text
stringlengths 0
40.1k
|
---|
কারওয়ান বাজারে সাধারণত অধিকাংশ সবজি ৫ কেজি করে বিক্রি হয়। গড়ে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪২ টাকায়, শসা প্রতি কেজি ১১০ টাকা, মূলা ৪০ টাকা, টমেটো ১১০ টাকা, কালো বেগুন ৫৫ টাকায়, সাদা বেগুন ৩৬ টাকায়, ঢেঁড়স ৫০ টাকা, সিম ৫০ টাকা, গাজর ৬০ টাকা এবং কাঁচা লাউ প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে |
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মেয়র তাপস সতর্কবার্তা দিয়ে আসছেন যে, ডিএসসিসি এলাকায় সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে |
নিচের সি প্রোগ্রামিং ভাষায় লেখা কোডটি সিনট্যাক্সগতভাবে শুদ্ধ, কিন্তু এটি এমন একটি অপারেশন সম্পাদন করে যা সেমান্টিক্সগতভাবে বা অর্থগতভাবে সংজ্ঞায়িত নয় |
তবে আপনি গুগল প্লে স্টোরে এরকম অনেক পেয়ে যাবেন যে গুলো এই ধরনের ঝড়ের গতিবিধির নজরে রাখার জন্য পাবলিশ করা হয়েছে |
মহামারিবিরোধী লড়াইয়ের বাংলাদেশের ব্যবস্থাগুলি সম্পর্কে তিনি বলেন যে সরকার জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে কেননা তাঁর সরকার এ পর্যন্ত ১৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে |
স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গিয়েছে, ইংলিশবাজার থানার অন্তর্গত মিলকি হাসপাতাল সংলগ্ন এলাকার প্রায় সাড়ে তিন বিঘা পরিমাণ জমির দখলদারি ঘিরে গোলমালের সূত্রপাত। ওই জমিটির মালিকানা ছিল মালদহ শহরের বাসিন্দা দেবু শেঠের নামে। অভিযোগ, সেই জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন মিলকির বাসিন্দা নিজাম শেখ। এনিয়ে টানাপোড়েন চলছিলই। মাঝে ঢুকে পড়ে আরেক পক্ষ। মিলকির বাসিন্দা আনোয়ার হোসেন, শেখ সোহম এবং শেখ হাইয়ুল – এই তিন ব্যক্তি দাবি করেন, তাঁরা দেবু শেঠের থেকে জমিটি কিনে নিয়েছেন। এই মামলা গড়ায় আদালত পর্যন্ত। আনোয়ার হোসেনদের দাবি, আদালতের রায় তাঁদের পক্ষে গিয়েছে। অতএব, দেবু শেঠের জমির মালিক এখন তাঁরাই |
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি । সারা দেশ উত্তাল । ভাষা আন্দোলনের নামে রাজধানীর রাজপথ মুখরিত হলো পাক স্বৈরশাসনের বিরুদ্ধে। কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা ভোর থেকে রাজপথ দখল করে স্বৈরশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে লাগল। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ মুহুর্মুহু স্লোগান দিয়ে প্রকম্পিতি করেছিল রাজপথ । ভিত কেঁপে উঠে স্বৈরশাসকের। অবস্থা বেগতিক দেখে নিরীহ ছাত্রনেতাদের ওপর গুলি চালায় পাক-স্বৈরশাসক। সে দিন রাজপথ রঞ্জিত হয়েছিল সালাম, জব্বার, রফিকসহ বেশ কয়েকজন ছাত্র নেতার রক্তে। স্বাধীনতার ভিত রচিত হয়েছিল মূলত বায়ান্নর ২১ ফেব্রুয়ারি । দেশের স্বাধীনতা আনতে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শেখ মুজিবুর রহমান কতবার জেলে গেছেন তার হিসাব আমার কাছে নেই তবে বলতে পারি যতবার তিনি জেলে গেছেন ততবারই রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে |
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ওই কারখানা থেকে ২০টি অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয় |
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা ডাইক ও নদীভাঙন এলাকা পরিদর্শন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন |
রবিবার (২৪ জানুয়ারি) সকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠের পাড় এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেয় পাশের এলাকার ইউপি সদস্য মো. জাহাঙ্গীর তালুকদার। আহত সাইফুল মোল্লা শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নুরু মোল্লার ছেলে। পার্শ্ববর্তী এলাকার ইউপি সদস্য মো. জাহাঙ্গীর তালুকদার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঠের পাড় এলাকায় একটি মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাইফুলকে উদ্ধার করে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তিনি। এর চেয়ে বেশিকিছু জানা নেই তার। রাজৈর এলাকার ইউপি সদস্য রহিম হাওলাদার বলেন, “সাইফুল মোল্লা এলাকায় চুরি ও ছিনতাই করত। সাইফুলের খারাপ কাজে অতিষ্ট হয়ে এলাকাবাসী ওর উপর হামলা করেছে আমি এর থেকে বেশি জানি না”। স্থানীয় চকিদার আসলাম বলেন, সাইফুলের দুই ভাই তারা চট্টগ্রাম থাকে। বৃদ্ধ বাবা-মা রয়েছে। তাদের খুঁজে পাচ্ছি না। চিকিৎসাধীন সাইফুল মোল্লা বলেন, “আমি যদি কোন অপরাধ করি, তার বিচারের জন্য আইন ছিল। তারা আওয়ামী লীগের ক্ষমতা পেয়ে যা খুশি তাই করবে। এটা কোন আইনে বিচার করবে। ইউনুস, আবুল ও রমজানসহ অনেকেই আমার উপর এই হামলা করেছে”। শরণখোলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম ফয়সাল আহমদ বলেন, “সাইফুলের দুই চোখে জখম রয়েছে। বাম পা ভেঙ্গে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেছি”। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, চোখ উপরে ফেলার বিষয়টি জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাইফুল শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ রয়েছে। তার বাবা বা পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। তিনি আরও বলেন, “সাইফুল ইসলামের সম্পর্কে এলাকার মানুষের একটি খারাপ ধারণা রয়েছে। তার নামে শরণখোলা থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন আইনে ১৬টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় আমরা ২০ বারের অধিক সময়ে তাকে আদালতে সোপর্দ করেছি” |
