text
stringlengths 0
40.1k
|
---|
সেক্ষেত্রে ৪১ বছর বয়সী মারকুটে ওপেনার আরও দুইটি টুর্নামেন্ট খেলার সুযোগ পেতে পারে। একটি এ বছর ভারতে, আরেকটি আগামী বছর অস্ট্রেলিয়াতে। দুটিতেই শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করতে চান তিনি। এজন্য এখন থেকেই এক ইউনিট হয়ে কাজ করতে চান গেইল |
এদিকে, নয়জন বোমারু এই হামলা চালিয়েছে বলে জানায় শ্রীলঙ্কার সরকার। এখন পর্যন্ত এ হামলায় জড়িত সন্দেহে ৭০ জনকে আটক করা হয়েছে বলে জানানো হয় |
বিপিএলে নজরকাড়া দুই তরুণ মেহেদি হাসান ও হাসান মাহমুদের জায়গা হয়নি প্রথম টি-টোয়েন্টিতে। নেই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তও |
এ ছাড়া এই নির্বাচনে বিএনপি সবগুলো ইউনিয়ন পরিষদে প্রার্থী দিতে পারেনি। ৫৫৪টি ইউনিয়নের বিএনপির কোনো প্রার্থী ছিল না |
এক স্কুলপড়ুয়া তার বাবা-মাকে স্বাস্থ্যকর টয়লেটের প্রয়োজন সম্পর্কে চিঠি লেখে। সিন্ধুদুর্গকে পরিষ্কার করে তোলার আহ্বান জানায়। টয়লেট ব্যবহারের নিয়ম-কানুনও শেখায় সে |
মুসলিম বিশ্বেও এই বিচার বিতর্কিত । ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কের প্রেসিডেণ্ট আব্দুল্লাহ গুল এবং ঐ বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী এরদোগান তাদের সফরকালে বাংলাদেশ সরকারকে বলেছিলেন ঃ "যুদ্ধাপরাধের বিচার আপনাদের কাজের মধ্যে প্রাধান্য ১পাওয়া উচিত নয়"। ২০১২ সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারা সফর করেন। এই সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীদের একান্ত একটি বৈঠকের বেশিরভাগ সময় জুড়ে স্থান পায় যুদ্ধাপরাধ বিচার সম্পর্কিত বিষয়টি। এরপর প্রধানমন্ত্রী ইউ.এস.-ইসলামিক ওয়ার্ল্ভ্র ফোরামের আমন্ত্রণে কাতার সফর করেন। তাঁর ঐ সফরকালে বিভিন্ন দেশের ইসলামী নেতৃবৃন্দ কাতারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যুদ্ধাপরাধের বিচার নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তাদের অসন্তোষের কথা প্রকাশ করেন। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি |
১। গল্পটা খারাপ না ও গানগুলাও ভালো চিত্রায়নও ভালো। কিন্তু জলিলের বদলে অন্য কেউ থাকলে হয়তো আরো ভালো হতো |
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে |
অপর এক ইনস্টাগ্রাম স্টোরিতে ভালোবাসাকে আগুনের সঙ্গে তুলনা করলেন যশ। সেই উদ্ধৃতিতে লেখা রয়েছে- ‘ভালোবাসা হল আগুন। কিন্তু সেই আগুন তোমার হৃদয়কে উষ্ণতা দেবে নাকি তোমার বাড়ি জ্বালিয়ে দেবে, সেটা বোঝা দায়’ |
জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর মুখপাত্র এই তথ্য দিয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই জনপ্রিয় সুরকারকে আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে ও পর্যবেক্ষণে রাখা হয়েছে |
আরজেডি প্রধান লালুপ্রসাদ এখন জেলে। তবে টুইটারে সক্রিয়। করোনা প্রতিরোধে সরকারের ‘ব্যর্থতা’ নিয়ে নিয়মিত টুইট করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর প্রদীপ জ্বালানোর বার্তার সমর্থন করেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি কবিতা, লেখেন, অন্ধকার দূর করার জন্য জ্বলে উঠুক লণ্ঠন |
তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে রাতে জনসংহতি সমিতির কোনো দায়িত্বশীল নেতাকে মুঠোফোনে পাওয়া যায়নি |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মহারাষ্ট্র ও রেলওয়েজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন বসন্ত রঞ্জনে |
১। ক্রিকেটে খেলতে গেলে বল ছুইতে হয় কিন্তু ঐ বলে বোলার রা অজায়গা - কূ জায়গায় ঘষা ঘষি করে , কি বিচ্ছিরি ব্যাপার। ঐ বল আমি ধরবো ? নো ওয়ে |
এবার দেশের মানুষকে চিকিৎসা সহায়তা দিতে আগামীকাল শনিবার চিকিৎসক দল নিয়ে বিশেষ একটি ফ্লাইটে বাংলাদেশে আসছেন এই মেডিসিন বিশেষজ্ঞ। মৃত্যুর ভয়ে যেখানে অসংখ্য চিকিৎসক তাদের চেম্বার বন্ধ করে দিয়েছেন, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক ১৫ থেকে ১৮ ঘণ্টা বিরামহীন সেবা দিয়ে যাচ্ছেন ডা. ফেরদৌস |
মৃদু হেসে রিন্টুদা বলল, “পাড়ুইমশাইও ফোন করেছিলেন। ওঁকে জানাতেই আসতে চেয়েছিলেন সঙ্গে। না করে দিলাম বুঝলি? প্রথমদিন, নিজেরা দেখেশুনে আসি, তারপর তিনজনেই নয় যাব।” বলল বটে, কিন্তু পরক্ষণেই আবার বলল, “কিন্তু উনি না থাকলে যেন ঠিক ‘লালমোহনবাবু লালমোহনবাবু’ ব্যাপারটা আসে না। ঠিক আছে, পরদিন থেকে উনি থাকবেন সাথে |
একেন বাবু ৪: মুর্শিদাবাদের রাজবাড়ির গল্প নিয়ে তৈরি এই ক্রাইম থ্রিলারের চতুর্থ সিজনে অনির্বাণ চক্রবর্তীকে একেন বাবু চরিত্রে দেখা যাবে |
আগরপাড়ার উদয়ন সংঘ ক্লাবের মাঠে শিশু উদ্যানটি পুরভোটের মুখে উদ্বোধনের জন্য তৈরি ছিল। সোমবার সকালে সেখানে হাঁটতে গিয়ে স্থানীয়রা দেখেন। ভেঙে পড়ে রয়েছে শিশুদের চড়ার নানা জিনিসপত্র। স্থানীয় কোঅর্ডিনেটর অনুপম দত্তের উদ্যোগে তৈরি হয়েছে পার্কটি। তাঁকে খবর দেন স্থানীয়রা। এর পর খবর দেওয়া হয় পুলিশে |
আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের রোখসানা আক্তার ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের আল আমিন |
এদিকে আগামী ৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশ জাগৃতি অভিযান চলবে। এতে দেশজুড়ে ধর্না কর্মসূচি চালানো হবে। মকর সংক্রান্তির দিনটিকে তাঁরা কিষাণ সংকল্প দিবস হিসেবে পালন করা হবে। ওই দিন নয়া কৃষি আইনের প্রতিলিপি পোড়ানো হবে। কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানের কথা স্মরণ করে ১৮ জানুয়ারি মহিলা কিষাণ দিবস পালন করা হবে। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি আজাদ হিন্দ কিষাণ দিবস অনুষ্ঠিত হবে। সেদিন প্রতিটি রাজ্যের রাজভবনের বাইরে বিক্ষোভ দেখানো হবে। যদিও কৃষকদের বিক্ষোভকে প্রশমিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দুই দফায় কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। আজ আরও একটা বৈঠক হওয়ার কথা। এখন দেখার সেই আলোচনায় কোনও সমাধান সূত্র বের হয় কি না |
বাসগুলো দুই শ্রেণির সেবা দিবে। একটি ভুর্তকিবিহীন বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত। অপরটি কম খরচে চলার জন্যে ইকনোমি সেবা। সাধারন খেটে খাওয়া মানুষের জন্য ভাড়া সহনীয় মাত্রায় রাখার জন্য এই সেবা-দান কারী বাসের জন্যে গ্রহণযোগ্য পন্থায় ভুর্তকি দেয়া যেতে পারে |
কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে এক হাজার ১৭০ কোটি টাকা ব্যয়ে পায়রা নদীতে নির্মিত হচ্ছে সেতুটি। এরই মধ্যে মূল সেতুর ৭৫ শতাংশ এবং পুরো প্রকল্পের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লনজিয়াল ব্রিজ অ্যান্ড রোড কনস্ট্রাকশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য এক হাজার ৪৭০ মিটার এবং প্রস্থ ১৯ দশমিক ৭৬ মিটার। সেতুটি কেবল দিয়ে দু'পাশে সংযুক্ত করা থাকবে। ফলে নদীর মাঝখানে একটি মাত্র পিলার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া খরস্রোতা পায়রা নদীর তীর সংরক্ষণেও প্রকল্প থেকে কাজ চলমান রয়েছে। আটটি স্প্যান ও ২৬টি ভায়াডাক থাকবে মূল সেতুতে। এর দু'পাশে এক মিটার করে ফুটপাতের পাশাপাশি সেতুর উত্তর প্রান্তে (বরিশালের বাকেরগঞ্জ অংশ) ৩০০ মিটার এবং দক্ষিণ প্রান্তে (পটুয়াখালীর দুমকী অংশ) ৫৯০ মিটার সংযোগ সড়ক রয়েছে |
“গোলটি করতে আমার ঈশ্বরের সহায়তার দরকার ছিল। ছিল কিছুটা ভাগ্যের ছোঁয়াও |
যৌন নির্যাতন প্রতিকারের পাশাপাশি প্রতিষ্ঠানের উপাধ্যক্ষের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেন বিক্ষুব্ধরা |
প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার ৩১ দিন পার হয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে অভিযোগ করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমরা বারবার তাগিদ দিয়েছিলাম। কিন্তু এখন নতুন কমিটি গঠনের কথা বলে ছাত্র সমাজের সঙ্গে নতুন প্রহসন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা টালবাহানা করছে। আমরা আন্দোলন করেছি, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির ঘোষণার প্রজ্ঞাপন জারি হতে এত দেরি কেন? অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাংলার ছাত্রসমাজকে শান্ত করুন |
স্বেচ্ছাসেবী সংগঠন 'জনউদ্যোগ' ময়মনসিংহের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, প্রাচীন এ শহরটি কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই গড়ে উঠছে। এ অবস্থা চলতে থাকলে সামনের দিনে চরম দুর্ভোগে পড়তে হবে নগরবাসীকে। মানুষ অভিযোগ দিলে সিটি করপোরেশন ব্যবস্থা নেয়। কিন্তু নকশা অনুযায়ী ভবন হচ্ছে কিনা তা শুরু থেকেই তদারকি করা প্রয়োজন |
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। জাইকা প্রকল্পের সমন্বয়ক জামাল হোসাইন এর সন্চালনায় অনুষ্টিত সভায় আলোচনায় অংশ নেন লাখাই প্রেস ক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী প্রমুখ। ভারতে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই ভাইরাসের কবলে পড়েছেন ১ হাজার ৯৯৩ জন। আক্রান্তের সঙ্গে দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭৩ জনের |
এটি রাজা বুওয়ানেকাবাহু চতুর্থ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সাউলু বিজয়বাহুর পুত্র বলে কথিত আছে। এই সময়ে ইবনে বতুতা নামে একজন মুসলিম পর্যটক ও ভূগোলবিদ শ্রীলঙ্কায় আসেন এবং এ সম্পর্কে একটি বই লেখেন। গাদালাদেনিয়া বিহারায় গাম্পোলা সাম্রাজ্যের সময়ে তৈরি প্রধান ভবন। লঙ্কাতিলাকা বিহারায়ও গাম্পোলায় নির্মিত একটি প্রধান ভবন |
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কবি শাহিনুর সদস্য সচিব জাসাস কেন্দ্রীয় কমিটি সৌদি আরব, মোহনা টিভি প্রতিনিধি টিপু সুলতান, বাংলাভিশনের সৌদি আরব পুর্বাঞ্চল প্রতিনিধি এইচ এম জাহানঙ্গীর জাহান, এন টিভি ফটো সাংবাদিক মাসুদ রানা প্রমূখ । সমাবেশে উপস্হিত সকলের অবগতির জন্য জানানো হয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদের অনুমোদিত সংগঠন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম । তাদের দিক নিদের্শনায় পরিচালিত এই ফোরামটিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে । খুলনায় টিসিবি কর্তৃক জনসাধারণের জন্য সুলভমূল্যে দেওয়া তেল ও চিনি ডিলারদের মাধ্যমে চলে যাচ্ছে কালো বাজারে |
জলের উষ্ণতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জলের উষ্ণতা বেড়ে গেলে বা খুব ঠান্ডা হলে মাছের বীজের মৃত্যু হতে পারে |
ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি বলেছিলেন, এই হামলার জন্য বড়সড় মূল্য চোকাতে হবে আমেরিকাকে। সোলেমানি ও মুহান্দিসের উপর হামলার দায় স্বীকার করলেও দ্বিতীয় হামলা নিয়ে মুখ খোলেনি আমেরিকা। ইরাকি জঙ্গি সংগঠন পিপলস মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান ছিলেন আবু মেহদি আল মুহান্দিস। সোলেমানি, আবু মেহদি আল মুহান্দিস ছাড়া আরও চারজনকে খতম করেছে দাবি করেছিল আমেরিকা। দ্বিতীয় হামলায় আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একের পর এক মার্কিন হামলায় ক্ষোভে ফুঁসছে তেহরান। দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে |
তৃতীয় পর্বের পর থেকে |
চাকরির সুযোগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তবে কত জনকে নিয়োগ দেওয়া হবে উল্লেখ করা হয়নি |
মঞ্জুর করা একটি ছোট্ট আনন্দানুষ্ঠানে কবিতা এবং অনিরুদ্ধের আবার দেখা হয়। অনিরুদ্ধ কবিতার কণ্ঠস্বর থেকে তাকে চিনতে পারে। কথোপকথনের সময়, অনিরুদ্ধ জানায় যে বিদ্যালয়টি কিছু স্বেচ্ছাসেবীর সন্ধান করছে, যারা শিশুদের পড়ে এবং গান গেয়ে শোনাবে, হস্তশিল্প শেখাবে এবং তাদের সাথে সময় কাটাবে। প্রথমে কবিতা রাজী ছিলনা, তবে মঞ্জু এবং তার স্বামী সুরেশ তাকে এটি বিবেচনা করার জন্য অনুরোধ করে। কবিতা স্বেচ্ছাশ্রম দেবার সিদ্ধান্ত নেয় |
এছাড়া ঢাকাসহ সারাদেশে টিসিবির ন্যায্য মূল্যের ৩১ টি ট্রাকসেল তদারকি করা হয় |
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুরমা ইউনিয়নের বালিকান্দি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ায় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে |
মহারাষ্ট্র পুলিসের অসামান্য কর্মদক্ষতা। হড়পা বানের হাত থেকে অক্ষত উদ্ধার হলেন আটকে পড়া ৫৫ জন ছাত্রছাত্রী। মুম্বইয়ের ৩টি কলেজের পড়ুয়ারা গতকাল রায়গড়ে দেবকুণ্ড জলপ্রপাত দেখতে গিয়েছিলেন |
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত |
উপজেলা বন কর্মকর্তা একেএম লুৎফুল্লাহ বলেন, অজগরটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেটি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকা। ওই এলাকায় বন ও ছোট ছোট টিলা রয়েছে। ধারণা করছি, খাবারের খোঁজে টিলা থেকে সাপটি লোকালয়ে চলে এসেছে। এটি একটি পূর্ণবয়স্ক সাপ, ওজন ৩০ কেজি। পরে কুমিল্লার রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয় সাপটি |
নিরাপত্তার খাতিরে এই ঠিকানায় প্রেরিত সকল ধরনের চিঠিপত্র পরীক্ষণ-নিরীক্ষণসহ জীবাণুমুক্ত করা হয় |
