utterance_id
stringlengths 11
11
| text
stringlengths 1
326
| audio
audioduration (s) 2
47.2
|
---|---|---|
utt00000000 | Hello নাহসিন | |
utt00000001 | Hi রুপালী | |
utt00000003 | আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? | |
utt00000005 | তোমার শরীরের কি খবর শরীর কেমন আছে তোমার? | |
utt00000006 | ভালোই আসে আল্লামদুলিল্লাহ তোমার কি খবর? | |
utt00000007 | আল্লামদুলিল্লাহ সুস্থ আছি তো আজকে আমরা কোন topic টা নিয়ে কথা বলবো তুমি কি জানো? | |
utt00000009 | Well উম আমরা কথা বলবো entertainment মানে চিত্ত বিনোদন আবার আমরা বলতে পারি আমোদ প্রমোদ এমন আরকি এমন, | |
utt00000010 | বিনোদন idea বলতে পারি | |
utt00000011 | হ্যাঁ বিনোদন জগৎ নিয়া। | |
utt00000012 | আচ্ছা হ্যাঁ তো তুমি এই বিনোদন নিয়া তুমি কি জানো বলো তো, মানে আসলে এখনকার কেমন? | |
utt00000013 | এখনকার বিনোদন বলতে উহ বিনোদন বলতে মানুষ যেটাতেই খুশি হয় বা আকৃষ্ট হয় যেমন ধরো যে বছর শেষে সবাই, | |
utt00000014 | বনভোজনে যায় বনভোজনে যে অনেক আনন্দ করে। দেখা যাচ্ছে যে আমাদের, আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে সুন্দর ঘুরে বেড়ানোর মত আনন্দ দায়ক। | |
utt00000015 | যেমন ধরো যে আমাদের পোদ্দার পাহাড় টা অনেক সুন্দর দেখতে, ওখানে সবাই বিনোদনের জন্য করে যায়। দেখা যাচ্ছে যে সবাই পরিবারের সাথে একসঙ্গে আনন্দ করতে যায়। আবার দেখা যাচ্ছে যে school থেকে যায় এরকম আরকি। | |
utt00000016 | হ্যাঁ এছাড়াও দেখ তুমি যে নাহসিন যে মানে বিনোদন কেন্দ্র হিসাবে বা ভালো পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু আমাদের অনেক জায়গা আছে মানে প্রতিটি জেলাতেই | |
utt00000017 | স্বপ্নপূরী ভিন্যজগত এগুলো আছে আমাদের নাটোরেই দেখো যে, নাটোরে মানে অনেকটা অনেক মানুষের মনে হয় নাকি জায়গা নিয়ে, দেখ আছে। মানে সুন্দর একটা place | |
utt00000018 | এরকম অনেকই জেলাতে আছে এর ইয়ে হিসাবে। আবার দেখো তোমরা যে তুমি দেখো আমরা কিন্তু mobile phone থেকে আমরা বিনোদন পেয়ে থাকি television থেকে পেয়ে থাকি। | |
utt00000019 | বিভিন্ন আরকি মাধ্যম, মাধ্যমের দ্বারা আমরা বিনোদন পেয়ে থাকি। আমরা জনগণকে আবার বিনোদন দিই কি করে দিই বলো তো? | |
utt00000020 | বিনোদন দিই আমরা এই দেখা যাচ্ছে phone এ, এই ফেসবুকের মাধ্যমে টিকটক করি বা দেখা যাচ্ছে যে হাসাতে পার। এই একটা দেখা যাচ্ছে বিনোদন নিয়ে একটা বললাম। | |
utt00000021 | আহ অনেকেই আরকি এইটা নিয়ে আনন্দিত হয়। আনন্দ উপভোগ বা আমরাও আনন্দ উপভোগ করতে পারি বা তাদেরও আনন্দ উপভোগ উহ দিতে পারি যে | |
utt00000022 | টিকটক আরকি প্রধান বিনোদনের একটি কারণ হইছে এখন আরকি। | |
