audio
audioduration (s) 0
346
| transcription
stringlengths 1
2.9k
⌀ |
---|---|
শূন্য শূন্য হাইলাকান্দির ভােটগননা কেন্দ্রে গত সন্ধ্যায় একটি ট্রাংকে অব্যবহৃত একটি ই ভি এম উদ্ধার করা হয়েছে |
|
কেন্দ্রটিতে ই ভি এম থাকার খবর পাবার সঙ্গে সঙ্গে জেলা নির্বাচনী আধিকারীক মেঘ নিধি দাহাল রিটার্নিং আধিকারীকদের সঙ্গে ঐ কেন্দ্রে গিয়ে বিষয়টি সম্পর্কে তদন্ত শুরু করেন |
|
নির্বাচনে অবতীর্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও ঐ কেন্দ্রে উপস্থিত হন |
|
ইভিএমটি পরীক্ষা করার পর এটি ব্যবহার করা হয়নি বলে প্রমাণিত হয় |
|
পরে ইভিএমটি জেলা উপায়ুক্তের কার্যালয় প্রাঙ্গনের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় |
|
আসাম বিধানসভা নির্বাচনের ভােটগননার সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন মিত্র জোট এগিয়ে রয়েছে |
|
শূন্য |
|
দশ হাজার কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে উদ্ভুত সাম্প্রতিক কোভিড পরিস্থতি নিয়ন্ত্রনের জন্য কেন্দ্রীয় সরকার গৃহীত পদক্ষেপের সমালােচনা করেছেন |
|
এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাকারে শ্রী গান্ধী সরকার কোভিড ঊনিশ পরিস্থিতি নিয়ে বৈঞ্জানিক সহ অন্যান্যদের সতর্কবাতা অগ্রাহ্য করেছে বলে অভিযােগ করেছেন |
|
করােনা মােকাবিলায় তার দল সরকারের সঙ্গে একযােগে কাজ করতে আগ্রহী বলে কংগ্রেস নেতা শ্রী গান্ধী জানান |
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী আজ বর্তমানের কোভিড পরিস্থিতি পর্যালােচনা করার উদ্দেশ্যে অনুষ্ঠিত এক বৈঠকে অক্সিজেন ও কোভিড সংক্রান্ত ওষুধের মজুত ও সরবরাহ সম্পর্কে আলােচনা করেন |
|
বৈঠকে দেশের বিভিন্ন ইস্পাত প্রকল্প পেট্রো ক্যামিকেল ইউনিট যুক্ত শােধনাগার শক্তি কেন্দ্র ইত্যাদি অক্সিজেন প্রস্তুত করা হয় বলে উল্লেখ করে যেসব শিল্প প্রতিষ্ঠান থেকে প্রয়ােজনীয় বিশুদ্ধতার পরিমাণে অক্সিজেন সংগ্রহ করা যায় শূন্য সেসব শিল্প প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে শহরাঞ্চলের কাছাকাছি থাকা এবং কোভিড কেয়ার সেন্টারের কাছে থাকা প্রতিষ্ঠানগুলি থেকে অক্সিজেন সংঘহ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় |
|
এধরণের পাঁচটি পাইলট প্রকল্প ইতিমধ্যে গড়ে তােলা হয়েছে বলে জানিয়ে বৈঠকে আরাে বলা হয়েছে যে ঐ শিল্প প্রতিষ্ঠানগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে অক্সিজেন সরবরাহের বিষয়টি নিশ্চিত করবে |
|
এই অতিমারী মােকাবিলায় রাজ্যসরকারগুলিকে অক্সিজেনেটেড বেড তৈরির ব্যাপারে বলা হয়েছে |
|
উল্লেখ্য এধরণের অস্থায়ী কোভিড হাসপাতাল স্থাপন করে প্রায় দশ হাজার অক্সিজেনেটেড বেড শীঘ্রই প্রস্তুত করে তােলা হবে |
|
প্রধানমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব সরাষ্ট্র সচিব পরিবহণ ও জাতীয় সড়ক বিভাগের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন |
|
বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধিন মহাজোট আশানুরূপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়নি |
|
শূন্য শূন্য রেলমন্ত্রী পীযূষ গােয়েল বলেছেন যে সমগ্র দেশে কোভিড রােগীদের জন্য অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন বিভিন্ন রাজ্যে সরবরাহ করার ক্ষেত্রে রেল বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে |
|
বেশ কয়েকটি টুইটে শ্রী গােয়েল বলেছেন যে রেল মন্ত্রণালয় করােনা রােগীদের চিকিসার জন্য স্থানে স্থানে অক্সিজেন সরবরাহ করে লাগাতরভাবে কাজ করে যাচ্ছে |
|
শূন্য |
|
দশ লাখ কোভিড অতিমারীর পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রণালয় দেশের চার হাজার আইসােলেশন কোচে প্রায় চৌষট্টি হাজার শয্যা প্রস্তুত করছে |
|
বিভিন্ন রাজ্য থেকে প্রাপ্ত দাবির ভিত্তিতে রেল বিভাগ প্রায় তিন হাজার চারশাে শয্যা বিশিষ্ট দুই শো তের টি কোচ রাজ্যগুলিকে সমঝে দিয়েছে |
