text
stringlengths
0
40.1k
শনিবার ঘূণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গেও আঘাত আনার সম্ভাবনা আছে।কলকাতা থেকে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। এই ঘুর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। ভারতের উড়িষ্যা রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে
ছবিটা দেখা মাত্র আমি অবাক হয়ে গেলাম
তিনি আরও বলেন, জাতির পিতার আত্মত্যাগ বৃথা যাবে না। দেশের মানুষের জীবনযাত্রার উন্নতি করাই তাঁর একমাত্র লক্ষ্য। কেউ দারিদ্র্যের শিকার হবে না এবং কেউ ভূমিহীন থাকবে না
রকেটের প্রোপেল্যান্ট হলো রকেটের প্রতিক্রিয়া ভর। ধাক্কা উৎপাদনের জন্য এই প্রতিক্রিয়া ভরকে রকেট ইঞ্জিন থেকে সর্বোচ্চ অর্জনযোগ্য বেগে নির্গমন করা হয়। প্রয়োজনীয় শক্তি হয় রাসায়নিক রকেটের মতো প্রোপেল্যান্ট থেকে, বা আয়ন ইঞ্জিনের মতো কোনও বাহ্যিক উৎস থেকে আসতে পারে
বরিশালসহ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক প্রথম বর্ষের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও আজ রবিবার সুষ্ঠ ও সুন্দর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়
ভাল এবং নিরাপদে থাকবেন । শুভ কামনা
ইরশাদ হয়েছে, ‘যিনি তার প্রতিটি সৃষ্টিকে সৃষ্টি করেছেন উত্তমরূপে এবং কাদা থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন
আগামী ১২ মে ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে
পুড়ে গেলে অনেক সময়ই পেস্ট, ডিম বা আলু লাগাতে দেখা যায়। আসলে কি সেটি ঠিক? আসলে পুড়ে গেলে প্রাথমিক অবস্থায় কী করণীয় সেই বিষয়ে কথা বলেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জন সহকারী অধ্যাপক ডা. ফুয়ারা তাসমিম পামি। আজ ২১ ডিসেম্বর এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২২৪২তম পর্বে অনুষ্ঠানটি প্রচারিত হয়
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একদিনে আরও ৮৯ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৪৮ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে
নাকভাঙ্গা গার্ড উঠে দাঁড়িয়ে ঠেলতে ঠেলতে নিয়ে বন্দিকে, পেছনে পিস্তল হাতে এজেন্ট। আলোতে আসতে বন্দির চেহারা দেখে চমকে উঠল রায়ান
ফাতেমা মের্নিসি ১৯৪০ সালের ২৭শে সেপ্টেম্বর মরক্কোর ফেজ শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার ধনী পিতামহের হারেমে বিভিন্ন মহিলা আত্মীয়স্বজন ও চাকরের সাথে বেড়ে ওঠেন। তিনি তার প্রাথমিক শিক্ষা জাতীয়তাবাদী আন্দোলন দ্বারা প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় এবং মাধ্যমিক স্তরের শিক্ষা গ্রহণ করেন একটি অল-গার্লস স্কুলে, যা ফরাসি রক্ষাকর্তা দ্বারা অর্থায়িত হয়। তিনি ১৯৫৭ সালে প্যারিসের সোরবনে এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডিস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেন, যেখানে তিনি ১৯৭৪ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ জানান, 'তারেক রহমানের নির্দেশেই আমরা শপথ নিচ্ছি'
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান আজ রাতে বলেন, পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে
প্রধানমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের চলমান কার্যক্রম অনুসরণ করছে। আমরা বিশ্বাস করি, ওআইসি তাঁর জবাবদিহি সম্পর্কিত অ্যাডহক মন্ত্রিপরিষদ কমিটির মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা পূরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে
লেসলি ও’ব্রায়ান চাক ফ্লিটউড-স্মিথ (; জন্ম: ৩০ মার্চ, ১৯০৮ - মৃত্যু: ১৬ মার্চ, ১৯৭১) ভিক্টোরিয়ার স্টওয়েলে জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন চাক ফ্লিটউড-স্মিথ
স্বাস্থ্য বিভাগ ও পরিবার জানায়, তিনি আগে থেকেই ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা করছিলেন। সোমবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়
আপনাদের কারো কাছে এই সফটওয়্যার থাকতেও পারে । যাদের কাছে এই সফটওয়্যার টি আছে এই টিউন তাদের জন্য নয়
নতুন গবেষণায় বলা হচ্ছে, ২৫ বছর বয়সের পর থেকে এশিয়ার নারীদের পেটের পরিধি নিয়মিত মেপে দেখা জরুরি। কোমরের উঁচু হাড় আর পাঁজরের শেষ হাড়ের মাঝামাঝি অংশে ফিতা রেখে কোমরের পরিধি মাপুন। খেয়াল রাখুন, এই মাপ যেন ৮০ সেন্টিমিটার বেশি ছাড়িয়ে না যায়। কোমরের মাপ ৮০ সেন্টিমিটারের বেশি হলেই বিভিন্ন ধরনের অসুখের শঙ্কা বাড়তে থাকে
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহত এক যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নগরীর ভাটিখানা এলাকার বিদ্যুৎ বিশ্বাস (২৪)
নামকরা এজেন্টঃ ল্যারি উ তাইচিন, ক্যাট্রিনা লেউং,পিটার লী,চি মাক, কো সুয়েন মো। ১৯৯৬ সালে এফ-১৫,বি-৫২ সহ বহু সামরিক প্রযুক্তি পাচারের অভিযোগে ডং ফ্যাং চ্যু নামে বোয়িং কোম্পানীর এক ইঞ্জিনিয়ার ধরা পড়েন
পশ্চিম ও অন্য ধনী দেশগুলোর সমস্যা হলো চাহিদা। অর্থাৎ কিভাবে তাদের জনগণকে আরো বেশি কভিড ভ্যাকসিন দেওয়া এবং দ্বিধাগ্রস্ত ব্যক্তিদেরও বুঝিয়েসুজিয়ে ভ্যাকসিনের আওতায় আনা যায়—এ জন্য মরিয়া তারা। ব্রিটেন ও অন্যান্য দেশ এরই মধ্যে বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ব্রিটেনে বড়-শিশুদেরও দ্রুত টিকা দেওয়া হবে। যদিও তাদের বেশির ভাগের কভিডে মৃত্যুর ঝুঁকি একেবারে কম, তবু টিকাদানের সন্দেহাতীত সুবিধা রয়েছে। কারণ কভিড এখনো খুব অস্বস্তিকর হতে পারে এবং স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে
একই অবস্থা পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, জীনতলা, টেংরা, কালমেঘা ও কাকচিড়া; তালতলী উপজেলার নিশানবাড়িয়া, ছোটবগী, নিদ্রার চর, তেঁতুলবাড়িয়া, খোট্টার চর, সোনাকাটা ও নিউপাড়া; আমতলী উপজেলার সদর ইউনিয়ন ও গুলিশাখালী, বামনা উপজেলার রামনা ও বদনীখালী এবং বেতাগী উপজেলার কালিকাবাড়ি, ঝিলবুনিয়া ও ছোট মোকামিয়াসহ জেলার বেশ কিছু এলাকার। এসব এলাকার বাঁধের বাইরের শতাধিক বাড়ি-ঘরও তলিয়েছে। মহাদুর্ভোগে পড়েছেন বাসিন্দারা
কিন্তু মা জাতিরা অসীম ধৈর্যের অধিকারিনি হয়। তারা এত সহজে পিছু হটে না
আমরা আগের পর্বে রুহুল (সিরাজ সিকদার) আর রাহেলার (জাহানারা হাকিম) প্রেম, এক সঙ্গে থাকা, মেলামেশা ও পরে বিয়ে নিয়ে আলোচনা করেছি। তাদের এই সম্পর্ক নিয়ে কানাঘুষা ছিল পার্টির মধ্যেও। কেউ কেউ এই সম্পর্ক মানতে পারেননি। তবে সমস্যা শুরু হয় যখন ফজলু বা সেলিম শাহনেওয়াজ তাঁর দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে চাইল এবং কেন্দ্রীয় কমিটি তা মানলো না। বলা হল মেয়েটি প্রকৃত বিপ্লবী না, পেটি বুর্জোয়া
১৯৮৫ সালের ১২ এপ্রিল ভারতীয় ডাক কলেজ প্রাঙ্গনের চিত্রসম্বলিত একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। ২০০৮ সালের ৮ জানুয়ারি কলেজের প্রাক্তনী তথা ভারতের উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারির উপস্থিতিতে কলেজের প্রথম কনভোকেশন অনুষ্ঠিত হয়
এ অভিনেত্রীর অভিযোগ, প্লে-স্টেশনে টাকা দেওয়ার পর থেকেই ক্রমাগত টাকা কেটে নেওয়া হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে। পরে অভিনেত্রী বুঝতে পারেন যে, গুগল প্লে-স্টেশনের জন্য যখন অনলাইনে তিনি টাকা দিয়েছিলেন, তখন সেখানে নিজের কার্ডের ডিটেইলসও দিতে হয়েছিল তাকে। সেখান থেকেই দেড় লাখ টাকা কেটে নেওয়া হয়েছে বলে দাবি অর্পিতার
আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনীর পিবিআই পরিদর্শক শাহ আলম জানান, ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ তার কক্ষে নুসরাতকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে পুলিশ অধ্যক্ষকে আটক করে
বিজ্ঞানীদের বিশ্বাস, Alpha Centauri হলো সৌরজগতের নিকটতম এক গ্রহ যা ঠিক পৃথিবীর মতোই বাসযোগ্য হয়ে উঠতে পারে মানবজাতির কাছে। হকিং ন্যানোক্র্যাফ্ট নামে এমন এক স্পেসক্র্যাফ্টের কথা বলেছেন যা মঙ্গলগ্রহে পৌঁছে দেবে এক ঘণ্টারও কম সময়ে। প্লুটোতে পৌছতে সময় লাগবে একদিনের মতো, অন্যদিকে Alpha Centauri-তে পৌঁছতে সময় লাগবে ২০ বছর
করোনার থাবা পড়ছে একের পর এক বলিউড তারকার ওপর। এবার আক্রান্ত হলেন অর্জুন রামপাল ও নীল নীতিন মুকেশ। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই এই খবর জানিয়েছেন তারা
নারী জোনাকি মাটিতে তাদের ডিম বা শুককীট জমা রাখে। এবং শুককীটকে একটি numbing fluid এর মাধ্যমে খাওয়ায়। একাজে বড়রা বা পূর্ণবয়স্ক জোনাকিরা সাহায্য করে। এছাড়া অনেক পূর্ণবয়স্ক জোনাকিরা আছে যেগুলো কোন কিছুই খায় না
রমজানে বন্ধ থাকার পর কাশ্মীরে ফের জঙ্গি নিকেশ অভিযান শুরু করেছে ভারতীয় সেনা
অর্থাৎ ১৯৮৬ সালে যশোরে শুরু হওয়া ব্যাপারটিকে আজ হাজার বছরের বাঙ্গালীর ঐতিহ্য হিসেবে দ্বার করানো হচ্ছে
তিনি বলেন, এই বিভৎসতা যখন শুরু হয়, তখন আমরা লাইব্রেরিতে। সুপারভাইজারের কাছ থেকে ফোন পেলাম যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমাদের লাইব্রেরি ছেড়ে চলে যেতে বলা হয়। কিন্তু বাইরে পুলিশের হামলা শুরু হলে শত শত শিক্ষার্থী এখানে এসে আশ্রয় নেন। আধঘণ্টার ভেতর পুরো লাইব্রেরি শিক্ষার্থীতে ভরে যায়
নিজের কবিতাকে এভাবেই আত্মবক্তব্যের কিন্তু সর্বমানবিক পঙক্তিরাজ্য রূপে গড়ে তুলতে চেয়েছিলেন শামসুর রাহমান। শামসুর রাহমান—শুধু বাংলাদেশের নন, সমগ্র বাংলা কবিতার ইতিহাসেরই একজন অন্যতম প্রধান কবি। ১৯২৯ খ্রিস্টাব্দের ২৩ তারিখ অক্টোবর ঢাকা শহরের মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে তাঁর জন্ম। পিতৃপুরুষের বাড়ি নরসিংদীর রায়পুরাস্থ পাড়াতলী নামক গ্রাম। ১৩ ভাই-বোনের মধ্যে চতুর্থ শামসুর রাহমান পুরনো ঢাকার পোগোজ স্কুল থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দে মাধ্যমিক পাশ করেন। ১৯৪৭-এ উচ্চমাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে সম্মান শ্রেণিতে ভর্তি হন। তিন বছর নিয়মিত ক্লাসও করেন, কিন্তু চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অবশেষে পাস কোর্সে স্নাতক উত্তীর্ণ হয়ে ইংরেজি সাহিত্যেই এম এ শ্রেণিতে ভর্তি হন। এখানে প্রিলিমিনারি পরীক্ষায় মেধাতালিকার উপরের সারিতে ( দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয়) স্থান করে নিলেও শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেননি। পেশাগত জীবনে প্রধানত সাংবাদিকতায় সময় কাটানো শামসুর রাহমানের
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত মো. মামুন জানান, পটিয়া, লামারবাজার, নন্দনকানন, আগ্রাবাদ, ইপিজেড, আগ্রাবাদ স্টেশন থেকে ১০টি গাড়ি পাঠানো হয়েছে। এসব গাড়ি লিকেজ হওয়া ট্যাংকে কৃত্রিম বৃষ্টির মতো পানি ছিটাচ্ছে, যাতে বাতাসে গ্যাস ছড়াতে না পারে