utt00000023 | এখন দাড়াইছে টিকটক তোমার লাইকি then তোমার, আরো এরকম আরো apps আছে, যেগুলো দ্বারা মানুষ তাদের, | |
utt00000024 | কাজ গুলোই ওই বিনোদনের, মানে video করে ছাইড়া দেয় আর মানুষজন দেখে কি বিনোদনের উৎসাহ এইটাই | |
utt00000026 | বিনোদন, আজকাল দেখো যে আমাদের বিনোদন সম্পর্কে আমাদের ধারনা কিন্তু একদম পুরোপুরি পাল্টে গেছে। কেমন? উম আমি example হিসাবে বলতে পারি তোমার মনে করো যে আগে আমরা অন্য রকম ভাবে বিনোদন পাইতাম, | |
utt00000027 | তো মনে করো আগে আমরা যদি উম আগে তো তেমন television থাকতো না, তো তখন সেই ক্ষেত্রে আমরা কি করতাম? রাত বেড়াতে যদি current চলে যেতো load shedding এর সমস্যা হইতেই পারে, তখন ধরো কি করতো, আমরা সবাই মিলে এক জায়গায় আড্ডা দিতাম। | |
utt00000030 | তো এখন দেখো ওরকম মানে, এখন মানুষের হাতে হাতে phone হয়ে, মানে মানুষ এখন তো আরো মানে সারাদিন ওই mobile এর ভেতরেই কাটায়। | |
utt00000031 | যে আলাদা একটা সবাই মিলে আড্ডা দিবে বিনোদন করবে বাসার সবাই মিলে একটু মানে, ওরকম কিন্তু আর এখন হয়না দেখসো? | |
utt00000032 | জি ওটা আরকি হয়ে ওঠেনা | |
utt00000033 | যে phone এর বিনোদন নিয়েই ব্যস্ত সবাই। | |
utt00000035 | পরি পরিবারের সবাই একসঙ্গে হলে দেখা যাচ্ছে এক রকমের আনন্দ বা বিনোদন পাওয়া যায়। এই যে দেখা যাচ্ছে বলতে কি যে আজ আমরা | |
utt00000036 | School এ বা college এ গিয়ে এটা এটা আনন্দ করসি কি দেখা যাচ্ছে যে, | |
utt00000037 | আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়েসে ওখানেও আনন্দ পাইসি, এগুলা বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করলেও দেখা যাচ্ছে পরিবাবের সাথে একরকমের বিনোদনের ই পাওয়া যায়। | |
utt00000038 | হ্যাঁ, | |
utt00000039 | তুমি ঠিকই বলছো। | |
utt00000040 | আর কিছু বলো বিনোদন আচ্ছা তুমি কিভাবে বিনোদন পাও? মানে তুমি কিভাবে বিনোদন নাও বা দাও? একটু share করো। | |
utt00000042 | বিভিন্ন জায়গা আছে এ আমাদের দেখা যাচ্ছে যে ভিন্ন জগতে ভিন্ন জগতে কিন্তু বিভিন্ন ধরনের, একটি দেখবে যে ইয়ে আছে, ভূতের বাড়ি আছে ওখানে গেলেও কিন্তু একরকমের আনন্দ পাওয়া যায়। | |
utt00000043 | আবার দেখা যাচ্ছে যে ভিন্ন জগতের ইয়া আছে সৌরজগতে আসে ওর ভিতরে গেলে এই বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় ওই, আরকি তোমার সৌরজগতের বিষয় নিয়ে। | |
utt00000044 | সত্যিই খুব ভালো লাগে। একসময় আমরা school থেকে গেছি। আহ আমাদের sir এ রা sir, teacher আমরা সবাই মিলে একসঙ্গে গেছি আমরা অনেকেই শিক্ষার্থী ছিলাম। | |
utt00000045 | অনেক অনেক অনেক আনন্দ পাইসি ওখানে গিয়ে। | |