তার সেনাবাহিনী নিয়ে পৃথিবীর অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর, অর্জুনের নাতি সম্রাট পরীক্ষিৎ, রাজার পোশাক পরিহিত শূদ্রের কাছে এসেছিলেন যিনি একটি দলের সাথে একটি গরু ও একটি ষাঁড়কে মারছিলেন। পরীক্ষিৎ অবিলম্বে তার রথকে ঘটনাস্থলে নিয়ে যান এবং পবিত্র গরু এবং তার সাথীকে গালি দেওয়ার জন্য ক্ষুব্ধভাবে শূদ্রকে আঘাত করেন। যাইহোক, এটি কোন সাধারণ শূদ্র ছিল না এবং এগুলি কোন সাধারণ গবাদি পশু ছিল না, কারণ শূদ্র ছিল কলি এবং গরু এবং ষাঁড় ছিল দেবী ও ধর্মের মূর্ত প্রতীক। সম্রাট লক্ষ্য করলেন ষাঁড়টি তার এক পায়ে দাঁড়িয়ে আছে কারণ অন্য তিনটি কলি ভেঙে ফেলেছে। ধর্ম তার চারটি পা ব্যাখ্যা করেছেন "তপস্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, করুণা ও সত্যবাদিতা", কিন্তু তার কাছে "সত্য" -এর মাত্র একটি পা ছিল কারণ অন্য তিনটি তিনটি পূর্ববর্তী যুগে কলি দ্বারা ভেঙে গিয়েছিল। কলি ধর্মের রাজত্বকে সমর্থন করে এমন সব পা ভেঙে দিতে চেয়েছিলেন যাতে তিনি পৃথিবীতে তার নিজের অন্ধকার রাজত্বের বিস্তারকে প্রভাবিত করতে পারেন। পৃথিবী দেবী কেঁদেছিলেন যে তিনি একসময় প্রচুর পরিমাণে ছিলেন, কিন্তু যখন কৃষ্ণ স্বর্গে আরোহণ করেছিলেন, তখন তিনি ত্যাগ করেছিলেন এবং সমস্ত সমৃদ্ধি পৃথিবী থেকে চলে গিয়েছিল। তিনি আশঙ্কা করেছিলেন কলির মতো দুষ্ট রাজারা পৃথিবীতে অপচয় করতে থাকবে |
কানাডার ক্যালগেরির মালবোরো কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক সাধারণ সভা |
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর দেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, 'বাকি জীবনের জন্য উৎসাহিত।' সেখানে রুচিকার হাতে জ্বলজ্বল করে দেখা যায় এনগেজমেন্ট রিং। এক গাল হাসি মুখে ছবিতে দেখা যায় রুচিকাকে |
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ যশোর ক্যান্টনমেন্টে অবস্থিত বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান |
নাটকটি আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। ‘কার্টুনিষ্ট’ এর গল্পে দেখা যাবে, ‘শিশুদের প্রিয় মামা গল্পের প্রধান চরিত্র চপল নেশায় পুরোদস্তুর কার্টুনিষ্ট। উপার্জন কম বলে পরিবারে তার গ্রহণযোগ্যতা কম। বড়রা কোনোদিন চপলকে বোঝেনি, বুঝতেও পারবে না। বদমেজাজী রিটায়ার্ড বাবা তোতা পাটোয়ারী’র ভাষ্যমতে, চপল উড়নচন্ডি, ভ্যাগাবন্ড ও ক্লাসলেস। চপল অবশ্য তার কার্টুন আঁকা নিয়ে বেশ সন্তুষ্ট। হিপ্পিদের মতো বড় চুল ও গেটাপ নিয়ে ঘোরে সে। চপলের বিধবা বড় ফুপু বেলী, তার ব্যাংকার ছেলে বুলবুল, চপলের বড় বোন নিলা, তার ঘরজামাই পুলিশ স্বামী খসরু, তাদের তিন বাচ্চাসহ বিরাট যৌথ পরিবার তাদের। এ বাড়িতে এসে হাজির হয় তোতা সাহেবের বাল্যবন্ধু মন্টু ও তার রূপবতী মেয়ে পরী। সে এখানে ভার্সিটি ভর্তির জন্য কোচিংয়ে ভর্তি হবে। চপলের দায়িত্ব পড়ে তার টোটো করে ঘুরে বেড়ানো বাইকে করে পরীকে কোচিং আনা ও নেয়ার। এরপর শুরু হয় নতুন গল্প |
জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি উৎসব অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠান হবে। এই উপলক্ষ্যে যে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে তাতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের নাম থাকলেও আচার্য তথা রাজ্যপালের নাম নেই। এই ঘটনার জেরেই টুইট করে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান |
বায়োফ্লক মাছচাষের একটি অত্যাধুনিক, কার্যকর ও পরিবেশবান্ধব প্রযুক্তি। বায়োফ্লক প্রযুক্তি হলো অনুজীব বা মাইক্রোবায়াল নিয়ন্ত্রিত প্রযুক্তি যা পুকুরে চলমান জৈবিক প্রক্রিয়াগুলোর ওপর একটি স্থিতিশীল নিয়ন্ত্রণ আরোপ করে। এ প্রযুক্তিতে পানিতে কার্বন ও নাইট্রোজেনের একটি নির্দিষ্ট অনুপাত (১২-১৫:১) বজায় রেখে পানিতে পর্যাপ্ত বায়ু সঞ্চালন (Aeration) করে মাইক্রোবায়াল পপুলেশনকে ব্যাপকভাবে বৃদ্ধির সুযোগ দেওয়া হয় |
নড়াইলের কালিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ দীপালি বেগম খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে স্বামী রকিবুল গাজীসহ তিনজনকে আসামি করা হয়েছে |
এক অন্য নরেন্দ্র মোদিকে দেখা গেল সোমবার টিভির পর্দায় |
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে এম্বুলেন্স সেবার উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি |
আশাহত হয়ে ফিরে এলাম। পাথরের বনলতা সেন আমার দিকে তাকিয়ে তার সেই রহস্যময় চাহনি দিল। বললাম, 'বনলতা, কবিতা কি কখনও মানুষ সুখে লেখে? তবে তো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ছিলেন জীবনানন্দ |
আপনার এই কমেন্ট যে কোন বিবেচনায় আপত্তিকর। অথচ সেটা এড়িয়ে আমাকে কোন এক কোরামে ফেলতে চাইলেন। অন্য দশজন নিরপেক্ষ লোককে জিজ্ঞেস করুন যে আপনার এই কমেন্ট করা ঠিক হয়েছে কিনা |
নুসরাত প্রসঙ্গে এদিন 'বোঝে না সে বোঝে না' খ্যাত অভিনেতা বলেন, 'আমরা দু'জনই বন্ধু। এটা আলাদা প্ল্যাটফর্ম। ও ওঁর দলের সঙ্গে রয়েছে। আমি আমার দলের সঙ্গে রয়েছি। এতে বন্ধুত্ব নষ্ট হবে না |
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের। এর আগে টিকার দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে কারো নিবন্ধন করার প্রয়োজন নেই |
প্রকৃত পরিসংখ্যান পাওয়া না গেলেও ধারনা করা যায় মৌলভীবাজার জেলার ৫৩টি গ্রামে প্রায় ১০ হাজার শব্দকর সমপ্রদায়ের বসবাস রয়েছে বলে। গননা হলে হয়তো প্রকৃত সংখ্যাটি জানা যেতো। তবে বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে কমলগঞ্জ থানায় শব্দকর সমপ্রদায়ের সংখ্যা বেশী |