পেটের অতিরিক্ত চর্বি নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই। শরীরের চর্বি কমলেও পেটের অতিরিক্ত চর্বি কমাতে চায় না। এ নিয়ে রাতের ঘুম হারাম হয় অনেকের |
কিভাবে CV তে নিজেকে তুলে ধরবেন? কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে তা জেনে নিন। -CV তে ছবি কিভাবে তুলব? – একটা ছবি অনেক কথা বলে এবং একজন নিয়োগকারী যখন আপনার ছবি দেখেন আপনার appeareance তার কাছে ততটাই বাস্তবস্মমত ও গ্রহণযোগ্য হয়ে উঠে। ছবি চাওয়া না হলে ছবি দেয়ার কোন প্রয়োজন নেই |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জওয়ানকে কাশ্মীরি যুবকের হাতে নিগৃহীত হতে দেখে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেল কেকেআর অধিনায়ক। জানিয়েছেন, জওয়ানের গায়ে একটা থাপ্পড় পড়লে যেন একশো জিহাদির প্রাণ যায়। কিন্তু সেইসঙ্গে ব্যাখ্যা দিয়েছিলেন তেরঙ্গারও। আর সে কারণেই বেশ খানিকটা বিপাকে পড়লেন গম্ভীর। নেটদুনিয়ায় তাঁর বিরুদ্ধে উঠল দেশদ্রোহিতার অভিযোগ |
বিশ্বামিত্র ক্ষুদ্ধ হয়ে বলেন – অন্য আর কিছুর প্রয়োজন নেই |
আমার চোখ যুগলে ভাটা পড়তে পড়তে , বালি জমে গেছে |
আহত ছাত্রলীগ নেতা আহম্মেদ রুবেলের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়ে বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেন। মূলত এই বিষয় নিয়ে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল সোয়া ৬টার দিকে ঠিকাদারি কাজের জন্য মালামাল আনতে তিনি ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় যান। এরপর উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও বাজার সংলগ্ন মোড়ে এলে মিজানুর রহমানের ছোট ভাই রাসেলসহ ১০ থেকে ১৫ জনের একটি দল কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে তাঁর পথরোধ করে ও হামলা চালায় |
ভারতের পাঞ্জাব রাজ্য সরকার আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে স্কুল খোলার নির্দেশনা দিয়েছে |
‘বাস্টÑভাইপারের ওপর চড়ে আছে তিনমাথা নিয়ে একটা দানব |
আমি সাজিদ বলেছেন: তৃতীয় পক্ষের মতামত লাগে সেটা আমিও জানি। আমি শুধু এই বিষয়টাই আপনাকে জানাতে চেয়েছি যে, আমাদের ট্রায়ালের সুযোগ ছিল। এখন চীনা টিকার বিশ্বাসযোগ্যতা ও ট্রায়াল দুটো আলাদা বিষয়। এখানে পোস্টে কিছু ইনফরমেশন বাদ পড়ে গেছে সেটাই বুঝিয়েছি আমি। যাই হোক, কমেন্ট সেকশন জমে উঠেছে |
ওয়েস্ট ইন্ডিজ যে টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো আবার, তাতে কিন্তু ভূমিকা আছে কার্টলি অ্যামব্রোসেরও। এই কিংবদন্তি ফাস্ট বোলার এখন ক্যারিবিয়ান দলের বোলিং উপদেষ্টা। আর তিনি চাইছেন, ক্যারিবিয়ান বোর্ড তাদের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবুক। যাতে করে ক্রিস গেইলসহ বিশ্ব মাতিয়ে চলা আরো কয়েকজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলতে পারে |
এমদাদুল ইসলাম দু’দিন ধরে নিখোঁজ কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অবস্থিত শাহীন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. এমদাদুল ইসলাম ফাহাদ (১৩)। ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে |
অনেক দেশেই প্রাকৃতিক গ্যাসের অন্যতম উৎস সাগর। সাগরঘেঁষা দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলংকায় প্রাকৃতিক গ্যাস প্রায় নেই। আমদানী করা তরল প্রাকৃতিক গ্যাস বা এলপিজির উপর প্রায় পুরোপুরিই নির্ভর করে এগিয়ে চলছে শ্রীলংকা |
কাদের মির্জা নিজেকে ‘ডিসি’ পদমর্যাদার লোক দাবি করে বলেন, ‘একজন পুলিশ অফিসার আমাকে চরমভাবে অপমান করেছে। এটা কি মেনে নেয়া যায়? এ অপমানের যদি বিচার করা না হয় আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না |
আপনি CSS এর প্রয়গ করে আরো সুন্দর করে বর্ডার দিতে পারবেন |
বিজেপি নেতা ব্রিগেডিয়ার অনিল গুপ্তার মতে, ‘সমঝোতা হয়েছে। এখন বাস্তবে কিভাবে সেনা সরানো যায় সেটা দেখতে হবে।’ তাঁর প্রশ্ন, ‘ভারত কী করে সেনা সরাবে? সব পাস বরফে ঢাকা। এমন কোনো জায়গা নেই যেখানে তারা যেতে পারবে। চীনকে সেনা ও কামান সব সরাতে হবে |
হাইন্টা= কাউকে মানে না এমন |
বিশ্ব মহামারী করোনাভাইরাসের মধ্যে দলটি সাদামাটাভাবে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে |
দ্যাট সেভেন্টিজ শো একটি মার্কিন টেলিভিশন সিরিজ। এই সিটকম বা কমেডি সিরিজটির কাহিনী গড়ে উঠেছে ১৯৭০ এর দশকের পটভূমিতে উইস্কনসিন এর ৬জন সদ্য তারুণ্যে উপনীত বন্ধুকে কেন্দ্র করে। ১৯৯৮ হতে ২০০৬ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজে অভিনয় করেছেন টোফার গ্রেস, লরা প্রেপন, অ্যাশ্টন কুচার, মিলা কুনিস, ড্যানি মাস্টারসন, উইল্মার ভালদারামা প্রমুখ |
শুক্রবার সকালে কম মূল্যে রাজধানীর ফার্মগেটে ডিম কেনার জন্য ৩০ হাজারেরও বেশি মানুষ ভিড় করেন। অথচ কর্তৃপক্ষের কাছে ডিম আছে মাত্র বিশ হাজার। ডিম কিনতে দীর্ঘ দুই কিলোমিটার জুড়ে লম্বা লাইনে দাঁড়ান ক্রেতারা। ডিম ক্রেতা হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও লাইনে দাঁড়ান। মানুষের ভিড়ে প্রচুর ডিম ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে |
বরিশালের প্রথম ১০ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন এই দুইজনই। ৭৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দলকে একশর কাছে নিয়ে যান শেষ ব্যাটসম্যান তানভির ইসলাম |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার সকালে বাসের চাপায় অটোবাইকের পাঁচ যাত্রী নিহত হন |
>> বাইরে গেলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। হাত ধোয়া, জীবাণুমুক্ত করা এবং দূরত্ব রেখে চলাফেরার নিয়ম মানতে হবে |
সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন গৃহবধূর স্বামী প্রসেনজিৎ গাইন (২৭), তার বন্ধু অনিমেষ (২৫) ও বিপ্লব কান্তি মন্ডল (৩২)। এদের বাড়ি ডুমুরিয়া উপজেলার সেনপাড়া এলাকায়। আসামিদের মধ্যে প্রসেনজিৎ ও বিপ্লব গাইন পলাতক রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক এ তথ্য জানিয়েছেন। ২০১৬ সালের ৭ অক্টোবর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে |
প্রতিশ্রুতিশীল গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান’র কথায় হাবিব মোস্তফার সুরে গণসঙ্গীতের প্রবাদ পুরুষ ফকির আলমগীর এবার গাইলেন ‘মানুষ তোমরা নও’ শিরোনামের একটি জীবনমুখী প্রতিবাদী গান। ‘মানুষের মত দেখতে হলেও, মানুষ তোমরা নও, দানবের মত ব্যবহার দিয়ে মানুষ সাজতে চাও, সাহায্যের নামে বাড়িয়ে হাত পিছু টেনে কেন ধরো, বাঁচতে বলার টিকিট দিয়ে আবার কেন মারো’ কথামালায় গানটির কম্পোজিশন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ |
