text
stringlengths 0
40.1k
|
---|
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং দাপটে সাউদাম্পটন টেস্টের প্রথম ইনিংসে দ্রুত গুটিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিন চা বিরতির আগেই স্বাগতিকরা অলআউট হয়ে যায় মাত্র ২০৪ রানে |
বক্তাগণ শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন |
মুরগির দাম কেন বাড়ছে জানতে চাইলে কারওয়ান বাজারের ভাই ভাই ট্রেডার্সের একজন বিক্রয়কর্মী সমকালকে বলেন, গত দুই থেকে তিন সপ্তাহ ধরে ব্রয়লারের দাম বেশি। তাদের কেনা দাম বেড়ে গেছে। এর সঙ্গে পরিবহন ভাড়া ও অন্যান্য খরচ রয়েছে। মাঝেমধ্যে মুরগি মরেও যায় |
• অফিসে এমন কোনো কাজের বাহানা দিয়ে দিন যার সঙ্গে সরকার, কোট বা পুলিশের সম্পর্ক রয়েছে৷ পুলিশ-কোর্ট কাছারির কথায় সকলেই একটু ভয় পান৷ জামিন, হাজিরা বা ব্যাঙ্কের নোটিশের কথা শুনে পৃথিবীর কোনো বস নেই যে আপনাকে আটকাবে৷ আইন ব্যবস্থা পালনে অফিসের বসদেরও অনেক বড় যোগদান রয়েছে৷ • অফিসের মহিলা কর্মচারীদের জন্যে তো আলাদা বেশ কিছু সুবিধা রয়েছে৷ বস কে বলুন আজ আপনার হবু শ্বশুরবাড়ি থেকে আপনাকে দেখতে আসছে৷ যদিও বিবাহিতরা এবিষয়ে একটি মার খেতে পারেন৷ তবে কুছ পরোয়া নেই, ভাই বা বোনের শ্বশুরবাড়ির লোক আসছে বলে আপনি একদিন ছুটির মজা নিতেই পারেন৷ • ছুটি পেতে চাইলে অফিসে জানিয়ে দিন আপনা কে ছাড়া আপনার বাড়ির লোকেরা অচল৷ ডাক্তার বদ্যি সবকিছু আপনাকেই সামলাতে হয়৷ কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে বা কোনো আত্মীয়কে ট্রেনে তুলে দিতে হবে বলেও ছুটি নেয়া যেতে পারে৷ • বাচ্চার স্কুলে ফাংশন বা বউকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এই সব বললে আপনাকে নেহাতই ঘরোয়া জীব বলে মনে হতে পারে৷ কিন্তু যে বসের নিজের পরিবার রয়েছে তিনি আপনার এই বাহানা গুলিকেকষ্ট হিসেবে দেখবেন আর আপনাকে ছুটি দেবেনই৷ • বসের উপর যদি একবার ইমোশনাল অত্যাচার করতে পারেন তবে তো কথাই নেই৷ দূর সম্পর্কের এক আত্মীয়া মারা গেছেন বলেও কাজ চালাতে পারেন৷ বসকে বলুন তিনি আপনার মায়ের খুব কাছের লোক ছিলেন৷ মাকে সঙ্গে নিয়ে আপনাকে সেখানে যেতেই হবে৷ কিন্তু বার বার একই আত্মীয়াকে মেরে ফেলবেন না যেন৷ তবে মনে রাখা দরকার এসব ফাঁকিবাজি শেষ পর্য ন্ত আপনার জন্য আসলে শুভ হবে না। কারণ এটা সবারই জানা যে মিথ্যা একদিন ধরা পড়বেই। আর তখন হয়তো চাকরি থেকে স্থায়ী ছুটি মিলতে পারে |
প্রায় এক পিকোসেকেন্ড (1 Pico= 1/〖10〗^(-12) ) বা তার চেয়ে কম সময়ে তড়িৎচ্চুম্বকীয় তরঙ্গের স্পন্দনকে আলোক পালস বলা যায় |
প্রধানমন্ত্রী বলেন, ‘সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকা দিয়েই আমরা টিকা প্রদান কার্যক্রম শুরু করেছি। আপনারা জেনেছেন, ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে, সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে |
অন্য হাদিসে বলেছেন, ‘আল্লাহ তায়ালা যে জিনিসকে হারাম সাব্যস্ত করেছেন, তার মূল্যও হারাম করেছেন |
চা বানানোর পাশাপাশি তার রেসিপিও শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন এই হার্বাল টি বানাতে লাগে মিন্ট পাতা, তুলসী পাতা, হলুদ ও গোলমরিচ গুঁড়ো। এরপরই চা বানানো শুরু করেন অভিনেত্রী। গরম জলের মধ্যে মিন্ট পাতা কুঁচিয়ে প্রথমে ফেলে দেন। এরপর কুঁচিয়ে দিয়ে দেন তুলসি পাতা ও কমলালেবুর খোসা। সেই মিশ্রণে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেন। হলুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। তাই হার্বাল চায়ে এই উপাদানটি মিমির অবশ্যই চাই। মিমি এও জানিয়েছেন এভাবে চা বানালে তা স্বাস্থ্যের পক্ষে উপযোগী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই চা। তাই করোনা সংক্রণের ভয় যখন সর্বত্র, তখন এই চা খাওয়া শরীরের পক্ষে উপকারী বলে জানান অভিনেত্রী |
টুর্নামেন্ট চলার মাঝপথেও জানিয়েছেন, কোনো ব্যক্তিগত অর্জনের কথা মোটেই ভাবছেন না তিনি। কোপায় এসেছেন সবার স্বপ্ন পূরণ করতে। এসেছেন শিরোপা জেতাতে। অবশেষে নিজের লক্ষ্যে সফল মেসি। ২৮ বছর পর তাঁর নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা |
রাজধানীর শাহবাগের পরীবাগ ফুটওভার ব্রিজের নিচে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নুরুল ইসলাম নামের এক তরুণ। গত শনিবার রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে |
সালমান লিখেছেন, ‘আমরা আপনাদেরকে সুলভ মূল্যে ছবিটি দেখার সুযোগ করে দিয়েছি, মাত্র ১৪৯ ভারতীয় রুপিতে। তারপরেও পাইরেটেড সাইটগুলোতে দেখানো হচ্ছে বেয়াইনি ভাবে |
এছাড়াও এসএলএর ইজ্জত শাবানদার (যিনি ইরাকিয়া নামক দল ছেড়ে যাওয়া ব্যক্তি) পরামর্শ দিয়েছেন, যদি আইএনএ এবং এসএলএ একক কোন প্রার্থীর বিষয়ে একমত না হয়, তা হলে কে অন্য জোট প্রধানমন্ত্রীর পদে কাকে প্রার্থী করা যায়, সেই বিষয়ে যুক্ত হবার সুযোগ পাবে। যেমন ধরা যাক সর্বোচ্চ কেন্দ্রীয় বিচারালয় এই বিষয়ে যে আদেশ প্রদান করেছে সে বিষয়টির সাথে “সমঝোতায়” আসা!(বাস্তব ঘটনা হচ্ছে, এই বিষয়ে এই আদেশ এ ধরনের কোন কিছুই বলেনি)। আবার, এটা শাসনতন্ত্রে লঙ্ঘন করে, যা পরিষ্কারভাবে এমন একটি প্রক্রিয়াকে নির্দিষ্ট করে, যা রাষ্ট্রপতি এবং একটি বিশেষ প্রার্থী মধ্যে বিষয়টির সমাধান করবে, যে প্রার্থীকে সামনে তুলে ধরবে সবচেয়ে বড় জোট |
চলতি বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে মিরপুর শেরে বাংলার গ্যালারিতে দেখা যাচ্ছে এই দৃশ্য। বাংলাদেশি দর্শকরা পাকিস্তানের পতাকা হাতে গ্যালারিতে যাচ্ছে। নিজের দেশ হেরে গেলে খুশিতে আনন্দ করছে! নিজ দেশের পরাজয়ে কেউ আনন্দ করতে পারে, তা এই দর্শকদের না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবে না! এদের সৌজন্যে ভিন দেশে এসে একেবারে নিজ দেশের স্বাদই পাচ্ছে পাকিস্তান দল। তাদের নামে গর্জন উঠছে মিরপুরের গ্যালারিতে |
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল |
জাতিসংঘ সদরদপ্তরে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘এই মূল্যায়ন হবে প্রথম পদক্ষেপ মাত্র। বৃহৎ আকারের ব্যাপক মূল্যায়নের জন্য প্রবেশাধিকার বিস্তৃত হবে বলে প্রত্যাশা রয়েছে, যা চালু রাখা প্রয়োজন হবে |
২০১৬ সালে ব্যাংকগুলোর অর্জিত মুনাফার পরিমাণ বাড়বেNarailkantho-Latest Bangla News & Entertainment... | Narailkantho-Latest Bangla News & Entertainment... ২০১৬ সালে ব্যাংকগুলোর অর্জিত মুনাফার পরিমাণ বাড়বে | Narailkantho-Latest Bangla News & Entertainment... দেশের বিনিয়োগে ভাটার টান থাকলেও বিদায়ী বছরে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। মুদ্রাবাজারে টাকার প্রবাহ প্রায় সারাবছরই বেশি ছিল। ফলে কলমানির (আন্তঃব্যাংকিং) সুদের হারে আয় হয়নি তেমন। তাছাড়া ঋণ প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় ছিল কম। তবে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল এবং আমদানি-রপ্তানি বাণিজে ইতিবাচক প্রবৃদ্ধি থাকায় ব্যাংকগুলো আগের বছরের চেয়ে বেশি মুনাফা করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ছাড়াও ২০টি বেসরকারি ব্যাংকের মুনাফা হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। শনিবার (৩১ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সারাবছরের আয়-ব্যয়ের হিসাব করে ব্যাংকগুলো। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।। পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিত (প্রভিশন) এবং কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফার পরিমাণ হয়। এর ওপরও ব্যাংকবিশেষে সাধারণ রিজার্ভ খাতে অর্থ বরাদ্দ রাখা হয়। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীকে অপেক্ষা করতে হবে নিট বা প্রকৃত মুনাফার হিসাব পাওয়া পর্যন্ত। আবার অনেক ক্ষেত্রেই নিট মুনাফা হলেও তার সম্পূর্ণ অর্থ লভ্যাংশ আকারে বিতরণ করা হবে না। বিভিন্ন সূত্র থেকে পাওয়া হিসাবে দেখা গেছে, গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। ২০১৬ সালে ২ হাজার ৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০১৫ সালে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছিল ১ হাজার ৮০৮ কোটি টাকা |
