audio
audioduration (s)
0
346
transcription
stringlengths
1
2.9k
শূন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী আগামী একত্রিশ শে জানুয়ারী আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন
এটি হবে মাসিক রেডিও অনুষ্ঠানটির তিয়াত্তর তম পর্ব
এক টুইটে শ্রী মােদী মানুষকে তাঁদের চিন্তাভাবনা ভাগ করে নিতে অনুরােধ জানিয়েছেন
শূন্য করােনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিক ভাবে পরুন
নমাে অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামে মানুষ তাঁদের মতামত জানাতে পারবেন
এছাড়াও নিশুল্ক নম্বর আঠার শূন্য শূন্য এগার আটাত্তর শূন্য শূন্য নম্বরে ফোন করেও হিন্দি অথবা ইংরাজী ভাষায় বার্তা রেকর্ড করা যাবে
শূন্য শূন্য দেশে বিশ লক্ষ ঊনত্রিশ হাজার মানুষকে এপর্যন্ত কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছেন
সমগ্র দেশে করােনা থেকে সাত নয় সুস্থতার হার ছিয়ানব্বই দশমিক নয় এক শতাংশ হয়েছে গত চব্বিশ ঘণ্টায় তের হাজারেরও বেশী মানুষ সংক্রমণমুক্ত হয়েছেন
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানাে হয়েছে এপর্যন্ত এক কোটি তিন লক্ষ ঊনষাট হাজার রােগী সুস্থ হয়েছেন
প্রত্যেক দিনই কোভিড19 সংক্রমিত রােগীর সংখ্যা কমছে
বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশাে আটানব্বই যা মােট আক্রান্তের এক দশমিক ছয় পাঁচ শতাংশ
শূন্য বিশ্বজুড়ে করােনা অতিমারীর বিরুদ্ধে লড়াইএ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে রাষ্ট্রপতি জো বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন ভারত তাকে স্বাগত জানিয়েছে
সংস্থার কার্যনির্বাহী পর্ষদের ১শাে ৪৮তম অধিবেশনের শেষে চেয়ারম্যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন কোভিড পরবর্তী বিশ্বকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে
সেই চ্যালেঞ্জ মােকাবিলা করে এগিয়ে যাবার ক্ষেত্রে হু সকলকে পথ দেখাবে
দুই নয় দুগজ দূরে থাকুন
সদস্য দেশগুলির স্বাস্থ্য পরিকাঠামােকে আরও মজবুত করে কাজে গতি আনতে হবে
শূন্য বিশ্ববাসীকে করােনা ভাইরাসের আরও অনেক রূপান্তরের জন্য প্রস্তুত থাকতে হবে বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা হুর বিশেষ দূত ডেভিড ন্যাবারাে জানিয়েছেন
তবে এই রূপান্তরের ফলে ভ্যাকসিনের কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে এমনটা এখনই বাল যাবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন
একটি টিভি চ্যানেলকে দেওয়া আট নয় সাক্ষাকারের ন্যাবরাে বলেন ভাইরাসটির ব্রিটিশ প্রকারটি অত্যন্ত বেশি সংক্রমক হতে পারে
শূন্য ব্রিটেনে কোভিড19এ এক লক্ষেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে
দেশে গত সাত দিন ধরে গড়ে এক হাজারের বেশী মানুষের করােনায় মৃত্যু হয়েছে
প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড মােকাবিলায় সরকারী কাজকর্মের ব্যর্থতাকে মেনে নিয়ে এর সম্পূর্ণ দায় স্বীকার করেছেন
তিনি বলেছেন এত মানুষের মৃত্যুতে তিনি গভীরভাবে শােকাহত
প্রথম ইউরােপীয় দেশ হিসেবে ব্রিটেনে এপর্যন্ত কোভিড19এ এক লক্ষ এক শো বাষট্টি জনের মৃত্যু হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল ভারত ও মেক্সিকোর পরে ব্রিটেন বিশ্বে পঞ্চম দেশ হিসেবে করােনায় মৃত্যুতে এক লক্ষেরও বেশী নুষের মৃত্যু হয়েছে
নিরাপদ দূরত্ব বজায় রাখুন
ব্রিটেনের সমস্ত জায়গায় স্কুল বন্ধ রয়েছে
অত্যাবশ্যকীয় জিনিষের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ দুই সামাজিক মেলামেশা ব্রিটেনে নিষিদ্ধ ঘােষণা করা হয়েছে
শূন্য দক্ষিণ এশীয় দেশগুলিতে যাওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ অ্যাডভাইজারি নির্দেশিকা জারি করেছে
দেশবাসীকে পাকিস্তান ও বাংলাদেশে সফরের ব্যাপারে চিন্তাভাবনা করতে বলা হয়েছে
