content
stringlengths
0
129k
তবে এর বাইরে কোনো ধর্মের নাম লেখা নিষিদ্ধ
এ ছয়টি ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের লোক ধর্মপরিবর্তন করা ছাড়া সে দেশে বিয়ে করা নিষিদ্ধ
ইন্দোনেশিয়ায় ৩০০ নৃতাত্ত্বিক গোষ্ঠী, ৫৮৩টি ভাষা এবং তাদের আরও অসংখ্য উপভাষা রয়েছে
দেশের আনুষ্ঠানিক ভাষা বাহাসা
ইন্দোনেশিয়ায় পৃথিবীর ১২.৭% মুসলিম বাস করে
দেশটির ৮৭ভাগ নাগরিক নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দিয়ে থাকেন
মোট জনসংখ্যার দিক থেকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের পর ইন্দোনেশিয়ার স্থান
ইন্দোনেশিয়ার অধিকাংশ লোক মুসলিম হলেও বালি দ্বীপে প্রচুর হিন্দু রয়েছে
এ দ্বীপের হিন্দুরা অনেকে প্রাচীন কুসংস্কারে আবদ্ধ
জন্মের ছয়মাস পর্যন্ত শিশুর পা মাটিতে পড়তে দেয় না
তাদের বিশ্বাস মাটিতে পড়লে শয়তান শিশুর দেহে প্রবেশ করবে এবং জন্ম-জন্মান্তর পর্যন্ত তা ঘটবে
এখানে বৌদ্ধ ধর্মের অনেক নিদর্শন রয়েছে
বরোবুদুর () মন্দির পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির
এটি একসময় পৃথিবীর সপ্তাচর্যের একটি ছিল
বর্তমানে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের কাজ কর্মকে অনেক সহজ করে তুলেছে এমনকি প্রতিনিয়ত আরো সহজ করে দিচ্ছে
যার ব্যবহারে সারা বিশ্বের ডিজিটাল প্রযুক্তি এবং প্রজন্মের অনেক অগ্রগতি হতেই আছে
ইন্টারনেটের অসামান্য অবদানের কারণে আজ সারা পৃথিবী একটি পরিবারের মতো হয়েছে
কিন্তু আমরা কি জানি ইন্টারনেট কী? কার মাধ্যমে ইন্টারনেট আমাদের কাছে এসেছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক ইন্টারনেট সর্ম্পকিত বিস্তারিত অজানা তথ্য
যেমন- ইন্টারনেট কি, কাকে বলে, কত প্রকার ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা, অগ্রগতি আবিস্কার, কিভাবে ইন্টারনেট কাজ করে ইত্যাদি
সূচীপত্র
ইন্টারনেট কি
ইন্টারনেট কাকে বলে
ইন্টারনেট কত প্রকার ও কি কি
ইন্টারনেটের আবিষ্কার
ইন্টারনেট আবিস্কারক
ইন্টারনেট এর জনক কে?
ইন্টারনেটের ৫টি ব্যবহার
১. ডিজিটাল ই-কমার্সঃ
২. সহজ যোগাযোগ ব্যবস্থাঃ
৩. অনলাইন ভিত্তিক শিক্ষাঃ
৪. নতুন তথ্য অনুন্ধানঃ
৫. সর্বশেষ আপডেট খবরঃ
শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার
শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব
শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা
ইন্টারনেট কি কি কাজে লাগে ?
ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইন্টারনেট ব্যবহারের সুবিধা:
১.তথ্যের সহজলভ্যতা:
২. বিনামূল্যে তথ্য সংগ্রহ:
৩. দুর্লভ তথ্যপ্রাপ্তি:
৪. সকল প্রশ্নোত্তর:
ইন্টারনেট ব্যবহারের অসুবিধা:
১. নির্ভরযোগ্যতা:
২. মনগড়া তথ্য:
৩. গবেষণার মান হ্রাস:
৪. তথ্যের অসম্পূর্ণতা:
ইন্টারনেট এর উপকারিতা ও অপকারিতা
ইন্টারনেট এর ৫টি উপকারিতা
ইন্টারনেট এর ৫টি অপকারিতা
শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ৫ টি ব্যবহার
ইন্টারনেট যেসকল লাগাতে পারি
আজ আমরা যা যা শিখলাম
ইন্টারনেট কি
ইন্টারনেট দুটি কথার সমন্বয় যুক্ত একটি ইংরেজি শব্দ
মূলত ইথারনেট () থেকে ইন্টারনেট () শব্দটির উৎপত্তি
ইন্টার () অর্থ হলো- ভিতরে
আর নেট () অর্থ হলো- জাল
ইন্টারনেট শব্দের অর্থ "অন্তর্জাল"
যা সংযুক্ত নেটওয়ার্ক তরঙ্গের মাধ্যমে যোগাযোগের একটি সহজ পদ্ধতিকে বোঝায়
যেমন- অসংখ্য কম্পিউটার কে একেওপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়
ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা
অনেক গুলো কম্পিউটার একটি নেটওয়ার্কে যুক্ত করাই ইন্টারনেট, যাকে ইন্টারনেট ওয়ার্কিংও বলা হয়
ইন্টারনেট কাকে বলে
অসংখ্য কম্পিউটার বা স্মার্ট ডিভাইসকে একেওপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়
ইন্টারনেট হলো আধুনিক টেলিযোগাযোগের একটি নেটওয়ার্ক বা মাধ্যম
যা অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইনের তার, ওয়্যারলেস বেতার সংযোগ ব্যবহার করে কম্পিউটার মোবাইল সহ অন্যান্য সকল ডিভাইসকে ওয়াল্ড ওয়াইড ওয়েব () এর সাথে সংযুক্ত করে
ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে
যখন সম্পূর্ণ আইপি নেটওয়ার্কের আন্তর্জাতিক সিস্টেমকে উল্লেখ করা হয় তখন ইন্টারনেট শব্দটিকে একটি নামবাচক বিশেষ্য মনে করা হয়
ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দৈনন্দিন কোন পার্থক্য ছাড়া ব্যবহৃত হয়
তবে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একই নয়
ইন্টারনেট কত প্রকার ও কি কি
আধুনিক ইন্টারনেট প্রথমত ৬ প্রকার
এই ছয় ধরণের প্রযুক্তি সিস্টেমে ইন্টারনেট সংযোগ কাজ করে
আজ পর্যন্ত যে ধরণের ইন্টানেট আমরা ব্যবহার করি নিচে তার নাম উল্লেখ করলাম যা আপনারা হয়ত অনেকই আইসিটি বিভাগে আগেই জেনেছেন
ডায়াল-আপ ইন্টারনেট
ডিএসএল ইন্টারনেট
স্যাটেলাইট ইন্টারনেট
ক্যাবল ইন্টারনেট
ওয়ারলেস ইন্টারনেট
সেলুলার ইন্টারনেট
ইন্টারনেটের আবিষ্কার
ভিনটন জি কার্ফ হলো ইন্টারনেটের জনক
প্রথম ইন্টারনেট এর সূচনা হয়েছিল ১৯৬০ সালে আরপানেট (এ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক) এর হাত ধরে
এটি মূলত আমেরিকান ডিফেন্সের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ ও একটি নেটওয়ার্ক ছিল
১৯৬৯ সালের ২৯ অক্টোবর আরপানেট প্রথম ইন্টারনেটে একটি নোড থেকে অন্য একটি নোড এ ম্যাসেজ পাঠায়
ইন্টারনেট এর সাথে সম্পর্ক যুক্ত প্রশ্ন উওর্ গুলো গুরুত্বপূর্ণ
ইন্টারনেট আবিস্কারক
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ
প্রশ্নঃ এর অর্থ কি ?
উত্তরঃ .
প্রশ্নঃ এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি
প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন
প্রশ্নঃ ইন্টারনেট সার্চ ইঞ্জিনেরজনক কে?
উত্তরঃ এলান এমটাজ
মোবাইল ফোনের জনক কে?
উওরঃ মারটিন কোপার