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আইন পরিবর্তনের ফলে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে সেনারা ব্যক্তিগতভাবে অস্ত্র ব্যবহার করতে পারবেন। মূলত সীমান্তে চীন-ভারত সংঘর্ষের পরই আইন পাল্টানোর সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা মন্ত্রণালয় |
প্রধানমন্ত্রী বলেন, 'এই বিশ্বাসটা করতে হবে যে, নারীরা কেবল ভোগের বস্তু নয়, নারীরা সহযোদ্ধা। তারা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে- এটা হচ্ছে বাস্তবতা। সেভাবেই কাজ করতে হবে |
এই ছয় বছরে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কপিরাইট আইনের বিকল্প হিসেবে কপিরাইট আইনের সীমাবদ্ধতাকে দূর করেছে। পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে লক্ষাধিক প্রজেক্ট নিবন্ধিত হয়েছে |
চট্টগ্রামে প্রয়াত শীর্ষ আওয়ামী লীগ নেতাদের কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নব নির্বাচিত চসিক মেয়র - e-kantho24.com মো:শাহজালাল রানা: মেয়র নির্বাচিত হয়ে দুইদিন অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে আজ শনিবার সারাদিন প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের মহান সংগঠকদের কবর জেয়ারত করে ব্যস্ত সময় পার করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। আজ সকাল দশটায় তিনি তাঁর বহরদার হাটস্থ বাসভবন থেকে মরহুম জননেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জহুর আহমদ চৌধুরীর কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন। জহুর আহমদ চৌধুরীর কবর জেয়ারত ও মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে তিনি একে একে মরহুম জননেতা এম এ আজিজ, এম এ হান্নান, এম এ মান্নান, আতাউর রহমান খান কায়সার, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সিরাজুল হক মিয়া, ইছহাক মিয়া, কাজী এনামুল হক দানু’র কবরে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং কবর জেয়ারত করেন। দুপুরের পর তিনি আনোয়ারা হাইলধরে গিয়ে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর স্থান জেয়ারত করে শ্রদ্ধাঞ্জলি জানান |
বিজেপি সরকারের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামান দাবি করেছেন কর্মীরা বাংলাদেশ ও পাকিস্তানের |
তার ঘনিষ্ঠ আত্মীয় মুহাম্মদ ইয়াকুব নানুতুবি লিখেছেন:“আমার মরহুম পিতা তাকে আরবি মাদরাসায় ভর্তি করান এবং বলেন, “ইউক্লিড নিজে অধ্যয়ন কর এবং পাটিগণিতের অনুশীলন সম্পন্ন কর”। কয়েকদিন পর তিনি সাধারণ বক্তৃতাসমূহে অংশ নেন এবং পাটীগণিতের অনুশীলন সম্পন্ন করেন। মুনশি জাকাতউল্লাহ তাকে কয়েকটি কঠিন প্রশ্ন করেন। তিনি সেগুলো সমাধান করতে জানতেন বিধায় তিনি পরিচিত হয়ে উঠেন। বার্ষিক পরীক্ষা কাছে আসার পর তিনি এতে অংশ না নিয়ে মাদরাসা ত্যাগ করেন। মাদরাসার সকল ব্যক্তি বিশেষ করে প্রধান শিক্ষক এজন্য খুবই কষ্ট পান” |
চলতি আইপিএলটা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। দীর্ঘ ১ বছর পর পর ক্রিকেটে ফিরে তার অবস্থা বেহাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেছেন। হয়ত শেষবার আইপিএলেও খেলছেন। প্রিয় তারকার প্রতি সম্মান জানাতে এবার তাই নিজের পুরো বাড়িটাই সিএসকের জার্সির রঙে রাঙিয়ে ফেললেন এক সমর্থক |
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গী হয়ে আবার সরযূতীরে উপস্থিত হবেন যোগী আদিত্যনাথ। ভূমিপুজোর মাধ্যমে তাঁর হাতেই পূর্ণতা পাবে রাম মন্দির আন্দোলন, যার সূত্রপাত করেছিলেন গোরক্ষনাথ মঠে তাঁরই উত্তরসূরি মোহন্তরা |
পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শেষ হয়েছে। তবে শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে জানাবে, পৌর নির্বাচনে অংশ নেবে কি না |
বিয়ের ২৮ দিনের মাথায় পণের দাবিতে গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ। আটক স্বামী, শ্বশুর ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার পেরো বসন্তপুরে। মাত্র ২৮ দিন আগে মিষ্টির দোকানের কারিগর মিন্টু হাজরার সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের বাসিন্দা হয় পিঙ্কি রায়ের। পিঙ্কির পরিবারের দাবি, আসবাব ছাড়াও নগদ টাকাও যৌতুক হিসেবে দেওয়া হয়। অভিযোগ, ব্যবসা করবে বলে জানিয়ে, বিয়ের পর আরও ১ লক্ষ টাকা আনার জন্য পিঙ্কির পরিবারকে চাপ দেওয়া হয়। পরে দেওয়ার কথা বলায়, শুরু হয় নির্যাতন। গৃহবধূর পরিবারের দাবি, আজ সকালে অগ্নিদগ্ধ হয়ে পিঙ্কির মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এরপরই মৃতের পরিবার আমতা থানায় অভিযোগ দায়ের করে |