পাশাপাশি আফগানিস্তানে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
শূন্য নয় নয় ইতালির প্রধানমন্ত্রী গিও সেন কোন্তে পদত্যাগ করেছেন
তিনি নতুন জোট সরকার গড়ে তুলবেন কিনা তা স্পষ্ট নয়
করােনা পরিস্থিতি মােকাবিলার প্রেক্ষিতে তার দল বর্তমানে দ্বিধাবিভক্ত
ইতালিতে পঁচাশি হাজারের বেশী মানুষ কোভিড19এ মারা গেছেন
কোন্তে রাষ্ট্রপতি সেরগিও মাওারেল্লার সঙ্গে সাক্ষাত করেন
হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন
গত সপ্তাহে তিনি সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন
সংবাদ মাধ্যম মনে করেছে অন্য কোন নেতা এবার প্রধানমন্ত্রী হতে পারেন
শূন্য ফুটবলে আজকের খেলায় গােয়ার বাম্বলিমে কেরালা ব্লাস্টার্স জামশেদপুর র মুখােমুখি হবে
দুটি দলই তের ম্যাচে চৌদ্দ পয়েন্ট সংগ্রহ করেছে
গতরাতে গােয়ার ফতােরদা স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড একুশ গােলে মােহনবাগানকে হারিয়ে দিয়েছে
নর্থ ইস্ট ইউনাইটেডএর পক্ষে মাচাডাে ও ফেড্রিকো গােল করেন
মােহনবাগানের একমাত্র গােল করেনরয় কৃষ্ণ
শূন্য
এক শো ত্রিশ এক লাখ এগার হাজার ঊনিশ বিশেষ বিশেষ খবর এক দু দিনের ভারত সফরে চীনা রাষ্ট্রপতি শি জিংপিং আজ দুপুরে চেন্নাই আসছেন
ইতােমধ্যেই প্রধানমন্ত্রী মােদী দিল্লি থেকে বিশেষ বিমানে চেন্নাই পৌছেছেন
তামিলনাড়ুর রাজ্যপাল বনােয়ারীলাল পুরােহিত এবং মুখ্যমন্ত্রী কেপালানিস্বামী তাঁকে স্বাগত জানান
দুপুরে চীনা রাষ্ট্রপতিকে স্বাগত জানানাের পর প্রধানমন্ত্রী তাঁকে নিয়ে মহাবলীপুরমের উদ্দেশে রওনা হবেন
সেখানে তাঁকে ব্যক্তিগতভাবে তিনটি প্রাচীন সৌধ অর্জুনের তপস্যাস্থল দুই পঞ্চরথ এবং সমুদ্র সৈকতের মন্দির ঘুরিয়ে দেখাবেন তিনি
সন্ধ্যায় শিজিনপিংএর সম্মানে এই মন্দিরে আয়ােজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যােগ দেবেন তাঁরা
ইউনেস্কো ঘােষিত হেরিটেজ নগর মমল্লপুরমকে চীনা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দ্বিতীয় ঘরােয়া বৈঠকের স্থান হিসেবে বেছে নেবার পিছনে কাজ করছে দুদেশের প্রাচীন সম্পর্কের ভিত্তিকে সুদৃঢ় করে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা
এর আগে দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রথম ঘরােয়া বৈঠকটি হয় চীনের উহানে
শূন্য শূন্য তিন নয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল মহীশূরে মহারাজ জয়াচমারাজা ওয়াদিয়ারের জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যােগ দেন
এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ বলেন মহারাজা জয়াচমারাজা ওয়াদিয়ার ছিলেন ব্যতিক্রমী এক শাসক এবং দক্ষ প্রশাসক
তিনি বলেন দেশ স্বাধীনতা পাওয়ার পর দুই রাজা শাসিত রাজ্য হিসেবে তিনিই প্রথম ভারতে সংযুক্ত হন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী দিল্লী থেকে বিশেষ বিমানে ইতিমধ্যেই চেন্নাই পৌঁছেছেন
ভারতের শিল্পোদ্যোগে রাজা ওয়াদিয়ারেরর ভূমিকা প্রশংসাযােগ্য
মহীশূর রাজ্যের রাজা হিসেবে বেঙ্গালুরুতে এক হাজার নয় শো চল্লিশ সালে হিন্দুস্তান এয়ার ক্রাফট কোম্পানী স্থাপনে উসাহ দেন তিনি
পরে তা হিন্দুস্থান এরােনটিকস বলে পরিচিত হয়
শ্রী কোবিন্দ গতকাল তিন দিনের সফরে কর্ণাটক গেছেন
শূন্য জম্মু কাশ্মীর প্রশাসন দুই তিনজন রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দিয়েছে
বিশেষ মর্যাদাসূচক তিন শো সত্তর ধারা বাতিল হবার পর পাঁচই আগস্ট থেকে এই নেতারা আটক ছিলেন
এঁরা হলেন ইয়াবর মীর নূর মহম্মদ ও শােয়েব লােন
মীর রফিয়াবাদ কেন্দ্রের প্রাক্তন পিডিপি বিধায়ক
লােন দুই কংগ্রেস প্রার্থী হিসেবে উত্তর কাশ্মীর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন
এবং পরে দলের জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন
দুই জম্মুকাশ্মীর প্রশাসন তিনজন রাজনৈতিক নেতা কর্মীকে মুক্তি দিয়েছে
অন্যদিকে ন্যাশনাল কনফারেন্সের কর্মী নূর শ্রীনগর শহরের জঙ্গিউপদ্রুত বালু এলাকায় দলের দায়িত্ব সামলাতেন
পিপলস চার নয় কনফারেন্সের ইমরান আনসারি এবং সৈয়দ আখুনকে স্বাস্থ্যের কারণে আগেই মুক্তি দেওয়া হয়েছে
শূন্য জম্মুকাশ্মীর থেকে উচ্ছেদ হওয়া মানুষজনের একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংএর সঙ্গে দেখা করে
সরকারের পুনর্বাসন প্রকল্প ঘােষণার জন্য ধন্যবাদ জানান
উল্লেখ্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি এধরনের পাঁচ হাজার তিনশাে পরিবারকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
প্রতিনিধি দলটিকে মন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার এটিও একটি ঐতিহাসিক সিদ্ধান্ত
তিনি সব ধরনের গুজব ও বিভ্রান্তি মূলক তথ্য সম্পর্কে সাবধান থাকারও অনুরােধ জানিয়েছেন
ডক্টর সিং বলেন আগামী ৩১শে অক্টোবরের পর রাজ্যের নতুন ব্যবস্থায় প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে
শূন্য জম্মুকাশ্মীরের ৩শাে ১০টি ব্লকের ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে এক মনােনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন গতকাল মনােনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হয়
আগামী ২৪শে অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভােট নেওয়া হবে
তিন শিশুদের নিয়ে পাকিস্তান যে ভুয়াে খবর ছড়াচ্ছে ভারত তার তীব্র নিন্দা করেছে
বেলা তিনটে থেকে পাঁচ নয় ভােট গণনা শুরু হবে
৫ই নভেম্বরের মধ্যে পঞ্চায়েতরাজ ব্যবস্থার দ্বিতীয় স্তরের কাজ সম্পন্ন করতে হবে
বিডিসির সভাপতি নির্বাচনে ছাব্বিশ হাজার ৬শাে ঊনত্রিশ জন পঞ্চ এবং সরপঞ্চ ভােটে অংশ নিতে পারেন
এদিকে বিজেপি জানিয়েছে যে উপত্যকার মানুষ কেন্দ্রের সাধারণ মানুষ কেন্দ্রীয় নীতিকে সমর্থন জানিয়েছে
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক যুধবীর শেঠি বলেছেন বিডিসি নির্বাচন ন্যাশনাল কনফারেন্স দলের কাছে বড় আঘাত
পিডিপি এবং কংগ্রেস কখনই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় উসাহ দেয়নি
শ্রী শেঠি জানান উপত্যকার মানুষজন এখন গণতন্ত্র চাইছে
উপত্যকার রাজনৈতিক দল গুলি এতদিন সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে
শূন্য মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দশদিন আগে প্রচার তুঙ্গে উঠেছে
আজ এনসিপি প্রধান শারদ পাওয়ার শিরুর দুই জনাদ সহ আরও কয়েকটি জায়গায় জনসভা করবেন
চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী লােকনায়ক জয়প্রকাশ নারায়ণ এবং সমাজসেবক নানাজী দেশ মুখের জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের আজ ছটি জনসভায় ভাষণ দেওয়ার কথা
এর মধ্যে তিনটিই হবে আহমেদনগর জেলায়
শিবসেনাপ্রধান উদ্ভব ঠাকরেও বেশ কয়েকটি জনসভায় ভাষণ ছয় নয় দেবেন
এমএনএস প্রধান রাজ ঠাকরের আজ পাঁচটি জনসভায় ভাষণ দেওয়ার কথা
এদিকে বিজেপি গতকাল দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করায় চারজনকে বহিস্কারের কথা ঘােষণা করেছে
উল্লেখ্য মহারাষ্ট্র ও হরিয়ানায় আগামী একুশ শে অক্টোবর ভােটগ্রহণ করা হবে
শূন্য শূন্য পণ্য পরিষেবা কর জিএসটির পরিমাণ বাড়ানাের উপায় সুপারিশ করতে সরকার আধিকারিকদের একটি কমিটি গঠন করেছে
গতমাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ঊনিশ মাসের মধ্যে সবচেয়ে কমে গিয়েছিল
রাজ্য পর্যায়ের জিএসটি কমিশনার এবং কেন্দ্রীয় সরকারী আধিকারিকদের নিয়ে গঠিত এই কমিটির কাজ হবে জি এস টি সংগ্রহ কমে যাওয়া ঠেকানাের উপায় দ্রুত খুঁজে বের করা এবং এর পরিমাণ বাড়ানাের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দেওয়া
শূন্য শূন্য কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী গঙ্গাধরাইয়া পরমেশ্বরসহ অন্যান্যদের বিরুদ্ধে চালানাে তল্লাশি অভিযানে আয়কর দপ্তর নগদ পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে