য ফাঁস করেছেন পাঞ্জাবি গায়িকা হিমাংশি খুরানা। বিগবসের প্রাক্তন প্রতিযোগী... বিস্তারিত অনেক সময় একই চেহারার দু’জন মানুষকে দেখে আমরা থমকে যাই। কিছুক্ষণ পর অবশ্য বুঝে যাই যে তাঁরা যমজ। যমজ মানুষদের নিয়ে কিন্তু আমাদের সবারই কিছুটা কৌতূহল কাজ করে। আর সেটাই স্বাভাবিক। যমজ সন্তানে... বিস্তারিত ইন্দোনেশিয়ার পশ্চিম মধ্য সুমাত্রার জঙ্গলে খোঁজ পাওয়া গেছে রেফলিশিয়া নামে বিশ্বের সবচেয়ে বড় আকৃতির ফুলের । ফুলটির আকৃতি ৩ দশমিক ৬ ফুট বা ১১১ সেন্টিমিটার । সংশ্লিষ্টদের দাবি এ ফুলটিই বিশ্বের... বিস্তারিত ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামের ওয়াবদা কলোনী ডিটি রোডের ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)। গ্রেফতারকৃতে... বিস্তারিত ক্রিকেট ইতিহাসে আবারও ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন কিউই ব্যাটসম্যান লিও কার্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ সুপার স্ম্যাশে নর্দান নাইটসের বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাকিয়েছেন কান্টারবুরির... বিস্তারিত ডিএমপি নিউজঃ ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উপলক্ষে ২০১৯ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৫৯৫ জন পুলিশ সদস্যকে ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজি’জ ব্যাজ) প্রদান করা হবে |
দুই দিন আগে অফিস থেকে বাসায় গেছি মা একটা কাগজ হাতে ধরাইয়া দিলো, দেখি সিটি কপোরেশন থেইকা নোটিশ দিছে, আমরা নাকি গত ২ বছর ধইরা সিটি কপোরেশন এর কর দেইনা।অথচ আমাদের সব কাগজপত্র ঠিক আছে। নোটিশে লিখা ৭ দিনের মইধে কর দিতে হইবো না হইলে মামলা, এখন সব কাগজপত্র নিয়া দৌড়াও সিটি কপোরেশন অপিস। নিজেই নিজের গালে থাপ্পর মাইরা কইলাম “লেও ঠ্যালা সামলাও”। সিটি কপোরেশন অপিস গেলে অফিস মিস হবার সম্ভাবনা, বসের ব্যাজার মুখ, এসব চিন্তা কইরা আর কিছুই ভালো লাগেনা |
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, করোনা মোকাবিলায় সরকারের প্রণোদনা প্যাকেজে উপকৃত হয়েছেন ব্যবসায়ীরা। এটি খুবই কাজে দিয়েছে। তবে অনেকের কাছে এখনও এটা পৌঁছায়নি। এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আগামী বাজেটে নতুন করের বোঝা আসবে না বলেও আশা করেন তিনি |
পরিশেষে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দল ও সংগঠনের সভা-সমাবেশ,মিছিল-মিটিং নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার দাবী জানাচ্ছি। এই সিদ্ধান্ত থেকে সরে আসা ক্ষমতাসীন দল এবং দেশ উভয়ের জন্যই মঙ্গল |
৪ মার্চ, রয়টার্স: যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে একটি মিলিশিয়া গোষ্ঠী চড়াও হওয়ার চক্রান্ত করে থাকতে পারে, পুলিশের এমন ... ... ৪ মার্চ, দি ওয়াল : হেগের একটি আদালত ইরানের দায়ের করা মামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ রায় দিয়েছে। আদালতের রায় অনুযায়ী ইরানকে এখন ৩৭ তিন কোটি ৭০ লাখ ডলার অর্থ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ১৯৮১ সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই মামলা করে। আলজিয়ার্স চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে আটক ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল কিন্তু মার্কিন ... ... সংগ্রাম অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস |
প্রার্থীকে সব অর্থ খরচ করতে হবে এজেন্টের মাধ্যমে। নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব কমিশনে দাখিল করতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে প্রার্থিতা বাতিল করা হবে |
বলিউডের সাথে যেন ইদানিং ক্যানসারের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে! সাম্প্রতিক সময়ে ক্যানসারের শিকার হয়ে খবরের শিরোনাম হয়েছেন বেশ কয়েকজন তারকা অভিনেতা অভিনেত্রী |
গতকাল রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের এক ইঞ্জিনিয়ারের। লাইটপোষ্টের খোলা তার থেকে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের তরফে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ এই প্রসঙ্গে বিদ্যুৎ চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি বলেন, ‘কলকাতায় বিদ্যুৎ পরিষেবা দেয় সিইএসসি (CESC)। বিদ্যুৎ চুরির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আজই এই ব্যাপারে কথা বলব। দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত দুঃখজনক। কার দোষ তা না খুঁজে, যাতে এই ধরণের ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা নিতে হবে |