১। আপনার ব্যাটারিটি চেক করে দেখুন। কারন আমি অনেক দেখেছি ব্যাটারি সম্পুর্ণ ডিসচার্জ হয়ে গেলে সেটা আর চার্জ হতে চায়না। তখন আপনি সেট চার্জে দিলেও চার্জ হবেনা আর সেটও চালু হবেনা। আপনি একই ধরনের অন্য ব্যাটারি সেটে লাগিয়ে দেখুন। যদি সেট চালু হয় তবে আপনার ব্যাটারিটি অন্য সেটে লাগান দেখবেন সেট চালু হবেনা। ব্যাটারিটি অটোচার্জার/কুইক চার্জার দিয়ে চার্জ করে আবার ব্যাবহার করুন
সমাজে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষাই মুল ভুমিকা পালন করে থাকে। এক সরকারি হিসেব মতে, আমাদের শিক্ষার হার প্রায় ১৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে ৬৩ শতাংশে উন্নীত হয়। সে ধারাটি এখনো অব্যাহত। কিন্তু শিক্ষাক্ষেত্রে আমাদের এ সাফল্য ইতিবাচক হলেও শিক্ষার গুণগত মান অর্জনে আমরা এখনো পিছিয়ে। এ লক্ষ্যে বলিষ্ঠ কোন পদক্ষেপ নেয়া হয়নি। বাংলাদেশের শিক্ষাবাজেটের গতি-প্রকৃতি লক্ষ্ করলেই তা সকলের কাছে স্পষ্ট হয়ে ওঠে। বিগত সাত বছরের শিক্ষাবাজেটে গড় বরাদ্দ ছিল মোট বাজেটের ১৩ শতাংশ, যা ২০১০ সালে সর্বোচ্চ ১৬ শতাংশ ছিল। অন্য দিকে বিগত দুই দশকে জিডিপির মাত্র ২ শতাংশ শিক্ষা খাতে ব্যয় হয়েছে। অথচ ইউনেস্কোর সুপারিশ মতে, শিক্ষাখাতের ব্যয় জাতীয় বাজেটের ন্যুনতম ২০ শতাংশ এবং জিডিপির ন্যূনতম ৬ শতাংশ হওয়া উচিত। শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিটি অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত। আমাদের শিক্ষাবাজেটে একটি শুভঙ্করের ফাঁকি বরাবরই লক্ষ্ করার মত। শিক্ষাবাজেটের সাথে প্রযুক্তি, খেলাধুলা, সাহিত্য ও ধর্মসহ নানাবিধ খাত জুড়ে দেয়া হয়। এমনকী শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে সামরিক বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমুহের বরাদ্দও ঢুকিয়ে দেয়া হয়। ফলে শিক্ষাখাতে বরাদ্দকৃত স্বল্প অর্থটুকুও ভাগাভাগি হয়ে যায়
২০২১ সালের নভেম্বর মাসে অ্যান্টিগায় অনুষ্ঠিত ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব টুর্নামেন্টে পানামা অংশ নেয়। সেখানে দলটি বাহামা দ্বীপপুঞ্জের বিরুদ্ধে জয় পেলেও বাকি পাঁচ ম্যাচের প্রতিটিতে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় সাত দলের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে
এদিকে, এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা ডি পি দুয়ারি বলেন, চাঁদের সূর্যকে ঢেকে রাখার এই দৃশ্য ক্ষুদ্র ভগ্নাংশ সময়ের জন্য। অবস্থান অনুযায়ী খুব জোর ৩ থেকে ৪ মিনিট মতো থাকে
দ্রুত সময়ের মধ্যে বর্ডার হাট বাজারের কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে বর্ডার হাট বাজারের যাবতীয় ফাইল চূড়ান্তভাবে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে
তৃপ্ত অমিতাভ এর পরেই কৃতীর প্রশংসায় পঞ্চমুখ। ছবি দিয়ে লিখেছেন, ‘লাল পোশাকের ‘পরম সুন্দরী’র সঙ্গে বল ডান্স, কৃতী শ্যানন!’ লক্ষ্মণ উতেকরের ‘মিমি’তে অভিনয়ের সুবাদে ‘পরম সুন্দরী’ তকমা তাঁর গায়ে। মঙ্গলবার কৃতীর এই তকমাতেই যেন নতুন করে সিলমোহর দিলেন শাহেনশা। একই সঙ্গে কৃতীর সান্নিধ্যও উপভোগ করেছেন তিনি। ৭৯-র ‘রাগী যুবক’-এর লেখনিতে, ‘আহা! কলেজ জীবন আর কলকাতা যেন ফিরে ফিরে ডাকছিল।’ প্রসঙ্গত, অমিতাভ নৈনিতালের শেরউড কলেজ এবং পরে নয়া দিল্লির কিরোরি মল কলেজে পড়াশোনা শেষ করেন। অভিনয়ে আসার আগে কলকাতায় সাত বছর চাকরি করেছিলেন জাহাজ সংস্থা ‘বার্ড অ্যান্ড কোম্পানি’-তে
বাঁকুড়ার শালতোড়ায় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন। এরপর পুরুলিয়ার মানবাজার, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতেও রোড শো করবেন মিঠুন চক্রবর্তী
নির্ধারিত সময়ে চাহিদা মতো কাগজপত্র পেলে পরই যাচাই-বাছাই করে ইসি সিদ্ধান্ত দেবে বলে জানান তিনি
পরে গতকাল মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট আসলে ওই চিকিৎসকের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। রাতেই সংক্রমণের কথা ওই চিকিৎসককে জানানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালে কর্মরত তার সহকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে
এই প্রেক্ষিতে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির উদ্যম সম্পর্কে বিল গেটস বলেন, ‘ভারতের ক্ষমতা বিশাল, কারণ এ দেশেই রয়েছে বিশ্বে বিপুল পরিমাণ ওষুধ ও টিকা সরবরাহে যুক্ত উৎপাদক সংস্থাগুলি। আপনারা হয়ত জানেন, সারা বিশ্বে ভারত যে পরিমাণ টিকা তৈরি করে তা অন্য কোনও দেশ করে না। উৎপাদকের তালিকায় সবার উপরে রয়েছে সেরাম ইনস্টিটিউ, যা দেশে বৃহত্তম। তবে তা ছাড়াও রয়েছে বায়ো ই, ভারত বায়োটেক ইত্যাদি সংস্থা। তারা সকলেই করোনাভাইরাস দমনের ভ্যাক্সিন উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। এর আগেও বহু রোগের টিকা তৈরির ক্ষমতা কাজে লাগিয়েই তারা এই অভিযানে নেমেছে
অনেকে মনে করেন, একটানা কাজ করলে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বেশি কাজ করলে আপনার ক্যারিয়ারের উন্নতি হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ক্যারিয়ারে উন্নতির চিন্তায় নিজেকে ঝুঁকির মধ্যে ফেলছেন না তো? একটানা বসে থাকলে কিন্তু আপনার শারীরিক সমস্যাও হতে পারে; বরং মাঝেমধ্যে বিরতি নিয়েও আপনি কাজ চালিয়ে যেতে পারেন। এর কিছু সুবিধা রয়েছে। কিছুক্ষণ বিরতি নিয়ে কাজ করলে কর্মক্ষমতা বেড়ে যায়। তাই নিজের কর্মক্ষমতা বাড়াতে কাজের মধ্যে বিরতি নিন