সৌদি আরব থেকে বাংলাদেশি কর্মীদের ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। গত শনিবার একদিনেই দেশটি থেকে ফিরতে হয়েছে ২২৪ জন বাংলাদেশিকে। অনেককে কর্মস্থল থেকে ফেরার পথে আটক করে এক কাপড়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কাপড়ে রয়ে গেছে ময়লা ও রঙের দাগ। দেশে ফিরে স্বজনের দেখা পাওয়ার আশায় যে মানুষগুলোর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠার কথা, তাদের চোখে-মুখে বিষাদ আর অনিশ্চয়তার ছাপ। অধিকাংশই ফিরেছেন শূন্যহাতে। শনিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফেরেন ১০৮ জন। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৮ বিমানযোগে ফেরেন আরও ১১৬ জন। এ নিয়ে নতুন বছরের ১৮ দিনে ১ হাজার ৮৩৪ জন বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরলেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক অভিবাসন কর্মসূচি থেকে ফেরত আসাদের জরুরি সহায়তা ও কাউন্সিলিং দেওয়া হয়। ফিরে আসা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার শামীম (৩০) জানান, মাত্র তিন মাস আগে তিন লাখ টাকা খরচ করে ড্রাইভিং ভিসায় তিনি সৌদি আরব গিয়েছিলেন। দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি। পরে মালিককে (কফিল) বারবার অনুরোধ করলে তিনি অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে দেন। কিন্তু সেখানে কর্মরত অবস্থায় পুলিশ তাকে আটক করে। এ সময় তিনি মালিককে ফোন দিলেও তিনি দায়িত্ব নেননি। নরসিংদীর মো. মিন্টু মিয়া বলেন, ৪ লাখ টাকা খরচ করে পাঁচ মাস আগে ক্লিনারের কাজ নিয়ে গিয়েছিলেন সৌদি আরব। কাজ শেষে রুমে ফেরার সময় পুলিশ তাকে আটক করে। আকামা দেখানোর পরও তাকে দেশে ফেরত পাঠানো হয়। অনেককেই ফিরতে হয়েছে এক বছরেরও কম সময়ের মধ্যে। প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যানুযায়ী, ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন। এর মধ্যে সৌদি থেকে ২৫ হাজার ৭৮৯ জন, মালয়েশিয়া থেকে ১৫ হাজার ৩৮৯ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ হাজার ১১৭ জন, ওমান থেকে ৭ হাজার ৩৬৬ জন, মালদ্বীপ থেকে দুই হাজার ৫২৫ জন, কাতার থেকে দুই হাজার ১২ জন, বাহরাইন থেকে এক হাজার ৪৪৮ জন ও কুয়েত থেকে ৪৭৯ জন শূন্যহাতে ফিরেছেন |
কেশরহাট পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার মোহনপুর উপজেলার অন্তর্গত 'খ' শ্রেণির একটি পৌরসভা |
এই পরিচালক ও প্রযোজকের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, অস্ত্রোপচার ভালভাবেই শেষ হয়েছে। অনুরাগ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন। তাঁকে আপাতত এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর তিনি কাজ শুরু করতে পারবেন |
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গতকাল উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় রাঙামাটি সদর উপজেলার পশ্চিম মুসলিম পাড়া থেকে মজিবুর রহমান (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে সকাল সাড়ে দশটায় কাপ্তাই লেক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ সেনাসদস্যসহ ১০৮ জনের লাশ উদ্ধার করা হয়। এখনো বিভিন্ন স্থানে অনেকে মাটিচাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পাহাড় ধসের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাঙামাটি জেলা। পাহাড় ধসের কারণে রাঙামাটির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রী ও পণ্যবাহী কোনো যানই সেখানে যেতে পারছে না। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ প্রায় শেষের দিকে। যা-ও পাওয়া যাচ্ছে তার দামও আকাশছোঁয়া। একদিকে স্বজনহারাদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছে। অন্যদিকে চলছে জীবিতদের বেঁচে থাকার লড়াই। রাঙামাটির বাজারে সব ধরনের মাছ-মাংস, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মজুদ শেষের দিকে। কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকায় এতদিন এ জেলার মানুষ অন্য জেলা থেকে আসা মাছের ওপর নির্ভরশীল ছিল। দুর্যোগের কারণে গরু-মহিষ জবাইও বন্ধ রয়েছে। ফলে খাবার সংকট দেখা দিয়েছে। সরবরাহ না থাকায় শহরের বাজারগুলোয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। শুক্রবার দুপুরে শহরের প্রধান তিনটি বাজার বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার ঘুরে এ অবস্থা দেখা গেছে। বনরূপা বাজারে বাজার করতে আসা রুহুল আমিন বলেন, ‘৬০-৭০ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। যা আগে ১৫-২০ টাকায় বিক্রি করা হতো। বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আলাদত পরিচালনা করায় দাম কিছুটা কমেছে। গাড়ি ভাড়া থেকে শুরু করে সব জিনিসের দাম আগের চেয়ে অনেক বেশি।’ বাজার করতে আসা সাইদুল বলেন, ‘আগে মরিচ ছিল ৬০ টাকা, আলু ২০ টাকা, পেঁয়াজ ২০-২৫ টাকা তা এখন দ্বিগুণ থেকে তিনগুণ দামে বিক্রি হচ্ছে। কিছুই করার নাই খেতে তো হবে।’ বনরূপা বাজারে তরকারি বিক্রি করতে আসা কমনি চাকমা বলেন, ‘বৃষ্টিতে সব ডুবে যাচ্ছে। আর আমরা তো অনেক সময় তরকারি কিনে বিক্রি করি। রাস্তা ভেঙে যাওয়ায় রানীহাটের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় সবজি আনতে পারছি না। এখন যা আসছে তাও আগের তুলনায় অনেক বেশি দামে কিনতে হচ্ছে। কেনার দাম বেশি থাকায় বিক্রি করতে হচ্ছে বেশি দামে।’ মুদি দোকানি মো. সোলাইমান বলেন, ‘আমাদের আগের যা মজুদ আছে সেগুলো বিক্রি করছি। যা আরও দু-একদিন চলবে। এরপর কী হবে জানি না। আমরা আগের দামে পণ্য বিক্রি করছি। কোনো পণ্যের দাম বাড়াইনি।’ যোগাযোগ বন্ধ থাকায় রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ফলে অভ্যন্তরীণ যান চলাচলও বন্ধ হওয়ার উপক্রম। শুক্রবার বিকালে তেলের দোকান ও পাম্পগুলো খোলা থাকলেও তাদের কাছে কোনো জ্বালানি তেল নেই বলে জানিয়েছে। শহরের সিএনজি চালক বিজয় ধর বলেন, ‘তেল তো কোথাও পাওয়া যাচ্ছে না। যেকোনো সময় গাড়ি বন্ধ করে দিতে হবে। তেল আসতে পারে নাই, তাই জ্বালানির খুব সংকট। সরকার যদি জ্বালানি তেলের ব্যবস্থা করে না দেয় তাহলে বিপর্যয় দেখা দিতে পারে।’ জ্বালানি তেল ব্যবসায়ী মেসার্স মিন্টু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মালিক আব্দুল সাত্তার মিন্টু বলেন, ‘আমার স্টকে আর কোনো তেল নাই। আমরা ছোট ব্যবসায়ী এক সপ্তাহের মজুদ রাখতে পারি। চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় তেল আনা সম্ভব হচ্ছে না। বিশেষ ব্যবস্থায় কাপ্তাই হয়ে নৌপথে তেল আনতে যে খরচ পড়বে তা বহন করা আমাদের পক্ষে সম্ভব না। যদি জেলা প্রশাসন আমাদের এই ব্যাপারে সহযোগিতা করেন তাহলে আমরা চেষ্টা করব।’ রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাত হোসেন বলেন, ‘যেভাবে রাস্তা ভেঙে গেছে তা ঠিক করতে কিছুটা সময় লাগবে। আমরা ও যৌথবাহিনী একসঙ্গে কাজ করছি। রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-কাপ্তাই, রাঙামাটি-বান্দরবান সব রাস্তার একই অবস্থা। অগ্রাধিকার ভিত্তিতে আগে রাঙামাটি-চট্টগ্রাম রাস্তা চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হবে |