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও এর স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ঘিওর উপজেলা ছাত্রলীগ ও ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগ। বুধবার রাতে ঘিওর সরকারি কলেজ মুক্তমঞ্চে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী সুমন, ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সালাউদ্দিন অপু, সাধারণ সম্পাদক শুভ আহমেদ টোকন, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শোভন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবিরসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট ফুলপুর শাখার সভাপতি শীতেষ চন্দ্র সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা, জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুনের মত পৃথিবীর বিখ্যাত ব্যাক্তি বর্গের বাল্য জীবনে স্কাউটিং করার ইতিহাস তুলে ধরেন বলেন, স্কাউটিং এর মানবিক গুণাবলিসমূহ ধারন করলেই প্রকৃত দেশ প্রেমিক হওয়া সম্ভব। মানবিকতার কল্যাণে নিবেদিত আমাদের স্কাউটস। এই মানবিকতা অব্যাহত রাখতে হবে।”বাংলাদেশ স্কাউটের বিপি দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিকালে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ স্কউট ফুলপুর শাখা আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্কাউট ফুলপুর শাখার সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউট ফুলপুর শাখার সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসাইন, ফুলপুর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক নাহিদ নিগার সুলতানা, স্কাউট লিডার রফিকুল ইসলাম, নুরুল হক, স্কাব লিডার রফিকুল ইসলাম বিএসসি, আব্দুল কাদের, হেলডস ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক তাসফিক হক নাফিও, স্কাউটের জান্নাতুল ফেরদৌসি স্বর্ণা, ইকবাল হাসান, মিলন মিযাসহ বাংলাদেশ স্কউট ফুলপুর শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন। ঠাকুরাগাঁও প্রতিনিধি: অসহায় দরিদ্র চক্ষু রোগীদের জন্য ঠাকুরগাঁওয়ে সাত দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে |
এতক্ষণে নিজেকে সম্বরণ করি। কেন জানি মনে হয় এই মূহুর্তে তার সাথে খোলামেলা আলাপ করা জরুরী। সে আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে। তার সাথে বিস্তারিত আলাপ করলে বাকীটা খোলাসা হয়ে যাবে। তারপর সে আমার ঘাড় মটকাক। মরার আগে অন্তত আমার ভুলভ্রান্তিটুকু জেনে যাবো |
এরপরই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে পাওলো দিবালার পাস ডি-বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন পিএসজি মিডফিল্ডার। বল দূরের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয় |
২০০৮ সালের ১১ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলায় প্রথম চার্জশিট দাখিল করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং ২১ জন হুজি নেতাকর্মীসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় |
লোকসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের ৮১ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ঝাড়খণ্ড বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্র সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ টি কেন্দ্রের মধ্যে ১ টি বিধানসভা কেন্দ্র তফসিলী জাতি অথবা তফসিলী উপজাতিদের সংরক্ষিত। এই ৬ টি বিধানসভাতে প্রথম ২০০৫ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ড বিধানসভা গঠনের জন্য |
এদিকে, তারিনের মা অসুস্থ থাকায় তাঁকে ফিরতে হচ্ছে। এছাড়াও মাহিয়া মাহি, অপু বিশ্বাস ও মীর সাব্বির ফিরছেন শুটিঙের কারণে। বাকিরা আগামীকাল সন্ধায় ফিরবেন |
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। তার সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে জানা গেছে |
আসলে জার্মানিকে তাতিয়ে দিয়েছিল আয়ারল্যান্ডই। সাত মিনিটে স্বাগতিকদের জাল কাঁপিয়ে যেন ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলেছিলেন স্মিথ। এরপরই আহত বাঘের থাবায় ক্ষতবিক্ষত হয়ে যায় আইরিশরা। তাদের চূর্ণ করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইউরোর মূলপর্বে যাত্রা শুরু করবে জার্মানি |
সারাদিন আরদি'র একটার পর একটা নালিশ লেগেই থাকে । সাথে থাকে আজব সব প্রশ্ন |
আমি বেডের পাশে একটা সুইচে চাপ দিলাম। ঘরের ঠিক মাঝখানে একজন সুন্দরী তরুণীর হলগ্রাফিক মূর্তি ভেসে উঠল। ও হচ্ছে কিটি, আমার ব্যাক্তিগত কম্পিউটার |
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ রোহন। দমদমে বাড়ি হলেও, এখন দক্ষিণ কলকাতায় থাকেন তিনি। বাবা-মা দমদমের বাড়িতেই থাকতেন। 'ভজগোবিন্দ' সিরিয়াল তাঁকে রাতারাতি খ্যাতি শিখরে পৌঁছে দেয়। এরপর 'কলের বউ' সিরিয়ালে দেখা মিলেছিল তাঁর। আপতত জি বাংলার অন্যতম হিট সিরিয়াল ‘অপরাজিতা অপু’-তে লিড রোলে অভিনয় করছেন তিনি |
৫:৩০ করোনার উৎপত্তি নিয়ে অনুসন্ধানের জন্য ইউএস ইন্টেলিজেন্স-কে তাদের তৎপরতা দ্বিগুণ করার আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন |
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হাবিব উল আলম বলেন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কর্মকাণ্ডে আমরা শিক্ষকরা হতাশ ও মর্মাহত। তাঁদের কারণে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে একপ্রকার অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত এই অবস্থার অবসান চাই |
উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার। ড্রয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে। স্প্যানিশ লা লিগার দুই দল বার্সালোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি |
এসব নথি বলছে, পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন এবং তার পরিবারের সদস্যরা অন্তত চারটি অফশোর কোম্পানির মালিকানায় রয়েছেন |