অনশনরত শিক্ষার্থীরা জানান, ইউজিসি কর্তৃক ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছেন তাঁরা। পরে গত ১৮ ফেব্রুয়ারি তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে একটি কমিটি গঠন করে ইউজিসি। ফলে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন
ভাল মানের লাইন্সেন করা এন্টিভাইরাস ব্যবহার করুন । এত টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পেরেছে আর সামান্য টাকা দিয়ে একটা এন্টিভাইরাস কিনতে পারবেন না। তাই সামন্য টাকা খরচ করে একটা এন্টিভাইরাস নিন
এছাড়া মেয়ে হত্যার জন্য মামলা করেছেন অনুশকার পরিবার। কিন্তু মেয়েকে বয়ফ্রেন্ডের সঙ্গে অবাধে মেলামেশার সুযোগ দিলেন কেন? এখন কান্নাকাটি করে আদরের সন্তানকে আর ফিরে পাওয়া যাবে কী? ছেলেমেয়েরা একসঙ্গে খেলাধুলা করবে, গল্প করবে, গ্রম্নপ স্টাডি করবে, ক্লাস, পার্টি/ বনভোজনের নামে ধুমধাম নেচে গেয়ে নিজেকে উপস্থাপন করবে, প্রেম করবে, ভালোবাসবে, ডোন্টমাইন্ড পরিভাষা প্রমোট করে সুযোগ বুঝে নির্জন স্থানে নির্লজ্জ শারীরিক খেলায় মেতে উঠবে...। গলাপানিতে খাল পার হতে বলে, বলা হবে ভিজতে পারবে না, আশ্চর্য নয় কী? এ জন্য প্রয়োজন সঠিক শিক্ষা, কঠোর আইন এবং সহজ বাস্তবায়ন
করোনাসংক্রমণ বিস্তার ঠেকাতে কানাডাতে দেওয়া লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশিরা তাদের ব্যবসা বাণিজ্যের কাজকর্ম শুরু করেছে। তবে স্কুল কলেজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। অভিবাসীদের দাবি তাদের কানাডায় বসবাসের অনুমতি দেওয়া হোক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অফিসে অভিবাসী অ্যাসোসিয়েশন থেকে স্মারকলিপিও দেওয়া হয়েছে
গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে ১৩৪ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা জাতীয় কমিটি গঠন করা হয়। দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম এই কমিটির কো-চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্যসচিব। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এর সদস্য। দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এর আগেই গতকালের বৈঠকে দলের নির্বাচনী কার্যক্রমের বিষয়ে নেতাদের নির্দেশনা ও বার্তা দিয়েছেন। ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যে বৃহত্তর ঐক্যের প্রক্রিয়া চলছে, এ বিষয়টিও আলোচনায় এসেছে। গত মে মা‌সে, লোকসভা ভো‌টের পর, উত্তর চ‌ব্বিশ পরগণার ভাটপাড়া, কাঁ‌কিনাড়া, জগদ্দ‌ল অঞ্চ‌লে সাম্প্রদা‌য়িক শ‌ক্তির উস্কা‌নি‌তে উত্তপ্ত প‌রি‌স্থি‌তি তৈরী হলে আমরা, এপি‌ডিআর-এর কর্মীরা, কেন্দ্রীয়ভা‌বে তথ্যানুসন্ধানী দল তৈরী ক‌রে আক্রান্ত অঞ্চ‌লে যাই, এ ছাড়াও আমা‌দের সংগঠ‌ন এপি‌ডিআর-এর নৈহা‌টি-জগদ্দল ও বীজপুর শাখার স্থানীয় সাথীরাও প্র‌তি‌নিয়ত আক্রান্ত মানু‌ষের স‌ঙ্গে যোগা‌যোগ রে‌খে‌ছেন, আক্রান্ত‌দের পা‌শে থাকার চেষ্টা ক‌রে‌ছেন। এপি‌ডিআর কর্মী‌দের কেন্দ্রীয় তথ্যানুসন্ধানী দ‌লের রি‌পোর্ট, এলাকা‌ভি‌ত্তিক আক্রান্ত মানুষ‌দের নাম ও ক্ষয়ক্ষ‌তির প্রাথ‌মিক বিবরণ ইত্যা‌দি নি‌য়ে তৈরী হ‌য়ে‌ছে এপি‌ডিআর-এর সাম্প্র‌তিক প্রকাশনা 'ভাটপাড়া-কাঁ‌কিনাড়া-জগদ্দল: মানবতার অবমাননার চূড়ান্ত নিদর্শন'। এই সংকল‌নের ছাপা দাম ধার্য করা হ‌য়ে‌ছে চ‌ল্লিশ টাকা। সংগ্র‌হে আগ্রহী সাথীরা জানা‌বেন। এই সময়ে এমন প্রয়াস খুব প্রয়োজনীয়। আমি ইতিমধ্যেই এটি সংগ্রহ করেছি। কিন্তু এই ধরনের সংকলনের মূল্য আরও কম হলে ভাল হয়। আর ভবিষ্যতে এই বিষয়ে তথ্যচিত্র তৈরি করার কথা ভাবা যায় কি? বিদেশ ফেরতদের করোনা টেস্ট এবং কোয়ারেন্টিন নিশ্চিত করতে নির্দেশ প্রধানমন্ত্রীর - DailyAgomoni.Com । দৈনিক আগমনী | DailyAgomoni.Com
বিকেএসপিতে সোমবার ২০ ওভারে ব্রাদার্স ৫ উইকেটে করে ১৩৯ রান। ওল্ড ডিওএইচএস ১৮ ওভার পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়েও শেষ পর্যন্ত করতে পারে ১৩৭
আপনার প্রয়োজনে এক্সটারনাল ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন। যেইটা কিনা আপনার ক্যামেরার ফ্ল্যাশ থেকে উজ্জ্বল আলো দেবে আপনার প্রয়োজন মতে
“ একজন আমাকে তাঁর শৈশবের নির্মমতা, অবহেলা এবং অন্যদের সাথে বিশেষ করে মহিলাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার ব্যাপারে অক্ষমতার অভিজ্ঞতার কথা বলেন
গাড়ির ধাক্কায় গুরুতর জখম অবস্থায় তিন জন সিপিএম কর্মীকে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। সেখানেই কাদের আলি মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনকে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে। যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কথা অস্বীকার করেছে
ছোট্ট আবরামের গলায় রুপো আর ব্রোঞ্জের মেডেল, গায়ে স্পোর্টসের পোশাক। স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করেছিল আবরাম। তার সেখানেই সে মেডেল জিতে নেয়। গর্বিত শাহরুখ ছোট ছেলের ছবি ট্যুইট করে লেখেন, 'আজ খেলায় রুপো আর ব্রোঞ্জের মেডেল জিতে নিয়েছে আমার সোনার মেডেল
'ক্যামোমাইল' চা খান: ক্যামোমাইল চা প্রতক্ষ্যভাবে তাড়াতাড়ি ঘুমাতে সাহায্য করে না তবে এটি শরীরকে বিশ্রাম দিতে, ক্লান্তি দূর করে প্রশান্তি দিতে সাহায্য করে। ফলে তাড়াতাড়ি ঘুম আসে
(২) এই অনুচ্ছেদ প্রযোজ্য হয়, এইরূপ কোন পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির কার্যভারকালে তাঁহার পারিশ্রমিক, বিশেষ অধিকার ও কর্মের অন্যান্য শর্তের এমন তারতম্য করা যাইবে না, যাহা তাঁহার পক্ষে অসুবিধাজনক হইতে পারে