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের রাইজার বিস্টেম্ফারণ হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে |
সংবিধানে ৬৩ অনুচ্ছেদেও বেশিরভাগ অযোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে, যার মধ্যে মানসিক অস্থিতিশীলতা, অসচ্ছলতা, ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়া এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা বা পাকিস্তানের জাতীয়তা ত্যাগ করা সহ অন্যান্য বিষয় রয়েছে। তদুপরি, একজন ব্যক্তি যদি ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পরে পাকিস্তানের আদর্শের বিরোধিতা করেন বা দেশের অখণ্ডতার বিরুদ্ধে কাজ করেন বলে প্রমাণিত হয় তবে তাকে অযোগ্য ঘোষণা করা হবে |
লেখক এর মাঝে আপনিও একজন |
ভাঙ্গা ও পাতলা বেড়ার ফাঁক দিয়ে আসা শীতল হাওয়ায় ঠেকাতে মেলে দেন পড়নের ছেড়া শাড়ি। তীব্র শীতে বাবা হারা ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে জড়োসড়ো জীবন কাটছে বিধবা লক্ষী রানীর। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর আদিবাসী পাড়ার মৃত অনিল সরকারের স্ত্রী জয় লক্ষী রানী এভাবেই ছেলেকে নিয়ে কষ্টের প্রহর পার করে চলছেন প্রতিনিয়ত। জানা যায়, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের প্রবল ঝাপটায় লক্ষী রানীর একমাত্র বসত ঘরটি লন্ডভন্ড হয়। পরে কোনরকম ভাবে বাঁশ লাগিয়ে ঘরটি দাঁড় করানো চেষ্টা করলেও ধীরে ধীরে ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আম্পান ঝড়ের মাস খানেক আগে দীর্ঘদিনের শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় মৃত্যু হয় তার স্বামীর। একমাত্র ছেলে অনিমেষ সরকারকে নিয়ে স্থানীয়দের সহায়তায় ও বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে দিন চালাতে থাকে লক্ষী। পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে তার বিষয়ে দ্রæত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। আইনের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসে আমরা দুর্বিষহ জীবন কাটাচ্ছি এবং আজ আমাদের কোন পরিচয় নাই। কি যে দুর্বিষহ জীবন তা বুঝাতে পারবো না। সমাজে ও সন্তানের কাছে মুখ দেখাতে পারিনা, স্ত্রীর কাছে দাম পাইনা। আমার বাবা ও মা অসুস্থ, তাদেরকে ওষুধ কিনে দেওয়ার মত কোন ক্ষমতা আমার নেই। দুর্বিষহ জীবন থেকে আমরা মুক্তি চাই। আমি যদি এই আন্দোলনে মরে যাই, তবে আমি আমার সহযোদ্ধাদের বলে যাবো, আমার লাশটা যেন বার কাউন্সিলকে দিয়ে দেয়। আমি যদি এই প্রফেশনে নাও আসতে পারি তবে আমার লাশের বিনিময়ে যেন আমার ভাই-বোনসহ পরবর্তী প্রজন্ম ঠিকমত পরীক্ষা পায়, আমি সেটাই চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এই যে, আমার মৃত্যু পর্যন্ত আমি এখানে বসে থাকবো। সনদ না নিয়ে আমি এখান থেকে যাবো না, আমার লাশ যাবে। আইনজীবী হিসেবে স্বীকৃতির দাবিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সোনালী ব্যাংকের সামনে আমরণ অনশনরত শিক্ষানবিশ আইনজীবী আবুল কালাম আজাদ অনশনের তৃতীয় দিন বৃহস্পতিবার ( ৯ জুলাই) রাতে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মশার কামড়ে আমার কান ফুলে গেছে, শরীর প্রচ- ব্যথা করছে ও আমার খুব কষ্ট হচ্ছে। আমি যেকোন সময় আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারি। আমরা আইনের সর্বোচ্চ ডিক্রি অর্জন করার পরেও শুধুমাত্র সনদের জন্য রাস্তায় শুয়ে আছি, এর চেয়ে দুর্বিষহ জীবন আর কিছু হতে পারে না। আমাদের একটাই চাওয়া, আইনজীবী তালিকাভুক্তির ২০১৭ ও ২০২০ সালে এসসিকিউ পরীক্ষায় আমরা যারা উত্তীর্ণ হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী ও বার কাউন্সিলের যথাযথ কর্তৃপক্ষ তাদের গেজেট করে সনদের ব্যবস্থা করেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু তাকান, একটু সদয় হোন। তাহলে হয়তো আমার মত প্রায় ১৩ হাজার পরিবার বেঁচে যেতো। আমরা প্রাণখুলে আপনাকে দোয়া করতাম |
প্রকাশ: ১৪ নভেম্বর ১৯ |
শিশুদের মধ্যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটি অপরিণত অবস্থায় থাকে।সময়ের সাথে সাথে তাদের দেহ নানা ধরনের রোগ–ব্যাধিগুলির সাথে লড়াই করতে শিখে যায়, বিশেষকরে তারা যদি তুলনামূলকভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের রুটিনে থাকে।আর আপনি সেরকম একটি জায়গাতেই এসে পৌঁছেছেন! আপনার শিশুর জন্য এখন থেকে আপনি যা কিছুই করেন, তার সবকিছুই সেইসকল উপদ্রবকারী ভাইরাস, ব্যাকটিরিয়া, রোগ–জীবাণু এবং অন্যান্য ক্ষতিকারক অণুজীবগুলির বিরুদ্ধে ভবিষ্যতে লড়াই করার ক্ষেত্রে তাকে যথেষ্ট শক্তিশালী রাখার জন্য! আসুন এবার নজর দেওয়া যাক আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখার সর্বোত্তম উপায়গুলির দিকে। প্রতিদিন আপনার সন্তানকে চীজে ভরা ক্রীমি পিৎজা আনন্দের সাথে সাগ্রহে উপভোগ করতে দেখে আপনি যতটা খুশী হন, তা তার পরবর্তী জীবনে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার সাথে সাথে তাকে ততটাই অস্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে ঠেলে দেয়।যদিও সে এখনও খুব অল্প বয়সী, তাই জীবনের প্রথম থেকেই ফল এবং শাক–সব্জির উপকারিতাগুলির প্রতি তার আকর্ষণ বৃদ্ধি করতে সেগুলির সাথে তার পরিচয় করান।গোড়া থেকেই ডায়েটের মধ্যে প্রচুর ফলমূল, শাক–সব্জি রেখে তাকে খাওয়ালে তা স্বয়ংক্রিয়ভাবেই তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে।কমলালেবু এবং স্ট্রবেরির মতো মরশুমি ফলগুলি ভিটামিন সি দ্বারা পরিপূর্ণ যা আপনার বাচ্চাকে সর্দি–কাশির মতো নানাবিধ সংক্রমণ ও শীতের রুক্ষতার হাত থেকে রক্ষা করার জন্য অপরিহার্য। একটি শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা আপনার কাছে একটা দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে, বিশেষ করে সে যদি সদ্য হাঁটতে শেখা একজন টডলার পদাধিকারী হয়ে থাকে। যাইহোক, এই শিল্পেও আপনি অবশ্যই দক্ষ! ঘুমের বঞ্চনা রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রা সত্যিই ভীষণভাবে কমিয়ে দিতে পারে, যা আপনার শিশুকে সহজেই অসুস্থ হয়ে পড়ার ক্ষেত্রে ঝুঁকিপ্রবণ করে তোলে।