utt00000046 | হ্যাঁ | |
utt00000047 | আমরাও গেছি মজা করসি অনেক। মানে আসলে এরকম একটা বিনোদন মানে কাটাইসি আমরা শিক্ষা সফরে গিয়া, ভাল লাগত, | |
utt00000048 | মানে আসলে অনেক অনেক অনেক মনে পরে ওই কথা গুলি। | |
utt00000049 | হ্যাঁ, তারপর দেখো যে এখন তো মনে করো ওরকম আরকি বিনোদন বলতে মানুষজন আজকে পুরো মানে বিনোদনই নেই entertainment একেবারে অনেক দেখো entertainment show দেয় দেখসো তুমি খেয়াল করসো? | |
utt00000052 | এর moment বা অনেক কিছু দেখায় যে ভালো লাগে দেখতে। entertainment মানে আমরাও মজা পাই দেখ তাহলে যে মন খারাপ ও থাকে যদি আমরা কি television টা খুলে বসি কিংবা তোমার phone টা নিয়া এই যে টিকটক থেকে ঢুকলাম। | |
utt00000054 | জি জি আসলেই রকম তো দেখতেও ভালো লাগে বা ওটাতে join হতেও ভালো লাগে যে অনেকটা আনন্দিত হই আমরা ওটা নিয়ে। | |
utt00000055 | হ্যাঁ ওটাই বলতেছি যে এটা মন খারাপের কোন কারণ নাই মানে তুমি entertainment তুমি পাবাই। তারপরে FB তে, এখন মানে FB তে আরো আছে post মানে সব বিষয়ে post করে FB তে আবার মানে বেশিরভাগ entertainment নিয়েও আসে। মানে, | |
utt00000056 | বলার মত না দেখলেই মানে তুমি মন খারাপ থাকলেও তুমি দেখলা, মন ভালো হয়ে গেছে। মানে তোমার হাসি আসবেই must be আসবেই। | |
utt00000057 | জি | |
utt00000058 | আবার দেখো যে entertainment আমার family র লোকেরার সাথে আমরা কিন্তু করতে পার। | |
utt00000059 | করা যায়। | |
utt00000060 | তাতেই আমরা করতে পারি। কিন্তু দেখো আমরা সেটা করি না আসলে মানুষজন এখন মানে দেশ বলে না যে আজ নতুন কাল পুরাতন বলে একটা কথা আছে না? ওরকম type এর মানে | |
utt00000061 | আগেকার দেখবে যে ভাবে আমরা বিনোদন করতাম এখন আর সেভাবে আমরা করিনা করাই হয় না। নতুন নতুন সবকিছু চলে এসেছে আমরা তো এভাবে করি সে ভাবে করিনা আরকি। | |
utt00000063 | তারপরে দেখা যাচ্ছে যে দেখবে রুপালী একসময় যে সারাদিন তুমি যে যার মত ব্যস্ত থাকে ঠিক আছে, পরিবারের সাথে একরকমের বিনোদন করা যায়। পরিবারের সাথে যে ধর যে সারাদিন পরে সন্ধার সময় | |
utt00000064 | এই বাসায় এসে বসে দেখা যাচ্ছে যে এই TV চালালে দেখা যাচ্ছে যে serial গুলি আসে এই ভারত বাংলা serial গুলি আসে ওই গুলোই দেখতেও কিন্তু মজা লাগে। বা একরকমের বিনোদন পাওয়া যায় ও ওই গুলি থেকে তাইনা? | |
utt00000065 | হম ঠিক বলছো family র সাথে দেখা আসলে একটা মানে অন্য রকম একটা বিনোদন মানে সবাই মিলে দেখবো বাবা ভাই বোন সবাই মিলে, | |
utt00000066 | একটা অন্যরকম একটা entertainment | |
utt00000067 | দেখো যে entertainment বিনোদন মানে দিতে মানে life ঠিক থাকে মানে মানে কত ID কত তাদের follower, | |