আমির সোহেলের মতে, ওই বিশ্বকাপে পাকিস্তান খেলেছে পাড়ার দলের মতো। তার চোখে ফাইনালে দল হেরেছিল দুটি কারণে
সালাম-এর জন্ম হয় ২৯ ডিসেম্বর ১৯৭৯ তে ব্রুকলিন শহরে। তার পিতা মাতা বাংলাদেশ থেকে এসে নিউ ইয়র্ক শহরে বসবাস করছিলেন। ওনার পিতা ছিলেন একজন আকাউন্টেন্ট এবং মাতা ছিলেন একজন ডায়েটিশিয়ান। সালাম স্টুভেসান্ট হাই স্কুলে তার শিক্ষাজীবন শুরু করেন এবং তারপর কর্ণেন বিশ্ববিদ্যালয়-তে ভর্তি হন। এরপর তিনি উচ্চতর শিক্ষা লাভের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তে ভর্তি হন, যেখান থেকে তিনি ২০০১ সালে স্নাতক হন
বর্বোরোচিত এই ঘটনায় কামরুলসহ ১৩ জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়
ড. শাহরিয়ার আরো বলেন, ‘প্রার্থীদের প্রচারে অসতর্ক আচরণ উদ্বেগের। কারণ তাঁরাই তো অবশেষে নগর পরিচালনা করবেন
জাপানের গাড়ি প্রস্ততকারক প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, “এটা সত্যি, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না টয়োটা। অনুষ্ঠানে কোনো দর্শক না থাকাসহ অনেকগুলো কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
দ্বিতীয় শ্রেণিতে তাদের পড়তে হয় 'আমি হবো' (আমি হব সকাল বেলার পাখি)। এই কবিতা পাঠে শিশু মনের ইচ্ছেরা পাখির মতো ডানা মেলে চারপাশে
আবরার হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বড় বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ক্যাডার প্রবেশ নিষেধ
দেশের ইতিহাসের অবস্থা মোটেই বেগতিক পর্যায় যায় নি
এক টেবিল চামচ আলুর রস, এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন
লাইরামপি পাড়ার ঢালটা আস্তে আস্তে উঠে গেছে, ওপাশে গিয়ে ধপ করে নেমে গেছে। অর্থাৎ যাবার সময় আস্তে আস্তে কষ্ট হয় আর ফেরার পথে একবারেই কষ্টটা হয়। কয়েকদিনের টানা বর্ষনে পুরা রাস্তা কর্দমাক্ত আর ভয়ানক পিচ্ছিল। সাবধানে চলতে হয়, নইলে আছাড় খাবার সমুহ সম্ভবনা
তিনি জানান, আজ সকালেও অনেক অভিভাবকদের ফোন দেওয়া হয়েছে। নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো, দু-এক মাস পরে নতুন বছর আসছে তাই এখন ছাত্র-ছাত্রীকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে বেতন-পরীক্ষার ফি পরিশোধের বিষয়টি নিয়েও অনেক অভিভাবক চিন্তিত হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, সব অভিভাবকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। মনে হচ্ছে, কিছু অভিভাবক এখনো দ্বিধাগ্রস্ত। আবারও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি ধারণা করছেন, এরপর থেকে উপস্থিতি বাড়বে
উল্লেখ্য গতবছর দুবাই থেকে ফেরার সময়ে হিসেব বহির্ভূত সোনা ও মূল্যবান সামগ্রী সঙ্গে রাখার জন্য মুম্বই বিমানবন্দরে আটকানো হয়েছিল ক্রুনাল পাণ্ডিয়াকে (Krunal Pandya)। গতবার আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল জিতে দুবাই থেকে দেশে ফেরার সময়ে বিমানবন্দরে তাঁকে আটকান ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ক্রনালকে। ক্রুনালের কাছ থেকে প্রচুর সোনা এবং দামী জিনিসপত্র পান ডিআরআই আধিকারিকরা। সেই সব জিনিসের বৈধ ক্রয়পত্র দেখাতে পারেননি হার্দিকের দাদা। ক্রনালের ভাই হার্দিকও দামি ঘড়ির প্রয়োজনীয় ক্রয়পত্র দেখাতে পারেননি। সেই কারণেই তাঁর ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে
হাজব্যান্ডের খবর জানতে? আমার কাছে? কপালে ভাঁজ পড়ে হিমির
এশিয়া কাপ ফাইনাল পণ্ড হতে বসেছিল বৃষ্টির বাধায়। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বৃষ্টি থামার পর অবশেষে শুরু হতে যাচ্ছে ব্যাট বলের লড়াই। মাঠেও নেমে পড়েছেন দুই দলের ক্রিকেটাররা। সাড়ে আটটায় মাঠ পরিদর্শনের পর খেলা শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা
ইদ্রিসীয় রাজবংশ ছিল একটি আরব জায়েদি শিয়া রাজবংশ যারা উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলে ৭৮৮ থেকে ৯৮৫ সাল পর্যন্ত শাসন করেছিল। এই বংশের নামকরণ করা হয়েছিল এর সর্বপ্রথম সুলতান প্রথম ইদ্রিসের নামানুসারে
নারীদের গর্ভবতী হওয়ার বিষয়টি সাধারণ। কিন্তু পুরুষদের গর্ভবতী হওয়া আশ্চর্যের ব্যাপার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দূতাবাসের পাশাপাশি চীনের আরো চারটি কনস্যুলেট রয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
সুপ্তধারা-সহস্রধারা, অপরূপা জলধারা, মন করে পাগলপারা
শুক্রবার রাত ৯টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় হামলাকারীরা হুরা মিয়ার বসতঘরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে ব্যবসার নগদ ১০ লাখ টাকা স্বণার্লংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে আজ শনিবার ভোরে আবারো নজরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসীরা চতুর্র্থবারের মতো দাড়ঁালো অস্ত্র নিয়ে ফরিদ মিয়াকে প্রাণে মারার উদ্দেশ্যে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাঠ চালায়। পরে তার ছোটভাই মো. শহীদ মিয়া সুনামগঞ্জ থেকে ১৫জন পুলিশ নিয়ে তার বড়ভাই অবরুদ্ধ ফরিদ মিয়াকে নিজঘর থেকে উদ্ধার করে। এই পাচটি পরিবারের নারীপূরুষ চরম আতংঙ্কে দিন কাটাচ্ছেন বলে মোবাইল ফোনে শহীদ মিয়া গণমাধ্যমকমর্ীদের জানান। উল্লেখ্য ২০২০ সালের ২৬ শে অক্টোবর উক্ত ভূমিখেকো