সব মিলিয়ে হাসনাত করিম এবং তাহমিদ হাসিব যে গুলশান ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, এটা প্রায় প্রমাণিত সত্য। তারপরও আরো সুনিশ্চিতভাবে ঘটনা প্রমাণ করে সেটি গণমাধ্যমে জানানো হবে বলে গোয়েন্দাদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া গেছে |
কৃষি অধিদপ্তর বলছে, বাংলাদেশে গত আলুর মৌসুমে প্রায় ১ কোটি ৯ লাখ টন আলু উৎপাদিত হয়েছে। দেশে মোট আলুর চাহিদা প্রায় ৭৭ লাখ ৯ হাজার টন। এতে দেখা যায় যে, গত বছর উৎপাদিত আলু থেকে প্রায় ৩১ লাখ ৯১ হাজার টন আলু উদ্বৃত্ত থাকে। কিছু পরিমাণ আলু রপ্তানি হলেও ঘাটতির সম্ভাবনা একেবারেই ক্ষীণ |
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার মিয়ানমার স্টাইলে গণহত্যা ও সংখ্যালঘু মুসলিমদের বিতাড়নে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি |
চীনা শাসন ব্যবস্থাকে একটি অনন্য মডেল হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্বে চীন দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে |
বর্তমানে কাপাসিয়ায় মোট ব্যাংক আছে ৬টি |
তিনি বলেন, যে সমাজ নারীকে সঠিকভাবে লালন করে, সে সমাজ আপনাআপনি সভ্য সমাজে পরিণত হয় |
তারার গতিপথ মাপতে ব্যবহার হয় এটি |
যদি কোন মহিলা টিপিওএ-বি-পজিটিভ হয়, তবে চিকিৎসাবিদরা যদি তাদের চিকিৎসা না করে তবে তাদের এবং তাদের সন্তানদের জন্য ঝুঁকি থাকে। এই রোগের মায়েদের জন্মের সময় কম ওজন, নবজাতকের শ্বাসযন্ত্রের পীড়া, হাইড্রোসেফালাস, গর্ভপাত এবং অপরিণত প্রসব হয় |
একাদশ জাতীয় সংসদে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। মোট ৫০ সংরক্ষিত মহিলা সংসদীয় আসন। প্রতি ৬ আসনে ১ জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পেয়ে থাকে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলো। সেই হিসাবে আওয়ামী লীগ ৪৩টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনিত করার সুযোগ পাচ্ছে |
রবিন চঞ্চল হলেও লেখাপড়ায় বেশ ভালো। সে স্কুলের সেকেন্ড বয়, খেলাধুলার প্রতি তার প্রবল ঝোঁক। সে সবসময় মনে করে তাকে যদি সারাদিন খেলতে দেওয়া হতো তাহলে সে সারাদিন খেলতো। কখনো ক্লান্ত হতো না |
অস্পষ্ট ভাষায় পারভীন আক্তার জানান, সহায়-সম্পদ কিংবা স্বজন কেউ নেই। আখাউড়ার খড়মপুর এলাকায় থাকতেন। দৈনিক মজুরির ভিত্তিতে সুযোগমতো কাজ করতেন। এখন আর পারেন না। শক্তিতে কুলায় না। তাই কয়েক মাস আগে হাসপাতালে চলে আসেন। কিছুদিনের জন্য বাইরে গিয়ে আবার এসেছেন। এখানে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে বলে থেকে যেতে চান |
২০১৪ বিশ্বকাপ চলার সময় ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি দেয়ালে মেসি-নেইমারের ‘ম্যুরাল’। শুক্রবার ব্রাজিল-আর্জেন্টিনার আরেকটি আকর্ষণীয় লড়াইয়ে অবশ্য দুই মহাতারকা মুখোমুখি হচ্ছেন না। চোটের কারণে মেসি খেলতে পারছেন না ম্যাচটি |
দেশের নারী ফুটবলকে এগিয়ে নিতে হলে শুধু ফুটবলারদেরই নয়, তাদের অভিভাবকদেরও সহযোগিতা কীভাবে প্রয়োজন সেটিও জানিয়ে দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আগামী চার বছর আপনাদের মেয়েরা আমাদের কাছে থাকবে। আমরা তাদের রাখব। এই মেয়েদের রাখতে আপনাদের সম্মতি চাই |
সমস্যা নং ৪৫ : কম্পিউটার প্রচন্ড শ্লো কাজ করে । একটি কমান্ডে ক্লিক করলে অনেক সময় নিয়ে এক্সিকিউট হয় |
জগদল ইউনিয়নের বাসিন্দা আব্দুল মতিন বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি ঐ হাসপাতালের কার্যক্রম চালু হবে। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন পরিকল্পনামন্ত্রী। আল্লাহ উনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন।’ জগদল ইউনিয়নের আরেক বাসিন্দা জাহেদ আহমদ বলেন, ‘হাসপাতালটি চালু হওয়ায় আমরা এলাকার মানুষ অনেক খুশি। ১০-১২ বছর ধরে চিকিৎসা পেতে আমাদের খুব কষ্ট হয়েছে।’ গ্রামের বাসিন্দা নুর নাহার বলেন, ‘অনেক দিন ধরে আমি অসুস্থ। টাকার অভাবে দিরাই বা সুনামগঞ্জে গিয়ে ডাক্তার দেখাতে পারিনি। আজকে বাড়ির পাশে হাসপাতালটি চালু হওয়ায় বিনা টাকায়, বিনা ভোগান্তিতে ডাক্তার দেখাতে পেরেছি এবং ওষুধ বিনামূল্যে পেয়েছি।’ অনেক তো Wifi দিয়ে নেট শেয়ার করলেন এবার Bluetooth দিয়ে নেট শেয়ার এবং Hack করেন ৫০০ Kb এর একটি Apps দিয়ে। পুরাই ফ্রীতে Download করে নিন। না নিলে পরে আফসোস করবেন। - Trickbd.com অনেক তো Wifi দিয়ে নেট শেয়ার করলেন এবার Bluetooth দিয়ে নেট শেয়ার এবং Hack করেন ৫০০ Kb এর একটি Apps দিয়ে। পুরাই ফ্রীতে Download করে নিন। না নিলে পরে আফসোস করবেন। আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন ট্রিকবিডির পক্ষ থেকেএই কামনা রইলো। আমরা সাধারনত Wifi দিয়ে নেট শেয়ার করি,কিন্তু আপনারা কি জানেন Bluetooth এ কিভাবে নেট শেয়ার করা যায় হয়তো কার দরকার পড়েনি। আমার দরকার পড়েছে হয়তো কোন সময় আপনার ও 0.দরকার পড়তে পারে এই ভেবেআপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি ২ টা Device চালাই♦নকিয়া♦ আন্ড্রোয়েড সমস্যা হলো Tab টাতে Sim চালানো যায়না শুধুWifi আর নকিয়াতে wifi নাই তো পরে গেলামবিপাকে। google মামারে Search কইরা পাইলাম Bluevpn App.কিন্তু এটা ছিল ট্রায়াল ভার্সন একদিন যেতে নাযেতেই trial শেষ। চাইল লেটেস্ট ভার্সন আপডেট। Update দিতেগিয়ে দেখি 4.99$। কি আর করা নামিয়ে ফেললাম। আজকের সংবাদ ডেস্কঃ করোনার প্রভাবে দেশে যখন ত্রাণ নিয়ে হুলুস্থল কাণ্ড চলছে, তখন ব্যতিক্রম ত্রাণ নিয়ে এগিয়ে এসেছে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম । বৃহস্পতিবার রাতে উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শিশুদের জন্য দুধ,চিনি,চকলেট ও বিস্কুট বিতরণ করেন তিনি। দুর্যোগের এ সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার শিশুদেরকে শিশুখাদ্য হিসেবে দুধ দিয়ে শিশুদের পুষ্টিচাহিদা পূরণ করছেন উপজেলা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম । শূন্য থেকে ২ বছরের শিশুর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে দুধ লাগে দুধ শেষ হয়ে যাওয়া করোনার প্রভাবে কর্মহীন মানুষ দুধ কিনতে পারছে না।ইউএনও দুধ বিতরণ করায় দরিদ্র এ শিশুদের পিতা-মাতার আনন্দের শেষ নেই।পাশাপাশি ২ থেকে ৭ বছর শিশুদের চকলেট ও বিস্কুট দিয়ে বিতরণ করা হয়। ইউএনও সাইদুল ইসলাম আজকের সংবাদ ডট কম প্রতিনিধিকে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দূর্যগ ব্যাববস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় বরাদ্দ অনুযায়ী পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১৯০ টি পরিবারের মধ্যে এ খাবার পৌঁছে দেয়া হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম প্রতিদিনই সন্ধার পর বিভিন্ন ইউনিয়নে স্থানীয় মেম্বার দের সাথে নিয়ে দুধ চিনি বিস্কিট ও চকলেট নিয়ে হাজির হতে দেখা যায় এভাবেই তিনি প্রতিদিন দুগ্ধ শিশুদের খাদ্য সহায়তা দিয়ে আসেন।এতে করে অল্প সময়ে ইউ এন ও সাইদুল ইসলাম সোনারগাঁয়ের জনগণের কাছে প্রিয় হয়ে ওঠেন |
প্রসঙ্গত, পুলিশে দায়ের করা ওই অভিযোগনামায় সোহম জানিয়েছেন, মঙ্গলবার থেকেই বিভিন্ন লোকেশন থেকে আইওএস ডিভাইসের মাধ্যমে অভিনেতার ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা করা হচ্ছিল। এদিন হঠাৎ-ই তিনি লক্ষ্য করেন যে, ফেসবুকে তাঁর ফলোয়ারের সংখ্যা ৯ লক্ষ থেকে কমে ২ লক্ষতে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, মুছে দেওয়া হয়েছে ১৯ অক্টোবর ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় পোস্টও |
জীব বৈচিত্র সংরক্ষণ ও বিনোদনের জন্য টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়ায় বাংলাদেশের অন্যতম ইকো পার্ক নির্মিত হতে যাচ্ছে |
“আমরা গতকাল এসেছি। এই টুর্নামেন্ট খেলতে ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। ঢাকা আবাহনীতে বেশিরভাগ ফুটবলার জাতীয় দলে খেলে। মাজিয়ার কোচ হিসেবে আমি ভালো ফল চাইব সব সময়। কাল দেখা যাবে, ম্যাচের পর কি হয়? আসলে প্রথম ম্যাচ সব সময় একটু কঠিন |
৪) ভায়াগ্রা কিন্তু পাকস্থলীর ক্যান্সার রোধ করতে সাহায্য করে |
"কোঙ্কন শক্তি" নামে এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে দুদেশের সামরিক বাহিনীর তিনটি বিভাগই-- যথা স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা |
জাপানের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিল একটি শিম্পাঞ্জি। তাকে ধরতে গিয়ে নাজেহাল হলেন চিড়িয়াখানার কর্মীরা। বিদ্যুতের খুঁটিতে চড়ে, তার বেয়ে হেঁটে প্রায় ঘণ্টা দুয়েক গলদঘর্ম করে ছাড়ল কর্মীদের |
প্রথমত, স্কেলের একটা তফাত তো রয়েইছে। আমরা যে সিনটা একদিনে শেষ করব, সেটা ওরা হয়তো তিন-চার দিনে শেষ করবে। কাজেই তার ফলে মনোসংযোগ, রিহার্সাল বেশি হয়। করণ যতক্ষণ না পারফেক্ট শট পাচ্ছে টেক নিয়েই যায়। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা বলতে পারো (হাসি) |
‘চার নম্বরে ব্যাট করতে সাকিবের আপত্তি নেই’ ‘চার নম্বরে ব্যাট করতে সাকিবের আপত্তি নেই’ – দৈনিক ডাক বাংলা তামিম বলেন, ‘আমরা যখন প্রশিক্ষণ পর্ব শুরু করেছি, তখন তার কাছে বার্তাটি খুবই পরিস্কার ছিলো। আমি সাকিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, এমন সিদ্ধান্তে তার কোনো সমস্যা নেই। সে সবকিছুই বুঝতে পেরেছে। এটি তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিবে। সে দীর্ঘদিন পর ফিরছে। তিন নম্বরে তারা কেমন করেছে, সেটি আমরা ভালোই জানি। তার রেকর্ড তার পক্ষে কথা বলে। আমরা এটি নিয়ে সর্তক আছি।’ ২০১৩ বিশ্বকাপে দলের ব্যাটিং লাইন-আপ কেমন হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ডোমিঙ্গো ও তামিম। সাকিবের জায়গায় নাজমুল হোসেন শান্তকে পরখ করে নিতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তামিম জানান, সাকিব যদি তিন নম্বরে ব্যাট করতে চান, তবে তার ফিরে আসার সুযোগ রয়েছে। নতুন অধিনায়কের বার্তাটি পরিস্কার। তামিম বলেন, ‘চার নম্বরে ব্যাট করবে বলে সে খুশি। আমি তাকে বলেছিলাম সে যদি কখনও তিন নম্বরে ফিরে চায়, তবে সে ফিরতে পারবে।’ কালিয়াকৈরে গার্মেন্টকর্মীকে উপর্যোপরি ধর্ষনকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির বাদীকে শনিবার সকালে ঢাকাণ্ডটাঙ্গাইল মহা সড়কে উপজেলার চন্দ্রা এলাকার মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে |
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা |
এ ছাড়া, চকরিয়া থেকে মতলব অঞ্চল পর্যন্ত আইসিডিডিআরবির পর্যবেক্ষণে থাকা এলাকাগুলোতেও এই পার্থক্য স্পষ্ট। গর্ভে থাকা শিশু মৃত্যুর হার চকরিয়ায় ১১ শতাংশ আর মতলবে ৮। বিজ্ঞানীদের ধারণা, এই পার্থক্যের মূল কারণ হচ্ছে লবণাক্ত পানি। আর সেটার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন |
আজ এ পর্যন্ত থাক। আবার পরে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো ত্থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ |
তারা হলেন- নাটোরের গুরুদাশপুর থানার নিতাই কর্মকারের ছেলে অন্ন কর্মকার (৩২) ও তার শ্যালক টাঙ্গাইল জেলা সদর থানার গবিন্দ কর্মকারের ছেলে নেপাল কর্মকার (১৪)। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন |
ফিঙ্গারমাউথিংয়ের অবশ্য একটা মজাদার পোশাকি নাম আছে। সেটাকে বলা হয় ‘টিরেক্সহ্যান্ডস’ |
দূষণের চাদরে দিল্লি সহ গোটা রাজধানী এলাকা। দিল্লিতে দিনেই অন্ধকার। ধোঁয়াশায় হাঁসফাঁস মানুষ। আগ্রায় দেখা যাচ্ছে না তাজমহল। জরুরি অবস্থা জারি করেছে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা প্রশাসন |
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন বলে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। বুধবারই ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে |
স্থানাঙ্ক: ২৩°৫৫′০৯″ উত্তর ৯০°৪৩′০৪″ পূর্ব / ২৩.৯১৯২৬৭১° উত্তর ৯০.৭১৭৬৪৯২° পূর্ব / 23.9192671; 90.7176492 দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উয়ারী-বটেশ্বরে হাঁড়ি ভর্তি মুদ্রা আবিষ্কারের কথা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] কুমিল্লা-কোটবাড়ি-কালির বাজার রাস্তা ধরে কালির বাজারের দিকে যেতে থাকলে বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভলপমেন্ট (BARD)’র প্রধান গেট অতিক্রম করে হাতের ডানে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পূর্ব/ডান দিকের প্রাচীর সংলগ্ন স্থানে লোতিকোট মুড়ার অবস্থান। এটি মাঝারি আকারের একটি বৌদ্ধ বিহার। বিহারের পাশ্ববর্তী স্থানে বেশ কয়েকটি প্রাচীন স্থাপনা রয়েছে। এই সবের মধ্যে ভোজ বিহার, রূপবান মুড়া ও ইটাখোলা মুড়া অন্যতম। প্রত্নতত্ব অধিদপ্তর কর্তৃক ২০০৩ খ্রীঃ বিহারটির খনন কাজ করা হয়। Sunil Gavaskar: সচিন বা বিরাট নন! গাভাসকরের মতে সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটার... - sunil gavaskar picks india's all-time no. 1 cricketer | Eisamay ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার কে? প্রশ্নের এবার উত্তর দিলেন প্রাক্তন ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এই সময় ডিজিটাল ডেস্ক: কপিল দেব-সুনীল গাভাসকর থেকে সচিন তেন্ডুলকর-রাহুল দ্রাবিড়-সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলি-রহিত শর্মা। বিভিন্ন সময়ে ভারতীয় জার্সিতে ক্রিকেটের ময়দানে নেমেছেন বিশেষ প্রতিভাবান বহু ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের ফ্যানেরা ২২ গজের এই তারকাদের নিয়ে বরাবরই আবেগপ্রবণ। তবে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার কে? ক্রিকেট ফ্যানেদের এই প্রশ্ন করলে বিভিন্ন উত্তর আসবে। একই প্রশ্নের এবার উত্তর দিলেন প্রাক্তন ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাসকর। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি নাকি বর্তমান অধিনায়ক বিরাট কোহলি? ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার কে? ক্রিকেটের 'লিটল মাস্টারে'র কথায়, 'আমার কাছে সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটার হলেন কপিল দেব।' ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়কের সমর্থনে গাভাসকর বলেন, 'ব্যাট ও বল - দুই দিয়েই দেশের হয়ে ম্যাচ জিততে পারতেন কপিল। উনি প্রয়োজনে উইকেট নিতে পারতেন আবার শতরান করেও জেতাতে পারতেন। ওঁর নেওয়া ক্যাচগুলো ভুললেও চলবে না। কপিল দেব একজন সম্পূর্ণ ক্রিকেটার ছিলেন |
সবশেষ রোববার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হয়ে অতিথি হিসেবে দেয়া বক্তব্যে দুই জনই একে-অন্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একাধিক কর্মকর্তা |
1/8অবশেষে মেয়ের ছবি সামনে আনলেন কনীনিকা।এতদিন সোশ্যাল মিডিয়ার আড়ালেই রেখেছিলেন মেয়েকে। বারবার অনুরোধ সত্ত্বেও নায়িকার সাফ জবাব, অন্নপ্রশান না হলে মেয়ের ছবি দেখানো যাবে না। যেমন কথা তেমনি কাজ- মুখে ভাতের পরই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করলেন কনী |
একটা সহজ উদাহরণ দেওয়া যাক |
২। টাকার থেকে দক্ষতার দিকে নজর দিন বেশি এবং যে দিকে দক্ষ হতে চান সেদিকে সাধনা করুন। এভাবে দক্ষতাকে এক সময় শক্তিতে পরিণত করুন। টাকা, খ্যাতি, জনপ্রিয়তা, সুনাম এক সময় আপনার পেছনে ছুটবে। ৩। ব্যর্থতা বেদনাদায়ক কিন্তু শেখার চেষ্টা করুন। দ্বিতীয়বার আরও মনোযোগ দিয়ে চেষ্টা করুন। দেখবেন ব্যর্থতা আপনার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে এবং এক বছর পর একই কাজ অনেক ভাল করে করতে পারবেন। ৭। ভেজালহীন পরিবেশে থাকতে পারলে জীবনে এগুনো সহজ হয়। তাই ভাল মানুষদের সঙ্গে খাতির করার চেষ্টা করুন এবং তাদের দলে মেশার চেষ্টা করুন। আমি যাকে বা যাদের ভাল মনে করি তাদেরকে নয় বরং আপনি যাদের ভাল মনে করেন তাদের সঙ্গেই চলুন তবে কোন রকম ভেজালে থাকবেন না। ৯। জীবনে ভাল সময় আর খারাপ সময় কোনটাই চিরস্থায়ী নয়। তাই খারাপ সময়ে যেমন ভেঙ্গে পড়া উচিৎ নয়, ভাল সময়ে গর্বিত হওয়া উচিৎ নয় |
তিনি ‘শান্তি নিবাস’ ও ‘অবসর’ কর্মসূচি পুনরায় চালুর কথা বলেন। তার সরকার প্রবৃদ্ধি ৮ দশমিক ১ ভাগে উন্নীত করেছে এবং এরপর আরো যত ওপরে ওঠার চেষ্টা করা হবে, অর্থনীতির নিয়ম অনুযায়ীই তা দুরূহ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় কাজের প্রতি সবাইকে যত্নবান হওয়ার পরামর্শ দেন |
পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পেয়েছেন তাসকিন। এটিকে নিজের জীবনের একটা বড় অর্জন জানিয়ে এই পেসার বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হ্যাটট্রিক করলাম। অবশ্যই এটি বড় পাওয়া। ভালো লাগছে |