এরপর অসম এ যুদ্ধে একে এক ৭২ জন শহীদ হন। কারবালায় আরো যারা শহিদ হন তাদের মধ্যে রাসূলের (সা:) প্রিয় সাহাবা হাবিব ইবনে মাজাহের, মুসলিম ইবনে আওসাজা, নওমুসলিম ওহাব (রা.) সহ আরো অনেকেই ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, দুরাবস্থায় পতিত হয়ে হোসাইন (রা:) ওবায়দুল্লাহর কাছে তিনটি প্রস্তাবের যেকোনো একটি গ্রহণের অনুরোধ জানান। তা হলো- হয় তাকে মদিনায় ফেরত যেতে দেয়া হোক, কিম্বা তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেয়া হোক অথবা, এজিদের সাথে আলোচনার জন্য দামেস্কে যেতে দেয়া হোক |
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত সিদ্ধার্থ শুক্লা। এই খবরে কার্যত ‘শকড' গোটা দেশ। বিগ বস ১৩-র বিজেতার আকস্মিক মৃত্যুটা মেনে নিতে পারছেন না কেউই। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার কিছু পরই মায়ানগরীতে শোকের ছায়া নেমে আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থ শুক্লার। এদিন কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় |
ভারত পাকিস্তানের পারমাণবিকীকরণ, এবং আফপাক সন্ত্রাস বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার একটি কারণ এই এলাকা নিয়ে তাদের নিজেদের আগ্রহ রয়েছে |
খুগয়ানি (, ), এছাড়াও পরিচিত ওয়ালী মুহম্মদ শহীদ, আফগানিস্তানের গজনি প্রদেশের একটি জেলা। এটি পূর্বে জঘাতু জেলার একটি অংশ ছিল। তালিবান শাসনামলে এটি এলাকা বিস্তৃত করা হয়েছিল এবং পরবর্তীতে জেলাটি তার মূল সীমান্তে ফিরিয়ে আনা হয়েছিল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পূর্বে গজনি সিটি জেলা, দক্ষিণে ওয়াঘেজ জেলা, পশ্চিমে জঘাতু জেলা, উত্তরে রাশিদান জেলা এবং উত্তর-পূর্বে খাজা উমারী জেলা সীমানা ঘিরে রেখেছে। ২০০২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২৮,৮৪২ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে খগয়ানি |
মধুমতি নদী ভাঙতে ভাঙতে এবার বয়োবৃদ্ধ এই নারীর খুপড়ি ঘরের কাছেই হানা দিয়েছে। শেষ সম্বল ভিটেমাটিটুকু হারানোর শংকায় চোখে-মুখে দুশ্চিন্তার যেন শেষ নেই তার |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর সারাদেশে কেন প্রতিবাদ হলো না- এ প্রশ্ন তুলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রতিমন্ত্রী বলেন, সে সময় ঢাকায় হয়তো প্রতিবাদের পরিস্থিতি ছিল না। কিন্তু ঢাকার বাইরে অন্যান্য অঞ্চল বরিশালে কিংবা চুয়াডাঙ্গার মতো এলাকায় কেন প্রতিবাদ হলো না |
কেন্দ্রীয় প্রতিনিধিদলের চাপের মুখে অবশেষে রাজ্যের করোনা চিকিৎসার পরিকাঠামো শোধরাতে পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ ধরে ধরে রাজ্যের মেডিক্যাল কলেজ ও করোনা হাসপাতালগুলিকে ১১ দফা নির্দেশ পাঠালেন মুখ্যসচিব রাজীব কুমার |
ইসকনের রথযাত্রা এবছর তারকাদের মেলা। বিশেষ অতিথি বলিউড খ্যাত ভাগ্রশ্রী। থআকবেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম, শুভশ্রী, শ্রাবন্তী।এদিন এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মহারাজ রাধাবল্লভ দাস। প্রতিবারের মতো এবারের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১৪ তারিখ দুপুর ১টায় হ্যারিংটন রোড থেকে রথযাত্রা শুরু হয়ে এজেসি বোস রোড, হাজরা, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, চৌরঙ্গী হয়ে রথযাত্রা পৌঁছবে আউট্রাম ঘাটে। উল্টোরথের দিন আউট্রাম ঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত রথযাত্রা হবে |