চক্রটি হুরা মিয়ার বাড়িটি জোরপূর্বক দখলের অংশ হিসেবে একই কায়দায় দাড়ঁালো অস্ত্র নিয়ে তাদেরবাড়িঘরে হামলা চালিয়ে নারীপূরুষসহ ৮জনকে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা পয়সা স্বণার্লংকারসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফরিদ মিয়া বাদিহয়ে নামাংঙ্কিত ব্যক্তিদের আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করার পর সুনামগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ একজন আসামীকে গ্রেপ্তার করলে ও বাকি আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালে ও পুলিশ তাদের গ্রেপ্তার না করায় পূনরায় ঐ চক্রটি আবারো তৃতীয়বারের মতো হামলার ঘটনাটি ঘটায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিাবরের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান তারা
৩১ বছর পর ঘরের মাঠ সামলাবে মুক্তার আলী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পেসার মুক্তার আলী। পারিবারিকভাবেই গাঁটছড়া বেঁধেছেন মাগুরার মেয়ে আফসা সুলতানার ... আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয় ইভ্যালির। ২০১৯ বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোন স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। এর পর থেকেই জাতীয় দলের জার্সিতে কখনো আকাশ কিংবা কখনো আবার স্পন্সর ছাড়াই মাঠে নেমেছে মুশফিকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে বেক্সিমকোর স্পন্সরকৃত জার্সি পড়ে খেলেছে টাইগাররা। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরে টাইগারদের স্পন্সর হয়েছে বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বিসিবির সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করেছে বাংলাদেশের এই সফল ই-কমার্স প্রতিষ্ঠান। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এই নতুন কাজ করছে না ইভ্যালি। এর আগে বিপিএলে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিল ইভ্যালি। এমনকি জাতীয় দলের কিট স্পন্সর হওয়ার আগেই বিসিবির সঙ্গে কাজ করেছে এই ই-কমার্স প্রতিষ্ঠান। নতুন স্পন্সরের জার্সিতে সোমবার ফটোশুটও করেন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে থাকা ক্রিকেটাররা। ২০১৫ বিশ্বকাপের পর জাতীয় দলের স্পন্সর হয় মোবাইল অপারেটর কোম্পানি রবি। বিসিবির সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও এর আগে জাতীয় দলের স্পন্সর থেকে সরে দাঁড়ায় এই মোবাইল অপারেটর কোম্পানিটি। তারপরই ২০১৮ সালে ইউনিলিভারের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইউনিলিভারের সঙ্গে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও ২০১৯ এ ভারতের বিপক্ষে সিরিজের পরই এই চুক্তি থেকে সরে দাঁড়ায় ইউনিলিভার। সিলেট নগরের ২২ স্থানে মনিটরিং শুরু করেছে সিসিটিভি ক্যামেরা। রোববার থেকে গুরুত্বপূর্ণ স্থানে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ এসব সিসি ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী এক সপ্তাহ এগুলোর কারিগরি দিক পর্যবেক্ষণ করা হবে। পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সিলেট মহানগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট-সিটি পয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত এই সিসি ক্যামেরার আওতায় থাকবে। অন্যদিকে, আরেকটি অংশে সিটি পয়েন্ট থেকে বন্দরবাজার হয়ে সোবহানীঘাট পয়েন্ট এবং এরপর সোবহানীঘাট থেকে নাইওরপুল পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় থাকবে। সিটি কর্পোরেশনের প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। টেন্ডারের মাধ্যমে গ্লোবাল ট্রেড কর্পোরেশন নামক প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় ৮টি পিডিজেড এবং ১৪টি ভেরি ফোকাল বুলেট ক্যামেরাসহ মোট ২২টি ক্যামেরা লাগানো সম্পন্ন হয়েছে শনিবার। এই সিসি ক্যামেরাগুলোর মনিটর থাকবে কোতোয়ালি মডেল থানায়। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে এই সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু অপরাধী শনাক্ত করাই নয়, এই সিসি ক্যামেরা নগরীর যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও সহায়তা করবে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানিয়েছেন, যেসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে সেই সব ক্যামেরা উন্নত প্রযুক্তিসমৃদ্ধ। তারপরও এইসব সিসি ক্যামেরা বসানোর পর ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ করছে কি না এবং ক্যামেরার মাধ্যমে যথাযথভাবে চিহ্নিত করা যাচ্ছে কিনা এসব বিষয় পরীক্ষা করা হবে
আজ সোমবার আসামিদের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ওই ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৪ এপ্রিল দুই আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে আসমিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যেটি সোমবার খারিজ হয়ে যায়। যেন পটের ছাপচিত্র। আসলে মাটির মায়ায় আঁকা কোনো ছবি এটি। শিল্পী এঁকে চলেছেন নিভৃতে। সবজির সবুজ চারায় গাঁথা এক-একটি পিলার। ঠিক মাঝখানটায় পেছন থেকে উঁকি দিচ্ছে লাল সূর্য। এ সূর্যও সপ্রাণ লাল সবজি দিয়ে পাতা। এর নিচের দিকেই বাংলা হরফে লেখা সেই চিরস্মরণীয় বাণী ‘মোদের গরব মোদের আশা, আ’মরি বাংলা ভাষা’। আছে, ‘অ-আ-ক-খ’ও। আবার দুপাশে গাঢ় লাল-সবুজেই শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সব ফুল। মাটির জমিনে এভাবেই একুশের তাৎপর্যবহ সেই দিনের ছাপচিত্র এঁকে চলেছেন রুমান আলী শাহ নামে এক কৃষিখামার মালিক। বাড়ি তাঁর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরীয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। বাজিতপুর থেকে আগরপুর বাসস্ট্যান্ড হয়ে সোজা পশ্চিমে যে সড়কটি ঢাকার দিকে চলে গেছে; এর ঠিক ডানদিকেই তাঁর খামার। লেখাপড়ার পাট না চুকিয়ে প্রবাসে পাড়ি জমানো স্বপ্নচারী মাঝবয়েসী এ মানুষটি দেশে ফিরেই খামারটি গড়ে তুলেছিলেন