বিস্তৃত জলরাশির মধ্যে দিয়ে বয়ে চলা কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অস্টগ্রামের ‘অল ওয়েদার রোড’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
চিরন্তন ও শুভদীপ কম্পোজ করেছেন এই গান যেখানে গলা মিলিয়েছেন চিরন্তন বন্দ্যোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী, রূপঙ্কর বাগচী-সহ এই প্রজন্মের বহু জনপ্রিয় শিল্পী। এই গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। পৃথিবীর মন ভাল নেই যেমন, মানুষেরও মন ভাল নেই। তাও তারা আপ্রাণ চেষ্টা করে চলেছে মনকে ভাল রাখতে |
দীর্ঘদিন পর মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে সগিরার ভাসুর ডা. হাসান (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিনসহ (৬৪) চারজনকে আসামি করে এক হাজার ৩০৯ পৃষ্ঠার অভিযোগত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রফিকুল ইসলাম |
সাত মাস আগে নির্বাচনের মাধ্যমে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অন সান সু চির দল মিয়ানমারের ক্ষমতায় এলেও রাখাইন রাজ্যের সংঘাত নিরসনে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি |
আবুল তাবুল বলেছেন: নিজেকে ভাবিয়ে তুল্ল কথা গুলু , পড়ে মনে হল এখনো কিছুই জানা হইনি |
এই দুই মহাদেশের সেরা দুটি দল লন্ডনে মুখোমুখি হবে। আর সেটা ২০২২ সালের ১ জুন। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘উয়েফা’ এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এই লড়াইয়ের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা’। তবে লন্ডনের ঠিক কোন স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি এখনো নির্ধারিত হয়নি |
বিনোদন ডেস্ক: নবগতা বাংলাদেশী আইটেম হট গার্ল ববির ববির যৌন ভিডিও এবার ইউটিউবে ফাঁস করে দেয়া হয়েছে। অবশ্য বেশকিছুদিন ধরেই ঢালিউডের বাতাসে উড়ে বেড়াচ্ছে তার নতুন প্রেমের গুঞ্জন। আর তা হচ্ছে পরিচালক ইখতেখার চৌধুরীর সঙ্গে। তারা চুটিয়ে প্রেম করছেন। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববির সাথে ওউ পরিচালকের চলছে গোপন ডেটিংও। এখন প্রকাশ্যেই তাদের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। বিশেষ এ সম্পর্কের কারণেই ‘দেহরক্ষী’ ছবিতে ববিকে ব্রেক দেয় ইফতেখার। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ। ছবিটি ব্যাপক সফলতা পায়। এরপর ইফতেখার ববিকে ফিরিয়ে আনেন শাকিব খানের সঙ্গে জুটি করে। ছবির নাম রাজত্ব। শুধু তাই নয়, ববিকে নিয়ে ইফতেখারের রয়েছে বিশাল পরিকল্পনাও। তবে আপাতত ওই ভিডিও নিয়ে চলছে সমালোচনার ঝড়। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় তিন নবীন। প্রথমবার চূড়ান্ত দলে সুযোগ পেয়ে যেমন খুশি, তেমনি বেড়েছে দায়িত্ব। ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে জাতীয় দলে স্থায়ী হতে চান তারা। ভিশন ২০২৩ এর মহাপরিকল্পনা সফল করতে চান এ তিন তরুণ |
ইতালিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক দফা বেড়েছে। নতুন করে আগামী ৩০ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে |
বিজ্ঞানী চার্লস ডারউইন-এর সামগ্রিক বৈজ্ঞানিক অবদান এবং সমাজে তার বিবর্তন তত্ত্বের প্রভাব স্মরণ করে সারা বিশ্বে ডারউইনের জন্মবার্ষিকীতে (১২ই ফেব্রুয়ারি) ডারউইন দিবস পালন করে থাকে বিভিন্ন বৈজ্ঞানিক এবং মানবতাবাদী সংগঠন। অধ্যাপক ডোনাল্ড জনসনের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার প্যালো এল্টোর মানবতাবাদী সম্প্রদায় ১৯৯৩ সালে প্রথম ডারউইন দিবস উদ্যাপন করেছিলো। বিগত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে জীববিজ্ঞানের অধ্যাপক মাসিমো পিগলিউসির উদ্যোগে ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব টেনেসিতে ডারউইন দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে সারা বিশ্বের সহস্রাধিক সংগঠন ডারউইন দিবস পালন করে থাকে। বাংলাদেশে মুক্তমনা, শিক্ষা আন্দোলন মঞ্চ এবং বিজ্ঞানচেতনা পরিষদ সহ বেশ কিছু সংগঠন বিগত কয়েক বছর ধরে স্যেকুলার উৎসব হিসেবে ডারউইন দিবস পালন করে আসছে |
ডেস্ক রিপোর্টঃ নুরুল হুদা। একদা ছিলেন গাড়ির হেলপার। লোকজন ডাকত নুরা বলে। অপর পাঁচ ভাইয়ের মধ্যে ছোট দুজনকে নিয়ে নাফ নদীতে জাল ফেলতেন তাদের বাবা। তিনজন পরের জমিতে ডেস্ক রিপোর্ট :চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজপ্রাপ্ত আসামিসহ পলাতক ৭৬ আসামি গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোলাই মদ-ইয়াবাও উদ্ধার করা হয়। বুধবার রাতভর জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৭ লিটার চোলাই মদ ও ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় |
বীর শহীদদের স্মরণে এ সময় বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, ‘৫০ বছরের অর্জন ও আনন্দের বিজয় দেখে যেতে পারবো ভাবিনি। আমাদের কাছে অভাবনীয় সাফল্যের দিন আজ। এদিনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে পারবো চিন্তার বাইরে ছিল। জীবন বাজি রেখে যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সালাম ও শ্রদ্ধা জানাই। এই শ্রদ্ধাঞ্জলি শুধু এখানকার ৫০ জন যোদ্ধাদের নয়, সারা দেশের মুক্তিযোদ্ধাদের। তারা এগিয়ে না এলে আমরা এদেশ পেতাম না |
চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ উপলক্ষে এলইডি ও স্মার্ট টেলিভশনে ‘শতভাগ ক্যাশব্যাক অফার’ দিচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এ অফার চলবে পুরো মাস |
আপনার কোন একটি মন্তব্যে দেখেছিলাম, আপনার বাসা থেকে ট্রেনের আসা যাওয়া দেখা যায় |
৫. যারা মদপান করে, তাদের রক্তের গন্ধ মশা অনেক আগেভাগে পেয়ে যায় |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, বিভিন্ন সংস্থা আলাদাভাবে অবকাঠামো উন্নয়ন করে ঠিকই কিন্তু পরে তা দেখভালের জন্য কোনো সমন্বিত সংস্থা নেই। সড়ক সম্প্রসারণের পর পরিবেশ ধরে রাখতে পরিকল্পনা ও এনফোর্সমেন্ট প্রয়োজন, সেটি করা হয় না। যার কারণে সম্প্রসারিত সড়কের কোনো সুফল পাচ্ছেন না নগরবাসী। নগরের ভবন, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পার্কিং শতভাগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিকল্পনা ও এনফোর্সমেন্টের জন্য অবশ্যই একটি পেশাদার সংস্থা গড়ে তুলতে হবে |
থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ছাত্রদল নেতা ফারুকের লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে |
• বিশ্রাম নিন। নিশ্চিত হোন পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছেন। আর ক্লান্ত লাগলেই বিশ্রাম নিন |
প্রতিদিন গড়ে স্পাম মেইল পাঠানো হয় ২০০ বিলিয়ন |
বেতন নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেন-দরবারের পর মঙ্গলবার কলেজটির গভর্নিং বডি বৈঠকে জরুরি বৈঠকে বসে। অধ্যক্ষ অসুস্থ বলে বৈঠকে অংশ নেননি। গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আন্দোলন চলাকালে কলেজিটির গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক বিভাগের অধ্যাপক ড. শাজাহান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলন কোনও সমাধান নয়, তাই জরুরি বৈঠক আহ্বান করেছিলাম। কিন্তু অধ্যক্ষ অসুস্থ এবং অনেকে অনলাইনেও কানেক্ট হতে পারেনিনি। তাই কোরাম না হওয়ায় বৈঠক বাতিল করা হয়েছে। শিগগিরই আমরা আবার বৈঠকে বসবো। আমি চাই না কোনও শিক্ষক সমস্যার মধ্যে থাকুক।’ সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আজিম উদ্দিন সরকার বলেন, ‘আমরা গভর্নিং বডির চেয়ারম্যানের অনুরোধে কলেজে অবস্থান নেওয়া প্রত্যাহার করি আজ রাতে। কারণ মঙ্গলবার সকালে গভর্নিং বডির জরুরি বৈঠকে আমাদের বিষয়টি সমাধান করা হবে। আমরা শিক্ষকরা মঙ্গলবার সকাল ৯টা থেকে কলেজে অবস্থান নেবো। যদি সমাধান না হয় তাহলে আবার আন্দোলনে ফিরবো। ‘ গতকাল মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক বাতিল হওয়ার পর আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা রাস্তায় নেমে বেতন-ভাতার দাবি জানাতে থাকেন |