কম ঘুমের সাথে শীতের ঠাণ্ডা লেগে যাওয়ায় অচিরেই আপনার শিশু হাঁচি দিতে শুরু করে! ভিক্স বেবিরাবের মতো একটি প্রশংসনীয় সমাধান ব্যবহার করার চেষ্টা করুন যা আপনার শিশুকে ময়েশ্চারাইজ, প্রশান্ত এবং শিথিল করতে সহায়তা করে।ভিক্স বেবিরাবের সাথে মৃদু স্ট্রোকগুলি এবং এর প্রশমনকারী সুগন্ধটি শিশুকে আরামে রাখে এবং স্বাচ্ছন্দ্যে ঘুমাতে সহায়তা করে। আপনার ছোট্ট শিশুটি যদি এখনও বুকের দুধ খাওয়ানোর পর্যায়ে থাকে, তবে অনাক্রম্যতা বাড়ানোর জন্য বুকের দুধের মতো ভাল আর কিছুই কাজ করে না। মায়ের বুকের দুধ শুধুই বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং অন্যান্য আরও উপকারিতা সরবরাহ করে না, এটি এমনকি আবার আপনার শিশুর অসুস্থতাও নিরাময় করে।মায়ের বুকের দুধের সূত্রটি শিশুর দেহে অ্যান্টিবডি তৈরি করতে পরিবর্তিত হয় যা আপনার শিশুর অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত প্রয়োজন হতে পারে! একটা ভারী আশ্চর্য বিষয়, তাই না? লড়াইয়ের জন্য জীবাণুগুলির সাথে কোনওভাবে যোগাযোগ না হওয়ার সময়েই যে অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে এমনটা কিন্তু সত্যি নয়, এটি আপনার সন্তানের অনাক্রম্যতা বাড়ানোর বিকল্প উপায়গুলি চেষ্টা করার সময় তা জীবাণুগুলিকে দূরে রাখার কাজ করে।মৌলিক স্বাস্থ্যবিধি কখনই নিষ্ফল হয় না, তাই নয় কি? হাতমোছাগুলি হাতের নাগালে রাখুন এবং নিশ্চিত করুন যে আপনার সন্তানের হাত যেন সর্বদা পরিষ্কার থাকে এবং কোনওরকম নোংরা–ময়লা তার মুখে ও পেটে প্রবেশ না করে! অবশ্যই সিগারেট খাওয়ার অভ্যাসের কথা বলা হচ্ছে।আপনাকে একথা স্মরণ করানোর জন্য আমাদের মধ্য থেকে একজন প্রতিনিধি থাকা দরকার, তবে আপনার সন্তানকে এই পরোক্ষ ধোঁয়ার থেকে দূরে রাখুন।সিগারেটের ধোঁয়ায় 4000 এর বেশী টক্সিন থাকে, আর না, আমরা ভুল করে শেষে আরও একটি 0 অতিরিক্ত বা কম বসাই নি তা কিন্তু নয়! আপনার সন্তানের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন সিস্টেমটি অত্যন্ত অপরিণত, যার অর্থ হল এই ধোঁয়া তার তন্ত্রের মধ্যে সরাসরি প্রবেশ করে এবং তার ফলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নানাবিধ সংক্রমণ এবং এমনকি এসআইডিএস পর্যন্ত হতে পারে।এটি তার সামগ্রিক বিকাশকেও প্রভাবিত করতে পারে।আরও কিছু কারণ জানার দরকার আছে কি? অতএব স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতিকারক সেইসকল সিগারেটগুলি যতটা বেশী সম্ভব আপনার থেকে দূরে রাখুন! উপরের বিষয়গুলি অনুসরণ করা ছাড়াও শীতকালে আপনার শিশুকে ভালভাবে ঢাকা দিয়ে রাখুন, বিশেষকরে তার অঙ্গ–প্রত্যঙ্গের প্রান্তসীমাগুলি(হাত, পা এবং মাথা), যেগুলি দিয়ে সহজেই ঠাণ্ডা ঢুকে পড়ে তাকে কষ্ট দেয়।তাকে প্রচুর পরিমাণে বাড়িতে তৈরি স্যুপ এবং ব্রথ বা ঝোল খাওয়ান এবং আরামদায়ক রাখুন |
মুগ ডাল প্রোটিনে সমৃদ্ধ। প্রোটিন ক্ষুধা ভাব কমায় এমন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে। সাথে কয়েক ফোঁটা তেল দিয়ে এটি তৈরি করা সম্ভব। এটিও হজমের জন্য খুব ভালো বলেই বিবেচিত হয় |
ইরানের পোলো ইরানের পোলো ফেডারেশন দ্বারা পরিচালিত হয়। ইরানে পাঁচটি পোলো ক্লাব রয়েছে: ঘসর-ই ফিরুজেহ, নওরোজাবাদ, আর্মি গ্রাউন্ড ফোর্সেস, কুনুন-ই চোগান এবং নেসফ-ই জাহান। ইরানের এই অঞ্চলটিতে সবচেয়ে ভাল ঘাস পোলো ক্ষেত্র রয়েছে। বর্তমানে দেশের ১০০ টি নিবন্ধিত খেলোয়াড় রয়েছে যার মধ্যে প্রায় ১৫% নারী। ঐতিহাসিকভাবে, কুর্দি ও ফার্সি আরবীয় ঘোড়া পোলোর জন্য সর্বাধিক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই সম্ভবত প্রাচীন সময়ে ক্ষেত্রে ছিল। আজ কুর্দি ও ফার্সি আরবীয় ঘোড়ার পাশাপাশি থোরিব্রেডগুলি ক্রমশ বাড়ছে। কিছু খেলোয়াড়ও অ্যাংলো-আরবীয়দের সাথে পরীক্ষা করছেন। ইরানিরা এখনও পলোর খেলাটিকে তার আসল ফার্সি নাম "চোগান" বলে উল্লেখ করে, যার অর্থ ম্যাললেট। সরকারী পোলো ম্যাচগুলিতে ইরানীরা এখনও প্রাচীন প্রথাগুলির কয়েকটি ধারা ধরে রেখেছে |
আজ বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি ইউনিট/সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট-সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, সেটা মোকাবিলা করার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই |
লেখক : জহির উদ্দিন হাওলাদার, মহাসচিব, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন |
ক্যান্সার রোগীদের বিপর্যস্ত মানসিক অবস্থা সামলাতে অতীতেও সাইকিডেলিক ড্রাগ বেশ কাজ করেছে। কিন্তু ১৯৭০ এর দশকে এসব ওষুধ প্রয়োগ নিষিদ্ধ করা হয়। সিলোসাইবিন এক ধরনের সাইকিডেলিক ওষুধের মতো কাজ করে |
স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচসমূহে শতরানের তালিকা নিচে দেয়া হলো |
উত্তর: তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দেওয়া উচিত। কোরআন তেলাওয়াত করা নফল, আর আজানের জবাব দেওয়া ওয়াজিব |
Needlegrass শর (Juncus roemerianus) পোস্ট ওক লেজ উপর সঙ্গে মিথ্যা ফুল এর অধিশ্রয় মধ্যে ক্রিক পার্ক লেহন. কলেজ স্টেশন, টেক্সাস, মে 27, 2010 আমি অতি সাধারণ: ওমর সানী। অভিনেতা ওমর সানী এখনো অভিনেতা হবার চেষ্টা করছেন। বিস্মিত হওয়ার কিছু নেই। নিজেকে অতি সাধারণ ভেবে তিনি এখনো অভনয় শেখার চেষ্টা করে যাচ্ছেন। এমনটাই জানালেন বিস্তারিত... অর্থ পাচারের অভিযোগ: আপন জুয়েলার্সের ২ মালিকের মুক্তিতে বাধা নেই। অর্থ পাচারের অভিযোগে একটি করে মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ বিস্তারিত... স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সিরাজগঞ্জ ও ঝিনাইদহের দুই হিন্দুপরিবারের ১৩ সদস্য। সিরাজগঞ্জ ও ঝিনাইদহের দুই হিন্দুপরিবারের ১৩ সদস্য ইসলাম গ্রহণ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি বিস্তারিত... রাজনীতিতে পা দিচ্ছেন আমিশা। প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ ব্লকবাস্টার ছিল। তারপর ‘গদর এক প্রেম কথা’ও সুপারহিট। বলিউডে কেরিয়ারের শুরুটা ভালই করেছিলেন আমিশা প্যাটেল। কিন্তু সাফল্যটা ঠিক ধরে রাখতে বিস্তারিত... পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে অনেকের মনেই সংশয় থাকে। নিজের পুরুষাঙ্গ নিয়ে চিন্তায় থাকেন বহু ব্যক্তিই। বিশেষত বিয়ের আগে অনেক পুরুষই সংশয়ে থাকেন, তাঁর পুরুষাঙ্গটি নয়া সঙ্গিনীকে সুখ দিতে পারবে কি না? বিস্তারিত... হাবিবুর রহমান, : চুয়াডাঙ্গা-৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫লক্ষ ৮০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট আটক করেছে। সোমবার সকাল ৬ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার থেকে পরিত্যাক্ত অবস্থায় বিস্তারিত... কলাপাতায় আছে প্রচুর খাদ্যগুণ। কলাগাছের পুরোটাই উপমহাদেশের সংস্কৃতিতে ব্যবহার্য। কলার ফুল, ফল, কাণ্ড এবং পাতা— সব কিছুই কোনও না কোনওভাবে কাজে লাগে। কলাপাতায় খাবার পরিবেশন, পুরানো দিনের রীতি। পুরনো দিনে বিস্তারিত... ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সহ সাধারন সম্পাদকের উপর প্রান নাশের হুকির প্রতিবাদে ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির নিন্দা মোঃ পল্লব মিয়া ; ঝিনাইদহ জেলা দৈনিক সত্য পাঠ ও দৈনিক অন্য দিগন্তের জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সহ সাধারন সম্পাদক সাহিদুল এনাম পল্লবের উপর প্রান নাশের হুমকির বিস্তারিত... শহিদুল ইসলাম ইসলাম মহেশপুর খেকে ” ৮ জানুয়ারী ঝিনাইদহের মহেশপুর থানার এক এস আই সহ চার পুলিশকে ক্লোজড করা হয়েছে। তবে কি কারণে তাদেরকে ক্লোজড করা হয়েছে তা স্পষ্ট কোন বিস্তারিত... যশোর শহরের হোটেল সিটি প্লাজায় এমপির ছেলের কক্ষ থেকে এক নারী পুলিশসহ তাকে ‘আটক’ করে নিয়ে গেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা |
সরকারি চাকরিতে প্রবেশে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পদ্ধতি না রাখার সুপারিশ আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় |
ত্রিনিদাদ ও টোবাগোর জনসংখ্যার ৫ শতাংশ মুসলিমদের নিয়ে গঠিত। বেশিরভাগ লোক ত্রিনিদাদে বাস করে তবে টোবাগোতেও মুষ্টিমেয় লোক রয়েছে |
এই আবহে টিকাকরণে ভরসা রাখছে দেশ। রাজ্যে রাজ্যে কোভিশিল্ড, কোভ্যাক্সিনের সরবরাহ বৃদ্ধির চেষ্টা চলছে। অন্যদিকে, আমেরিকায় ৫ থেকে ১১ বছর বয়সীদের ভ্যাকসিনে মিলল সবুজ সঙ্কেত। আগামী সপ্তাহ থেকে মার্কিন মুলুকে শুরু হতে পারে শিশুদের টিকাকরণ। ৫ থেকে ১১ বছর বয়সীদের ফাইজার ভ্যাকসিন দেওয়ায় সবুজ সঙ্কেত দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ |
শুক্রবার রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় |
এদিকে, এই মুহূর্তে চেন্নাইয়ের সবচেয়ে বড় সমস্যা হল বোলিং। জশ হ্যাজেলউড আইপিএল থেকে সরে দাঁড়ানোয় বোলিং শক্তি কিছুটা হলেও কমেছে। আর হ্যাজেলউডের না থাকা যে বড় ফ্যাক্টর, সেটা চেন্নাই শিবিরও স্বীকার করে নিচ্ছে। তবে স্বস্তি হল সুরেশ রায়নার ফর্ম। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও দিল্লির বিরুদ্ধে দারুণ ব্যাট করেন রায়না। সিএসকের আশা এই ম্যাচেও ফর্ম ধরে রাখবেন রায়না। একইসঙ্গে ধোনি—ধামাকাও ফিরবে, এমনটাই বিশ্বাস সবার। তবে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে টস জিতলে হয়তো আগে ফিল্ডিং করে নিতে চাইবেন ধোনি। উল্টোদিকে পাঞ্জাব আবার প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। লোকেশ রাহুল রান করেছেন। ক্রিস গেইলও ভাল ব্যাট করেছেন। মিডল অর্ডারে দীপক হুডা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তবে চেন্নাইয়ের মতো পাঞ্জাবেরও চিন্তা বোলিং। বিশেষ করে অনভিজ্ঞ স্পিন অ্যাটাক। চেন্নাই হয়তো এই জায়গাতেই টার্গেট করবে। পাঞ্জাবকে হারিয়ে ধোনিরা জয়ের রাস্তায় ফিরবেন নাকি কেএল রাহুলের টিম পরপর দুটো ম্যাচে জিতবে, সেটাই এখন দেখার |
কিনসেস দ্বারা ফসফেট গ্রুপগুলির সাথে প্রোটিনের উত্তরোত্তর পরিবর্তন সমস্ত জৈবিক সিস্টেমের মধ্যে একটি মূল নিয়ামক পদক্ষেপ। ফসফরিলেশন ইভেন্টগুলি হয় প্রোটিন কিনাস দ্বারা ফসফরিলেশন বা ফসফেটেসস দ্বারা ডিফোসফোরিলেশন, প্রোটিন অ্যাক্টিভেশন বা নিষ্ক্রিয় হওয়ার ফলস্বরূপ। এই ঘটনাগুলি শারীরবৃত্তীয় পথগুলির নিয়ন্ত্রণের উপর প্রভাব ফেলে, যা সেলুলার প্রক্রিয়াগুলির বিশদ বোঝার জন্য এই পথগুলিকে বিচ্ছিন্ন এবং অধ্যয়ন করার ক্ষমতা করে। এখানে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে - যথা, ফসফ্রোপোটোমের নিখুঁত আকার, ফসফরিলেশন ইভেন্টগুলির ক্ষণস্থায়ী প্রকৃতি এবং শাস্ত্রীয় জৈবিক এবং জৈব রাসায়নিক পদার্থ সম্পর্কিত শারীরিক সীমাবদ্ধতা - যা এই অঞ্চলে জ্ঞানের অগ্রগতি সীমিত করেছে |
রাজনৈতিকভাবে অরক্ষিত দলগুলো এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। তন্মধ্যে, যৌনকর্মী ও পুরুষের সাথে পুরুষের দৈহিক সম্পর্ক অন্যতম। তারা এইডসের ঝুঁকি সম্পর্কে শিক্ষালাভ করেনি, নতুবা কর্তৃপক্ষ কর্তৃক রক্ষিত নয় এবং তাদেরকে পুলিশ ও শক্তিধর অপরাধীদের হাতে নিয়মিতভাবে লাঞ্ছিত, অপহৃত, ধর্ষণ, সংঘবদ্ধভাবে ধর্ষণ ও চাঁদাবাজির সম্মুখীন হতে হয়। এইডসের উন্নয়নে শিক্ষাকে ব্যবহার করে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এ ধরনের প্রকল্পগুলোর সাথে জড়িত সদস্যদেরকে পুলিশের নির্দয়তায় ও নির্দেশনায় পরিচালিত হবার ফলে সফলতার মুখ দেখেনি |
স্পিকার আশা প্রকাশ করে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে ৫টি বিষয় উল্লেখ করে যে প্রস্তাব দিয়েছেন সেটিতে বিশ্বজনমত একমত হয়েছেন। এটি এখন শুধুমাত্র বাংলাদেশের ইস্যু নয়। এটি একটি আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। সুতরাং বিষয়টি নিয়ে আমরা সিপিসিতেও আগত সকল অতিথিদের জনমত তৈরি করতে সক্ষম হব। ব্রিফিংয়ের মাধ্যমে সিপিএর সদস্য দেশগুলো এ বিষয়ে বিস্তারিত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী। আশা করছি আমরা জনমত তৈরি করতে সক্ষম হব |
থেমে পরা রোবটটি তখন তার সঙ্গীর থেকে দূরে হেঁটে চলে যায়। টাইমার শেষ হয়ে গেলে রোবটটি বিস্ফোরিত হয়। এরপর পর্দায় লেখা ওঠে ১৯৯৩-২০২১। শেষ দৃশ্যে দেখা যায় সঙ্গীকে হারিয়ে রোবটটি সূর্যাস্তের দিকে তার যাত্রা শুরু করেছে ও ব্যাকগ্রাউন্ডে তাদের টাচ গানটি বেজে যাচ্ছে। টাচ গানটি এই জুটির ২০১৩ সালের ‘র্যান্ডম অ্যাক্সেস মেমোরিজ’ অ্যালবামের গান। এ অ্যালবামটি তাদের নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এ অ্যালবামটি সে বছর গ্র্যামির সেরা অ্যালবামের পুরস্কার জিতে নেয়। সে সঙ্গে অ্যালবামের গান গেট লাকি বিশ্বব্যাপী হিট হয়। সংগীতশিল্পী দ্য উইকেন্ডের সঙ্গে তারা ২০১৬ সালে স্টারবয় অ্যালবামের টাইটেল ট্র্যাক ও আই ফিল ইট কামিং গানে কাজ করে ডাফট পাঙ্ক। এ গান দুটি তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। এ জুটি আলাদাভাবে অন্য কোনো নামে কাজ করবেন কি না অথবা নতুন কোনো প্রজেক্টে যোগ দেবেন কি না