আপনি যদি নিম্নলিখিত কোনও রোগে আক্রান্ত হন তাহলে যতক্ষণ না আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিচ্ছেন ততক্ষণ আপনি Saliac নেবেন না। Saliac খাদ্য এবং অ্যালকোহলের সঙ্গে Saliac -এর বিক্রিয়া। - Saliac Interactions with Food and Alcohol in Bengali - khaddo abong alchoholer songe Saliac-er bikriya রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে ভাঙ্গারী মালামাল বোঝাইকৃত পিকআপে নিয়ে আসা ২৭৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। ০৭/০২/২০২১খ্রিঃ তারিখ ০৫.৫৫ ঘটিকায় র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সুলতানগঞ্জ বেড়িবাধ, রায়ের বাজার এলাকায় একটি ভাঙ্গারী মালামাল বোঝাইকৃত পিকআপে ভাঙ্গারী মালামালের ভিতের করে নিয়ে আসা ২৭৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ সজিব সরদার (২৭) এবং মোঃ রুবেল আলী নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আভিযানিক দলের নিকট তথ্য ছিল যে, ভাঙ্গারী মালামাল ভর্তি পিকআপ গাড়িতে করে ভারতীয় ফেন্সিডিল মাদকের একটি বড় চালান নিয়ে রাজধানীর ঢাকার মোহাম্মদপুর থানা এলাকার বেড়িবাধ চৌরাস্তা হয়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের নিকট পৌছে দিতে যাচ্ছে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকা হতে ফেন্সিডিল বহন করে নিয়ে আসে এবং তা রাজধানী বিভিন্ন মাদক কারবারীদের নিকট হস্তান্তর করে। মাদকের প্রত্যেকটি চালান ঢাকায় নিয়ে আসার ক্ষেত্রে তারা বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করত |
গবেষকদের দাবি, অশ্বগন্ধার মধ্যে ‘উইথানন’ (Withanone) নামের একটি রাসায়নিক রয়েছে যেটি Covid-19-এর এনজাইমের বিস্তার রোধ করতে সাহায্য করে। তর্থাৎ, মানুষের শরীরে করোনার সংক্রমিত হওয়া আর ‘ভাইরাল লোড’ বৃদ্ধির প্রক্রিয়াকে রোধ করে এই রাসায়নিক |
এর আগে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেন এক বিশেষ ধরনের ফেব্রিক। যা অনেকটা ‘ক্যামোফ্লেজ’ এর মতো কাজ করবে বলে জানিয়েছিলেন তারা। আবিষ্কৃত এই ফেব্রিক যে পরিবেশে থাকবে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে জানানো হয়েছিল |
কিডনি রোগের চিকিৎসা করাতে এসে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত এক কয়েদি। বুধবার তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন |
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে পিলিবঙ্গা শহরের জনসংখ্যা হল ৩৩,৬০৭ জন। এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭% |
কোনো কোনো গবেষকের মতে, পতঞ্জলির আগেই কৃষ্ণ ও বাসুদেব একক দেবতায় পরিণত হয়েছিলেন। কারণ,মহাভাষ্যে "জঘন কংসং কিলা বাসুদেবঃ" বাক্যটি দেখা যায়। "পাণিনির সময়কাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দী। এই সময় তিনি তাঁর অষ্টাধ্যায়ী গ্রন্থে "বাসুদেবক" শব্দটিকে বাসুদেব ভক্ত হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ বলা চলে বাসুদেব-কৃষ্ণের পূজাকেন্দ্রিক ভাগবত ধর্মই ভারতীয় ইতিহাসে বৈষ্ণবধর্মের আদিরূপ, যা উক্ত সময়কালের মধ্যে প্রতিষ্ঠালাভ করেছিল |
আমাদের ওস্তাদ-সাগরেদ সম্পর্ক। এর ছিল নানামুখ। বই থেকে শুরু করে বক্তৃতা-বিবৃতি, অতীব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তজনিত ভুল-ভ্রান্তি ইত্যাদি প্রাণবন্ত আলোচনা করতাম আমরা। বিষোদগারী মন্তব্যও বাদ যায়নি। আলোচনা-মন্তব্যগুলো আমরা পুরে রাখতাম আমাদের আস্থার জিম্মায়- যেগুলোর একটিও যদি ফাঁস হতো তাহলে ঘটে যেতে পারত অপূরণীয় ক্ষতি। তার উপস্থিতিতে যা গোপনীয় তার অনুপস্থিতিতেও অবশ্যই তা গোপনই থাকবে। জনতার জন্য তার যে জীবন তা জনজীবনই থেকে গেছে |
ছবিতে দেখছেন আংশিক ও পূর্ণ চন্দ্রগ্রহণের নমুনা |
অন্যদিকে ইভ্যালিতে কেনাকাটা করেছেন এমন এক ক্রেতা নূরে আলম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর মাত্রই একটি চাকরিতে প্রবেশ করি। ১২৫ সিসির একটি বাইক কেনার জন্য টাকা জমাচ্ছিলাম। ইভ্যালির কারণে সেই টাকা দিয়েই ১৫০ সিসির বাইক কিনতে পেরেছি। ইভ্যালির প্রতি আমারও রাগ আছে। ডেলিভারির টাইম নেয় অনেক। তবে ইভ্যালির মতো ই-কমার্সের জন্যই অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়েছে |
সবচেয়ে বড় কথা হলো, যাতে এধরনের প্রতারণা না হয় । সেজন্য ডিজিটাল হাট নামের এই প্লাটফরম তৈরী হরা হয়েছে। নয়তো প্রত্যেকে আলাদাভাবে গরু বিক্রিতো করছেনই |
এক বছর যেতে না যেতেই তাকে আবার বলপূর্বক ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়। অথচ তিনি তখনও পুলিশের কড়া পাহারাধীন ছিলেন। শুধু তিনি নন, তার ভাই মুহাম্মাদ কুতুব, বোন হামিদা কুতুব ও আমিনা কুতুবসহ বিশ হাযারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছিলো। এদের মধ্যে প্রায় সাত শ’ ছিলেন মহিলা |
তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। কিভাবে সিনেমার সোনালি দিন ফিরিয়ে আনা যায়, আন্তর্জাতিক বাজারে কিভাবে বাংলাদেশের সিনেমা দিয়ে একটি অংশ দখল করা যায় এসব নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন। তিনি আমাকেও এসব নিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন |
যেসব করোনায় আক্রান্ত রোগীদের খুব মারাত্মক অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, তাঁদেরকে এই রেমডিসিভির ইঞ্জেকশন দেওয়া হবে। বিশ্বে এই ওষুধের ব্যবহার শুরু হলেও ভারতের বাজারে উপলব্ধ ছিল না। শনিবার রেমডেসিভির প্রস্তুত করার আবেদন অনুমোদন করেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডাঃ ভি জি সোমানি |
