text
stringlengths
1
978
যাও এবার নীচে গিয়ে কুকুরটাকে ছেড়ে দাও ।
একটা কোনো ছুতো পেলেই এখন আমি ওপরে ওর কাছে চলে যাই । আগে একটা সময় ছিল যখন পেটার কী করে কথা শুরু করবে জানত না । এখন আর তা নয় ।
সুন্দর নকশার এম্বস করা এই কার্ডগুলো জাদুঘরের পরিচালকরা তাদের ডোনারদের দিয়ে থাকেন যখন তাদের কাছ থেকে কোন মূল্যবান শিল্পকর্ম ধারে প্রদর্শন করার জন্যে নেন তারা ।
শক্তসমর্থ বুদ্ধিমান শীতসহিষ্ণু নিয়ান্ডার্থালরাই বা কেন টিকতে পারল না সেপিয়েন্সদের আক্রমণের মুখে ?
পিটার সলোমন একটা বেসজার মাল আখের উপর ফেললেন ।
মি . বেল্লামি এই জন্যই তুমি এসেছো ?
ফলে ভ্যাটিকান কখনোই সত্যিকারের তথ্যটা জানতে পারবে না ।
এ ঘর থেকে আপনাদের বের হওয়া নিষেধ !
ঠিক বলেছো ।
কিন্তু এটি এড়িয়ে চলাই উচিৎ ।
একটা ইতালিয়ান রেস্টুরেন্টে আমরা আশা করি টমেটো সস দেয়া স্প্যাগেটি । আমরা ধরেই নিই যে কোনো পোলিশ কিংবা আইরিশ রেস্টুরেন্টে থাকবে অনেক অনেক আলু আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্টে পাওয়া যাবে গরুর মাংসের কয়েক ডজন পদ একটা ভারতীয় রেস্টুরেন্টে প্রায় সবকিছুর সাথেই থাকবে ঝাল মরিচ আর সুইস ক্যাফের বিশেষত্বই হল ক্রিমসহ গরম চকলেট ।
এটা তাদের সন্ধিরই একটা অংশ ।
প্রফেসর এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ জমে আছে এবং সেই তোমারও ।
এরপর অন্যান্য বিষয় নিয়ে আলাপ করলাম ।
ব্যারন গ্রানারের নাম শুনেছেন ?
কার্ডিনালদের খুন করার লোকটাকে খুঁজে বের করার কাজে লেগেছি আমরা ।
মাছ ধরা কারবার শুরু করে বুড়ো টম বেলামি । এখন এ তল্লাটের সমস্ত বোট আর চান করার কটেজের মালিক ।
বাড়িতে চোর ঢুকেছে ।
জনসমক্ষে সমালোচনা অপমানজনক ।
সুযোগ পেলে এরকম একটা ঘরে কাজ করতে পারলে খুব ভালো লাগতো ।
তা হলে ঠিক কোথায় আমরা জনসাধারণের প্রতি কর্তব্য এবং নিজের সম্মানবোধের সীমারেখা টানব ?
তারা অবাক হয়ে দেখছে সমস্ত মিডিয়া ভ্যানের আলো গিয়ে পড়েছে ব্যাসিলিকার উপরে ।
আমরা যে কত দ্রুত ভুলে যাই ভাবলেও আশ্চর্য হতে হয় ।
পদার্থবিজ্ঞানকে ছোটবেলা থেকেই ভালোবাসি আমি ।
ব্যস্ত থাকার মত সহজ ব্যাপারে দুশ্চিন্তা দূর হয় কেন ?