তা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে তারা আলাদাভাবে কাজ করতে পারেন। এমন কি তাদের এই আলাদা হবার খবরটিও নতুন কোনো প্রজেক্টের ঘোষণা দেয়ার অংশও হতে পারে। মরণঘাতী করোনাভাইরাসের এই দুর্দিনে শুরু থেকেই পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি তার হাত প্রশারিত করে এগিয়ে এসেছেন অসহায়দের কাছে। ব্যক্তিগতভাবে তো বটেই, তার নামে ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠন থেকেও অসহায়দের প্রতিনিয়ত সহায়তা করছেন শাহিদ খান আফ্রিদি। বর্তমানে খাইবার পাখতুনখোয়াতে নিজের গ্রাম টাঙ্গি বান্ধায় দাতব্য কাজ শুরু করেছেন আফ্রিদি। তার প্রয়াত বাবার স্মরণে তৈরি ‘শাহীবজাদা ফজল রহমান চ্যারিটি হসপিটালে’ও সাহায্য করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদি ছবি পোস্ট করে লিখেছেন, লকডাউনের কারণে দিনমজুর মানুষগুলো কাজ করতে পারছে না। তাই খাবারও যোগাড় করতে পারছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া। তিনি আরো লিখেন, এ অবস্থায় আমি বাড়িতে বসে থাকতে পারি না। যদি সবাই বাড়িতে বসে থাকে, তবে যাদের খাবার দরকার তাদের কি হবে? আফ্রিদি বলেন, আমরা গত ১২-১৩ দিনে ৪,৫০০ পরিবারের কাছে যেতে পেরেছি। আমি আশপাশের আরো কয়েকটি অঞ্চলেও যাচ্ছি। যেখানে শহরে কাজ করা মানুষগুলো ঘরের মধ্যে আটকা পড়েছে |
একটা মেয়ের সাথে আপনার পরিচয় হলো, দু-একদিন দেখাসাক্ষাৎ হলো, স্বল্প আলাপ হলো। আপনার সাথে ‘সম্পর্ক’ সৃষ্টি হওয়ার মতো কিছু একটা ঘটে গেলে এ থেকেই তার আভাস পেয়ে যাবেন। ‘অ’ আর আমার মধ্যকার মনের দূরত্ব বা ঘনত্ব বোধগম্যতার অতীত ছিল। ওর সাথে পরিচয় হবার পর পরীক্ষা চলাকালে আর মাত্র একদিন সামনাসামনি দেখা হয়েছিল, কিন্তু কোনো কথা হয় নি; অথচ, এই অল্প সময়ের মাঝখানে সে আমার ব্যাপারে আমার বন্ধুদের সাথে অনেক আলাপ করেছে; সেই আলাপের পরিধি এত ব্যাপক ও বিস্তৃত ছিল যে, এ কথা আমার বন্ধুরা, বিশেষত শাহজাহান যখন আমাকে শোনাতো, মনে হতো সে আমার প্রতি অনেক অনেক ‘আগ্রহী’ হয়ে উঠেছে |
কাকোপাথার থানার কাছে এই ঘটনায় গুরুতর জখম পরাগকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ডিব্রুগড়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার সকালে তিনি মারা যান |
প্রেম যেন শাকিব খানের পিছু ছাড়ছেই না। বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জনের রেশ কাটতে না কাটতে এবার ভারতের এক নায়িকার সঙ্গে শাকিবের প্রেমের খবর পাওয়া গেল। শ্রাবন্তী নাকি শাকিবের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ‘ভাইজান এলো রে’ ছবিতে কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু। তবে বিষয়টি নিয়ে শাকিব খান ও শ্রাবন্তী দুজনের কেউই কিছু বলেননি। ভারতীয় গণমাধ্যম ‘জি নিউজ’ এক খবরে জানিয়েছে, শাকিবের সঙ্গে ‘ভাইজান এলো রে’ ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী। লন্ডনে এই ছবির শুটিংয়ের সময়ই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু। এমনকি শোনা যায়, ওই সিনেমায় একটি দৃশ্যের শুটিংয়ের জন্য অন্তরঙ্গভাবে ছিলেন শাকিব ও শ্রাবন্তী। পরিচালক দৃশ্যটি ওকে বলার পরও নাকি তাঁরা দুজন ওই একইভাবে দাঁড়িয়ে থাকেন। আর এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরই শ্রাবন্তী-শাকিবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর অনেক বছরের প্রেম, এরপর বিয়ে। তাঁদের ঘরে অভিমন্যু ওরফে ঝিনুক নামে একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর তাঁরা দুজন এখন আলাদা। রাজীব বিশ্বাসের সঙ্গে সম্পর্ক শেষ হয় ২০১৬ সালে। এরপর শ্রাবন্তী প্রেমের সম্পর্কে জড়ান কৃষ্ণ ব্রজ নামের এক মডেলের সঙ্গে, যা বেশি দিন টেকেনি। মুম্বাইয়ে নাকি বেশ বড় আয়োজনে বাগদান অনুষ্ঠানও করা হয়, তারপর সেই সম্পর্কও ভেঙে যায়। গত বছর শ্রাবন্তীর জন্মদিনে কৃষ্ণ ব্রজর সঙ্গে সম্পর্ক ভাঙার খবরটি জানা যায়। ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে শাকিব খান এখন দেশের বাইরে। বিষয়টি নিয়ে শাকিব বলেন, ‘ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এসব গুজবে কান না দিতে অনুরোধ করছি। আমি ছবির কাজ নিয়েই, ছবি নিয়েই ভাবছি, এর বেশি আর কিছু ভাবনায় নেই। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে পেশাদার সম্পর্ক গড়ে ওঠেছে। ভালো বন্ধুত্ব গড়েছে। এর বেশি আর কিছুই না |
পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ শাম্মী আখতারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীল চন্দ্র শীল, জেলা শিক্ষক সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল বিশ্বাস, জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক এনায়েত হোসেন ,বর্তমান সভাপতি মো. মাহে আলম, সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছাড়,সহকারী শিক্ষক ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন |
কর্নেল শাহজাহান আজ মঙ্গলবার গণমাধ্যমের কাছে তার পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন। মহাসচিবকে লেখা ওই পত্রে তিনি বলেছেন, ‘স্বাস্থ্যগত কারণে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করিলাম |
সিদ্দিকি সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিবিসিতে একটি প্রতিবেদন লিখেছিলেন। সেখানে পাকিস্তানকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ হিসাবে আখ্যায়িত করেন তিনি |
অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আমি জিমেইলে/গুগল টকে raselahmed7 এ প্রায় সময়ই অনলাইনে থাকি। আপনাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত সবসময়ই |
পুলিশ জানায়, নাটোরের কয়েকজন যাত্রী সিএনজি নিয়ে সিংড়া যাওয়ার পথে শেরকোল নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় |
নিজস্ব প্রতিনিধি: আয়লা থেকে বুলবুল কিংবা এক বছর আগের আমপান! প্রলয়-ঝড়ের ধ্বংসচিহ্ণ বয়ে নিয়ে চলেছে সুন্দরবন। সম্প্রতি সাইক্লোন ইয়াসেও (Cyclone Yaas) বিধ্বস্ত সুন্দরবনের গোসাবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিপ্রদাসপুর। উপকূলবর্তী নিচু এলাকা হওয়াতে এখানেও ইয়াস ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে। এখানেই রয়েছে আইএফএ-র অনুমোদিত নার্সারি অ্যাকাডেমি (অনূর্ধ্ব-১৭)। এখান থেকে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে অনুরোধ করা হয়েছিল তাদের পাশে থাকার জন্য। খবর পেয়েই ছুটে গিয়েছেন আইএফএ (IFA) সচিব জয়দীপ মুখোপাধ্যায়। অ্যাকাডেমির ফুটবলারদের পাশে দাঁড়ালেন |