মা ছাপোষা গৃহবধূ। দাদা রাজমিস্ত্রি। বেঙ্গালুরু এফসির নামই শোনেননি তাঁরা। তবে ছেলে যে খেলার সুবাদে এতবড় সুযোগ পেয়েছে, তাতে খুশি জয়হরির পরিবার। তাঁদের আশা, ফুটবলার জয়হরি বর্মনের রোজগারে একদিন পরিবারের আর্থিক দৈন্যতা ঘুচবে |
গত রবিবার দিল্লিতে ২৯০ জন করোনায় আক্রান্ত হন। পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ ছুঁয়েছে। অপরদিকে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার। তবে নৈশ্য কার্ফু চলাকালীন শপিং মল, অত্যাবশকীয় পণ্য বিক্রি না করা দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে |
দেশের বাইরে এবি ডি ভিলিয়ার্স ও জস বাটলার তাঁর পছন্দ। আর দেশে সাকিব আল হাসান। বিকেএসপির বড় ভাই ও জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিবকে পছন্দ করার কারণটাও জানালেন, আবেগ দিয়ে ক্রিকেট খেলেন না নাম্বার ওয়ান অলরাউন্ডার। তবে তাঁর মিলটা বেশি পাওয়া যায় মুশফিকুর রহিমের সঙ্গে। দুজনই বিকেএসপির ছাত্র, উইকেটরক্ষক, মিডল অর্ডার ব্যাটসম্যান। দুজনেরই আছে অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। আরও একটা বড় মিল আছে। এসএসসিতে এ প্লাস পেয়েছেন দুজনই। সবকিছুই তো মিলে যাচ্ছে |
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের শেষ ওভার মেডেন, সঙ্গে কাইরন পোলর্ডের মহার্ঘ উইকেট, এর থেকে ভাল অভিষেক আর কী-ই বা হতে পারে। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি |
বয়ঃসন্ধিকালে ব্রণ এক বিষম সমস্যা। কথনও এই সমম্যা একবার শুরু হলে তার থেকে আর মুক্তি মেলে না। সারা মুখ ভর্তি ব্রণ নিয়ে এক একসময় বাইরে বেরনোই দুষ্কর হয়ে দাঁড়ায় |
প্রতি বছরের ১ জুলাই বাংলাদেশে সবগুলি ব্যাঙ্ক তাদের সকল শাখা থেকে পাঠানো হিসাব এক করে অর্ধবার্ষিক আর্থিক রিপোর্ট তৈরি করে থাকে। এ কারণে ১ জুলাই দিনটিকে ব্যাংক সেজন্য দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এ দিন বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা অফিশিয়াল কার্যক্রম সম্পাদন করে না। বাংলাদেশে এরকম আরেকটি ব্যাঙ্ক হলিডে হল প্রতি বছরের ৩১ ডিসেম্বর। সেদিন ব্যাংকগুলো ক্যালেন্ডার বছরের হিসাব শেষ করে এবং বার্ষিক আর্থিক রিপোর্ট তৈরি করে। এই কারণে ঐদিনটিকেও ব্যাংক হলিডে হিসাবে পালন করা হয় / অফিসে ১১০ কোটি রুপি আয় করে। কিন্তু গত শুক্রবার চীনে মুক্তির পর মাত্র দুই দিনে একশ কোটি এবং চার দিনে দুইশ কোটির মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চীনে সিক্রেট সুপারস্টার সিনেমার আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবিটি গত শুক্রবার ৬.৮৯ মিলিয়ন মার্কির ডলার, শনিবার ১০.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, রবিবার ৯. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার, সোমবার ৪.৯৭ মিলিয়ন মার্কিন ডলার। সবমিলিয়ে ৩২.৮৭ মিলিয়ন মার্কিন ডলার (২০৫.৯৯ কোটি রুপি)। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন আমির এবং তার স্ত্রী কিরণ রাও। মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসার সঙ্গে পেয়েছে বাণিজ্যিক সফলতাও। প্রিয়াঙ্কা চোপড়া. Blog । Dinajpurnews24.com, নাগরিক সাংবাদিকতার চর্চা, বাংলাদেশ নাগরিক সাংবাদিকতা ও মুক্তমতের আসর নিউইয়র্কের মেট গালা অনুষ্ঠানে গত বছর প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পরিচয়। বছর না পেরোতেই দুজনের মধ্যে প্রেম। এরপর ১১ বছরের ছোট নিকের সঙ্গে সম্প্রতি… সিলেটে কাওমি আলেমদের দ্বারা মাওলানা মিযানুল হক আজহারীর মাহফিল বন্ধ কারা, এবং মাওলানা মামুনুল হক এর বক্তব্য সহ সাম্প্রতিক কালের কিছু বিষয় স্বভাবতই আলোড়ন সৃষ্টিকারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এগুলোকে অনেকেই কাওমি আলেমদের হিংসা হিসাবে আখ্যায়িত করেছেন যে, মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা দেখে পীর এবং মাজার ব্যাবসায়িদের মাথা খারাপ হয়ে গেছে। ব্যাপারটা আসলেই কি তাই?অপরদিকে, সম্প্রতি চরমোনাই এর পীর সাহেব তাঁর এক মাহফিলে খুব শক্ত ভাষায় জামাতের কড়া সমালোচনা করেছেন। ব্যাপারটা কি? সমস্যটা আসলে কোথায়?জামায়াতে ইসলামী এবং ওলামায়ে দেওবন্দের মধ্যে বিরোধ এবং মত পার্থক্য আসলে নতুন কিছু নয়। এ পার্থক্যটা সকল ওলামায়ে কেরাম এবং রাজনীতি সচেতন ব্যাক্তিই জানার কথা। জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকে মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদীর সাথে ওলামায়ে দেওবন্দের মাওলানা হসাইন আহমাদ মাদানি সহ সকল দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে কাওমিয়াত বা জাতীয়তা নিয়ে চরম মতপার্থক্য এবং বিরোধ ছিল। সে সময় কে সঠিক ছিল আর কে বেঠিক ছিল সে ব্যাপারে মতামত দেয়া আমার উদ্দেশ্য নয়। আমি শুধু সামান্য ইতিহাস স্মরণ করাতে চাই যে এটা আকিদা বা মোলিক মতামতের সাথে জড়িত। মাওলানা মওদুদির দৃষ্টিভঙ্গি ছিল মুসলমানদের জাতীয়তা বা পরিচয় দেশ বা স্থানের সাথে নয় বরং বিশ্বাসের সাথে। অপরদিকে ওলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি ছিল,জাতীয়তা দেশ এবং স্থানের সাথে সম্পৃক্ত। তাঁরা যুক্তি দিয়েছিলেন কাওমে আদ এবং কাওমে সামুদ এর এসব কাওম স্থান এবং দেশের সাথে জড়িত। তাঁরা বলেছেন আল্লাহ পাক কোরানে এদেরকে কাওম হিসাবে ডেকেছেন। মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদি (রহ) বিরুদ্ধে ওলামায়ে দেওবান্দের আরেকটা অভিযোগ ছিল, তিনি তাঁদের ভাষায় সাহাবাদের সমালোচনা করেছেন। বিশেষভাবে মাওলানা মওদুদির বই “খিলাফাত ও মুলিকিয়াত” এবং “রাসায়েল মাসায়েল” বই দুটির মধ্যে তিনি ঊস্টের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ সহ ইতিহাস আলোচনা করতে গিয়ে আমিরে মুয়াবিয়া বা আরও কারো কারো সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তাঁকে সাহাবাদের সমালোচনা হিসাবে ধরে নিয়েছিলেন। মাওলানা মওদুদির আরেকটি অভিমত “মিয়ইয়ারে হক” বা সত্যের মাপকাঠি অভিমত নিয়ে ওলামায়ে দেওবান্দের সাথে জামায়াতের সাথে মত পার্থক্য চলে আসছে। ওলামায়ে দেওবন্দের পরে বাংলাদেশে দেওবান্দের অনুসারী কাওমি ঘরানার আলেমগণ কমবেশি জামাত বা জামাতের অনুসারী সম্পর্কে কমবেশি একই ধারনা পোষণ করেন। এরই অংশ হিসাবে বলা যায়, উর্দুতে “ইঝহারে হাকিকত” নামে একটি বই রচিত হয়েছিল, “ইঝহারে হাকিকত” এর বাংলা তরজমা হতে পারে “সত্যের প্রকাশ” বলা বাহুল্য বইটি জামায়াতের সমালোচনাতেই রচিত। তারপর আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ) “ভুল সংশোধন” নামে বাংলায় আরেকটি গ্রন্থ রচনা করেন। বলা বাহুল্য এটি ও মূলত জামাত এবং মাওলানা মওদুদির সমালোচনা করে রচিত। “ইঝহারে হাকিকত” এবং “ভুল সংশোধন” গ্রন্থদ্বয়কে ক্লাসিকাল বা একডেমিক হিসাবে ধরা যেতে পারে, যেখানে সুনির্দিষ্ট বিষয়গুলো যেগুলো তাঁরা আপত্তিকর মনে করেছেন তা তুলে ধরা হয়েছে। অপরদিকে “মিস্টার মওদুদির নুতুন ইসলাম” নামে আরেকটি গ্রন্থ রচিত হয়েছিল, যেটার রচয়িতা কে আমার সঠিক মনে নাই, যতদূর মনে পড়ে “মওলানা আব্দুল আউয়াল” যিনি দেওবান্দি নন। তাঁর বইটি ছিল আপক্ষিকভাবে আক্রমণাত্মক।সালটা সঠিক মনে নাই, চারদলীয় জোট যখন ক্ষমতায়। বলা বাহুল্য চার দলে অন্যদের সাথে জামাত এবং দেওবান্দি আলেমরা একত্রেই কাজ করেছিল, সে সময় মাওলানা মতিউর রহমান নিজামী যখন শিল্প মন্ত্রী সে সময় জামাতের সাথে দেবান্দি আলেমগণ বিশেষভাবে মুফতি আমিনী সাহেবের সাথে, তখন মুফতি আমিনী সাহেব অভিযোগ তুলেছিলেন যে জামাত ষড়যন্ত্র করে সিলেবাসে তাফহীমুল কোরআনকে অন্তর্ভুক্ত করতে চায়। তাছাড়া সে সময় বিতর্ক একটু বেড়ে গেলে অনেকে জামাতকে মওদুদীবাদ বলে কটাক্ষ করেছিলেন। সে প্রেক্ষাপটে মাওলানা নিজামির উত্তরটি আমার দৃষ্টিতে ছিল ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য। সে সময় মাওলানা নিজামি বলেছিলেন। ‘তাফহিমুল কোরআন পড়ার জন্য সিলেবাসে জোর করে ঢুকানর কোন প্রয়োজন আমরা মনে করিনা, বাংলাদেশে তাফহিমুল কুরআন পড়ার জন্য আমাদের হাজার হাজার কর্মী আছে।‘ একই বক্তব্যে মওলানা নিজামি মাওলানা মওদুদি সম্পর্কে বলেছিলেন, “আমরা মাওলানা মওদুদিকে ফিকাহ এবং আকায়েদের ইমাম মনে করিনা, তবে আমরা এবং যুগে যুগে যারাই ইসলামী আন্দোলন করেছেন এবং করবেন তাঁরা কেউ ইসলামী আন্দোলনের ক্ষেত্রে মাওলানা মওদুদির সাহিত্যের অবদানকে অস্বীকার করতে পারেনা।