|
এই আইসােলেশন কোচগুলি দিল্লি মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে ব্যবহার কার হচ্ছে |
|
এদিকে নাগাল্যান্ড থেকে সম্প্রতি প্রাপ্ত দাবির পরিপ্রেক্ষিতে রেল বিভাগ ডিমাপুরে দশটি আইসােলেশন কোচ প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে |
|
শূন্য |
|
শূন্য শূন্য কেন্দ্র রাজ্যগুলিকে গুরুত্বপূর্ন এন্টি ভাইরাল ওষুধ রেমডিসিভিরের সরবরাহ বৃদ্ধি করেছে |
|
সংশােধিত সরবরাহ প্রকল্প শুরু করার পর কেন্দ্রীয় রসায়নিক ও সার দপ্তরের মন্ত্রী সদানন্দ দেবেগৌড়া বলেন যে গভীর পর্যালােচনার পর রেনডিসিভির উপাদন ও সরবরাহ বৃদ্ধির জন্য প্রস্তুত করা আবন্টন পরিকল্পনা সংশােধন করা হয়েছে |
|
এপর্যন্ত আমাদের সংবাদদাতাদের পাঠানাে তথ্য অনুযায়ী মাজুলি আসনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়াল বিজয়ী হয়েছেন জালুকবাড়ী আসনে মিত্র জোটের প্রার্থী তথা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা জয়লাভ করেছেন |
|
বর্ধিত পরিমানে ওষুধ সরবরাহ এই অতিমারী মােকাবিলায় রাজ্যগুলিকে সহায়তা করবে বলে তিনি জানান |
|
সংশােধিত আবন্টন পরিকল্পনার অধীনে দিল্লী মহারাষ্ট্র ছত্তিশগড়ের মতাে রাজ্যগুলিতে ওষুধ সরবরাহ বৃদ্ধি করা হয়েছে |
|
শূন্য শূন্য দেশের কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবার পরিপ্রেক্ষিতে দেশে সক্রিয় রােগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে |
|
ফলে এই রােগ থেকে আরােগ্য লাভের সংখ্যাও হ্রাস পাচ্ছে |
|
তবে গতকাল তিন লক্ষেরও অধিক লােক এই সংক্রমণ মুক্ত হয়েছেন |
|
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সুত্রে জানানাে হয়েছে যে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষ সাত হাজার কোভিড রােগী সুস্থ্য হয়ে উঠেছেন |
|
শূন্য সমগ্র দেশের পনের কোটী আটষট্টি লক্ষ হিতাধীকারীকে এপর্যন্ত কোভিড প্রতিষেধক প্রদান করা হয়েছে |
|
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সুত্রে জানানাে হয়েছে যে গত চব্বিশ ঘন্টায় আঠার লক্ষ ছাব্বিশ হাজারেরও বেশী হিতাধীকারী এই প্রতিষেধক গ্রহন করেছে |
|
দেশে গতকাল থেকে প্রতিষেধক প্রদানের তৃতীয় পর্যায় শুরু হয়েছে |
|
এই পর্যায়ে ইতিমধ্যে ১১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আঠার থেকে চুয়াল্লিশ বছর বয়সের ছিয়াশি হাজার তেইশ জন হিতাধীকারী প্রতিষেধকের প্রথম ডােজ গ্রহন করেছে |
|
শিবসাগর বিধানসভা আসনে কৃষক নেতা অখিল গগৈ বিজয়ী হয়েছেন |
|
আসামে৪ গতকাল আঠার থেকে চুয়াল্লিশ বছর বয়সের পনের হাজারেরও অধিক লােক প্রতিষেধকের প্রথম ডােজ গ্রহন করেছে |
|
শূন্য হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে এগার জন কোভিড ঊনিশ এ আক্রান্ত হয়েছেন |
|
এনিয়ে জেলায় এপর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার পাঁচ শো পঁয়ত্রিশ জন |
|
বর্তমানে জেলায় চিকিসাধীন কোভিড রােগীর সংখ্যা এক শো তের |
|
শূন্য শূন্য কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ফলাফল আগামী বিশে মে ঘােষণা করা হবে |
|
সি বি এস ইর তরফ থেকে জারী করা এক নীতি নির্দেশিকায় স্কুলগুলি কিভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করবে এবং কিধরণের টাইম লাইন অনুসরণ করা হবে সেবিষয়ে বিস্তারিত বলা হয়েছে |
|
পর্ষদের অন্তর্গত স্কুলগুলি আগামী পাঁচই জুনের মধ্যে তাদের ছাত্রছাত্রীদের মূল্যায়ন পত্র পর্ষদের কাছে জমা দিতে বলা হয়েছে |
|
উল্লেখ্য করােনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করে দেয় |
|
এবং ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে তাদের ফলাফল ঘােষণা করার সিদ্ধান্ত নেয় |
|
এর পরিপ্রেক্ষিতে পর্ষদ এই মূল্যায়নের এক বিস্তারিত নীতি নির্দেশিকা ঘােষণা করে |