তিনি জানতেন এভাবে কখনও এই সব শিল্পীদের দিয়ে কাজ করানো যায় না ।
দু জনেই একই সময়ে ঝাঁপ দিলো ওটা নেয়ার জন্যে কিন্তু ল্যাংডন ওপরে থাকায় সে ই আগে পৌঁছে গেল বন্দুকটার কাছে । সেটা হাতে তুলে নিয়ে তাক করলো আক্রমনকারীর দিকে ।
এই সব আবোলতাবোলের শিরোনাম হবে এক কুচ্ছিত হংসীশাবকের মনখোলা কথা ।
অথবা আমি বন্ডগুলো নিতে পারিনি ।
এই বিপুল পরিমাণ অর্থ মহাবিশ্ব সম্পর্কে জানতে পৃথিবীর মানচিত্র নির্মাণে এবং প্রাণীজগতের সুনির্দিষ্ট বিন্যাস করার ব্যাপারে যে কৃতিত্ব দেখিয়েছে গ্যালিলিও গ্যালিলি ক্রিস্টোফার কলম্বাস এবং চার্লস ডারউইন ততটা কৃতিত্ব দেখাতে পারেননি ।
সেগুলো পাঁচটা অক্ষরের একটা শব্দ হয়ে আছে APPLE যে গোলকটা হাওয়া তুলে নিয়েছিলো । ল্যাংডন শীতল কণ্ঠে বললো ঈশ্বরের বিরাগ ভাঁজন হয়েছিলো সে ।
সে লাফিয়ে নেমে নিজের লোকদের সাথে যোগ দেয়এবং হেলিকপ্টারকে আঁকাশে উঠে গিয়ে বের হবার সবগুলো পথের উপরে নজর রাখতে বলে ।
আসলে নিজে যে খবর জানে তা চট করে জেনে নিয়ে মগজের ভাঁড়ারে জমিয়ে রেখে খবরদাতাকে খুব একটা আমল দেওয়া ওর একটা স্বভাব ।
এরকম আলোতে কিছুই দেখতে পারবো না সে ভাবলো ।
আমার মন বলে আমি ঈশ্বরকে বুঝতে পারি ।
গার্ডও তাদের দিকে ফিরে এল । মানচিত্রটা বসানো হয়েছে পোপের ডেস্কে ।
এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারিয়া বা মতি মসজিদ ।
১৯১০ সালে পাশ্চাত্য দর্শনে এমএ পাস করে তিনি কিছুদিন রাজশাহী কলেজে অধ্যাপনা করেন পরে চট্টগ্রাম কলেজে সংস্কৃত ও বাংলার প্রধান অধ্যাপক হন ।
কলেজ ৫ মাধ্যমিক বিদ্যালয় ৪০ প্রাথমিক বিদ্যালয় ১৩৫ মাদ্রাসা ২৭ ।
পদ্মা নদীর সঙ্গে মিলনস্থলের সামান্য উজানে ভৈরবে মেঘনা নদীর উপর একটি রেলসেতু রয়েছে ।
রাজনৈতিক দলগুলিও দুর্বল এবং বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ে ।
রাঢ়ের প্রধান প্রধান বসতিগুলি সম্পর্কে বলা যায় যে শ্রীধরাচার্য ও কৃষ্ণমিশ্র ভুরিসৃষ্ট বা ভুরিশ্রেষ্ঠিকা ও নবগ্রাম নামে দুটি গ্রামের নাম উল্লেখ করেছেন । মুকুন্দরামও তাঁর নিজ গ্রাম দামুন্যা বা দামিন্যার উল্লেখ করেছেন ।
অন্য একটি উপায় হচ্ছে বার্জারের সিলিকন রঙ ব্যবহার করার মাধ্যমে ।
দরজার বাজু ও সরদলগুলিতে রয়েছে খোদাই করা দেবমূর্তি । দক্ষিণের প্রবেশপথের সরদলে রয়েছে বিষ্ণু মূর্তি এবং দরজার বাজুগুলিতে দ্বারপালের মূর্তি । এর থেকেই প্রমাণিত হয় যে এগুলি হিন্দু মন্দির ইমারত থেকে সংগ্রহ করা হয়েছে ।
এই আদেশের ২নং ধারার দফা ১ ক . ২৫ মার্চ ১৯৭১ সালের পর যেকোন সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে কিংবা সামরিক অভিযানে নিয়োজিত ছিল এমন কোন রাষ্ট্রের নাগরিকের সম্পত্তি এবং খ . বাংলাদেশ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা গ্রহণ আদেশের আওতায় ও নিয়ন্ত্রণে গৃহীত যেকোন সম্পত্তিসহ যে ব্যক্তি বাংলাদেশে উপস্থিত নেই কিংবা যার নিবাস ঠিকানা ইত্যাদি অজ্ঞাত কিংবা যে ব্যক্তি আর তার সম্পত্তির দখলে নেই কিংবা তত্ত্বাবধানে নেই বা ব্যবস্থাপনাও করছে না এমন সকল সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি বলে সংজ্ঞায়িত করা হয়েছে ।