“ উল্লেখ্য আমার জানামতে মাওলানা নিজামির সে বক্তব্যের পর কোন বাড়াবাড়ি হয়নি।জামাতের ব্যাপারে আরেকটা বিষয় তাঁরা মনে করেন বা কোন কোন ক্ষেত্রে দোষারোপ করেন এই বলে যে জামাতের লোকজন হাদিস এবং কোরানের মনগড়া ব্যখ্যা দেন। সেদিন যেমন মওলানা মামুনুল হক তাঁর পিতা বা উস্তাদ দের রেফেরেঞ্চ দিয়েছেন বা সবসময় দেন। চর মোনাই এর পীর সাহেব ও দেন, হাদিস এবং কোরআন এর ব্যাখ্যার ব্যাপারে তাঁরা সলফ এর এই সিলসিলা মানেন কিন্তু তাঁরা মনে করেন একমাত্রই জামাতই এই সিলসিলা মানেন না। তাছাড়া আমরা জানি যে বাংলাদেশের যে তাফসিরগুলূ বাংলাদেশ উপমহাদেশের আলেমগণ এমনকি মাদ্রাসায় যেগুলো সিলেবাস হিসাবে যে তাফসিরগুলো পড়ানো হয় যেমন তাফসিরে জালালাইন , তাফসিরে কাসসাফ, তাফসিরে ইবনে কাছীর, তাফহিমুল কোরআন সে ধাঁচে লেখা নয়, যেটা তাঁদের কেউ কেউ মনে করেন ঐতিহাসিক সিলসিলা বা ট্র্যাডিশন ভঙ্গ কড়া হয়েছে। মিজানুর রহমান আজহারির কিছু ব্যাখ্যাকে তাঁরা ঐ চরাচরিত পদ্ধতি ভঙ্গ করে মনগড়া ব্যখ্যা হিসাবে হিসাবে মনে করেন। তাছাড়া মিজানুর রাহমান আজহারির কিছু শব্দও চয়ন সাহাবাদের প্রতি অসম্মানজনক হিসাবে দেখেছেন। যেমন মিজানুর রহমান আজহারি আলী রা সম্পর্কে বা খাদিজা রা সম্পর্কে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলোকে তাঁরা জামাতের লোকজনের সাহাবাদের প্রতি অসম্মানের নমুনা হিসাবে দেখেন।ব্যাক্তিগত অভিজ্ঞতাআগেই বলেছিলাম, মাওলানা মামুনুল হকের বক্তব্য বা কাওমি আলেমদের দ্বারা মাওলানা মিজান আযহারির ঠেকানোকে অনেকেই হিংসা হিসাবে উল্লেখ করেছেন। এব্যাপারে আমি আমার ব্যাক্তিগত কিছু অভিজ্ঞতা পেশ করছি। আমার ব্যাক্তগত অভিজ্ঞতার আলোকে আমি এটাকে হিংসা হিসাবে মনে করিনা। আমি মনে করি, ওলামায়ে দেওবান্দ এবং জামায়াতে ইসলামীর মধ্যে যে মত পার্থক্যগুলো ছিল সেগুলো শেষ হয়ে যায়নি, এবং ঐক্য হলেও সেগুলো থেকে যাবে, ঐক্য হলেও সেগুলো আছে এবং থাকবে মনে করেই হবে। কেউ কার মত পরিবর্তন করতে পারেনা, সম্পর্ক উন্নয়ন করা যায় সম্মান বোধের মাধ্যমে। এক্ষেত্রে পশ্চিমা জগতে যারা ইন্টারফেইথে খ্রিস্টান এবং এহুদিদের সাথে কাজ করেন। প্রত্যেকেই তাঁর নিজের আকিদা বিশ্বাসের উপর থাকতে দিয়েও একত্রে কাজ কড়া যায়। এ ব্যাপারে একটা বই আছে “You Don’t have to be wrong for me to be right”. জীবনের অনেক ক্ষেত্রেই দুজনের কথাই ঠিক হতে পারে, শুধু দৃষ্টিভঙ্গির ব্যাপার। কে কিভাবে দেখছেন বা ব্যাখ্যা করছেন।আমার আব্বা মরহুম মাওলানা তোফায়েল আহমদ, দেওবান্দ ফারেগ একজন আলেম ছিলেন। প্রায় ৩৫ বছর আলিয়া মাদ্রাসার প্রিঞ্চিপাল ছিলেন, জমিয়তুল মুদাররেসীন এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছিলেন। স্বভাবতই আমার আব্বা জামাত বিরোধী ছিলেন। লন্ডনস্থ ইস্ট লন্ডন মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইউম ভাই আমার আব্বার ছাত্র ছিলেন, আমি কাইউম ভাইর ৬-৭ বছরের ছোট এবং জুনিয়র ছিলাম, কাইউম ভাই অসাধারণ মেধাবী ছিলেন বিধায় আব্বা কাইউম ভাইকে খুব আদর করতেন, কিন্তু কাইউম ভাই সম্ভবত শিবির করতেন বা জামাতের সমর্থক ছিলেন এই কারণে কাইউম ভাই বা মাদ্রাসায় যারা যারা শিবির করতেন তাঁদের সাথে আমার কথা বলাই নিষেধ ছিল। আব্দুল হালিম নামে আরেকজন সিনিয়র ভাই ছিলেন, যিনি শিবির করতেন তাঁর সাথে একদিন কিছুক্ষণ দাঁড়াতে দেখেছেন সে জন্য আমাকে আব্বার কাছে জবাবদিহি করতে হয়েছে, হালিম ভাইয়ের সাথে আমার কি প্রয়োজন ছিল?একবার সম্ভবত শিবিরের কোন ভাই আমাকে একটা বই দিয়েছিলেন “ঢাকায় কাবা শরিফের ইমাম” এই বইটি, বইটিতে সম্ভবত শিবিরেরে অফিসের সিল ছিল বা কোনভাবে। এরপর আব্বা আমাকে শক্তভাবে শাসিয়ছেন যে তাঁর বাসায় কোনদিন যেন শিবিরের বই প্রবেশ না করে।আমরা ছয় ভাইয়ের মধ্যে আমি সম্ভবত লেখপড়ায় একটু ব্যতিক্রম ছিলাম বিধায় আব্বা সম্ভবত একটু বেশী আদর করতেন, তবে এটা বলতে হবে, এ ব্যাপারগুলোতে আব্বা খুবী সুবিচারক ছিলেন, কোন ব্যাপারে কার প্রতিই কোন ব্যাপারে কোন কিছুই কম বা বেশি যেন না হয়।আমার বয়স ১০ বার বছর থেকে আম্যাকে মাঝে মধ্যে ইমামতী করতে দিতেন, আমি এবং আমার বড় ভাই হাফেয মাওলানা খালেদ সাইফুল্লাহকে আব্বা মাঝে মধ্যে ইমামতি করতে দিয়ে আব্বা পিছে দাঁড়াতেন, কিন্তু আমার বয়স ২০-২২ বছর হবার পর থেকে আমি শিবির করতাম এই অভিযোগ বা সন্দেহে আমাকে আর কোনদিন আব্বার সামনে ইমামতি করতে দেন নি। একবার স্মরণ আছে আমার এক বোনের বিয়ের প্রস্তাব এসেছিল, ছেলে সম্ভবত ডাক্তার ছিল, কিন্তু সম্ভবত শিবির করত, আব্বা শিবির করা ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না। চাই সে ডাক্তার হোক বা কিছু।আমার আব্বা এভাবে কট্টর জামায়াত বিরোধী ছিলেন, কিন্তু জীবনে কোনদিন জামায়াত বা শিবির সম্পর্কে খারাপ কোন শব্দ ব্যাবহার করেন নি। তাঁর অনেক প্রিয় ছাত্র ছিল যারা জামাত করতেন, জামায়াতের এক সময়ের নোয়াখালী জেলা আমীর মাওলানা হিফযুর রহমান ভাই আব্বার প্রিয় ছাত্র ছিলেন, হিফযু ভাই সারা জীবন এবং আজো আব্বাকে খুব সম্মানেড় চোখে দেখেন।একবার আমার বড় ভাই হাফেয সাইফুল্লাহ, কামেল কোথায় পড়বেন ভাবছিলেন। তিনি সম্ভবত তামিরুল মিল্লাত এবং মহাম্মাদপুর কাদেরিয়া তয়্যেবিয়া আলিয়া দুটোতেই ভর্তির সুযোগ পেয়েছিলেন, আব্বার কাছে যখন পরামর্শ চাইলেন, তখন আব্বা বললেন, “দুটারই আকিদা খারাপ, তবে কাদেরিয়ার চেয়ে তামিরুল মিল্লাতরা ভাল”।আমাদের মাদ্রাসায় এক ওস্তাদ ছিলেন মরহুম মাওলানা মস্তোফা আল হুসাইনি। সে সময়কার দেশ জুড়ে খ্যাত ওয়ায়েজ ছিলেন, সময় অবশ্য আল্লামা খ্যাতিটা শুরু হয়নি। মোস্তোফা আল হুসাইনি সাহেবকে সে সময় হাফেজে তারিখ বা ইতিহাসের হাফেজ হিসাবে লকব দেয়া হতো। হসাইনি সাহেব পরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির হয়েছিলেন। হুসাইনি সাহেব আমাকে খুব স্নেহ করতেন, চেষ্টা করতেন আমি যেন তাঁর মত বা আমার বাবার মত হই , আমাকে তাঁর বড় বড় মাহফিলে সাথে নিয়ে যেতেন। একবার ঢাকার অদূরে শেখের চর নামে যতদূর মনে পড়ে এক জুট মিলে বিশাল ওয়াজ মাহফিল, যেখানে দেওবন্দি আরও ওয়ায়েজ আছেন। সবচে বড় ওয়ায়েজ হলেন মাওলানা সুলতান আহম্মদ নানুপুরি। নানুপুরি হুজুর নামে পরিচিত ছিলেন। হুসাইনি সাহেব আমাকে সে ওয়াজে নিয়ে গিয়েছিলেন তাঁর সাথে। এক পর্যায়ে তিনি আমাকে নানুপুরি হুজুরের কাছে নিয়ে গিয়ে বললেন, “হুজুর এই ছেলেটাকে একটু দোয়া করে দেন, ছেলেটা ভাল আলেমের ছেলে, কিন্তু তারে মওদুদিয়া পাইছে”। নানুপুরি হুজুর তখন বাথরুমে যাচ্ছিলেন, আমি ভাবলাম তিনি শুনেন নি কিংবা পাত্তা দেননি। তিনি বাথরুম থেকে এলেন, অজু করে এলেন, বসলেন, কথা বলতে শুরু করলেন। বিশেষভাবে জামাত সম্পর্কে, এক পর্যায়ে দারুল উলুম দেওবান্দের কোন উস্তাদের কথা বললেন যিনি তাঁকে বলেছিলেন “মুঝে মওদুদি কো কুফর কা আন্দিশা হায়”।ওলামায়ে দেওবান্দ বা দেওবান্দি সিলসিলার আলেম বা অনুসারীরা দেওবান্দকে খুব আন্তরিকতার সাথে উনুসরন করেন।আমি যখন মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের আহাবায়ক সে সময় খতিব মাওলানা ওবাইদুল হক সাহেবের সান্নিধ্যে কয়েকবার যাবার সুযোগ হয়েছিল, খতিব সাহেব আব্বাকে চিনতেন এবং সে সূত্রে তাঁর সাথে কথা বার্তা বলা আমার পক্ষে সহজতর হয়েছিল। খতিব সাহেব একবার আমাকে বললেন, ‘বাবা তোমরা কিসের লেখাপড়া কর? আর কিসে রাজনীতি কর, তোমাদের মাদ্রাসার ছেলেরা মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে পা রাখলেই সব ভুলে যায়, মাদ্রাসায় পড়েছে সে কথাটাও ভুলে যায়, অথচ দেখ আমরা দেওবান্দ থেকে ফারেগ হয়েছি তিরিশ বছর হয়ে গেছে এখনো দেওবান্দের নাম শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়।“ দেওবন্দ যারা পড়েছেন তাঁদের মধ্যে এটা আরও দেখেছি। আমার আব্বা ছাড়াও আমাদের বৃহত্তর পরিবারে ৭-৮ জন দেওবন্দ ফারেগ আলেম ছিলেন। দেওবান্দ সম্পর্কে তাঁদের সকলের ভালবাসা এবং শ্রদ্ধাবোধ দেখেছি অসাধারণ। সম্ভবত খতিব ওবাইদুল হক সাহেবের সময়ে এবং কারণে জামাতের সাথে ওলামায়ে দেওবন্দের ঘভীরতম সম্পর্ক ছিল। এর কারণ আমার দৃষ্টিতে পরস্পর স্রদ্ধাবোধ এবং সম্মান।এবার আজকের জন্য উপসংহারে চলে আসি।