utt00000069 | আসলে বলতে গেলে যে আমরা মন খারাপ থাকলে আমরা বিনোদনের মাধ্যমে তাও আমরা ধরো বেঁচে থাকতে পারি বা ওরকম ইয়ে হয়না। তো মন খারাপ থাকলো কিন্তু ঢুকি একটু FB তে ঢুকি | |
utt00000070 | লাইকি তে ঢুকি একটু টিকটকে ঢুকি ভালো হয়ে যাবে mood, mood | |
utt00000071 | খুব বেশি উদাস থাকলেও দেখা যাচ্ছে যে একটু বিনোদন জগতে বা বলতে কি একটু phone টা নিয়ে বসলেও দেখা যাচ্ছে উদাস মনটা একটু হালকা হয়ে যায়। | |
utt00000072 | হম | |
utt00000073 | তা তুমি কি লাইকি দেখো? তুমি কি টিকটকে দেখে কি বিনোদন নাও? | |
utt00000074 | নিই তো ওটাই তো এখনকার, আরকি সবার common হয়ে গেছে। | |
utt00000076 | লাইকি তে বিনোদন তুমি দাওনা? অন্য অন্যদেরকে? জনগণদের লাইকিতে video ছাড়োনা? | |
utt00000077 | জি জি ছাড়া হয় তো। | |
utt00000080 | সবাই করে, আমরা দেখা যাচ্ছে যে সবাই করা হয় আমাদের বন্ধু বান্ধব অনেকেই করে ছোটো বড়ো যে যার মত আরকি পারে। | |
utt00000081 | হ্যাঁ entertainment দেওয়া ভলো একটা মানুষকে হাসি খুশি রাখাটা ভালো কাজের মধ্যেই পরে। | |
utt00000082 | বা দেখা যাচ্ছে যে আমরাও অন্যদের মাধ্যমে নিই বা তারা আমার মাধ্যমে নেয় এটাই আরকি। | |
utt00000083 | হ্যাঁ ওটাই একজনকে দেওয়া নেওয়া আসলে কথা আরকি আমরা entertainment টা, | |
utt00000084 | দিলেই কি আর নেওয়াই কি? দুজনেরই ভালো লাগে যে দিচ্ছে তারও যে নিচ্ছে entertainment তারও। | |
utt00000085 | জি | |
utt00000086 | দেখনা আবার দেখো যে বিনোদন বা কোথাও মাঝে মাঝে যে বিজ্ঞপ্তি দেয়না, entertainment, entertainment, entertainment | |
utt00000087 | বিনোদন বিনোদন বিনোদন তখন আমরা যে চুপ করে শুনি যে কিরে কোথায় entertainment, কোথায় show হবে? এরকম আমরা যাবো সবাই মিলে ওখানে দেখতে হ্যাঁ, ওটাও এক, | |
utt00000088 | ওটা এখন অতটা কিন্তু এখন হয়না ওরকম তুমি দেখসো ওরকম show যে মানুষকে এরকম জায়গায় জায়গায় show মানে performance দিবে তারা মানুষদেরকে ইয়ে দিবে entertainment দিবে। | |
utt00000090 | জি | |
utt00000091 | আর কিছু বলো। | |
utt00000092 | তবে আমাদের যে school এ যে ইয়ে হয় না বছর শেষে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয় ওটাতে যে আরো আনন্দ হয় ওরে বাবা বোঝানোই যাবে না। | |
utt00000093 | হ্যাঁ নবীন বরণ হয় ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক | |
utt00000094 | কথা বলতেসি বছর ইয়েতে হয় ভালো লাগে। | |
utt00000095 | তো নবীনবরণও তো ন নবীনবরণে যেমন তোমার একদিনে যেমন নতুন আসার, | |
utt00000096 | ওইটা হাসিখুশি আবার দেখো, বিদায় দেওয়ার একটা দুঃখ ও থাকে নবীনবরণে, | |
utt00000098 | হ্যাঁ | |