৬২৬২
প্রতাপাদিত্য রাজা যশোরের রাজা ও ষোড়শ শতকের বাংলার একজন বিখ্যাত ভূঁইয়া বা জমিদার ।
মোস্তফা কামাল পাশা
অবশেষে অহমরাজ জয়ধ্বজ এর সঙ্গে এক শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে অসমরাজ মুগল সম্রাটকে নিয়মিত কর দিতে সম্মত হন এবং যুদ্ধের জন্য উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ প্রদানে বাধ্য হন ।
সীমানা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে ফুলপুর ও পূর্বধলা উপজেলা পূর্বে দুর্গাপুর নেত্রকোনা উপজেলা পশ্চিমে হালুয়াঘাট উপজেলা ।
পত্রিকাটি নিউনেশন প্রিন্টিং প্রেস ১ রামকৃষ্ণ মিশন রোড ঢাকা থেকে প্রকাশিত হতে থাকে ।
তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম আলোকচিত্রশিক্ষা প্রতিষ্ঠান বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি ১৯৬০ র প্রতিষ্ঠাতা ।
৬১২৯
কিছুদিনের জন্য তাঁকে প্রাণিসম্পদ অধিদপ্তরে ডেপুটি ডাইরেক্টর হিসেবে পদোন্নতি দিয়ে নিয়ে আসা হয় কিন্তু পুনরায় ১৯৫৮ সালে তিনি ময়মনসিংহ ভেটেরিনারি কলেজে শিক্ষকতায় যোগদান করেন ।
পটুয়া পটিদার ও পট এ সব নামে একজন চিত্রকর সাধারণত পরিচিত ।
ছেলে শিশুর রুগ্নতার হার মেয়ে শিশুর চেয়ে কিছুটা বেশি । তবে সন্তান ধারণক্ষম মহিলাদের ক্ষেত্রে রুগ্নতার হার সবচেয়ে বেশি ।
তিনি টাঙ্গাইল জেলার করটিয়া গ্রামে ১৮৭১ সালে সম্ভ্রান্ত পন্নী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন ।
আলী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ১৯২৩ ১৯৯৮ শিক্ষাবিদ রাজনীতিক ।
ওয়ার্ড নং ৬৬ আংশিক
শিক্ষার হার
৩৮ . ৫৫
৭৭ . ২৬
১৯৮৭ সালে প্রফেসর এ . এফ . এ হোসেনকে জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয় ।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫৩১ মন্দির ২৮ মাযার ২২ ।
শহর
মানুষের ক্ষেত্রে স্নায়ুরজ্জুতে ক্ষত দেখা দেয় যা ঐ অঙ্গের স্থায়ী বিনষ্টির কারণ হতে পারে ।
এরপর এটি উত্তরপশ্চিমে প্রবাহিত হয়ে সুনামগঞ্জ শহরের পশ্চিমে প্রবাহিত হয়েছে ।
শেরপুরের উত্তরে অবস্থিত গড় জরিপ নামক মাটির দুর্গে টিপুর রাজধানী স্থাপিত হয় ।
গ্রামদেবতার প্রতীক হিসেবে আরও ছিল সাপ ভূতপ্রেত বাঘ এবং পেঁচা ।
ছাত্র জীবনে সত্যপ্রসাদ ছিলেন অত্যন্ত মেধাবী এবং শিক্ষা ও কর্মজীবনে তিনি অনেক স্বর্ণপদক প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিসহ বহু মেধাবৃত্তি ও পুরষ্কার লাভ করেন ।
খালিয়াজুরী উপজেলা
শিক্ষার হার
তাঁর কনিষ্ঠ ভ্রাতা ও ছাত্র গোবর্ধন মিশ্র তর্কভাষাপ্রকাশ রচনা করে বিখ্যাত হন ।
তিনি ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম . এ পরীক্ষায় উত্তীর্ণ হন ।
শুধু পূর্ণমানের মুদ্রাই নয় অর্ধেক ও সিকি মানের মুদ্রাও ছিল ।
ডুপ্লে প্রায়শই ঋণ গ্রহণ করতেন এবং কোম্পানি কর্তৃক প্রেরিত বিনিয়োগের চেয়েও বেশি পরিমাণ মূল্যের মালামাল জাহাজে বোঝাই করতেন ।