না, আমি মনে করিনা কাওমি আলেমরা যা করছেন বা বলছেন তা হিংসার বশবর্তী হয়ে করেছেন বা বলছেন। ওলামায়ে দেওবান্দের সাথে যে মত বিরোধ ছিল তা এখনো আছে। যেটা অনেকটা আকিদাগত। পরস্পর সম্পর্ক উন্নয়ন এবং ঐক্যের জন্য পরস্পর স্বীকৃতি এবং শ্রদ্ধাবোধ। এ প্রসঙ্গে আমার আব্বার একটা উদাহরণ টানতে পাড়ি। আমি যখন মাদ্রাসা ছাত্র আন্দোলনের আহবায়ক। ১৯৯২ সালের জুলাই মাসে ঢাকার ইঞ্জিনায়রস ইন্সিটিউট আমরা মাদ্রাসা ছাত্রদের দাবী দাওয়া নিয়ে সমাবেশ করেছিলাম। সে সম্প্যকার পূর্ত মন্ত্রী মিরযা গোলাম হাফিয ছিলেন প্রধান অতিথি, কিন্তু রাজনৈতিক কারণে মির্জা সাহেব আসেন নি, মাওলানা মতিউর রহমান নিজামি সাহেব ছিলেন বিশেষ অতিথি, মাওলানা মুহিউদ্দিন খান কেও আরেক বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেয়া হয়েছিল, কিন্তু নিজামি সাহেবকে কেন দাওয়াত দিলাম সে জন্য মুহিউদ্দিন খান সাহেব আসেন নি, বরং আমাকে পলিটিক্স করছি এরকম একটা বকা দিলেন। মুহিউদ্দিন খান সাহেব আমার আব্বার বন্ধু ছিলেন। জমিয়তুল মুদাররেসীনের প্রতিনিধি হিসাবে দাওয়াত দেয়া হয়েছিল আমার আব্বাকে, কামাল উদ্দিন জাফরি সাহেব ও ছিলেন বিশেষ অতিথি। আমার স্মরণ আছে সে সমাবেশে এবং ব্যাক্তিগতভাবে আমাকে অনেকবার বলেছিলেন জামাত শিবিরের অবদানের কথা। আমরা বাপ ছেলে কথা বলতাম অথচ আব্বা আমাকে বলতেন “তোমাদের লোক আর আমাদের লোক।“ বলতেন, “অমুক তো তোমাদের লোক।“ মাঝে বলতেন, “কাজ তো এখন তোমাদের লোকেরাই করছে আমদের লোকেরা তো এখন ঘুমিয়া আছে”। সেদিন মাদারাসা ছাত্রদের সমাবেশ শেষে আমরা যখন ট্যাক্সি চড়ে বাপ ছেলে বাসায় যাচ্ছিলাম, তখন এক পর্যায়ে কিছুটা কানে কানে আব্বা আমাকে বলেন, “আচ্ছা যুব কমান্ড এরা কারা, এরা কি তোমাদের লোক?ছেলেগুলি খুলি সাহসী।“ বলা বাহুল্য সে সময় যুব কমান্ড যুগান্তকারী একটা ভুমিকা রেখেছিল। আমার আব্বার মুখে কানে কানে কথাগুলো অনেক মূল্যবান ছিল।আমার জানা মতে অধ্যাপক গোলাম আযম সাহেব, মাওলানা মতিউর রাহমান নিজামি সাহেব সহ জামাত নেতৃবৃন্দ ওলামায়ে দেওবন্দ বিশেষভাবে খতিব ওবাইদুল হক এবং শাইখুল হাদিস আজিজুল হক সাহেব সম্পর্কে যথেষ্ট সম্মানবোধ ছিল, অপরদিকে তাঁরাও জামাত সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকলে একত্রে কাজ করতে সমস্যা ছিলোনা।আমার আজকের এখানকার মূল বক্তব্য হল অন্যদের প্রেক্ষাপট বুঝতে হবে, শক্রুতা না বাড়িয়ে বন্ধুত্ব বাড়ানো উচিৎ। আর ইউটিউবের যুগ বলেই যে যার মত করে বক্তব্য ছেড়ে দেবে এটা মোটেই গ্রহণযোগ্য নয়। আলেমদের সম্পর্কে কিছু ইউটুবার যেভাবে পোস্ট দিয়েছেন তা খুবি দখজনক, আর ওয়ায়েজিনে কেরামরা আরেকটু সতর্ক হওয়া দরকার।আমার এই ছোট্ট লেখায় আমার পরিচিত জামাত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে আমার একসময়ের খুবই ঘনিষ্ঠ মাওলানা আব্দুল হালিম ভাই, আমার আত্নিয় বড়ভাই মওলানা এ টি এম মাসুম, উদীয়মান নেতা আমার সহপাঠী, বন্ধু ডক্টর মাওলানা সামিউল হক ফারুকি ভাই আশা করি এ ব্যপারটা একটু বিশেষভাবে চিন্তা করবেন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আমার এই লেখায় অনিচ্ছায় কোন ভুল হয়ে থাকলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন |
হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে যে হারে মুসলিমদের জনসংখ্যা বেড়েছিল এখন আর সে হারে বাড়ছে না। সম্প্রতি জনগণনার (আদম শুমারি) পরিসংখ্যানের বরাত দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেখানেই বিষয়টি উল্লেখ করা হয় |
আগামী রোববার বিকাল চারটায় সংলাপ হবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর সাথে সন্ধ্যা ছয়টায়, সোমবার ২৭ ডিসেম্বর বিকাল ৪ টায় বৈঠক হবে বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ছয়টায় খেলাফত মজলিসের সাথে, ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেল চারটায় বৈঠক হবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাথে, ২৯ ডিসেম্বর বুধবার বিকেল চারটায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ সাথে এবং ইসলামী ঐক্যজোট সাথে আলোচনা হবে ২৯ ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৬ টায় |
সাথে ক্র্যাক ফাইল দেয়া আছে ফুল ভার্শন করার জন্য |
১৯২৪ সালে ব্রিটিশ উপনিবেশিক যুগে রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকৌশল বিভাগ হিসাবে এই বিশ্ববিদ্যালয়টির উদ্ভব ঘটে। প্রথমাবস্থায় এই বিভাগটির অবস্থান ছিলো ইয়াঙ্গুনের পুরাতন শহরতলীতে অবস্থিত রেঙ্গুন জেনারেল হাসপাতালের বর্ধির চত্ত্বরে এবং মাত্র দুই জন প্রভাষক ও ১৭ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়। ১৯২৭ সালে এটি একটি আলাদা প্রতিষ্ঠান হিসাবে মর্যাদা লাভ করে, যখন একে বর্মা তেল কোম্পানি (Burmah Oil Company)-এর নামানুসারে বিওসি প্রকৌশল ও খনিবিদ্যা কলেজ (BOC College of Engineering and Mining) হিসাবে নামকরন করা হয় এবং চার মাইল উত্তরে এটিকে স্থানান্তরিত করা হয়। ১৯৩৮ সালে সংযুক্ত বিষয় হিসাবে যন্ত্র ও বৈদ্যুতিক প্রকৌশল বিষয়টির অন্তর্ভূক্তির পূর্ব পর্যন্ত পুরকৌশল বিভাগই ছিল এখান হতে একমাত্র শিক্ষা দানকারী বিষয় |
“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। ” এটি শুধু স্লোগান নয়, বাস্তব একটি সত্য কথা। যাদের লক্ষ্য হবে পৃথিবীকে পরিবর্তন তাদের প্রথম কাজ হবে নিজেদেরকে পরিবর্তন করে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া |
আমরা প্রতি বছরই দেখে আসছি, যারা খাদ্য উৎপাদন করে তারা ঠিকমতো খেতে পারে না। প্রতি বছর সরকার বাজেট বাড়াচ্ছে, সরকার বলছে এবারের বাজেট মানুষ বাঁচানোর বাজেট, কিন্তু বাজেটের সুফল প্রান্তিক মানুষ পর্যন্ত কি পৌঁছাচ্ছে? সম্প্রতি একটি স্পেনিশ সিনেমা দেখার সুযোগ হয়েছিল। সিনেমার নাম দ্য প্লাটফর্ম। নির্মাতা গালদার গেজেতেলু-উরুতিয়া। সিনেমায় দেখানো হয়েছে বিশাল এক ভার্টিক্যাল সেলফ-ম্যানেজমেন্ট সেন্টার বা কয়েদখানা। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ছোট রুমে থাকে যেখানে দুজন করে কয়েদি। প্রত্যেকটা রুমের মাঝখান বরাবর বিশাল এক আয়তাকার গর্ত, যা পুরো ভবনটির উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে। সেই গর্ত হয়ে উপরে থেকে লিফটের মতো একটা পাটাতনে করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাদ্য নামে। খাদ্যে ভরা পাটাতনটি প্রতিটি প্লাটফর্মে দুই মিনিট করে থামে। সব কয়েদির জন্য পর্যাপ্ত খাদ্যই সরবরাহ করা হয়। কিন্তু সিস্টেমটা এমন যে উপরের লেভেলের কয়েদিরা প্রথমে খাওয়ার সুযোগ পায়। তারপর পরের লেভেল, তাদের পরে আরও নিচের লেভেল, এভাবে দুই মিনিট থেমে থেমে খাদ্য নিয়ে পাটাতন নামতে থাকে। সমস্যা হচ্ছে, উপরের লেভেলগুলাতে যারা থাকে তারা প্রয়োজনের চেয়ে বেশি খায় এবং খাবার নষ্টও করে। ফলে নিচের লেভেল কয়েদিরা খাবার পায় না। উপরের লেভেলে খাদ্যপ্রাপ্তির ফলে, যেমন আভিজাত্য ভাব থাকে নিচের লেভেলগুলোতে খাদ্যাভাবের কারণে থাকে সহিংসতা। সিনেমাটা মূলত আমাদের সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোটাকে ইঙ্গিত করে। সুষম বণ্টনের অভাবেই প্রচুর খাদ্য থাকার পরও খাদ্যাভাব দেখা দেয়। প্রতি বছর বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়, ভর্তুকি দেওয়া হয়। কিন্তু সেগুলোর ফল আর প্রান্তিক সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় না। তবে আশা করছি এ দুর্যোগকালীন সরকার বাজেট বরাদ্দের সুফল প্রতিটি মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যত্নবান হবে |
অল্প তেই কষ্ট পাই ।নিজের মতন বাঁচতে ভালোবাসি ।একাকিত্ব ও ভীষন ভালো লাগে |
কাঠবাদাম হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি দেহ তেকে প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য করে। ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। অ্যালমন্ডে উপস্থিত মোনোস্যাচুরেটেড ফ্যাট খিদে কমায় ও পেট ভরিয়ে রাখে। হৃদয় ভালো রাখে অ্যালমন্ড। ক্ষতিকারক কোলেস্টেরল (লো ডেনসিটি লিপোপ্রোটিন) নিয়ন্ত্রণ করে। কিনতে ক্লিক করুন |
রুপো নয় সোনা নয় যদিও তাতে নেই কোন কারুকাজ |
গত শুক্রবার ভোরে পুলিশের ১৩০ সদস্যের একটি দল আসামি গ্রেপ্তারের জন্য মনিরামপুরের জয়পুর গ্রামে অভিযান চালায়। তখন জামায়াত-শিবিরের লোকজন গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসীকে সংঘটিত করে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালায়। এতে আনিছুর রহমান নামের এক ব্যক্তি মারা যান। কিছুক্ষণ পর পুলিশ এলাকা ছেড়ে আসার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে তাণ্ডব চালানো হয় |
মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ কিংবা বাংলাদেশের সদিচ্ছা—কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না |
তা দশ মিনিট পরে বেরুলেও এমন কোনো ক্ষতি হবে না। আমি নিশ্চিত। এটা তো আর স্প্যাগেটি রান্না করা নয়, যে পুড়ে যাবে |
করোনা ভাইরাসের ভয় ও আতঙ্কের কাছে হার না মেনে মৃত্যুর এ সময়ে জীবনের বার্তাবাহক হওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস |
তবে এই বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় এক বছর। ২১বিঘা জমির উপর প্রতিষ্ঠিত ২’শ ২৫ফিট লম্বা বাড়িটি নির্মাণ করতে বাড়ির পিছনে একটি বিশাল পুকুর খনন করতে হয়েছে। আর বাড়িটির ছাউনিতে টিন লেগেছে প্রায় ২’শ বান। কথিত আছে সেসময় একই দোকান থেকে ২’শ বান টিন ক্রয় করার জন্য দোকানদার একটি চায়না ফোনেক্স বাইসাইকেল উপহার দেন। টিন সংগ্রহ করতে দোকানী সময় নিয়েছিল সত দিন। পায়ে হেটে একবার বাড়ির চার ধার চক্করদিতে সময় লাগে ৬-৮ মিনিট। ১’শ ৮ খোপের এই বিশাল বাড়িতে প্রবেশের দরজা ১১টি, তবে প্রতিটি ঘরে রয়েছে একাধিক দরজা। কোন কোন কক্ষে ৪-৫টি দরজা রয়েছে। দোতলায় উঠার শিড়িঁ রয়েছে ১৩টি। তবে যে কোন একটি দিয়ে যাওয়া যাবে ১’শ ৮ কক্ষে। বিশাল আকারের এই বাড়িতে ৩ ভাগে বিভক্ত হয়ে এখন ৩৫-৪০ জন লোক বসবাস করে। সবমিলে বসবাসের জন্য ৩০-৩৫টি কক্ষ ব্যবহার হয় বলে জানা গেছে। আলিপুর গ্রামের সমশের আলী মন্ডল ও তাহের আলী মন্ডল নামের সহোদর দুই ভাই শখের বসে তৈরি করেছিলেন এই বাড়িটি। বর্তমানে মাটির ঘরের স্থান দখল করে নিয়েছে ইট, সিমেন্ট, বালি ও রডের তৈরি পাকা ঘর। মাটির ঘরগুলো বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দূযোর্গে বিশেষ ক্ষতি সাধন হয় বলেই মানুষ ইট সিমেন্টের ঘর-বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন। তবে সরকারি বা বেসরকারিভাবে সংরক্ষণ করতে পারলে বাড়িটি হয়ে উঠতে পারে গ্রাম বাংলার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক ও পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান |
গত বছরের ১৮ নভেম্বর ইউরোপীয় কমিশন নতুন রুলস অব অরিজিন-সংক্রান্ত আদেশটি অনুমোদন করেছে। সংশ্লিষ্ট আদেশটি আইন নয়, একটি বিধান। এ কারণে এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়নি। তবে বিধিটি ইউরোপীয় কমিশনের তথ্যতীর্থ থেকে উদ্ধার করা সহজ নয়। ইউরোপীয় কমিশনের ওয়েবসাইট বা তথ্যতীর্থ রীতিমতো একটি মহাসমুদ্র; সঠিক ঠিকানা না জানা থাকলে এর মধ্য থেকে কাঙ্ক্ষিত আইন, বিধিমালা বা আদেশ খুঁজে বের করা খুবই দুঃসাধ্য |
এটাই আমাদের সংস্কৃতি! কোনো প্রশ্ন করা যাবে না! সবকিছু মেনে নাও! আমি দেশ এবং বিদেশ মিলিয়ে চারটি বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ইউরোপের তিনটি বিশ্ববিদ্যালয় পৃথিবীর যে কোনো র্যাংকিংয়ে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে। সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি, নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটি আর ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এসব লিখতে ইচ্ছা করে না। এতে মানুষ আবার মনে করে বসতে পারে, আমি নিজেকে জাহির করার জন্য বলছি। নিজেকে জাহির করার কোনো ইচ্ছা আমার নেই। স্রেফ ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য লেখা। ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছি। প্রোগ্রামের হেড প্রথম দিন আমাদের বললেন, আমরা যা বলি, সবকিছু মেনে নেবে না। শিক্ষকরা যা পড়ান, সবকিছু মেনে নেবে না। সব তত্ত্ব বা থিওরি এক কথায় মেনে নেবে না। মনের মাঝে যে প্রশ্নেরই উদয় হবে, করে ফেলবে |
'সংকটের সময় মানুষের পাশে দাঁড়ালাম', বলছেন এক রক্তদাতা |
এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রিবর্গ ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের নেতৃত্বে দলের সংসদ সদস্যরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র সাঈদ খোকন এবং এরপর উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রও শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদীতে। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদ বেদীতে সেনা, বিমান ও নৌবাহিনী প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মহাপুলিশ পরিদর্শক পুষ্পস্তবক অর্পণ করেন। র্যা়বের পক্ষ থেকে মহাপরিচালক পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান তাঁকে স্বাগত জানান |
কিশোরীর ভাঙা মন কেঁদে ওঠে আর্তনাদের সুরে |
ইসমাঈল ইমু: [২] রাজধানীর গুলশান এলাকা থেকে সেই ভারতীয় নারী আঞ্জু কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা রয়েছে। [৩] সিআইডি সূত্র জানিয়েছে, মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন আঞ্জু কাপুর। পরে মোস্তফা তাকে বিয়ে করেন। এক পর্যায়ে মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যু হয়। কিন্তু প্রয়াতের পরিবারের অন্য সদস্যদের কাছে তার মৃত্যুর বিষয়টি গোপন রাখেন আঞ্জু। এরপর মোস্তফা জগলুল ওয়াহিদের নামে সিটি ব্যাংকের গুলশান শাখা ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি। [৪] গ্রেপ্তারকৃত আঞ্জু কাপুর ভারতের ব্যাঙ্গালুরের আরগে হেলিয়র ফ্ল্যাট নম্বর ৬০২/বি, নম্বর ৪৯/১বি হেননুর বাগলুর রোডের শুব্বিস কোঠানুরের ভিনোদ কুমার কাপুর ও বিনয় কাপুরের মেয়ে। মাদক নিয়ন্ত্রণে ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও এখন থেকে বিশেষ আদালতে হবে মাদক মামলার বিচার ≣ সারাদেশে রাতের তাপমাত্রা আরো কমবে ≣ সেতু থাকলেও নেই সড়ক [৫] সিআইডি ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার মো. খালিদুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় মৃত মোস্তফা জগলুল ওয়াহিদের মেয়ে মুসফিকা মোস্তফা একটি মামলা করেন। পরে সিআইডি তাকে গ্রেপ্তার করে। [৬] গত ১০ অক্টোবর মোস্তফা জগলুলের মৃত্যু হয়। তিনি পেশায় পাইলট ছিলেন। ভাইবোনদের মধ্যে শুধু সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ছাড়া তার আর কেউ বাংলাদেশে নেই। তার মৃত্যুর পর দুই দিন ধরে ওই বাড়ির সামনে অবস্থান নেন মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা। কিন্তু দুই মেয়েকে বাড়িটিতে ঢুকতে দিচ্ছিলেন না আঞ্জু কাপুর। পরে আদালতের নির্দেশে পুলিশ দুইবোনকে বাড়িতে উঠিয়ে দেয় |
পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এর পূর্ব অংশ পশ্চিম অংশের তুলনায় নানাভাবে বঞ্চিত হতে থাকে এবং স্বাধীন বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত দীর্ঘ ২৩ বছর ছিল পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে শোষণ-বঞ্চনার ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি অনুসন্ধান করে দেখা যায় ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মলগ্ন থেকেই শুরু হয় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শোষণমূলক আচরণ। কেবল অর্থনৈতিক শোষণ নয়, বাঙ্গালী সংস্কৃতি ও ঐতিহ্যের ওপরও নিপীড়ন শুরু হয় এবং এর প্রথম দৃষ্টান্ত স্থাপিত হয় যখন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা দেন "উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।" সাথে সাথে পূর্ব পাকিস্তানের বাঙ্গালীরা এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার জন্যে এই আন্দোলন তীব্রতম রূপ ধারণ করে। এদিন পুলিশের গুলিতে প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। পাকিস্তানের শাসকগোষ্ঠীকে শেষ পর্যন্ত ১৯৫৬ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হয়। আজ পৃথিবীব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় |
বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেই ভ্যাকসিনের আকাল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে আজ শুধু করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রথম ডোজ দেওয়া হচ্ছে না। ফলে প্রথম ডোজ নিতে এসে অনেকে না পেয়ে ফিরে যাচ্ছেন |