utt00000099 | জিজ্ঞেসা করার আছে আমি entertainment কিভাবে দেই জনগণকে? আমি কিন্তু অনেক মজার মজার jokes জানি জানো? আমি এমনিতেও বলে থাকি যে friend circle এর মধ্যে আড্ডা দিলে তখন সেখানে কিন্তু আমি entertainment দিয়ে থাকি আমি। | |
utt00000100 | ওহ আচ্ছা তাহলে কেমন দাও? একটু আমাকে বলো, | |
utt00000101 | হ্যাঁ দিবো এক সময় সমস্যা নাই, এখন আসলে আমি | |
utt00000102 | আলোচনা করলে এই ভালো হত, শুন শুনে রাখতাম আরকি। | |
utt00000103 | হ্যাঁ অবশ্যই করবো, এখন, আমি প্রথমে এখন আসলে তেমন একটা free নেই তো, আমি তোমাকে অবশ্যই জানাবো। আমি টিকটকে entertainment দিয়ে থাকি। | |
utt00000104 | খুব ভালো idea | |
utt00000105 | টিকটকে entertainment দিই লাইকি তে দিই, FB তে post করি। তাহলে আজকে অনেক কথাই হল নাহসিন তাহলে আমরা আগামীতে আবার কথা বলবো। | |
utt00000106 | আস-সালামু আলাইকুম। ওয়ালাইকুমুস-সালাম । কেমন আছেন? আলহামদুল ইল্লা ভালো আছি। আপনি কেমন আছেন? | |
utt00000107 | তাই এইতো তো অনেক দিন তো যোগাযোগ নেই, আপনি কেমন আছেন? কি করছিলেন এত দিন। | |
utt00000108 | ভালো, হ্যাঁ হ্যাঁ বলছি অনেকদিন তো যোগাযোগ নেই, কি করছিলেন এতো দিন? TV এর কোনো কাজ নিয়ে নাকি। | |
utt00000109 | নতুন আর কি সবাই যার যার জিনিস নিয়ে ব্যাস্তই থাকে এটাই normal হ্যাঁ বুঝলাই এই মানে যাই হোক আজকে আমরা একটা topic নিয়ে কথা বলতে পারি। | |
utt00000110 | আহ entertainment বা বিনোদন। হ্যাঁ প্রতিদিনই তো আগে কথা বলতাম কোনো না কোনো নি topic নিয়ে। আজকে বিনোদন নিয়ে কথা বলবেন হ্যাঁ বল বল জি আজকে বিনোদন নিয়ে। | |
utt00000111 | এই শীতের মধ্যে বিনোদন না, | |
utt00000112 | আচ্ছা আপনার কাছে কি মনে হয়, যে বিনোদন উম উম অর্থ টা কি বা বিনোদন বলতে আমি কি বুঝি বিনোদন তো অনেক মাধ্যম আছে। মানে মনকে, | |
utt00000113 | খুশি করার জন্য যে কাজটা করা হয় সেটাকেই বিনোদন বলে very simple হম এক একদমি তাই। | |
utt00000114 | আহ আমি যে কাজটাতে আনন্দ পাই, যে কর্ম কান্ড গুলো আমাকে আমাদের কে relax দেয় বা আমাদের মন টাকে ভালো রাখে এরকম যে কোনো কাজই বিনোদন। ওহ | |
utt00000115 | আপনি দেখছি বইয়ের ভাষায় কথা বলছেন একদম। আহ না মানে আমি এভাবেই বোঝানোর চেষ্টা করছি আরকি। হ্যাঁ সেটা তো অবশ্যই। | |
utt00000116 | এইতো এখন এক একজনের বিনোদনের মাধ্যম একেকরকম। এখন ব্যাপার টা হল যে, একটা বিনোদন আমি পাওয়ার জন্য অন্যকে ক্ষতি না করলে অন্য কে কষ্ট না দিলে সে সেটাই হচ্ছে বড়ো ব্যাপার। | |
utt00000117 | কেননা অনেকে, নিজের বিনোদন নিজের খুশির জন্য আহ অন্যের ক্ষতি করে ফেলে এটা না করে যে কোনো বিনোদনই ভালো হম হ্যাঁ সে তো অবশ্যই। |