দুই ভাইয়ের ভুমিকায় Shin Ha-kyun ও Won Bin অভিনয় ছিল অসাধারণ। পিতার ভালবাসা থেকে বঞ্চিত সন্তানদের তিলে তিলে মানুষ করা, লেখা-পড়ায় শিক্ষিত করা, নিজে প্রয়োজনকে না মিটিয়ে সন্তানের প্রয়োজনকে প্রাধান্য দেয়া যা শুধু মায়ের পক্ষেই সম্ভব। সেই মায়ের ভুমিকায় রূপদানকারী Kim Hae-sook মায়ের চরিত্রটিকে দারুন ভাবেই ফুটিয়ে তুলেছেন যার প্রশংসা না করলেই নয়। পরিচালক Ahn Kwon-tae সাধারণ একটি প্লটকে যেভাবে বিশ্বাসযোগ্য ও ছবির পর্দায় সিনেমেটিক ভাবে তুলে ধরেছেন যে তাকে এক কথায় অসাধারণ না বলেই নয়। যার ফলে ছবিটি পেয়েছে প্রান ও দর্শকদের ভালবাসা। ছবির একপর্যায়ে নিজের আবেগকে ধরে রাখা খুবই কষ্টকর মনে হয়েছে। মুভিতে প্রতিটি চরিত্র নিজ নিজ গুরুত্ব বহন করে এবং অভিনয় শিল্পীরা সেটি বজায় রেখেছেন অনেকটা সফলভাবেই। দুই ভাইয়ের পরস্পরের প্রতি ভালবাসা- ঝগড়া-আবেগের বহিঃপ্রকাশ, মায়ের মমতা-কঠোরতা, পারিপার্শ্বিক চরিত্রে রূপদানকারীদের স্বতঃস্ফূর্ত সাপোর্ট মুভিটিকে করেছে প্রাণবন্ত এবং একঘেয়ে থেকে মুক্তি |
নির্ধারিত সময়ের মধ্যে অনাপত্তিপত্র দেওয়া হলে অথবা কোনো কিছু না জানানো হলে পাওনাদি যথাযথভাবে পরিশোধ হয়েছে মর্মে পেনশন মঞ্জুর করবে। অনাপত্তি সনদের জন্য অপেক্ষা করে পেনশন মঞ্জুর আটকে রাখা যাবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে অনাপত্তি প্রদান বা কোনো আপত্তি থাকলে তা না জানানো হলে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা দায়ী থাকবেন, পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পারিবারিক পেনশন দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সনদ সর্বশেষ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের স্বাক্ষর সংবলিত প্রত্যয়ন অংশ অপ্রয়োজনীয় এবং তা পেনশনভোগীর পরিবারের জন্য এটি সংগ্রহ কষ্টকর বিধায় তা বাদ দিতে হবে। পিআরএল শুরুর ২ মাস আগে ছুটি নগদায়ন এবং পেনশন মঞ্জুরিপত্র যুগপৎভাবে জারি নিশ্চিতকরণের জন্য প্রশাসনিক মন্ত্রণালয় দপ্তর, সংস্থার ২০১৬-১৭ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে আবশ্যকীয়ভাবে অন্তর্ভুক্ত করতে হবে। পিআরএলে যাওয়ার ২ মাস আগেই ছুটি নগদায়ন ও পেনশন মঞ্জুরিপত্র আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর কাছে হস্তান্তর করতে হবে। অডিট আপত্তির বিষয় তুলে নতুন করে আপত্তি দেওয়া পেনশন সহজীকরণের পরিপন্থী বিধায় তা বাদ দিতে হবে। মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তরের বিভিন্ন অফিসে কল্যাণ কর্মকর্তা তাদের মনোনয়ন নিশ্চিত করবে অর্থ বিভাগ |
২) সমস্ত নথির হার্ড কপি একটি সিল করা খামে বিভাগের নাম এবং প্রোগ্রামটির নাম (পিএইচডি) লিখে জমা দিতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি সহ আবেদন ফর্মের হার্ড কপি জমা দেওয়া বাধ্যতামূলক |
ক্যাবের দেওয়া তালিকায় দেখা যায়, মিনিকেট চালের দাম ২০০৬ সালে ছিল প্রতি কেজি ২৭ টাকা ৯৫ পয়সা। ২০১৬ সালে ওই চালের দাম হয় ৪৮ টাকা ৩৪ পয়সা। ২০০৬ সালে নাজিরশাইলের দাম ছিল ২৫ টাকা ৫৪ পয়সা। ২০১৬ সালে ওই চালের দাম হয় ৫৫ টাকা ৭৮ পয়সা। ২০০৬ সালে পাইজাম চালের দাম ছিল ২৩ টাকা। গত বছর ওই চালের দাম ছিল ৪০ টাকা ৩৭ পয়সা। ২০০৬ সালে পারিজা/স্বর্ণার দাম ছিল ১৯ টাকা ২৫ পয়সা। গত বছর ওই চালের দাম ছিল ৩৭ টাকা ১৯ পয়সা। ২০০৬ সালে বিআর এগারো/আটের দাম ছিল ১৮ টাকা ২৫ পয়সা। গত বছর ওই চালের দাম ছিল ৩৫ টাকা ৪১ পয়সা |
ইংল্যান্ড: ৮০/১০ (প্রতিপক্ষ ভারত, কলম্বো, ২০১২) |
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরগুলোতে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয় |
অবশেষে বাজারে উন্মুক্ত করা হলো আসুসের নতুন ফোন 'আসুস জেনফোন সিক্স'। গত বৃহস্পতিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে কোম্পানির নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি সবার সামনে এনেছে আসুস। গত বছর বের হওয়া 'আসুস জেনফোন ফাইভ জেড' এর উত্তরসূরীও বলা হচ্ছে এই ফোনটিকে |
বেঙ্গল হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হেন্ড্রিক টাউনশিপ, শেলবি কাউন্টির একটি অসমর্থিত সম্প্রদায় |
নরসিংদীর বেলাবো উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ |
প্রদেশের প্রধান হলেন একজন গভর্নর (গুবের্নুর)। প্রতিটি প্রদেশের "দেওয়ান পেরওয়াকিলান রাকিয়াত দেরাহ" (ডিপিআরডি, আক্ষরিক অর্থে "আঞ্চলিক গণপ্রতিনিধি প্রতিনিধি সংসদ") নামে নিজস্ব আঞ্চলিক সংসদ রয়েছে। গভর্নর এবং প্রতিনিধি সদস্যরা পাঁচ বছরের মেয়াদে জনগনের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন |
ভিয়েতনাম: ১৬ থেকে ১৮ বছরের মধ্যে যারা, তারাও টিকা পাচ্ছে গত অক্টোবর থেকে |
ব্রাজিলে জন্ম নেওয়া রাইট ব্যাক মারিও ম্যাচে হেড করতে গিয়ে শরীরে ভারসাম্য হারিয়ে ফেলেন |
এই ইউনিয়ন পরিষদে ১ জন চেয়ারম্যান, ৯ জন ওয়ার্ড মেম্বার, ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার রয়েছে। এছাড়া প্রশাসনিক কাজ করার জন্য ১ জন সচিব, ২ জন উদ্যোক্তা ও ৯ জন গ্রাম পুলিশ রয়েছে |
ওই ইনিংসের পর থেকেই আফ্রিদি আক্রমণাত্মক ব্যাটিংয়েই পেতেন স্বস্তি। সে কারণে তার নামও হয়ে যায় বুম বুম আফ্রিদি। সোমবার ছিল সেই সেঞ্চুরির রজত জয়ন্তী। দিনটির স্মরণে এক টুইটে আফ্রিদি বলেন, দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভেঙে দেয়ার দিনটি তিনি কখনোই ভুলবেন না। টুইটে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তদের উদ্দেশে বলেন, মনে রাখবেন, স্বপ্নগুলো সত্যও হয় |