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক জেলা পর্যায়ের এক কর্মশালা শনিবার ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাইবান্ধা জেলা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাস। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, টিটিসির অধ্যক্ষ আব্দুর রহিম, সাংবাদিক গোবিন্দলাল দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত বকসী সূর্য্য। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান আলী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের সহকারী প্রকল্প পরিচালক মো. হামিদুর রহমান, সাংবাদিক দীপক কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, শিক্ষিকা অর্চনা বড়–য়া প্রমুখ।কর্মশালায় গ্রুপ ভিত্তিক সুপারিশমালা উপস্থাপন করেন করতোয়া গ্রুপের- দৃষ্টি চক্রবর্ত্তী, ঘাঘটের কবিতা রাণী দাস, ব্রহ্মপুত্রের বনলতা চক্রবর্ত্তী, যমুনার মিলা রাণী এবং বালাসী গ্রুপের বিকাশ চন্দ্র রায়। উল্লেখ্য, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় প্রকল্পে গাইবান্ধা জেলার মন্দির আঙ্গিনাকে ব্যবহার করে ৮১টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৪শ’ ৩০ জন শিশুকে প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষাদান করা হচ্ছে। কার্যক্রমের সকল শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম সমাপনান্তে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়। প্রকল্প মেয়াদে ৩টি বয়স্ক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৭৫ জন বয়স্ক শিক্ষার্থীকে নিরক্ষর মুক্ত করে উন্নত জীবনযাপন সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং ৬টি গীতা শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ১শ’ ৮০ জন শিক্ষার্থীকে গীতিশিক্ষায় পারদর্শী করা হচ্ছে। এছাড়া মন্দিরভিত্তিক প্রকল্পের মাধ্যম গাইবান্ধা জেলায় ধর্মীয় চর্চা মানুষের আধ্যাত্মিক চিন্তা চেতনার উন্মেষ ঘটায় এবং আধ্যান্মিক চিন্তা শিক্ষার্থীদের অন্তরে আদর্শ, নৈতিকতা, সততা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে সক্ষম হয়। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প সমাজ থেকে সহিংসতা দূরীকরণে সহায়ক শক্তি হিসেবেও উল্লেখযোগ্য ভুমিকা রাখছে। সৌদি আরবে অজ্ঞাত নামাদের হাতে ধারালো ছুরি ও অস্ত্রের আঘাতে আবারো নির্মম ভাবে খুন হয়েছে এক বাংলাদেশি যুবক। নিহত ময়নুল ইসলামের আত্মীয় ফরহাদ হোসেন খান সুমন জানান, সৌদি আরবে গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পূর্বে হঠাৎ সড়কের পাশে সৌদি আরব পুলিশ তাকে রক্তা’ক্ত অবস্থায় উ’দ্ধার করেছে। নিহত প্রবাসী মইনুল ইসলামের গ্রামের বাড়ী বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রানাপিং ইউনিয়নের চৌ’ঘরী এলাকার মরহুম আবদুস সাত্তারে পুত্র। জানা যায়,তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজের গাড়ি নিয়ে বের হন। পরে আর তিনি বাসায় ফিরে আসেননি। ঘটনার মুল কারণ এখনও জানা যায়নি |
সেল্টিকে ৬ বছর (১২০ খেলায় ৫ গোল) খেলার পর ১৯৬৩ সালের ৬ ফেব্রুয়ারি তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ হন। মিউনিখ বিমান দুর্ঘটনার পঞ্চম বার্ষিকীতে ব্ল্যাকপুলের বিপক্ষে তার অবিষেক ঘটে। তিনি ছিলেন আক্রমণাত্বক ও কঠিন ট্যাক্ল করা মিডফিল্ডার, যিনি ট্যাক্লিং, নিখুঁত পাস দেয়া, এবং সুযোগ তৈরি করার জন্যই মূলত বিখ্যাত। তিনি ববি চার্লটন, জর্জ বেস্ট প্রমুখের গোলদানের উৎস ছিলেন। বলা হত যে যদি উইনাইটেডে বেস্ট, ল এবং চার্লটন একসাথে খেলতেন তাহলে ফর্মে থাকা প্যাডিই হতেন দলের হৃদ-স্পন্দন |
তবে সুষমার কানে বিষয়টি যেতেই ট্যুইটারে ওই রুশ ছেলেটিকে অভয় দেন। বিদেশমন্ত্রী লেখেন, ইভানজেলিন, তোমার দেশ রাশিয়া আমাদের বহুদিনের মিত্র। চেন্নাইয়ে আমার লোকজন তোমায় সব সাহায্য করবে। ভারতে ওপেন হার্ট সার্জারি হবে, তাই এক বছরের এক পাকিস্তানি মেয়েকে এ দেশের সরকার মেডিকেল ভিসা দেবে বলেও জানিয়েছেন সুষমা। ট্যুইটারে মেয়েটির মায়ের আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই মেডিকেল ভিসা মঞ্জুর করার কথা জানান তিনি। হীরা সিরাজ নামে পাকিস্তানি মহিলাটির আর্জি পূরণ করেন। লেখেন, আপনার মেয়ে শিরিন সিরাজের ভারতে ওপেন হার্ট সার্জারির জন্য ভিসা দেব আমরা |
প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই আরেক প্রাণঘাতী দুর্যোগ ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর আঘাতে সৃষ্ট পরিস্থিতিও মোকাবিলা করতে হয়েছে শক্ত হাতে। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধুকন্যার জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগগুলো প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের দেশে দেশে |
হুসাইন একজন শৌখিন রেডিও অপারেটর ছিলেন এবং তার কাছে দ্য রেডিও সোসাইটি অফ হ্যারোর সম্মানসূচক সদস্যপদ ছিল। এছাড়াও তিনি আমেরিকান রেডিও রিলে লীগের আজীবন সদস্য ছিলেন |