ভারতে বৌদ্ধধর্মের পুনর্জাগরণের কৃতিত্ব বি . আর আম্বেদকরের যিনি ভারতীয় সংবিধানের রূপকার হিসেবে খ্যাত । তিনি ১৯৫৬ সালে লাখ লাখ নিম্নবর্ণের অস্পৃশ্য লোকদের বৌদ্ধধর্মে ধর্মান্তরিত করিয়েছেন ।
উপজেলা
আফগান রাজাদের সম্পর্কে অনেক তথ্য তারিখ ই শাহী তে লিপিবদ্ধ রয়েছে যা অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না ।
কৃষ্ণচন্দ্র ১৮৫৪ সালে বরিশালের কীর্তিপাশা বাংলা বিদ্যালয়ের প্রধান পন্ডিতপদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন ।
এতে একইসঙ্গে ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ ও জাতীয়তা বোধের প্রকাশ যা জনগণের নৈতিক মনোবল দৃঢ়ীকরণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল ।
১৮৬২ সালে তিনি জরিপ বিভাগের চাকরি থেকে অবসর নেন এবং পরবর্তীকালে জেনারেল অ্যাসেমবিজ ইনস্টিটিউশনের গণিতের অধ্যাপক নিযুক্ত হন ।
এ কবিতার ধারাবাহিকতায়ই পরবর্তীকালে বাংলাদেশের কবিতায় বাঙালি জাতীয়তাবোধের প্রতিফলন ঘটতে থাকে ।
শিক্ষার হার
একটি বৃহৎ মসজিদ ও তদ্ধসঢ় সংলগ্ন কবরস্থান উক্ত ঢিবিতে লক্ষ্য করা যায় ।
৯৭৮১
আনোয়ারুল হক ১৯৩২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ।
বাহরাম খান হয়তো জামীর কাব্যের অনুসরণ করে থাকতে পারেন তবে তাঁর কাব্যে অধ্যাত্মপ্রেম অপেক্ষা মানবপ্রেম অধিক গুরুত্ব পেয়েছে ।
উজিরের পরামর্শে সম্রাট কর্তৃক ফৌজদার নিযুক্ত হতেন । তিনি শান্তি রক্ষা ও সম্রাটের নির্দেশাবলি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত ছিলেন ।
বিশ শতকের নববই দশকে হাসপাতালের সুযোগ সুবিধা সম্বলিত কিছু স্বাস্থ্যসেবা ক্লিনিক গড়ে উঠতে থাকে ।
বাংলাদেশের স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ চুক্তি এবং সনদ সমূহ হলো অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক কভেন্যান্ট আইসিইএসসিআর নাগরিক এবং রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক কভেন্যান্ট আইসিসিপিআর শিশু অধিকার বিষয়ক সনদ সিআরসি নিপীড়ন বিষয়ক আন্তর্জাতিক সনদ সিএটি এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণের সনদ সিডও ।
তবে গিরুজান কর্দম স্তরসমষ্টির অনুপস্থিতির ক্ষেত্রে ডুপিটিলা স্তরসমষ্টি অসংগতভাবে টিপাম বেলেপাথর স্তরসমষ্টির উপর অধিশায়িত থাকে ।
১০০০
কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গ নামের উল্লেখ রয়েছে একটি সর্বপ্রাচীন ভৌগোলিক ইউনিট হিসেবে । এখানে বলা হয়েছে যে এই অঞ্চলটিতে উৎকৃষ্ট মানের সাদা ও নরম সুতি বস্ত্র উৎপন্ন হতো শ্বেতম্ স্নিগ্ধম্ দুকূলম্ ।
১৬৪৯ খ্রিস্টাব্দে একজন মুগল কর্মকর্তা মুহম্মদ বেগ চকবাজারের নিকটে চুরিহাট্টায় একটি মসজিদ নির্মাণ করেন ।
এদের মধ্যে উল্লেখযোগ্য তিল হক মথ এবং শুঁয়াপোকা ।
জনসংখ্যা
৬৭১ খ্রিস্টাব্দে সমুদ্রপথে ই ৎসিঙ্ ক্যান্টন থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং ৬৭৩ খ্রিস্টাব্দে তিনি ভারতে পৌঁছেন ।
অকল্যান্ড লর্ড ১৭৮৪ ১৮৪৯ ১৮৩৬ থেকে ১৮৪২ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন ।
README.md exists but content is empty.
Downloads last month
51