এর আগেও দেশে করোনা সংক্রমণ নিয়ে তৃণমূলের এই দোর্দন্ডপ্রতাপ নেতা দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চলতি বছরের প্রথমদিকে ভারত সফরে এসে তিনিই করোনা সংক্রমণ ছড়িয়েছেন বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে আতিথেয়তা করায় দায় চাপিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেও। এবার করোনার স্থায়িত্ব নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে ফের বিতর্ক বাড়ালেন তিনি। সেইসঙ্গে যুক্ত করে দিলেন আগামী জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশনের বিষয়টিও। তা শাসকদলের অস্বস্তি কিছুটা বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের মত, আসন্ন বিধানসভা নির্বাচনে ফের সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন শাসকশিবিরের অত্যন্ত ভরসাযোগ্য সেনাপতি। তাই বিতর্ককে আমল না দিয়ে এমন লাগামহীন মন্তব্য তিনি করে চলেছেন |
সিঁড়িবাজ মানসুরের ছুঁড়ে দেয়া উচ্ছিষ্ট নিয়ে আমরা ফিরে আসি শক্ত বা নরম মাটিতে। আর মানসুর মনোযোগ দেয় সিঁড়ি বেয়ে উঠায়। আমরা রাস্তার পাশের পিঠার দোকানে হাঁটুমুড়ে বসি, দোকানীর সাথে আলগা খাতির জমানোর চেষ্টা করি। মরিচ ভর্তা দিয়ে পিঠা খেতে খেতে শব্দ করে শ্বাস নেই। শ্বাসের সাথে মরিচের সব ঝাল টেনে নেই ভিতরে, এই ঝাল আমাদের মেরুদন্ডকে আরো খানিকটা বিষাক্ত করে। গলিত মেরুদন্ডের বিষ নিয়ে আমরা শক্ত মাটিতে দাঁড়াই। ডানপাশের খোলা দেয়ালটার সামনে গিয়ে পেশাব করি। তারপর গভীর রাতের জন্য অপেক্ষা করি। রাতের গভীরতা পর্যাপ্ত ঘণত্বে পৌঁছুলে বাঁয়ের খাল ঘেষা বাঁশের কাঠামোগুলোয় আমাদের মেরুদন্ডীয় বিষ ঢেলে দেই। বিষের কমলা সোনালী রঙ ছড়িয়ে পড়ে সারাটা বামপাশ জুড়ে। আমরা শক্ত মাটির উপর গড়িয়ে গড়িয়ে দুর থেকে আরো দূরে সরে যেতে থাকি |
ঢাকা দোহার উপজেলায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লটাখোলা আজহার আলী মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনা ঘটে |
রাজশাহী অঞ্চলে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামে অভিনব প্রতারণায় নেমেছে একটি চক্র। দেশের সব উপজেলায় একটি করে এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে প্রচার করছে চক্রটি। রাজশাহী, নাটোর, বগুড়া, নওগাঁসহ উত্তরাঞ্চলজুড়ে তাদের প্রতারণার জাল বিস্তারের চেষ্টা চলছে। আর এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে রাজশাহীর শিক্ষিত ব্যক্তিদের ম্যানেজ করে নিজ এলাকায় জমি সংগ্রহের পাশাপাশি শিক্ষক-কর্মচারী নিয়োগেরও চেষ্টা চালাচ্ছে চক্রটি। সেই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি ও সুপারিশের জন্য চেষ্টা চলছে। বুধবার (১৭ জুন) কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন রফিকুল ইসলাম |
রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকা দাভিদ মালানকে মূল দলে যোগ করা হয়েছে। একাদশের জন্যও বিবেচনা করা হবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে |
“রবিন. কথা বল তোমার ভাবীর সাথে। তোমাদের কি কি ভাল লাগে, বল! না বললে বুঝবা কিভাবে.. সাদিয়া তো কিছুই বলেনা.. হিহিহি.” ভাবীর বাম স্তন মুখে পুরে নিলাম। খসখসে নিপল সন্তর্পণে আলতো করে চাটতে শুরু করলাম – যেন জোরে চুষলে মিষ্টি ললিপপ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ভাবীর মসৃণ পেটে হাত বুলাতেই চামড়া টানটান হয়ে শিহরণের অনুভতি প্রকাশ করল। বাকী স্তনটি খাবলে ধরলাম। ভাবী ইতোমধ্যে হাত চালানোর গতি বাড়িয়েছেন। আমি এবার স্তন পালটে দ্বিতীয়টি চুষতে চুষতে ক্রমাগত জিভের ব্যবহার বাড়ালাম। Bangla choti wife sharing এমন সময় সাদিয়ার গলা চিরে “উফফফফহ!” শব্দ বেরিয়ে এল। ছট করে ওদিকে তাকিয়ে দেখি সোহেল ভাই পা দুটো প্রশস্ত করে হাঁটু ভেঙে গোড়ালি লোমশ পাছার সঙ্গে বিছানায় চেপে রেখেছেন। সাদিয়া পায়ের আঙুলে বিছানায় ভর দিয়ে লোমশ বুকে হাত রেখে কিছুটা উঁচু হয়ে উঠেছে। ভাই শক্ত দুহাত ওর কোমরে রেখে ধীরে ধীরে উপরে উঠাচ্ছেন। এপাশের দেয়ালের বাতির আলোয় দেখা গেল দীর্ঘ পুরুষাঙ্গ থেকে সাদিয়া একটু একটু করে বেরিয়ে আসছে। কিন্তু খুব একটা বেরিয়ে আসবার আগেই চওড়া কোমর উপরে ঠেলে পুনরায় সেখানটায় গিঁথে দিলেন সোহেল ভাই। দ্বিতীয় কোন পুরুষের যৌনাঙ্গে স্ত্রীকে বিঁধে থাকতে দেখে হঠাৎ বুকের ভেতর গভীর শূণ্যতা অনুভব করলাম। অপেক্ষাকৃত দীর্ঘ বাঁড়ার আক্রমণে বৌয়ের মুখ দিয়ে বেরিয়ে আসা আত্মসমর্পণের আওয়াজ কিছুটা হীনমন্যতার সৃষ্টি করল। সুবর্ণা ভাবী ধীরে ধীরে শাড়ীর খসখস শব্দ তুলে আমার গা বেয়ে নামতে শুরু করলেন। মুন্ডিতে শুষ্ক ঠোঁটের চাপ অনুভব করতেই সোহেল ভাইয়ের মত হাঁটু ভাঁজ করে পা ছড়িয়ে দিলাম। শুষ্ক বাঁড়া কিছুক্ষণের মধ্যেই গরম লালা্য় ভিজে উঠল। ঠোঁটের পাশাপাশি জিভের ছোঁয়াও পেতে শুরু করলাম |
অমিত কুমার ১৯৭০ সাল হতে অনেক বলিউড চলচ্চিত্র এবং আঞ্চলিক চলচ্চিত্রে প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে গান গেয়েছেন। বিশেষকরে ১৯৭০ সাল হতে ১৯৯৪ সাল পর্যন্ত, যে পর্যন্ত আরেক শিল্পী আর ডি বর্মন বেঁচে ছিলেন |
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে |
মনোনয়ন ফরম কিনতে লাগছে ৫ হাজার টাকা। আর জমা দেওয়ার সময় ২৫ হাজার টাকা জামানত দিতে হচ্ছে। সোমবার ও মঙ্গলবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে; মঙ্গল ও বুধবার তা জমা দেওয়া যাবে |
দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্সবে জানিয়েছেন, আলমাতির কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েক জায়গা থেকে তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন। আলমাতি মুসলিম সংখ্যাগরিষ্ঠের এই দেশটিতে সবচে বড় শহর। একটি দোকানের কর্মচারী ফোনে জানান, আমরা একজন ব্যক্তিকে রাইফেল হাতে যেতে দেখেছি। অন্ততপক্ষে একজন হামলাকারী পুলিশের হাতে ধরা পড়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহতও হয়েছেন |
জয়পুরহাট : জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া নামক স্থানে গতকাল চারটি মোটরসাইকলের সংঘর্ষে ইবনে সাজ্জাদ ওরফে হৃদয় (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয় জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার ছেলে। এ দুর্ঘটনায় আরো আহত হয়েছেন জয়পুরহাটের কালাই পৌর সদরের আল আমিন (৩০), রনি (২০), নাজমুল (৩০), সাব্বির (২১) এবং নওগাঁর বদলগাছি উপজেলার আল আমিন (৪০) ও মাসুদ রানা (৪০)। দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে দুটি মোটরসাইকেলে করে কালাই ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো নির্বাচনে লেবার পার্টির সবচেয়ে খারাপ এই ফলাফলের মধ্যেও বাংলাদেশি এই চার কন্যা শুধু জয়লাভই করেননি, প্রতিপক্ষ প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়েছেন। যে চার আসনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা লড়েছেন সেখানে তাদের নিকটতম প্রতিন্দ্বন্দ্বীরা অর্ধেক ভোটও পাননি |
তিনি বলেন, ‘এটা গুগলে ক্লিকের মাধ্যমে কিছু টাকা-পয়সা পাওয়া যায়, রেভিনিউ জেনারেট করা যায়। আর এটাতে তো অনেকেই ক্লিক করছে, হ্যাপি নিউ ইয়ারের উইশ হিসেবে, এটা থেকে সে কিছু টাকা পয়সা জেনারেট করছে গুগল এক্সচেঞ্জের মাধ্যমে |
মাশির হোসেন (২ ফেব্রুয়ারি ১৯৩৬–অজানা) নিজ এলাকায় হিরু নামে পরিচিত বাংলাদেশী সাংবাদিক ও ভাষাসৈনিক ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন |
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে বিবস্ত্র ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরালের ভয় দেখিয়ে দফায় দফায় ধর্ষণ ও অপহরণের ঘটনায় গ্রেফতারকৃত এজাহারভুক্ত ফয়সাল (২২) ও এজাহারবহির্ভূত মোজাম্মেল (২৩) নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে আরেক গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম ইমনের নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন দিন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর করার পর শনিবার রাত ৮টার দিকে বেগমগঞ্জ পুলিশ আদালত থেকেই তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে |
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, শ্রীলঙ্কাকে এই অর্থ ৩ মাসের জন্য দেওয়া হবে। পাশাপাশি লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার ধরা হবে। যেসব দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কম থাকে, বিপদে পড়লে সেসব দেশ কারেন্সি সোয়াপের মাধ্যমে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে |
“তুই দেখিস, এই বার তোর জন্মের কথা আমার মনে থাকে কিনা |
Author: Shahbi Published Date: February 27, 2020 Leave a Comment on মিরাদি নামের অর্থ কি ? | Miradi নামের অর্থ | 19 বার দেখা হয়েছে | কিছু নাম : মিরাদি মালিক,মিরাদি মাসাবীহ,মোস্তফা মিরাদি ,মিরাদি ইসলাম, মোহাম্মদ মিরাদি ,মিরাদি মুনতাসির,মিরাদি হোসেন,মিরাদি আব্দুল করিম,মিরাদি খান ,মিরাদি চৌধুরী,মিরাদি রহমান,মিরাদি সরকার , Miradi Khan,মিরাদি হক , মিরাদি মাহতাব, মিরাদি ইকতিদার ,মিরাদি আহমেদ, মিরাদি আলী,শেখ মিরাদি ,খালিদ হাসান মিরাদি ,মিরাদি ইকবাল খান, Miradi , ইরফানুর রহমান মিরাদি ,শাহ আলম মিরাদি |
বিজনৌর, সম্ভল, লখনৌ, মুজফফরনগরসহ এই রাজ্যের বহু এলাকা গত কয়েকদিন ধরে এই প্রতিবাদ-আন্দোলনকে ঘিরে উত্তাল। এর ফলে নষ্ট হয়েছে ট্রেন, বাসসহ বহু সরকারি সম্পত্তিও। এযাবৎ সারা দেশে সবচেয়ে বেশি বিক্ষোভকারীর মৃত্যুও হয়েছে উত্তরপ্রদেশেই – ১৮ জন। এরই মধ্যে উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ থেকে বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের দোকানপাট ও সম্পত্তি জব্দ করবেন, যাতে সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষতি সেখান থেকে পুষিয়ে নেওয়া যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছেন বা আগুন ধরিয়েছেন, হামলাকারীদের সম্পত্তি নিলাম করেই সেই অর্থ উসুল করা হবে |
, প্রাচীন জাপানি ইয়ামাতো প্রদেশের নামানুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইম্পেরিয়াল জাপানি নেভির ইয়ামাতো ক্লাসের প্রধান রণতরী ছিল। এটি ও সহ জাহাজ, , সবচেয়ে ভারী এবং শক্তিশালীভাবে সশস্ত্র নৌজাহাজ ছিলো। এদের বহন ক্ষমতা ৭২,৮০০ টন ও নয়টি ৪৬ সেমি (১৮.১ ইঞ্চি) প্রধান বন্দুক সঙ্গে সশস্ত্র ছিল। উভয় তরীই যুদ্ধে ধ্বংস হয় |
২০১৫ সালের ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়, আবদুল্লাহ আল বাকী ছিল হামলার মূল পরিকল্পনাকারী। তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিল |
দিনাজপুুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই ছাত্রকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরসহ ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত |
২০২০ সালের ১২ মার্চ একটি মামলার ব্যাখ্যা দিতে কামরুন্নাহারকে আজ আদালতে তলব করা হয়। তাঁকে ওই বছরের ২ এপ্রিল আপিল বিভাগে হাজির হয়ে আসামিকে জামিন দেওয়ার কারণ ব্যাখ্যা দিতে বলা হয়। যে মামলায় জামিন নিয়ে কামরুন্নাহারকে তলব করা হয়, সেই ফৌজদারি আবেদনটি হচ্ছে- ‘রাষ্ট্র বনাম আসলাম সিকদার’ |