প্রথম'দিনের উইকে'টে নিজেদের চাওয়া মোতাবেক পুরোপুরি পায়নি বাংলাদেশ। এ পিচে টার্ন আসতে আরও সময় লাগবে বলে মনে করেন রাহি, ‘(উইকেট) যে রকম আশা করেছিলাম, ওরকম ছিল না। উইকেট এখনও ফ্ল্যাট আছে। আমা'র কাছে মনে হয়, আ মর'া যেরকম আশা করেছিলাম উইকেট ওমন না। উইকেটটা আরও ফ্ল্যাট এবং আরও সময় লাগবে টার্ন এবং আ মর'া যেটা আশা করছি সেটা পেতে
জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন নৈহাটির ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা। করোনা আবহে ঝুঁকি না নিয়ে শুক্রবারই পরিবারের সদস্যরা তাঁকে ভরতি করে কল্যাণীর এম জে এন হাসপাতালে। প্রাথমিক উপসর্গে সন্দেহ হওয়ায় তাঁর লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রবিবার রিপোর্ট আসতেই জানা যায় করোনা আক্রান্ত ওই মহিলা। নৈহাটি পুরসভার পুর পারিষদ সনৎ দে বলেন, “রবিবার নমুনা পরীক্ষার রিপোর্ট আসতেই জানা গিয়েছে ওই মহিলা করোনা আক্রান্ত। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, তাঁর স্বামী ও চার মেয়েকে।” এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে। সুরক্ষার কারণে সিল করে দেওয়া হয়েছে এলাকা
• মঞ্চকে নির্দলীয় রাখার নাম করে তোফায়েল আহমেদ, সাজেদা চৌধুরীর মতো মুক্তিযুদ্ধের সংগঠকদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়
মিস্টার ৩৬০ ডিগ্রি। এই নামে ক্রিকেট বিশ্ব তো একজনকেই চেনে। এবি ডিভিলিয়ার্স। কিন্তু ভারতীয় দলেও একজন এবি ডিভিলিয়ার্স রয়েছে। আর তাঁর খোঁজ দিলেন সঞ্জয় মঞ্জরেকর। কে তিনি! কে এল রাহুল
০৮ নভেম্বর ২০
ফিলিপাইনের নাবিক আরনেল বালবেরো বলেছেন, বন্দী অবস্থায় তাদের খুব সামান্য খাবার দেয়া হতো। দিনশেষে তাঁদের মনে হতো, মৃত্যুর সঙ্গে বসবাস করছেন তারা। ২০১২ সালে একটি জাহাজের ২৬ জন নাবিককে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায় জলদস্যুরা। এই নাবিকেরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। প্রায় পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তিপণ নিয়ে শনিবার তাদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা। জলদস্যুদের হাতে বন্দী নাবিকেরা ছিলেন চিন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক । জিম্মি হওয়া নাবিকদের মধ্যে একজন ছিলেন আরনেল বালবেরো। সেচিলিসের দক্ষিণ থেকে জাহাজসহ তাদের জিম্মি করে সোমালিয়ার জলসদ্যুরা। ওই সময় একজন ক্রু নিহত হন। জলদস্যুরা নাবিকদের জিম্মি করার এক বছর পর জাহাজটি ডুবে যায় এবং নাবিকদের সোমালিয়ার কূলে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে দুজন নাবিক অসুস্থ হয়ে মারা যান। মি. বালবেরো জানিয়েছেন, জলদস্যুরা তাদের খুবই কম খাবার দিত। যে কারণে তারা ইঁদুর খেতেন। জঙ্গলে ইঁদুর রান্না করে খেতে হতো তাদের। বিবিসিকে বলেছেন বনে-জঙ্গলে বেঁচে থাকার ভয়ঙ্করা অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। মুক্ত হয়েও এখন তিনি ভাবছেন স্বাভাবিক জীবনে তিনি কবে ফিরতে পারবেন
নতুন ধরনের করোনায় ভারতে ছয় জন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে
সাবিনা খাতুন বসুন্ধরা কিংসের জার্সি গায়ে এখন নারী ফুটবল লিগ খেলছেন। গতকাল কমলাপুর স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১২-১ গোলে স্পার্টন এমকে গ্লাকটিকো সিলেট এফসির বিপক্ষে জয় পায়। সেই ম্যাচে দুটি হ্যাটট্রিকও হয়েছে। চারটি গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার, সাবিনা খাতুন তিনটি, মৌসুমী দুই, তহুরা, মারিয়া, শিউলী একটি করে গোল করেন। ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। সেই সঙ্গে তিনি ২৫০ গোলের মালিক হন
...২৭ মার্চ শনিবার রাত ৮ টায় রেডিওর নব ঘুরাতে ঘুরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন , 'আমি বাংলেদেশর স্বাধীনতা ঘোষণা করছি' । তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুতের শক প্রবাহিত হয়। তাদের নেতিয়ে পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় ঋজু হয়ে যায়। একটা অচেনা অজানা কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে ভাবাই যায় না"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যাম্পাসের মমতাজউদ্দিন কলাভবনের মোশাররফ হোসেন গ্যালারিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ঝিনাইদহের হরিণাকু ু উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। যেখানে প্রতিটি ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নতুনরা। গত ৩ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে খুলনা বিভাগের প্রার্থী ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৬ সালে এই আট ইউপির নির্বাচনে চারটিতে নৌকা এবং বাকি চারটিতে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন
আপনার ওয়েবসাইটে যেন এমন কোন ইমেজ না দেয়া হয়, যা আপনার ব্রান্ডের সাথে রিলেটেড নয়। ভিন্নধর্মী ইমেজ দেয়া মানেই হলো টার্গেটেড ক্লায়েন্ট কে হারানো
এ ছাড়া একাধিক অভিভাবকের অভিযোগ, শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ফাইজারের এ টিকা প্রয়োগে বেশ কিছু নিয়ম-নীতি মানতে হয়। কিন্তু এখানে নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটছে
কখনও যদি মনে করেন আপনি যথাযথভাবে কাজ করেছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে “Not Satisfied” রেটিং দিয়েছে তাহলে “Submit a Complain” লিংকের মাধ্যমে আপনার অভিযোগ সাইটের কর্তৃপক্ষকে জানাতে পারবেন। কাজের প্রমাণ হিসেবে কখনও ভূয়া তথ্য প্রদান করবেন না, এ ধরনের কাজ তিনবার করলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। যে সকল কাজে IP এড্রেস দিতে হয় সেসব কাজ না করাই ভাল। কারণ আমাদের দেশের ইন্টারনেট প্রোভাইডাররা গ্রাহকদেরকে শেয়ারকৃত IP এড্রেস দিয়ে থাকে। ফলে আপনার মত একই ধরনের ইন্টারনেট সংযোগ আছে এরকম কেউ সেই কাজটি পূর্বে করে থাকলে ক্লায়েন্ট আপনার কাজ গ্রহণ করবে না। আমাদের দেশে বিশষত গ্রামীণফোন বা সিটিসেলের ইন্টারনেট ব্যবহাকারী বেশি হওয়ায় এই সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হবে। চারটি পেমেন্ট পদ্ধতির যে কোনটিতে টাকা তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলার, পেপালের ক্ষেত্রে ৬%, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়
হেদায়েতের বড় ভাই বেলায়েতকে
এদিকে কাঁচাবাজার ও ওষুধসহ জরুরি প্রয়োজনীয় দ্রব্যাদির সীমিত কিছু দোকান খোলা থাকলেও বিভিন্ন মার্কেট, শপিং মলসহ অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। সকাল থেকেই শহরের রাস্তাঘাটে মানুষ জনের চলাচল ও উপস্থিতি খুবই কম
সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, অর্থ পাচার ও ঋণখেলাপির ঘেরাটোপ থেকে আমরা এখনো বের হতে পারিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম এ কথা বলেন। এ সময় তিনি তার বক্তৃতায় অর্থ পাচার রোধ, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সরকারের আর্থিক প্রণোদনা সমভাবে বণ্টন, করোনা মহামারি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণসহ নানা বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অর্থ পাচার ও ঋণখেলাপির প্রসঙ্গ তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, অর্থ পাচার ও ঋণখেলাপির এ দুটি ঘৃণিত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রতিদিনই খবর আসছে। একশ্রেণির চাকরিওয়ালারা বিদেশে গাড়ি-বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন। বেগমপাড়ার খবর তো বেশ পুরনো। উন্নত দেশগুলোতে এখন নাকি এসব পাড়া আরও সম্প্রসারিত হচ্ছে। আমলাদের পাশাপাশি পিছিয়ে নেই রাজনীতিবিদ ও কিছু ব্যবসায়ী মহলও। তারা নাকি দেশে সম্পদ রাখতে ভয় পায়। কিন্তু কেন? হালালভাবে পয়সা উপার্জন করে থাকলে ভয় পান কেন? তিনি বলেন, অর্থ পাচারের কথা শুনলে আমার মনে প্রথমেই একটি প্রশ্ন জাগে। তা হলো- কার টাকা কে নিয়ে যাচ্ছে বিদেশে। যে ব্যাংক থেকে ভুয়া এলসির নামে অর্থ পাচার করা হচ্ছে সে তো জনগণের টাকা। আমার-আপনার সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা। এটি ব্যাংক মালিকদের অর্থ নয়। বরং ব্যাংক মালিকদের অনেকে যৎসামান্য অর্থ দিয়ে ব্যাংকের মালিক হয়েছেন। বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে তারা ভাগাভাগি করে ঋণ নিয়েছেন কয়েক হাজার গুণ বেশি। অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, আমি বলছি না যে- সরকার অর্থ পাচাররোধে কিছু করছে না। কিন্তু বাস্তবতা হলো বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে গেছে এবং এখন পর্যন্ত রাঘববোয়াল পাচারকারীদের কারও কিছু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর একার পক্ষে সব দেখা হয়তো সম্ভব হবে না। তবে আমি মনে করি, কোথাও কোনো একটা সমস্যা লুকিয়ে আছে। যে কারণে খরস্রোতা নদীর মতো অর্থ পাচারের স্রোত এখনো বহমান। এর ফলে দেশের অর্থনীতি নীরবে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। বলা যায়, ঘুণে ধরা অর্থনীতি আমাদের। একবার ভেঙে পড়লে তা আর ঠেকানো যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের ফি কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩০০ টাকার পরিবর্তে এ বছর ২৫০ টাকায় ভর্তীচ্ছুরা আবেদন করতে পারবেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আশরাফী জানান, বর্তমানে বিদ্যালয়টির দ্বিতল ভবন, শহিদ মিনার, ওয়াশ ব্লক ও বাউন্ডারি ওয়াল নির্মাণ জরুরি হয়ে পড়েছে। কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষক চান মিয়া স্কুলের মাঠ থেকে বাড়ি সরিয়ে না নেওয়ায় কিছুই করা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের নামে জায়গা দান করে সেখানে কেন বাড়ি নির্মাণ করেছেন, এমন প্রশ্নে অবসরপ্রাপ্ত শিক্ষক চান মিয়া জানান, তিনি বিদ্যালয়ের নামে জমি দেননি; শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে জমি দান করেছেন। মহাপরিচালকের নামে জমি শিক্ষা অফিসের দায়িত্বে থাকবে। সেখানে বাড়ি নির্মাণের কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি